সত্যি ভীষণ ভীষণ ভালো। মন ভালো করার জায়গা। আরেকটা বৃন্দাবন আছে জানতাম না। মানস বাবুর জন্য আমরা জানতে পারলাম। মানস বাবু আমাদের জন্য অনেক কিছু করছেন। আপনি ভালো থাকবেন।
আমার মা পাশের ওই স্কুলের ছাত্রী ছিলেন। মায়ের মুখে অনেক বার শুনেছি এই রাজবাড়ির কথা। আমার মায়ের কাকা এক সময় ওই রাজবাড়ির দেখভাল করতেন এবং তার সুবাদে মা অনেক কাছ থেকে এই রাজবাড়িটিকে পর্যবেক্ষন করেছে।এই রাজবাড়িটিতে একজন রানি ছিলেন। তিনি এখন বেঁচে আছেন কিনা জানিনা। স্কুল চলাকালীন সময় পেলে আমার মা ওই রানির কিছু কিছু কাজ করে দিতেন। এখনো মাঝে মাঝে মাকে ওই খানে নিয়ে যাই তখন মায়ের পুরোনো কথা মনে পরলে মাকে চোখের জল ফেলতে দেখি।
অসাধারণ! সুন্দর ধারাভাষ্য। খুব ভালো লাগছে হাতের কাছে হারিয়ে যাওয়া, অবহেলিত, বাংলার ইতিকথা দেখতে ও জানতে। আপনি সত্যিই এক মহত কাজে ব্রতী হয়েছেন। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন! 💐💐💐
দারুণ লাগলো ভিডিও টা আর এই রাজবাড়ি টাও.. মাছের এই পুকুর টা দেখতে একবার যেতেই হবে.. সুযোগ পেলেই ঘুরে আসবো.. ধন্যবাদ আপনাকে এই রকম একটা জায়গার সন্ধান দেওয়ার জন্য... এই রাজবাড়ি নিয়ে ইউটিউব এ এর থেকে ভালো ভিডিও আগে একটাও দেখিনি
বিডিওটা প্রানভরে উপভোগ করলাম।খুবই ভাল লাগলো।পুরাতন রাজ বাড়ীর ধ্ব;শ হয়ে যাওয়া ইট পাথরে গড়া ইমারতের পাশাপাশি আমি চার দিককারপ পরিবেশটা দেখার চেষ্টা করি।এখানকার বিভিন্ন গাছ গাছালি,লতা পাতা ওআকা বাকা পথের মাঝে আমি আমার বা;লাদেশটাকে খুজে বেড়াই।মনে তখন আসলেই একটা অদ্ভুত অনুভুতি কাজ করে। মোঘল বাদশাহদের সাথে স;শ্লিষ্ট অনেক ঐতিহাসিক তথ্য জানার সুষোগ করে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
খুব ভালো লাগলো আমার পৈতৃক বাড়ি জলসুতি গ্রামে! ছোটবেলায় বহুবার সোনারুন্দি রাজবাড়ী ঘুরতে গেছি ! আমার দাদু রাজবাড়িতে হিসাব রক্ষকের কাজ করতেন ! তখন ছোটো ছিলাম বলে রাজবাড়ীর ইতিহাস দাদুর কাছে জানা হয়নি ! বাবা সোনারুন্দি হাইস্কুলের ছাত্র ছিলেন! আপনার ভিডিও আমার অনেকদিনের ইচ্ছা পূরণ করলো!
সোনারুন্দী রাজবাড়ী বা বনওয়ারিবাগ আজ থেকে প্রায় তিরিশ বছর পূর্বে দর্শণ করেছিলাম। আজকে আবার আপনার মানস চ্যানেলের মাধ্যমে উক্ত ঐতিহাসিক স্হানটি দেখার সুযোগ পেয়ে খুব খুশি হলাম।এর জন্য মানস বাবুকে ধন্যবাদ জানাই।
আমি এই রাজবাড়ী টি ২০০৩সালে দেখেছি। তখন রাজবাড়ী র ভিতরে গিয়ে ছিলাম।ঐ গ্রাম এ আমার এক আত্মীয় ছিল। তিনি আজ ইহলোকে নেই। তখন আমি ঐ রাজবাড়ী র এক সাদামাটা রানী কে দেখে ছিলাম। তিনি খুব সুন্দর হাতে বানানো নক্সা করা সেলাই দেখিয়ে ছিলেন। আমার খুব ভালো লেগেছিল। এখন হয়তো সবই লুপ্ত হয়ে গেছে।এত দিন পর আবার অনেক কিছু মনে পরে গেল মানসদা আপনার জন্য। খুব ভালো থাকবেন সবাই।💐💐💐💐💐 ।
খুব সুন্দর উপস্থাপনা, ভালো লেগেছে, ধংসের দিকে চলে যাচ্ছে, সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে , পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেত, বাংলার পুরনো ইতিহাস ,বাইরের রাজ্যের কথা বাদই দিলাম, বাংলার মানুষই ঠিক মত জানেনা, আর জানার আগ্রহও নেই, ঠিকমতো জায়গাগুলো সংরক্ষণ করা গেলে, পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেত, সুন্দর প্রচেষ্টা, শুভেচ্ছা রইলো আরো অনেক অনেক ভিডিও দেখতে পাবো এই আশায় 👍👍👍
ভীষন ভালো লাগলো দাদা। বড্ড দেরি করে ফেললাম। এতদিন যেন ইতিহাসের পাতায় বন্দি হয়ে পড়েছিলাম কিন্তু আজ যেন মুক্ত পাখি প্রান ভরে শ্বাস নিলো খোলা মাঠে সবুজ প্রান্তরে। জায়গা টি ভীষন সুন্দর লাগলো । আর আপনার সেই মনোমুগ্ধকর কাহিনী শুনতে শুনতে আবার ও বোধহয় ইতিহাস বন্দি হয়ে পড়লাম। এর ই মাঝে খুঁজছিলাম অতীত রাজবাড়ীর স্মৃতিমাখা কিছু ঘটনার কথা। যাইহোক অত্যন্ত ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন 🙏🌷💕
আরও একটি মনছোয়া অসাধারণ ভিডিও দেখলাম। মনভরে উঠলো। তবে চিন্তা হয় এদের ভবিষ্যৎ নিয়ে। আপনার ইতিহাসের প্রতি নিষ্ঠা নিয়ে কি লিখব? শ্রদ্ধা জানাচ্ছি। কুন্ডহীত, বীররাজার ইতিহাস, রাজকন্যা ভদ্রার কথা, কর্নসুবর্ন আরও কত মূল্যবান ঐতিহাসিক সম্পদ চোখের সামনে আনলেন আপনি। আবার অনুরোধ জানাচ্ছি এই সব অতুলনীয় সম্পদ বইয়ের মাধ্যমে রক্ষা করার কথা। একটু ভাবুন এবিষয়ে। অনেক শুভকামনা জানাই। আরও ঐতিহাসিক রত্নভান্ডার দিনের আলোয় আসুক মানস বাংলার মাধ্যমে
খুব খুব খুব সুন্দর লাগলো দাদা ♥️ এতো সুন্দর একটি হারিয়ে যাওয়া ইতিহাসের সম্বন্ধে আপনার মাধ্যমে জানতে পেরে আমারও খুব গর্বিত বোধ করছি। যাইহোক যেখানে কৃষ্ণ ঠাকুর ছিলেন সেইখানের চারিপাশের যেই ঘর গুলি ছিলো তার অন্দর মহলের ঘরগুলি যদি দেখতে পেতাম তাহলে খুব ভালো লাগতো। খুব ভালো থাকবেন দাদা ♥️ সুস্থ থাকবেন ♥️ আমার প্রনাম নেবেন ♥️
Video ta khub bhalo laglo. Amar shaiber sathe ei gramer smriti jariye achhe. Amar bari paser gram jaulia te. Ami Banwari bad Maha Rajar school e class five theke twelve parjanta (1979-1987)parasuna karechhi. Video ti dekhanor jannya bahut dhayabad.
Khub valo laglo. Ai rajbarir bartaman malik ke o er bangshadharra aj kothay jana gelona. Rajbariti druta sangaskar, sanrakshan kore ak aitihasik parjantankendra hisabe gore tulle valo hoy. Vai ai rajbariti tomar videor madhyame janar janya asangkha dhanyabad.
ভালো লাগলো, আমার বাড়ি সালার, তবুও আমি সোনা রুনদী রাজ বাড়ি দেখি নি, শুধু বাইরে র গেট টাই দেখেছি, ভেতরটা দেখি নি, ধন্যবাদ দাদা আপনাকে পুরো রাজবাড়ী দেখাবার জন্য
খুব ভালো লাগলো দাদা..... আপনার উপস্থাপন ভঙ্গিমা ও দারুন এবং অবশ্যই তথ্য সমৃদ্ধ..... মন ছুঁয়ে যায় ভিডিও গুলি......ধন্যবাদ.....আরো অনেক এরকম ভিডিও পাবো ভবিষ্যতেও, এই আশা রাখি.....
বেশ ভালো লাগলো ভিডিওটা। বাংলার বহু ঐতিহ্য আজ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়া আমাদের সম্পদকে সুন্দরভাবে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
A historical place, khub sundar, reprting khub sundar anek kache kintu kichu e jantam na jana holo ai bishal alaka kintu rajader kono manus thakena .tomader aynai r o anek kichu dekhbo amra probin tomra nobin bhalo thako take care bye
সত্যই এক দুর্দান্ত উপস্থাপনা। প্রচণ্ড উপভোগ্য হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আপনার প্রতিটি ভিডিওর মধ্যে এক রুচিসম্মত, বৈজ্ঞানিক ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় যা ইউটিউবের খুব কম ভিডিওতে পাওয়া যায়। আপনি এগিয়ে যান। আমি আপনার পাশে আছি।
সত্যি ভীষণ ভীষণ ভালো। মন ভালো করার জায়গা। আরেকটা বৃন্দাবন আছে জানতাম না। মানস বাবুর জন্য আমরা জানতে পারলাম। মানস বাবু আমাদের জন্য অনেক কিছু করছেন। আপনি ভালো থাকবেন।
আমার মা পাশের ওই স্কুলের ছাত্রী ছিলেন। মায়ের মুখে অনেক বার শুনেছি এই রাজবাড়ির কথা। আমার মায়ের কাকা এক সময় ওই রাজবাড়ির দেখভাল করতেন এবং তার সুবাদে মা অনেক কাছ থেকে এই রাজবাড়িটিকে পর্যবেক্ষন করেছে।এই রাজবাড়িটিতে একজন রানি ছিলেন। তিনি এখন বেঁচে আছেন কিনা জানিনা। স্কুল চলাকালীন সময় পেলে আমার মা ওই রানির কিছু কিছু কাজ করে দিতেন। এখনো মাঝে মাঝে মাকে ওই খানে নিয়ে যাই তখন মায়ের পুরোনো কথা মনে পরলে মাকে চোখের জল ফেলতে দেখি।
Rani akno beche ace kolkata ei take
অসাধারণ!
সুন্দর ধারাভাষ্য।
খুব ভালো লাগছে হাতের কাছে হারিয়ে যাওয়া, অবহেলিত, বাংলার ইতিকথা দেখতে ও জানতে। আপনি সত্যিই এক মহত কাজে ব্রতী হয়েছেন।
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন!
💐💐💐
বাংলার ইতিহাস কে সুন্দর ভাবে উপস্থান এর এই প্রচেষ্টা কে সাধুবাদ জানাই।
Hi
দারুণ লাগলো ভিডিও টা আর এই রাজবাড়ি টাও.. মাছের এই পুকুর টা দেখতে একবার যেতেই হবে.. সুযোগ পেলেই ঘুরে আসবো.. ধন্যবাদ আপনাকে এই রকম একটা জায়গার সন্ধান দেওয়ার জন্য... এই রাজবাড়ি নিয়ে ইউটিউব এ এর থেকে ভালো ভিডিও আগে একটাও দেখিনি
দারুণ দারুণ, সত্যিই খুব ভালো লাগলো, এইভাবেই অজানা ইতিহাস আমাদের সামনে তুলে ধরুন।
খুব ভালো পরিবেশনা ,,,দারুনভাবে ভ্রমনটি উপভোগ করলাম ।অনেক ধন্যবাদ 😊😊🥰🥰🥰😍😍😍🤗🤗🙂🙂🙂
খুব ভাল লাগে হারিয়ে যাওয়া পুরান ইতিহাস। এ রকম আরওঅনেক কিছু যানতে চাই।
যেমন ভালো লাগে তেমন আশ্চর্য ও হই,,,
অবহেলা দেখে।
বাংলাদেশ থেকে দেখি
বিডিওটা প্রানভরে উপভোগ করলাম।খুবই ভাল লাগলো।পুরাতন রাজ বাড়ীর ধ্ব;শ হয়ে যাওয়া ইট পাথরে গড়া ইমারতের পাশাপাশি আমি চার দিককারপ পরিবেশটা দেখার চেষ্টা করি।এখানকার বিভিন্ন গাছ গাছালি,লতা পাতা ওআকা বাকা পথের মাঝে আমি আমার বা;লাদেশটাকে খুজে বেড়াই।মনে তখন আসলেই একটা অদ্ভুত অনুভুতি কাজ করে। মোঘল বাদশাহদের সাথে স;শ্লিষ্ট অনেক ঐতিহাসিক তথ্য জানার সুষোগ করে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭
আপনার এত সহজ, সুন্দর আর তথ্য সমৃদ্ধ উপস্থাপন ! কৃতজ্ঞ রইলাম ।
খুব সুন্দর একটা ঐতিহ্য পূর্ণ জায়গা দেখালেন ধন্যবাদ
মাত্র দেড়শো দুশো বছরেই এতবড় প্রভাব শেষ!! পুরো বংশটাই হারিয়ে গেলো???
আর আমরা কেমন মরিচিকার পিছনে দৌড়াচ্ছি!!
Khub sundor laglo Dada.Eto Valo bhabe representation korar Jonno.
ঐতিহাসিক video গুলি দেখানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।
Dada sunarundi Raj Bari deke valoi laglo.Aponake onek onek Donnobad.
Dada apnake thanks arokom video dekhanor jonno
ভালো লাগল । বছর দুয়েক আগে সোনারুন্দি ভ্রমণ করে ছিলাম । আজ তা আপনাদের মাধ্যমে ফের দেখা হল । ধন্যবাদ । ভালো থাকবেন ।
খুবই ভালো লাগলো ঐতিহাসিক জানানোর জন্য আমি খুবই ভালো বাসি পুরনো ঐতিহাসিক
Khub valo laglo. Ebar nuton kichhu dekhte chai.
ভালো লাগলো...... চলিতেছে এমনি অনাদি কাল হতে এবং চলিবে অনন্তকাল..... চ্যানেল টা সাবস্ক্রাইব করে নিলাম। From Bangladesh.
শুভেচ্ছা রইলো।
Khub sundor laglo..
Aasa kori r o valo valo golpo sunte pabo...
খুব ভালো লাগলো আমার পৈতৃক বাড়ি জলসুতি গ্রামে! ছোটবেলায় বহুবার সোনারুন্দি রাজবাড়ী ঘুরতে গেছি ! আমার দাদু রাজবাড়িতে হিসাব রক্ষকের কাজ করতেন ! তখন ছোটো ছিলাম বলে রাজবাড়ীর ইতিহাস দাদুর কাছে জানা হয়নি ! বাবা সোনারুন্দি হাইস্কুলের ছাত্র ছিলেন! আপনার ভিডিও আমার অনেকদিনের ইচ্ছা পূরণ করলো!
Khub valo laglo dada....💝👍
Khub bhalo laglo, apnar video o barnana lib e sundor
আপনার ভিডিও গুলো এত ভালো লাগে যে কি বলবো ভীষণ ভালো লাগে
Valo laglo bandhu tomar vdoti
খুুব ভালো লাগলো। ভিডিওটা দেখে সোনারুন্দী রাজবাড়ি দেখতে যাওয়ার ইচ্ছে তৈরী হলো।
Asadharon apurbo video...
Murundi gram e Amar baper Bari..tai mon Ananda e vore uthlo...onekbar gechi Kolkata theke ei raajbarite
Khoob bhalo laglo. Aamio valobasi emon jayga kintu now physically not possible so tomar video khoob enjoy kori
Darun khubi bhalo hoyeche video ta
Aei rokom aro rajbari video banaben
Video ta deka khube emotional hoi galam.. Amer mamar bari kacha . Valo laglo video ta. 👌👌👌👌
কয়েকদিন যাবৎ আপনার চ্যানেলের ভিডিও গুলো দেখছি.. অসম্ভব ভালো কাজ করে যাচ্ছেন.. গ্রামবাংলার অবহেলিত অপরিচিত ইতিহাস কে তুলে ধরছেন যেভাবে, সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে.. এগিয়ে চলুক মানস বাংলা.. শুভেচ্ছা রইলো।
দাদা, এই সব দেখলে চোখে জল আসে । দারুন, মনে হয় ঐ দিন কবে ফিরে পাবো
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭😭
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭
দারুণ হয়েছে দারুণ খুব ভাল লেগেছে
very good video to focus history of local landlord/king
Darun videography dada
এসব শুনি,দেখি আর কত ধরনের কত চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খায়।
ধন্যবাদ, দাদা।
সোনারুন্দী রাজবাড়ী বা বনওয়ারিবাগ আজ থেকে প্রায় তিরিশ বছর পূর্বে দর্শণ করেছিলাম। আজকে আবার আপনার মানস চ্যানেলের মাধ্যমে উক্ত ঐতিহাসিক স্হানটি দেখার সুযোগ পেয়ে খুব খুশি হলাম।এর জন্য মানস বাবুকে ধন্যবাদ জানাই।
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭
Khub bhalo laglo...asa korbo aapnar ei video r sutra dhore paschimbanga sarkar ei raajbari punarudhhar er pathe egie aasuk.
অপূর্ব উপস্থাপনা।দারুণ লাগলো বন্ধু।
দেখে মন ভারাক্রান্ত হয়ে পড়ে। বিশাল
ইতিহাস লুকিয়ে আছে ওখানে।
ভালো পিকনিক্ স্পট্ হতে পারে।
ধন্যবাদ।
Khub valo laglo dada...ei vdeo post korar jonno dhannabad jani...
আমি ৫-৭ বার গিয়েছি,সত্যিই অদ্ভুত অনুভুতি হয়।আপনার তথ্য সমৃদ্ধ ভিডিও টা ভিষণ ভালো লাগলো।
খুব ভালো লাগলো দাদাভাই
Apnar protiti videos opurbo lage, apnar channel er jonnyo osesh shubhechchha.
Apnar itihas gyan khoob bhalo apnar commentry o sposto thanks
Darun dada
osadharon❤❤
আমি এই রাজবাড়ী টি ২০০৩সালে দেখেছি। তখন রাজবাড়ী র ভিতরে গিয়ে ছিলাম।ঐ গ্রাম এ আমার এক আত্মীয় ছিল। তিনি আজ ইহলোকে নেই। তখন আমি ঐ রাজবাড়ী র এক সাদামাটা রানী কে দেখে ছিলাম। তিনি খুব সুন্দর হাতে বানানো নক্সা করা সেলাই দেখিয়ে ছিলেন। আমার খুব ভালো লেগেছিল। এখন হয়তো সবই লুপ্ত হয়ে গেছে।এত দিন পর আবার অনেক কিছু মনে পরে গেল মানসদা আপনার জন্য। খুব ভালো থাকবেন সবাই।💐💐💐💐💐
।
Sei Sadamata rani ke Manas babu khoj korte paren. Ei rajbari samandhe aaro anek kichu jante parbo amra.
খুব সুন্দর উপস্থাপনা, ভালো লেগেছে, ধংসের দিকে চলে যাচ্ছে, সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে , পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেত, বাংলার পুরনো ইতিহাস ,বাইরের রাজ্যের কথা বাদই দিলাম, বাংলার মানুষই ঠিক মত জানেনা, আর জানার আগ্রহও নেই, ঠিকমতো জায়গাগুলো সংরক্ষণ করা গেলে, পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেত, সুন্দর প্রচেষ্টা, শুভেচ্ছা রইলো আরো অনেক অনেক ভিডিও দেখতে পাবো এই আশায় 👍👍👍
ভীষন ভালো লাগলো দাদা। বড্ড দেরি করে ফেললাম। এতদিন যেন ইতিহাসের পাতায় বন্দি হয়ে পড়েছিলাম কিন্তু আজ যেন মুক্ত পাখি প্রান ভরে শ্বাস নিলো খোলা মাঠে সবুজ প্রান্তরে। জায়গা টি ভীষন সুন্দর লাগলো । আর আপনার সেই মনোমুগ্ধকর কাহিনী শুনতে শুনতে আবার ও বোধহয় ইতিহাস বন্দি হয়ে পড়লাম। এর ই মাঝে খুঁজছিলাম অতীত রাজবাড়ীর স্মৃতিমাখা কিছু ঘটনার কথা। যাইহোক অত্যন্ত ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন 🙏🌷💕
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭
খুব ভাল লাগল। কালের গর্ভে কি ভাবে সব বিলীন হয়ে গেছে।
ভাবলে দুখঃ হয়।
খুব ভাল, এগিয়ে যান, পশ্চিমবঙ্গে ইতিহাসের করুন দশা দেখে খারাপ লাগলো, ভগবানের কাছে প্রার্থনা করি আরও এগিয়ে যান,
Manas dada apnar prottek ti video amar khub bhalo lage apnar soujonne onek kichu Jante pari apnake onek dhonnobad ami Bangladesh theke bolchi
আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম বেশ ভালো লেগেছে l
Khub valo laglo..akta ajana sthan er kotha jante parlam..apnak onek dhonnobad....vlo thakben...r arokm aro video din etai chai
Manas da asadharon laglo..apnar video manei kichu natun taththo janar sujog pai. Apnake salute korchi..
Osadharon....aro notun notun vedio clips dekte chai.... Thank you Manas Bangla 😊😊🙏
খুবই সুন্দর ভিডিও দেখে খুবই ভালো লাগলো ভাই
Darun 👌
আরও একটি মনছোয়া অসাধারণ ভিডিও দেখলাম। মনভরে উঠলো। তবে চিন্তা হয় এদের ভবিষ্যৎ নিয়ে। আপনার ইতিহাসের প্রতি নিষ্ঠা নিয়ে কি লিখব? শ্রদ্ধা জানাচ্ছি। কুন্ডহীত, বীররাজার ইতিহাস, রাজকন্যা ভদ্রার কথা, কর্নসুবর্ন আরও কত মূল্যবান ঐতিহাসিক সম্পদ চোখের সামনে আনলেন আপনি। আবার অনুরোধ জানাচ্ছি এই সব অতুলনীয় সম্পদ বইয়ের মাধ্যমে রক্ষা করার কথা। একটু ভাবুন এবিষয়ে। অনেক শুভকামনা জানাই। আরও ঐতিহাসিক রত্নভান্ডার দিনের আলোয় আসুক মানস বাংলার মাধ্যমে
Darun, Adbhut, ae rokom video er jonno thank you for all teem.
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭😭😭
আমি তিন বার গিয়েছি,অসাধারণ লাগে যায়গা টা।মানষ বাবুর বর্ণনা অসাধারণ, ইতিহাস নির্ভর।
খুব খুব খুব সুন্দর লাগলো দাদা ♥️ এতো সুন্দর একটি হারিয়ে যাওয়া ইতিহাসের সম্বন্ধে আপনার মাধ্যমে জানতে পেরে আমারও খুব গর্বিত বোধ করছি। যাইহোক যেখানে কৃষ্ণ ঠাকুর ছিলেন সেইখানের চারিপাশের যেই ঘর গুলি ছিলো তার অন্দর মহলের ঘরগুলি যদি দেখতে পেতাম তাহলে খুব ভালো লাগতো। খুব ভালো থাকবেন দাদা ♥️ সুস্থ থাকবেন ♥️ আমার প্রনাম নেবেন ♥️
Video ta khub bhalo laglo. Amar shaiber sathe ei gramer smriti jariye achhe. Amar bari paser gram jaulia te. Ami Banwari bad Maha Rajar school e class five theke twelve parjanta (1979-1987)parasuna karechhi. Video ti dekhanor jannya bahut dhayabad.
খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ।
খুব ভালো লাগলো
ইতিহাস তথ্য জানতে পেরে সমৃদ্ধ হলাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা কৃতজ্ঞতার সহ আগামী নতুন তথ্যর অপেক্ষায় রইলাম।🙏🙏
Khub valo laglo. Ai rajbarir bartaman malik ke o er bangshadharra aj kothay jana gelona. Rajbariti druta sangaskar, sanrakshan kore ak aitihasik parjantankendra hisabe gore tulle valo hoy. Vai ai rajbariti tomar videor madhyame janar janya asangkha dhanyabad.
অসাধারণ।
সত্যিই অসাধারণ
Khub valo laglo upothapon ta khub valo.
ভালো লাগলো, আমার বাড়ি সালার, তবুও আমি সোনা রুনদী রাজ বাড়ি দেখি নি, শুধু বাইরে র গেট টাই দেখেছি, ভেতরটা দেখি নি, ধন্যবাদ দাদা আপনাকে পুরো রাজবাড়ী দেখাবার জন্য
খুব ভালো লাগলো দাদা..... আপনার উপস্থাপন ভঙ্গিমা ও দারুন এবং অবশ্যই তথ্য সমৃদ্ধ..... মন ছুঁয়ে যায় ভিডিও গুলি......ধন্যবাদ.....আরো অনেক এরকম ভিডিও পাবো ভবিষ্যতেও, এই আশা রাখি.....
আপনার ভিডিও গুলো খুব সুন্দর। আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭
Khub sundor vedio ....onk kichu jnte parlm ....
মূল্যবান ঐতিহাসিক সম্পদের উপস্থাপনা।
সরকার এর রক্ষণা বেক্ষণ করুক।এটি পর্যটন কেন্দ্র হিসাবে বাংলার মানচিত্রে স্থান করে নিক।
Shorkar kichhu korbeina amader shadharon manushder matha khawa chhara.
Nice video
Nice job
এই সোনারুন্দী গ্রামে যে উচ্চ বিদ্যালয় আছে সেখানে আমি পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি।ধন্যবাদ আপনাকে। অনেক কিছু মনে পড়ে গেল
I am very glad. Nice place. All the best 🌷
V ery nice
,ভালো লাগলো সকালবেলাটা
I.m Bangladeshi
I am from Bangladesh thank you manos da to Show us the Old history but that time all the jamider was very othachary
Hindu jomidar der sompotti to vog korchis tora sala vikhari jat
@@strangesanyal3056 অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭😭
@@strangesanyal3056 অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রতিবেদন আমাদের জানানোর জন্য।
আরো নুতন নুতন প্রতিবেদন এবং তথ্য আমাদের জানাতে থাকবেন। ভালো থাকবেন।
বাঃ, দারুণ লাগলো ভিডিও, কিন্তু একটা ঐতিহাসিক ধরোহরের এই করুণ অবস্থা দেখে খুবই খারাপ লাগছে ।
Manasda your historical collection is very rare indeed and should be
appreciated
আপনার চ্যানেল খুবই ভালো লাগেজ
বেশ ভালো লাগলো ভিডিওটা।
বাংলার বহু ঐতিহ্য আজ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়া আমাদের সম্পদকে সুন্দরভাবে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Good
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭
@@eloview4505 অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭😭😭😭😭😭
Dada koushik da k Akbar dekhlam mne hlo...khb vlo lglo video ta dekhe...Ami prothom dekhlam aj video ta.....r o agie jak ai channel
হ্যাঁ সেদিন ওকে নিয়ে গিয়েছিলাম।
Abaro ekta valo video deklam.... thanks manas da
Nice video..❤❤❤
Darun bhalo laglo post ta
খুব ভালো লাগলো দাদা ভিডিওটা দেখে আশা করি ভবিষ্যতে এরকম আরো ভিডিও দেবেন আমরা দেখব ধন্যবাদ
Apurbo...khoob bhalolaglo
Bohut val lagil.
ভালো লাগলো
Apnar video ta dekhe khub valo laglo,amar bari sonarundi e paser grame.
A historical place, khub sundar, reprting khub sundar anek kache kintu kichu e jantam na jana holo ai bishal alaka kintu rajader kono manus thakena .tomader aynai r o anek kichu dekhbo amra probin tomra nobin bhalo thako take care bye
খুব সুন্দর। ধন্যবাদ
খুব ভালো লাগলো. এই ধরণের আরো ভিডিও দেখার অপেক্ষা করবো ধন্যবাদ.
.
Khoub valo laglo dada.apni aro egiye jan .amra apner pase achi
খুব ভালো লাগলো দাদা, আমার বাড়ি কাটোয়াতে, বহুবার সোনারুন্দী রাজবাড়ি গিয়েছি কিন্তু আপনার মাধ্যমে যাওয়াটা আজ পুরো অন্য মাত্রা পেলো, ভীষণ সুন্দর উপস্থাপনা আপনার, রাজবাড়িকে নতুনভাবে আজ চিনলাম জানলাম, ভালো থাকবেন। 🙏
আমি বাংলাদেশ থেকে ধ্যনবাদ দাদা আপনাকে।
সত্যই এক দুর্দান্ত উপস্থাপনা।
প্রচণ্ড উপভোগ্য হয়েছে।
অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
আপনার প্রতিটি ভিডিওর মধ্যে এক রুচিসম্মত, বৈজ্ঞানিক ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় যা ইউটিউবের খুব কম ভিডিওতে পাওয়া যায়।
আপনি এগিয়ে যান। আমি আপনার পাশে আছি।
অনেক ধন্যবাদ আপনাকে।
Khub bhalo laglo kaku
Ami apnar khub Boro fan .khub sundor hoyeche video ta aro onek video chai RajBari niye
বেশ ভালো