আমি জানি না, কেন এই ব্যান্ডগুলার এই অনবদ্য সৃষ্টিগুলার প্রসার হয় না! মন থেকে একটা ধন্যবাদ দিয়ে জড়িয়ে ধরতে যাই এই গানটার সৃষ্টির সাথে যারাই যুক্ত ছিলো। এতোটা আবেগ আপ্লুত হয়ে যাওয়ার কারণ, কিছু গান শুধু গান না। কিছু গান থাকে ড্রাগের মতো কাজ করে। আর এই গানটা আমার ড্রাগ গুলার মধ্যে একটা❤️
১৮ তে যেমনভাবে কল্পনাতে হারিয়ে যেতাম তাকে নিয়ে আজ ২২ এ এসেও সেই একইভাবেই হারাই।আজ ২.৫ বছর ধরে এক পলকের জন্যও না দেখতে পেয়েও যেন অনুভুতির মাত্রা একটুও কমেনি উলটো শুধু বেড়েই চলেছে।আর এই গান.... আহ,,,এক অন্য জগতে নিয়ে যায়।
এই গানটার মধ্যে আমি একটা অন্য রকম শান্তি খুঁজে পাই 😊 এই গানটা দিনে ৩১ বার পযন্ত শুনেছি এরকম দিন আছে কমেন্ট টা দেখলে লাইক দিয়ে যাবেন নোটিফিকেশন আসলে আবার শুনবো ❣️
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
0:56 i dont know why, but whenever the song comes to this part, i envision myself on another planet, sitting on top of a mountain and looking at the sky. The sky is pink and instead of one sun, there are two suns that can be seen setting. This just shows the power of music. Music can take you places. Music can create memories that you never had before. What a masterpiece by LEVELFIVEtheband.
তোমার কন্ঠে এই গান প্রথমবার শুনেছিলাম, তুমি এখন আর আমার জীবনে নাই। তোমার কথা খুব মনে পরলে এই গানটা শুনি। তুমি চাইলেই আমাদের শেষটা সুন্দর হতে পারত কিন্তু আসলেই কেউ বেশি দিন কারো প্রিয় মানুষ হয়ে থাকে না।
brothers when i heard this song back in 2019 it had only 30K views. I was amazed this song!!!! A gem of bangla band music! then i saw a interview of saju bhaiya drummer of ARTCELL .HE said in the interview " we dont want to be viral..amader gaan tokhon eto kew shune nai jokhon matro amra music shuru kori.. Ajke eto bochor pore ajke amader ei obosthan.. Viral hoite chai nah amra. amra chai amader gaan ajibon manush valobashuk shudhu koyekdin er jnnow nah" and brothers now this song is crossing!! 200k :D . Brothers please never stop making music!!! . You guys are gem! LEVEL FIVE the best!
২০১৯ সালে মনে হলো এই গান মানুষ কেন শুনে না আজ ২০২২ শেষ ডিসেম্বর মাস এখন মনে হচ্ছে অতিরিক্ত হাইপে ভাইরাল হয়ে গেছে কিছু গান নিজের কাছেই রেখে দিতে ইচ্ছে করে কারো সাথে শেয়ার করার ইচ্ছে করে না। এই মাস্টারপিস শুধু আমি শুনবো।
Im a bangladeshi girl married to an another culture guy who is american. Introducing my husband to my country's classics. I'm enjoying watching him sinking to the beauty of these masterpieces. And, admiring my country's people's talent. I'm happy I found somebody who can understand the good music and feel to the depth and really feel how much these drummers and singers lyricists are musically gifted. I'm glad I grew up listening to good music. Having a good taste helped me to forge my Identity. And I can proudly say this is my taste this is who I'm
এত্ত সুন্দর একটা লিরিক যে প্রথমবার শুনেই ভালোলেগে যাওয়ার মতো একটা গান। আসলেই হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে এই গান শুনে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যাকে নিয়ে হারানোর কথা ছিলো সেই মানুষটাই হারিয়ে গেলো 🙂
যেদিন থেকে এই গানটা youtube এর recommendations এ আসছে, ওইদিন থেকে youtube এর কোনো recommendation এর গান মিস দেই না❤ যখন প্রথম দেখছিলাম তখন ১,২ সর্বোচ্চ ৫ হাজার ভিউ ছিলো,, এখন ৫ মিলিয়ন দেখে ফিলিং প্রাউড😌 i noticed a gem before it was viral
কাঠবিড়ালির পছন্দের গানটা 🙂💔 কাঠবিড়ালি প্রথম গানটা আমাকে দিয়ে ছিলো শুনার জন্য তখন থেকে গানটা আমি প্রতিদিন শুনি। মানুষ আসলেই পরিবর্তন হয় সময়ে সাথে সাথে
গানটি প্রথম শুনেছিলাম ভালোবাসার মানুষটি সাজেস্ট করায় । মানুষটি আজ অচেনা । কথা হয়না যেন বহু বছর । হয়না দেখা তাকে কাছ থেকে । তাকে বলতে ইচ্ছা করে "চলোনা হারিয়ে যাই তোমায় নিয়ে , কোনো নাম না জানা অজানা শহরে"
it really hits hard when she’s acting all toxic and she means the world to you but there’s nothing you can’t do other than just say how much you love her which actually doesn’t mean anything to her. And It hits really hard when you found yourself in a room at midnight and you know you have no friends to talk about it. all you guys who didn’t had any heart broken yet just don’t fall for someone so deep that you find yourself in a circumstance that you don’t know how to climb up.
Sometimes certain events happen to us. We should not fall, as this reality is full of toxicity, hatred, futility but we must also learn to pick ourselves up. Let go. Just let go. Look back. Do look back. But let go. At the end of the day, You are yours. I am mine. We were born. We will die. The in between is mine. The in between is yours. Go ahead king. Everything will be alright
depends, if you choose it as a end of the road for yourself then it will be. If you chose it to be a part of life that will shape the person you will be then thats how things will progress. Its upto you. Life isnt inherently sad or happy. Its an odd mix. You truly need to accept that you opened your heart and let yourself care for someone. Thats alot more than many ppl are willing to do. Because its scary. You need to let yourself be broken hearted so you can pick yourself back again. a story of holding your own hand is greater than any other. Id advice you to let her go if its causing you too much heartache. But despite the ugly end, try to keep the happy memories alive in your heart to remind yourself no matter how ever things turn out caring is not a bad thing. you deserve the happy memories at the very least
কখনো ভাবিনি তোমাকে হারাবো এভাবে, তোমার কাছে আমি বাদেও তোমার জীবনে অনেক কিছুই গুরুত্বপূর্ণ ছিল শুধু এক আমিই ছিলাম নিজের সবটা দিয়ে ভালোবেসেও পাওয়া হলো না তোমাকে। কেমন অদ্ভুত দেখ, তোমাকে কেন্দ্র করেই আমার সব অভ্যাস গুলো ছিল। আর তুমি আমাকে আলাদা করেই তোমার সবকিছু সাজিয়েছিলে। তুমি কত সহজে বদলে যাও বদলাইতে পার কিন্তু আমি কেমন জানি এখনো সেই সম্পর্কের শুরুতে পড়ে আছি তোমাকে ভালোবেসে। যাই হোক, আমি না হই ঠোঁকেই শিখলাম তোমাকে ভালোবেসে আর তোমাকে ধন্যবাদ আমার জীবনের সুন্দর মুহূর্ত গুলো দেওয়ার জন্য।যাই হোক মিস করছি অনেক। এই গান টা শুনলেই তোমাকে অনেক বেশি মনে পড়ে।
ওই দূরে চলো না, নীল আকাশে হারিয়ে যাই, তোমার হাতটি ধরে পায়ে পায়ে ঘুঙ্গুর পায়ে, হারিয়ে তুমি কাশ বনের, মৃদুল বাতাসে হয়েছি চলো না হারিয়ে যাই, তোমায় নিয়ে কোনো নাম না জানা, ওই অজানা শহরে চলো
ভালোবাসা হচ্ছে বকুল ফুলের মালা, শুকিয়ে গেলেও আলাদা সুবাস ছড়ায়। আমার ভালোবাসার মানুষ আমাকে মেরে ফেলেছে তাহার নিজ হাতে, এখন কেবল আমার soul পরপারে যাওয়ার অপেক্ষায় শেষ নিঃশ্বাস গুনছে। ক্যামিলা তুমি কী আমাকে ছেড়ে গিয়ে যাকে বিয়ে করেছো তার সাথে সুখী হতে পেরেছো! তুমি আমার জীবনের মায়ের পরে সবথেকে সুন্দর এবং মায়াবতী একটি নারী ছিলে, যাকে আমার জীবনের পুরো অংশ দিয়ে ভালো বাসিয়া ছিলাম। আমি পরপারে ও তোমাকে না পাওয়ার আক্ষেপে পৃথিবীতে কতটুকু পুড়িয়েছি আমার দিনের পর দিন, মাসের পরে মাস কতশত নির্ঘুম রাত সকল কিছুর জবাব আল্লাহ কাছে চাইবো যেনো তোমার কাছে জিজ্ঞেস করে আমার সাথে এমন টা কেনো করেছো তুমি এবং তোমার পরিবার। july-27, 10:10pm, 2024💔
এই গানটা শুনে একটা প্রশ্ন ই মাথায় আসতেসে একটা গান এত্ত সুন্দর হয় কেমন করে!! গতকাল গানটা প্রথম শুনেসি! এখন পর্যন্ত এইটা ছাড়া অন্য কোনো গান শুনি নাই! এটার উপ্রেই আছি😅🖤
তাকে হারাইনি আমি, তাকে নিয়ে হারানোর দরকার নেই। কোনো স্বার্থপর ও মিথ্যাবাদীকে আমার দরকার নেই। তবে এই গানটা শুনে নিজেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, এখন নিজেকে নিয়েই হারাতে চাই। আমার সব মনোযোগ এখন আমার দিকেই।
আমি কাউকে ভালোবাসি না তবুও এই গানটি শুনতে আমার খুব ভালো লাগে,___ এই গানের প্রতি ভালো লাগা মুখে বলে প্রকাশ করা যাবে না,___ সত্যি বলতে অসম্ভব সুন্দর একটি গান,____ অপেক্ষায় আছি সেই মানুষটির জন্য যাকে নিয়ে হারিয়ে যাবো,__ বিশ্বাস করি আমার জীবন থেকে যারা চলে গেছে তাদের থেকে ভালো কেউ আসবে ইনশাল্লাহ,___ সেদিন আমিও তাকে নিয়ে হারিয়ে যাবো আর তাকে সাথে নিয়ে গানটি শুনবো,_____
অনেক বাধা ছিল যা এক সময় অসম্ভব মনে হতো। কিন্তু কি এক অসীম শক্তি ছিল তার মাঝে যার ভরসায় প্রতিটি সেকেন্ড লড়ার জন্য সাহস পেয়েছি। পাশে ছিল, আছে আর থাকবে। (২৭-৩-২০২৪)
"চলো না হারিয়ে যাই" এই লাইনটা শুনলেই কেন জানি হঠাৎ কান্না আসে। জানি না কোন আবেগ থেকে এতো বেশি গভীরে চলে যাই। খুব ভালো লাগে❤ যারা এই গানটার জন্য কাজ করেছেন না জানি কত effort দিয়েছেন। Thanks to you😇❤️😇
গানটি শুনার সময় এক অন্যরকম অনুভূতি কাজ করে যা ভাষায় প্রকাশ করা যাবে না ..... কারো কেউ আছে,আবার কারো নেই। তবে,আমার একটি কল্পনার জগৎ আছে, সেখানেই আমি হ্যাপি আর আমার সঙ্গ দেয় এইসব গানগুলো ❤️
If this song came to your recommendations, you have a great taste in music dear! Cheers! :) 2021 Edit: Have a hear to Nightdriver & Aurora Dreams by EIDA. Lower the sound of your earphones, close your eyes and get lost; You'll feel magical. And Whoa 1k? You guys are sick, Love you. Cheers.
এই গানটা একদমই শোনতে ইচ্ছে করে না। শোনলেই কেমন যেনো প্রেম করতে ইচ্ছে করে। তবুও কেনো জানি বারবার শোনা হয় গানটা। জানি না কেনো। শুধু জানি কোনো এক অজানা মুগ্ধতা বারবার আমাকে টেনে নিয়ে আসে এখানে। মুগ্ধতায় বিভোর হয়ে শুনি শুধু, শোনতেই থাকি। একবার, দুই বার, বারবার, হাজারবার.......
For most of the people this song reminds them of their loved ones. But for me in a weird way, it reminds me of my childhood and the imaginary "wonderland" I created back then with other kids I played with. I'm not even sure if they are real or just part of my imagination. But no matter how hard I think about it I just can't remember the perfect world I created in my mind thanks to all the corrupted and harsh truth of the real world that impacted on me as a person. And this song gives me the vibe of "ignore the reality and go back being the ignorant kid I was" even though it'd be impossible.
woah , atleast you feel emotion when you listen to music. for some reason i dont even feel anything when i listen to music, i kinda feel like i’m disrespecting the artist and the song.
@@ayshafeelsbonita Nah, it just means that you don't click with this song. Everyone vibes on different music. Hell, I vibe on hamster branch. But that doesn't mean that you are disrespecting the artist
চল না হারিয়ে যাই কোন দূর অজানায় যেখানে ফেলে আসা স্মৃতিটুকু পাওয়া যায়।। কৈশোরের সেই দিন আবারও পেতাম যদি ছুটে যেতাম তবে যেভাবে বয় নদী সাগরের মাঝে যেমন নদী নিজেকে হারায়।। জীবন এখন যেন হয়ে গেছে গতিহীন ছুটে তো চলেছি মোরা শুধু যে ঠিকানা বিহীন সাগরের মাঝে যেমন নদী নিজেকে হারায়।।
রাত এখন 3:35 গানটি শুনছি...আর তার কথা ভাবছি...আজ প্রায় ৬ মাস তাকে ছাড়া...কেন এমনটি করলে...যেটার জন্যে আজ আমি তোমাকে মেনে নিতে পারছি নাহ...কি কমতি ছিল আমার মাঝে...বার বার বারন করার পরও সেই কাজটি করলে...এখনো তোমাই ভুলতে পারি নাহ...প্রতিটি রাত তোমার কথা ভেবে চোখ ভিজে...তোমাকে এখনো পেতে ইচ্ছে করে...এখনো ইচ্ছে করে তোমার সব কিছু ভুলে গিয়ে আবারও আগের মতো করে আগলে রাখি...কিন্তু তুমি সেই মানুষ নও যে নিজেকে শুদ্রে নিবে...এখনো ভালোবাসি...ভালো থেকো প্রিয়..🖤
পারলাম না তোমার সঙ্গে বসে এই গান টা শুনতে। প্রথম ভালবাসা তুমি আমার। চেয়েছিলাম শেষে ও তুমিই থাকো তবে ভাগ্যে নেই তুমি আমার। ভালো থেকো কুঞ্জন। তোমার সারা।
ছাদের উপর একা বালিশে শুশে আমি, হাতে সিগারেট, পাশে কোকাকোলার বোতল, ঠিক মাথার পর পূর্ণীমার একরাত পরের চাঁদ, হেডফোনে "60's love", সাথে এক বছর আগের শীতের শুরুর দিকের কিছু স্মৃতি, চারপাশ টা ঠান্ডা হয়ে আছে। কল্পনায় ষাটের দশকে হারিয়ে গিয়েছিলাম। কমেন্ট করার জন্য বাস্তবতায় ফিরে এলাম।
0:32 sec পর্যন্ত মিউজিকটুকুতে একটা বসন্তের অনুভুতি হয় ,ওই যে মানুষের কল্পনার মতো চারিদিকে বাতাস গাছের পাতা পরছে একটা দুটো ফুলও পরছে , তারপর ধীরে ধীরে সময় টা আমাকে বর্ষা কালে নিয়ে আসে। আমি কোন ১০/১৫ তালা বাসার ছাদে থেকে সেই ঠান্ডা বাতাস অনুভব করছি্... আমি এক মুহূর্ত মধ্যে নিজেকে খুব সুখি মানুষ বলে দাবী করতে পারি ... কিছু nostalgic মনে করে সেই ১০/১৫ তালা থেকে শুন্যে ভাসা যাক।।
I don't know i felt this band music like Coldplay, Oasis, Radiohead, Keane, Cigarette after sex. And I love those alternative music. I am eager to listen live music of Level 5 and CD version. NB: Driving on highway with this music would be ecstatic.
This is the song you listen to lying down staring at the ceiling. You feel like someone is rearranging your insides as you get an adrenaline rush, thinking about what was there and what it could've been
গত ৩ মাস যাবত গানটা শুনে আসছি ! প্রত্যেক দিন তো শোনাই হয়! প্লেলিস্ট এর প্রথম গান এটা! যত বারই শুনি নতুন করে ভালোবেসে ফেলি গানটাকে! মনে হয় সত্য সত্য হারিয়ে যাই নিজেকে নিয়ে😅🖤
03:04 i've been hearing this song from since 2021 and each and every time it feels like i am hearing this masterpiece for the first time. and this solo part has my whole fukin' heart. it feels like bhai was crying through the guiter. this song is very close to my heart. keep it up level five. best wishes
"প্রাক্তন" হলেই কি ভালোবাসা বেড়ে যায়? "প্রাক্তন"কে খুব বেশি মনে পড়ে যায় কেন? "মনে পড়ে যাওয়া"টা কি আমাদের স্বভাব নাকি "ভুলে না থাকা"টা আমাদের অভ্যাস? তাকে ভুলতে পারি না কেন? তার পিছুটান থেকে বের হতে পারি না কেন? চেনা শহরের চেনা গলিতে গিয়ে তাকে অজস্র বার মনে পড়ে যায় কেন? অজস্র বার খুঁজতে চাই কেন? কেন?
ফেসবুক থেকে অর্ধেক কাটা গান আমার প্রিয়তমা( সামিয়াকে) দিছিলাম।তখন আমরা কলেই ছিলাম ও ঘুমাই গেছিল কিন্তু কল চলতেছিল তখন ইউটিউবে ঢুকেই গান রা চার্স দিই আর প্রথম বারই আমার অনেক বেশি ভালো লাগে যায় আর অজানা কোনো কারণেই চোখের কোণে পানি এসে যায়😇🥰
আমি একজন বন্ধু ছিল,,,, তাকে আস্তে আস্তে আমার ভালো লাগা শুরু হয়,,,সেই ২০১৩ থেকেই পছন্দ করতাম,,,,সেই ছোট থেকেই ক্লাস থ্রি থেকে,,,,প্রতি বছর তার সাথে ২/৩ দেখা হইতো কিন্তু তাকে এখন পর্যন্ত কখনো বলাই হইলো না,,,, তোমাকে আমি ভালোবাসি,,,২৪ সালে রোজার শেষে তার সাথে অনেক সময় কাটানো হয়েছে কিন্তু তাকে কথা গুলোর বলার সাহস টা হয়নি আর,,,এখন সে আমাকে ব্লক করে রাখছে
আমি জানি না, কেন এই ব্যান্ডগুলার এই অনবদ্য সৃষ্টিগুলার প্রসার হয় না!
মন থেকে একটা ধন্যবাদ দিয়ে জড়িয়ে ধরতে যাই এই গানটার সৃষ্টির সাথে যারাই যুক্ত ছিলো।
এতোটা আবেগ আপ্লুত হয়ে যাওয়ার কারণ, কিছু গান শুধু গান না।
কিছু গান থাকে ড্রাগের মতো কাজ করে। আর এই গানটা আমার ড্রাগ গুলার মধ্যে একটা❤️
উচ্চতর সাহিত্য সৃষ্টিগুলো অনেক ক্ষেত্রেই সাধারণ ব্যক্তি সাধারণ এর নিকট জনপ্রিয়তা পায় না ।
@@forsakengod12 One of the hidden truth !
Kudos ❤
@@forsakengod12 very well said bro
osadharon gaan
এই গান গুলার প্রসার হইলে শূণ্যর বেহুলার মতো এই গানগুলা দিয়েও টিকটক ভিডিও বের হবে🤣
৩ বছর আগে এই গানটা শুনে যাকে ফিল করতাম, এখন সেই মানুষটি আমার জিবন সঙ্গী♥️
আলহামদুলিল্লাহ
Ekhono oneke feel kore, shomoy srote opekkha chole....
আলহামদুলিল্লাহ ভাই❤️❤️
no body cares
You're Lucky ❤️🌻
valobasa sundor ❤️
Congratulations Bro❤️
১৮ তে যেমনভাবে কল্পনাতে হারিয়ে যেতাম তাকে নিয়ে আজ ২২ এ এসেও সেই একইভাবেই হারাই।আজ ২.৫ বছর ধরে এক পলকের জন্যও না দেখতে পেয়েও যেন অনুভুতির মাত্রা একটুও কমেনি উলটো শুধু বেড়েই চলেছে।আর এই গান....
আহ,,,এক অন্য জগতে নিয়ে যায়।
এই গানটার মধ্যে আমি একটা অন্য রকম শান্তি খুঁজে পাই 😊 এই গানটা দিনে ৩১ বার পযন্ত শুনেছি এরকম দিন আছে কমেন্ট টা দেখলে লাইক দিয়ে যাবেন নোটিফিকেশন আসলে আবার শুনবো ❣️
aso bhai
bhai 58 bar ekta gaan shuna kemon laglo?
hmmm 😌
এরকম ভালো গানগুলো প্রতিবার recommendations এ আসলে কথায় ছিলো না!!
অসাধারণ একটা গান 😍
great news
Chop
Ami o apnar sathe sohomot.....
Adho❤️🤟
Apnar channel ta o xoss
রাত ২ঃ১৫ বাজে, বসন্তের বাতাস বইছে চারদিক নিস্তব্ধত। রাস্তায় সোডিয়াম নিয়নের আলো! বারান্দায় একা আমি, অসাধারণ অনুভূতি❤️
আর মশা😅
এখনো ঠিক ২ টা বেজে ১৫ মিনিট আর আমি কল্পনায় ভাসছি 🥰
১:৪৭ 🌻
Same situation but it's not spring but a windy weather 😊
2:40 am 🌺
২০২১ এ এসে শুনলাম, আর এটাই আমার শোনা প্রথম গান যেটা একবার শুনেই ভালোলেগে গেছে।। 🎧🖤আহা, আর একবার যদি হারাতে পারতাম!🙂🌷
Weed kheye hariye jao bhai
Amer o
Same
Missing Old days Old memories 💞🥀
@@senthiyaafridi4330 we all do...💔🥀
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
Well u r wrong dmbo. The song is great but yt suggested me. My guy being sure 🤣
কিন্তু আমাকে তো সাজেস্ট করলো…
Yes...
ahh man true ❤
heda ,, suggest korcee
0:56 i dont know why, but whenever the song comes to this part, i envision myself on another planet, sitting on top of a mountain and looking at the sky. The sky is pink and instead of one sun, there are two suns that can be seen setting. This just shows the power of music. Music can take you places. Music can create memories that you never had before. What a masterpiece by LEVELFIVEtheband.
its something called anemoia
the feeling
@@losttrash980 oh really, damn. learned something new today. Thanks alot G!
true im addicted to that part
Exactly the same thing I thought in my mind 💜
প্রথমবার প্রেমে পড়ার পর এই গানটা যে কতশতবার শুনছিলাম তার হিসাব নেই♥️
কিছু মনে করবেননা...
এখন কেমন আছেন?
আলহামদুলিল্লাহ্ খুব ভালো আছি ভাই। সম্পর্কটা এখনো মজবুতভাবে টিকিয়ে রেখেছি। দোয়া করিয়েন যাতে সারাজীবন রাখতে পারি
Tahole 2year holo maybe ...
Don’t mindzzz
@@rhdtv1455 hae. Tai toh mon e hoy
সবার ভাগ্য যদি এমন হতো🙂
One day this song will be 10 million views inshallah
irfanur rahman help us with that share the good music we love your support
@@LEVELFIVEtheband please ei gaan take Spotify te available koro
0.5 million done... Wait for rest
আমাদের দেশের মানুষ এর রুচি বড্ড খারাপ ভাই,,,ওরা গানগুলি শুনে না
শুনে অপরাধী
1.6 M done
তোমার কন্ঠে এই গান প্রথমবার শুনেছিলাম, তুমি এখন আর আমার জীবনে নাই। তোমার কথা খুব মনে পরলে এই গানটা শুনি। তুমি চাইলেই আমাদের শেষটা সুন্দর হতে পারত কিন্তু আসলেই কেউ বেশি দিন কারো প্রিয় মানুষ হয়ে থাকে না।
ওহ
brothers when i heard this song back in 2019 it had only 30K views. I was amazed this song!!!! A gem of bangla band music! then i saw a interview of saju bhaiya drummer of ARTCELL .HE said in the interview " we dont want to be viral..amader gaan tokhon eto kew shune nai jokhon matro amra music shuru kori.. Ajke eto bochor pore ajke amader ei obosthan.. Viral hoite chai nah amra. amra chai amader gaan ajibon manush valobashuk shudhu koyekdin er jnnow nah" and brothers now this song is crossing!! 200k :D . Brothers please never stop making music!!! . You guys are gem!
LEVEL FIVE the best!
same feeling dude 🖤
It has crossed a million views, now
1 million now! ♥️
bro its about 2 million :)
2.5 MILLION
Hey Strangers ‼️
You have a good taste of music 💯
Thanks lol
I know,thanks
Ikr🙂🍫
Ikrr
Well, your dad has a bad taste of women
বেশী হাইপের দরকার নাই।।।যাদের মিউজিক টেষ্ট ভালো শুধু তারাই শুনুক এই আন্ডাররেটেড সৃষ্টিগুলো💖
ke bolse eta underated.like pabar jonno ar koto
😆
matha nosto apnar? 10 Million view er gaan under rated kivabe?
ভালো লাগলো কথাটা খুব ❤️
যি ভাই টোক্কা পোলাপাইনদের জালায় শান্তি পায় না।
২০১৯ সালে মনে হলো এই গান মানুষ কেন শুনে না আজ ২০২২ শেষ ডিসেম্বর মাস এখন মনে হচ্ছে অতিরিক্ত হাইপে ভাইরাল হয়ে গেছে কিছু গান নিজের কাছেই রেখে দিতে ইচ্ছে করে কারো সাথে শেয়ার করার ইচ্ছে করে না। এই মাস্টারপিস শুধু আমি শুনবো।
প্রথম ভাবছিলাম কোনো! ইংরেজি গান! অসাধারণ মিউজিক! অসাধারণ গানের কথা!❤️
Thanks !
গানটা শুনার পর কল্পনার জগৎটা আনেক সুন্দর লাগে।
কারন মানুষ কল্পনায় বেশি সুখী 😇
যাদের কাল্পনা শক্তি অনকে হাই,তাদের জগত অনকে সুন্দর হয়।❤️
মজার বিষয় হচ্ছে সবার অই শক্তি থাকে না, আমার মতো।
যাদের কল্পনা শক্তি অনেক হাই,তাদের জগৎ টা অনেক সুন্দর! ❤ মজার বিষয় হচ্ছে সবার অই শক্তি থাকে না,আমার মতো 😅
Im a bangladeshi girl married to an another culture guy who is american. Introducing my husband to my country's classics. I'm enjoying watching him sinking to the beauty of these masterpieces. And, admiring my country's people's talent. I'm happy I found somebody who can understand the good music and feel to the depth and really feel how much these drummers and singers lyricists are musically gifted. I'm glad I grew up listening to good music. Having a good taste helped me to forge my Identity. And I can proudly say this is my taste this is who I'm
If you have a daughter get me Merry with she i will explain deeply our bd culture to her 😀
Show your husband some greater creations too
এত্ত সুন্দর একটা লিরিক যে প্রথমবার শুনেই ভালোলেগে যাওয়ার মতো একটা গান। আসলেই হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে এই গান শুনে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যাকে নিয়ে হারানোর কথা ছিলো সেই মানুষটাই হারিয়ে গেলো 🙂
☹️☹️☹️☹️☹️
Khrp lglo🙃🙃
ভাই এখনও আক্ষেপ করছেন না অপেক্ষা 🙂?
আমি ভাই দুইটাই করছি🖤🌸।
@@monishroy3837 না আছে আক্ষেপ, না আছে অপেক্ষা।
শুধু হয় আফসোস আর সেটা হয় ভুল মানুষকে ভালোবাসার জন্য।
এটাই কাম্য ভালো থাকুক সবার ভালোবাসা ❤️
যেদিন থেকে এই গানটা youtube এর recommendations এ আসছে, ওইদিন থেকে youtube এর কোনো recommendation এর গান মিস দেই না❤
যখন প্রথম দেখছিলাম তখন ১,২ সর্বোচ্চ ৫ হাজার ভিউ ছিলো,, এখন ৫ মিলিয়ন দেখে ফিলিং প্রাউড😌
i noticed a gem before it was viral
same here bhaia...!!! :")
Ditto, dada.
Same amio shedin theke aj porjonto konodin nai je ganta shuni na... Eto shundor ekta gan... Bah chomotkar! ❤️
আবার দেইখেন,,,,,, অপরাধী ও রিকমেন্ড এ আসতে পারে 🤣
@@NazmulIslam-ic8ub no chance
কাঠবিড়ালির পছন্দের গানটা 🙂💔 কাঠবিড়ালি প্রথম গানটা আমাকে দিয়ে ছিলো শুনার জন্য তখন থেকে
গানটা আমি প্রতিদিন শুনি। মানুষ আসলেই পরিবর্তন হয় সময়ে সাথে সাথে
গানটি প্রথম শুনেছিলাম ভালোবাসার মানুষটি সাজেস্ট করায় ।
মানুষটি আজ অচেনা । কথা হয়না যেন বহু বছর । হয়না দেখা তাকে কাছ থেকে । তাকে বলতে ইচ্ছা করে "চলোনা হারিয়ে যাই তোমায় নিয়ে , কোনো নাম না জানা অজানা শহরে"
আপসোস হয় কেন গানটা খুজে পেলাম।💔আবার ভুলে গেলে আবার নতুন করে পেতাম😍
Akdom
ভালোলাগছে💙
it really hits hard when she’s acting all toxic and she means the world to you but there’s nothing you can’t do other than just say how much you love her which actually doesn’t mean anything to her. And It hits really hard when you found yourself in a room at midnight and you know you have no friends to talk about it.
all you guys who didn’t had any heart broken yet just don’t fall for someone so deep that you find yourself in a circumstance that you don’t know how to climb up.
Sometimes certain events happen to us. We should not fall, as this reality is full of toxicity, hatred, futility but we must also learn to pick ourselves up. Let go. Just let go. Look back. Do look back. But let go. At the end of the day, You are yours. I am mine. We were born. We will die. The in between is mine. The in between is yours. Go ahead king. Everything will be alright
guys nvm shes back with me
,this song feels all different now Omg I love this song so much
aight She finally confessed she was cheating the whole time
fuck never falling in love again
depends, if you choose it as a end of the road for yourself then it will be. If you chose it to be a part of life that will shape the person you will be then thats how things will progress. Its upto you. Life isnt inherently sad or happy. Its an odd mix. You truly need to accept that you opened your heart and let yourself care for someone. Thats alot more than many ppl are willing to do. Because its scary. You need to let yourself be broken hearted so you can pick yourself back again. a story of holding your own hand is greater than any other. Id advice you to let her go if its causing you too much heartache. But despite the ugly end, try to keep the happy memories alive in your heart to remind yourself no matter how ever things turn out caring is not a bad thing. you deserve the happy memories at the very least
move on.
The saddest part of life is when the person that gave you the best memories , they becomes a memory 🌻🤍
Exactly 😌✨
Well said ❤️
২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারিতে তার আর আমার প্রথম দিন দেখা একন সে আমার Wife 😊😊😊🎉🎉🎉
Amra ki korbo?
@@meherabahmed9924bal Falai 🐸
Alhamdulillah 🎉
Sheii🎉
Alhamdulillah
এভাবে সত্যি ই যদি সে বলতো...
তাহলে হয়তো হারিয়ে যেতাম তার সাথে
কই ??? সে তো বলেনি কখনো এভাবে
আজ আমি হারিয়েছি ঠিকই...
কিন্তু একা!!!🖤🖤🖤
Shohomot 🙂
*amio harate cai harabe amar sathe?
*
পার্সোনাল কোন মানুষ ই নাই, যে গান টা তাকে শেয়ার দিব🖤❣️
Amar ase hehe
Ami toh achi e
Nai ze valo achen😊
Bro uss
Vai thakla o taka trust korta pari nah😞
ar vai o ai ta deserve o kora nah🙁
সমুদ্রের সামনে দাড়িয়ে মাঝরাতে চোখ বন্ধ করে এই গান শুনেছিলাম, সমুদ্রে তখন উত্তাল ছিলো, ঢেউগুলো আছড়ে পড়েছিল। আহা সে কি মুহূর্ত, সত্যিই অসাধারণ।
2:36 can't stop listening this part of the song!
Thank you Level five for giving us such a masterpiece song❤❤
❤❤
কখনো ভাবিনি তোমাকে হারাবো এভাবে, তোমার কাছে আমি বাদেও তোমার জীবনে অনেক কিছুই গুরুত্বপূর্ণ ছিল শুধু এক আমিই ছিলাম নিজের সবটা দিয়ে ভালোবেসেও পাওয়া হলো না তোমাকে। কেমন অদ্ভুত দেখ, তোমাকে কেন্দ্র করেই আমার সব অভ্যাস গুলো ছিল। আর তুমি আমাকে আলাদা করেই তোমার সবকিছু সাজিয়েছিলে। তুমি কত সহজে বদলে যাও বদলাইতে পার কিন্তু আমি কেমন জানি এখনো সেই সম্পর্কের শুরুতে পড়ে আছি তোমাকে ভালোবেসে। যাই হোক, আমি না হই ঠোঁকেই শিখলাম তোমাকে ভালোবেসে আর তোমাকে ধন্যবাদ আমার জীবনের সুন্দর মুহূর্ত গুলো দেওয়ার জন্য।যাই হোক মিস করছি অনেক। এই গান টা শুনলেই তোমাকে অনেক বেশি মনে পড়ে।
Just imagine you hearing to this song alone at 3 am in the balcony with full volume and its raining outside. A cigar in your hand.BEST VIBE EVER
Indeed...🖤
Bruh....now 5 mil+ views
ওই দূরে চলো না, নীল আকাশে
হারিয়ে যাই, তোমার হাতটি ধরে
পায়ে পায়ে ঘুঙ্গুর পায়ে, হারিয়ে তুমি
কাশ বনের, মৃদুল বাতাসে হয়েছি
চলো না হারিয়ে যাই, তোমায় নিয়ে
কোনো নাম না জানা, ওই অজানা শহরে
চলো
ভালোবাসা হচ্ছে বকুল ফুলের মালা, শুকিয়ে গেলেও আলাদা সুবাস ছড়ায়। আমার ভালোবাসার মানুষ আমাকে মেরে ফেলেছে তাহার নিজ হাতে, এখন কেবল আমার soul পরপারে যাওয়ার অপেক্ষায় শেষ নিঃশ্বাস গুনছে। ক্যামিলা তুমি কী আমাকে ছেড়ে গিয়ে যাকে বিয়ে করেছো তার সাথে সুখী হতে পেরেছো! তুমি আমার জীবনের মায়ের পরে সবথেকে সুন্দর এবং মায়াবতী একটি নারী ছিলে, যাকে আমার জীবনের পুরো অংশ দিয়ে ভালো বাসিয়া ছিলাম। আমি পরপারে ও তোমাকে না পাওয়ার আক্ষেপে পৃথিবীতে কতটুকু পুড়িয়েছি আমার দিনের পর দিন, মাসের পরে মাস কতশত নির্ঘুম রাত সকল কিছুর জবাব আল্লাহ কাছে চাইবো যেনো তোমার কাছে জিজ্ঞেস করে আমার সাথে এমন টা কেনো করেছো তুমি এবং তোমার পরিবার।
july-27, 10:10pm, 2024💔
গানটার ভিউ যখন মাত্র ৫ হাজার তখন প্রথম শুনেছিলাম। ভিউ সংখ্যা দেখে খুব হতাশ হয়েছিলাম। আজকে ১ মিলিয়ন পূর্ণ হলো। অভিনন্দন লেভেল ফাইভ
One of the best things about underground music is that newer bands keep getting better and better. I love this track.
এই গানটা শুনে একটা প্রশ্ন ই মাথায় আসতেসে একটা গান এত্ত সুন্দর হয় কেমন করে!! গতকাল গানটা প্রথম শুনেসি! এখন পর্যন্ত এইটা ছাড়া অন্য কোনো গান শুনি নাই! এটার উপ্রেই আছি😅🖤
Same bro ata chara ar kuno songs valo na..🥰
তাকে হারাইনি আমি, তাকে নিয়ে হারানোর দরকার নেই।
কোনো স্বার্থপর ও মিথ্যাবাদীকে আমার দরকার নেই।
তবে এই গানটা শুনে নিজেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, এখন নিজেকে নিয়েই হারাতে চাই।
আমার সব মনোযোগ এখন আমার দিকেই।
গানটা যখন শুনছি তখন আমি বসে আছে এক নির্জন পথের দারে ঠান্ডা হওয়ার মাঝে,আর মন চাইছে যদি হারিয়ে যেতে পারতাম কোনো দূর অজানাই।
মনের মানুষকে হাড়িয়ে ফেলার ভয়ে প্রেমে পড়তে দ্বিধা কর না। মনে রেখ, মাথা দেবার মত একটা কাধ পেলে দুনিয়ার বোঝা, ক্লান্তি, কষ্ট গুলা নিমিষেই উধাও হয়ে যাবে। চারিদিক অনেকটা সবুজ মনে হবে, আকাশ টা আরোও নীল লাগবে, পাখিদের কোলাহল G major এর মত রঙিন শোনাবে। প্রেমে পড়েই দেখো, রোজ অজানায় হাড়াতে ইচ্ছা করবে।
এটা এমন একটা গান যেখানে হাসি-কান্না দুই রকম অনুভূতি আসে ❤️
you should cry if you listen this song 2 days ago but not in 2018.
Same name hi5
আমি কাউকে ভালোবাসি না তবুও এই গানটি শুনতে আমার খুব ভালো লাগে,___
এই গানের প্রতি ভালো লাগা মুখে বলে প্রকাশ করা যাবে না,___
সত্যি বলতে অসম্ভব সুন্দর একটি গান,____
অপেক্ষায় আছি সেই মানুষটির জন্য যাকে নিয়ে হারিয়ে যাবো,__
বিশ্বাস করি আমার জীবন থেকে যারা চলে গেছে তাদের থেকে ভালো কেউ আসবে ইনশাল্লাহ,___
সেদিন আমিও তাকে নিয়ে হারিয়ে যাবো আর তাকে সাথে নিয়ে গানটি শুনবো,_____
যারা সত্যি কারের ভালোবাসে
তারা নিজের ভালোবাসার মানুষ কে অন্য কারো পাশে! তো দূরের কথা-ছায়াটাকেও সয্য করতে পারে না💔❤️
ওই দূরের আকাশটাকে বলতে চাই আমি তোমার হাত টা ধরে,
রংধনুর মাঝে হারিয়ে যেতে চাই আমি তোমায় নিয়ে...
এইটুকু অসাধারন! ❤️
।নিজেকে ব্যার্থ লাগছে,কেনও এতোটা পরে গানটা পেলাম।অবাক হয়ে গেলাম,এমন ব্যান্ডের গান শুনেনি এখনো?আজকে থেকে যতোদিন বাঁচবো আপনাদের সাথে থাকবো❤
অনেক বাধা ছিল যা এক সময় অসম্ভব মনে হতো। কিন্তু কি এক অসীম শক্তি ছিল তার মাঝে যার ভরসায় প্রতিটি সেকেন্ড লড়ার জন্য সাহস পেয়েছি। পাশে ছিল, আছে আর থাকবে। (২৭-৩-২০২৪)
"চলো না হারিয়ে যাই" এই লাইনটা শুনলেই কেন জানি হঠাৎ কান্না আসে। জানি না কোন আবেগ থেকে এতো বেশি গভীরে চলে যাই। খুব ভালো লাগে❤ যারা এই গানটার জন্য কাজ করেছেন না জানি কত effort দিয়েছেন।
Thanks to you😇❤️😇
amar kace aktu o valo lage na gaan ta
গানটি শুনার সময়
এক অন্যরকম অনুভূতি কাজ করে
যা ভাষায় প্রকাশ করা যাবে না .....
কারো কেউ আছে,আবার কারো নেই।
তবে,আমার একটি কল্পনার জগৎ আছে,
সেখানেই আমি হ্যাপি আর আমার সঙ্গ দেয় এইসব গানগুলো ❤️
If this song came to your recommendations, you have a great taste in music dear! Cheers! :)
2021 Edit: Have a hear to Nightdriver & Aurora Dreams by EIDA. Lower the sound of your earphones, close your eyes and get lost; You'll feel magical. And Whoa 1k? You guys are sick, Love you. Cheers.
Can you recommended me some more songs like this? Maybe share a playlist
@@atickahmed8136 you can listen to karnival if you like this band.
@@tanvir1882 well said cheers! 🌻
@@সাম্যবাদী-ঙ২ঘ cheers buddy.I love karnival.
@@atickahmed8136 You can listen to Chitropot too!
এই গানটা একদমই শোনতে ইচ্ছে করে না। শোনলেই কেমন যেনো প্রেম করতে ইচ্ছে করে। তবুও কেনো জানি বারবার শোনা হয় গানটা। জানি না কেনো। শুধু জানি কোনো এক অজানা মুগ্ধতা বারবার আমাকে টেনে নিয়ে আসে এখানে।
মুগ্ধতায় বিভোর হয়ে শুনি শুধু, শোনতেই থাকি। একবার, দুই বার, বারবার, হাজারবার.......
পৃথিবী একটা চমৎকার গ্রহ,
এখানে আষাঢ়ের সন্ধায় রেললাইনে বসে কেউ গল্প শোনালে হাজার বছর বাঁচতে ইচ্ছে করে!🙂
Zunayed Evan ar lekha bro aita
For most of the people this song reminds them of their loved ones. But for me in a weird way, it reminds me of my childhood and the imaginary "wonderland" I created back then with other kids I played with. I'm not even sure if they are real or just part of my imagination. But no matter how hard I think about it I just can't remember the perfect world I created in my mind thanks to all the corrupted and harsh truth of the real world that impacted on me as a person. And this song gives me the vibe of "ignore the reality and go back being the ignorant kid I was" even though it'd be impossible.
woah , atleast you feel emotion when you listen to music. for some reason i dont even feel anything when i listen to music, i kinda feel like i’m disrespecting the artist and the song.
@@ayshafeelsbonita Nah, it just means that you don't click with this song. Everyone vibes on different music. Hell, I vibe on hamster branch. But that doesn't mean that you are disrespecting the artist
@@SnaXaccoon oh thanks for the explanation, now that i remember it, i did vibe to a song
চল না হারিয়ে যাই
কোন দূর অজানায়
যেখানে ফেলে আসা
স্মৃতিটুকু পাওয়া যায়।।
কৈশোরের সেই দিন
আবারও পেতাম যদি
ছুটে যেতাম তবে
যেভাবে বয় নদী
সাগরের মাঝে যেমন
নদী নিজেকে হারায়।।
জীবন এখন যেন
হয়ে গেছে গতিহীন
ছুটে তো চলেছি মোরা
শুধু যে ঠিকানা বিহীন
সাগরের মাঝে যেমন
নদী নিজেকে হারায়।।
এক তরফা ভালোবাসা কতটুকু খারাপ হতে পারে? যখন ই আপনার প্রিয় এই গান শুনি আমার বুক খালি হয়ে যায়। সেইজন খুজে আমিও পেলাম, কিন্তু দেরি হয়ে গেল৷!
Hits hard when he says "Cholo na hariye jay"
This song came up randomly and i am absolutely in love with this. Im gonna follow all the songs you have. Love you guys
same here
গানটা ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে । এ বয়সে কেন জানি এগুলোর প্রতি অনেক ভালো লাগা তৈরি হয়ে গেছে । 🙂 অনেক বার শুনছি
Ei gaan ta sune amr priyo mansh ke feel korte pai
Ar se amr thake desh bahire
Mon chay j ami or sathe kono ojana jayga te haray jai
স্মৃতি রেখে গেলাম, যেন যে কেউ এই কমেন্ট এ লাইক দিবে এসে যেন গান টা প্রতিবার শোনা হয়.🖤
Like pawar dhanda bro !
@@jubayeralam8358 Nope bro!
Ei je tmi comment korle notification aslo & here I come to listen the full song.😇
@@sujoykumar5702 joking lol
shune felo abr
kire magi mone porse?
আপনার মতো আমার ও প্রিয় এই গানটা🎉❤
রাত এখন 3:35 গানটি শুনছি...আর তার কথা ভাবছি...আজ প্রায় ৬ মাস তাকে ছাড়া...কেন এমনটি করলে...যেটার জন্যে আজ আমি তোমাকে মেনে নিতে পারছি নাহ...কি কমতি ছিল আমার মাঝে...বার বার বারন করার পরও সেই কাজটি করলে...এখনো তোমাই ভুলতে পারি নাহ...প্রতিটি রাত তোমার কথা ভেবে চোখ ভিজে...তোমাকে এখনো পেতে ইচ্ছে করে...এখনো ইচ্ছে করে তোমার সব কিছু ভুলে গিয়ে আবারও আগের মতো করে আগলে রাখি...কিন্তু তুমি সেই মানুষ নও যে নিজেকে শুদ্রে নিবে...এখনো ভালোবাসি...ভালো থেকো প্রিয়..🖤
যতবার শুনি ততবার ই মন চায় তাকে নিয়ে হারিয়ে যাই দূর অজানায়! কিন্তু সে কি হারাবে আমার সাথে 😪।
একটা কমেন্ট রেখে গেলাম যদি সে দেখে
পারলাম না তোমার সঙ্গে বসে এই গান টা শুনতে। প্রথম ভালবাসা তুমি আমার। চেয়েছিলাম শেষে ও তুমিই থাকো তবে ভাগ্যে নেই তুমি আমার। ভালো থেকো কুঞ্জন।
তোমার সারা।
ছাদের উপর একা বালিশে শুশে আমি, হাতে সিগারেট, পাশে কোকাকোলার বোতল, ঠিক মাথার পর পূর্ণীমার একরাত পরের চাঁদ, হেডফোনে "60's love", সাথে এক বছর আগের শীতের শুরুর দিকের কিছু স্মৃতি, চারপাশ টা ঠান্ডা হয়ে আছে।
কল্পনায় ষাটের দশকে হারিয়ে গিয়েছিলাম। কমেন্ট করার জন্য বাস্তবতায় ফিরে এলাম।
😌😌😌
0:32 sec পর্যন্ত মিউজিকটুকুতে একটা বসন্তের অনুভুতি হয় ,ওই যে মানুষের কল্পনার মতো চারিদিকে বাতাস গাছের পাতা পরছে একটা দুটো ফুলও পরছে , তারপর ধীরে ধীরে সময় টা আমাকে বর্ষা কালে নিয়ে আসে। আমি কোন ১০/১৫ তালা বাসার ছাদে থেকে সেই ঠান্ডা বাতাস অনুভব করছি্... আমি এক মুহূর্ত মধ্যে নিজেকে খুব সুখি মানুষ বলে দাবী করতে পারি
... কিছু nostalgic মনে করে সেই ১০/১৫ তালা থেকে শুন্যে ভাসা যাক।।
I don't know i felt this band music like Coldplay, Oasis, Radiohead, Keane, Cigarette after sex. And I love those alternative music. I am eager to listen live music of Level 5 and CD version.
NB: Driving on highway with this music would be ecstatic.
try that feels great man
Listen to prateek kuhad
@@adritashib5815 did you fall apart is the best man!
I was thinking the same thing as the last sentence, and this coincidence is just uncanny 😳
কি যেন এক্টা নাই নাই লাগে গান টা ট্রেনের দরজায় বইসা শুনলে
রাত, কফি, পড়ার ফাঁকে এই গান শুনে প্রেমিকা কে নিয়ে ভাবনা। প্রথম ঝগড়া, মন চাচ্ছিল তাকে আমার করে পালিয়ে যাই।
I really Don't have any language to express my feelings.. UA-cam knows what exactly i need.. Love it.. Keep working on such good things
মানুষ প্রেমে পড়ার পর নাকি এই গান শুনে
আর আমি সিঙ্গেল তাও শুনি সিঙ্গেল থেকে এই
গান টা শুনলে প্রমের চেয়ে বেশি feel পাই
That Guitar solo, what a surprise from Level 5. Blessed to have this beautiful number. 😍
2:20 aaaa man wtf!! feels so good everytimee
আবেগ সবারই থাকে কিন্তু ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে সবই শেষ,,, আসল কথা প্রত্যেক নারীই একজন সফল মানুষ খুঁজে (হাতে গোনা কয়েকজন বাদে)🖤🌸
This is the song you listen to lying down staring at the ceiling. You feel like someone is rearranging your insides as you get an adrenaline rush, thinking about what was there and what it could've been
Bruh imdoing that now
Dude that's literally the same which I experienced while I was listening to this track..
This is the proof, that meaningful music doesn't needs a billion veiws! So, whoever listens and feels this song is a true listener!😊
Hello stranger,You have a good taste of music.
The only bad thing about this song is that it ended.
Soothing voice and the music gave me goosebumps.
Way to go.
Keep making more songs love it
One of the most underrated song :.(( This song deserve way more millions views
moner moton akta music composition, I wonder ato shundor kore kibhabe ei notes gulo pelo!
this one is gradually becoming my top fav list
Love me then i will make your every line 60s love
@@rahmanrabbi5465 She's unavailable, anyways thanks for applying.
Regards.
@@rahmanrabbi5465 flert 100
Ufffff ami ghorbito bangali.. Love from kolkata
গত ৩ মাস যাবত গানটা শুনে আসছি ! প্রত্যেক দিন তো শোনাই হয়! প্লেলিস্ট এর প্রথম গান এটা! যত বারই শুনি নতুন করে ভালোবেসে ফেলি গানটাকে! মনে হয় সত্য সত্য হারিয়ে যাই নিজেকে নিয়ে😅🖤
Pppppppp
Ppp
P
P
Pp
03:04 i've been hearing this song from since 2021 and each and every time it feels like i am hearing this masterpiece for the first time. and this solo part has my whole fukin' heart. it feels like bhai was crying through the guiter. this song is very close to my heart. keep it up level five. best wishes
one of the best guitar solo i've heard in recent bangla band music
"প্রাক্তন" হলেই কি ভালোবাসা বেড়ে যায়?
"প্রাক্তন"কে খুব বেশি মনে পড়ে যায় কেন?
"মনে পড়ে যাওয়া"টা কি আমাদের স্বভাব নাকি "ভুলে না থাকা"টা আমাদের অভ্যাস?
তাকে ভুলতে পারি না কেন?
তার পিছুটান থেকে বের হতে পারি না কেন?
চেনা শহরের চেনা গলিতে গিয়ে তাকে অজস্র বার মনে পড়ে যায় কেন?
অজস্র বার খুঁজতে চাই কেন?
কেন?
This song made me realize that I’m more in love with the thought of being in love than actually being in love with someone.
ভালোবাসা নামক প্রতিযোগীতায় হেরে যাওয়া প্রতিটা মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন স্মৃতি আর এই 60's love। আমিও বেঁচে আছি,আলহামদুলিল্লাহ্...
Life is not a bed of roses but whenever i hear this song i feel like i am in a bed of roses.. Addiction all over... ❤️
এই গানটার ভিউস আমি ২০০ মিলিয়নের ও বেশি দেখি সব সময়।খুব প্রিয় একটা গান।প্রথম বার প্রেমে পড়ার পর গানটা হাজার বারের বেশি শুনছি😌💖
2:21 the arpeggio of piano tone in keyboard is mind blowing ❤️❤️❤️.
সুখে থাকুক প্রত্যেকটা না পাওয়া ভালোবাসা
সুখে থাকুক পৃথিবীর সকল বিচ্ছিন্নতা
সুখে থাকুক পরাজয় মেনে নেয়া ভালোবাসা
সুখে থাকুক একা চাঁদের বিষাদ কালো অন্ধকার
সুখে থাকুক আমার প্রিয়তমা আর তার ভালবাসা
ফেসবুক থেকে অর্ধেক কাটা গান আমার প্রিয়তমা( সামিয়াকে) দিছিলাম।তখন আমরা কলেই ছিলাম ও ঘুমাই গেছিল কিন্তু কল চলতেছিল তখন ইউটিউবে ঢুকেই গান রা চার্স দিই আর প্রথম বারই আমার অনেক বেশি ভালো লাগে যায় আর অজানা কোনো কারণেই
চোখের কোণে পানি এসে যায়😇🥰
Amaro ak jon ase... 🥺❤️
Kub valobhasi ( M)
বয়স বাড়ে -আয়ু কাড়ে
হাসির দৈর্ঘ্য ছোট হয় ,
সম্পর্ক মরে -স্মৃতি গড়ে
এরই নাম জীবন বোধহয়। 🙃
ঐ দূরের আকাশটাকে বলতে চাই আমি তোমার হাতটা ধরে..
লাইনটা অন্যরকম ভাবে ফিল করার মতো :3
This song deserves more likes
প্রতিনিয়ত ঠকিয়ে যাওয়া মানুষদের নিয়ে হারিয়ে যাওয়ার স্বপ্নটা না দেখাই ভালো💔🌼
Tobuo amra taderkei amdr sob diye die
জানি যে সম্পা কখনও এই কমেন্ট পড়তে আসবে না।ওকে ভেবে প্রতি রাতে কস্ট পেতে ভাল লাগে।এই গানটা শুনতে শুনতে তাকে ভেবেই ঘুমাইয়া যাই।ভাল থাকুক সে।
ভালোবাসার মানুষ গুলো ভালো থাকুক আজীবন 🥰🥰🥰🥰
love for you man ❤️
Hum vai
@shakil_ahmed কোন জেলা ভাই আপনার??
Plot twist: shompa already read it....and they are again in love
আমি একজন বন্ধু ছিল,,,, তাকে আস্তে আস্তে আমার ভালো লাগা শুরু হয়,,,সেই ২০১৩ থেকেই পছন্দ করতাম,,,,সেই ছোট থেকেই ক্লাস থ্রি থেকে,,,,প্রতি বছর তার সাথে ২/৩ দেখা হইতো কিন্তু তাকে এখন পর্যন্ত কখনো বলাই হইলো না,,,, তোমাকে আমি ভালোবাসি,,,২৪ সালে রোজার শেষে তার সাথে অনেক সময় কাটানো হয়েছে কিন্তু তাকে কথা গুলোর বলার সাহস টা হয়নি আর,,,এখন সে আমাকে ব্লক করে রাখছে
Some creation are not to be promoted, they demand to be found ... Good wishes to the band. This song is so beautifully created.
আজ এই নিয়ে ৪৫ বার গান টা শুনলাম। কমেন্ট না করে পারলাম না। ভাই❤️
Balobasha nuo 🌸🙂🥰