অনির্বান দা , আমি একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। সত্যি বলতে কি তোমার এই channel টা আমি হঠাৎই খুঁজে পেয়েছি, তবে এই এক সপ্তাহে school, coaching এর মধ্যে যেটুকু ফাঁকা সময় পেয়েছি তার মধ্যেই প্রায় অনেকগুলো video দেখা হয়ে গেছে, বাকিগুলো ও সময় করে নিশ্চয়ই দেখে নেব। তবে একটা কথা বলব যে তুমি যেভাবে ইতিহাসকে চেনাতে শিখিয়েছ সেভাবে যদি প্রত্যেকটা মানুষ জানত কিংবা school এ শেখানো হত তাহলে কেউ মুখস্থ করার ভয়ে ইতিহাস ছেড়ে পালাত না বরং জানার জন্য পড়ত। তবে দাদা তোমার content সত্যিই সেরা যার জন্য তুমি অনেক subscribers deserve কর। Don't worry dada, you'll hit a lot of subscribers soon...love and respect from Krishnagar
Ankita Ghosh same ঘটনা আমার সাথেও তবে আমি দাদাকে দশম শ্রেনী থেকেই ফলো করি । আজ জেনে খুশি হলাম আমার মতনো কেউ একজন রয়েছেন । কারণ বন্ধুরা বলে বিজ্ঞানের ছাত্র হয়ে তোর ইতিহাসের প্রতি এত ঝোঁক কেনো । আগে থেকে তো একটু ছিলই তবে দাদা সেই নেশাটা আরও বাড়িয়ে দিয়েছে। প্রচন্ড শ্রদ্ধা ও ভালবাসা দাদার প্রতি ❤❤❤
ভাবাবেগমুক্ত দারুণ, নির্মোহ বিশ্লেষন। বাংলা, বাঙালি জাতি ও ইতিহাস বিষয়ের শিক্ষক হিসেবে আপনার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাক ও সকলে উপকৃত হোক এই কামনা করি।
নুরুজ্জামান খান ভাই শ্রীমদ ভাগবত গীতা পড়ার আমন্ত্রণ রইল, আশা করি আপনার জীবন বদলে যাবে জীবনের আসল রহস্য খুঁজে পাবেন, এটি এমন একটি মূল্যবান গ্রন্থ , যা আপনি উপলব্ধি করতে পারলে, আপনি কে কোথা থেকে এসেছেন কি জন্য এসেছেন আপনার করণীয় কি, আপনার কি কি কাজ রয়েছে , তাও উপলব্ধি করতে পারবেন , জীবনকে নিয়ে নিষ্ঠা সত্য উপকারে বিলিয়ে দিতে পারবেন , সমাজে প্রচলিত, অনাচার, পরনিন্দা, মহ, ক্রোধ, থেকে মুক্ত হয়ে , পরম শান্তি লাভ করবেন , ❤, আপনার জন্য শুভকামনা রইল
@@Dhgfghbgfvjufvurrjধর্মের গোবর মাথায় ঢুকলে বিষয় বর্হিভূত কমেন্ট দেখি । এরা সর্বত্রই বিরাজমান। বাংলাদেশে দেখি - আসেন ভাই কোরআনের আলোয় আসেন আর এখানে দেখি গীতার আলোয় আসেন।
ঐতিহাসিক হিস্টরি বলার সময়, মাঝে মাঝে যদি একটু ম্যাপ দিয়ে বুঝাইতেন তাহলে আমাদের বুঝতে আর ও অসুবিধা হতো, যে তখন কোথায় কোন রাজা ছিল এবং কোন খানে আক্রমণ হয়েছে, কোনখানে যুদ্ধ সংঘটিত হয়েছে, আমরা তখন নিজেরা ওই সময়টা অনুভব করতে পারতাম আপনার হিস্ট্রি শুনতে শুনতে❤❤❤
এই পর্বের ভিডিওটা যথেষ্ট তথ্যপূর্ণ হয়েছে। রাজা প্রতাপাদিত্যের গড় আমি সুন্দর বনে ঘুরতে গিয়ে দেখেছিলাম আর সৌভাগ্যবশত আমার সাথে ওই ট্রিপে একজন প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের অধ্যাপকের আলাপ হয়, যার কাছ থেকে এই প্রবল পরাক্রমী বারো ভূঁইয়া শ্রেষ্ঠ প্রতাপাদিত্যের ইতিহাস আমি জানতে পারি। আমাদের ইতিহাস বইতে লম্পট সিরাজদৌলা আর গাজ ওয়ায়ে হিন্দ করার জি হা দি তিতুমীরের ইতিহাস পড়ানো হয়েছিল।সত্যিই আমরা বাঙালিরা বড্ড আত্মবিস্মৃত। আর সেটা আমাদের ছোটবেলা থেকে সিলেক্টিভ ইতিহাস ও সাহিত্যের বই পরিয়ে করে রাখা হয়েছে কারণ যে জাতি তার ইতিহাস নিয়ে গর্ব করতে পারবে না সে জাতির আত্মবোধ থাকবে না। ধন্যবাদ অনির্বাণ ভাই এরকম একটা ভিডিও দেওয়ার জন্য এর পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম। যদি সম্ভব হয় রানী ভবানী পাঠক কে নিয়ে একটা ভিডিও বানাও।
বারো ভুইঞারা বাঙালীর গর্ব, শুধুমাত্র বাঙালী হিন্দুর নয়। বাঙালী হিন্দু মুসলমান পাঁচশ বছর শান্তিতে বসবাস করেছেন, যতদিন না ইংরেজ সাম্প্রদায়িকতার বীজ বুনতে সক্ষম হয়।
অসাধারণ, বাংলার এই ইতিহাস এতো সুন্দর করে তুলে ধরার জন্য অভিনন্দন❤ রামচন্দ্র- উদায়াদিত্য- বসন্ত রায়ের মৃত্যুর ঘটনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'বৌ ঠাকুরানির হাট' উপন্যাসে আছে। ❤❤❤
পশ্চিম ও দক্ষিণ ভারতীয়রা বর্বর মোঘল বিরোধী সংগ্রাম নিয়ে যতটা চর্চা করে, আমরা বাঙালিরা করিনা , আরো বেশি করে করা উচিৎ ও পাঠ্যপুস্তক এও এগুলিকে ভালো ভাবে জায়গা দেওয়া উচিৎ।
হঠাৎ এই চ্যানেল টা খুঁজে পেলাম ভাগ্গিস পেয়েছিলাম। এতো সুন্দর ও সহজভাবে বোঝানোর জন্য দক্ষতা চাই। আপনার ভিডিওগুলো অসাধারণ লাগে এই জন্য। আজই সাবস্ক্রাইব করলাম।তবে আগামীদিনে আরও বাঙালির ইতিহাসের প্রত্যাশাতে রইলাম।পাশে আছি
দাদা অনেক ধন্যবাদ আপনাকে বঙ্গের নায়ক মহারাজ প্রতাপাদিত্যের উপর videoকরার জন্যে🙏।বঙ্গের অন্যতম নায়ক কেদার রায়ের উপরেও video বানানোর অনুরোধ রইল।আনন্দনাথ রায় কেদার রায় কেই শ্রেষ্ঠ ভুইয়া বলেছেন
Ami English er student r akhon teacher hobar jnno porchi kintu history er proti vlobasa khub chotobela thek. Amk sobai bole tui history nie porli na keno re!! Ami Akhon o different kinds of podcasts thek history sikhi jani bujhi. Dada tomar content khub honest and well versed. Anek kichu janchi ... I loved Sirajuddaulla episodes. Take love & respect.❤
Histories are always interesting and as I am from Jessore, so this episode really made me very happy. Waiting for the second part. Thanks for exploring this part of the history.
রাষ্ট্রপতি পুরষ্কার পেয়েছে সারা ভারত শ্রেষ্ঠ নির্মল গ্রাম পঞ্চায়েত। দঃচব্বিশ পরগনার প্রতাপাদিত্য গ্রামপঞ্চায়েত। ওনার নামানুসারে পঞ্চায়েতটি। ভারত ভোলেনি ওনার নাম। গুগুল সার্চ করে দেখতে পারেন পঞ্চায়েতটিকে। অসাধারণ।
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম। আমাদের দেশের ইতিহাসে বাঙালি জাতির রাজা বাদশাহ দের কাহিনী শোনানো হয় না।আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম সেই ইতিহাস জানতে চাই। আপনি আপনার এই চ্যানেলটির মাধ্যমে সেই কাহিনী গুলি। জানানোর চেষ্টা করুন স্যার ।🙏 ধন্যবাদ জানবেন, অপেক্ষায় রইলাম।
অনির্বান দা , আমি একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। সত্যি বলতে কি তোমার এই channel টা আমি হঠাৎই খুঁজে পেয়েছি, তবে এই এক সপ্তাহে school, coaching এর মধ্যে যেটুকু ফাঁকা সময় পেয়েছি তার মধ্যেই প্রায় অনেকগুলো video দেখা হয়ে গেছে, বাকিগুলো ও সময় করে নিশ্চয়ই দেখে নেব। তবে একটা কথা বলব যে তুমি যেভাবে ইতিহাসকে চেনাতে শিখিয়েছ সেভাবে যদি প্রত্যেকটা মানুষ জানত কিংবা school এ শেখানো হত তাহলে কেউ মুখস্থ করার ভয়ে ইতিহাস ছেড়ে পালাত না বরং জানার জন্য পড়ত। তবে দাদা তোমার content সত্যিই সেরা যার জন্য তুমি অনেক subscribers deserve কর। Don't worry dada, you'll hit a lot of subscribers soon...love and respect from Krishnagar
তোমাদের এই কমেন্টগুলোই আমার অক্সিজেন ❤️
Loved your comments
❤❤❤❤❤❤
@@Anirban_das দেখা করার ইচ্ছা রইল দাদা.....আশা করি একদিন সেটা হবে.....part 2 এর অপেক্ষায় আছি কিন্তু.....
Ankita Ghosh same ঘটনা আমার সাথেও তবে আমি দাদাকে দশম শ্রেনী থেকেই ফলো করি ।
আজ জেনে খুশি হলাম আমার মতনো কেউ একজন রয়েছেন । কারণ বন্ধুরা বলে বিজ্ঞানের ছাত্র হয়ে তোর ইতিহাসের প্রতি এত ঝোঁক কেনো । আগে থেকে তো একটু ছিলই তবে দাদা সেই নেশাটা আরও বাড়িয়ে দিয়েছে।
প্রচন্ড শ্রদ্ধা ও ভালবাসা দাদার প্রতি ❤❤❤
ভাবাবেগমুক্ত দারুণ, নির্মোহ বিশ্লেষন। বাংলা, বাঙালি জাতি ও ইতিহাস বিষয়ের শিক্ষক হিসেবে আপনার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাক ও সকলে উপকৃত হোক এই কামনা করি।
🙏🏻❤️
নুরুজ্জামান খান ভাই শ্রীমদ ভাগবত গীতা পড়ার আমন্ত্রণ রইল, আশা করি আপনার জীবন বদলে যাবে জীবনের আসল রহস্য খুঁজে পাবেন, এটি এমন একটি মূল্যবান গ্রন্থ , যা আপনি উপলব্ধি করতে পারলে, আপনি কে কোথা থেকে এসেছেন কি জন্য এসেছেন আপনার করণীয় কি, আপনার কি কি কাজ রয়েছে , তাও উপলব্ধি করতে পারবেন , জীবনকে নিয়ে নিষ্ঠা সত্য উপকারে বিলিয়ে দিতে পারবেন , সমাজে প্রচলিত, অনাচার, পরনিন্দা, মহ, ক্রোধ, থেকে মুক্ত হয়ে , পরম শান্তি লাভ করবেন , ❤, আপনার জন্য শুভকামনা রইল
@@Dhgfghbgfvjufvurrjধর্মের গোবর মাথায় ঢুকলে বিষয় বর্হিভূত কমেন্ট দেখি । এরা সর্বত্রই বিরাজমান। বাংলাদেশে দেখি - আসেন ভাই কোরআনের আলোয় আসেন আর এখানে দেখি গীতার আলোয় আসেন।
জয় বাংলা জয় রাজা প্রতাপাদিত্য ✊🙏
🙏🏻
Bangali hindu
Keno re bhai sudhu bangali hole hobe na.... তা ছাড়া তোমার এই কেমন নাম sunflower seeds. Ar bollam na, na hole kanna pabe tomar...
জয় বাংলা জয় বাঙালি জয় মা কালী
বঙ্গ হবে
Amar favorite, amar inspiration.. Maharaja Pratapaditya ❤
প্রতাপাদিত্যের কথা আরো শুনতে চাই। তুমি এত সুন্দরভাবে বিশ্লেষণ কর যে মুগ্ধ হয়ে যাই!
অসাধারণ অনির্বাণ। এইভাবে বাংলার বীর রাজাদের হারিয়ে যাওয়া কাহিনী তুলে ধরো। আগামী পর্বের অপেক্ষায় থাকলাম।❤❤
❤️🙏🏻
রাজা প্রতাপাদিত্য এবং বাংলার 12 ভুইঁয়া নামে পরিচিত জমিদারদের ঐতিহাসিক গল্প সত্যি অসাধারণ।অনেক গল্পই পড়েছি তাঁদের নিয়ে.....❤
❤️
ঐতিহাসিক হিস্টরি বলার সময়, মাঝে মাঝে যদি একটু ম্যাপ দিয়ে বুঝাইতেন তাহলে আমাদের বুঝতে আর ও অসুবিধা হতো, যে তখন কোথায় কোন রাজা ছিল এবং কোন খানে আক্রমণ হয়েছে, কোনখানে যুদ্ধ সংঘটিত হয়েছে, আমরা তখন নিজেরা ওই সময়টা অনুভব করতে পারতাম আপনার হিস্ট্রি শুনতে শুনতে❤❤❤
এই পর্বের ভিডিওটা যথেষ্ট তথ্যপূর্ণ হয়েছে। রাজা প্রতাপাদিত্যের গড় আমি সুন্দর বনে ঘুরতে গিয়ে দেখেছিলাম আর সৌভাগ্যবশত আমার সাথে ওই ট্রিপে একজন প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের অধ্যাপকের আলাপ হয়, যার কাছ থেকে এই প্রবল পরাক্রমী বারো ভূঁইয়া শ্রেষ্ঠ প্রতাপাদিত্যের ইতিহাস আমি জানতে পারি। আমাদের ইতিহাস বইতে লম্পট সিরাজদৌলা আর গাজ ওয়ায়ে হিন্দ করার জি হা দি তিতুমীরের ইতিহাস পড়ানো হয়েছিল।সত্যিই আমরা বাঙালিরা বড্ড আত্মবিস্মৃত। আর সেটা আমাদের ছোটবেলা থেকে সিলেক্টিভ ইতিহাস ও সাহিত্যের বই পরিয়ে করে রাখা হয়েছে কারণ যে জাতি তার ইতিহাস নিয়ে গর্ব করতে পারবে না সে জাতির আত্মবোধ থাকবে না। ধন্যবাদ অনির্বাণ ভাই এরকম একটা ভিডিও দেওয়ার জন্য এর পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
যদি সম্ভব হয় রানী ভবানী পাঠক কে নিয়ে একটা ভিডিও বানাও।
ধন্যবাদ, শেয়ার করবেন 🙏🏻
ভবানীপাঠক রানী নয়, দেবী চৌধুরানী ছিলেন শীষ্যা।
রাজা প্রতাপাদিত্য ছোটবেলা থেকেই আমার কাছে হিরো পরবর্তী পর্বের অপেক্ষায় ❤
❤️
Protam chilo ekta indur
আজ আমাদের কাছে মার্ক্স, এঙ্গেলস, মাও ঘরের ছেলে । প্রতাপাদিত্য, বল্লাল সেন, শশাঙ্ক , আলীবর্দী খাঁদের আজ বাঙালি মনে রাখেনি।
দুর্ভাগ্য😢
😅
আলীবর্দী খাঁ কে কেন মনে রাখবে বাঙ্গালী?
আলীবর্দী খাঁ কবে বাঙালি হল?
আলিবর্দি খাঁ?😅😂
আলীবর্দি খাঁ তো বাংলা জানতই না।বরং বাংলাকে ঘুণা করত।
" যশোর-নগর ধাম, প্রতাপ আদিত্য নাম,
মহারাজা বঙ্গজ কায়স্থ।
নাহি মানে পাতশায়, কেহ নাহি আঁটে তায়,
ভয়ে যত ভূপতি দ্বারস্থ।।
বরপুত্র ভবানীর, প্রিয়তম পৃথিবীর,
বায়ান্ন হাজার যার ঢালী।
ষোড়শ হলকা হাতি,অযুত তুরঙ্গ সাতি,
যুদ্ধকালে সেনাপতি কালী।।”
-বিদ্যাসুন্দর কাব্য,ভারতচন্দ্র রায়গুণাকর
রায়শ্রেষ্ঠ কায়স্থ রাজা বঙ্গজ বীর মহারাজ প্রতাপাদিত্যের জয় !!! জয় মা যশোরেশ্বরী❤❤❤❤❤❤ জয় শ্রীরাম ❤❤❤❤❤❤❤ জয় হিন্দু সাম্রাজ্যের জয়❤❤❤❤হর হর মহাদেব ❤❤❤❤❤❤❤
🙏🏻
বারো ভুইঞারা বাঙালীর গর্ব, শুধুমাত্র বাঙালী হিন্দুর নয়। বাঙালী হিন্দু মুসলমান পাঁচশ বছর শান্তিতে বসবাস করেছেন, যতদিন না ইংরেজ সাম্প্রদায়িকতার বীজ বুনতে সক্ষম হয়।
অসাধারণ, বাংলার এই ইতিহাস এতো সুন্দর করে তুলে ধরার জন্য অভিনন্দন❤
রামচন্দ্র- উদায়াদিত্য- বসন্ত রায়ের মৃত্যুর ঘটনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'বৌ ঠাকুরানির হাট' উপন্যাসে আছে। ❤❤❤
❤️
জাগো বাঙালি জাগো, নিজের ইতিহাস নিজে চেনো।। 🕉🕉🇮🇳🇮🇳🚩🚩❤❤।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
ধন্যবাদ দাদা , ইতিহাসের ছাত্রী হিসেবে তোমার কাছ থেকে ইতিহাস জানতে খুব ই ভালো লাগে , তোমার তথ্যগুলোর রেফারেন্স দিলে খুব ই উপকৃত হতাম।
প্রতাপাদিত্যের বীরত্ব ও ইতিহাসের দুষ্প্রাপ্য অধ্যায় এত সুন্দরভাবে উপস্থাপনের জন্য ধন্যবাদ!❤
পাশে থাকবেন, শেয়ার করবেন ❤️
Please.continue the tale of Pratapaditya the Tiger of Bengal.
Yes, I want next episode on Pratapaditya
❤️😊
জয় বাংলা ✊ বাংলা আমার গর্ব
❤️
জয় বাংলা জয় মা কালী
@@dhimankhan6486জয় বাংলা জয় বঙ্গবন্ধু।তুমি মনে হয় হেন্দু শিবির।
জয় বঙ্গ জয় রাজা প্রতাপাদিত্য 🚩🚩❤❤🇮🇳🇮🇳🧡🧡
অপূর্ব ভাই।এই ভাবে ইতিহাস পড়লে,জানলে,বুঝলে বিষয়ের প্রকৃত রস পাওয়া যায়। ছোটবেলায় বাবার অভিনীত কেদার রায় নাটকের কথা মনে পড়ে যাচ্ছে।
😊 সঙ্গে থাকবেন
এই ভিডিওটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। 🧡🙏
শেয়ার করবেন ❤️
পশ্চিম ও দক্ষিণ ভারতীয়রা বর্বর মোঘল বিরোধী সংগ্রাম নিয়ে যতটা চর্চা করে, আমরা বাঙালিরা করিনা , আরো বেশি করে করা উচিৎ ও পাঠ্যপুস্তক এও এগুলিকে ভালো ভাবে জায়গা দেওয়া উচিৎ।
খুব ভালো লাগলো কিছু জানা অজানা তথ্য জানতে পারলাম ধন্যবাদ
সঙ্গে থাকবেন ❤️
অনির্বাণ দা! তুমি কলকাতার "গরিবের ধ্রুব রাঠি"।।।।।❤❤❤❤
খুব ভালো লাগলো ।অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য।❤❤
❤️
হঠাৎ এই চ্যানেল টা খুঁজে পেলাম ভাগ্গিস পেয়েছিলাম। এতো সুন্দর ও সহজভাবে বোঝানোর জন্য দক্ষতা চাই। আপনার ভিডিওগুলো অসাধারণ লাগে এই জন্য। আজই সাবস্ক্রাইব করলাম।তবে আগামীদিনে আরও বাঙালির ইতিহাসের প্রত্যাশাতে রইলাম।পাশে আছি
ভালোলাগলো। সঙ্গে থাকবেন, অন্যদের সঙ্গেও শেয়ার করবেন ❤️
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
😊
জয় বাংলা জয় রাজা প্রতাপাদিত্য❤️❤️❤️⚔️
❤️
অনেক ধন্যবাদ আপনাকে এই ইতিহাস তুলে ধরার জন্য।
❤️
দাদা অনেক ধন্যবাদ আপনাকে বঙ্গের নায়ক মহারাজ প্রতাপাদিত্যের উপর videoকরার জন্যে🙏।বঙ্গের অন্যতম নায়ক কেদার রায়ের উপরেও video বানানোর অনুরোধ রইল।আনন্দনাথ রায় কেদার রায় কেই শ্রেষ্ঠ ভুইয়া বলেছেন
ভিডিয়োটা দেখে মতামত জানাবেন ❤️
Darun video.Khub bhalo laglo,egiye jao songe achi dada❤❤😊😊
অবশ্যই শুনতে চাইবো,,আপনার দ্বারা আমাদের ইতিহাস জানা সমৃদ্ধ হোক🙏🙏🙏🙏
🙏🏻❤️
আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র নিয়ে একটা ভিডিও চাই দাদা ❤❤।
❤️
Ami English er student r akhon teacher hobar jnno porchi kintu history er proti vlobasa khub chotobela thek. Amk sobai bole tui history nie porli na keno re!! Ami Akhon o different kinds of podcasts thek history sikhi jani bujhi. Dada tomar content khub honest and well versed. Anek kichu janchi ... I loved Sirajuddaulla episodes. Take love & respect.❤
সঙ্গে থাকো ❤️
ধন্যবাদ | পরের অংশের অপেক্ষায় রইলাম |
Darun laglo paraborty episodeer appekhay roilam
সঙ্গে থাকবেন, শেয়ার করবেন ❤️
অধীর আগ্রহে অপেক্ষা করছি next episode er. দারুন পরিবেশনা এবং রিসার্চ ওয়ার্ক ❤❤ !!
সঙ্গে থাকবেন, শেয়ার করবেন
Dhonnobad Anirban Da ei video ta dewar jonno
😊❤️
Khub sundor hoyeche wating for next part
🙏🏻❤️
As a child, I heard about Prataditya, but had no idea about this intricate history. Thank you very much.
🙏🏻😊
Histories are always interesting and as I am from Jessore, so this episode really made me very happy. Waiting for the second part. Thanks for exploring this part of the history.
❤️
অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।
❤️
Waiting for the second episode
❤️😊
sera laglo!!! Next part chai
❤️ শেয়ার হোক
Waiting for next episode or the continuity in the story of prtapaditya .
রাষ্ট্রপতি পুরষ্কার পেয়েছে সারা ভারত শ্রেষ্ঠ নির্মল গ্রাম পঞ্চায়েত। দঃচব্বিশ পরগনার প্রতাপাদিত্য গ্রামপঞ্চায়েত। ওনার নামানুসারে পঞ্চায়েতটি। ভারত ভোলেনি ওনার নাম। গুগুল সার্চ করে দেখতে পারেন পঞ্চায়েতটিকে। অসাধারণ।
দারুণ ব্যাপার ❤️ কিন্তু এই খবরগুলো যে প্রচার পায় না
À
পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম ।
সঙ্গে থাকবেন ❤️
লাভ বাটন ফর ❝ লক্ষণ সেন❞😊
😊
Love button for আল্লাহর বাবা নেতিনাহু😇
Onek kichu janar ahgroho roilo Danyavad sir Bangla amer gorbo
❤️
অপেক্ষায় রইলাম 😊
❤️
Looking forward to the next episode
😊
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম
Finally someone started talking about Raja Prataditya
🙏🏻 শেয়ার করবেন
Ei rokom content darun lage...best wishes
❤️
আপনার প্রতিটি পর্ব অসাধারণ ❤❤
সঙ্গে থাকবেন ❤️
Waiting for part 2 ❤
❤️
Next part ta taratari den vaiya.. From Bangladesh ❤❤
❤️
Darun laglo
অসাধারণ ❤❤❤
ধন্যবাদ, শেয়ার করবেন 🙏🏻
Thanks for so informative video😊😊
❤️ শেয়ার করবেন
Bhai Darun Darur ❤❤❤❤
Khub valo
❤️
Yes... I am waiting for the next part of the story...
Coming soon
খুব সুন্দর বিশ্লেষণ দাদা
আমি একজন ইতিহাস প্রেমী হয়ে মন্ত্র মুগ্ধ হয়ে গেলাম ❤❤❤❤❤❤❤
সঙ্গে থাকবেন, শেয়ার করবেন 🙏🏻
এক কথায় অসাধারণ ❤ 😊 ❤
ধন্যবাদ ❤️
Story টি খুব ভালো ছিল next part এর জন্য অপেক্ষায় থাকবো
শেয়ার করবেন ❤️
@Anirban_das obbosoi😊
Anirban da you are great ♥️
🙏🏻
বানিয়ে যান এমন সুন্দর সুন্দর video! আমরা অপেক্ষায় রইলাম!
❤️😊
Much needed! Thankyou Dada
😊 please share
Dada next part chi kintu ❤❤
Just .......salute....❤❤❤❤❤❤
❤️🙏🏻
Opekkhay roilam
❤️
খুব ভাল লাগল অনির্বাণ ❤❤
সঙ্গে থাকবেন 🙏🏻
@Anirban_das অবশ্যই.....ইতিহাস যে সাদা-কালো নয়, বেশিরভাগ ক্ষেত্রেই ধূসর এটা আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেন
দাদা খুবই সুন্দর এবং তথ্যবহুল video। আমার অনুরোধ রইলো এই ধরনের বিষয় গুলোর তথ্যসূত্র দেবার জন্য যাতে কেউ চাইলে বিষয় গুলি নিয়ে আরও অধ্যয়ন করতে পারে।
সব ভিডিয়োর ক্ষেত্রেই দেওয়া থাকে। এটার পরের পর্বে দেওয়া থাকবে
সমৃদ্ধ হলাম। ধন্যবাদ।
পাশে থাকবেন ❤️
অপেক্ষায় থাকলাম....
বেশ ❤️
Thank you so much
বাংলার বীর রাজা কে নিয়ে ভিডিও বানানোর জন্য
পরবর্তী episode অবশ্যই চাই
শেয়ার করবেন ❤️
অবশ্যই অপেক্ষায় রইলাম স্যার পরবর্তী অধ্যায়ের জন্য!👍
😊
জয় বাংলা ❤ মহারাজ প্রতাপাদিত্য 🔥
❤️
আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন।সম্মান রইলো এবং পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
পাশে থাকবেন 🙏🏻
❤ From Alipurduar West Bengal
সঙ্গে থাকবেন ❤️
Aro beshi chai..amader history boi theke egulo ke echa kore rakha hyna
❤️
I just want to say a big thank you for your positive work.🫂
Keep going 💪🏾 lots of love and respect.. brother 🙏🏾💙
পাশে থাকবেন ❤️
@Anirban_das সর্বদা❤️
Plz next part ta korun....r baro bhuiya der upor individual videos korle khub i bhalo hoy...
❤️
Next episode chai 🎉🎉❤❤
❤️❤️
A great research work. Salute ❤
সঙ্গে থাকবেন, শেয়ার করবেন ❤️
Khub sundor protibedon dada 💖💖
😊🙏🏻
দাদা তোমার video গুলো অসাধারন হয় । অনেক নতুন কিছু জানতে পারি।
সঙ্গে থেকো ❤️
Appreciative
ধন্যবাদ ❤️
Very nice &knowledgeable video.
ধন্যবাদ, পাশে থাকবেন
রাজা প্রতাপাদিত্য জন্ম ১৫৬১ যশোর, বাংলা, ভারতীয় উপমহাদেশ (বর্তমান বাংলাদেশ)
❤️
Bengal and Bengali is always best...❤❤
❤️
অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম
❤️
খুব সুন্দর ভিডিও দাদা ❤
ধন্যবাদ ❤️
@@Anirban_das ❤️
Porer part er opekkhay roilam
❤️
Yes plz continue
❤️
Bha খুব ভালো লাগলো
🙏🏻❤️
জয় বাংলা 🇧🇩
পরবর্তী পর্বের অপেক্ষায়..........
তথ্যবহুল ভিডিও, ধন্যবাদ 🙏
😊❤️
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম। আমাদের দেশের ইতিহাসে বাঙালি জাতির রাজা বাদশাহ দের কাহিনী শোনানো হয় না।আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম সেই ইতিহাস জানতে চাই। আপনি আপনার এই চ্যানেলটির মাধ্যমে সেই কাহিনী গুলি। জানানোর চেষ্টা করুন স্যার ।🙏 ধন্যবাদ জানবেন, অপেক্ষায় রইলাম।
অসাধারন, অসাধারন ।
শেয়ার করার অনুরোধ রইল ❤️