Part 1 er modhye die Dracula er kahini r suspense toh soddo shuru hoyeche ebar toh part 2!! Ki korbe ebar Dracula?! Ki hobe taar next step!! Shune naao Part 2…….
Deep দা তুমি অতুলনীয় এবং অদ্বিতীয়.. একইসাথে এই ভাবে most antagonist( Dracula) & most protagonist(professor) এর ভূমিকায় পার্ট করলে ... দুজনকে মেনে নিতে কখনো কষ্ট হচ্ছিলনা.... অসাধারণ just...😊😊😊🙏🙏🙏
Ja bujhte parchi.. puro Dracula narration er recording korte onekta e chap geche sunday suspense team er.. r ami etao mone kori j last 2months dhorei hyto mainly Dracular kaaj cholchilo.. kintu tao each sunday team mirchi bangla amadr chhoto golpo holeo kintu golpo upohar diye geche .. lots of thanks for your dedication mirchi bangla
আমাদের বিগত ১৩ বছরের পুরোনো অতি পরিচিত মেজাজে ফিরে এসেছে Sunday Suspense। নতুন বছরের পূর্ব মূহুর্তে Old Sunday Suspense কে ফিরে পেয়ে মনের মধ্যে এক আলাদা অনুভূতি হচ্ছে।
@@ankanhazra9189 ha দাদা পরে দেখেছিলাম যে 31st ta Saturday Comment ta delete korte bhule gachilam.... Sorry bhul হয়ে gache.. Please kichu mone korben na....
ছোটবেলায় স্কুলের বইমেলা থেকে ব্রাম স্টোকারের ড্রাকুলা কিনে নিয়ে এসেছিলাম। কারেন্ট চলে গেলে হ্যারিকেন জ্বালিয়ে একা বসে বসে ড্রাকুলা পড়তাম এবং কেনার কয়েকদিনের মধ্যে শেষ করেছিলাম। সেই আধো অন্ধকার সন্ধ্যেবেলায় হ্যারিকেনের আলোয় সরল মনে যে অজানা ভয় মেশানো রোমাঞ্চ অনুভব করেছিলাম তা কোনোদিন ভুলবো না। ড্রাকুলা পড়ার পর রোমানিয়া যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, হয়তো একদিন পূরণ করবো। আজকে সানডে সাসপেন্স পুনরায় সেই স্মৃতির রোমন্থন করলো। অসংখ্য ধন্যবাদ 💙
Just Goosebumps 🔥 .. লড়াইটা এখন তাহলে ভালোবাসা বনাম অশুভ শক্তি .. গল্পটা শুনতে শুনতে কৃষ্ণানন্দ আগামবাগিশ এর অতিনকে বলা কথা গুলো মনে পড়ে যাচ্ছিল , " মানুষকে ভালবাসার থেকে বড় তন্ত্র আর কিচ্ছু হয় না ...ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র .. সব চেয়ে বড় জাদু "
প্রায় দেড় মাস পর মনে হচ্ছে 'Sunday Suspense' is back in its own track. Thanks a lot Sunday Suspense. One of my best gift in Christmas. And Merry Christmas to all.
গল্প বিদেশি হলেও এমন গল্প হলে তার জুড়ি মেলা ভার ❤️ এককথায় Sunday suspense ও পারে...... এতদিন অপেক্ষা করেছি।। আরো করবো কিন্তু sunday suspense এর এরকম আরো গল্প চাই❤️
অসাধারণ, অদ্ভুতভাবে শুনছিলাম,না শুনছিলাম বলা ভুল,দেখছিলাম ... কি অসাধারণ কন্ঠ প্রত্যেকের ❤চোখের সামনেই যেনো পুরোটা দেখতে পাচ্ছিলাম ... যাইহোক...এর পরের পার্টটার জন্য অপেক্ষাই রইলাম... Dracula এর শেষটা নিশ্চয় একটু অন্য ধরনের হবে 👍
অন্যান্য চ্যানেল যতই ভালো গল্প উপস্থাপনা করুক না কেন Mirchi Bangla is the champion এবং champion ই থাকবে। এত দীর্ঘ সময়সীমা এবং উন্নত মানের গল্প নির্বাচন অন্য কোনো চ্যানেলে পরিলক্ষিত হয়নি। The Hound of the Baskervilles, The Count of Monte Cristo, হীরা মানিক জ্বলে, আবার যখের ধন, The Three Musketeers প্রভৃতি এবং এবার Dracula পর্বগুলি। ধন্যবাদ team mirchi এত দীর্ঘ ও অনবদ্য উপস্থাপনাগুলির জন্য।
@@selimjakaria6073 সেটা আপনার নিজের পছন্দ হতেই পারে কিন্তু বনের রাজা একজনই হয়, আর Dracula পর্বগুলির পর সেই রাজা কে সেটা বোঝা যাচ্ছে। তবে সেখানকার গল্পগুলোও আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। আশা রাখি তারাও উন্নতি করুক। এই সব platform এ best কেউই হয় না কারণ একটা সময়ে সব চ্যানেলেই গল্পের মান up down হয়।
যদি বন্ধু হও ,যদি বাড়াও হাত তবে sunday suspense তার খারাপ সময় পেরিয়ে আসবেই এই বিশ্বাস ছিল, সত্যি হয়েছে । Thank you team Sunday Suspense , পাশে ছিলাম আছি থাকবো।
মানছি sunday suspense গুরুত্বের পিছনে মীরের অনেক বড় ভূমিকা রয়েছে কিন্তু তাই বলে সানডে সাসপেন্স এর এই টিমকে কখনোই দূরে সরিয়ে রাখা যায় না। কিছু ছোট গল্প আর পুরানো গল্পের পুনরাবৃত্তির কারণে বারবার হেনস্থা হতে হয়েছে কমেন্ট বক্সে শ্রোতাদের কাছে। আজ বছরের শেষে এসে তাদের সকলের মুখে ঝামা ঘষে দিয়ে এত সুন্দর একটা গল্প উপহার দিচ্ছেন আমাদের। সত্যি মনমুগ্ধ হয়ে শুনে গেছি এতক্ষন দারুন। ❤️
Dip da jothesto vlo kaj korechhe but tao bolbo Dracula 🦇 er voice e Mir da ke aro beshi manato and Character ta keo aro jibonto & bhoyankar kore tulto 🔥🔥
@@abidhossain2023 jini nei nijer ichai chere gechen tar kotha na hoi kichu khon ar jnno badh diye jini 1st theke achen ato Hard work krchen tar kotha tau bolun...r ha deep dar theke valo ata kau korte parto na r parbe o na
কি সুন্দর পরিচালনা হয়েছে ড্রাকুলা সিরিজ এর। অধীর আগ্রহে বসে ছিলাম আজ। যিনি বাংলা অনুবাদ করেছেন তিনি গল্পের স্বাদ টি অক্ষুণ্ণ রেখেছেন। সুন্দর বর্ষশেষ এর উপহার রেডিও মিরচির তরফ থেকে। আন্তরিক ধন্যবাদ। ❤️❤️
যে গল্প একদম ছোট বেলায় শুনে ভয়ে কেঁপেছিলাম, সেই গল্প নিজে পড়বার জন্য সেরকম কোনো ভালো বাংলা ভার্সন পায়নি। সানডে সাসপেন্স একদম মনের মতো করে সেই গল্প উপস্থাপন করলো। একরাশ মুগ্ধতাই মন ভরে গেল। গল্পপাঠ এর অনবদ্যতার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আমার অসাধারণ লেগেছে।
অসাধারণ presentation।Deep,Agni তো অসাধারণ ছিলই, মোহর আর দেবস্মিতার performance o commendable। সব কিছুর ওপর ছাপিয়ে গেছে রাজর্ষি গুপ্তর অনুবাদ এবং চিত্রনাট্য। অসাধারণ বললেও কম বলা হয়।বাংলা অনুবাদ আরো সমৃদ্ধ হোক।এরকম আরো অনেক ক্লাসিক উপন্যাস এর অনুবাদ এবং নাট্যরূপ যাতে শুনতে পাই সেই আশায় রইলাম।Hats off to the whole Sunday suspense team.
Christmas day এর জন্য ভার্সিটি বন্ধ,ভাবছিলাম Dracula 2nd part টা যদি দিত তাহলে আজকের ছুটিটা জমে যেত, ব্যাস ইউটিউবে ঢুকে দেখি প্রিমিয়ার চলছে, কম্বল গায়ে দিয়ে, লাইট অফ করে, ইয়ারফোন কানে নিয়ে শুয়ে পড়লাম সব বাদ দিয়ে😍❤️ Sunday suspense rocks❤️
সানডে সাসপেন্স শ্রোতাদের জন্য এ বছরের সেরা ফেয়ারওয়েল গিফট নিয়ে এসেছে। অনেক বছরের ইচ্ছা ছিল ড্রাকুলা শুনবো সানডে সাসপেন্সে, সেটা পূরণ হলো! 🥰🥰🥰 সকল সানডে সাসপেন্স শ্রোতাদের বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা 🥰🎊
ও কি অসাধারণ লাগলো ❤️। প্রত্যেকটা মানুষের চরিত্র কি অসাধারণ ফুটিয়ে তোলা হয়েছে। আমি শুধু মুগ্ধ হয়ে শুনছিলাম। আর দীপ স্যারের কথা কি বলবো। ৫ বছর ধরে শুনে আসছি সেই একই আভিজাত্য পূর্ণ গলা। I love you Dip sir ❤️❤️.
প্রত্যেক বার আপনাদের এই রকম দুর্দান্ত কিছু গল্প পাঠ সত্যিই মন কে জয় 😊😊 করে নেয় 😍😍 যত বারাই শুনি মন ভরে যায়। ফেলুদা.. থেকে...the count of Monte Cristo 😘😘 সবই ছিল দুর্দান্ত সব 🙏🙏
1:06:49 to 1:07:21 be like.. উতলা হয়োনা। ভালোবাসা মানুষকে দিয়ে এমন অনেক কাজ করায়,যার হিসাব আমাদের জাগতিক জমা খরচের খাতায় মেলানো যায় না। কিন্তু মহাকাল তার হিসাব ঠিকই রাখেন। তার হিসাবের খাতায় অঙ্কের নিয়ম অন্যরকম, আমাদের এই জগতের সব 'না পাওয়া' গুলো, সব 'দেওয়া' গুলো সেখানে 'জমা' র দিকে লেখা হয়। কীসের উপর ভিত্তি করে সেই খাতায় জমা খরচ আর দেনা পাওনার হিসাব চলে জানো ? ভালোবাসার সুদের উপর.. Line gulo marattok sundor..🙃❤️
Amar golpo gulo o sunun aasa kori apnar valo lagbe r jodi valo lage doya kore Amar pashe thakben r pase thakar jonno jeta kora hoy seta kore deben please.|
আগে sunday suspense শুনতাম না, কিন্তু যেদিন থেকে sunday suspense শোনা শুরু করেছি সেইদিন থেকে এখনও পর্যন্ত sunday suspense শোনা ছাড়তে পারিনি😁😅, আমার মতো কার কার অবস্থা এইরকম?
Mirchi Mir k amra khub bhalobesechi, sobai vebechilam j Mir chhara sunday suspense ochol kintu mirchi Deep, o aro sobai jevabe sunday suspense k egiye niye jacchhe ta sottii osamanyo..... Apnader jonno onek suvokamona roilo❤
শুনতে শুনতে যেন আমার হিজের রক্তও গরম হয়ে উঠছিল ড্রাকুলা কে খুন থুড়ি শেষ করার জন্য । সত্যি ফিল্ম দেখলেও এত টা সাসপেন্স অনুভব করতাম না।।। Wonderful present of ending year.....👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
শেষ ভালো যার সব ভালো। বছরের অন্তিম মূহুর্তে এসে গল্পপ্রেমিকদের যাবতীয় আবদার মেটানোর অপেক্ষাতেই ছিল টিম মিরচি। বড়দিনের মত খুশির দিনে এর চেয়ে আনন্দের উপহার আর কিছু হয় না।
দুর্দান্ত! দুরন্ত! দুর্ধর্ষ। টিম মির্চি বাংলা কে অনেক অভিনন্দন, ধন্যবাদ এমন ক্রীসমাস উপহারের জন্য। নিঃসন্দেহে আমার শোনা সেরা অডিও স্টোরিগুলোর মধ্যে এই এপিসোড দুটো থাকবে। অধীর অপেক্ষায় রইলাম আর দুটো এপিসোডের। Kudos, Mirchi Bangla!! Much love❤️
মীর দা যাওয়ার পর আমার মন অনেক হতাশ হয়েছিল। কিন্তু সানডে সাসপেন্স এর এই গল্প আমার হতাশা পূরণ করে দিলো। অনেক ধন্যবাদ সানডে সাসপেন্স কে এমন অনেক বড় বড় গল্প চাই আরো বেশি করে। ❤️❤️❤️
ড্রাকুলা অসাধারণ উপস্থাপনা। সত্যিই ভীষণ ভালো লাগছে পরীক্ষা দেওয়া শেষ করে গল্পটি শুনছি। ভীষণ ভালো। গল্পটি শুনে অনেক দিন পর খুব ভালো লাগছে। লাভ ইউ Sunday Suspense❤️ for giving us this beautiful story.
"Sunday Suspense is back and it's already making my Sunday so much better! The thrilling stories and captivating narrations always keep me on the edge of my seat. I can't wait to see what other exciting adventures are in store for us in the coming weeks. Thank you for bringing back Sunday Suspense inn old form and bringing a little bit of magic to my Sunday afternoons."
সবশেষে সানডে সাসপেন্স তার আসল রুপে ফিরে এলো। খুব খুব হতাশ ছিলাম পুর্বের স্বাদহীন ছোট গল্প গুলিতে। সেই স্বাদ ফিরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ মিরচি বাংলাকে। তবে, মীর দার কন্ঠ না থাকায় লবণ হীন মাংস ভুনা হয়ে গেছে। তার উপস্থিতি কামনা করছি আগামি গল্প গুলিতে। শুধু এটা আমার চাওয়া না সমস্ত শ্রোতাদের আকুল ইচ্ছা মীর দা ফিরে আসুক
Last year Count of Monte Cristo and this year Dracula... Totally mesmerizing experience🔥🔥 thanx a lot team SS.. But still somewhere feeling lack of a teaspoon of Mirchi Mir🙂❤
Amar golpo gulo o sunun aasa kori apnar valo lagbe r jodi valo lage doya kore Amar pashe thakben r pase thakar jonno jeta kora hoy seta kore deben please./
আজ Santa Claus এর কাছে দুটো আবদার জানাই; নতুন বছরে যেন সকলেই আনন্দে মেতে ওঠে এবং ২০২৩ এর প্রত্যেকটা Sunday Suspense যেন মানুষের মন ও হৃদয় জিতে নিতে পারে।🎅🏼🎅🏼🎅🏼🎅🏼
Amar golpo gulo o sunun aasa kori apnar valo lagbe r jodi valo lage doya kore Amar pashe thakben r pase thakar jonno jeta kora hoy seta kore deben please :)।
I have to admit that I am quite liking it.. thanks to the recent novels we had almost been compelled to believe the larger than life of these glorified creatures who are actually horrifying.. Mirchi is doing a good job in bringing back the original memories of reading or watching a vampire movie.. congratulations for that.. this is indeed a good adaptation
দীপ দা তুমি আগেও যা ছিলে, আজ ও সেই পরিমান সুন্দর প্রেজেন্টেশন ধরে রেখেছো, তাই তোমার অবদান কি, সেটা মনে মনে হলেও সবাই স্বীকার করি।অপূর্ব সুন্দর তোমার গলা, বাকি সবারও।। এগিয়ে যাও তোমরা। বছরের শেষ জমাটি তোমাদের জন্য। সানডে সাস্পেন্স জিন্দাবাদ
Thanks to Radio Mirchi Sunda Suspence team and partners for gifting us so beautiful and thrilled story. I am very happy to know that it will be goes on an on. Please kept it in every week.
Amar golpo gulo o sunun aasa kori apnar valo lagbe r jodi valo lage doya kore Amar pashe thakben r pase thakar jonno jeta kora hoy seta kore deben please./.
It's like a telepathy, when count of Monte Christo and three musketeers was uploaded, then some days few so much unsatisfied story, people started to criticized which includes me also, then i thought, if we all are seeking for big story, why not they try Bram Stocker Count Dracula, one of the best, horror romantic story, 1st I read it's easy Bengali version, then, saw the movie first, when i was in my teenage time, got super thrilled, then buy original English book. Till time, best thrilled horror movie and books. Thank you SS for gifting us and more happy that you going as per book's storyline, in detail , in 4 parts, love SS team for it.
Part 1 er modhye die Dracula er kahini r suspense toh soddo shuru hoyeche ebar toh part 2!! Ki korbe ebar Dracula?! Ki hobe taar next step!! Shune naao Part 2…….
Hmm
humm
Sunday Suspense is always my favourite but thousands of ads are coming 😢😢😢
O
Hmm
Deep দা তুমি অতুলনীয় এবং অদ্বিতীয়.. একইসাথে এই ভাবে most antagonist( Dracula) & most protagonist(professor) এর ভূমিকায় পার্ট করলে ... দুজনকে মেনে নিতে কখনো কষ্ট হচ্ছিলনা....
অসাধারণ just...😊😊😊🙏🙏🙏
Ja bujhte parchi.. puro Dracula narration er recording korte onekta e chap geche sunday suspense team er.. r ami etao mone kori j last 2months dhorei hyto mainly Dracular kaaj cholchilo.. kintu tao each sunday team mirchi bangla amadr chhoto golpo holeo kintu golpo upohar diye geche .. lots of thanks for your dedication mirchi bangla
বছরের শেষ দিকে এসে সমস্ত শ্রোতাদের মনের ক্ষোভ , হতাশা দূর করে দিলো 🙃 আমাদের আগের চেনা একান্ত প্রিয় সানন্ডে সাসপেন্স 💓💓💓
একদম সত্যি কথা বলেছো
Tai ki?
একদম
একদম 😇🙃
Yes
অসাধারণ! মীরদা কে মিস করছি তবে কারুর জন্য কিছু আটকে থাকে না। অনেকদিন পর আবার পুরনো ভালোলাগাকে ফিরে পেলাম...ধন্যবাদ। টিম সানডে সাসপেন্স।
"ভালোবাসা মানুষকে দিয়ে এমন অনেক কাজ করায় যার হিসেব আমাদের জাগতিক জমা খরচের খাতায় মেলানো যায় না "..... Uff this line ❤️🔥
"কিন্তু মহাকালের হিসেবটা একটু আলাদা..." 🥰
❤
আমাদের বিগত ১৩ বছরের পুরোনো অতি পরিচিত মেজাজে ফিরে এসেছে Sunday Suspense। নতুন বছরের পূর্ব মূহুর্তে Old Sunday Suspense কে ফিরে পেয়ে মনের মধ্যে এক আলাদা অনুভূতি হচ্ছে।
Akdom🧡
Ami class 9 theke Sunday suspense er ekjon srota..
@@Sujoymal08 uàaaaa
@@Sujoymal08 plz suggest top 5 Sunday suspense
@@habibakhatun5886 oooo
পরপর চারটি পর্ব, তাও আবার দুটি ভিন্ন বছরের শেষ দুই ও প্রথম দুই সপ্তাহ জুড়ে ... ❤️❤️
31 তাও কিন্তু 2022 ei
3rd part hobe
@@aninditaray7110 31 saturday 1st january sunday
@@ankanhazra9189 ha দাদা পরে দেখেছিলাম যে 31st ta Saturday
Comment ta delete korte bhule gachilam.... Sorry bhul হয়ে gache.. Please kichu mone korben na....
@@aninditaray7110 are baba ete mone korar ki ache😅
❤❤
ছোটবেলায় স্কুলের বইমেলা থেকে ব্রাম স্টোকারের ড্রাকুলা কিনে নিয়ে এসেছিলাম। কারেন্ট চলে গেলে হ্যারিকেন জ্বালিয়ে একা বসে বসে ড্রাকুলা পড়তাম এবং কেনার কয়েকদিনের মধ্যে শেষ করেছিলাম। সেই আধো অন্ধকার সন্ধ্যেবেলায় হ্যারিকেনের আলোয় সরল মনে যে অজানা ভয় মেশানো রোমাঞ্চ অনুভব করেছিলাম তা কোনোদিন ভুলবো না। ড্রাকুলা পড়ার পর রোমানিয়া যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, হয়তো একদিন পূরণ করবো। আজকে সানডে সাসপেন্স পুনরায় সেই স্মৃতির রোমন্থন করলো। অসংখ্য ধন্যবাদ 💙
Just Goosebumps 🔥 .. লড়াইটা এখন তাহলে ভালোবাসা বনাম অশুভ শক্তি .. গল্পটা শুনতে শুনতে কৃষ্ণানন্দ আগামবাগিশ এর অতিনকে বলা কথা গুলো মনে পড়ে যাচ্ছিল , " মানুষকে ভালবাসার থেকে বড় তন্ত্র আর কিচ্ছু হয় না ...ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র .. সব চেয়ে বড় জাদু "
Ei naam er charachter ache kon golpe ami onek chesta koreu mone korte pari ni. Apni bolte parben?
@@chhottughosh6858সায়ক আমান এর ভোগ আর শোধ e
অনেক ভালো ভালো অভিনেতা-অভিনেত্রীদেরও হার মানিয়ে দিতে পারে sunday suspense এর মেম্বারসরা🔥
Wht a brilliant job!👏🏽👌🏼
প্রায় দেড় মাস পর মনে হচ্ছে 'Sunday Suspense' is back in its own track. Thanks a lot Sunday Suspense. One of my best gift in Christmas. And Merry Christmas to all.
সপ্তাহ টা খুব লম্বা মনে হচ্ছে এখন, অলৌকিক শক্তি যদি সপ্তাহ টাকে এক দিনের করে দিত ভালো হতো।
❤️❤️❤️❤️❤️
@@pulokmondal7939 Ekdom thik bolechen
সত্যিই আপনাদের ক্ষমতা আছে এটা আবারও প্রমাণ পেলাম 😲😲.... এতো মানুষের ক্ষোভ মাত্র একটা গল্প জল করে দিল 🧡... just awesome.... Bravo Bravo 🤯
ঠিক কালবৈশাখীর মতো সব রাগ ঠান্ডা করে দিলো...
@@CutieEmmaMyers oh maa tai naki😍
গল্প বিদেশি হলেও এমন গল্প হলে তার জুড়ি মেলা ভার ❤️ এককথায় Sunday suspense ও পারে......
এতদিন অপেক্ষা করেছি।। আরো করবো কিন্তু sunday suspense এর এরকম আরো গল্প চাই❤️
গল্প বিদেশি
Bram stroker: the writer of Dracula
অসাধারণ, অদ্ভুতভাবে শুনছিলাম,না শুনছিলাম বলা ভুল,দেখছিলাম ... কি অসাধারণ কন্ঠ প্রত্যেকের ❤চোখের সামনেই যেনো পুরোটা দেখতে পাচ্ছিলাম ... যাইহোক...এর পরের পার্টটার জন্য অপেক্ষাই রইলাম... Dracula এর শেষটা নিশ্চয় একটু অন্য ধরনের হবে 👍
সত্যি বলতে আমি সাতটি দিন ধরে অপেক্ষায় ছিলাম,আর শনিবার বার কাজ থেকে ফেরার পথেই সব রবিবার এর কাজ বাজার করা সব সেরে রেখে ছিলাম এই ২ পর্বর জন্য।
অন্যান্য চ্যানেল যতই ভালো গল্প উপস্থাপনা করুক না কেন Mirchi Bangla is the champion এবং champion ই থাকবে। এত দীর্ঘ সময়সীমা এবং উন্নত মানের গল্প নির্বাচন অন্য কোনো চ্যানেলে পরিলক্ষিত হয়নি। The Hound of the Baskervilles, The Count of Monte Cristo, হীরা মানিক জ্বলে, আবার যখের ধন, The Three Musketeers প্রভৃতি এবং এবার Dracula পর্বগুলি। ধন্যবাদ team mirchi এত দীর্ঘ ও অনবদ্য উপস্থাপনাগুলির জন্য।
Yes our Emotion 🥺
Sudhu aktu onurodh chilo aro aktu Bangla "Suspence" golpo sonanor kintu team seta sonena r Mir dar satheo onek kharap hoyeche seta amra bujhe gechi 😠😡😤
Onno kono channel suni na
Now, Redio milan is the best
@@selimjakaria6073 সেটা আপনার নিজের পছন্দ হতেই পারে কিন্তু বনের রাজা একজনই হয়, আর Dracula পর্বগুলির পর সেই রাজা কে সেটা বোঝা যাচ্ছে। তবে সেখানকার গল্পগুলোও আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। আশা রাখি তারাও উন্নতি করুক। এই সব platform এ best কেউই হয় না কারণ একটা সময়ে সব চ্যানেলেই গল্পের মান up down হয়।
Right
বছরের শেষ গল্পে ছক্কা হাঁকালো আমাদের প্রিয় সানডে সাসপেন্স 💙
Akdom
♥️♥️
@@mehabubsk8362 ftrdty
1st january 2to part eksathe asbe
@@shibammandal2564 really?
বড়দিনের মায়ের হাতের কেক + Dracula part 2 by Mirchi Bangla = জমজমাট রবিবার😍😍😍
Keno aj mangso hobe na??
@@sanjubag1793 ta ar bolte ,oboosoi hobe
বড়দিনের শুভেচ্ছা ❤❤
Akdom
যদি বন্ধু হও ,যদি বাড়াও হাত তবে sunday suspense তার খারাপ সময় পেরিয়ে আসবেই এই বিশ্বাস ছিল, সত্যি হয়েছে । Thank you team Sunday Suspense , পাশে ছিলাম আছি থাকবো।
বেস্ততার জন্য রোজ একটু একটু করে শুনছি।মন টা ভরছেনা,আজ পুরোটা একবারে শুনলাম।🥰🥰🥰 মন টা ভরে গেলো।
আমার সানডে সাসপেন্স শুনতে শুনতে মনে হয় " মীর দা তুমিও নিশ্চই শোনো আমাদের মতো সানডে সাসপেন্স" 🥲😒😒😒😒 খুব মিস করি তোমাকে।
সত্যিই ভীষণ সুন্দর . Sunday Suspense সমস্ত শ্রোতাদের মুগ্ধ করে দিয়েছে বছরের শেষে এক অসাধারণ গল্পের উপহার দিয়ে। শুনে মন আনন্দে আত্মহারা, শরীরে কাটা দিয়ে উঠেছে । ধন্যবাদ Sunday Suspense .
বছরের শেষ এবং শুরু 2টিই হবে কাউন্ট ড্রাকুলার হাত ধরে 😍😍😍😍😍
ভাবলেও বেশ রোমাঞ্চকর লাগছে 😀😀😀😀😀😀
Thank you so much Sunday Suspense full team ❤❤❤❤❤❤
মাঝখানে ক’দিন যা একটু গল্পহীন নীরস দিনগুলি গেলো, এখন যেন শেষরাতে বাজিমাতের মতো আবার হাজির হলো সান্ডে সাসপেন্স, সেই আগের গতিতে।😘
মানছি sunday suspense গুরুত্বের পিছনে মীরের অনেক বড় ভূমিকা রয়েছে কিন্তু তাই বলে সানডে সাসপেন্স এর এই টিমকে কখনোই দূরে সরিয়ে রাখা যায় না। কিছু ছোট গল্প আর পুরানো গল্পের পুনরাবৃত্তির কারণে বারবার হেনস্থা হতে হয়েছে কমেন্ট বক্সে শ্রোতাদের কাছে। আজ বছরের শেষে এসে তাদের সকলের মুখে ঝামা ঘষে দিয়ে এত সুন্দর একটা গল্প উপহার দিচ্ছেন আমাদের। সত্যি মনমুগ্ধ হয়ে শুনে গেছি এতক্ষন দারুন। ❤️
Ekdom thik bolechen dada
@@trishadas3598 সত্যি দারুণ ❤️
Dip da jothesto vlo kaj korechhe but tao bolbo Dracula 🦇 er voice e Mir da ke aro beshi manato and Character ta keo aro jibonto & bhoyankar kore tulto 🔥🔥
@@abidhossain2023 jini nei nijer ichai chere gechen tar kotha na hoi kichu khon ar jnno badh diye jini 1st theke achen ato Hard work krchen tar kotha tau bolun...r ha deep dar theke valo ata kau korte parto na r parbe o na
বছরের শেষে এসে বল বাউন্ডারি র বাইরে পাঠিয়ে দিয়েছে আমাদের প্রিয় Sunday suspense ❤️💕🥰❤️
মীর ছাড়া গল্প? দায়িত্ব পালন করেছেন দীপ, চালিয়ে যান। শুভেচ্ছা রইল!
অগ্নি কম যায় না ।👌
না এটা শুধু দায়িত্ব পালন নয় । যথেষ্ট পরিশ্রম করেছেন প্রত্যেকে আর বিশেষ করে দীপ স্যার। তাই বলাই বাহুল্য মীর স্যার ছাড়াও সানডে সাসপেন্স অনবদ্য।
সত্যি বছরের শেষ আর বছরের শুরুর রবিবার ভালোই কাটবে। ❤
কি সুন্দর পরিচালনা হয়েছে ড্রাকুলা সিরিজ এর। অধীর আগ্রহে বসে ছিলাম আজ। যিনি বাংলা অনুবাদ করেছেন তিনি গল্পের স্বাদ টি অক্ষুণ্ণ রেখেছেন। সুন্দর বর্ষশেষ এর উপহার রেডিও মিরচির তরফ থেকে। আন্তরিক ধন্যবাদ। ❤️❤️
তোমার স্তনগুলো অনেক বড়
যে গল্প একদম ছোট বেলায় শুনে ভয়ে কেঁপেছিলাম, সেই গল্প নিজে পড়বার জন্য সেরকম কোনো ভালো বাংলা ভার্সন পায়নি। সানডে সাসপেন্স একদম মনের মতো করে সেই গল্প উপস্থাপন করলো। একরাশ মুগ্ধতাই মন ভরে গেল। গল্পপাঠ এর অনবদ্যতার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আমার অসাধারণ লেগেছে।
অসাধারণ presentation।Deep,Agni তো অসাধারণ ছিলই, মোহর আর দেবস্মিতার performance o commendable। সব কিছুর ওপর ছাপিয়ে গেছে রাজর্ষি গুপ্তর অনুবাদ এবং চিত্রনাট্য। অসাধারণ বললেও কম বলা হয়।বাংলা অনুবাদ আরো সমৃদ্ধ হোক।এরকম আরো অনেক ক্লাসিক উপন্যাস এর অনুবাদ এবং নাট্যরূপ যাতে শুনতে পাই সেই আশায় রইলাম।Hats off to the whole Sunday suspense team.
Christmas day এর জন্য ভার্সিটি বন্ধ,ভাবছিলাম Dracula 2nd part টা যদি দিত তাহলে আজকের ছুটিটা জমে যেত, ব্যাস ইউটিউবে ঢুকে দেখি প্রিমিয়ার চলছে, কম্বল গায়ে দিয়ে, লাইট অফ করে, ইয়ারফোন কানে নিয়ে শুয়ে পড়লাম সব বাদ দিয়ে😍❤️
Sunday suspense rocks❤️
Kkkkkkkkkkkkkkoookooooooookiooooóiioooooooooooioooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooiooooooooooooooooooooooooooooioooooooooooo
সানডে সাসপেন্স শ্রোতাদের জন্য এ বছরের সেরা ফেয়ারওয়েল গিফট নিয়ে এসেছে। অনেক বছরের ইচ্ছা ছিল ড্রাকুলা শুনবো সানডে সাসপেন্সে, সেটা পূরণ হলো! 🥰🥰🥰
সকল সানডে সাসপেন্স শ্রোতাদের বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা 🥰🎊
বছরের শেষ হবে Sunday suspense এর আরো একটা রোমহর্ষক গল্পঃ দিয়ে। Old SS is back😀😀। এই পর্বটির জন্য অধীর ভাবে অপেক্ষায় ছিলাম।।
Right 👍
😀
Amio
রক্তে প্রাণ , প্রাণে শক্তি। Count Dracula এর এই উক্তিটি গায়ে কাঁটা দেওয়ার জন্য যথেষ্ট।
ও কি অসাধারণ লাগলো ❤️। প্রত্যেকটা মানুষের চরিত্র কি অসাধারণ ফুটিয়ে তোলা হয়েছে। আমি শুধু মুগ্ধ হয়ে শুনছিলাম। আর দীপ স্যারের কথা কি বলবো। ৫ বছর ধরে শুনে আসছি সেই একই আভিজাত্য পূর্ণ গলা। I love you Dip sir ❤️❤️.
বছরের শেষে এতো সুন্দর একটা উপহার আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ Mirchi team কে.... বছরের শেষটা সবার আনন্দময় হোক... Sunday Suspense ময় হোক..☺️♥️
আমার মত story-lover শ্রোতা কতজন রয়েছেন যারা ২৫ শে ডিসেম্বরের মত আনন্দের দিনে এক সেকেণ্ডের জন্যও Sunday Suspense মিস করতে চান না ???? 🎅🏼🎅🏼🎅🏼❤️❤️❤️
সেই শেষ এরকম অনুভূতি হয়েছিল যখন "The three musketeers" গল্প টা এসেছিল।
The three musketeers ar theke onuk valo golpo kinto feeling ar kotha bolla ha onukdin por Sunday Saspanse sunchi bole mone horche
প্রত্যেক বার আপনাদের এই রকম দুর্দান্ত কিছু গল্প পাঠ সত্যিই মন কে জয় 😊😊 করে নেয় 😍😍 যত বারাই শুনি মন ভরে যায়।
ফেলুদা.. থেকে...the count of Monte Cristo 😘😘 সবই ছিল দুর্দান্ত সব 🙏🙏
1:06:49 to 1:07:21 be like..
উতলা হয়োনা। ভালোবাসা মানুষকে দিয়ে এমন অনেক কাজ করায়,যার হিসাব আমাদের জাগতিক জমা খরচের খাতায় মেলানো যায় না। কিন্তু মহাকাল তার হিসাব ঠিকই রাখেন। তার হিসাবের খাতায় অঙ্কের নিয়ম অন্যরকম, আমাদের এই জগতের সব 'না পাওয়া' গুলো, সব 'দেওয়া' গুলো সেখানে 'জমা' র দিকে লেখা হয়।
কীসের উপর ভিত্তি করে সেই খাতায় জমা খরচ আর দেনা পাওনার হিসাব চলে জানো ?
ভালোবাসার সুদের উপর..
Line gulo marattok sundor..🙃❤️
সাত বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন দিন হলো , আধ ঘণ্টা ধরে আপনার এই কমেন্ট টা পড়ছি ভাবছি কি লিখব ,বুঝে উঠতে পারছি না , মহাকাল আমাকে পথ দেখান
বহুদিন অপেক্ষা করার পর এরকম একটা বড়ো গল্প শোনানোর জন্য,, টিম সানডে সাস্পেন্স কে আমার তরফ থেকে আন্তরিক
ধন্যবাদ❤️🙂
Rà oo
যত বড়ো গল্প তত বেশি রোমাঞ্চকর।🤩🤩🤩🤩🤩
1:59:22 (1) P... Kamon legeche sobaiyer 😊😇🤗
বিদেশী গল্প বাঙালি শ্রোতা দের কাছে বেশি লোভনীয় 😄... বিশেষ করে classical Story. Count of Monte cristo , Three Musketeers , now Count Drakula ✅🔥🔥🔥...
Thank you team Mirchi for bringing back the old suspense.
Amar golpo gulo o sunun aasa kori apnar valo lagbe r jodi valo lage doya kore Amar pashe thakben r pase thakar jonno jeta kora hoy seta kore deben please.|
এই বছরের সেরা উপহার
কাউন্ট ড্রাকুলা ❤️
Thanks team Sunday suspense
আমার তো এ যাবৎ সব গুলো সব ধরণের গল্পের মধ্যে এটা সেরা মনে হচ্ছে।
Ekdom
আগে sunday suspense শুনতাম না, কিন্তু যেদিন থেকে sunday suspense শোনা শুরু করেছি সেইদিন থেকে এখনও পর্যন্ত sunday suspense শোনা ছাড়তে পারিনি😁😅, আমার মতো কার কার অবস্থা এইরকম?
Amr🤚
Me too
Me to
Khoki tumi jokon choto Akdom choto baby 👧 tokon theke ami Sunday Saspanse Suni.
Amr
আজকের পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম 🙂😊
Mirchi Mir k amra khub bhalobesechi, sobai vebechilam j Mir chhara sunday suspense ochol kintu mirchi Deep, o aro sobai jevabe sunday suspense k egiye niye jacchhe ta sottii osamanyo.....
Apnader jonno onek suvokamona roilo❤
শুনতে শুনতে যেন আমার হিজের রক্তও গরম হয়ে উঠছিল ড্রাকুলা কে খুন থুড়ি শেষ করার জন্য । সত্যি ফিল্ম দেখলেও এত টা সাসপেন্স অনুভব করতাম না।।। Wonderful present of ending year.....👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
শেষ ভালো যার সব ভালো। বছরের অন্তিম মূহুর্তে এসে গল্পপ্রেমিকদের যাবতীয় আবদার মেটানোর অপেক্ষাতেই ছিল টিম মিরচি। বড়দিনের মত খুশির দিনে এর চেয়ে আনন্দের উপহার আর কিছু হয় না।
😍🧡🧡🧡akdom
প্রথম ভাগের সাসপেন্স এর পর ৭ দিন পর 2 ভাগ। বছর শেষ খুবই ভালো হচ্ছে ❤️
বছরের শুরুতে আরও 2 ভাগ । শুরুটা ও ভালো হবে। ❤️
তাহলে এবার থেকে Sunday Suspense এ একটানা অনেক ছোটো গল্প দিলে আশাহত হবেন না, কারণ জানবেন যে একটা বড়সড় গল্পের প্রস্তুতি চলছে 😄
একমত
সত্যি বলতে অধৈয্ হয়ে পড়েছি। পরবর্তী গল্পটা শোনার জন্য। ধন্যবাদ টিম sunday suspence.❤️
দুর্দান্ত! দুরন্ত! দুর্ধর্ষ।
টিম মির্চি বাংলা কে অনেক অভিনন্দন, ধন্যবাদ এমন ক্রীসমাস উপহারের জন্য।
নিঃসন্দেহে আমার শোনা সেরা অডিও স্টোরিগুলোর মধ্যে এই এপিসোড দুটো থাকবে।
অধীর অপেক্ষায় রইলাম আর দুটো এপিসোডের।
Kudos, Mirchi Bangla!! Much love❤️
কাদের কাদের সানডে সাসপেন্স না শুনলে ঘুম আসেনা?
ভোট দাও..👍
Me
Me
me
Amar😊
Me
আহা রবিবারের বড়োদিন, শীতের আমেজ ,মাংস ভাত আর সঙ্গে ড্রাকুলা😍 আহা হা এর চেয়ে সুখ আর কিসে আছে😘😘♥️♥️
Mio amore র chocolate cake সহযোগে শীতের দুপুরে আজকের Sunday Suspense শুনতে শুনতে Merry Christmas উদযাপন !!!!! এক আলাদা অবিস্মরণীয় মূহুর্ত !!!!! 🎅🎅🎅🎅
Ole babbale
Merry christmas 🎄
মাংস ভাত ছাড়া দুপুরে কোনো বাঙালি যে কেক খেয়ে পেট ভরাতে পারে ভাবা যায়,তাও আবার যেখানে রবিবার।
আদিখ্যেতা, কমেন্ট করে বোঝাচ্ছেন কত উচ্চবংশীয় লোক উনি
Olebabale , adikheta
মীর দা যাওয়ার পর আমার মন অনেক হতাশ হয়েছিল। কিন্তু সানডে সাসপেন্স এর এই গল্প আমার হতাশা পূরণ করে দিলো। অনেক ধন্যবাদ সানডে সাসপেন্স কে এমন অনেক বড় বড় গল্প চাই আরো বেশি করে। ❤️❤️❤️
"Form is temporary, class is permanent."
Once a king, always a king. Sunday Suspense ❤️❤️🔥🔥
Sunday suspense এর সেরা গল্প the count of Monte Cristo... কে কে আমার সাথে এক মত বন্ধুরা.
আজকে মনে হচ্ছে সেই আগের sunday suspense শুনছি বছরের শেষ টা ভালোই হলো !! ধন্যবাদ ❤️
বড়দিনের সবচেয়ে Sunday suspence স্রোতাদের বড়ো গিফ্ট Dracula.. Thanks you very much merchi team...merry Christmas ⛄☃️
মনের ভাব প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি এত ভালো লাগলো যে বলে বোঝা তে পারব না। অসাধারণ অনিন্দ্য সুন্দর।
Nischoi
কারা কারা নজর দিয়েছে জানি না কিন্তু গল্পঃ যত এগোচ্ছে ড্রাকুলা এর ফটো তে রক্ত এর পরিমাণ ততই বাড়ছে 😯😯😯
I can't just wait anymore to listen to this amazing story 😍🤩😍.
উফফ আজকে পুরো জমে ক্ষীর হয়ে যাবে 1week ধরে wait করছি, christmas সঙ্গে dracula this Sunday is very special for me, 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Sunday suspense যেন আবার আগের রূপে ফিরেছে......🥰🥰
Van Helsing movie এখন সানডে সাসপেন্সে ❤️❤️❤️❤️ এটা একটা universe হওয়া উচিত
ড্রাকুলা অসাধারণ উপস্থাপনা। সত্যিই ভীষণ ভালো লাগছে পরীক্ষা দেওয়া শেষ করে গল্পটি শুনছি। ভীষণ ভালো। গল্পটি শুনে অনেক দিন পর খুব ভালো লাগছে। লাভ ইউ Sunday Suspense❤️ for giving us this beautiful story.
অনেক দিন পরে একটা ভালো গল্প শোনানোর জন্য পুরো Sunday Suspense টিম কে অসংখ ধন্যবাদ
প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বটাও খুব আকর্ষক! এর পরের পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি! দারুণ উপস্থাপনা, ও উপহার! 🙏💕💕💕💕💕💚👍
"Sunday Suspense is back and it's already making my Sunday so much better! The thrilling stories and captivating narrations always keep me on the edge of my seat. I can't wait to see what other exciting adventures are in store for us in the coming weeks. Thank you for bringing back Sunday Suspense inn old form and bringing a little bit of magic to my Sunday afternoons."
৮২সালে প্রথম পড়েছিলাম। মিরিচ বাংলা এতো নিঁখুত ভাবে উপস্থাপন করার সক্ষমতায় অভিভূত!
কাউন্ট ড্রাকুলা 👑⛪
সবশেষে সানডে সাসপেন্স তার আসল রুপে ফিরে এলো। খুব খুব হতাশ ছিলাম পুর্বের স্বাদহীন ছোট গল্প গুলিতে। সেই স্বাদ ফিরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ মিরচি বাংলাকে। তবে, মীর দার কন্ঠ না থাকায় লবণ হীন মাংস ভুনা হয়ে গেছে। তার উপস্থিতি কামনা করছি আগামি গল্প গুলিতে। শুধু এটা আমার চাওয়া না সমস্ত শ্রোতাদের আকুল ইচ্ছা মীর দা ফিরে আসুক
মিরচি বাংলা তার আগের ভাব আবারো ফিরিয়ে আনছে। মাঝখানে কিছুদিন খারাপ চলছিল তবুও সব মিলিয়ে বেশ ভালো লাগে।
Last year Count of Monte Cristo and this year Dracula... Totally mesmerizing experience🔥🔥 thanx a lot team SS.. But still somewhere feeling lack of a teaspoon of Mirchi Mir🙂❤
Amar golpo gulo o sunun aasa kori apnar valo lagbe r jodi valo lage doya kore Amar pashe thakben r pase thakar jonno jeta kora hoy seta kore deben please./
আজ Santa Claus এর কাছে দুটো আবদার জানাই; নতুন বছরে যেন সকলেই আনন্দে মেতে ওঠে এবং ২০২৩ এর প্রত্যেকটা Sunday Suspense যেন মানুষের মন ও হৃদয় জিতে নিতে পারে।🎅🏼🎅🏼🎅🏼🎅🏼
❤️❤️
Senta fanta কিছু করতে পারবে না ।আজ তুলসী দিবস ।তুলসী সব রোগের এক নাম জয় তুলসী দেবীর জয় ভালো থাকবেন ওম নমঃ শিবায়
বছরের শেষে এত সুন্দর একটা গল্প❤️
অসাধারণ
পুরো সাসপেন্স ত বেড়েই যাচ্ছে
Amar golpo gulo o sunun aasa kori apnar valo lagbe r jodi valo lage doya kore Amar pashe thakben r pase thakar jonno jeta kora hoy seta kore deben please :)।
I have to admit that I am quite liking it.. thanks to the recent novels we had almost been compelled to believe the larger than life of these glorified creatures who are actually horrifying.. Mirchi is doing a good job in bringing back the original memories of reading or watching a vampire movie.. congratulations for that.. this is indeed a good adaptation
এই মাস্টারপিসটি গুছিয়ে নিয়ে প্রতিস্থাপন করা অত্যন্ত পরিশ্রমের ও দক্ষতার কাজ। আপনাদের নিখুঁত পরিবেশনা মন জয় করে নিল।
দীপ দা তুমি আগেও যা ছিলে, আজ ও সেই পরিমান সুন্দর প্রেজেন্টেশন ধরে রেখেছো, তাই তোমার অবদান কি, সেটা মনে মনে হলেও সবাই স্বীকার করি।অপূর্ব সুন্দর তোমার গলা, বাকি সবারও।। এগিয়ে যাও তোমরা। বছরের শেষ জমাটি তোমাদের জন্য। সানডে সাস্পেন্স জিন্দাবাদ
Tai hoy to bole ses valo jar sob valo tar
Year end ai rokom sundor golpo ta dayar jonno ..... Thank you sunday suspense team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Chokher samne cinema cholchhe ...... Sob scene bhese uthchhe ....... Prottekta character jno feel korte parchhi .... Onobodhho uposthapona ...... 🔥
Thank uuuu😘😘😘
You guys are the best
Aibr ghorei to thakbo...er theke bhalo Sunday suspense sunle...kosto hobe na r 😊❤️
@cse-engineering-student kisr id r tmi k
@cse-engineering-student Haaaa 🙂
কখন থেকে অপেক্ষা করে আছি 2nd part এর জন্য।। Notification সঙ্গে সঙ্গে চলে এলাম 🙂❣️
Marry Christmas everyone 🎄🌻
Thanks to Radio Mirchi Sunda Suspence team and partners for gifting us so beautiful and thrilled story. I am very happy to know that it will be goes on an on. Please kept it in every week.
Golpo pather khetre jotoi hok sunday suspense er vumika onosikarjo......... One of the best I have heard
December, 2021 -- The Count of Monte Cristo ❤️❤️❤️
December, 2022-- Dracula ❤️❤️
Amar golpo gulo o sunun aasa kori apnar valo lagbe r jodi valo lage doya kore Amar pashe thakben r pase thakar jonno jeta kora hoy seta kore deben please./.
ধন্যবাদ এতদিন পর আবার ছন্দে ফিরে আসার জন্য ❤️❤️
Onek din por sbai wait korchi golpo sonar jnno ❣️
Thanks to all mirchi bangla members for giving us old sunday suspense experience 💖
onek din por ekata op golpo pelam from sunday suspense
❣❣❣❣❣❣❣❣❣❤❤❤❤
Without Sunday suspense it's impossible to imagine that today is Sunday ☺️☺️....
এখন শুনবো না রাতরে লেপের নিচে শুয়ে শুয়ে শুনবো 😊 আলাদা একটা অনুভূতি 😊
চিরকালের ভালোবাসা Sunday Suspense 😌❤️😌
It's like a telepathy, when count of Monte Christo and three musketeers was uploaded, then some days few so much unsatisfied story, people started to criticized which includes me also, then i thought, if we all are seeking for big story, why not they try Bram Stocker Count Dracula, one of the best, horror romantic story, 1st I read it's easy Bengali version, then, saw the movie first, when i was in my teenage time, got super thrilled, then buy original English book.
Till time, best thrilled horror movie and books.
Thank you SS for gifting us and more happy that you going as per book's storyline, in detail , in 4 parts, love SS team for it.
এক কথায় অসাধারণ উফ্ গায়ে কাঁটা ধরিয়ে দিয়ে ছিলো 🔥👹 waiting for next part