ভাই আপনি আপনার চিন্তা ভাবনা জ্ঞান বই আকারে লিখে যান। এক সময় এগুলো বাংলাদেশের মুসলমানদের চিন্তার জগত পাল্টে দেবে। অসাধারণ আপনার গভীরতা এবং বিশ্লেষণ ক্ষমতা❤️❤️, প্লিজ বই লিখুন
ভাই আপনার এই ভিডিওটি আমি অবাক হয়ে বারবার শুনেছি। কি সুন্দর সাবলীল ভাষায় কথাগুলো আপনি বলে যান। "ছাপ তিলক" গানটি আমি প্রথম যখন শুনেছিলাম, আপনার বর্নিত সমস্ত অনূভূতি আমাকেও ছুয়ে গিয়েছিল। আমি উর্দূ/হিন্দী বুঝি না, শেখার কোন আগ্রহও নাই। কিন্তু প্রথম যেদিন উস্তাদ নুসরাত ফতেহ আলীর কন্ঠে "ছাপ-তিলক" গানটি শুনেছিলাম, এর লিরিক্স না বোঝা সত্ত্বেও আমার চোখে পানি এসে গিয়েছিল। এত সুন্দর গায়কী ছিল উস্তাদ নুসরাত ফতেহ আলীর কন্ঠে! এই মুসলিমদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের শিল্প, সাহিত্য, সঙ্গীত, রান্না-বান্না এত এত সমৃদ্ধ হয়েছে যা আমাদের নতুন প্রজন্ম জানেই না। আফসোস আজকের হিন্দুত্ববাদীরা এই সবকিছুই অস্বীকার করে।
Respect Faham ভাই। অনেক কিছু শিখলাম। আপনাকে একজন unapologetic, proud আর vibrant মুসলিম হিসেবে চিনি| যা অনেক লিবাসী মুসলিমের মধ্যেও অনুপস্থিত। ভাল থাকবেন।
স্যার আপনার বক্তব্য গুলো আমার ভাবনার দুয়ার খুলে দিচ্ছে,নতুন করে ভাবতে বাধ্য করছে,,এতদিনের পুরোনো ভাবনা গুলো বরবাদ করে দিয়ে ছি। স্যার আপনার গানের গলাও দারুন।
যেই মুহূর্তে উনি বললেন, "আপনারা আমার ভিডিওটা পজ করে একটা গান শুনে আসেন...", আমার মাথায় কেবল একটা গানের কথাই ঘুরছিল- ছাপ তিলাক! আর ঠিক পরমুহূর্তেই যখন উনি এই নামটাই বললেন, মনে কেমন যেন একটা ধাক্কা লাগলো; তাহলে কি আমিও এই লিগ্যাসিই নিজের অজান্তে বহন করছি!
Big fan , Faham bhai . As a new adult I deeply agree your thought processes and they are truly enlightening specially the country we live in right now . I wish you start a weekly podcast and please keep it free for all :)
এত দিনের পর কোন একজন বিশ্লেষক একজন যুক্তিবাদী বুদ্ধিজীবীকে পেলাম যিনি প্রকৃত বিশ্লেষণ এর দ্বারা এই উপমহাদেশের মুসলমানদের প্রকৃত ও বাস্তব আইডেন্টিটি উপস্থাপন করেছে আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
You've never fail to amaze me with your choice of words and wide range of wisdom. I've been following you for many years. Words won't be enough to describe how much our generation owe to you. Thanks for the time you are dedicating for us.
Lol, you killed me when you said " ai kaz ta to Facebook korbe!!" this exact expression was jumbled up in me, constipated, today you relieved me :). thank you brother!!
One of my favourite songs 'Chap Tilak Sab Chinli'.. Amir Koshru is a 'Murid' of 'Nizam Uddin Awlia' like Rumi is a 'Murid' of 'Shams Tabrez' .. They wrote about spiritual 'LOVE', and this thing is not everyone's cup of tea. Only they can understand these 'Kalams' who practises.
২:১৭০ আর যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা অনুসরণ কর, যা আল্লাহ নাযিল করেছেন’, তারা বলে, ‘বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃ-পুরুষদেরকে যার উপর পেয়েছি’। যদি তাদের পিতৃ-পুরুষরা কিছু না বুঝে এবং হিদায়াতপ্রাপ্ত না হয়, তাহলেও কি? ৪:১১৫ আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হিদায়াত প্রকাশ পাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাব যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাব জাহান্নামে। আর আবাস হিসেবে তা খুবই মন্দ। ৫:১০৪ আর যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে ও রাসূলের দিকে আস’, তারা বলে, ‘আমরা আমাদের পিতৃপুরুষদের যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট।’ যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানত না এবং হিদায়াতপ্রাপ্ত ছিল না তবুও? ৬:৫৪ আর যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, তারা যখন তোমার কাছে আসে, তখন তুমি বল, ‘তোমাদের উপর সালাম’। তোমাদের রব তাঁর নিজের উপর লিখে নিয়েছেন দয়া, নিশ্চয় যে তোমাদের মধ্য থেকে না জেনে খারাপ কাজ করে তারপর তাওবা করে এবং শুধরে নেয়, তবে তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। ১৫:১৩ তারা এতে ঈমান আনবে না, আর পূর্ববর্তীদের (ব্যাপারে আল্লাহর) রীতি তো বিগত হয়েছে। ১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। ৩১:২১ আর যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তার অনুসরণ কর’ তখন তারা বলে, ‘বরং আমরা তার অনুসরণ করব যার ওপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি।’ শয়তান তাদেরকে প্রজ্বলিত আযাবের দিকে আহবান করলেও কি (তারা পিতৃপুরুষদেরকে অনুসরণ করবে)? ৩৪:৪৩ আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হত তখন তারা বলত, এতো এমন এক ব্যক্তি যে তোমাদের বাধা দিতে চায় তা থেকে যার ইবাদাত তোমাদের পিতৃপুরুষগণ করত’। তারা আরও বলে, ‘এটি বানোয়াট মিথ্যা বৈ কিছু নয়।’ আর কাফিরদের নিকট যখনই সত্য আসে তখন তারা বলে, এতো কেবল এক সুস্পষ্ট যাদু। ১৮:৫৫ আর যখন মানুষের নিকট হিদায়াত এসেছে, তখন তাদেরকে ঈমান আনতে কিংবা তাদের রবের কাছে ইস্তিগফার করতে বাধা প্রদান করেছে কেবল এ বিষয়টিই যে, পূর্ববর্তীদের (ব্যাপারে আমার নির্ধারিত) রীতি তাদের উপর পুনরায় নেমে আসবে কিংবা তাদের উপর আযাব সরাসরি এসে উপস্থিত হবে। ১৮:১০৩ বল, ‘আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাব, যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত’? ১৮:১০৪ দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, অথচ তারা মনে করছে যে, তারা ভাল কাজই করছে’! ১৮:১০৫ তারাই সেসব লোক, যারা তাদের রবের আয়াতসমূহ এবং তাঁর সাথে সাক্ষাতকে অস্বীকার করেছে। ফলে তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে। সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোন ওজনের ব্যবস্থা রাখব না’। ১৮:১০৬ এ জন্যই তাদের প্রতিফল জাহান্নাম। কারণ তারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহ ও আমার রাসূলগণকে বিদ্রূপের বিষয় বানিয়েছে’। ২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস।////
আমার একমাত্র পরিচয় যে আমি মুসলিম! আর অন্য পরিচয় যেমন শেখ সৈয়দ মোগল পাঠান ও বাংগালী বিহারি পাঞ্জাবি মারাঠি উ ইংরেজ এগুলো অতি নগন্য পরিচয় আমার জন্য!মুসলিম ছাড়া অন্য পরিচয় গুলো একেবারে ক্ষুদ্র পরিসরের উ অনেকটা গুরুত্বহীন! আর আল্লাহ উ নবি আমাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে!
যেই পরিচয় আমার আখিরাতে কাজে লাগবে ওটাই আমার পরিচয়, সেটা হচ্ছে আমি মুসলমান আলহামদুলিল্লাহ। যারা বলতেছেন,ডলা দেওয়া হইছে বা ভিডিও বুঝেন নাই; ভাই আপনারা ইসলাম, সেক্যুলারিজমই বুঝেন নাই।
@@abdullahalamran315 তোরমত ইংরেজ আর কলকাতার আরজ ব্রাহ্মন ক্ষত্রিয় অবাংগালি হিন্দু বেশশা মাগীর বেটাদের অবৈধ বংশধরদের গায়ে লাগবে!অথচ কলকাতার দাদাবাবু কাকাবাবুরা পুরোপুরি বহিরাগত অবাংগালি আরজ ব্রাহ্মন ক্ষত্রিয় সন্ত্রাসী! আর এরা খাটি হিন্দু হারামজাদা!
@@abdullahalamran315 আমার বালের সমান যোগ্যতা উ বয়স অরথ খ্যাতি স্ট্যাটাস কোনোটি এই হিন্দু মারকা দালাল ইউটিউবার কেয়ামত পর্যন্ত চেষ্টা করেও পারবে না ইনশাআল্লাহ! আমি ফিল্ড মারশাল জেনারেল ইকবাল মুঘল চিফ অফ পাকিস্তান আরমড ফোরসেস এনড আফগান তালেবান মুজাহেদিন!
Every time, I see you & listen to you, I do learn from you- a lot. Everything.... I mean Everything. Knowledge is Power and you are a Powerhouse sir. And I am thirsty for more & more knowledge sir.
Khub shundor alochona. Tobe ekta shongshodhon ache. Uttor bharoter je ancholik bhasha ba upobhasha ke Hindi/Urdu bola hoy ota Brajabhasha na, ota Khariboli ba Kauravi. Ar Brajabhasha arekra protibeshi ancholik bhasha. Ai dui bhasha je dui protibeshi onchole bola hoy sheta ei dui link e dekha jabe. en.m.wikipedia.org/wiki/Kauravi_dialect en.m.wikipedia.org/wiki/Braj_Bhasha
13:30 ‘আখি’ অর্থ ভাই। ব্রাদারহুডের মতো। একই দরগাহ থেকে শিক্ষা নেয়া সুফিগণ পরস্পর আখি নামে ডাকতেন। পরবর্তীতে আখি নামটা তাদের নামের সাথে উপাধির মতো যুক্ত হয়ে যায়। en.wikipedia.org/wiki/Akhiya
This is actually what I was referring to in my previous comment though I still believe we must boil it down much further and simply identify ourselves as Muslim. Just my opinion. However, I also do understand your point that even after that we would still have a Hindustani flavour, which by essence is irremovable and not necessarily wrong as long as it does not go against moral values as taught in Islam.
Great talk. I have searching for many years how this have come to this point so far. You are absolutely right. We are Ethnic Bangals mixed with some Ethnic middle asians throughout marriage. But mainly we are Just Bangals and It's Ethnic. Not just this Bangal people, all over the world, people embraced Islam for it’s trueness and humanity. Even most Arabian were idol worshipper that time. But this fact is interesting, that time many indian and Bangal people were atheist, practicing Buddhism and were trying to solve the riddle and get close the truth of eternity and purpose of life. You will also get a continental glimpse by examining Iran.. Mostly they worshipped fire. Then In middle age they lead the Sufism in this sub continent. I believe Bangals had the courage to confess the truth and embrace Islam at earlier time.
কথাগুলো সত্যিই ভাবায়। তবে আমি নিজেকে একজন হিন্দুস্তানি বাঙ্গালী মুসলমান মনে করি । কেননা সিন্ধু নদের পুর্ব প্রান্ত থেকে গঙ্গা (বাংলাদেশে পদ্মা নামে পরিচিত) নদের অঞ্চল পর্যন্ত সমস্ত এলাকাই Hindustan। আর এ অঞ্চলের অধিবাসীরা Hindustani। এছাড়াও আমি একজন বাঙালি এবং মুসলমান
আচ্ছা আপনি কি মুসলিম??? যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কোন দুঃখে ইহুদি-খ্রিস্টানদের স্টাইলে দাউদ আ.কে ডেভিড বললেন!?!?!? আর যে গোলিয়াথ, কোরআনে তো তাকে মনে হয় জালুত নাম দেয়া হয়েছে🤔 তাহলে এসব বিকৃত নাম মুসলিম হিসেবে কেনো ইউজ করেন?
ভাই আপনি আপনার চিন্তা ভাবনা জ্ঞান বই আকারে লিখে যান। এক সময় এগুলো বাংলাদেশের মুসলমানদের চিন্তার জগত পাল্টে দেবে। অসাধারণ আপনার গভীরতা এবং বিশ্লেষণ ক্ষমতা❤️❤️, প্লিজ বই লিখুন
সহমত
Agreed!
উনার বই আছে একটা!
@@tmmisunderstood I know that, I want more books from him
@@tmmisunderstoodবইটির নাম বলেন
Poschim bonger kolkata theke bolchi. Apnar projojona abong kotha khubi bhalo lage. Epar banglay oneke apnar vlog dekhe. Onek subhechha roilo.
I am honoured bro. Take care and my best wishes.
ভাই আপনার এই ভিডিওটি আমি অবাক হয়ে বারবার শুনেছি। কি সুন্দর সাবলীল ভাষায় কথাগুলো আপনি বলে যান।
"ছাপ তিলক" গানটি আমি প্রথম যখন শুনেছিলাম, আপনার বর্নিত সমস্ত অনূভূতি আমাকেও ছুয়ে গিয়েছিল। আমি উর্দূ/হিন্দী বুঝি না, শেখার কোন আগ্রহও নাই। কিন্তু প্রথম যেদিন উস্তাদ নুসরাত ফতেহ আলীর কন্ঠে "ছাপ-তিলক" গানটি শুনেছিলাম, এর লিরিক্স না বোঝা সত্ত্বেও আমার চোখে পানি এসে গিয়েছিল। এত সুন্দর গায়কী ছিল উস্তাদ নুসরাত ফতেহ আলীর কন্ঠে!
এই মুসলিমদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের শিল্প, সাহিত্য, সঙ্গীত, রান্না-বান্না এত এত সমৃদ্ধ হয়েছে যা আমাদের নতুন প্রজন্ম জানেই না। আফসোস আজকের হিন্দুত্ববাদীরা এই সবকিছুই অস্বীকার করে।
right.
Chap tilak saab chin li re muse nayna milaike. ❤️❤️❤️❤️❤️❤️
Respect Faham ভাই।
অনেক কিছু শিখলাম।
আপনাকে একজন unapologetic, proud আর vibrant মুসলিম হিসেবে চিনি| যা অনেক লিবাসী মুসলিমের মধ্যেও অনুপস্থিত। ভাল থাকবেন।
স্যার আপনার বক্তব্য গুলো আমার ভাবনার দুয়ার খুলে দিচ্ছে,নতুন করে ভাবতে বাধ্য করছে,,এতদিনের পুরোনো ভাবনা গুলো বরবাদ করে দিয়ে ছি।
স্যার আপনার গানের গলাও দারুন।
যেই মুহূর্তে উনি বললেন, "আপনারা আমার ভিডিওটা পজ করে একটা গান শুনে আসেন...", আমার মাথায় কেবল একটা গানের কথাই ঘুরছিল- ছাপ তিলাক! আর ঠিক পরমুহূর্তেই যখন উনি এই নামটাই বললেন, মনে কেমন যেন একটা ধাক্কা লাগলো; তাহলে কি আমিও এই লিগ্যাসিই নিজের অজান্তে বহন করছি!
Big fan , Faham bhai . As a new adult I deeply agree your thought processes and they are truly enlightening specially the country we live in right now . I wish you start a weekly podcast and please keep it free for all :)
I am impressed to you whenever you explain all of the difficulties with simplicity.❤️
অসাধারণ লাগে ওনার কথা বলার স্টাইল ❤❤❤❤❤ খারাপ ভাবে নিবেন না প্লিজ।। সিনেমা তে আসলে ফাটিয়ে দিবেন❤❤❤❤❤ ভালোবাসা রইলো
অসাধারণ বিশ্লেষণ। বলার ষ্টাইল চমৎকার। আপনার লেখা "বাঙালির মিডিয়ক্রিটির সন্ধানে" ব্ইটি আজ হাতে পেয়েছি । ধন্যবাদ
PDF
Vai boi ta পড়ার ইচ্ছা। কিন্তু বইটা এখন পাওয়া যায় না
pdf thakle kaw dite pareb
Its about time someone brought this up in the public realm. Kudos, Faham! I always considered myself a Hindustani Muslim.
এত দিনের পর কোন একজন বিশ্লেষক একজন যুক্তিবাদী বুদ্ধিজীবীকে পেলাম যিনি প্রকৃত বিশ্লেষণ এর দ্বারা এই উপমহাদেশের মুসলমানদের প্রকৃত ও বাস্তব আইডেন্টিটি উপস্থাপন করেছে আল্লাহ আপনার হায়াত দারাজ করুক।
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
আমি মুসলিম, এটিই আমার প্রথম পরিচয় 🇧🇩
Naa. Aapnu manush, eta aapnar prothom porichoy.
@@jadabeswarbhattacharjee3537 আপনার নাম ভট্টাচার্য।আপনার মতামত তাই আমরা প্রত্যাখান করবো।
@@jadabeswarbhattacharjee3537মানুষ না হলে মুসলিম শব্দ টা লিখলো কেমনে 😂😂😂😂
@@BengalMan1204 Musalman manush hoy na.
@@jadabeswarbhattacharjee3537 তাহলে গরুর সন্তান রা কেমনে মানুষ হয়!😀
Divided by borders, United by 'Chaap Tilak'🌸
Amir Khusrow the voice of 'The Great India' 🖤
আমার জন্ম হয়েছিল ২০০০ সালে, স্যার আপনি সেই লোক, বিতর্ক প্রতিযোগিতায় ১৯৯৩বা১৯৯৪ সালে ৩০ বছর পরে দেখলাম, আপনি কে আপনার ভাষা খুব সুন্দর। ধন্যবাদ স্যার
You've never fail to amaze me with your choice of words and wide range of wisdom. I've been following you for many years. Words won't be enough to describe how much our generation owe to you. Thanks for the time you are dedicating for us.
He was a debator in his school life
আপনার গানের কণ্ঠ শুনে বিমোহিত হলাম ভাই!
আর থিঙ্কিং তো সবসময়ই নতুন!
শেকড় সভ্যতা চিন্তা উপলব্ধি সকিয় দৃষ্টিকোন সর্বোপরি নান্দনিক উপস্থাপনা। চমৎকার !
Lol, you killed me when you said " ai kaz ta to Facebook korbe!!" this exact expression was jumbled up in me, constipated, today you relieved me :). thank you brother!!
One of my favourite songs 'Chap Tilak Sab Chinli'.. Amir Koshru is a 'Murid' of 'Nizam Uddin Awlia' like Rumi is a 'Murid' of 'Shams Tabrez' .. They wrote about spiritual 'LOVE', and this thing is not everyone's cup of tea. Only they can understand these 'Kalams' who practises.
ভাই, গান ভাল্লাগছে। ছাপ তিলাকের অনেক ভার্শন শোনা কান। বেশ ভালো গাইছেন
যত শুনি ততোই মুগ্ধ হয়ে যাচ্ছি স্যার।
২:১৭০ আর যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা অনুসরণ কর, যা আল্লাহ নাযিল করেছেন’, তারা বলে, ‘বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃ-পুরুষদেরকে যার উপর পেয়েছি’। যদি তাদের পিতৃ-পুরুষরা কিছু না বুঝে এবং হিদায়াতপ্রাপ্ত না হয়, তাহলেও কি?
৪:১১৫ আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হিদায়াত প্রকাশ পাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাব যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাব জাহান্নামে। আর আবাস হিসেবে তা খুবই মন্দ।
৫:১০৪ আর যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে ও রাসূলের দিকে আস’, তারা বলে, ‘আমরা আমাদের পিতৃপুরুষদের যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট।’ যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানত না এবং হিদায়াতপ্রাপ্ত ছিল না তবুও?
৬:৫৪ আর যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, তারা যখন তোমার কাছে আসে, তখন তুমি বল, ‘তোমাদের উপর সালাম’। তোমাদের রব তাঁর নিজের উপর লিখে নিয়েছেন দয়া, নিশ্চয় যে তোমাদের মধ্য থেকে না জেনে খারাপ কাজ করে তারপর তাওবা করে এবং শুধরে নেয়, তবে তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।
১৫:১৩ তারা এতে ঈমান আনবে না, আর পূর্ববর্তীদের (ব্যাপারে আল্লাহর) রীতি তো বিগত হয়েছে।
১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী।
৩১:২১ আর যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তার অনুসরণ কর’ তখন তারা বলে, ‘বরং আমরা তার অনুসরণ করব যার ওপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি।’ শয়তান তাদেরকে প্রজ্বলিত আযাবের দিকে আহবান করলেও কি (তারা পিতৃপুরুষদেরকে অনুসরণ করবে)?
৩৪:৪৩ আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হত তখন তারা বলত, এতো এমন এক ব্যক্তি যে তোমাদের বাধা দিতে চায় তা থেকে যার ইবাদাত তোমাদের পিতৃপুরুষগণ করত’। তারা আরও বলে, ‘এটি বানোয়াট মিথ্যা বৈ কিছু নয়।’ আর কাফিরদের নিকট যখনই সত্য আসে তখন তারা বলে, এতো কেবল এক সুস্পষ্ট যাদু।
১৮:৫৫ আর যখন মানুষের নিকট হিদায়াত এসেছে, তখন তাদেরকে ঈমান আনতে কিংবা তাদের রবের কাছে ইস্তিগফার করতে বাধা প্রদান করেছে কেবল এ বিষয়টিই যে, পূর্ববর্তীদের (ব্যাপারে আমার নির্ধারিত) রীতি তাদের উপর পুনরায় নেমে আসবে কিংবা তাদের উপর আযাব সরাসরি এসে উপস্থিত হবে।
১৮:১০৩ বল, ‘আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাব, যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত’?
১৮:১০৪ দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, অথচ তারা মনে করছে যে, তারা ভাল কাজই করছে’!
১৮:১০৫ তারাই সেসব লোক, যারা তাদের রবের আয়াতসমূহ এবং তাঁর সাথে সাক্ষাতকে অস্বীকার করেছে। ফলে তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে। সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোন ওজনের ব্যবস্থা রাখব না’।
১৮:১০৬ এ জন্যই তাদের প্রতিফল জাহান্নাম। কারণ তারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহ ও আমার রাসূলগণকে বিদ্রূপের বিষয় বানিয়েছে’।
২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস।////
Your lecturer influence us a lot...thanks for sharing your valuable speech.
ভাইজান আমি আপনার বিতর্ক প্রতিযোগিতা এইটা অনেকবার শুনছি কিন্তু আপনি যে এই আমি জানতাম না আজকে জানলাম ধন্যবাদ ভাই
অনেক ভালো লাগল।
স্যারের সব কথা বুঝতে পারিনা তবে শুনতে ভালো লাগে ❤
Impressive info 👌
অত্যন্ত যুক্তি সভ্গত আলোচনা. Very good digging please dig more
একটা প্রিয় গান শুনতেছিলাম।
হঠাৎ করে দেখি যে এই ভিডিওটা।
গান দেখা সাথে সাথে বাদ- আগে আমার ফিলোসুফার কি বলে শুনি।
Proud of being a Hindustani Muslim. Chhap Tilak, Aamir Khusrau, Delhi Sultanate......
Legacy never dies.....
অসাধারণ ❤
আমার একমাত্র পরিচয় যে আমি মুসলিম! আর অন্য পরিচয় যেমন শেখ সৈয়দ মোগল পাঠান ও বাংগালী বিহারি পাঞ্জাবি মারাঠি উ ইংরেজ এগুলো অতি নগন্য পরিচয় আমার জন্য!মুসলিম ছাড়া অন্য পরিচয় গুলো একেবারে ক্ষুদ্র পরিসরের উ অনেকটা গুরুত্বহীন! আর আল্লাহ উ নবি আমাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে!
ভিডিও টি আপনার মাথার উপর দিয়ে গেছে।
আপনার মতো লোকদেরই ভিডিওর প্রথমে হালকা ডলা দেয়া হয়েছে
যেই পরিচয় আমার আখিরাতে কাজে লাগবে ওটাই আমার পরিচয়, সেটা হচ্ছে আমি মুসলমান আলহামদুলিল্লাহ। যারা বলতেছেন,ডলা দেওয়া হইছে বা ভিডিও বুঝেন নাই;
ভাই আপনারা ইসলাম, সেক্যুলারিজমই বুঝেন নাই।
@@abdullahalamran315 তোরমত ইংরেজ আর কলকাতার আরজ ব্রাহ্মন ক্ষত্রিয় অবাংগালি হিন্দু বেশশা মাগীর বেটাদের অবৈধ বংশধরদের গায়ে লাগবে!অথচ কলকাতার দাদাবাবু কাকাবাবুরা পুরোপুরি বহিরাগত অবাংগালি আরজ ব্রাহ্মন ক্ষত্রিয় সন্ত্রাসী! আর এরা খাটি হিন্দু হারামজাদা!
@@abdullahalamran315 আমার বালের সমান যোগ্যতা উ বয়স অরথ খ্যাতি স্ট্যাটাস কোনোটি এই হিন্দু মারকা দালাল ইউটিউবার কেয়ামত পর্যন্ত চেষ্টা করেও পারবে না ইনশাআল্লাহ! আমি ফিল্ড মারশাল জেনারেল ইকবাল মুঘল চিফ অফ পাকিস্তান আরমড ফোরসেস এনড আফগান তালেবান মুজাহেদিন!
ভাবনার দুয়ার বড় হচ্ছে। ধন্যবাদ আপনাকে।
অপেক্ষায় ছিলাম নতুন ভিডিওর😍
Dear Sir, I think, a conversation between you and Ali Sethi would be very interesting and fruitful.
Every time, I see you & listen to you, I do learn from you- a lot. Everything.... I mean Everything. Knowledge is Power and you are a Powerhouse sir. And I am thirsty for more & more knowledge sir.
Song Name: Chaap Tilak Sab Cheen
Thank You
অসাধারণ উপস্থাপন 👍🏻💖🌹
Now onwards I will proudly indentify myself as a Hindustani Muslim.
Masha-allah faham...🖤
ছাপ তিলাক কভার করুন স্যার। আপনার কন্ঠে অনেক ভালো লাগতেসে
If I could have a discussion with you. I'm impressed with your analysis
Khub shundor alochona.
Tobe ekta shongshodhon ache.
Uttor bharoter je ancholik bhasha ba upobhasha ke Hindi/Urdu bola hoy ota Brajabhasha na, ota Khariboli ba Kauravi. Ar Brajabhasha arekra protibeshi ancholik bhasha.
Ai dui bhasha je dui protibeshi onchole bola hoy sheta ei dui link e dekha jabe.
en.m.wikipedia.org/wiki/Kauravi_dialect
en.m.wikipedia.org/wiki/Braj_Bhasha
Opekkhay thaki always
To listen great wisdom from you
💚🤝
Apnr kotha gula shunte bhalo lage kintu apnr often mukh diye ekta sound kora khub e biroktikor legeche
ছাপ তিলাক সাব ছিন লি রে মোসে নায়না মিলাইকে। পুরো গানটা আপনার গলায় শুনতে চাই।
খুব ভালো বলেছেন, ভারত,পাকিস্থান ও বাংলাদেশের মানুষের ভাষা,সাহিত্য ও গান এটাতো ব্যাপক একটা বিষয়, কয়েক মিনিটে তারপর ও ভালো বলেছেন।
অপেক্ষায় ছিলাম, স্যার
Brilliant presentation ❤️❤️
Great explanation. Take love, brother.
ভাই অাপনার হাসিটা অনেক সুন্দর,,,
Osthir kontho❤️❤️❤️❤️
good to see my childhood debators on youtube after ages!
👍
13:30 ‘আখি’ অর্থ ভাই। ব্রাদারহুডের মতো। একই দরগাহ থেকে শিক্ষা নেয়া সুফিগণ পরস্পর আখি নামে ডাকতেন। পরবর্তীতে আখি নামটা তাদের নামের সাথে উপাধির মতো যুক্ত হয়ে যায়।
en.wikipedia.org/wiki/Akhiya
Completely agreed with you sir! ❤️
July 10 , 2023 . Assalam
কথা বলার সময় আপনার ঢেকুর গেলাটা একটু বিব্রত করে আমাকে। কিন্তু, বিব্রতবোধ নিয়েই আপনার কথা শুনতে হয় আমাকে🙁
Wait for your video dear brother
অসাধারণ
You are awesome Bhai
Loved the song in your voice!
Simply amazing.
খুবই গভীর আলোচনা। 💖
Boss is back
Omg gaan er gola o to shei , eto gun kivabe hoy ekta manush er ❤
Please start a podcast.
I want my future generation to be like you.
অসাধারণ গানের গলা
Any identity is a limitation.....even the song you sang, also points to the same truth.....
Wait kori apnar kotha shunar jonno.kothay jyno akta valo laga kaz kory...apnar moto kory likhty chai..
This is actually what I was referring to in my previous comment though I still believe we must boil it down much further and simply identify ourselves as Muslim. Just my opinion. However, I also do understand your point that even after that we would still have a Hindustani flavour, which by essence is irremovable and not necessarily wrong as long as it does not go against moral values as taught in Islam.
Great talk. I have searching for many years how this have come to this point so far. You are absolutely right. We are Ethnic Bangals mixed with some Ethnic middle asians throughout marriage. But mainly we are Just Bangals and It's Ethnic. Not just this Bangal people, all over the world, people embraced Islam for it’s trueness and humanity. Even most Arabian were idol worshipper that time. But this fact is interesting, that time many indian and Bangal people were atheist, practicing Buddhism and were trying to solve the riddle and get close the truth of eternity and purpose of life. You will also get a continental glimpse by examining Iran.. Mostly they worshipped fire. Then In middle age they lead the Sufism in this sub continent. I believe Bangals had the courage to confess the truth and embrace Islam at earlier time.
যদি কিছু মনে না করেন একটি ছোট প্রশ্ন ,আপনি কি ১৯৯৪ ssc ?
yes
কথাগুলো সত্যিই ভাবায়। তবে আমি নিজেকে একজন হিন্দুস্তানি বাঙ্গালী মুসলমান মনে করি । কেননা সিন্ধু নদের পুর্ব প্রান্ত থেকে গঙ্গা (বাংলাদেশে পদ্মা নামে পরিচিত) নদের অঞ্চল পর্যন্ত সমস্ত এলাকাই Hindustan। আর এ অঞ্চলের অধিবাসীরা Hindustani। এছাড়াও আমি একজন বাঙালি এবং মুসলমান
আপনার আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষনীয়। কিন্তু শব্দগত জটিল আলোচনা মনে হয়। একটু সহজভাবে আলোচনা করুন প্লিজ।
ভাই, আমি অাপনার একজন বড় ভক্ত।
সব কথা মাথার উপর দিয়ে গেলো। আজ উর্দু বুঝি না বলে 🙂
সাব দিয়ে দেখেন। কোক স্টুডিওরটা
truly awesome! David against the goliath.
আচ্ছা আপনি কি মুসলিম???
যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কোন দুঃখে ইহুদি-খ্রিস্টানদের স্টাইলে দাউদ আ.কে ডেভিড বললেন!?!?!?
আর যে গোলিয়াথ, কোরআনে তো তাকে মনে হয় জালুত নাম দেয়া হয়েছে🤔
তাহলে এসব বিকৃত নাম মুসলিম হিসেবে কেনো ইউজ করেন?
Faham vai, you confidence is remarkable, I am kind of envious of it.
Me? I am only confident when I talk about things I am a professional at.
spell binder ❤
brilliant discission.
just reduce your over exposition.
আবার আপনাকে দেখলাম.....ভালো লাগছে......
Where is Naina?
G string got me laughing so hard
জোস ...ওস্তাদ
💕💕💕💕
💌
❤️❤️❤️❤️
ভাই, আপনি এগুলো প্লে লিস্ট আকারে দিলে খুঁজতে কষ্ট হতো না।
what an epic description.
আপনার কথায় আমি পুরোপুরি একমত।
1:37 😂😆 ছোট ও উত্তেজক
Apnar lekha video valo lage..
Ankhi dude rocks 😂😂🤭
A socio-philosophical analysis!
এখন দেখছি না, সব গুলো পাবলিশ হয়ে গেলেই তবে দেখবো। একটা দেখার পর এতো ধৈর্য্য ধরে আরেকটার জন্য বসে থাকা সম্ভব হয়!
1:38😂😂
থাম্বনেইল দেখেই ভারতবর্ষ ঘুরতে যেতে ইচ্ছা করছিল 😞