আমার বয়স বেশি নয়? কিন্তু আমি তার দু একটা ছবি দেখেই তার ভক্ত হয়ে গিয়েছিলাম। অপূর্ব এক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন তিনি। অসাধারণ অপূর্ব তার অভিনয়।
কি সুন্দর ব্যাখ্যা। তুলনা হয় না। এই কালজয়ী নায়ক ও নায়িকা চিরকাল বাঙালী র মনে বিরাজ করবে। এদের দুজনের এত সুন্দর বোঝা বুঝি ভাষা য় প্রকাশ করা যায় না। অমর রহে। ধন্যবাদ
ভারতীয় চলচিত্র জগতে রোমান্টিক প্রেমিক প্রেমিকার চরিত্রের অভিনয়কে উত্তম-সুচিত্রা যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার সমকক্ষ রোমান্টিক জুটি হিসাবে আজও সেই উচ্চতায় কেউ পৌঁছাতে পারেনি । যদি বাস্তবে তারা পরিণয় সুত্রে আবদ্ধ হতেন তবে সধারণ জনগন যে শ্রদ্ধার চোখে এই জুটিকে সন্মান করেন সেই সন্মান তারা পেতেন কিনা সন্দেহ আছে - এর প্রামান্য উদাহরণ অন্যত্র আমরা দেখেছি ।
উত্তম সুচিত্রার জুটিকে আমি কোনো দিন অন্তর থেকে মুছতে পারবো না? ওদের যতো গুলো বই দেখেছি প্রতিবার খুবই কষ্ট পেয়েছি ও কেঁদেছিলাম কেনো জানি না কোথাও অবুঝ মনে হয়ত দুজনের অভিনয় আমার মনে খুব খুব দাগ কেটে যেত। করমুক্ত বই পথে হলো দেরি,হারানো সুর,ওগো বধূ সুন্দরী এগুলি যখন দেখতাম বাস্তবের সঙ্গে তখন এতো মিল খুঁজে পেতাম যে সে ভাষায় ব্যাখ্যা করা যায় না। আজও কোনো উওমসুচিত্রার বই চোখে পড়লে চোখ ফেরাতে খুবই কষ্ট লাগে বলে তা বোঝাতে পারবো না। তাই ওনাদের দুজনের অভিনয় কে আমি স্যালুট জানাই আন্তরিক ভাবে আর দুজনের জুটি হিসেবে ভাবতে খুব ভালো লাগে কিন্তু ওদের ব্যক্তি গত কোনো কিছু নিয়ে ভাবতে ভালো না হয়তো অনেক কিছু কানে আসে কিন্তু সেগুলো ভুলে থাকি। ঘটনাটি পরিবেশন করার জন্য এই চ্যানেলকে অশেষ ধন্যবাদ ।
@@shownisarkar5365 Mam,আপনি তো আমাকে বেশ বিপদে ফেলে দিলেন। তেমন কিছু জানি না বা আর মনেও নেই । কারণ বহু দিন হয়ে গেল এই নিয়ে পড়াশোনা বা কোনোরকম আলোচনা আর হয় না বিশ্বাস করুন? তবে এই টুকু বলতে পারি আপনি বাকিটা বুঝে নেবেন শ্রদ্ধেয় মহানায়ক মহা নায়িকা কে নিয়ে একটু আধটু ইচ্ছে করেই হোক বা জাগতিক নিয়মেই হোক আগ্রহ দেখাতেন কিন্তু অন্যদিকে সম্পূর্ণ নীরবদর্শক। তারপর আর কিছু বলতে পারবো না দয়াকরে এই রকম প্রশ্ন না করাই শ্রেয়। মাপ করবেন। ধন্যবাদ।
সারা পৃথিবীতে এরকম জুটি কখনো ছিলনা আর কখনও হবেনা।আমার এখন সত্তর । ছোটোবেলায় বাবা মারা কোলে বসে রিক্সা করে তখন হলে ছবি দেখতে গিয়েছি তখনও তাঁরা বলতেন এই জুটির কথা আমরা ও জুটি বলতে জানতাম এদের কথা।মনে পড়ে গ্যালো জীবনে একই ছবি পরপর দুটো শোয়ে দুটো ছবি দেখেছি একটা হলো রাজলক্ষ্মী শ্রীকান্ত এবং অশনিসংকেত। অদ্ভুত এক ভালোলাগা ছিল।পরে আমার ছেলে মেয়ে র বয়সী ছেলে মেয়ে রাও এইজুটিকে পছ্ন্দ করে।আমার মনে হয় এখনকার দৃষ্টি ভঙ্গি অনুযায়ী অনেক ন্যাকামি থাকা সত্ত্বেও এক চিরন্তন ভালবাসা এই জুটির মধ্যে পাওয়া যায়, পাওয়া যায় শিল্পের প্রতি এক মহৎ সততা।আর এই জন্যই এরা এতো সফল। আগামী প্রজন্মের কাছেও এরা থাকবে এক অনবদ্য জুটি হয়ে।
shundor. হা খুব করুন। আমি এই জুটিকে চিনি তাদের অভিনয় শুরুর বা একজনের প্র্যাতএর অনেক অঙ্ক যুগ পরে যখন আমি হল্যান্ডের নাগরিক , বাঙ্গালির স্পন্দন আজ ও বুকে স্পন্দিত হয় , বাংলার প্রতি অকিত্রিম ভালো বাশা আর তাই তাদে রকে চিনেসি তাদের শব পুরনো ফিল্ম আমি দেখেছি । আর এখন কার বাঙালিরা ও বেহসি দিন বাচে না , দুঃখজনক ,
আপনার উপস্থাপন া কথা ভাষায় প্রকাশ করা যায় না। মনে হচ্ছে এখন ও তারা জীবিত। কি সুন্দর ব্যাখ্যা। অফুরন্ত বিদ্যার ভান্ডার এর অধিকারী। ভগবান আপনারকে সুখী রাখুন। ধন্যবাদ
তাঁরা দুজন নিজেরা নিজেদেরকে ঠকিয়েছেন। তাঁরা একে অপরকে গভীর ভাবে ভালোবাসতো, কিন্তু সামাজিক বিধিনিষেধের কারনে প্রেমকে দাম্পত্য বন্ধনে আবদ্ধ করতে ব্যার্থ হয়েছে। যার ফলে নিজেরা কষ্ট পেয়েছেন আর অগনিত ভক্তকেও কষ্ট দিয়ে গেছেন।
বাংলাদেশে সার্ফ গেমস কতো সালে অনুষ্ঠিত হয়েছিল মনে করতে পারছি না, আমি তখন ছোট, ক্লাস ফোর বা ফাইভে পড়ি। সেই সময়ে উত্তম কুমার এবং সুচিত্রা সেন এর কয়েকটি ছবি দেখেছি এবং তখন থেকেই তাদের দুজনকে ই মনে প্রাণে গেঁথে নিয়েছি । তাদের নিয়ে কিছু বলার দুঃসাহস আমার নেই । শুধু ভালবাসি ভালবাসি এবং ভালবাসি ❤🙏🇧🇩
খুব ছোটবেলায় "বাঘ বন্দী খেলা" দেখে মনে হয়েছিল যে উত্তম কুমারের থেকে বদমাশ লোক পৃথিবীতে আর নেই, তখন তো জানতাম না যে ওটা আসলে অভিনয়, ...... শুধু অভিনয় নয়, স্টাইল অ্যাটিটিউড এবং অসাধারণ ব্যক্তিত্বের সম্রাট ছিলেন উত্তম কুমার 🙏🙏🙏।
উত্তম সুচিত্রা অসাধারণ বললে অনেক কম বলা হবে, বলতে হবে এক অবিস্মরনীয় জুটি যার তুলনা শুধুই উত্তম-সুচিত্রা। বর্তমান ৭১ বছর বয়সে, আমার দেখা ওই অভিনয়, ওই হাসি, কি নয়-য়, আর কাহারো কাছে পাইনি। উভয়কে শত কোটি প্রণাম।
At hat time Suchitra Sen said Silence is more eloquent than speaking anything.Let us convey our heart-felt respect to God,s immortal creation,Uttam -Suchitra, inthe world of acting.
They were icons not only in one dimension (acting and beauty), but in multiple dimensions. For example style, manners, pronunciation, personality, setting new trend and may be many more. What an unique creation !!!
By whose divine grace our sweet Bengali language is being caricatured to follow English pattern of sentences and syllables, though Hindi is being kept in it's native format. Wonderful .
উত্তমকুমার অনেক অভিনেত্রীর সাথেই অভিনয় করেছেন। তা৺দের অনেক ই দক্ষ শিল্পী ছিলেন। তবুও সুচিত্রা সেনের সাথে সিনেমাগুলি যেন আলাদা মাত্রা যোগ করতে। অবশ্য ই চিত্রনাট্যকার, পরিচালক মেকআপ আর্টিস্ট ওনাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ এই জুটির ম্যাজিকাল হয়ে ওঠার পিছনে। উত্তমবাবু ও সুচিত্রা দেবীর অভিনয় ছাড়াও। কেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সব উপন্যাস এর ওপর এই জুটিকে নিয়ে সিনেমা হয়নি, ওনাদের যুবা পর্যায়ে, আফশোস থাকবে। আসলে শরৎচন্দ্র মহাশয়ের সব উপন্যাস এই নায়িকা ই ইয়ং এজ এর গল্প।
Not only Suchitra Sen, but also,so many actress acted with Uttamkumar ! May be, mon kerechhilo ai juti... Uttam-Tanuja, Uttam-Sabitri...kom romantic chhilo na ! Anyway, only 54 te akta birat pratibha ke Amra hariyechhi ! Uttamkumar holo Akta Industry ! Ja amader beche thakte help korbe ! Hats off Mahanayak !
@@dipayanda offscreen eder modhye konorup prem chhilo na. 30 ti movie kore era PRITHIBIR sera juti. Maya mamta howya Swabhabik. Sekhan thekei hoytoh ei kotha guli SUCHITRA SEN bolechhen. Tobe Ami ekjon SUCHITRA SENER bokto ,Sei sutre Onake niye lekha boi guli kine ami pori. Amitabho chowdhory Reporter+ sahityik chhilen Ananda Bazar potrikar . Uttambabu mara jan jedin ,uni anek chesta koreo kintu SUCHITRA SENKE pan ni ba SUCHITRA SEN kotha bolen ni. Uni sedin Kono sakkhatkar den ni. Porborti kaale Amitabho chowdhory MoonMoonke dhore SUCHITRA SEN abodhi pouchhan. Pore Amitabho chowdhory ebong SUCHITRA SENER bhalo bondhutto hoy.Eder lekha boi pore jototuku jante perechhi tate mone hoy SUCHITRA SEN-UTTAM KUMAR er modhye prem antoto chhilo na.
@@shownisarkar5365 পুরোপুরি সহমত। তবে মানুষের মন তো। আর সুচিত্রা সেনের মতন নিজেকে আড়াল করে রাখতে পারা মানুষ খুব কমই আছেন। তাই হ্যা বা না কোনটাই হয়ত নিশ্চিত করে বলা যায় না।
Eder somporko ta kintu Platonic. Jake bole "নিকষিত হেম, কাম গন্ধহীন". Supriya Debi r ei interview ta dekhun, ua-cam.com/video/KnLm5-X_Nzo/v-deo.html. It has two parts.
They had excellent on screen chemistry. Suchitra looked more at ease. They were good friends. But many people believe that there was no affair between them.
👌যুগ সংকলনে সতত মানুষের হৃদয় জয়ী এই কথাসাহিত্যিক ও চিত্রশিল্পীদ্বয় এক অমর মহাকাব্য সৃষ্টি রেখে গেছেন; যাঁদেরকে মহাকালের প্রতিফলিত স্মৃতিচিত্রেও মানুষ শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতায় অনুভব করবে !!! 💝🌹🌺🏵🌻🌷
There is a mistake happened in your comment where you have told that Mahanayak Uttam Kumar was not Get justification which is not correct.He is an evergreen Nayak of both Bengali and Hindi movies.
No, mistake is somewhere else, that, when Mrs Sen was about turned to back home, then Uttam's wife didn't request her to place the rajanigandha garland on her neck, but Tarun Kumar's wife Subrata was requested Mrs Sen the same, as I have known from an interview, god knows who's correct
আমার বয়স বেশি নয়?
কিন্তু আমি তার দু একটা ছবি দেখেই
তার ভক্ত হয়ে গিয়েছিলাম। অপূর্ব এক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন তিনি। অসাধারণ অপূর্ব তার অভিনয়।
মহানায়ক উত্তম কুমার সুচিত্রা সেন কে শতকোটি প্রণাম, পৃথিবী যতদিন থাকবে, ততদিন মানুষের মধ্যে বেঁচে থাকবে , ভালো থাকো পরপারে,
কি সুন্দর ব্যাখ্যা। তুলনা হয় না। এই কালজয়ী নায়ক ও নায়িকা চিরকাল বাঙালী র মনে বিরাজ করবে। এদের দুজনের এত সুন্দর বোঝা বুঝি ভাষা য় প্রকাশ করা যায় না। অমর রহে। ধন্যবাদ
উত্তম সূচীত্রা পরস্পরকে ”যতো ভালোসতো" পৃথিবির কোনো ''প্রেম” কাহিনির নায়ক নায়িকার অ্যাতো "ভালোবাসা'' ছিলোনা - কিন্তু তাদের ভালোবাসার সার্থকতা সেখানে "তাদের ভালোবাসায় মিলনের কোনো চিহ্ন নেই" - সম্ভবও ছিলোনা - উভয়েই ছিলেন "অভিনয়'" পুর্ব বিবাহিত -
,উওম কুমার এবং সুচিত্রা সেনের অসাধারণ জুটি এবং হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এবং সন্ধ্যা রায় এদের মধ্যে অসাধারণ মিল ছিল অভিনয় ও গানের কথায় ধন্যবাদ
I do agree. God may keep them in peace.
এমন মহানায়ক মহানায়িকা আর হয়তো আসবে না পৃথিবীতে। অপূর্ব সুন্দর এই জুটি। এত বেদনা তাই হয়তো মানুষ মনে রেখেছে।
You have not mentioned what Suchitra Sen had said after the death of Uttam Kumar.
একদমই তাই❤❤❤
😅😅7i8😮
অসাধারণ
সুচিত্রা সেন সঠিক বুঝেছিলেন উত্তম কুমার কে। এঁদের দু'জনের প্রতিভা কে সঠিক ভাবে সত্যি ই ব্যাবহার করা হয়নি'।
🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏
ভারতীয় চলচিত্র জগতে রোমান্টিক প্রেমিক প্রেমিকার চরিত্রের অভিনয়কে উত্তম-সুচিত্রা যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার সমকক্ষ রোমান্টিক জুটি হিসাবে আজও সেই উচ্চতায় কেউ পৌঁছাতে পারেনি ।
যদি বাস্তবে তারা পরিণয় সুত্রে আবদ্ধ হতেন তবে সধারণ জনগন যে শ্রদ্ধার চোখে এই জুটিকে সন্মান করেন সেই সন্মান তারা পেতেন কিনা সন্দেহ আছে - এর প্রামান্য উদাহরণ অন্যত্র আমরা দেখেছি ।
এই ভালবাসার জুটি চির অক্ষয়...চির অম্লান হয়ে থাকবে যুগ-যুগান্তরে। অনেক অনেক ভালবাসা♥♥♥
Dilwar-Sylhet-Bangladesh🇧🇩
!n?
উত্তম সুচিত্রার জুটিকে আমি কোনো দিন অন্তর থেকে মুছতে পারবো না? ওদের যতো গুলো বই দেখেছি প্রতিবার খুবই কষ্ট পেয়েছি ও কেঁদেছিলাম কেনো জানি না কোথাও অবুঝ মনে হয়ত দুজনের অভিনয় আমার মনে খুব খুব দাগ কেটে যেত। করমুক্ত বই পথে হলো দেরি,হারানো সুর,ওগো বধূ সুন্দরী এগুলি যখন দেখতাম বাস্তবের সঙ্গে তখন এতো মিল খুঁজে পেতাম যে সে ভাষায় ব্যাখ্যা করা যায় না। আজও কোনো উওমসুচিত্রার বই চোখে পড়লে চোখ ফেরাতে খুবই কষ্ট লাগে বলে তা বোঝাতে পারবো না। তাই ওনাদের দুজনের অভিনয় কে আমি স্যালুট জানাই আন্তরিক ভাবে আর দুজনের জুটি হিসেবে ভাবতে খুব ভালো লাগে কিন্তু ওদের ব্যক্তি গত কোনো কিছু নিয়ে ভাবতে ভালো না হয়তো অনেক কিছু কানে আসে কিন্তু সেগুলো ভুলে থাকি। ঘটনাটি পরিবেশন করার জন্য এই চ্যানেলকে অশেষ ধন্যবাদ ।
Apnar ki Mone hoy ,Eder modhye konorup Somporko chhilo????? Jodi kichhu janen ba Kono boi e pore thaken ektu bolben????? Nokshalder byaparta ami jantam na .
@@shownisarkar5365 Mam,আপনি তো আমাকে বেশ বিপদে ফেলে দিলেন। তেমন কিছু জানি না বা আর মনেও নেই । কারণ বহু দিন হয়ে গেল এই নিয়ে পড়াশোনা বা কোনোরকম আলোচনা আর হয় না বিশ্বাস করুন? তবে এই টুকু বলতে পারি আপনি বাকিটা বুঝে নেবেন শ্রদ্ধেয় মহানায়ক মহা নায়িকা কে নিয়ে একটু আধটু ইচ্ছে করেই হোক বা জাগতিক নিয়মেই হোক আগ্রহ দেখাতেন কিন্তু অন্যদিকে সম্পূর্ণ নীরবদর্শক। তারপর আর কিছু বলতে পারবো না দয়াকরে এই রকম প্রশ্ন না করাই শ্রেয়। মাপ করবেন। ধন্যবাদ।
এই জুটি যে ভালোবাসার জুটি.. বাঙালির হৃদয়ের জুটি... চিরকালের জুটি.... ❤❤
প্রকৃত ভালোবাসা কখনো হারিয়ে যায় না।এই ভালবাসার মধ্যে থাকে শ্রদ্ধা আর ভালোবাসা।
চারপায়া একটা চেয়ারের যদি দুটো পায়া না থাকে, সেই চেয়ার কি ব্যবহার করা যায় ? বাংলা সিনেমায় দুটি পায়া ছিলেন উত্তম কুমার, -- সুচিত্রা সেন ।
খুব ভাল লাগল।উত্তম কুমার ও সুচিত্রা সেন জুটি আজও অমর হয়ে আছে।
ঠিক দারুন জুটি
@@dipugope706 ০
@@dipugope706 ⁰0⁰
উত্তম কুমার এক ব্যাতিক্রমী নায়ক অন্যদের থেকে আলাদা 👌👌
Uttom Kumar is an exceptional hero who is different from others. It's fact.
সারা পৃথিবীতে এরকম জুটি কখনো ছিলনা আর কখনও হবেনা।আমার এখন সত্তর ।
ছোটোবেলায় বাবা মারা কোলে বসে রিক্সা করে তখন হলে ছবি দেখতে গিয়েছি তখনও তাঁরা বলতেন এই জুটির কথা আমরা ও জুটি বলতে জানতাম এদের কথা।মনে পড়ে গ্যালো জীবনে একই ছবি পরপর দুটো শোয়ে দুটো ছবি দেখেছি একটা হলো রাজলক্ষ্মী শ্রীকান্ত এবং অশনিসংকেত। অদ্ভুত এক ভালোলাগা ছিল।পরে আমার ছেলে মেয়ে র বয়সী ছেলে মেয়ে রাও এইজুটিকে পছ্ন্দ করে।আমার মনে হয় এখনকার দৃষ্টি ভঙ্গি অনুযায়ী অনেক ন্যাকামি থাকা সত্ত্বেও এক চিরন্তন ভালবাসা এই জুটির মধ্যে পাওয়া যায়, পাওয়া যায় শিল্পের প্রতি এক মহৎ সততা।আর এই জন্যই এরা এতো সফল। আগামী প্রজন্মের কাছেও এরা থাকবে এক অনবদ্য জুটি হয়ে।
shundor. হা খুব করুন। আমি এই জুটিকে চিনি তাদের অভিনয় শুরুর বা একজনের প্র্যাতএর অনেক অঙ্ক যুগ পরে যখন আমি হল্যান্ডের নাগরিক , বাঙ্গালির স্পন্দন আজ ও বুকে স্পন্দিত হয় , বাংলার প্রতি অকিত্রিম ভালো বাশা আর তাই তাদে রকে চিনেসি তাদের শব পুরনো ফিল্ম আমি দেখেছি । আর এখন কার বাঙালিরা ও বেহসি দিন বাচে না , দুঃখজনক ,
JoyGuru, উত্তম সুচিত্রা আর নেই, কিন্তু বাঙালির মনে তারা চিরকালই অমর হয়ে থাকবেন।
খুব ভালো লাগলো ঐ Impression টা সঠিক ভাবে তুলে ধরে।
Many Many Thanks thanks.
আপনার উপস্থাপন া কথা ভাষায় প্রকাশ করা যায় না। মনে হচ্ছে এখন ও তারা জীবিত। কি সুন্দর ব্যাখ্যা। অফুরন্ত বিদ্যার ভান্ডার এর অধিকারী। ভগবান আপনারকে সুখী রাখুন। ধন্যবাদ
তাঁরা দুজন নিজেরা নিজেদেরকে ঠকিয়েছেন। তাঁরা একে অপরকে গভীর ভাবে ভালোবাসতো, কিন্তু সামাজিক বিধিনিষেধের কারনে প্রেমকে দাম্পত্য বন্ধনে আবদ্ধ করতে ব্যার্থ হয়েছে। যার ফলে নিজেরা কষ্ট পেয়েছেন আর অগনিত ভক্তকেও কষ্ট দিয়ে গেছেন।
False news
Dev shuvoshri🙂
My no ki byni hu by😂😂😂@@rakhimukerji7937
Hahaha nijei nijer mone golpo banachen. They were good friends only
আমি এতটাই মুগ্ধ যে ভাষায় প্রকাশ করতে পারছি না। অষ্টু চক্রবর্তী।
Khub kasto hocche Uttam-suchitra er jonno.
বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটির কাহিনী শুনে আমার ভীষন ভালো লাগলো।
The legendary duo is unparalled. Hats off to both these Iconic Duo..
সত্যি কথাই বলেছেন উনাদের মতন অভিনেতা আর হবেনা স্বপ্নের জুটি 🙏🙏🙏
উত্তম-সুচিত্রা জুটি কে আমার সশ্রদ্ধ প্রনাম। এনাদের পরবর্তী কোন জুটি বাংলার মাটিতে আর জন্মালো না। এটা বড় দুঃখের
এই জুটি একবারই হয়
চোখে জল এসে যায়,,,
ওরা এমনই আপন জন।
ওদের দুজনার গল্প শুধু শুনতেই ইচ্ছে করে। উত্তম ও সুচিত্রা ওদের দুজনকে অন্তরের অন্তস্তল থেকে প্রনাম জানাই❤️🙏❤️🙏🙏🙏
❤
OKEY
Our sincere respect to both Uttam & Suchitra.
Most lovable cine couple we ever had.
খুব পূরোনো স্মৃতি ...মনে পড়ে গেল
TV
বিরল ঘটনার কথা জানলাম। খুব ভাল লাগলেও মন বিষাদময় হয়ে উঠল
উত্তম সুচিত্রা জুটি বাংলা সিনেমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলো। এঁদের অবর্তমানে বাংলা সিনেমায় ধ্বস নেমেছে।
অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
দুজনেই একসাথে খুবই প্রিয় ব্যাক্তিত্ব ❤️❤️
বাংলাদেশে সার্ফ গেমস কতো সালে অনুষ্ঠিত হয়েছিল মনে করতে পারছি না, আমি তখন ছোট, ক্লাস ফোর বা ফাইভে পড়ি।
সেই সময়ে উত্তম কুমার এবং সুচিত্রা সেন এর কয়েকটি ছবি দেখেছি এবং তখন থেকেই তাদের দুজনকে ই মনে প্রাণে গেঁথে নিয়েছি ।
তাদের নিয়ে কিছু বলার দুঃসাহস আমার নেই ।
শুধু ভালবাসি ভালবাসি এবং ভালবাসি ❤🙏🇧🇩
খুব ছোটবেলায় "বাঘ বন্দী খেলা" দেখে মনে হয়েছিল যে উত্তম কুমারের থেকে বদমাশ লোক পৃথিবীতে আর নেই, তখন তো জানতাম না যে ওটা আসলে অভিনয়,
...... শুধু অভিনয় নয়, স্টাইল অ্যাটিটিউড এবং অসাধারণ ব্যক্তিত্বের সম্রাট ছিলেন উত্তম কুমার 🙏🙏🙏।
এ জুটি চির অম্লান হয়ে হয়ে থাকবে!!
Really sad story. I have no other language to explained. God blessed their Spirit. I pray.
খুব ভালো লাগলো সাক্ষাৎকারটা 👌👌👌
উত্তম সুচিত্রা অসাধারণ বললে অনেক কম বলা হবে, বলতে হবে এক অবিস্মরনীয় জুটি যার তুলনা শুধুই উত্তম-সুচিত্রা। বর্তমান ৭১ বছর বয়সে, আমার দেখা ওই অভিনয়, ওই হাসি, কি নয়-য়, আর কাহারো কাছে পাইনি। উভয়কে শত কোটি প্রণাম।
Ashok Behra, Delhi - The Legends never die. They are immortal.
Excellent delivery of speech. Lot of thanks remained on you. Thanks...
Heart rendering.
Both were greats.That's all.
আজ মহা নায়িকার মহা প্রয়াণ দিবসে ওনাকে আমার শত শত কোটি প্রণাম।❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
আপনি ভালো আছেন?
@@GyanChakkhu হ্যাঁ ভাল আছি। আপনারাও ভাল থাকবেন। সাবধানে থাকবেন।
At hat time Suchitra Sen said Silence is more eloquent than speaking anything.Let us convey our heart-felt respect to God,s immortal creation,Uttam -Suchitra, inthe world of acting.
1
Unparalleled duo in the realm of romantic world.... Unrivalled, transcending all barriers and nations
উত্তমকুমার আর সুচিত্রা সেন
সকলেই এনাদের ছবি দেখতে ভালবাসেন!
👌👏👏❤👍😊👏👏☝👌👏👏
খুব সুন্দর লাগলো , উত্তম কুমার ও সুচিত্রা সেন আজ ও আমাদের কাছে অমর হয়ে আছেন এবং থাকবেন ওনাদের জুটি কে ভালো রায় না
They were icons not only in one dimension (acting and beauty), but in multiple dimensions. For example style, manners, pronunciation, personality, setting new trend and may be many more. What an unique creation !!!
মুহূর্তও গুলি যেনো ছবির মত।,।।চোখে জল এলো।।
অাপনি ভীষণ সুন্দর করে কথা বলেন.... অসাধারণ...
সত্যিকারে খুব সুন্দর জুটি ❤️💛
উত্তম সুচিত্রা জুটি চিরঅমর❤️❤️
By whose divine grace our sweet Bengali language is being caricatured to follow English pattern of sentences and syllables, though Hindi is being kept in it's native format. Wonderful .
উত্তমকুমার অনেক অভিনেত্রীর সাথেই অভিনয় করেছেন। তা৺দের অনেক ই দক্ষ শিল্পী ছিলেন। তবুও সুচিত্রা সেনের সাথে সিনেমাগুলি যেন আলাদা মাত্রা যোগ করতে। অবশ্য ই চিত্রনাট্যকার, পরিচালক মেকআপ আর্টিস্ট ওনাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ এই জুটির ম্যাজিকাল হয়ে ওঠার পিছনে। উত্তমবাবু ও সুচিত্রা দেবীর অভিনয় ছাড়াও। কেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সব উপন্যাস এর ওপর এই জুটিকে নিয়ে সিনেমা হয়নি, ওনাদের যুবা পর্যায়ে, আফশোস থাকবে। আসলে শরৎচন্দ্র মহাশয়ের সব উপন্যাস এই নায়িকা ই ইয়ং এজ এর গল্প।
চমৎকার-মহানায়িকা মহানায়ক কে ভীষণ ভালোবাসতেন ❤️❤️❤️🌷🌷🌷
They were not only friends but something more than that,,
😢😢😢😢😢 ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢 কিছুই বলার নেই এর ই নাম "প্রকৃত ভালবাসা
Khub khub valo laglo nayak chole jaber por r cinema hale jaini oder kono flim ami bad dieni
Khub bhalo laglo video ta. Dhonnobad.❤ from 🇧🇩
Both are great. We all bengalis miss them.
আপনার উপস্থাপন ও খুব চমৎকার হয়েছে
He is the best actor.Till date, there has been no second
অসাধারণ ! জীবনের পরপারে যেন এই পবিত্র দুটি আত্মার মিলন ঘটে!
Ghopa Ghop o hoto.
Not only Suchitra Sen, but also,so many actress acted with Uttamkumar !
May be, mon kerechhilo ai juti...
Uttam-Tanuja, Uttam-Sabitri...kom romantic chhilo na !
Anyway, only 54 te akta birat pratibha ke Amra hariyechhi !
Uttamkumar holo Akta Industry !
Ja amader beche thakte help korbe !
Hats off Mahanayak !
ভিডিও টির সত্যতা নিয়ে প্রশ্ন আছে, তবে শুনতে বড়ো ভালো লাগলো ।
ভিডিওর শুরুতে সংবাদপত্রের ছবিটা দেওয়া আছে গিয়ে stop করে দেখেনিন
সত্যি এরাই প্রকৃত প্রেম করেছে অনস্ক্রিন বা অফস্ক্রিন !!!!
খুব সত্যি কথা
অফস্ক্রিন নিয়ে অতটা বলা যায় না
@@dipayanda offscreen eder modhye konorup prem chhilo na. 30 ti movie kore era PRITHIBIR sera juti. Maya mamta howya Swabhabik. Sekhan thekei hoytoh ei kotha guli SUCHITRA SEN bolechhen. Tobe Ami ekjon SUCHITRA SENER bokto ,Sei sutre Onake niye lekha boi guli kine ami pori. Amitabho chowdhory Reporter+ sahityik chhilen Ananda Bazar potrikar . Uttambabu mara jan jedin ,uni anek chesta koreo kintu SUCHITRA SENKE pan ni ba SUCHITRA SEN kotha bolen ni. Uni sedin Kono sakkhatkar den ni. Porborti kaale Amitabho chowdhory MoonMoonke dhore SUCHITRA SEN abodhi pouchhan. Pore Amitabho chowdhory ebong SUCHITRA SENER bhalo bondhutto hoy.Eder lekha boi pore jototuku jante perechhi tate mone hoy SUCHITRA SEN-UTTAM KUMAR er modhye prem antoto chhilo na.
@@shownisarkar5365 পুরোপুরি সহমত। তবে মানুষের মন তো। আর সুচিত্রা সেনের মতন নিজেকে আড়াল করে রাখতে পারা মানুষ খুব কমই আছেন। তাই হ্যা বা না কোনটাই হয়ত নিশ্চিত করে বলা যায় না।
Eder somporko ta kintu Platonic. Jake bole "নিকষিত হেম, কাম গন্ধহীন". Supriya Debi r ei interview ta dekhun, ua-cam.com/video/KnLm5-X_Nzo/v-deo.html. It has two parts.
উত্তমকুমার এবং সুচিত্রার কথা শুধু শুনতেই ইচ্ছে করে
Excellent presentation,
Thanks. My heartfelt love and regards to Mahanayak & mahanyika of Bengali films.
ভালো লেগেছে। এর বেশি আর কিছু বলার নেই।
খুবই ভালো লাগে এবং নতুনত্ব পূর্ণ
Excellent vedio.
Thank you so much
অসম্ভব সুন্দর উপস্থাপনা।
এখন ও বাংলাদেশে বসে ইউটিউবে উত্তম সুচিত্রার সিনেমা দেখি প্রায় ই
khub sundar .aei na holo prem.❤❤❤❤❤
ওনাদের ব্যাপারে কিছু বলার সাহস আমার নেই ওনাদের দুজনকে অনেক অনেক অনেক ভালো বাসা ও পনাম
অসাধারণ অজানা কথা জানতে পারলাম
খুব সুন্দর লাগলো উত্তম কুমার ও সু
Mon ta bhore gelo🙏🙏
অমর শিল্পী,, South Korea থেকে দেখলাম
Khub inmotional vedio.... chokher pata vije ase ekta abbayto bedanay..... sattikarer nisshabda prem... valobasa ki etai......ekta jibon e katokisu ghate..... hoyto anekeri jibon e......lakho manusher chokher jal niye kajonay jete pare...... uttam/Suchitra.....dujankei afuranto ❤️❤️❤️❤️ o 🙏🙏
অসাধারণ, কথা গুলো।
They had excellent on screen chemistry. Suchitra looked more at ease. They were good friends. But many people believe that there was no affair between them.
ঙঙঙঙঙঙঞঙঙঙঙঙঙঙঘঙ
Video ta khub valo sundar laglo
Bangla Cinemar Je Kono Avineta Uttom Kumarer Theke Bohu Koti Mile Pichhiye !
Undoubtedly the pair Uttam kumar and Suchitra sen are ever beloved to Bangalee Akhtar Hossain
Uttam Kumar Comes once in a lifetime 🙏🙏🙏🙏
নায়ক-নায়িকার নাম উঠলে আমার প্রথমেই উত্তম-সূচিত্রার ছবি ভেসে আসে।
Thanks a lot for this unfolded documentary news
অনেক ভাল লাগলো কথাগুলো ভাব ছিলাম কথাযেন শেষ নাহয়
۷۷ئ۷ئ
উপরে তোমরা দুজনে খুব ভাল থেক। শ্রদ্ধা অনেক
অমর জুটি ! খুব ভালো লাগলো !!
All was good Uttam Kumar sir ,& socket rs sen
Still ,to-day very defficult to forget the belived evergreen pair
👌যুগ সংকলনে সতত মানুষের হৃদয় জয়ী এই কথাসাহিত্যিক ও চিত্রশিল্পীদ্বয় এক অমর মহাকাব্য সৃষ্টি রেখে গেছেন; যাঁদেরকে মহাকালের প্রতিফলিত স্মৃতিচিত্রেও মানুষ শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতায় অনুভব করবে !!! 💝🌹🌺🏵🌻🌷
There is a mistake happened in your comment where you have told that Mahanayak Uttam Kumar was not
Get justification which is not correct.He is an evergreen Nayak of both Bengali and Hindi movies.
No, mistake is somewhere else, that, when Mrs Sen was about turned to back home, then Uttam's wife didn't request her to place the rajanigandha garland on her neck, but Tarun Kumar's wife Subrata was requested Mrs Sen the same, as I have known from an interview, god knows who's correct
Dujonei asadharon chhilen
Kub valo laglo thanks
An excellent supper Interview
Uttom (U-tom) and Suchitra are two wonderful images in the "World of Fantasy and Romance"
(translate to bangla)
Asadharon