মহারাজ বিক্রমাদিত্য… শুনবে আমার গল্প?

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2023
  • মহারাজ বিক্রমাদিত্য… শুনবে আমার গল্প?
    Mirvana presents
    Goppo Mir er Thek Episode 20 - Pandit Ishwar Chandra Vidyasagar’s “Betaal Part 2”
    Directed by Mir Afsar Ali
    Content Consultant: Word Doc
    Adaptation: Priyanka Chakraborty
    Production, Sound Design and Original Music: Pradyut Chatterjea
    Poster Design & Motion: Join The Dots
    Project Mentor: Anindita Chatterjee
    Social Media Management: Ankita Roy
    Digital Marketing: ADGtal
    Strategy Consultant: Kay Ten
    Executive Producer: Saurav Bhattacharya
    Recording Studio: Gramophone Records Studio (Diganta Samana)
    Sound Recordist: Krishnendu Bhattacharjee & Rohan Ali Biswas
    Music Label: Mirvana Entertainment Pvt Ltd
    Special Thanks: Dr. Soma Bhattacharjee
    Starring
    Raja Bikramaditya: Sudip Mukherjee
    Ananga Sen: Suhrid Mukherjee
    Churamani: Debdas Ghosh
    Madanmanjari: Papiya Rai Chakraborty
    Chandrabati: Ankita Roy
    Ratnabati: Ayantika Chakraborty
    Nayanananda: Anujoy Chattopadhyay
    Hemgupta: Dipankar Chakrabarty
    Hemgupta’s Wife: Mahua Banerjee
    Jayashree: Avery Singha Roy
    Shreedutta: Soumen Chakraborty
    Chor: Iman Chakraborty
    Bicharak: Kimsuk Barman
    Jubak & Pathik: Dwaipayan Dwai Saha
    Chorus: Kaushik Sen, Diganta Samana & Dwaipayan Dwai Saha
    Pishach, Narrator & Betaal: Mir Afsar Ali
  • Розваги

КОМЕНТАРІ • 929

  • @Im_rupuu
    @Im_rupuu Рік тому +193

    মীর দা তাহলে-
    বেতালের ২৫টি গল্প
    রইলো পরে আর ২৩টি,
    হবে তো ইচ্ছাপূরণ গপ্পো MIR-এর ঠেকে ❤❤

    • @AbirAtYouTube
      @AbirAtYouTube 11 місяців тому +5

      এতেই ধোঁয়া বেরিয়ে যাচ্ছে আবার ২৩টি!😂

    • @abhishekseth3970
      @abhishekseth3970 9 місяців тому +3

      Nischoi hbe mir da acche jakhn

    • @Friendship_forever2
      @Friendship_forever2 8 місяців тому +1

      ​@@AbirAtUA-camকষ্ট তো করতেই হবে দাদা

  • @tuhinakhan876
    @tuhinakhan876 Рік тому +659

    মীর দা আপনার কাছে আমার অনুরোধ গৌরব চক্রবর্তী কে আপনার ঠেকে নিয়ে আসার জন্যে মনের ইচ্ছে টা পূর্ণ হয়ে যাবে love you ❤

    • @ashique_maahi
      @ashique_maahi Рік тому +21

      Amio bolte chailam e kothai,Admund Dante's er por fan hoe gie6i

    • @mns6996
      @mns6996 Рік тому +7

      একদম আসুক আসুক

    • @milij4468
      @milij4468 Рік тому +11

      Gourav chaterjee please aasun ❤

    • @sudeshnadandapat3707
      @sudeshnadandapat3707 Рік тому +6

      Ami O chai caption mir. Please niye aso❤

    • @tamannaghosh4149
      @tamannaghosh4149 Рік тому +2

      Rj সোমক রেডিও মির্চি ছেড়ে দিয়েছে । শিগগিরই মনে হয় সোমককে ঠেকে শুনতে পাবো । চমকের জন্য অপেক্ষা করুন শুধু 😌😌😌😌

  • @somnaths.m5774
    @somnaths.m5774 Рік тому +335

    রবীন্দ্রনাথ ঠাকুরের "রাজর্ষি"💥💥 রেশ কাটতে না কাটতেই, "বেতাল" , নতুন নতুন গল্প শোনা এবং তার মধ্যে ডুবে যাওয়া এক অন্যান্য আনন্দ। ধন্যবাদ মীর স্যার❤❤

    • @GolpoShono4
      @GolpoShono4 Рік тому +3

      একদম সত্য।

    • @Diya35664
      @Diya35664 Рік тому +5

      এবার হয়তো শার্লক হোমস আসছে

  • @shovomondal5779
    @shovomondal5779 Рік тому +35

    অয়ন্তিকা মানেই কন্ঠের জাদু।কন্ঠ শুনলেই হৃদয়ে মোচড় দিয়ে উঠে। ❤❤

  • @arifakhatun4965
    @arifakhatun4965 Рік тому +29

    মীর দা আপনাকে অসংখ্য ধন্নবাদ বেতাল এর দ্বিতীয় পর্ব দেয়ার জন্য
    রাজর্ষি না কাটতে কাটতেই আবার এক আনন্দ রবি বার টা জমে গেলো ❤

  • @somnaths.m5774
    @somnaths.m5774 Рік тому +122

    আমরা যখন ছোটো ছিলাম , আমাদের ইচ্ছে গুলিও ছিল ছোটো ছোটো , যদি সেই অতিবাহিত শৈশবের দিকে তাকানো যায় ,তবে মনে পড়ে যায় আমাদের আবেগ, ইচ্ছা "বেতাল" । ধন্যবাদ ,মীর স্যার।।💙💥💯❤️

  • @mistiroy3488
    @mistiroy3488 Рік тому +33

    সারা সপ্তাহ অপেক্ষা করার পর আবার বেতালকে ফিরে পাবো ভাবতে পারিনি।আবার যেনো নিজের ছোটোবেলার দিন গুলোর পুরোনো স্মৃতিকে এই গল্পের জন্য মনে পড়ে গেল। অসংখ্য ধন্যবাদ মীর দা। তোমাকে।❤❤

  • @mahabubrahman8948
    @mahabubrahman8948 Рік тому +14

    আহা! মধু মধু।
    বাকি ২৩ টি গল্প ও আসবে এই আশা।
    ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে।

  • @ExpertMan-uf5jy
    @ExpertMan-uf5jy Рік тому +9

    সত্যি বলতে কি, বেতাল গল্পের সিরিজটা যত না ভালো তার পড়ার ধরন অসাধারণ👏,.... আমি অভিভূত হয়ে যাচ্ছি....এই ধরনের দক্ষতার প্রশংসা আমি এককথায় বিবরন করতে চাই না.... আর সবশেষে আমাদের সোনার বাংলার প্রতিভাবান লেখক.......আমার মনে হয় না আলাদা ভাষায় কোনো গল্পে এতটা অনুভূতি, ভালোবাসা, সাসপেন্স আছে বলে......ধন্যবাদ🙏💕

  • @romantic2584
    @romantic2584 10 місяців тому +14

    গল্পের শেষে বেতাল এর যে হাসিটা দিয়েছো মির দা,,,,এটা যেনো সব কটা বিক্রম বেতালের গল্পেই থাকে,,,,তুমি genius,,,, দারুন ফুটিয়েছো হাসি টা🔥🔥❤️❤️

  • @kingshukmondal4633
    @kingshukmondal4633 Рік тому +38

    খুব সুন্দর লাগছে ‌।
    মনে হচ্ছে যেন আবার আগের মত সেই Sunday suspense শুনছি ❣️

  • @goutamguha3533
    @goutamguha3533 Рік тому +17

    গপ্পোর জন্য অপেক্ষা করে বসেছিলাম। সত্যি বলতে কি অন্য আর কিছু শুনে মনের খিদে মেটে না। ধন্যবাদ মীরভাই। তোমার ঠেক দিনে দিনে আরও জমজমাট হয়ে উঠুক। আমারও মানসিক তৃপ্তি লাভ করি।

  • @ishanslife5109
    @ishanslife5109 Рік тому +12

    ৩ বার শুনলাম 2 বার শুনতে সুন্তেঘুমিয়ে পড়েছিলাম। সব কাজ সেরে রাতে শুনতে গিয়ে ঘুমিয়ে গেছি। শেষ বার শুনে খুব ভালো লাগলো ❤❤ দারুন। আগে অনেক পড়েছিলাম কিন্তু শুনে দারুন ❤

  • @89-tomaroy27
    @89-tomaroy27 Рік тому +17

    এই পর্ব গুলো শেষ অব্দি না শোনা পর্যন্ত মন ভরবে না।
    এত সুন্দর! ❤

  • @saniajmollick6570
    @saniajmollick6570 Рік тому +4

    মীর দা আপনাকে ধন্যবাদ দ্বিতীয় পর্বের জন্য..
    তৃতীয় পর্বের অপেক্ষায়.........

  • @osimakhatun310
    @osimakhatun310 Рік тому +12

    বাপরে বাপ, শুক~সারির বিবাহ বিশ্লেষন তো সত্যিই ভয়ার্ত.. 😮😮😮 আর ayantikar অভিনয় তো অনবদ্য..!!! 💚 💚 💚 স্বামীর প্রতি স্ত্রীর, এমন নির্ভেজাল ভক্তি শুধু গল্পেই নয় কিন্তু বাস্তবেও আছে ভুরি ভুরি.. আর বে-তাল মীর, কি করে এমন রপ্ত করতে পারে ভাবলেই গায়ে কাঁটা দিয়ে উঠে... 🤤🤤🤤 mirafsarali, তোমাকে অনেক অনুসন্ধান করেও সঠিক হদিস পাইনা... 🤗🙏🤗🙏🤗 অনেক অনেক সুস্থ থাকো স্বশরীরে আশীর্বাদ করি মন প্রাণ ভরে.. 🎉🎉🎉💫😘💫

  • @iranibhattacharya9625
    @iranibhattacharya9625 Рік тому +4

    একমেবাদ্বিতীয়ম মীর আফসার আলী ও একমেবাদ্বিতীয়ম তার কন্ঠাভিনীত বেতাল !!! বিস্ময়ে বিমোহিত! ❤🙏🏼❤

  • @Audiostoryclassic2597
    @Audiostoryclassic2597 Рік тому +3

    গুরুদেব কে যতবার শুনি মুগ্ধ হই।প্রতিবারই সম্মান এ মাথা নত হয়ে যায়।একটা মানুষ এত tallented কি করে হতে পারে!
    তোমার চরণ এ শতকোটি প্রনাম

  • @soumennayak2148
    @soumennayak2148 Рік тому +8

    মীর-দা প্লিজ "গৌরব চক্রবর্তী " কে নিয়ে আসুন আপনার ঠেক -এ... একজন নিয়মিত শ্রোতা হিসাবে এইটুকু অনুরোধ রাখতে পারি 🥰🥰🥰🥰

  • @mlevinhol9740
    @mlevinhol9740 Рік тому +2

    আহা, কি মাধুর্য ❤ কি অসাধারণ যুক্তি এ যেন চোখের সামনে এক বাস্তব অভিজ্ঞতা 🥰

  • @paramanandajana2343
    @paramanandajana2343 Рік тому +5

    স্যার আপনাকে এবং আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ..ভালো থাকুন ভালো শুনিয়ে থাকুন

  • @prasenjit191
    @prasenjit191 Рік тому +8

    চাঁদমামা বই টার কথা মনে পড়ে গেলো।। ধন্যবাদ মীরদা ❤️

  • @jabedasultan148
    @jabedasultan148 Рік тому +2

    Khub valo lagche choto thska apnar golpo sunchi❤❤❤

  • @nili_128
    @nili_128 Рік тому +3

    খুব সুন্দর লাগছে শুনতে । A to Z video গুলো upload করবেন ❤️🙏

  • @myselfsamim6501
    @myselfsamim6501 10 місяців тому +4

    উত্তরের ব্যাখ্যা র খুব প্রয়োজন ছিল, গল্পটি ভালো

  • @arghamallick6340
    @arghamallick6340 Рік тому +10

    অসাধারন লাগলো ❤
    বাকি গল্পের অপেক্ষায় রইলাম মীর স্যার 😊

  • @eshasart5724
    @eshasart5724 Рік тому +2

    দারুন দুর্দান্ত ধীরে ধীরে মীর গপ্পো ঠেক এর নেশায় মত্ত হয়ে উঠেছি 💗💗💗💗💗

  • @paramitabhattacharya5710
    @paramitabhattacharya5710 Рік тому +8

    Vikram Betal is my favourite ❤, again one lovely episode, the voice of betal is ❤❤❤❤❤❤
    Thank you Mir,

  • @chitrakundu7112
    @chitrakundu7112 Рік тому +4

    🥰 মীর দা তোমার তুলনা তুমি নিজেই, সত্যিকারের জহুরী ও 🫡,তাই তো শনিবারের রাতটা এত মনোরম ❤

  • @munnavai469
    @munnavai469 Рік тому +4

    🎉 প্রিয় মীর দা ও তোমার ঠেক কে জানাই অগাদ ভালোবাসা ❤❤❤❤
    আমি (গল্প পাগলা )
    সেই সুদূর ওপার বাংলা থেকে ❤❤❤

  • @shrabanibhattacharya6675
    @shrabanibhattacharya6675 Рік тому

    Joto suni toto hariye jai..chotobelar nostalgia uskey dewar sathe sathe notun kore abar "Betal - Ponchobingsotir" preme pora. Onek onek dhonyobad Mir sir r puro team k❤ porer porbo gulor jonnyo odhir agrohe opekkhay roilam!..❤

  • @shyamalidhar2752
    @shyamalidhar2752 Рік тому

    সবাই সুন্দর, মীর অতুলনীয়। ওই যে কণ্ঠ সরু করে সংলাপ বলা just Awesome👌👌👌❤❤❤

  • @user-fc5kz2og6q
    @user-fc5kz2og6q Рік тому +3

    Thank you,
    MIR SIR
    For all the stories......❤❤❤❤

  • @ebong_chaya_golpo
    @ebong_chaya_golpo Рік тому +17

    বেতালের কন্ঠটা দারুণ। মীরদাকে অনেক কন্ঠ আগে দিতে দেখেছি। কিন্তু এতোটা অদ্ভূত কখনোই লাগে নি। একদম চেনাই যায় না যে এটা মীরদার গলা। 🧡🧡🧡
    অফ টপিকস:রত্মাবতীর মতো না হোক। তার অন্তত ১০% গুণের কাউকে পেলেও
    নিজেকে ভাগ‍্যবান মনে করতুম।
    প্রেয়সীকে সারাজীবন মনের মণিকোঠায় বসিয়ে রাখতাম।

  • @suparnabhattacharya9652
    @suparnabhattacharya9652 Рік тому +2

    ঠিক ছোটবেলার মতই অনেক উৎসাহ নিয়ে মিরের গলার গল্প শোনার জন্য আগ্রহ নিয়ে বোসে থাকি❤

  • @rajriaz9587
    @rajriaz9587 Рік тому

    Absolutely wonderful. I got both of my favorites together. Mir and Ayantika. Thank you.

  • @amiyachatterjee7215
    @amiyachatterjee7215 Рік тому +6

    মীরদা প্রথমে অনেক ভালোবাসা বেতালকে ফিরিয়ে আনার জন্য ❤❤❤❤❤❤❤
    Hat's off to your voice act 🙏🙏
    সবাই অসাধারণ ❤❤❤❤❤❤

  • @sujonali8941
    @sujonali8941 Рік тому +3

    মীর ভাই
    একটা সময়ে সানডে সাসপেন্স এর নিয়মিত শ্রোতা ছিলাম শুধুমাত্র আপনার জন্য,আপনাকে ছাড়া হোমস শুনতেই ইচ্ছে করে নাই,,,এখন গপ্পো মীর এর ঠেক এরও নিয়মিত শ্রোতা।।
    আশা রাখি আগামীতে সেই মধুর কন্ঠে আর সেই আইকনিক কথা,, মাই ডিয়ার ওয়াটসন শুনতে পাবো।।।
    অপেক্ষা যেন শেষ হচ্ছে না।।

  • @srabonichowdhury3943
    @srabonichowdhury3943 Рік тому +2

    Mir da bar bar darun bolchi na। Shudhu bolbo ei #goppomirerthek jeno choltei thake। Tumio ebhabei amader haar heem kortei thako। Love you boss 😘😘😘❤️❤️❤️❤️❤️

  • @sayanganguly8021
    @sayanganguly8021 11 місяців тому +1

    ছোটবেলায় পড়া বেতালের গল্প। আজ যেন আবার সেই দিনগুলো মনে করিয়ে দিচ্ছে।
    মীরদা আপনার কাছে অনুরোধ, আপনি বেতালের সবকটা গল্প পড়ে শোনান এবং শেষে মহারাজ বিক্রমাদিত‍্যের উদ্দেশ্যে বেতালের উপদেশ বর্ণনা।।
    আজকের দিনে এই গল্পগুলোর অনেক মাহাত্ম্য।।

  • @avijitmullick6099
    @avijitmullick6099 Рік тому +7

    মীর ভাই.... রাজা বিক্রমাদিত্য বেতালের যেই প্রশ্নের উত্তর দেন তার একটু ব্যাখ্যা হলে খুব ভালো হত। যেমন- এই গল্পে দু'জনই যে সমান অপরাধী তা কেন, তার কিন্তু কোন ব্যাখা বিক্রমাদিত্য করেননি। এই ব্যাখাটা হলে গল্পটা আরো জমে যেত। ধন্যবাদ ভাই, এত সুন্দর গল্প আমাদের পড়ে শুনানোর জন্য। 🇧🇩 থেকে রইল আপনার জন্য অবিরাম ভালোবাসা....❤❤❤

    • @daliasarkar8810
      @daliasarkar8810 Рік тому

      Eai ta real boi te nei to Mir da bolbe ki kore ektu bolte paren ki

  • @palashpaul4007
    @palashpaul4007 Рік тому +3

    Thanks a lot sir for coming up with the next part betal🎉❤😊

  • @sumanamondal9116
    @sumanamondal9116 Рік тому

    Khub bhalo laglo. Ei j golpo sunte sunte abaro sei rupkothar jogote firey jawa, er onubhuti e alada. Onek dhonyobad 'Goppo mirer thek'

  • @Mukul82627
    @Mukul82627 Рік тому +2

    অপেক্ষার অবসান ঘটিয়ে বেতাল পার্ট টু আসলো thanks আরো এগিয়ে যাক গপ্পো মিরের ঠেক 🎉🎉🎉

  • @chiranjitkarmakar1738
    @chiranjitkarmakar1738 Рік тому +20

    বেতাল দ্বিতীয় পর্ব শোনার জন্য অনেক দিন অপেক্ষা করতে হল কিন্ত আজ সুনতে পাবো ভেবেই খুব খুব ভাল লাগছে Thank you so march dada ❤ ❤

  • @throughtrains4008
    @throughtrains4008 Рік тому +18

    পুরো Inception তো 😮 গল্প within a গল্প within a গল্প ❤️

  • @Baponsingharoy2107
    @Baponsingharoy2107 Рік тому

    সত্যি মন ভরে গেলো।।।। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।।।

  • @priyankanandi3883
    @priyankanandi3883 Рік тому +1

    Khali suni r suni r harie hai. Atai to golpo sonar moja . Valo thakben Mirda r team

  • @euqah01
    @euqah01 11 місяців тому +7

    তৃতীয় পর্বের অপেক্ষায়...

  • @realNilkamal
    @realNilkamal 9 місяців тому +3

    ❤❤❤

  • @khokangayen8422
    @khokangayen8422 Рік тому

    গল্পটা শুনতে শুনতে কখন যে শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। Just অসাধারণ 🥰👌👌

  • @Nayan_8785
    @Nayan_8785 Рік тому +2

    অসাধারণ...শেষ মুহূর্তে যেন বেতাল কে পুরো চোখের সামনে দেখতে পেলাম উপস্থাপনার উত্তম গুনে। বেতালের পরবর্তী পর্বের জন্য অপেক্ষাই থাকলাম।
    বাঁকুড়া জেলার গেলিয়া গ্রাম থেকে শুনছি আমাদের প্রিয়
    #গপ্পো_মীর_এর_ঠেক

  • @simplegirl8319
    @simplegirl8319 Рік тому +3

    আলেকজান্ডার দুমা র গল্প চাই
    Love from Sagardighi❤❤

  • @tuneersaha8121
    @tuneersaha8121 11 місяців тому +3

    গল্পটা খুবই সুন্দর, তেমনি অপূর্ব উপস্থাপনা...তবে, শেষে রাজা বিক্রমাদিত্যর উত্তরের সঙ্গে যদি একটা ব্যাখ্যা থাকত, তাহলে আরো ভালো লাগত ❤

  • @kumarbukun2253
    @kumarbukun2253 Рік тому

    খুবই সুন্দর লাগছে, গল্প গুলি অসংখ্য ধন্যবাদ মীর দাকে এই সব গল্প শোনাবার জন্য।

  • @voice_zone2.0
    @voice_zone2.0 Рік тому +1

    Mir Da whenever I hear your story feeling 'HAPPY ' ❤️🥰😊

  • @Riju_Pal
    @Riju_Pal Рік тому +4

    Thanks এই গল্প টার জন্য। আমরা পুরো বেতাল এর সব episode গুলি চাই

  • @sumitgupta4414
    @sumitgupta4414 Рік тому +3

    Mir da
    Anjan dutta গলায় একটা কাহিনি হলে দারুন হই।
    বরুন চন্দ একবার।
    majestic Voice

  • @sujoymanna1164
    @sujoymanna1164 Рік тому

    ধন্যবাদ আপনাকে, ❤ এত সুন্দর সুন্দর গল্প আমাদের কাছে তুলে ধরার জন্য। 🌸🙏 আশা করি আগামী সপ্তাহে আরও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে

  • @majumdar_academy
    @majumdar_academy Рік тому +1

    অসাধারণ। কতদিন ধরে অপেক্ষা করছিলাম। ❤❤❤❤ অনেক ধন্যবাদ।

  • @parash136
    @parash136 Рік тому +6

    এই ভোর বেলায় মীর দাদার বেতাল এই গল্প শুনছি ।সুপ্রভাত@মীর দাদা

  • @voiceofarindam5935
    @voiceofarindam5935 Рік тому +12

    মীর দার উপরওয়ালা প্রদত্ত কণ্ঠের অনেক বড়ো ভক্ত আমি সেই ছোটোবেলা থেকে।❤❤❤

  • @sreeparnaghosh1507
    @sreeparnaghosh1507 Рік тому

    সত্যি কথা বলতে মীর বাবু মাঝখানে অনেকদিন ঠেক এর গল্প শুনিনি। অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আজ রবিবারের বারবেলায় পরপর দুটো শুনে নিলাম। একটা আপনার ট্রেডমারক তারানাথ তান্ত্রিকের তিনটি কাকের গল্প আর একটা গপ্পো মিরের সেনসেশন বেতালের সেকেন্ড পার্ট। আবারও একটাই কথা রিপিট করছি আপনি সেরা সেরা সেরা। আপনার ধারে কাছে কেউ নেই। ছোটো মুখে বড় কথা হয়ে যাবে আমার gut feeling বলছে আপনার চ্যানেল Sunday Suspense কেও পিছনে ফেলে দেবে। Hats off 🤠!!

  • @Gopal.fb96
    @Gopal.fb96 11 місяців тому +2

    Kub valo lage mir da apnar gola

  • @RiponDebnath-hj8zm
    @RiponDebnath-hj8zm Рік тому +3

    মির দা তোমার চ্যানেলে, তুঙ্গ ভদ্রতার তীরে, তুমি সন্ধ্যার মেঘ, এরকম গল্প শুনতে চাই, আছে কিনা জানিনা,দয়া করে জানাবে

  • @sangramjitsarkar3884
    @sangramjitsarkar3884 Рік тому +3

    বোম্যকেশ বা ফেলুদা অথবা মি: হোমস অথবা জেমস বন্ড অথবা শরদিন্দুবাবুর ভৌতিক গল্পগুলোর মধ্যে থেকে যদি কিছু পাওয়া যেতো আগামী সপ্তাহে তাহলে খুব৷ ভাল হত মীরদা প্লিজ প্লিজ প্লিজ ❤❤

  • @mrbillahmasum
    @mrbillahmasum Рік тому +2

    বেতাল শুনে আলিফ লায়লার কথা মনে পড়ে গেল,
    এ যেন এক নতুন ধরনের আলিফ লায়লা, এক গল্পের পৃষ্ঠে আরেক গল্পের অনুগমন, অনেক ভালো লাগলো মীরদা বেতাল শুনে,শুভকামনা নিরন্তর। 💗💗

  • @ahsproduction7986
    @ahsproduction7986 Рік тому +1

    মীর sir.. তোমার কন্ঠ ছাড়া গল্পঃ মানায় না..... গপ্পো মীরের ঠেকে খুবই অসাধারণ গল্পঃ আমরা শুনতে পাচ্ছি... চাইবো আরো নতুন কিছু শুনতে তবে কিছুটা তোমার কন্ঠ দিও তাহলে গল্পঃ জমে ওঠে... অনেক ছোটো থেকে তোমার গল্পঃ শুনছি...❤️❤️ তারানাথ তান্ত্রিক এর তোমার প্রত্যেক টা পার্ট আমার শোনা হয়ে গেছে...❤️❤️ অনুরোধ করছি তরানাথ তান্ত্রিক গল্পঃ পার্ট যেনো কখনও শেষ না হয়... ভালো থেকো...love you mir sir ❤❤❤

  • @rina5887
    @rina5887 Рік тому +3

    খুব ভালো লাগে এরম ছোটবেলার super natural গল্প গুলো আপনাদের ঠেকে শুনতে ❤️
    Gullivers Travels চাই😻

  • @sabyasachimukhopadhyay6498
    @sabyasachimukhopadhyay6498 Рік тому +4

    Great job by Mir and the entire team !

  • @deysaaheb2482
    @deysaaheb2482 11 місяців тому +2

    সত্যি ছোট বেলা দিদা দাদুর কাছে গল্পঃ শুনতাম তারা চলে যাইবা পরে অন্ধকার হয়ে গেছিলো আপনাকে শুনার পর এই দুঃখ কষ্টরইল না ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করবেন

  • @debjyotidey2165
    @debjyotidey2165 Рік тому

    Darun golpo ,just love it ❤❤🏵️🏵️🙏

  • @realNilkamal
    @realNilkamal 9 місяців тому +4

    Mir da je din theke Radio Mirchi Chere diyeche se din theke r Sunday suspense suna hoy na, Akhon Amar Natun Tikhana Goppo mirer Thek ❤❤❤

  • @priyankahalder4741
    @priyankahalder4741 11 місяців тому +4

    Please betal ar r o episode din 🙏

  • @sadboyking2189
    @sadboyking2189 Рік тому

    ধন্যবাদ মীর স্যার 🙏🙏🙏🙏

  • @shahariairislamsupto6584
    @shahariairislamsupto6584 Рік тому

    Super exited আমি প্রতিদিন এটার জন্যই অপেক্ষা করতাম আআআআআ

  • @sonethasan5722
    @sonethasan5722 Рік тому +3

    Aro akta masterpiece hote cholce❤️🇧🇩

  • @souviksantra5137
    @souviksantra5137 Рік тому +32

    বেতাল পঞ্চবিংশতি সহ বাকি সব শুনতে অপেক্ষায় থাকবো ❤

  • @surajitbiswas564
    @surajitbiswas564 Рік тому +1

    Awesome sala....
    একটা গল্প আর একটা গল্পকে ছাপিয়ে যাচ্ছে ৷ মীর ভাই আপনাকে সেলাম ৷

  • @anamikasadia3004
    @anamikasadia3004 Рік тому +1

    মীর দা মানেই অসাধারণ কিছু, ❤❤❤❤, বেতালের বাকি পর্বের অপেক্ষায় আছি, ঢাকা থেকে শুনছি।

  • @user-cr5ns3gk4o
    @user-cr5ns3gk4o Рік тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Captain, assalamualaikum..
    Love you captain

  • @monishaa8665
    @monishaa8665 Рік тому +3

    তাহলে বাকিটা শোনা যাক♥️

  • @aninditabiswas8287
    @aninditabiswas8287 9 місяців тому

    Sotti last a betal er hasi ta darun....khub sundor uposthapona...👍

  • @nahidparvez5705
    @nahidparvez5705 Рік тому +2

    Thank you mir vai.... Love from Bangladesh 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @osimakhatun310
    @osimakhatun310 Рік тому +3

    গল্পটা শুনতে শুনতে মাঝে ছেদ পড়ে গেছিলো মীর.. বাড়িতে হঠাৎ কুটুম চলে এলো যে 😅😅.. যাই হোক, আবার শুনছি জয়শ্রীকে.. আর ভাবছি, মীর আফসার আলী না না তুমি যেওনা যেওনা.. অমন করে বিদ্রুপের কারাগারে বন্দি করে..😮😢 শেষের হাসিটা বে-তাল এর দুর্ধর্ষ দুরন্ত এক্সপ্রেস........ ~~~👍🙏👍🙏👍🙏👍🙏👍💥💥💥💥💥💥

  • @SPDTG
    @SPDTG Рік тому +3

    Poster Ta Khub Sundar hoyeche ❤️❤️❤️

  • @mithilamukherjee9914
    @mithilamukherjee9914 Рік тому +1

    মির অসাধারণ। তোমাকে অভিনন্দন জানাই।

  • @user-gp4zz6hfsr
    @user-gp4zz6hfsr Рік тому +1

    এটার অপেক্ষায় ছিলাম Love you Mir Da

  • @akshaybanerjee5183
    @akshaybanerjee5183 Рік тому +27

    Anirban Da, Subhasish Babu Ebong Sudip Da To Elen Ebar Kara Kara Obhineta Gourav Charkraborty Ebong Kharaj Mukherjee Keo Goppo Mir Er Thek E Chan?

  • @aninditabiswas1744
    @aninditabiswas1744 Рік тому +7

    গল্পের শেষে সুদীপ দার ভয়েস টা শুনে ওই reel টার কথা মনে পড়ে গেলো🤣🤣🤣🤣🤣🤣

  • @ASTROTANS
    @ASTROTANS Рік тому

    Mir da onek onek dhonyobad tomar ei Betal er golpogulor jonno. Pray 25- 28 bochhor ager dingulor modhur sriti abar firiye anar jonno. Ar boi porata ar hoye othe na tai tomrai bhorosha. Jani boi na porata oporadh tobu ektu khoma ghenna kore diyo.

  • @arindambiswas3289
    @arindambiswas3289 Рік тому

    মন ভালো হয়ে গেল। আবার এক সপ্তাহের অপেক্ষা 😢😢

  • @hamida-sakil
    @hamida-sakil Рік тому +4

    আর তো অপেক্ষা করা যাচ্ছে না ❤

  • @chayantikasardar4387
    @chayantikasardar4387 10 місяців тому +4

    তৃতীয় পর্বের অপেক্ষায় ❤

  • @ashispanja2726
    @ashispanja2726 Рік тому +1

    Betal aschhe kal
    Thanks mir da and
    Sob audience ke jara betal ar jonno onurodh korechhe bar bar

  • @tanjaulsk8770
    @tanjaulsk8770 Рік тому

    সত্যি খুবই অসাধারণ গল্পটা

  • @Joker-gh2eh
    @Joker-gh2eh 11 місяців тому +3

    3rd episode needed

  • @subhankarbarai7748
    @subhankarbarai7748 Рік тому +10

    #তারানাথ তান্ত্রিক আবার চাই ❤

  • @sushamamukherjee8494
    @sushamamukherjee8494 Рік тому

    Opekhay chilam... Osadharon uposthapona❤❤❤

  • @rajabodhak3955
    @rajabodhak3955 Рік тому +10

    আমার একান্ত অনুরোধ মীর দা, আয়ান্টিকা দি কে এনেছো এবার সোমক দা কে টানো, কিশোরী সেন এখণ ফাঁকা আছে😌।
    আর রীতম দা কে ওয়াটসন করো। এসো গল্প করি তে আরণ্যক টা দারুন করেছে রীতম দা। দ্বীপ দার সাথে গলার দারুন মিল। তোমার ডিরেকশন পেলে জমে যাবে।