West Bengal Education System || প্রাথমিক শিক্ষা পেতে এতো কষ্ট হলে, তারা আর উচ্চ শিক্ষার কথা ভাববে ?

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • শান্তিনিকেতন নিয়ে আমাদের কতো গর্ব, কতো আশা, কত্তো অহংকার। "শিক্ষা" বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে এই বীরভূমের মাটিতে , কি আশ্চর্য্য ভাবে এই বীরভূমের মাটিতেই এই বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 5 কিমি মধ্যেই এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আজও ইলেক্ট্রিসিটি পৌঁছায়নি পর্যন্ত। ভাবছেন কি এসে যায় ? যায় অনেক কিছু এসে যায়।
    জন্মের পরে প্রাথমিক শিক্ষা পেতে তাদের এতো কষ্ট হলে, তারা আর উচ্চ শিক্ষার কথা ভাববে ? ভাববে না। তারা জানবে, শিক্ষা চাষ করার থেকেও কঠিন। হ্যাঁ শিক্ষিত হয়েও চাষী হোক না! ক্ষতি তো নেই। তারা মা, বাপের পিছু পিছু ছুটে চলে যায় এই স্কুলে না গিয়ে। গরমে কে বসবে, অন্তত ঠান্ডা হাওয়া তো পাবো, এটাই ভাবে হয়তো। সে যায় হোক। আপনি কি এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন ? তাহলে share করে লিখুন। সোশ্যাল মিডিয়া কি করতে পারে সেটা জানুক এই মানুষ গুলো। লজ্জায় তাদের মাথা কথা গিয়ে ঠিকবে যারা উচুঁ উচুঁ দফতরে বসে কলম চালায়।
    সাহেবডাঙ্গা গ্রাম, বীরভূম।
    #santiniketaneducation #westbengaleducation #ssk #education #educational #educationsystem

КОМЕНТАРІ •