আসসালামু আলাইকুম ভাইয়া..... আমি আপনাকে একবার ই দেখেছিলাম, ঢাকা সেনানিবাসের ভেতরে ক্যাডেট কলেজের রেষ্ট হাউসের রোডে.....তখন প্রথম দেখাতে,আপনার সুদর্শন চেহারা দেখেই মুগ্ধ হলেও... আপনার বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা, কথা গুলো শুনে বেশি মুগ্ধ হতাম...১৯৯৪/৯৫ সালের পর, আজকে আবার আপনার মন মুগ্ধ করা কথা গুলো শুনে একই মুগ্ধতা অনুভব করলাম... আপনার শারীরিক আর মানসিক সুস্থতা কামনা করে আপনার জন্য শুভকামনা রইল🤲 💝
সত্যি কথা বলতে আপনার কথাবার্তায় চিন্তা শক্তিতে একটা অন্যরকম আলোড়ন তৈরি করে। নিজের চিন্তা করার ক্ষমতাকে ত্বরান্বিত করে। বাংলায় এত সুন্দর ফিলোসফি আমি আগে শুনিনি। আর আপনার বাচনভঙ্গি অসাধারণ 👌 আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি ❤️
আগে প্রতিমাসে ৩/৪ টা মুভি দেখতাম। কিন্তু গত ১ বছরে দু একটা নাটক বা মুভি বাদে কোন কিছুই মনোযোগ দিয়ে দেখতে পারিনি। আজ দুইটা এপিসোড দেখলাম। অনেক কিছু নতুন করে ভাবতে শিখালেন। ধন্যবাদ।
ভাই আপনি কিভাবে এতো অসাধারণভাবে সুন্দরকে উপস্থাপন করেন! আমরা চিন্তাশীল না তাই হরহামেশা ঘটা কোন কিছুর ব্যাখ্যা প্রচলিত ধারা ছুঁড়ে ভিন্ন কোণে ভাবতে পারি না । কিন্তু আপনাকে দেখলে মনে হয় আপনার প্রকৃতিটাই এমন ।
কি অসাধারন এবং মৃদুঘৃণায় ভরা এক সাবলীল ও মার্জিত আলোচনা। সেই সাথে অন্যায়ের জন্মলগ্ন অতঃপর পবিত্র অন্যায়কারীদের পূর্নের উর্ধ্বে স্থান দেওয়াটাই হয়তো যথাযথ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার এক অভিনব পন্থা।
এভাবে আগে কোনদিন ভেবে দেখি নি। তবে এভাবেই ভাববো ইন শা আল্লাহ। আগে হিন্দু বন্ধুদের সামনে আল্লাহ বলে কথা বলতে সত্যিই সংকোচ বোধ করতাম যে সে কি ভাববে! কিন্তু এখন থেকে এমন অনেক কিছুই আর করবো না।
Hae bhai, ami akjon Bengali-Bangladeshi Hindu howe ai jinish ta 10000% buzte pari. Ami bortomane thaki New Zealand a. Oi khane Onek Bengali-Bangladeshi Muslims der shathei amar onek otha bosha. Agay ami Muslims der shamne kokhonoi amar "Bhogoban"-er name nitam na. Kintu, akhone Faham bhaijan er ai video ta dekhar por, ami shobar shamnei (Muslims or not) amar Bhogobaner name buk fuliai boli. Faham bhai, apnar-ee moton amaro chok khule diacche. Bhogoban Vishu onar jibon aaro onek dirghaiyu korun.
Thank you for creating this video. I took the time to watch the entire video, and I appreciate the issues you raised. As someone without any political biases, I believe that your message is interesting. As I read through the comments, I noticed that you have a large following. With such an influence over people's opinions, I suggest that you make your message easier to understand. Although you have excellent pronunciation in the languages you use, the presentation style can be hard to follow, and I found the overall idea, confusing. I conducted some research and discovered that you have higher degrees, which makes your expertise even more impressive. However, your repeated use of the phrase "Apnara jara porashuna koren" might suggest that you are discouraging education. Although some people in Bangladesh may be pseudointellectuals, education remains the best tool to combat ignorance and promote critical thinking. Therefore, I suggest that you emphasize the importance of education and encourage your viewers to pursue it. Furthermore, I noticed that you highlighted many problems without suggesting solutions. For example, how can we stop corruption if a new political party comes into power? I believe that if you set clear goals and show ways to achieve them, your message will be more effective. Also, I want to know your opinion about the phrase, "Bangladeshi Bangali", is this a jatiyotabad or not? I wish you all the best.
I really wish you appear as a guest on Lex Fridman podcast one day and talk about South Asian politics and philosophy at length. I really want to hear you on a long form podcast.
সালাম ভাই ধন্যবাদ জানাই আপনার সুন্দর উপস্থানের জন্য।জাজাকাল্লাহ খইর। আপনার জাতীয়তাবাদ সম্পর্কে ধারনাটা অসাধারণ। আমার একটা বিষয় জানার আগ্রহ সেটা হলো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে যে সাহস দরকার সেটা কোথা থেকে পাব?
আপনি আমাকে ভাবতে শেখাচ্ছেন নিয়মিতই - জানি না এটা আমার স্বকীয়তা নষ্ট করছে কি-না। তবে যে বিষয় এড়িয়ে যেতাম হয়তো সে বিষয়েও ভাবনার সুযোগ তৈরি হচ্ছে। হয়তো জ্ঞানের সীমাবদ্ধতায় বা আগে কেউ এভাবে বুঝায় নি বা এই বিষয়গুলোতে কেউ আলোকপাত করে নি এভাবে। তাই ভাবনার সুযোগ তৈরি হয় নি সম্ভবত। আপনার সব ভিডিও আগ্রহ নিয়ে দেখা হয় তাই হয়তো।
Trust me in Bangladesh you have to choose Black or white, There’s no option for gray, your logic is so impressive, I am proud that you r a Bangladeshi ❤
I do , do support, I do support 1000 times in this context. Excellent ! Many of the Bangalis probably failed to realize or they never absorb your ethics which is valued. It’s reality and practice. Being a Bangali he loses many values which he doesn’t mean. It’s very dire fate for the nation and to the human being.
Welcome sir ! I want to hear more of your fiery speech. It will bring to our senses. Our Indian subcontinent was unjustly divided.I believe you will be able to make a movement for unification of the subcontinent.
ভাই গতকালের ভিডিওতে দেখে শুনলাম, দেশের জন্য পঞ্চম প্রজন্ম ওরাই দেশের জন্য সঠিকতা হবে, একদম বাস্তব। বতর্মান গুলোরো যদি এসিডে পোড়ানো হয়, তাতেও কিছু হবে না।
@@brown_shark706 বুঝার কি আছে, এটাই প্রমাণিত সত্য। একমাত্র এই জাতীয়তাবাদেই বর্ণ, ভাষা, শ্রেণি, গোষ্ঠী, জাতি কোন কিছুই ম্যাটার করে না৷ আপনি দুনিয়ার যে প্রান্তেরই হোন না কেন, আপনি মুসলিম, তার মানে আপনি আমার ভাই।
অমুসলিমদের জন্য মুমিন এর প্রার্থনা করা অনুচিত ইসলাম অনুসারে।“নবী ও যারা ঈমান এনেছে তাদের পক্ষে মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা সংগত নয়, তারা তাদের আত্মীয়-স্বজন হলেই বা কি এসে যায়, যখন একথা সুষ্পষ্ট হয়ে গেছে যে, তারা জাহান্নামেরই উপযুক্ত।”(সূরা আত তওবা : ১১৩)
@@kazinahian99 জন্মগত ধর্মান্তরিত হলেই বা কি? এই আয়াত এর বিধান যে বাতিল বা মান্সুখ এমনটা তো নয়.. তবে আল্লাহর দেয়া বিধান অমান্য করে যদি কেউ অমুসলিমদের জন্য দোয়া করে বা সম্মান দেখাতে চায় তাহলে আমার তো কোন সমস্যা নেই, আল্লাহর আপত্তি।
Ami to ase pashe oporichito baccha amake dekhe hastese hat naracche tader jonnow dua kori. Allah jeno baccha gulake hedayet ebong iman dey. Sishu der jonno dua korte ki somossha ? Nijer icchay to tara kono dhorme jonmo neynai. Ar je dhorme jonmo nise sei dhorme je thakbe sara jibon tara warranty ki ? Dunia onek kothin jayga Bhai. Eikhane daily joto manush Islam e convert kore tar cheye beshi muslim poribar e jonmo neya manush unislamic kaj kore. Emon sob kaj kore jegula taake ar musilim rakhena. Sob bacchar jonnoi dua korte hoy. ora to nishpap. Jader Allah jonmer somoy Islamic name deynai tader imaan dik. Ar jara muslim name niye boro hobe tader Allah jeno prokito muslim hoye morte dey. Jonmo jai hok kisu ase jayna. Ke ki bhabe morbe seitai main. Morar pore tader jonno ar magfirater dua kora jabena kintu beche thakte hedayet er jonno dua korai jay. Jibito der jonno dua kora jay se jemon manush e hok.
@@mariamuntahin392 শিশুদের জন্য শুভকামনা করা অবশ্যই ভালো সে যে ধর্মেরই হোক না কেন কারণ শিশুদের কোন ধর্ম নেই ওদের ধর্ম ওদের বাবা-মা শেখায়। আমি নিজে ও যে পরিবারের জন্ম নিয়েছে সেই পরিবারের ধর্মে বড় হয়েছি কিন্তু বুঝতে শেখার পর সেই ধর্ম ত্যাগ করেছি
ভাইয়া অনেক দিন পর আপনার স্পিচ শুনলাম। প্রায় প্রতিদিন ই নোটিফিকেশন চেক করি আপনার নতুন কোন ভিডিও আছে নাকি, বাট না পেয়ে চিন্তিত হই....কি জানি আবার জয় বাংলা হয়ে গেলেন নাকি। আজকাল ট্রেন্ড তো তাই আরকি। পরিশেষে আপনার সু-স্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ আপনার হেফাজত করুন সেই দোয়া করি।
Sir, FYI, Sunan Ibn Majah, Hadith No: 2564 Narrated/Authority of Ibn Abbas that the Messenger of Allah (saw) said: "Whoever has intercourse with a Mahram relative, kill him; and whoever has intercourse with an animal, kill him, and kill the animal."
আমি চিন্তা করছি আপনার এই উচ্চমার্গীয় কথা সবাই বুঝতে পারবে কিনা? যদিও সবার এত ভারিক্বি আলোচনা না বুঝলেও চলবে। তথাপি সমাজের কোন অংশকে ফোকাস করে এই আলোচনা সেই বিষয়ে একদিন আলোচনা করবেন। আপনার সদা হাস্যময় সরস কিঞ্চিৎ ব্যঙ্গাত্মক আলোচনা চোখের পলকেই শেষ হয়ে যায়।
You can't pray আল্লাহ তাকে বড় করুক, instead you can pray আল্লাহ তোমাদের হেদায়েতের পথে আনুক এবং ভালো রাখুক। We should understand our religion's what and why by asking scholars. You may study by yourself also if you can handle it! Don't get me wrong by the way!
একটা ডিবেটে দেখছিলাম একবার বেগম জিয়া ও ছিলেন তখন অনুষ্ঠান টাতে, ভাল লেগেছিল ছেলটার ডিবেট কিন্ত কয়দিন আগে কারো একজনের ইউটিউব চ্যানেলে ক্যাডেট কলেজের সেই ছেলেটার ছবি আর আপনার ছবি দিল একসাথে। আমি অবাক কারণ দুজন একটা মানুষ আমি জানি না।আপনাকে চিনতাম না আমি তবে ডিবেটের ছেলেটাকে চিনতাম।কিন্তু অবাক এই কারনে এখন আপনি এই বয়সি আমাদের অভিভাবক এর বয়স হয় গেছে কিন্তু ওই ছেলে তো টিভিতে দেখছি অনেক বছর আগের সেটা তো মাথায় ছিল না। যাইহোক কথা গুলো ভাল লাগে হাসি মুখে রেখে সবসময় বলেন।ফান এবং সিরিয়াস আলোচনা একসাথে
কিন্তু জনাব , আমরা তোহ শিখেছি অমুসলিমদের জন্য মৃত্যু পুর্বঅব্দি রহমতের(সত্য জ্ঞানের) জন্য দোয়া করতে এবং মৃত্যুর পর বেহেস্তের (সর্গের) জন্য দোয়া না করতে ।
ইসলাম কখনো, জাতীয়তাবাদ কিংবা ধর্মনিরপেক্ষ বাদ কিংবা অন্য কিছু মানে না, ইসলাম পুরো পৃথিবীকে স্বীকার করে, সেখানে ধর্ম বর্ন নির্বিশেষে সমান মনে করে। সবাইকে সমান ভাবে স্বীকার করে, ইসলাম উদার হতে শেখায়,
আসসালামু আলাইকুম ভাইয়া..... আমি আপনাকে একবার ই দেখেছিলাম, ঢাকা সেনানিবাসের ভেতরে ক্যাডেট কলেজের রেষ্ট হাউসের রোডে.....তখন প্রথম দেখাতে,আপনার সুদর্শন চেহারা দেখেই মুগ্ধ হলেও... আপনার বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা, কথা গুলো শুনে বেশি মুগ্ধ হতাম...১৯৯৪/৯৫ সালের পর, আজকে আবার আপনার মন মুগ্ধ করা কথা গুলো শুনে একই মুগ্ধতা অনুভব করলাম... আপনার শারীরিক আর মানসিক সুস্থতা কামনা করে আপনার জন্য শুভকামনা রইল🤲 💝
সত্যি কথা বলতে আপনার কথাবার্তায় চিন্তা শক্তিতে একটা অন্যরকম আলোড়ন তৈরি করে। নিজের চিন্তা করার ক্ষমতাকে ত্বরান্বিত করে। বাংলায় এত সুন্দর ফিলোসফি আমি আগে শুনিনি। আর আপনার বাচনভঙ্গি অসাধারণ 👌
আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি ❤️
আপনি এত দারুণভাবে কথা বলেন যেন সারাদিন শুনে যেতে পারব। ক্লান্তিহীনভাবে। শুভেচ্ছা জানবেন।
আগে প্রতিমাসে ৩/৪ টা মুভি দেখতাম। কিন্তু গত ১ বছরে দু একটা নাটক বা মুভি বাদে কোন কিছুই মনোযোগ দিয়ে দেখতে পারিনি। আজ দুইটা এপিসোড দেখলাম। অনেক কিছু নতুন করে ভাবতে শিখালেন। ধন্যবাদ।
ভাই আপনি কিভাবে এতো অসাধারণভাবে সুন্দরকে উপস্থাপন করেন! আমরা চিন্তাশীল না তাই হরহামেশা ঘটা কোন কিছুর ব্যাখ্যা প্রচলিত ধারা ছুঁড়ে ভিন্ন কোণে ভাবতে পারি না । কিন্তু আপনাকে দেখলে মনে হয় আপনার প্রকৃতিটাই এমন ।
HE WAS THE NATIONAL AWARD WINNING IN DEBATOR IN BANGLADESH. ONE OF THE BEST DEBATOR IN BANGLADESH
কি অসাধারন এবং মৃদুঘৃণায় ভরা এক সাবলীল ও মার্জিত আলোচনা। সেই সাথে অন্যায়ের জন্মলগ্ন অতঃপর পবিত্র অন্যায়কারীদের পূর্নের উর্ধ্বে স্থান দেওয়াটাই হয়তো যথাযথ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার এক অভিনব পন্থা।
ইতরের চিন্তা এর বাইরে কিভাবে যাবে! নিজের পরিচয়টা ঠিকমতই দিলেন।
এভাবে আগে কোনদিন ভেবে দেখি নি। তবে এভাবেই ভাববো ইন শা আল্লাহ। আগে হিন্দু বন্ধুদের সামনে আল্লাহ বলে কথা বলতে সত্যিই সংকোচ বোধ করতাম যে সে কি ভাববে! কিন্তু এখন থেকে এমন অনেক কিছুই আর করবো না।
Hae bhai, ami akjon Bengali-Bangladeshi Hindu howe ai jinish ta 10000% buzte pari. Ami bortomane thaki New Zealand a. Oi khane Onek Bengali-Bangladeshi Muslims der shathei amar onek otha bosha. Agay ami Muslims der shamne kokhonoi amar "Bhogoban"-er name nitam na. Kintu, akhone Faham bhaijan er ai video ta dekhar por, ami shobar shamnei (Muslims or not) amar Bhogobaner name buk fuliai boli. Faham bhai, apnar-ee moton amaro chok khule diacche. Bhogoban Vishu onar jibon aaro onek dirghaiyu korun.
Believe me,I will not like it if you don't say what comes spontaneously.
Be yourself everywhere,every time.❤
6:04 কত সুন্দর ভাবে বুঝিয়ে দিলো ডিভাইডেড কিভাবে হয়? ❤🔥
স্যালুট স্যার ❤
An intelligent and highly educated person can make most of the arguments
believable even if it’s wrong, depending on his ideology..
Was waiting for it for 3 days......thanks to Faham vai & the production
আপনার আলোচনার সবটুকু বুঝতে এবং হজম করতে আমাকে স্ট্রাগল করতে হয়। অতি সূক্ষ্ম বিষয়।
একই চিন্তা আমি উচ্চবিদ্যালয়ে থেকে করে আসতেছি। কারণ সমস্যা টায় আমি পড়েছিলাম যখন আমার সহপাঠি ও শিক্ষকগণের অনেকেই সনাতন ও একজন খ্রিস্টান ছিলেন।
খুব সংগত প্রশ্ন। একজন মন্তব্যকারী খুব ভালো কথা বলেছেন। এই ভাবে তো কেউ এতোদিন প্রশ্নটা ভাবে নাই।
মনের কথাগুলো কেউ যখন এমনভাবে গুছিয়ে বলে দেয়, এই আনন্দ অদ্বিতীয়
"বাংলাদেশের ইকোনমির খুব বড় একটি অংশ ডিপেন্ড করে মিউচুয়াল ডিস্ট্রাস্টের উপর।" ❤️🔥
Extraordinary speech. 💚
খুবই গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা, #ভালো লাগলো, অনেক #অনেক শুভেচ্ছা ও #অভিনন্দন রইল আপনাকে।
আপনি হিজাব পড়েন কেনো?
ভাই আপনার লেকচার অনেকবার শুনেছি। এখনো শুনি। আপনার মত এমন করে কেউ ভাবেনি চিন্তা করেনি। ইচ্ছে হয় আপনার কাছে গিয়ে কথাগুলো আবার শুনি। আয়ারল্যান্ড থেকে
Thank you for creating this video. I took the time to watch the entire video, and I appreciate the issues you raised. As someone without any political biases, I believe that your message is interesting.
As I read through the comments, I noticed that you have a large following. With such an influence over people's opinions, I suggest that you make your message easier to understand. Although you have excellent pronunciation in the languages you use, the presentation style can be hard to follow, and I found the overall idea, confusing.
I conducted some research and discovered that you have higher degrees, which makes your expertise even more impressive. However, your repeated use of the phrase "Apnara jara porashuna koren" might suggest that you are discouraging education. Although some people in Bangladesh may be pseudointellectuals, education remains the best tool to combat ignorance and promote critical thinking. Therefore, I suggest that you emphasize the importance of education and encourage your viewers to pursue it.
Furthermore, I noticed that you highlighted many problems without suggesting solutions. For example, how can we stop corruption if a new political party comes into power? I believe that if you set clear goals and show ways to achieve them, your message will be more effective.
Also, I want to know your opinion about the phrase, "Bangladeshi Bangali", is this a jatiyotabad or not?
I wish you all the best.
আপনি ট্যাবু ভাংচুর করছেন। আপনাকে ধন্যবাদ দেবার ভাষা নেই! হাত কাট লে সবার র ক্ত লাল ❤️❤️🇧🇩
جزاكم الله خيرا
ভাই কি বলবো আপনার যুক্তিগুলো বোঝার মতন আদম পৃথিবীতে আছে কিনা সন্দেহ আছে আমার আমার তরফ থেকে শুভকামনা দোয়া রইল ধন্যবাদ
Your videos are amazing , I watched all of them. Please , upload more frequently...🙏
I really wish you appear as a guest on Lex Fridman podcast one day and talk about South Asian politics and philosophy at length. I really want to hear you on a long form podcast.
স্যার আপনি বাংলাদেশে ভারতের সর্বগ্রাসী শোষনের উপর একটি ভিডিও বানান ।
শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ ভারতের উপনিুবেশে পরিণত হয়েছে ।
সালাম ভাই ধন্যবাদ জানাই আপনার সুন্দর উপস্থানের জন্য।জাজাকাল্লাহ খইর। আপনার জাতীয়তাবাদ সম্পর্কে ধারনাটা অসাধারণ। আমার একটা বিষয় জানার আগ্রহ সেটা হলো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে যে সাহস দরকার সেটা কোথা থেকে পাব?
আপনি আমার এতো পছন্দের এতো পছন্দের যেটা আমি বলে বুঝাতে পারবো না...
আপনি অসাধারণ, লাভ ইউ স্যার!!!
আপনি আমাকে ভাবতে শেখাচ্ছেন নিয়মিতই - জানি না এটা আমার স্বকীয়তা নষ্ট করছে কি-না। তবে যে বিষয় এড়িয়ে যেতাম হয়তো সে বিষয়েও ভাবনার সুযোগ তৈরি হচ্ছে। হয়তো জ্ঞানের সীমাবদ্ধতায় বা আগে কেউ এভাবে বুঝায় নি বা এই বিষয়গুলোতে কেউ আলোকপাত করে নি এভাবে। তাই ভাবনার সুযোগ তৈরি হয় নি সম্ভবত। আপনার সব ভিডিও আগ্রহ নিয়ে দেখা হয় তাই হয়তো।
একই সমস্যা আমারও ভাইয়া
Trust me in Bangladesh you have to choose Black or white, There’s no option for gray, your logic is so impressive, I am proud that you r a Bangladeshi ❤
The best series you have ever made 😲
'যে যত ভারত বিরোধী , সে তত দেশ প্রেমী' - এই উক্তিটি কী নেতিবাচক জাতীয়তাবোধ চিন্তা থেকে এসেছে ?
খুব ডিপ লেভেলের কথা যা সাধারণ মানুষ ফিল করে কিন্তু বলতে পারেনা...... Extraordinary
গলার নিচে যা আছে তা!😂🥰💕
Savage 😂
I do , do support, I do support 1000 times in this context. Excellent ! Many of the Bangalis probably failed to realize or they never absorb your ethics which is valued. It’s reality and practice. Being a Bangali he loses many values which he doesn’t mean. It’s very dire fate for the nation and to the human being.
The life lesson from 9:15 ❤
your explanation is fantastic. your realization, your perception...etc. are best qualities of human beings
স্পিচটা খুব সুন্দর ছিল। সাউন্ডে প্রচুর নয়েজ, এদিকে নজর দেওয়ার অনুরোধ রইল।
আপনি আসলেই ভাই সত্যি কারের জিনিয়াস।
Well curated thoughts. Thanks for it .
Amar life er sob vol val philosophy er kobor rocona korecen apni sir. Ami akjon Nationalist cilam😂😂😂😂
Outstanding analysis.
লাইক দিয়ে রাখলাম, বাদ ইফতার শুনবো মনযোগ দিয়া😍
ভাওতাবাজি বাদ দিয়ে ভালো হয়ে যা
@@zskhan47 জ্বী জনাব, আমার জন্য দোয়া করবেন!
@@freedom-fighter309 Ohhh man what a reply. Well said 🤣🤣😆😆
@@greentube2024 vodro manush ar vodro reply
Welcome sir ! I want to hear more of your fiery speech. It will bring to our senses. Our Indian subcontinent was unjustly divided.I believe you will be able to make a movement for unification of the subcontinent.
ভাই গতকালের ভিডিওতে দেখে শুনলাম, দেশের জন্য পঞ্চম প্রজন্ম ওরাই দেশের জন্য সঠিকতা হবে, একদম বাস্তব। বতর্মান গুলোরো যদি এসিডে পোড়ানো হয়, তাতেও কিছু হবে না।
ভাই ভাই ভাই,,জোস।। এভাবে আসলেই ভাবা হয় নি।।''চমৎকার'' দেখলাম আজকে
bishal bishal bani dilen vai, eigula youtube short e asha uchit, hats off
12:17 eta akta oshadharon kotha
একমাত্র ইসলামি জাতীয়তাবাদই সকল সমালোচনার উর্ধ্বে।
ইসলামী জাতীয়তাবাদ বলতে পৃথিবীতে কিছু নেই
এই বুঝলেন 😂
@@brown_shark706 বুঝার কি আছে, এটাই প্রমাণিত সত্য। একমাত্র এই জাতীয়তাবাদেই বর্ণ, ভাষা, শ্রেণি, গোষ্ঠী, জাতি কোন কিছুই ম্যাটার করে না৷ আপনি দুনিয়ার যে প্রান্তেরই হোন না কেন, আপনি মুসলিম, তার মানে আপনি আমার ভাই।
ইসলাম জাতীয়তাবাদের মত বিষয়ে বিশ্বাস করে না।
ইসলামী জাতীয়তাবাদ বলতে কিছুই নেই। যেটা আছে সেটা হলো pan islamism বা সর্ব ইসলামবাদ বা খিলাফত।
amazing discussion 👌
প্রথম অংশ চিন্তার পরিধি বৃদ্ধি করেছে। আর শেষ অংশ সমাজকে চিনিয়েছে।
অমুসলিমদের জন্য মুমিন এর প্রার্থনা করা অনুচিত ইসলাম অনুসারে।“নবী ও যারা ঈমান এনেছে তাদের পক্ষে মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা সংগত নয়, তারা তাদের আত্মীয়-স্বজন হলেই বা কি এসে যায়, যখন একথা সুষ্পষ্ট হয়ে গেছে যে, তারা জাহান্নামেরই উপযুক্ত।”(সূরা আত তওবা : ১১৩)
সেটা মুহাম্মদের সময়কালীন যারা ইসলামের ডাকে আসেন নাই তাদের জন্য কিন্তু আপনি আমি বা অন্য ধর্মের তারা জন্মগত ধর্মান্তরিত।
@@kazinahian99 জন্মগত ধর্মান্তরিত হলেই বা কি? এই আয়াত এর বিধান যে বাতিল বা মান্সুখ এমনটা তো নয়..
তবে আল্লাহর দেয়া বিধান অমান্য করে যদি কেউ অমুসলিমদের জন্য দোয়া করে বা সম্মান দেখাতে চায় তাহলে আমার তো কোন সমস্যা নেই, আল্লাহর আপত্তি।
Ami to ase pashe oporichito baccha amake dekhe hastese hat naracche tader jonnow dua kori. Allah jeno baccha gulake hedayet ebong iman dey. Sishu der jonno dua korte ki somossha ? Nijer icchay to tara kono dhorme jonmo neynai. Ar je dhorme jonmo nise sei dhorme je thakbe sara jibon tara warranty ki ? Dunia onek kothin jayga Bhai. Eikhane daily joto manush Islam e convert kore tar cheye beshi muslim poribar e jonmo neya manush unislamic kaj kore. Emon sob kaj kore jegula taake ar musilim rakhena. Sob bacchar jonnoi dua korte hoy. ora to nishpap. Jader Allah jonmer somoy Islamic name deynai tader imaan dik. Ar jara muslim name niye boro hobe tader Allah jeno prokito muslim hoye morte dey. Jonmo jai hok kisu ase jayna. Ke ki bhabe morbe seitai main. Morar pore tader jonno ar magfirater dua kora jabena kintu beche thakte hedayet er jonno dua korai jay. Jibito der jonno dua kora jay se jemon manush e hok.
হেদায়েত প্রার্থনা করা যাবে অর্থাৎ ওই হিন্দুরা যেন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে চলে আসে এইটা দোয়া করা যাবে😆
@@mariamuntahin392 শিশুদের জন্য শুভকামনা করা অবশ্যই ভালো সে যে ধর্মেরই হোক না কেন কারণ শিশুদের কোন ধর্ম নেই ওদের ধর্ম ওদের বাবা-মা শেখায়। আমি নিজে ও যে পরিবারের জন্ম নিয়েছে সেই পরিবারের ধর্মে বড় হয়েছি কিন্তু বুঝতে শেখার পর সেই ধর্ম ত্যাগ করেছি
জাতীয়তাবাদ হৃদয়কে কঠিন করে ফেলে,
How do you say these things from Australia and how do I understand every single word from England?
ভাইয়া অনেক দিন পর আপনার স্পিচ শুনলাম। প্রায় প্রতিদিন ই নোটিফিকেশন চেক করি আপনার নতুন কোন ভিডিও আছে নাকি, বাট না পেয়ে চিন্তিত হই....কি জানি আবার জয় বাংলা হয়ে গেলেন নাকি। আজকাল ট্রেন্ড তো তাই আরকি। পরিশেষে আপনার সু-স্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ আপনার হেফাজত করুন সেই দোয়া করি।
Aaetai chinta Korey aasheychhi shara jibon. Sharbojonin Hobar khomota orjon kortey hoy aabong sheta onek kothin.
Aami nijekey Jodi aaei sharbojoninotaey shamil kortey na Pari aamar nijer obosthhan thhekey taholey sheta aamar ohibg ke aaghat Korbey. Aami mone Kori je sheta na kortey parley aamar shikhha shomponno hoy ni.
I can't agree more! 200% right you are!!
Sir, FYI,
Sunan Ibn Majah, Hadith No: 2564
Narrated/Authority of Ibn Abbas
that the Messenger of Allah (saw) said: "Whoever has intercourse with a Mahram relative, kill him; and whoever has intercourse with an animal, kill him, and kill the animal."
আমি চিন্তা করছি আপনার এই উচ্চমার্গীয় কথা সবাই বুঝতে পারবে কিনা? যদিও সবার এত ভারিক্বি আলোচনা না বুঝলেও চলবে। তথাপি সমাজের কোন অংশকে ফোকাস করে এই আলোচনা সেই বিষয়ে একদিন আলোচনা করবেন। আপনার সদা হাস্যময় সরস কিঞ্চিৎ ব্যঙ্গাত্মক আলোচনা চোখের পলকেই শেষ হয়ে যায়।
You can't pray আল্লাহ তাকে বড় করুক, instead you can pray আল্লাহ তোমাদের হেদায়েতের পথে আনুক এবং ভালো রাখুক।
We should understand our religion's what and why by asking scholars. You may study by yourself also if you can handle it!
Don't get me wrong by the way!
একটা ডিবেটে দেখছিলাম একবার বেগম জিয়া ও ছিলেন তখন অনুষ্ঠান টাতে, ভাল লেগেছিল ছেলটার ডিবেট কিন্ত কয়দিন আগে কারো একজনের ইউটিউব চ্যানেলে ক্যাডেট কলেজের সেই ছেলেটার ছবি আর আপনার ছবি দিল একসাথে। আমি অবাক কারণ দুজন একটা মানুষ আমি জানি না।আপনাকে চিনতাম না আমি তবে ডিবেটের ছেলেটাকে চিনতাম।কিন্তু অবাক এই কারনে এখন আপনি এই বয়সি আমাদের অভিভাবক এর বয়স হয় গেছে কিন্তু ওই ছেলে তো টিভিতে দেখছি অনেক বছর আগের সেটা তো মাথায় ছিল না। যাইহোক কথা গুলো ভাল লাগে হাসি মুখে রেখে সবসময় বলেন।ফান এবং সিরিয়াস আলোচনা একসাথে
অসাধারণ বিশ্লেষণ ও বাচনভঙ্গি।
extremely serious topic that enlightens our blindness
What an attitude to delivery speech!
গওহর বাদশা বানেছা পরী.... কতদিন পরে মানুষের মুখে শুনলাম, আহা।
Sir just reflects me 🙂
durdanto
অসাধারণ বিশ্লেষণ 😮
অসাধারণ
Nationalist a greatest source of self identify,,,,
This is changing my mind . Wow just mind blowing.
পাপলু! সংস্কৃতির হাফেজ!কিছু আমার বলার আছে!!
যার যা একদম একান্ত ব্যক্তিগত চিন্তা বিবেক বোধ থেকে বেরিয়ে
অভিমত কথা।
স্যার আপনি যদি পুরোটা আলোচনা বাংলায় করতেন তাহোলে আমাদের মতো যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের বুঝতে আরো সুবিধা হতো।
Omg...ki sundor issues
আপনার চিন্তাধারা কে স্যালুট।
Iftar er por❤🎉
Do you think other than AL , everyone is angels?
বাংলাদেশের সেরা দার্শনিক।
এই কথাগুলো কি টেক্সট ফরম্যাটে পাবোনা? কোন বইয়ে?
It's an impressive speech!
যথার্থ বলেছেন আপনি।
আমাদের বাঙালী জাতীয়তাবাদ নয় , আমাদের বাংলাদেশী জাজাতীয়তাবাদ
জাতীয়তাবাদ জিনসটাই সমস্যা। এটা আপনাকে বড় অন্যকে ছোট ভাবায়। জাতীয়তাবাদের কারণেই সীমান্ত বিনা কারণে উত্তপ্ত।
আলোচ্য শিরোনাম খুবই প্রাসঙ্গিক তবে সহজ সরলভাবে বলতে হবে........
কথার কোন আগা মাথা নেই বিষয়ের কোন আগা মাথা নেই
❤💚
That ironic smile ❤
ইয়ে করবে, আপনি ব্যাথা পাবেন 🤣 😂 🤣 😂 🤣😂
বাংলাদেশ জিন্দাবাদ। 🌾💚🇧🇩💚🌾
নতুন চিন্তার দিক খুঁজে পাই
অনেক ভালো বলেছেন
Super.
Feb 15 , 2023 . Assalam
1st❤❤❤❤❤❤
15:42 - 16:30 🤣🤣🤣❤️❤️🖤
লাইকগুলো গলার নিচের কারনে পড়েছে🤣 😂 🤣 😂
12:16 ❤
12.15 to12.30...key 👉
Reflection যে বই টার নাম বলছে তার রাইটার এর নাম টা কি বলছে । বইটার লিংক কেউ দিতে পারবেন?
www.bl.uk/collection-items/reflections-on-the-revolution-in-france-by-edmund-burke
সুন্দর
মানুষটা অনেক জ্ঞানী
কিন্তু জনাব , আমরা তোহ শিখেছি অমুসলিমদের জন্য মৃত্যু পুর্বঅব্দি রহমতের(সত্য জ্ঞানের) জন্য দোয়া করতে এবং মৃত্যুর পর বেহেস্তের (সর্গের) জন্য দোয়া না করতে ।
এটাই ইসলাম মতে সঠিক। হিন্দুদের উপর শান্তি বর্ষণের দোয়া ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।
ইসলাম কখনো, জাতীয়তাবাদ কিংবা ধর্মনিরপেক্ষ বাদ কিংবা অন্য কিছু মানে না,
ইসলাম পুরো পৃথিবীকে স্বীকার করে, সেখানে ধর্ম বর্ন নির্বিশেষে সমান মনে করে।
সবাইকে সমান ভাবে স্বীকার করে,
ইসলাম উদার হতে শেখায়,
এইটা জাতীয়তাবাদীরা বুঝে না।