আলমোড়াতে স্বামী বিবেকানন্দের ঠিকানা

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • 1890 সালের 31 শে আগস্ট আলমোড়ায় এসে পৌঁছান মহান সন্যাসী স্বামী বিবেকানন্দ। সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করেন লালা বদ্রি শাহের বাড়িতে। সেখানে বেশ কিছুদিন ছিলেন। এই সময়েই আলমোড়া থেকে 8 কিলোমিটার দূরে কাসার দেবীর মন্দিরে ধ্যান করে স্বর্গীয় তৃপ্তি লাভ করেছিলেন তিনি। আলমোড়াকে তিনি এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে আমেরিকা থেকে ফেরার পরে 1897 সালের মে মাসে আবার এখানে এসেছিলেন! উঠেছিলেন একই ঠিকানায়। তারিখটা ছিল 11...
    আলমোড়া বাজারে অবস্থিত এই বাড়ি স্বামীজির স্মৃতিকে আজও অমলিন রেখেছে পরম যত্ন ও গর্বের সাথে! ঘরে ঢুকলে গায়ে কাঁটা দেয়, মনে হয় যেন 1890 সালে ফিরে এসেছি!

КОМЕНТАРІ •