তোমাদের দেওয়া *টাকা* দিয়ে অমিতের বাবা-মায়ের জন্য কি করলাম?

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 944

  • @srksankarvlog
    @srksankarvlog  Рік тому +984

    প্রথমেই বলে রাখি ভিডিওটার Monetisation off করা রয়েছে,,, এবং যে বা যারা মন্তব্য করবেন তারা সম্পূর্ণ তথ্য জেনে, ভিডিও দেখে তারপরে মন্তব্য করবেন🙏♥️ সবাই পাশে ছিলে তাই আজ অমিত এর মা বাবাকে সারাজীবনের মত সুখী করতে পারলাম আমরা ❤️ ধন্যবাদ সবাই কে ♥️🙏

    • @moumitamal3474
      @moumitamal3474 Рік тому +9

      Hmm Sankar Daaa ❤️

    • @barshakiduniya
      @barshakiduniya Рік тому +4

      Khub vlo .love u srk sankar da anek anek vlo lge tumake

    • @Souravrider18
      @Souravrider18 Рік тому +2

      Hello

    • @dipakbiswas40
      @dipakbiswas40 Рік тому +5

      Sankar da ame Bangladeshi. Tomar sob video dekhi . tume onek Boro Moner Manus . I love you.

    • @Souravrider18
      @Souravrider18 Рік тому +5

      Tumi onek Boro how ❤️❤️🙏

  • @aninditachakraborty7885
    @aninditachakraborty7885 Рік тому +3

    শংকর দা তোমার তুলনা হয় না সত্যি আজকের দিনে দাড়ায় এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো ❤❤

  • @simachakraborty7715
    @simachakraborty7715 Рік тому +27

    শংকর দাদা যে দাদা সোশ্যাল ওয়ার্কার করে ওদের কেউ ধন্যবাদ যে একটা গরিবের পাশে এসে সবাই মিলে এই ভাবে দাঁড়িয়ে আছো মনটা ভরে গেল দাদা ❤️

  • @aruppal8893
    @aruppal8893 Рік тому +1

    For Amit bhai

  • @TusarDass
    @TusarDass Рік тому +34

    আমরা পেরেছি ভাই 💕

  • @SanjuktaYT
    @SanjuktaYT Рік тому +2

    এই এতো বড় কর্মকাণ্ডের একটা বিন্দু হতে পেরে আমি নিজেকে ধন‍্য মনে করি। তোমরা খুব ভালো কাজ করেছো কাকু কাকিমার পাশে থেকে🙏। এভাবেই আমাদের বাংলা ইউটিউব কমিউনিটি সারা বিশ্বের সামনে ভালোবাসার বার্তা ছড়াক।

  • @filmmovis9091
    @filmmovis9091 Рік тому +13

    আমি এত দিন সোশ্যাল মিডিয়া তে ছিলাম না but আজ কে হঠাৎ শুলাম অমিত ভাই আর আমাদের মধ্যে নেই শুনে চোখে জল ধরে রাখতে পারলাম miss u Amit Bhai😭😭😭

  • @srijitamaity8573
    @srijitamaity8573 Рік тому +50

    সত্যি দাদা ....তোমাদের এই প্রচেষ্টা কে আমরা প্রণাম করি...🙏 তোমরা এই ভাবে অসহায় পরিবার এর পাশে থাকে ..... দাদা তোমাদের অনেক ভালো হোক ❤️❤️❤️....

  • @souravbayan5099
    @souravbayan5099 Рік тому +79

    এত দিনে শান্তি পেলাম 😌♥️💖
    ভগবান তোমাদের মঙ্গল করুন🙏🙏💖💖
    Love you dada ❤️❤️

  • @gourab4522
    @gourab4522 Рік тому

    আজ তোমরা সকলে যে কাজটা করলে, তার জন্য salute জানাই।👌 অনেকটা পূর্ণ্য করলে। All The Best. সকলকে।👏❤️

  • @jhunupaul2025
    @jhunupaul2025 Рік тому +4

    তোমাদের মতো ছেলে মেয়েদের দেখে আমাদের খুব খুব গর্ববোধ হচ্ছে 🙏🙏 মানবতা এখনো আছে পাল্টাই নি এখনো আমরা একজন আরেক জনের উপর বিশ্বাস টা রাখতে পারি 🙏🙏 অনেক ভালো একটা উদ্বেগ নিয়েছো আমরা খুব খুশি এমন একটা দায়িত্ব নিয়েছো তোমরা 🙏🙏 যারা যারা সাহায্যে করেছো তাদের কে ধন্যবাদ 🙏🙏

  • @tithisen9431
    @tithisen9431 Рік тому +56

    দাদা তোমাদের মত কিছু মানুষ আছে বলেই আজ বলেই উনারা ভালো থাকবেন। শঙ্করদা অমিত দা মা বাবা পাশে থাকবা শুনে খুব ভালো লাগলো

  • @rkrojinalifestyle6490
    @rkrojinalifestyle6490 Рік тому +78

    আলহামদুলিল্লাহ প্রথম সবার জন্য অনেক ধন্যবাদ 💝 মা বাবা চিন্তা করো না তোমাদের পাশে আমরা আছি💝💝💝

  • @sangitabiswassb
    @sangitabiswassb Рік тому +4

    আমার সত্যি জানা নেই মৃত্যুর পর কি হয় কিন্তু যদি মৃত্যুর পর ওপর থেকে নিচে সবাই কে দেখা যায় আজকে অমিত ভাই নিশ্চই খুব খুশি হবে ,,খুব নিশ্চিন্ত ও হবে 😊 আর নিজের ওপর খুব গর্বিত হবে এরম বন্ধু পাওয়ার জন্য ❤️ সকলের এমন ভাবেই সকলের পাশে থাকা উচিত 😌

  • @tapasighosh3774
    @tapasighosh3774 Рік тому +104

    মা বাবা তোমরা কোন চিন্তা করো না সবাই পাশে আছি তোমাদের 🥰💞💞💞

  • @atipativlogs
    @atipativlogs Рік тому +4

    তোমাদের এই উদ্যোগ কে সন্মান জানাই।
    অমিতের বাবা মায়ের দীর্ঘায়ু কামনা করি।।

  • @deymotivation5m
    @deymotivation5m Рік тому +18

    ভগবানের কাছে প্রার্থনা করি, বাবা-মা খুব ভালো থাকুক। Thanks a lot brothers and sisters..👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @bimalmal6452
    @bimalmal6452 Рік тому +6

    অনেক ধন্যবাদ দাদা তোমাকে একজন অসহায় মা বাবার এতবড়ো বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানো এবং সহায়তা করার জন্য

  • @sanjibchakraborty7492
    @sanjibchakraborty7492 Рік тому +19

    শঙ্কর ভাই তপু ভাই রাহুল ভাই তোমাদের এই আন্তরিক প্রচেষ্টা দারুন ভাবে সফল করার জন্য প্রচুর প্রচুর অভিনন্দন তোমাদের।ঈশ্বরের আশীর্বাদ তোমরা পাবেই পাবে।

  • @amazingfoodblog5468
    @amazingfoodblog5468 Рік тому +1

    খুব ভাল ডিসিশন এটা. ❤️❤️❤️ যদি পারো তাহলে ওনাদের ঘরটা চেঞ্জ করার ব্যাবস্থা করো, অমিত থাকলে ওটা হয়তো আগে করতো. তোমাদের এই মহান কাজ সবাই মনে রাখবো. এতোদিন এমন কাহানি সিনেমাতে দেখেছি কিন্তু আজ বাস্তবে শুনছি.. well done Guys. তোমাদের প্রেমে পরে গেলাম.

  • @debashristukitaki
    @debashristukitaki Рік тому +9

    ভাই প্রথমেই বলি ধন্যবাদ দিও না কারণ এটা হচ্ছে মানুষের একটা দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানোর এই যে তোমরা এভাবে দাঁড়িয়েছে তার সাথে আমরা সবাই আছি দেখে সত্যি খুব ভাল লাগলো যে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে ওই জন্যই পৃথিবী এত সুন্দর এখনো এত সুন্দর। আজকে সত্যি মন থেকে বলছি আজকে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো

  • @mampiroy856
    @mampiroy856 Рік тому

    Amit dar ma babar jonne ekta valo bari kore diyo dada♥️♥️

  • @anupsunny4680
    @anupsunny4680 Рік тому +6

    বাংলাদেশ থেকে দাদা খুব শান্তি পেলাম, ঈশ্বরের কাছে তোমাদের জন্য প্রাথনা রইলো

  • @simachakraborty7715
    @simachakraborty7715 Рік тому

    শংকর দাদা তোমরা সবাই মিলে যে একটা ডাক্তার নিয়ে এসেছ এটা দেখে খুব ভালো লাগলো পুরো ভিডিওটা দেখে সত্যিই আমার খুব ভালো লাগলো যদি আমি কাছে থাকতাম ঠিক আমি সাহায্য করতাম ডাক্তারবাবুকে বলো যাতে মাসে একবার এসে ওদেরকে দেখে যাতে বা ডাক্তারবাবুকে বলে দাও যাতে কোনো ফির যাতে না নেই বীণায় ওঠে সাহায্য করে ওদেরকে ডাক্তার দেখে যাবে এই কাজটা ভালোই করলে যে ভালো একটা ডাক্তার এনে ওদেরকে দেখে দিয়েছো কাকু কে ❤️

  • @Saniamondal922
    @Saniamondal922 Рік тому +13

    শঙ্কর দা তোমরা এই কাজ করেছো, খুব ভালো লাগলো, তোমাদের এই ডিসিশন টা দেখে বুজতে পারছি যে এই পৃথিবীতে এখনো ভালো মনের মানুষ আছে ❤️❤️❤️

  • @shorts4u43
    @shorts4u43 Рік тому

    দাদা সত্যিই তোমরা খুব বড়ো একটা কাজ করেলে অমিত দার বাবা মায়ের জন্য,শুধু অমিত দার বাবা মা বললে ভুল হবে এখন তোমার আমার সবার বাবা মা❤️।আমরা এই টাকাটা সত্যিই ভাবতে পারিনি যে এতটা সাহায্য হবে।তোমাদের এরকম একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ । তোমাদের আবার যদি এরকম কোনো ভালো কাজের জন্য আমাদের দরকার হয় অবশ্যই আমাদের জানিয়ও ।তোমরা সত্যি একজন যে অসহায় মানুষে পাশে থাকে সহায় করে তুললে,এরজন্য তোমাদের ও ভালো একটা ফল ভগবান অবশ্যই রেখেছে।অশেষ অশেষ ধন্যবাদ দাদা এবং যারা সাহায্য করেছো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ও ভালোবাসা।এভাবেই সব মানুষের পাশে থেকো।🙏🏻❤️🙂🙏🏻

  • @VariousHomeFictions
    @VariousHomeFictions Рік тому +77

    দোয়া করি আল্লাহ যেন ওর মা বাবাকে এই শোক সামলানোর তৌফিক দান করেন আমীন

  • @subhojithalder2058
    @subhojithalder2058 Рік тому

    সবথেকে ভালো হাতে তুলে দেওয়া হয়েছে ওনাদের দায়িত্ব love From diponkar Da

  • @shampamanna7073
    @shampamanna7073 Рік тому +11

    খুব খুব ভালো কাজ করছো দাদা তোমরা🥰এতদিনে শান্তি পাইলাম..... পার্থনা করি ওনারা যেনো সারা জীবন ভালো থাকে🙏🙏🙏🙏🙏

  • @mriganko69
    @mriganko69 Рік тому +1

    খুব ভালো লাগলো শঙ্কর দা। এই ভাবে অমিত দার মা বাবার পাশে থাকো।

  • @RajaDas-pp9rr
    @RajaDas-pp9rr Рік тому +10

    সঠিক মানুষের হাতে পয়সা টা দিয়েছেন।

  • @r.krahul1838
    @r.krahul1838 Рік тому

    এটা খুবই ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

  • @shiprassimplelife9295
    @shiprassimplelife9295 Рік тому +17

    দাদাভাইরা একইভাবে অমিত ভাইয়ের পরিবারের পাশে থাকার জন্য তোমাদের প্রতি respect অনেক অনেক বেড়ে গেল 🙏🙏🙏🙏

  • @aniruddharoyadak
    @aniruddharoyadak Рік тому

    Bhagoban tomader sobar valo korun beche thako tomra eisob manusher moddhey chirojibon.........Bhai ar bonura tomader jonno roilo afuranto valobasa salute tomader ❤️❤️🙏🏻

  • @bindassboy0151
    @bindassboy0151 Рік тому +30

    You are great Sankar vai ❤️ এভাবে অসহায় মানুষের পাশে থাকো তোমাদের উপর ভালোবাসা আমাদের কোনদিনও কমবে না

  • @sanghamitrabasu3976
    @sanghamitrabasu3976 Рік тому +1

    Dipankar ke full daitto dia Khub Bhalo korecho ekdom Thik person

  • @pronabbiswas6686
    @pronabbiswas6686 Рік тому +7

    এত দিনে শান্তি পেলাম 😌❤️💖
    ভগবান তোমাদের মঙ্গল করুক ❤️💖
    I love you srk Sankar da Sima di tapu da tusar da Rahul da and sonai di i love you guys ❤️❤️❤️

  • @chinmaysarkar1722
    @chinmaysarkar1722 Рік тому +1

    কিছু টাকা ঘরের কাজে যেন লাগাই না হলে গরমে থাকতে পারবেনা টিনের ঘর আর তোমারা সবাই খুব ভালো থেকো 👏🙏😢

  • @sumansarkar3123
    @sumansarkar3123 Рік тому +78

    দাদা আমার তরফ থেকে অমিত দার বাবা মা কে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই 🙏❤️

  • @shaumibarua2273
    @shaumibarua2273 Рік тому

    ভগবান তুমি আছো বলে আজকে একটা ছেলের বিনিময়ে অনেক ছেলে মেয়ে দিয়েছো আংকেল আন্টিকে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের ওনাদের পাশে থাকার জন্য, এতদিন অমিত দার বাবা মার জন্য খুব কষ্ট লাগছিল ছেলেটাকে নিয়ে গিয়ে কেন মায়ের বুকটা খালি করলো ভগবান, হয়তো একটা ছেলের জননী না হয়ে শত ছেলে মেয়ের জননী হওয়ার জন্য ভগবান এমনটাই করেছেন। বাংলাদেশ থেকে দেখছি ভগবান সবাইকে যেন ভালো রাখে বিশেষ করে অমিত দার বাবা মাকে।

  • @4rgvlogchannel
    @4rgvlogchannel Рік тому +5

    দাদা ভগবান তোমাকে ভালো রাখুক 🤗 আর এরকম ভাবে যত অসহায় মানুষ আছে সবার পাশে তুমি থেকো 🤗 আর আমরা ও তোমার পাসে আছি

  • @mamatabiswas7160
    @mamatabiswas7160 Рік тому

    সত্যি ভিডিও টা দেখার পর খুব ভালো লাগলো ধন্যবাদ সবাইকে খুব ভালো একটা কাজ করলে সান্তি পেলাম 🙏🙏🙏🙏👍👍

  • @debashristukitaki
    @debashristukitaki Рік тому +8

    দীপঙ্কর কে অনেক ভালোবাসা।

  • @Rocky89-s8q
    @Rocky89-s8q Рік тому +1

    Ebhabe sobar sathe Sara jibon theko Sankar ....khub bhalo laglo ❤️❤️❤️❤️

  • @rkrojinalifestyle6490
    @rkrojinalifestyle6490 Рік тому +10

    দাদা তোমাদের কাজ গুলো খুব ভালো লাগছে তবে এই মা বাবার মনের যে কষ্ট সেটা কেবউ বুঝতে পারবো না আল্লাহ আপনি আর কোনো মা বাবা কোল থেকে সন্তান কেড়ে নিও না আমার তো বলি মা আমরা তোমার ছেলে মেয়ে আছি কিন্তু যতো বলি না কেন তার হারানো ছেলের জায়গা পুরোন করতে পারবো না💝অনেক অনেক দোয়া রইলো সবসময় এমন করে মা বাবার পাসে থাকবেন 💝💝

  • @Jyotisbeautyworld
    @Jyotisbeautyworld Рік тому +1

    খুব ভালো প্রচেষ্টা অমিতের মা বাবার জন্য।👏👏 ধন্যবাদ, তোমাদের সবাইকে।🤗🤗

  • @tania_pujasvlog7509
    @tania_pujasvlog7509 Рік тому +4

    তোমাদের সবার কথা আমি শুনলাম পুরো ভিডিওটা দেখলাম, তোমাদের ধন্যবাদ জানাবার আমার কোন ভাষা নেই, এইভাবেই সবার পাশে থেকো সবার পাশে দাঁড়িয়ে, গোটা ইন্ডিয়ার পুরো ইউটিউব পরিবারকে মন থেকে স্যালুট জানাই, তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো,জীবনে অনেক বড় হও, ভগবানের কাছে একটাই প্রার্থনা তোমাদের সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে সব বিপদ থেকে রক্ষা করে, ভগবানের কাছে আরো একটা প্রার্থনা করি। অমিত ভাইকে খুব তাড়াতাড়ি পৃথিবীতে সুস্থ স্বাভাবিকভাবে যেন পাঠিয়ে দেন, আমি আর কিছু বলতে পারছিনা আমার খুব কষ্ট হচ্ছে 😢

    • @sarmina778
      @sarmina778 Рік тому

      দিদি কত টাকা উঠল

  • @bapibhattacharyavlogs
    @bapibhattacharyavlogs Рік тому +1

    নিন্দা করার লোক থাকবে এগুলো কোন কিছু মাথায় না রেখে তোমারা যে কাজটা করেছো খুবই ভাল লাগল চালিয়ে যাও পাশে আছি

  • @sumitmondal5961
    @sumitmondal5961 Рік тому +23

    ভগবান আপনাদের সবার ভালো করুক। 🙏🙏🙏

  • @debika007
    @debika007 Рік тому

    Amit Bhai ki koreche tar 19years er jibone jani na kintu tomader moton kichu bhalo bondhu peyeche... bhalo theko sustho theko tomra sabai.... Maa baba r pase theko...

  • @shuvangidebnath6912
    @shuvangidebnath6912 Рік тому +33

    দাদা সত্যি তোমার মানসিকতার মানুষ খুব কম দেখা যাই

    • @Amallifestylevlog
      @Amallifestylevlog Рік тому

      Didi tomar youtube channel ta subscribe kori diyechi amarta kore dao

  • @amitapalit7596
    @amitapalit7596 Рік тому +1

    অসাধারণ অসাধারণ , খুব খুব ভালো কাজ করেছো,মানুষের মনুসত্যিই হলো আসল ভগবান, জয় শ্রীকৃষ্ণ🙏🙏🙏🙏

  • @mehirhalder7325
    @mehirhalder7325 Рік тому +2

    তোমাদের সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ❤️❤️তোমাদের উপর আমার রামের কৃপা বর্ষিত হোক 🙏🙏

  • @riyabiswas7310
    @riyabiswas7310 Рік тому

    Tomra onek korecho oder jonno..sudhu ekta katha bolbo dekho jodi possible hoi onader ekti sorkari ghorer babostha kore dau..onek thank u tomader..🙏🙏🙏

  • @piucookingkichen
    @piucookingkichen Рік тому +5

    এইভাবে অসহায় মানুষদের পাশে সারা জীবন থেকো তোমরা সবাই। আর তোমাদের সবাইকে ধন্যবাদ 🙏🙏

  • @krishnenedukallat7683
    @krishnenedukallat7683 Рік тому +1

    শঙ্কর দা কে ,আন্ত‌রিক অভিনন্দন ,অ‌মিত আমার বা‌ড়ির পা‌শেরি ভাই ,‌তোমরা যা কর‌ছো তা অতি স‌ক্রিয়তার স‌হিত ক‌রে‌ছো ,এর কো‌নো ভাষা নেই ,

  • @P_R206
    @P_R206 Рік тому +39

    ঈশ্বর তোমাদের মঙ্গল করুক এই ভাবেই তোমরা মা-বাবার পাশে থেকো এবং সাহায্য করো 🙏

  • @manobroy9031
    @manobroy9031 Рік тому

    Kono kichu bolar nei tomra ja korecho sotti hats off to all of you really

  • @mahbubpappu9634
    @mahbubpappu9634 Рік тому +9

    সেলুট জানাই তোমাদের সবাইকে, ♥️ তোমরা পেরেছো।💛
    Love From Bangladesh 🇧🇩♥️

  • @chinmoynayak5151
    @chinmoynayak5151 Рік тому

    অনেক অনেক ধন্যবাদ তোমাদের ।আজ খুব ভালো লাগলো তোমাদের এত সুন্দর কাজ টা দেখে ।এভাবেই তোমরা এই অসহায় মানুষ গুলোর পাশে থেকো।।

  • @Sopnoneer
    @Sopnoneer Рік тому +4

    মা তোমার জন্য অনেক অনেক দুয়া রইলো মা

  • @sujatamondal9847
    @sujatamondal9847 Рік тому +1

    দাদা ভিডিওটা সম্পূর্ণ দেখলাম খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো।

  • @arifinrayhan6878
    @arifinrayhan6878 Рік тому +3

    মন থেকে ভালোবাসা রইলো তোমাদের জন্য ❣️❣️

  • @pujatantra7127
    @pujatantra7127 Рік тому +1

    Khubi khubi khubi valo laglo sotti kichu bolar bhasa nei........

  • @somnathdas1444
    @somnathdas1444 Рік тому +4

    সপ্তাহে একটা বা ১৫ দিনে একটা ভি‌ডিও দিয়ে অমিতকে সবার মনে যেন এইভাবে সারাজীবন থেকে যায়। কেউ ভিডিও করে সাহায্য করে।

  • @jaypal8108
    @jaypal8108 Рік тому

    Eto doya dakhkhinner ki ache... Amit er nijer channel tai onek video ache... O gulor views asbei.. oi channel taa keu maintain korlei taka aste thakbe... Karor doyar dorkar nei amait er maa-babar... Amit or maa-babar babostha nijei kore rekhe geche channel tar maddhome... Oi channel taa soth vabe maintain korlei holo.. ❤️❤️❤️

  • @sathirana7801
    @sathirana7801 Рік тому +3

    ভগবান অমিত দাদাভাই র বাবা মাকে সুস্থ রেখো 🙏🙏

  • @freinogalerie6313
    @freinogalerie6313 Рік тому

    Dipankar da khub vlo manush, dipankar da ka daitto diye khub khub vlo kore cho tmra.

  • @GaneshDas-rm1id
    @GaneshDas-rm1id Рік тому +3

    অমিত দার চেনেলে যে ভিডিও দিচ্ছে ও কি করছে? সংকর দা তোমরা পাশে থাকো।🙏🙏🙏🙏❤️💕💕

  • @mitamukherjee6121
    @mitamukherjee6121 Рік тому

    Tomra ato choto hoye onek boro kaj korle,somaje ata akta khub valo barta mane massage jabe je iccha thakle osohai manuser pase darano jai,ami boro hoyeo tomader pronam janai, sudhu r akta kotha bolbo je majhe majhe tomra jeo Amiter maa Babar kache,sobai valo theko

  • @Amallifestylevlog
    @Amallifestylevlog Рік тому +9

    শঙ্করদা তোমরা অমিত দার মা-বাবার পাশে থাকো আমরাও পাশে আছি

  • @souravmishra8959
    @souravmishra8959 Рік тому

    Meye take kub bhlo laglo..kub misti dekte....r misti behavior manush jonno...god bless u

  • @asishmidya5941
    @asishmidya5941 Рік тому +3

    দাদা আপনারা জীবনে অনেক আগে যাবেন ❤️❤️❤️❤️❤️

  • @RR-mb5yq
    @RR-mb5yq Рік тому

    SRK - tomake ki bole dhonyobad janabo bujte parchina.
    Khub boro ekta help korle..
    Kintu amar mone ektu holeo doubt roe gelo.
    Eto boro ekta contribution, hoi tmi nijer hathe rakhte parte ba onno kono way ber korle bhalo hoto...
    Hoito tmi j decision niecho, setai hoito thik....

  • @debashristukitaki
    @debashristukitaki Рік тому +3

    বরুন কে নিয়ে কোন কথা হবে না।❣️❣️❣️❣️

  • @mdromanrazublog8700
    @mdromanrazublog8700 Рік тому

    অনেক ভালো কাজ করেছেন সংকর দা আমি আপনার ভিডিও সব দেখি খুব ভালো লাগে আর আজকে যে কাজটা করলেন তাতে আরো খুশি হয়ে গেলাম আমি আর আমি হচ্ছে বাংলাদেশ থেকে বলছি আমি খুলনা থাকি আপনাদের শুভ কামনা করছি

  • @swapnaroy8476
    @swapnaroy8476 Рік тому +24

    তোমরা সবাই মা বাবা পাশে থাকো

  • @raktimdasraktimdas1425
    @raktimdasraktimdas1425 Рік тому

    খুব ভালো করেছো সত্যি এটা একটা মহৎ কাজ তোমাদের এবং যারা টাকা দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ

  • @cactas
    @cactas Рік тому +4

    Through your efforts, society will still learn a lot about how to care for elderly parents.
    This is really educational.

  • @Travel_ask_dey
    @Travel_ask_dey Рік тому

    Dipankar Dada and Sankar da tomader osonkkho dhonnobad tmra onader pasa daranor jnno.

  • @bongtangirl0214
    @bongtangirl0214 Рік тому +8

    দেখেও শান্তি 😌❤️‍🩹✨

  • @Unlimited_Joy783
    @Unlimited_Joy783 Рік тому

    Finally কতোটা টাকা উঠেছে সেটা পূ্রো গোপন করে গেলো। ওর বাবা মা এবং দর্শক জানতে পারলো না। যে টাকা যে টাকা বলে গেল পুরো ভিডিও তে কিন্তু কতটা টাকা আসলে উঠেছে এবং বরুণ বা ওর বাবা মা এবং আমরা সবাই যারা সাহায্য করেছি তাদের জানার অধিকার ছিল।
    সবকিছু পরিস্কার করে স্বচ্ছতা সাথে জানানো উচিত ছিল।

  • @manojitpaul2495
    @manojitpaul2495 Рік тому +4

    পারলে আরো কিছু কালেকশন করে ওদের একটা পাকা বাড়ি বানিয়ে দাও

  • @kankandhali8245
    @kankandhali8245 Рік тому

    ভিডিও তে যারা আছেন তারা সবাই এক একটা সত্যিকারের মানুষের মতো মানুষ। সবাই কে ঈশ্বর মঙ্গল করুক।

  • @marufahmad2397
    @marufahmad2397 Рік тому +3

    মা বাবা ভালো থেকো চিন্তা করো না

  • @nehadas4457
    @nehadas4457 Рік тому +1

    Tomra youtuber ra akta youtuber je akhon amader majhe nei...tar baba maa er pase dariye... UA-cam er naam plus manobikota je akhono beche ache...seta proman korle sobai ...Amit dar baba maa valo thakuk sobsomoy...r tomrao sobai valo theko 💖💖🥰🥰

  • @khushbosujan7772
    @khushbosujan7772 Рік тому +3

    ওদের কে একটা বাড়ি তৈরি করে দাও দাদা ভাই

  • @tanmoysaha4593
    @tanmoysaha4593 Рік тому

    Vogoban tomader ashirbad koruk.jibone tomra aro egiye jao arom samajik kajer madhomme... Sotti khub valo laglo erom video dekha... Amit ar baba ma jeno badbaki jibon ta sustho vabe bachte pare.

  • @debojitdebnath5626
    @debojitdebnath5626 Рік тому +11

    আরো এগিয়ে যায় দাদা রা 💚❤️❤️‍🩹

  • @nabesdas-3567
    @nabesdas-3567 Рік тому

    খুব ভালো উদ্যোগ ধন্যবাদ শংকর দা

  • @RRRFAMILY
    @RRRFAMILY Рік тому +3

    শঙ্করদা আমি অমিতের বাবা-মাকে আমার সাধ্যমত কিছু কাপড় দিতে চাই। যেহেতু আমার একটা ছোট্ট কাপড়ের দোকান আছে। তা দাদা আমি কিভাবে তোমাদের সাথে যোগাযোগ করবো বুঝতে পারছিনা। বীরভূম থেকে বলছিলাম। কিভাবে যোগাযোগ করবো বললে ভাল হত।

  • @tridibsgoodlife
    @tridibsgoodlife Рік тому

    Great Salute all of you. Amar mon ta shanto holo.Maa Baba Valo Thakuk

  • @STFliper
    @STFliper Рік тому +4

    আমরা তো আছি✊🤝🤝
    কিন্তু তোমরা পাশে থাকো দাদা 🤝🤝👏👏
    ধন্যবাদ সবাইকে 🙏🙏

  • @rahullaskar3373
    @rahullaskar3373 Рік тому +1

    রাহুল দা, তুষার দা, তপু দা, শংকরদা, সীমাদি, সোনাইদি, আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ, 🙏অমিতদার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আর তোমাদের বলছি তোমরা গাড়ি কখনোই জোরে চালাবেন না ♥️

  • @maahistory3010
    @maahistory3010 Рік тому +3

    এখনো কোনো সফলতা পাইনি কিন্তু তোমাদের ভালোবাসায় ১০০ জন ফ্যামিলি হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সবসময় আমার পাশে থাকো 🙏❤️।

  • @nkalrierpronay1429
    @nkalrierpronay1429 Рік тому +2

    না দাদা তোমরা যা সাহায্য করছো
    দাদা আমরা যেনো অসহায় মানুষের পাশে দেখি।
    Love you dada 😍

  • @apurbacob2001
    @apurbacob2001 Рік тому +3

    এখনও সফলতা পাইনি😭😭😭 কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক দূর এগিয়ে এসেছি অনেক অনেক ধন্যবাদ আপনাদের🙏🙏🙏 ❤❤❤❤❤💖💖💖💖💕💕💕💕

  • @সুইটিচ্যালেনদেখাও

    হাই শঙ্করদা এরকম ভিডিও দেখে আমাদের খুব মন চাইছে যে আমরা যে পাশে দাঁড়াই আমরা চাইলেও পারব না তোমার ভিডিও গুলো দেখতাম কিন্তু এসএমএস করতাম না খুব ভালো লাগলো তোমাদের কে দেখে আর তোমরা এ রকমই পাশে থাকো লোকের

  • @sudipdas2544
    @sudipdas2544 Рік тому

    শঙ্কর ভাই তুমি নিজে অমিত মা,বাবা পাশে থাকবে। দীপঙ্কর দা থাকুক তুমিও সঙ্গে থাকবে আমরা এটাই চাই

  • @mithisworld5386
    @mithisworld5386 Рік тому

    Khub valo korle. Atai asa korechilam tomader theke Aj Amit o khub khusi hobe r nischinto holo. Anek thanks. R diponkar da K o dekhi anek social kaj Kore. Vlog dekhi. Jani Manusta valo. Tomra Sobai khub valo thakbe Tomder sobr anek valo hobe.akhon anekey asche anekey asbe video banache kintu ashol bondhu tomrai