Weekend Classics Radio Show | Sanat Singha Special | সনৎ সিংহ স্পেশাল | Kichhu Galpo,Kichhu Gaan

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2017
  • This WEEKEND CLASSICS RADIO SHOW present 15 unforgettable Bengali songs of SANAT SINGHA, who is still unparallel artiste for Children songs. He started his career with Modern songs and folk songs. But later he switched over to Bengali Nursery Songs and became very popular & TOP artiste for this subgenre repertoire. RJ Saubhik presents his best 15 songs with few interesting and unknown stories about the life of this legendary artiste and origin of his songs. Hope you will enjoy it these golden hits.
    00:01:03 Saraswati Bidyebati
    00:05:29 Jhamajham Mal Baje
    00:08:18 Radhar Mon Giyechhe Churi
    00:12:05 Ek Ekke Ek
    00:14:44 Bolte Paris Maa
    00:18:35 Ei Duniyay Sakal Bhalo
    00:21:43 Nagardola
    00:25:56 Ahalya Kanyar
    00:28:41 Rather Mela
    00:33:09 Baburam Sapure
    00:35:34 Ami Bahurupi
    00:39:38 Takdum Takdum Dumadum
    00:42:25 Na Na Na Baje Na
    00:46:11 Cholechhe Chander Bari
    00:48:40 Jodi Keu Konodin Jao
    Song Credits,
    Song: Ahalya Kanyar
    Artist: Sanat Sinha
    Music Director: Mrinal Chakraborty
    Lyricist: Bhaskar Basu
    Mood: Bichitra (Misc)
    Theme: Bichitra (Misc.)
    Song: Jhamajham Mal Baje
    Artist: Sanat Singha
    Music Director: Probir Mazumder
    Lyricist: Sisir Mazumder
    Mood: Happy
    Theme: Nursery Songs
    Song: Radhar Mon Giyechhe Churi
    Artist: Sanat Singha
    Music Director: Abhijit Banerjee
    Lyricist: Probodh Ghosh
    Mood: Happy
    Theme: Love
    Song: Ek Ekke Ek
    Artist: Sanat Singha
    Music Director: Probir Mazumder
    Lyricist: Ranjit Dey
    Mood: Fun
    Theme: Childhood
    Song: Bolte Paris Maa
    Artist: Sanat Singha
    Music Director: Probir Mazumder
    Lyricist: Probir Mazumder
    Mood: Happy
    Theme: Nursery Songs
    Song: Saraswati Bidyebati
    Artist: Sanat Singha
    Music Director: Anal Chatterjee
    Lyricist: Shibdas Banerjee
    Mood: Sad
    Theme: Nursery Songs
    Song: Baburam Sapure - 1959
    Artist: Sanat Singha
    Music Director: Arun Basu
    Lyricist: Sukumar Ray
    Mood: Happy
    Theme: Nursery Songs
    Song: Ei Duniyay Sakal Bhalo
    Artist: Sanat Singha
    Music Director: Arun Basu
    Lyricist: Sukumar Ray
    Mood: Happy
    Theme: Nursery Songs
    Song: Rather Mela
    Artist: Sanat Singha
    Music Director: Abhijit Banerjee
    Lyricist: Anal Chatterjee
    Mood: Happy
    Theme: Nursery Songs
    Song: Nagardola
    Artist: Sanat Singha
    Music Director: Abhijit Banerjee
    Lyricist: Anal Chatterjee
    Mood: Happy
    Theme: Nursery Songs
    Song: Ami Bahurupi
    Artist: Sanat Singha
    Music Director: Anal Chatterjee
    Lyricist: Miltoo Ghosh
    Mood: Happy
    Theme: Miscellaneous
    Song: Takdum Takdum Dumadum
    Artist: Sanat Singha
    Music Director: Sailen Dutta Roy
    Lyricist: Bhaskar Basu
    Mood: Happy
    Theme: Nursery Songs
    Song: Na Na Na Baje Na
    Artist: Sanat Singha
    Music Director: Probir Mazumder
    Lyricist: Ranjit Dey
    Mood: Happy
    Theme: Nursery Songs
    Song: Cholechhe Chander Bari
    Artist: Sanat Singha
    Music Director: Probir Mazumder
    Lyricist: Miltoo Ghosh
    Mood: Happy
    Theme: Nursery Songs
    Song: Jodi Keu Konodin Jao
    Artist: Sanat Singha
    Music Director: Probir Mazumder
    Lyricist: Shibdas Banerjee
    Mood: Happy
    Theme: Nursery Songs
    Label :: Saregama India Ltd
    For more videos log on & subscribe to our channel :
    / saregamabengali
    Facebook :: / saregamabangla
    Twitter :: / saregamaglobal
    Google+ :: plus.google.com/+saregamabengali

КОМЕНТАРІ • 271

  • @abhayhazra2154
    @abhayhazra2154 8 днів тому

    এখন আমি 70.ইস্কুল জীবনে এইগুলো শুনতাম । আজ আবার শুনছি ।অনেক ভালো লাগছে। ধন্যবাদ ।

  • @sanjoychatterjee5460
    @sanjoychatterjee5460 3 роки тому +17

    অসাধারণ সব গান। 12 মিনিটের এক এক্কে এক গান টা আমার অন্যতম প্রিয় গান। পুজোর ঠিক আগে ঐ গান টা না হলে চলে না। খানিকটা মহালয়ার মতো।

  • @sudiptasaha4211
    @sudiptasaha4211 3 роки тому +5

    কিছু ক্ষন ছোট্ট বেলায় পৌঁছে গেলাম। ধন্যবাদ Saragama

  • @MB-tx6di
    @MB-tx6di 3 роки тому +19

    কুড়ুর কুড়ুর তাক, অসাধারণ! দুঃখ হয় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। ছেলেবেলার নির্মল আনন্দ যে কি তারা উপলব্ধিই করতেই পারলো না।

    • @tapansen2948
      @tapansen2948 3 роки тому +4

      আমি আপনার সাথে সম্পুর্ণ একমত৷

  • @sekharsamaddar7328
    @sekharsamaddar7328 4 роки тому +10

    সনৎ সিংহের গান শুনলে এই বয়সেও (59) ছোটবেলায় ফিরে যাওয়া যায়।

  • @shambhuchakraborty.8865
    @shambhuchakraborty.8865 3 роки тому +13

    সনৎসিংহ,, প্রতিভাবান শিল্পী। তিনি নমস্য।
    তাঁর গাওয়া গান শুনতে 72 বছর বয়সেও,,
    আনন্দ লাগছে। তাই আজ রথের মেলার গানটা শুনতে শুনতে,, পুরোনো দিনের স্মৃতি গুলো মনে পড়ছে।

    • @kamumunshi3835
      @kamumunshi3835 9 місяців тому

      😊

    • @farzukmir8139
      @farzukmir8139 4 місяці тому

      😅😊😅😅😊😅😅😅😊😮😂😂😂😂😂❤❤❤❤❤😅😅😊😊😊😊😊😊😊😅😅😅😮😮😮😮😮😮

  • @bidhankrishnachakraborty1559
    @bidhankrishnachakraborty1559 3 роки тому +13

    এসব গান যে কতবার শুনেছি তার কোন হিসাব রাখা হয়নি, তবে বহুবার।
    কিন্তু, কখনোই পুরনো মনে হয়নি।

  • @dilipkumardas4497
    @dilipkumardas4497 2 роки тому +2

    এমন আনন্দ ম য় মিসটি মজার ছডার গান ছোটো বড সবার সাধারণ মানুষ অবহেলা র মানুষ জনদের নিয়ে যে গানগুলো ছিল পডে সে গুলো কুডিয়ে নিয়ে সনত সিংহ যে অনায়াসে সহজেই আমাদের শুনিয়ে গেছেন আমাদের মত বৃদ্ধ দের কাছে আজও অমর হয়ে রয়েছে।যত শুনি মনে হয় আরও শুনি।ইসকুল কলেজ অফিস কোর্ট বেলায় ফিরে ফিরে যাই

  • @udaynarayanmandal2322
    @udaynarayanmandal2322 2 роки тому +7

    স্বর্ণালী অতীতের সোনালী জলসা গুলি মনে পড়ে যাচ্ছে। শ্রদ্ধেয় শিল্পী কে আমার প্রণাম 🙏🙏

  • @prolaybhadury7156
    @prolaybhadury7156 20 днів тому

    অপূর্ব!

  • @SipraKar-ft1sy
    @SipraKar-ft1sy 10 місяців тому +1

    অপূর্ব সুন্দর গান।

  • @madhurimasinha
    @madhurimasinha 3 роки тому +4

    Shorgiyo Shri Sanat Singha holen amar nijer dadu, uni 1st April noye, 31st March, 2013 sokal 10:10 nagad porolok gomon koren ... Ei info ta bhul chilo.. Tachhara khub shundor program shunlam..abar sob dadur kotha mone pore galo.. Sa re ga ma o RJ Saubhik ke onek onek dhonyobad ato shundor bhabe uposthapona korar jonno. 🙏🏼 Sobai bhalo thakben ❤️

  • @dipalidas56
    @dipalidas56 2 роки тому +31

    আমাদের শৈশবে পুরুষ কণ্ঠের ছড়ার গানের শিল্পী ছিলেন সনৎ সিংহ ও অমল মুখোপাধ্যায় এবং নারী কণ্ঠের ছড়ার গানের শিল্পী ছিলেন আল্পনা বন্দ্যোপাধ্যায় ও জপমালা ঘোষ । যদিও এঁরা সকলেই বয়স্ক শিল্পী ছিলেন, তথাপি ছড়ার গানের পাশাপাশি বিভিন্ন ধরণের বাংলা গান গাইতেন, যেমন উদাহরণ স্বরূপ "শ্যামা শ্যাম শিব রামনাম", "মণ বলছে আজ সন্ধ্যায়" ইত্যাদি । আমরা যখন কলেজে পড়ি তখন অন্তরা চৌধুরী শিশুশিল্পী হিসেবে ছড়ার গানে এল এবং ঐ ছোট্ট বয়সেই বাংলা ছড়ার গানের পাশাপাশি তার মা স্বনামধন্য সঙ্গীতশিল্পী সবিতা চৌধুরীর সঙ্গে সম্ভবত হিন্দি ছায়াছবি 'মিনু'-তে "ও কালী রে কালী রে" শীর্ষক একটি ডুয়েট গানও গেয়েছিল । পরবর্তীতে অন্তরা চৌধুরী অনেক বাংলা আধুনিক গানও রেকর্ড করেছে । যাইহোক অনেক পুরনো কথা বলে ফেললাম । বন্ধুরা মার্জনা করবেন । কারণ স্মৃতি সততই সুখের ! যদিও ৺শ্যামল মিত্র বলে গেছেন যে, "স্মৃতি তুমি বেদনার !" বন্ধুরা সবাই ভালো থাকবেন ।

    • @salildas7316
      @salildas7316 Рік тому +2

      দিদি আপনাকে যে কি ভাবে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছিনা, ছড়ার গানের শিল্পীদের নাম গুলি খুঁজে ছলেছি দীর্ঘদিন থেকে, সবার নাম গুলি এই মুহূর্তে আপনার কাছে পেয়ে আমার মনে যে কি আনন্দে মাতোয়ারা হল তা বলে প্রকাশ করা যাবে না।

    • @nomadsland7195
      @nomadsland7195 Рік тому +1

      Utpala Sen o chhilen ki? oboshyo, pakhider oi pathshala te gaan ti i shunechi shudhu ei genre e onar golay

    • @bharatikundu7416
      @bharatikundu7416 Рік тому

      Bhab

  • @shambhunathmaity6975
    @shambhunathmaity6975 3 роки тому +11

    স্বর্ণযুগের এই সব গান এখন আর তেমন শুনতে পাই না কিন্তু তখন শুনি, হারিয়ে যাই সেই ছোট্ট বেলার অতীতে

  • @floraalberta928
    @floraalberta928 Рік тому +8

    মিষ্টি-আদুরে গলার গানগুলো আমার মনে সেই শৈশবের স্মৃতিগুলো জীবন্ত করে তুলল…প্রণাম জানাই 🙏🏻

  • @swapandasgupta7030
    @swapandasgupta7030 2 роки тому +2

    এসব গানের কথা ভুলেই গেছি। খুবই ভালো লাগলো।

  • @subhaschandrabandyopadhyay8150
    @subhaschandrabandyopadhyay8150 3 роки тому +7

    সনৎ সিংহ মানেই মজার গান,মজার সুর,মজার তাল। সত্যি সত্যিই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। অসাধারণ গায়ক। স্মৃতিতে আজীবন থাকবে।

  • @pranatimajumder8454
    @pranatimajumder8454 5 місяців тому

    দারুণ ।❤❤❤ ছোটবেলা।

  • @user-hu6dh1if9j
    @user-hu6dh1if9j 5 років тому +13

    ওঁনার গানে শিউলি ফুলের গন্ধ আসে, ওঁনার বাচ্চাদের আগমনী।
    বড় আবেগ তাড়িত করে। প্রণতি তোমায়।

  • @basantakumarsengupta3764
    @basantakumarsengupta3764 Рік тому +1

    এই সব গান শুনে ৮০ বছর বয়সেও , ছোট বেলার মতোই সমান আনন্দ উপভোগ করছি । শিশু দরদি শিল্পী সনৎ সিংহ কে সশ্রদ্ধ প্রণাম জানাই ।

  • @mitabhattacharya7479
    @mitabhattacharya7479 4 роки тому +11

    স্মৃতির গলিপথ পেরিয়ে সেই ছোটবেলায় পৌঁছে গেলাম।
    সমৃদ্ধ ছোটবেলা আমাদের ... 💕

  • @amarnathsinha9185
    @amarnathsinha9185 4 роки тому +4

    সনৎ সিংহের প্রত্যেকটি গান ৭২ বছর বয়সে শুনলে অন্য জগতে চলে যায়।

  • @dhantuprasadsinha654
    @dhantuprasadsinha654 3 роки тому +2

    আহা কি সুন্দর গান। বারবার শুনতে ইচ্ছে
    করে।

  • @user-vf9jv6yh4f
    @user-vf9jv6yh4f 5 місяців тому +1

    আমি পৌঁছেগেলাম আমার ছোটো বেলায়।সাতের দশকের প্রথম দিকে।হারানোর বেদনায় হাঁসির গান শুনে ও চোখে জল এলো।

  • @saktiprasadchakrabarti8983
    @saktiprasadchakrabarti8983 Рік тому +2

    ওনার গান শুনতে শুনতে ছেলে বেলায় ফিরে যাই।কি ভালো যে লাগি তা ভাষায় প্রকাশ করা যায় না।

  • @debanjankundu9110
    @debanjankundu9110 9 місяців тому

    Apurbo !! kotodin baad shunlam.Sei choto bela ke khunje pelam !!

  • @shyamalchattopadhyay5556
    @shyamalchattopadhyay5556 Рік тому +4

    গানগুলো শুনে শৈশবে ফিরে গেলাম , কারন আমাদের প্রকৃতই শৈশব ছিল । কিন্তু এখনকার হতভাগ্য শিশুদের শৈশব বলে কিছুই আর অবশিষ্ট নেই ।

  • @kishalayachatterjee6372
    @kishalayachatterjee6372 4 роки тому +13

    একবার এক ঘরোয়া অনুষ্ঠানে আমি ওনাকে অহল্যা কন্যা গানটি গাইবার জন্য অনুরোধ করি কিন্তু অনেক গান গাইবার পরেও আমার অনুরোধের গানটি গাইছেন না দেখে একটু আশাহত হচ্ছিলাম তবে আশা ছাড়িনি । আর একটা গান শেষ হলো । এবার উনি বলে উঠলেন আমি শেষ গানটা গাইবার আগে ওই ভদ্রলোককে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমার অন্যতম প্রিয় গানটি গাইবার জন্য । আমার মনটা ভরে উঠলো আনন্দে আর ওনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল।

  • @chanchalmondal1999
    @chanchalmondal1999 5 місяців тому

    মনে পড়ে অনেক কাল আগের কথা,আজ এই গান শুনে‌ সেই সময়ের কথা রোমন্থন করছি।

  • @surjendrabandyopadhyay9040
    @surjendrabandyopadhyay9040 5 років тому +3

    Ki adbhut sundar ei gaan gulo tai bhabi. Chotobelar sei dingulo jeno jibonto hoye samne ese dariye jachhe. Bhison nostalgic hoye pori. R eisob sristi hochhena,etai dukkho.

  • @SipraKar-ft1sy
    @SipraKar-ft1sy 10 місяців тому

    গান গুলো শুনে আমার খুব ভালো লাগলো। অনেক দিন পর শুনতে পেলাম। ধন্যবাদ।

  • @parnachatterjee2538
    @parnachatterjee2538 3 роки тому +22

    স্বর্ণযুগের এই শিল্পীর যোগ্য সম্মান প্রদর্শন হয়নি। আমার মনে হয় , এই সব শিল্পী হারিয়ে যাচ্ছেন। এখনকার প্রজন্ম এঁদের মনে রাখবেন না।
    হায় বাঙালি!!!

    • @ranjitsaha725
      @ranjitsaha725 3 місяці тому

      শিল্পীর যোগ্য সম্মান কথাটার অর্থ কি ? আমার মনে হয় পয়সা দিয়ে যোগ্য সম্মান কেনা যায় না । যেটা আজকাল অহরহ ঘটছে । গল্পটা হোলো ছেলে মাধ্যমিক পাস করেছে । ছেলে , ছেলের বাবা , মা সবাই ভীষণ খুশি । সবাইকে ডেকে বলছে ছেলে মাধ্যমিক পাস করেছে । ওর মধ্যে একজন চাণক্য জিজ্ঞেস করেছে ছেলে কোন ডিভিশনে পাস করলো ? বাবা উত্তর দিলেন ও সবাই পাস করছে । আজকালকার দিনে এটার নাম যোগ্য সম্মান ।

  • @nimaikar1575
    @nimaikar1575 2 роки тому +1

    Children s songs of sanat singha are superb excellent incomparable and listenable now i am 77 still i get much pleasure from the most popular singer s songs

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 2 роки тому +2

    এই শরতে এই সব কালজয়ী গান গুলো শুনতে শুনতে সেই সব সোনার দিনগুলিকে মনে পড়ে। 10/10/21.

    • @dhirasengupta2012
      @dhirasengupta2012 2 роки тому

      ঘুমভেঙ্গেগেলেপলায়ন,এইঘটনাঢুকেপড়েনযুদ্ধেযেতেছিলযেতিনিতাঁরসঙ্গেকথাবলতেপাখুশিভাললাগেনাইযেকোনধরনেরলেখাআছেতাহলযেসবতথ্যসংগ্রহ

    • @dhirasengupta2012
      @dhirasengupta2012 2 роки тому

      ঠিকবলেছেনযেকোনধরনেরলেখাআছেতাহলযে

  • @dibakarmondal9560
    @dibakarmondal9560 2 роки тому +1

    Darun gan gulo 👍🙏🙏.

  • @nilimadey9738
    @nilimadey9738 Рік тому

    Daru laglo tomar uposthapona.anek dhonnobad eto bhalo gan sonabar jonno

  • @ramaladas7228
    @ramaladas7228 4 роки тому +1

    Santa singer gan anek din pare sunlam r khub khub valo laglo

  • @chanchalmondal1999
    @chanchalmondal1999 5 місяців тому

    গানটা শুনে অজান্তে কখন স্কুল জীবনে ফিরে গেছি,সনৎ সিংহ আমাদের মনের কথা গেয়েছিলেন। ধন্যবাদ।

  • @prasantachakraborty5524
    @prasantachakraborty5524 10 місяців тому

    জীবনের প্রাতঃ কালে এই সব অমর শিল্পীর গান মনের মনিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে যত দিন বেঁচে থাকবো।আমার বয়স এখন ৭০ বছর ।
    তবে নূতন প্রজন্ম এর মর্ম মনে হয় সবাই মঊল্য দেবে না।

  • @samratsengupta96
    @samratsengupta96 Рік тому

    ছোট বেলা এ গান সুনেছি এখনো খুব ভালো লাগে সনৎ সিংহ কে প্রণাম 🙏 ধন্যবাদ সারেগামা 🙏

  • @bulbulchakraborty747
    @bulbulchakraborty747 3 роки тому +3

    জব্বর। মনটা ভরে গেলো।

  • @manabmitra757
    @manabmitra757 5 років тому +20

    গানগুলো শুনতে শুনতে বুড়ো হ'চ্ছি........গানগুলো কিন্তু একই রকম ছেলেমানুষ র'য়ে গিয়ে আজও কী যে আনন্দ দেয়......আজকের ছেলেমেয়েরা ওঁকে যেন আরও বেশী শুনতে পায়.......

  • @susamabiswas1308
    @susamabiswas1308 11 місяців тому

    ধন্যবাদ শৌভিক

  • @swapanroychowdhury4952
    @swapanroychowdhury4952 2 роки тому +1

    দারুন গান সব গুলি---

  • @bipasasengupta3596
    @bipasasengupta3596 4 роки тому +6

    Every songs are very related to all of our childhood. Sanat Singha is a pioneer in children's songs. So those who gave dislike they are mad people. Thank you saregama for these albums.

  • @nimaidebroy9345
    @nimaidebroy9345 4 роки тому +7

    ছোটবেলায় গানগুলো শুনতাম। এখনও ভালো লাগে।

    • @bimalhait9489
      @bimalhait9489 4 роки тому +1

      দরুন কথা বলেছেন

  • @prabirrit9801
    @prabirrit9801 8 місяців тому

    অসাধারণ গায়ক

  • @SinghArti-cw7vz
    @SinghArti-cw7vz 9 місяців тому

    অসাধারন ,মাঝেমাঝেই গানগুলো মনে পড়তো কিন্তু শোনার সুযোগ পেতাম না ।আজ মন ভরে গেলো ।শৈশব কৈশোরে ফিরে গেলাম ।😅

  • @mdamtlhaq2515
    @mdamtlhaq2515 3 роки тому +1

    65 bochor agey Sonot Singhar Ekta gaan sunechilam jar Ekta line mone ache seta shunlam na tar ekta line holo-- ESECHE CIRCUS-- OI GHORA SOB DIM PARE BHAI,HAD A KOCHI GHAAS

  • @pradipsen4496
    @pradipsen4496 3 роки тому +11

    সনৎ সিংহ, জপমালা ঘোষ এবং অমল মুখোপাধ্যায় -- ছোটদের গানের জগতে তিন নক্ষত্র। এঁদের ট্র্যাডিশন হারিয়ে গেছে আজ।

    • @pranabchandra667
      @pranabchandra667 3 роки тому

      Ar kono din ei rakam ganer swarno jug asbe na, karan ei juge ar eksnge gayak, gitikar o surokar ek sange janmabe na.

    • @milondahuk5401
      @milondahuk5401 2 роки тому

      আমি একজন বাংলাদেশী এবং আমার বয়স ৭৬ বৎসর। কিন্তু লজ্জার কথা হলেও আমাকে স্বীকার করতেই হবে যে ছোটদের গাইয়ে হিসাবে জপমালা ঘোষের নাম প্রায় অপরিচিত। তবে আল্পনা বন্দোপধ্যায়ের নাম খুবই পরিচিতি ছিল সবসময়ই।

    • @sunitadas8278
      @sunitadas8278 2 роки тому +1

      @@pranabchandra667 awww

  • @monalovely
    @monalovely 2 роки тому +1

    My favourite all songs thanks

  • @sudipdolai_
    @sudipdolai_ 4 роки тому +3

    ভালোবাসার গান । ভালো লাগার গান।

  • @chandandasgupta8026
    @chandandasgupta8026 3 роки тому +1

    Sanat Singha Was One Of The Great Children Singer. Great Singer. Old Is Gold. All His Song Was Super Hit . Every Year Puja New Song Was Popular Every People .

  • @prasantabarh5654
    @prasantabarh5654 9 місяців тому

    স্বর্ণযুগ এর সনৎ বাবু ও অমল
    মুখোপাধ্যায়ের গান আজও
    আমার মনে স্মৃতি মধুর হয়ে আছে।

  • @prasantachakrabarty8531
    @prasantachakrabarty8531 9 місяців тому

    স্বর্নযুগের স্বর্নশিল্পীদের স্বর্নসংগীত
    আজও মনে মোহময় হিন্দল তোলে।
    মাঝে 6-7 দশক অতিক্রম করেও
    যেন অমলিন-অক্ষয়।

  • @abhrabhaduri5311
    @abhrabhaduri5311 2 роки тому

    Asadharon ekjon guni silpi Sanat Singh eto darun darun chhotoder gan amder chhoto belated niye Jay tini amader valolaga valobasay joriye achhen

  • @prabirhalder76
    @prabirhalder76 3 роки тому +8

    Such golden songs bring childhood to everyone. Thanks.

    • @shyamalimukherjee4395
      @shyamalimukherjee4395 3 роки тому +2

      ছোটবেলা র মতো এখনও সমান প্রিয় আছে এই গানগুলো।

    • @bibhasghosh5259
      @bibhasghosh5259 3 роки тому

      6otobela mone ase

  • @ashalatatapnan1468
    @ashalatatapnan1468 2 роки тому +1

    Sanat Sinha...a.great singer.....sweet memories of.our.childhood. .unforgettable.

  • @BengaliSanatani
    @BengaliSanatani 5 років тому +7

    আহ কি গান 👏💐💐

  • @akk6758
    @akk6758 2 роки тому +3

    I am 70. Listen ing him, I go back to my childhood.

  • @tamaldeb1565
    @tamaldeb1565 3 роки тому

    Awsadharon. Monta khusite bhore jai.

  • @tapashchakraborty9869
    @tapashchakraborty9869 Рік тому

    অহল্যা কন্যার গান টির মধ্যে এটটি অন্য মাত্রা পেলাম।

  • @SipraKar-ft1sy
    @SipraKar-ft1sy 10 місяців тому

    অনেক ছোট বেলায় পৌঁছে গেলাম।

  • @mohantamondal1705
    @mohantamondal1705 2 роки тому

    Thank you

  • @mahamayachakraboty7645
    @mahamayachakraboty7645 5 років тому +4

    আজ এই মধ্য বয়সে এসে গানগুলো আরও বেশি ভালো লাগছে।

  • @asimroychoudhury812
    @asimroychoudhury812 6 років тому +5

    শুনলে মনে ভরে যায়।

  • @srikantabatipsssikshaniket4544
    @srikantabatipsssikshaniket4544 5 років тому +4

    I am deeply moved of listening such type of music Saraswaty vidyabati asadharan.

  • @baappa3984
    @baappa3984 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏সনত সিংহ লহ প্রণাম

  • @ramaprasadchakraborty764
    @ramaprasadchakraborty764 4 роки тому +6

    বুড়ো হতে চলেছি , কিন্তু গানগুলো আবার ছোটবেলায় টেনে নিয়ে যায় যে !! এমন শিল্পী আর এসেছেন কি ....... মনে তো পড়ে না ....... !!

  • @swapankumarghosh5936
    @swapankumarghosh5936 2 роки тому +1

    আমার সৌভাগ্য যে শ্রদ্ধেয় সনৎ সিংহের সঙ্গে আমার পরিচয় ছিল। আমি তখন স্কুলে পড়তাম। ওনার বাড়িতে ও গিয়েছিলাম। 1964-65 সাল । আমাদের স্কুলে যাওয়ার পথে ওনার বাড়ি পড়ত। হাওড়া জেলার বালীর দাওনাগাজী রোডে ওনার বাড়ি।

  • @abhijitneogi8412
    @abhijitneogi8412 4 роки тому +3

    আমার মা'র প্রিয় গায়ক, সনৎ সিংহ।
    ওনার গাওয়া একটি গান, "কৈলাশ হতে বাপের বাড়ি এসেছে পার্বতী" মা গেয়েছিলেন, বাবা যখন মেজ কাকাকে নিয়ে মা'কে দেখতে গিয়েছিলেন, বিয়ের সম্বন্ধ পাকা করার জন্য। এরপর ছোটবেলায় আমরা তিন ভাইবোন, মা'র মুখে এই গান শুনতে শুনতে বড় হয়েছি আর এখনো শুনি মাঝেমধ্যে।
    খুব ভালো লাগে ওনার গান, বিশেষ করে সরস্বতী বিদ‍্যেবতী, এক এক্কে এক..অসাধারণ, দুগ্গা পূজোর ছুটি ছুটি ভাব।।

    • @sikhagayen8311
      @sikhagayen8311 4 роки тому

      "Koilas hote,"ganti agamonir smriti bohon kore.amar priyo gan.

    • @the_bong_traveller3319
      @the_bong_traveller3319 4 роки тому

      Ki opuuuuuuuuuurbo.....ar apnar eyi golpo tao khub bhalo laglo

  • @mukutroy2447
    @mukutroy2447 3 роки тому

    Darun gaanta monta vore galo

  • @parnalidebiswasmilidebiswa9079
    @parnalidebiswasmilidebiswa9079 2 роки тому

    অপূর্ব

  • @krishnadasdasgupta2560
    @krishnadasdasgupta2560 3 роки тому +3

    Such inspiring n laughing fine songs bring the dancing mood to the chidren still. Thanks

  • @ashokekumarhalder920
    @ashokekumarhalder920 3 роки тому +4

    He is a great singer

  • @panchananhalder9825
    @panchananhalder9825 3 роки тому +1

    Santa Singh really a good singer.particulariy he is very sweet for the children.

  • @rimadam2121
    @rimadam2121 3 роки тому

    এসব গান শুনলে অনাবিল আনন্দে মনটা হারিয়ে যায় ....

  • @sonalidas-dv1kf
    @sonalidas-dv1kf 4 роки тому +2

    Old is gold👌👌👌👍👍👍

  • @minarao6610
    @minarao6610 2 роки тому

    ছেলেবলায় চলে গিয়েছিলাম অপূর্ব সব গান

  • @swapankumarhazra6351
    @swapankumarhazra6351 3 роки тому +2

    দয়া করে বছর বছর এসে মাগো এই গানটা দিন

  • @kalyandey1354
    @kalyandey1354 4 роки тому +1

    Chhele bela firiye diye anander banyay vasiye deoya gaan. PRANAM niyo.

  • @swapankar2190
    @swapankar2190 9 місяців тому

    Songs are remarkable , always to remember .

  • @sunilkar01
    @sunilkar01 4 місяці тому

    ছোট বেলার গান। খুব সুন্দর

  • @Krishnam8907
    @Krishnam8907 4 роки тому +2

    This song is very nice. 👌👌😀😀

  • @jayantapatra3157
    @jayantapatra3157 5 років тому +5

    Old is gold

  • @zahidhossain6524
    @zahidhossain6524 Рік тому

    আমাদেরকে শৈশব এবং কৈশোর ছিল রঙিন। পূজোর সময় নতুন গানের রেকর্ড বেরোত।সনত সিংহ খুব মজার একজন শিল্পী ছিলেন।তাঁকে স্মরণ করি এখনও।

  • @malaybiswas7213
    @malaybiswas7213 4 роки тому +2

    Darun

  • @ashokekumardas4815
    @ashokekumardas4815 Рік тому

    Thank you sir 🙏🙏🙏

  • @parnalidebiswasmilidebiswa9079
    @parnalidebiswasmilidebiswa9079 2 роки тому

    দারুণ

  • @rkshastra
    @rkshastra 2 роки тому +2

    আমার দাদা একজন কিংবদন্তি, আমরা তার গান শুনে বড় হয়েছি, তিনি আমাদের সকলের হৃদয়ে বেঁচে আছেন, আমার দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই

    • @udaynarayanmandal2322
      @udaynarayanmandal2322 2 роки тому

      আপনার দাদা কে ?

    • @rkshastra
      @rkshastra 2 роки тому

      @@udaynarayanmandal2322 Sanat Sinha

    • @udaynarayanmandal2322
      @udaynarayanmandal2322 2 роки тому +1

      @@rkshastra ও তাই নাকি। বা: খুব ভালো। ওনার বহু অনুষ্ঠান আমি দেখেছি। একটা সময় ছিল যখন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দের সঙ্গে একই মঞ্চে ওনারা উপস্থিতি অপরিহার্য ছিল। সে এক সোনালী অতীত ছিল । তো আপনারা এত চুপ থাকেন কেন? ওনার সম্বন্ধে কিছু জানাতে তো পারেন তাহলে আজকের প্রজন্ম অনেক কিছু জানতে পারেন। আমরাও সমৃদ্ধ হই । ভালো থাকবেন 👍

    • @rkshastra
      @rkshastra 2 роки тому

      @@udaynarayanmandal2322 প্রথমত, সময় বের করার জন্য এবং সেই সব সোনালী বছর আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমাকে অপরিমেয় আনন্দ দেয় যে আমার দাদা আমাদের হৃদয়ে বেঁচে আছেন। দাদার কথা মনে হলেই তার গান শুনি। যখনই আমি মাস্টারের কন্ঠ শুনি আমার হৃদয় আনন্দে ভরে যায়। সোনালি বছর সম্পর্কে আপনি একেবারে সঠিক বলেছেন যখন আমার দাদা মান্না দে এবং হেমন্ত কুমারের মতো অন্যান্য কিংবদন্তিদের সাথে মঞ্চ ভাগ করতেন।

    • @udaynarayanmandal2322
      @udaynarayanmandal2322 2 роки тому +1

      @@rkshastra ঠিকই, আজকের দিনে সময় বের করতে পারা খুবই সমস্যা। আর আমাদের ধন্যবাদ দেবেন না ধন্যবাদ তো দেব আমরা কেননা জীবনের অনেকটা সময় ওনারাই আমাদের সাংস্কৃতিক জগতকে পরিচর্যা করেছেন, ভালো ভালো সঙ্গীতের সাথে পরিচয় করিয়েছেন, লালিত পালিত করেছেন। ওঁনাদের দান আমাদের জীবনে অপরিসীম। কেননা সঙ্গীত হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। বলতে গেলে ওনাদের দ্বারাই আমরা ঈশ্বর লাভ করি। অন্তত আমি তো বটেই। যাইহোক আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আর একটা কথা সনৎ সিংহ ও কিন্তু একজন কিংবদন্তি। তখনকার সব শিল্পীদের মতই।

  • @butulsen
    @butulsen 3 роки тому

    Reminds me of ANURODHER ASAR of All India Redio 60S_70S .EXCELLENT

  • @debabratakundu8203
    @debabratakundu8203 4 роки тому +4

    Sanat Sigha has a distinct position in bengali song,we can not forget him,if we follow his songs carefully it is realised that he has utilized background musical instruments carefully,pronunciation of each words carefully,when we hear his songs we become child,hats off to him

    • @jayantasengupta1129
      @jayantasengupta1129 Рік тому

      No words of praise is enough for the legendary singer of our golden era , late Santa Singha . He was not given the due respect and honour which he very much deserved. These singers were born by a chance. We cannot get a single singer of such a class now. Today , at the age of 76 years, I must admit that we were fortunate enough to hear such singers at our childhood , and feel for our younger generations who were deprived to hear such talents.

  • @nikhileshchatterjee1079
    @nikhileshchatterjee1079 2 роки тому

    Songs of sanat Singh are rare phenomenon...

  • @bablukumarmandal7206
    @bablukumarmandal7206 9 місяців тому

    Excellent and amazing very good and very nice song 🎵 namaste 🙏 congratulations to all of them are you doing now thanks to all of your program 📞 namaste 🙏

  • @hiranmoypatra5367
    @hiranmoypatra5367 Рік тому

    The days and the singers like Sanat Singh will not come back again.

  • @chittaranjanbapuli1764
    @chittaranjanbapuli1764 Рік тому

    সনত শীংঘ অমর সৃষ্টি

  • @debasisroy3080
    @debasisroy3080 6 років тому +2

    OLD is gold superb 😊😊😊

  • @joydas5708
    @joydas5708 4 дні тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @suravisuman
    @suravisuman 2 роки тому +2

    আমি শুনি আমার মেয়েকেও শোনাই।।।।

  • @sekharsengupta2987
    @sekharsengupta2987 3 роки тому +1

    All time favourite songs.