আর কখনোই বিরিয়ানি রান্নায় ঝামেলায় পড়বেন না যদি এই ভিডিও টা দেখেন | Beef Biryani Recipe By The Rosui

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • বিরিয়ানি টা এমনভাবে করে দেখিয়েছি যে ভিডিও টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বিরিয়ানি রান্না আর কখনোই কঠিন মনে হবেনা ।
    আর কখনোই বিরিয়ানি রান্নায় ঝামেলায় পড়বেন না যদি এই ভিডিও টা দেখেন | Beef Biryani Recipe By The Rosui

КОМЕНТАРІ • 361

  • @shuvo7409
    @shuvo7409 Рік тому +108

    ভাইয়া আজকে আপনার রেসিপি দেখে আমিও বিরিয়ানি রান্না করেছিলাম অনেক মজা হয়েছে এবং পারফেক্ট হয়েছে। সবাইকে বলবো যারা পারফেক্ট বিরিয়ানি রান্না করতে চাচ্ছেন তারা এই রেসিপি ফলো করে রান্না করলে একদম একুরেট হবে।ধন্যবাদ একটা পারফেক্ট রেসিপি দেখানো জন্য।

    • @TheRosui
      @TheRosui  Рік тому +10

      আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ফিডব্যাক দেয়ার জন্য।
      💖💚💖

    • @shawonmiah2339
      @shawonmiah2339 Рік тому +3

      Ki bolbo just yammi

    • @habibullahhabib4925
      @habibullahhabib4925 11 місяців тому +1

      ❤❤❤❤❤❤

    • @abdulqayumwww8807
      @abdulqayumwww8807 9 місяців тому +3

      ​@@TheRosuiQqqq

    • @KhaledaSultana-mt8yj
      @KhaledaSultana-mt8yj 5 місяців тому +1

      ২!

  • @MRAlex-v2y
    @MRAlex-v2y 4 місяці тому +4

    আসলামু আলাইকুম ভাইয়া অনেক সুন্দর হইছে রেসেপিটা। ভাইয়া একটা রিকোয়েস্ট থাকবে ৩কেজি চাউল ৩কেজি মাংসের বিরয়ানী তে কতোটুকু মসলা লাগবে একটু বলবেন প্লিজ

  • @dipasultanadipa3614
    @dipasultanadipa3614 Рік тому

    ভাই আপনার রান্না আল্লাহর রহমত অনেক ভালো। কলিজা ভুনা মন থেকে মুছতেই পারি না।

  • @didaralam3881
    @didaralam3881 Рік тому +1

    Ma sha Allah

  • @يعقوبالمالكي-ظ8ف
    @يعقوبالمالكي-ظ8ف 24 дні тому

    অসাধারণ

  • @NazninAhmmedVlogs
    @NazninAhmmedVlogs Рік тому +2

    চার,পাঁচ কেজি মাংস হলে মসলার পরিমাণ কি একই থাকবে??

    • @TheRosui
      @TheRosui  Рік тому

      একই রেসিও তে বাড়িয়ে নেবেন।
      ধন্যবাদ

  • @aiyangold
    @aiyangold 6 місяців тому +1

    আমি শপথ করে বলছি যে আপনার থেকে অনেক বেশি ভালো বিরিয়ানি রাঁধতে আমি।

  • @jesminsultana7770
    @jesminsultana7770 Рік тому +3

    অনেক ভালো হয়েছে রেসিপিটি। আমার একটি প্রশ্ন ছিলো। বিরিয়ানির মশলাগুলো গুড়ো করার আগে পানি দিয়ে ধুয়ে নিয়ে শুকনো করে তারপর গুড়ো করতে হবে নাকি না ধুয়ে গুড়ো করতে হবে একটু জানাবেন প্লিজ।

    • @chuadilamon9978
      @chuadilamon9978 Рік тому

      মসলায় অনেক ময়লা থাকে ।তাই ধুয়ে শুকিয়ে গুড়ো করবেন ।

  • @zahidulislamabir6402
    @zahidulislamabir6402 Рік тому +1

    আপনি বিরিয়ানী তে দুর্বল বুঝা গেলো

  • @salequemohammad9056
    @salequemohammad9056 Рік тому +10

    আপনার রান্না দেখে খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ এর দুনিয়ায় সেরা খাবার হচ্ছে বিরিয়ানী। এর উপরে কোনো খাবার নেই।

    • @FreelancerJian
      @FreelancerJian 3 місяці тому

      ভাই,,,
      আজকে আপনার রেসিপি দেখে আমিও বিরিয়ানি রান্না করেছিলাম অনেক মজা হয়েছে এবং পারফেক্ট হয়েছে। সবাইকে বলবো যারা পারফেক্ট বিরিয়ানি রান্না করতে চাচ্ছেন তারা এই রেসিপি ফলো করে রান্না করলে একদম একুরেট হবে।ধন্যবাদ একটা পারফেক্ট রেসিপি দেখানো জন্য।
      😚

  • @agnibina7589
    @agnibina7589 9 місяців тому +2

    অনেক সুন্দর রেসিপি, তবে নামটা বিরানি না হয়ে তেহেরি হলে ভালো হতো।

  • @MdRaju-c1k7t
    @MdRaju-c1k7t Рік тому +7

    ওয়াও বাইয়া দারুণ 👌হয়েছে
    আমি এই পরর্যন্ত যতো রেসিপি দেখেছি আপনার প্রত্যেক টা পদের রেসিপি আমার কাছে পারফেক্ট মনে হয় 👍👌🥀❤️🥰

  • @sanjidassong
    @sanjidassong Рік тому +3

    Bhaia Tumi etto shohoj Kore bolo tomar video dekhar shathay shathay Mone hoy ranna shuru Kori.onak DOA roilo tomar jonno

  • @ramijhasan5184
    @ramijhasan5184 Рік тому +5

    আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার রান্নার জবাব নেই। মাসআলা খুব খুব সুন্দর হয়েছে ভাইয়া।🥰👌👌👌🥰❣️ রওশন আরা বোন। কলকাতা

  • @parualam42
    @parualam42 Рік тому +6

    অনেক অনেক মজাদার এবং লোভনীয় বিরানি রেসিপি ।
    👌👌
    এবার ঈদের প্রধান আকষর্ণীয় পদ হবে এই বিরানি।
    সুইট, একটা প্রশ্ন ছিলো।
    আমি কি মাংস আগের দিন করে রাখলে পরের দিন বিরানি
    করলে স্বাদের কোনো হেরফের হবে কি?🙄🤔🤔
    আমি কিন্তু প্রথম দিকের সাবক্রাইবার। ঐ যে বিখ্যাত তেহারি রেসিপি দেখে একেবারেই ফিদা হয়ে - - -😋😋🙂🤗😘
    ভালো থেকো।👍👍💐

    • @TheRosui
      @TheRosui  Рік тому +1

      আপু বিরিয়ানির মাংস আগের দিন রান্না করে পরের দিন বিরিয়ানি রান্না করা ঠিক হবেনা। কারণ দুইটা -
      ১। যেহেতু রান্না মাংসের তেল দিয়ে বিরিয়ানির চাল ভেজে নিতে হয় তাই পরের দিন ঐ তেল টায় বিরিয়ানির মসলার যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে।
      ২। মাংস ২য় বার জ্বালিয়ে নিলে মাংসের স্বাদ পরিবর্তন হয়ে যায় যেটা দিয়ে বিরিয়ানি রান্না করলে অথেনটিক স্বাদ পাওয়া যাবে না।
      ধন্যবাদ আপু।

  • @Jhilmil_Bangla_Animation
    @Jhilmil_Bangla_Animation 4 місяці тому +2

    Thanks a bunch vaia!
    It was so helpful&authentic biriyani recipe.
    I cooked it today following ur recipe and it was so Perfect&yummy!🥹 💥🥘💥

  • @bannyhoews9802
    @bannyhoews9802 Рік тому +11

    আস্ সালামু আলাইকুম,, ভাইয়া সেই লোভনীয় স্বাদ হয়েছে,, লোভ লেগে গেল,,,

  • @Lishahira463
    @Lishahira463 Рік тому +3

    খিচুড়ির মতো মনে হচ্ছে গোশ খিচুরি। তবে shortcut ঝাল বিরিয়ানি any way Thank so much

  • @rinaahmed7300
    @rinaahmed7300 Рік тому +12

    দারুণ মজার হবে খেতে। অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর বিরিয়ানির রেসিপি দেওয়ার জন্য।

  • @dr.tehminaghafur8955
    @dr.tehminaghafur8955 9 місяців тому

    Bhai apni 2 cup chale 4 cups water and 1 cup milk dilen naki water ar milk Mille 4 cups use korechen; Karon 5 cups water and milk hole chal hole jabe na? Plus mangsho te o jhol ache

  • @mdjunayed2135
    @mdjunayed2135 Рік тому +6

    Notification pawa matroi chole ashlam🥰🥰

  • @khoyrulislam7028
    @khoyrulislam7028 Рік тому +2

    ভাইয়া দয়া করে রেডিমেইড বিরিয়ানির মসলা দিয়ে কিভাবে চিকেন,বিফ বিরিয়ানি রান্না করব তার রেসিপি দিয়েন প্লিজ।

  • @afroseakter3979
    @afroseakter3979 Рік тому +6

    আসসালামু আলাইকুম ভাইয়া।
    অসাধারণ বিরিয়ানি রান্না হয়েছে।খুবই লোভোনীয়।
    ভাইয়া আপনার ও আপনার পরিবারের জন্য অনেক অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল।

  • @abulhasnat7645
    @abulhasnat7645 Рік тому +7

    দেখেই মনে হচ্ছে একটা মজাদার বিরিয়ানি রেসিপি। আমি নিজে রান্না করব ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই।

  • @MDAnabil-i2u
    @MDAnabil-i2u Рік тому +6

    ভাইয়া আপনি বিরিয়ানীটা দেখে জিভে জল এসেছে, বিরিয়ানি অসাধারণ হয়েছে

  • @MohamodAbdulla-nn4ee
    @MohamodAbdulla-nn4ee 8 місяців тому +1

    আসালামু আলাইকুম স্যার কেমন আছেন? আপনার কাছে একটা প্রশ্ন আপনি মসলা বেলন্ডার করছেন স্যার যদি মিক্স মসলা ব্যবহার করি এমন হবে কি প্লিজ স্যার আপনার উত্তর এর অপেক্ষায় রইলাম প্লিজ 👏👏👏

    • @TheRosui
      @TheRosui  8 місяців тому

      ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন ? রেডি মিক্স মসলা ব্যবহার করে অবশ্যই বিরিয়ানি রান্না করতে পারবেন। তবে যদি নিজে মসলা তৈরি করে নেয়ার ব্যবস্থা থাকে সেইক্ষেত্রে নিজেই বানিয়ে নেবেন। কারণ নিজে ফ্রেশ মসলা গুড়ো করে নিলে সেটার ফ্লেভার টা হবে সেই!
      ধন্যবাদ ভাই

  • @Ssoumee
    @Ssoumee Рік тому +3

    Darun hoyese vaia.
    Vaia beef rannar korai ta r birani rannar korai tar size koto cm?

  • @ShahinAhmed-zf8nz
    @ShahinAhmed-zf8nz Рік тому +2

    Badamta keno anamot dilen buzlam na

  • @sadiadeepa8267
    @sadiadeepa8267 Рік тому +2

    বলক আাসার পর চাল দিয়ে দিলে চাল কাঁচা থেকে যায়।এটার সমাধান চাই প্লিজ

    • @TheRosui
      @TheRosui  Рік тому

      সমাধান একটাই সেটা হলো তাপমাত্রা মেইনটেইন করে পারফেক্ট ভাবে দমে রাখা।

  • @mdmintumridha6392
    @mdmintumridha6392 Рік тому +1

    ভাইয়া আপনার বিরানী পাকের সেন্ট আমি মোবাইলের সামনে থেকে পাচ্ছি আপনার বিরানী রেসিপি খুবই ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @saplachy26
    @saplachy26 Рік тому +2

    কুরবানির মাংস দিয়ে চেষ্টা করে দেখব। ইনশাআল্লাহ

  • @Iiiiiiayaaaaa
    @Iiiiiiayaaaaa Рік тому +2

    Vaiya apnr ranna khub valo lage ami apnr video dekhe ranna kori. Ami polao ranna korle kokhonoi piyaz deina. Valoi lage

  • @farhanarani
    @farhanarani 3 місяці тому

    ভাইয়া যদি গোলাপ জল না দেয়। তাহলে কোন সমস্যা হবে

  • @cantondominiccorraya2804
    @cantondominiccorraya2804 Рік тому +1

    বিরিয়ানির মধ্যে আলু কৈ? আলু ওতো দিতে হয় মনে হয়।

    • @TheRosui
      @TheRosui  Рік тому

      সাধারণ বিরিয়ানিতে সাধারণত আলু ব্যবহার করা হয়না। এটা টোটালি ঐচ্ছিক। কাচ্চি বিরিয়ানিতে আলু ব্যবহার করা হয়। তবে কেউ চাইলে আলু ব্যবহার করতে পারবেন।
      ধন্যবাদ

    • @sadiadilshad6437
      @sadiadilshad6437 9 місяців тому

      Ashol briyani te aalu hoina

  • @RinaRina-th4rm
    @RinaRina-th4rm Рік тому

    আপনি কি মরিচের গুড়া দেন এতো ভালো রং হয় বলবেন প্লিজ

  • @salmasultana3721
    @salmasultana3721 3 місяці тому +1

    দারুন রেসিপি, আমিও সেইম পদ্ধতিতে বিরিয়ানি রান্না করি, মসলার মধ্যে শুধু মৌরিটা দেই না বাকি মসলা গুলা দেই।

  • @RepairMaster57
    @RepairMaster57 9 місяців тому +1

    ভাই আপনার চ্যানেলে একটা ব্রয়লার বিরিয়ানী ভিডিও পেলাম না।

    • @TheRosui
      @TheRosui  9 місяців тому

      ua-cam.com/video/rmNJdnqoQWM/v-deo.html

  • @MdAtikurRahman-q1b
    @MdAtikurRahman-q1b Рік тому +1

    আচ্ছা টক দই না থাকলে মিষ্টি দই দিয়ে রান্না করা যাবে

    • @teresatourism2140
      @teresatourism2140 11 місяців тому

      Jabe tobe duta lebu chipria rosh ta dia diben ar kono chini diben na ranna te.

  • @niazmorshed8278
    @niazmorshed8278 Рік тому +7

    অসম্ভব সুন্দর 😮😮😮 এবং সেইসাথে লোভনীয়,,, অস্তির এক রেসিপি ভাই😊😊😊😊

  • @rehenaakter1871
    @rehenaakter1871 21 день тому +1

    আমি তোমার রান্না ফলো করে রান্না করি
    খুব ভাল হয় রান্না
    চিকেন সসেজ রেসেপি দিলে ভাল হত
    আমি আর কারো রান্না ফলো করতে চাই না

    • @TheRosui
      @TheRosui  21 день тому

      আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো রেহেনা আপু। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার চাওয়া রেসিপি টা দিব।
      ধন্যবাদ আপু

  • @khannaiem7149
    @khannaiem7149 11 місяців тому

    কতটুকু চালে কতটুকু পানি হবে এটা তো ক্লিয়ার করলেন না???

  • @mdalmaruf-n1o
    @mdalmaruf-n1o Рік тому +1

    আপনার বাসা কি গাংনী, মেহেরপুর?

  • @iftarif3747
    @iftarif3747 Рік тому +4

    আজ আর ভিডিও দেখাবোইনা,
    দেখলেই খেতে মন চাইবে।।
    ভাই এক্সট্রা বিরিয়ানির হবে? রাতে আসবো?

    • @hdjsjsikskksksjsii3600
      @hdjsjsikskksksjsii3600 Рік тому

      খুব সুন্দর লাগছে খুব সহজে তৈরি করে দেখালেন

  • @ferdousibegum1039
    @ferdousibegum1039 3 місяці тому +1

    I cooked today .As like your receipt.

  • @dr.sultanaahmad9502
    @dr.sultanaahmad9502 9 місяців тому +12

    চমতকার এত সুন্দর বিরিয়ানী রান্না
    এত সহজ করে শিখিয়ে দেয়ার জন্য
    ধন্যবাদ !!!!!

    • @TheRosui
      @TheRosui  9 місяців тому

      আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো। দোয়া করবেন আমার জন্য

  • @thearba9421
    @thearba9421 Рік тому

    Apni moshla kom khan,amra eto kom moshla dei na..dhakaiya, noakhali oncholer manushra moshla ta beshi khay.onek beshi dudh diyechen ato dudh dile mishti mishti lage..

  • @HoshnearaShapla
    @HoshnearaShapla 2 місяці тому

    আপনার রান্না দেখলাম,দুধ দেওয়া হয় মাংস ও ভাতের কালা সাদা রাখার জন্য। আমি কখনো শুক্না মরিচ গুড়া দেইনা, সাদা গোল মরিচ ও কাচা মরিচ দেই।মাংস রান্না হয়ে গেলে এক চামচ কাচা ঘি ও কেওড়া গোলাপ জল চা চামচের এক চামচ, এক কেজি মাংসে খাটে।২ মিনিট ঢেকে রাখি। হাতে তৈরী মসলা দিয়ে রান্না করলে করলে বেশি মজা হয়।শাহী জিরা ব্যবহার করি।জায়ফল, জয়েত্রী,পোস্তদানা বাদাম, সাদা গোল মরিচ,শাহী জিরা শাহী এলাচ এগুলি পেষ্ট করে রান্না করি।তেজ পাতা,লবঙ্গ, এলাজ,দারুচিনি,কালো গোল মরিচ আস্ত দেই।একবার এভাবে রাধুন।অনেক টেষ্ট পাবেন।

  • @FarjanaNipa-xm2gn
    @FarjanaNipa-xm2gn 10 місяців тому

    Vaia ada rosun kom besi hole ki biriyanita pansey hobe?

  • @jjhonolulu4230
    @jjhonolulu4230 Рік тому +2

    Aj shikhlam golap jol o keora jol er bebohar. Big thanks. Onek Darun hoyeche vaiya kena mosholla use koren ny.

    • @TheRosui
      @TheRosui  Рік тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ফিডব্যাক দেয়ার জন্য।

  • @sahinafaruk4203
    @sahinafaruk4203 Рік тому +3

    Masaallah,Allah Pak apnak onk valo rahkuk,apnar Teke onk kicu shikte pari , insaaallah Ami try krbo

  • @muhammadzain3492
    @muhammadzain3492 Рік тому +1

    Packet moshla diye kmon hobe,amra to malaysia thaki so eto amader hoy na ,

  • @uzzalsardar6823
    @uzzalsardar6823 3 місяці тому +8

    পানি , চাউল ও দুধের রেসিও টা বোধগম্য হলো না!!

  • @AmlokiSmn-iv4pt
    @AmlokiSmn-iv4pt Рік тому +7

    আরও ভালোভাবে শিখে নিলাম,, ভালো লাগলো।

  • @taniatania1385
    @taniatania1385 Рік тому +8

    আসসালামু আলাইকুম ভাইয়া অনেক সুন্দর হয়েছে কিন্তু পানির পরিমান টা বুঝতে পারলাম না

    • @bayzidsarker5295
      @bayzidsarker5295 Рік тому

      Jototuk chal diben tar jonno der theke double pani diben

  • @MdMd-ei8ox
    @MdMd-ei8ox Рік тому +1

    আপনি অতিরিক্ত তেল ব্যবহার করেন

  • @soniasultana5167
    @soniasultana5167 5 місяців тому

    দুই কেজি। চাউলের জন্য মসল‍্যা কতটুকু দিতে হবে

  • @allishere7363
    @allishere7363 Рік тому +2

    panir ratio ta bole dile bhalo hoto

  • @bappibarman609
    @bappibarman609 Рік тому +1

    মাংসের মধ্য তেল দেওয়া দেখালেন না যে?

  • @momskitchen017
    @momskitchen017 Рік тому +5

    দারুণ লোভনীয় হয়েছে বিরিয়ানি 😋😋

  • @mdsalahuddin6379
    @mdsalahuddin6379 Рік тому +2

    পাকাচ্ছি বউ ঘুমাচ্ছে 😄

  • @basudebbhanja1144
    @basudebbhanja1144 Рік тому

    Moist biriyani korte hole ki করতে hobe biriyani dry hoi jai?

  • @AbdulAwal-mf8mi
    @AbdulAwal-mf8mi Рік тому

    ভাইয়া হাপ কেজি মাংস দিলে কতটুকু মসলা দিবো। একটু বলে দিবেনপ্লিজ

  • @habibadanceclub8885
    @habibadanceclub8885 Рік тому +18

    ❤❤ আলহামদুলিল্লাহ খুব লোভনীয় হয়েছে ভাইয়া ❤❤

  • @hosnearamahfuza1151
    @hosnearamahfuza1151 Рік тому

    Gorur mather mangsho ranna dekhan bhaia please

  • @khadizatulqubra549
    @khadizatulqubra549 6 місяців тому

    আর কোন ফর্মুলা ছিলোনা মিশানোর জন্য। এ্যাতো এ্যাতো আইটেম মশলার,,,বড়লোক্স রান্না 😅

  • @OrinMom
    @OrinMom 5 місяців тому +1

    আমি নোয়াখালি থেকে বলচি ভাইয়া আপনার সব রান্না আমার কাচে ভালোলাগে

  • @BilkisPervin-q4i
    @BilkisPervin-q4i 24 дні тому +3

    অনেক অনেক মজার হয়েছে ভাইয়া বিরানি টা । আমি খামু

  • @Chinabatteryshop1357
    @Chinabatteryshop1357 Місяць тому

    কতটুকু চাউলের জন্য কতটুকু পানি দিতে হবে। অনেক সময় দেখা যায় মাংসের সাথেও কিছু ঝোল থাকে সেক্ষেত্রে পানি ব্যবহারের নিয়মটা যদি বলেন।

  • @sanjidassong
    @sanjidassong Рік тому +2

    Assalamualaikum

  • @shahanashaheed6342
    @shahanashaheed6342 4 місяці тому

    Ami o a vabei ranna kori sobai amar ranna khub lke kore .

  • @MdRubel-qn8ri
    @MdRubel-qn8ri 5 місяців тому +1

    আপনার রান্না দেখেই আমি রান্না করি অনেক ভাল লাগে আমার বাচ্চা রা পছন্দ করে ❤

  • @sohijuddin6067
    @sohijuddin6067 6 місяців тому +2

    আমি Try কৰে নিব

  • @NeelProjapoti1day
    @NeelProjapoti1day 7 місяців тому +1

    Apnar recipi dekhe koyekta ranna sikhechi...akhon jai ranna korte jai age apnar recipe khuuji....onek onek dhonnobadh apnake ato shundor recipi ato sojoj vabe dekhanor jonno...allah apnake nek hayat dan koruk..❤❤❤

  • @yeakubalirone4612
    @yeakubalirone4612 Рік тому +2

    মাশাআল্লাহ, এ শিক্ষনীয় বিরিয়ানি
    রেসিপি টি অনেকেরই উপকারে আসবে,যা কিনা একটি এবাদতের সওয়াব পাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    • @TheRosui
      @TheRosui  Рік тому

      আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ.....

  • @roushanthankyousomuchselin8999

    May Allmighy SWT BLESS YOU WITH HIS BOUNTIES. LOVE 😍 💖 ❣ 💕

  • @AfrinKobir-fl5uw
    @AfrinKobir-fl5uw Рік тому +1

    Wonderful , Wonderful, Wonderful vaiya apner racipe....amar to briani kabar eccah aro bara galo.l love biriany ar amon akta racipi onek din dora kojjilam moner moto jast.Thanks

  • @shajibulhasan401
    @shajibulhasan401 Рік тому +1

    তেমন একটা ভালো হলো না ভাইয়া।

  • @selinachowdhury1928
    @selinachowdhury1928 11 місяців тому

    Assalamualaikum bhai
    Where can I find this patil that you use? Thank you.

  • @entertainmentalltime96
    @entertainmentalltime96 Рік тому +2

    আলহামদুলিল্লাহ আমি বানালে এর থেকেও বেশি ঝরঝরে হয়

  • @IsratJahan-tz6dt
    @IsratJahan-tz6dt Місяць тому +1

    Ato kicu dile biriyani khete vlo lagena

    • @TheRosui
      @TheRosui  Місяць тому

      আপু বিরিয়ানি হলো শাহী খাবার। এর যা উপকরণ সেটাতো দিতেই হবে তাইনা 😊

  • @habiburrahaman1718
    @habiburrahaman1718 7 місяців тому

    মাংস দিলেন কম, এখন আবার মাংস হয়ে গেল বেশি কাহিনী টা কি!!!

  • @samimasamima6580
    @samimasamima6580 Рік тому +3

    আনেক৷ সাধের৷ বিরানী ভাইয়া

  • @deathdealerliteyt4012
    @deathdealerliteyt4012 Рік тому

    মোটেই এটা বিরিয়ানি না
    India তে এটা কে খেচুরি বলে

  • @sumaiyayeasmin1810
    @sumaiyayeasmin1810 3 місяці тому +1

    বিরিয়ানির মসলা ব্যবহার করবেন না

  • @AnjuManara-me4us
    @AnjuManara-me4us Рік тому

    হ্যা টেষ্টফুল ঠিকই কিন্তু প্রচুর ব্যয়বহুল।

  • @mdsalahuddin6379
    @mdsalahuddin6379 Рік тому +1

    ভাইয়া কতো কেজি মাংশের জন্য কতো কেজি চাল দরকার।

  • @nipamoni6226
    @nipamoni6226 Рік тому +4

    Masha Allah, onk sundor hoyese❤

  • @siddikakhatun2498
    @siddikakhatun2498 11 місяців тому

    মাংস তে দুধ দিলে শরীরে কোন ক্ষতি হবে না
    Please একটু জানাবেন

  • @MdMahfuj-n9s
    @MdMahfuj-n9s 2 місяці тому +1

    Osadaron,,,

  • @altafh0ssainbakulbakul827
    @altafh0ssainbakulbakul827 11 місяців тому

    কাচ্চি বিরিয়ানিতে কওড়ার জলই ব্যাবহার করতে হয়।

  • @zummukhan4013
    @zummukhan4013 11 місяців тому +1

    Thank you Nice cooking

  • @MahbubaAkhter-x9d
    @MahbubaAkhter-x9d Рік тому +2

    ❤❤❤মাশাল্লাহ আপনার রান্না গুলো বিরানি রান্না গুলো অনেক সুন্দর হয়েছে এতে মন চাইছে ভাইয়া অনেক সুস্বাদু মনে হচ্ছে ❤❤❤

  • @azmmoazzemhossain3499
    @azmmoazzemhossain3499 Рік тому +9

    রসুইকে অনেক অনেক ধন্যবাদ এমন সহজ বিরিয়ানীর রেসিপির জন্যে।

  • @thearba9421
    @thearba9421 Рік тому +1

    Vai beef burger banay dekhan

  • @sultanarazia9779
    @sultanarazia9779 Рік тому +1

    Apnar (hand) hat kub sundor,tai ranna o moja hoy

  • @MuhammadSuad
    @MuhammadSuad 3 місяці тому

    Amke aktu den vai bonke khete

  • @helalhossain040
    @helalhossain040 5 місяців тому

    বাবুর্চি ভাইয়া মাংস টা নরম করার জন্য যায়ফল use করতে পারতেন 🙏❤

  • @JubairAhmad-ux2or
    @JubairAhmad-ux2or 8 днів тому

    গোশত রান্না যতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা তত সুন্দর হয়নি।

  • @nehrumariya1456
    @nehrumariya1456 Рік тому +4

    Onk mojar hbe😋😋

  • @arin5607
    @arin5607 Рік тому +3

    সেই স্বাদ, এত স্বাদ কে🤟🤟🤟