All the Prime Minister's man' - বাংলাদেশের আর্মি, বিজিবি, র্যাব, পুলিশের প্রধানতো বাংলাদেশের প্রাইম মিনিষ্টারেরই ম্যান হওয়ার কথা; এর মধ্যে নতুনত্বের কিছু নেই বরং ভালো কিছু আছে। ব্যক্তিগতভাবে সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক দৌরাত্ম্যের ঘোর বিরোধী আমি এবার করোনাকালীন মানবিক বিপর্যয়ে সরকারের সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সমন্বিত কার্যক্রমে মুগ্ধ হয়েছি। সমাজ ভয় পেয়েছে, জানাজা পড়ানোর হুজুর পাওয়া যায়নি কিন্তু সিভিল এডমিন, পুলিশ, র্যাব, আর্মি পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়। হ্যাঁ, এরা সবাই প্রাইম মিনিষ্টার'স ম্যান, এরা তাঁর একক নেতৃত্বে দুর্যোগ মোকাবেলা করেছেন। প্রাইম মিনিষ্টার এবং তাঁর ম্যানদের আমাদের দরকার আছে দুর্যোগ মোকাবেলা ও চলমান উন্নয়নের ধারাবাহিকতার জন্য। আর্মি চীফের ভাইদের বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো আল জাজিরার বিশাল কোন আবিস্কার নয়। অন্ততঃ বছরখানেক আগেই এসব নিয়ে সংবাদ হয়েছে, মোটামুটি সবারই জানা। ড. কামাল হোসেনের জামাতা, ডেভিড বার্গম্যানদের প্রচেষ্টায় আল জাজিরা বিশাল হাইপ নিয়ে নতুন মোড়কে এটা প্রচারের টার্গেট হলেন শেখ হাসিনা। ১. প্রধানমন্ত্রীর লোক আমরা- নাম দেখেই বুঝা যাচ্ছে টার্গেট নির্দিষ্ট। আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু কোন যোগসূত্র পেলাম না। মুখে শোনা কথা- অর্থাৎ হিয়ারসেই সব। কয়েকজনকে বিদেশে বসে বলতে শুনলাম দেশ নাকি তারাই চালান। এরকম ক্যারেক্টার আমি প্রায়ই দেখি। সরকারি প্রজেক্টের তদবির থেকে সরাইলের চায়ের দোকান পর্যন্ত- এই কিসিমের লোকের এই দেশে বা এই অঞ্চলে কোনোকালেই ঘাটতি ছিল না, ধরে নেয়া যায় সামনেও হবে না। ২. বুঝাই যাচ্ছে এই কাজের মূল কারিগর বাংলাদেশের প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্য ফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান। যে কিনা বাংলাদেশে শহীদের সংখ্যা ৩-৫ লাখ লিখে আদালত কর্তৃক অপরাধী সাব্যস্ত হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে লেখালেখি করে “জামাতের লবিয়িস্ট” হিসেবে নামডাক ছড়িয়ে যাবার কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর যার গত কয়েক বছরের একমাত্র কাজ প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের পিছে বিএনপি জামাতের অনলাইন কর্মীদের মতন ২৪ ঘন্টা লেগে থাকা। ৩. চিন্তা করেন: এক ঝাঁক মাথা গরম, রক্ত গরম পোলাপাইন। খালেদা জিয়ার প্রথম শাসনামল। ফ্রিডম পার্টির ক্যাডাররা ওপেনলি অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। শেখ হাসিনার ৩২ নম্বরের বাড়িতে একাধিকবার আক্রমণ করেছে। তাদের আব্বারা, মানে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা, বীর দর্পে খোলা জিপে ঘুরে বেড়াচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায়। আল জাজিরার অ্যানিমেশন এ দেখলাম, মাথা ও রক্ত গরম তিন ভাই মিলে, ওই খুনিদের একটি এলাকার মূল ক্যাডাররে গুলি করে হত্যা করলো। এখন আপনি বলেন বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ পালিয়ে যেতে কে দিয়েছিলো? তাদেরকে দেশে ফিরে রাজনীতি করার অনুমতি কে দিয়েছিল? তাদের বিচার করার পথ আইন করে কে বন্ধ করেছিল? তখন কোনো ডকুমেন্টারী বানিয়েছিলো এরা? তখন বাদ দেন, এখনো যে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে খুনিরা আছে, তাদের নিয়ে এরা ডকুমেন্টারী বানিয়েছে কোনো? না। তারা বানাবে এই খুনিদের যারা খুন করেছে তাদের নিয়ে। কারণ বাজেট সেই খাতে বেশি। ৪. যদিও আমি বার্গম্যান গংদের সংশ্লিষ্টতা থাকলে পুরো বিষয়টিকেই রাজনৈতিকভাবে দেখি, কারণ আমরা ভালো করেই জানি এই গ্রূপকে দিয়ে কারা বিভিন্ন কাজ করায়, তারপরেও কোনো তথ্য প্রমান পাওয়া যায় কি না সেদিকে নজর রাখলাম পুরো এক ঘন্টা। পেলাম না কিছুই। হাঙ্গেরির এক লোক, ছায়ার মধ্যে থেকে কথা বলা এক লোক, কিছু ইমেইলের ব্যাপার (কিন্তু ইমেইলের কোনো কপি দেখায় নাই), টেপ যেটা যে কারো কণ্ঠই হতে পারে (আমি নিজেও এক কালে ডিপজলের গলা ভাল নকল করতে পারতাম), আর একগাদা বায়বীয় সূত্র ও কানেকশন। বিটিভির চাইতেও গাঁজাখুরি জিনিস যে কারও পক্ষে বানানো সম্ভব সেটাই এই ডকুমেন্টারি দেখে বুঝলাম। পরিশেষে, এইটুক বলতে চাই আমারে কেউ একটা ভালো বাজেট ম্যানেজ করে দেন। আমিও সেনসেশনাল কাজ করতে চাই একটি চক্র নিয়ে। Credit: Shah Ali Farhad
Can not thank Al Jazeera enough for making so much effort to open our eyes. May Allah keeps you, heroes, under his mercy and make you guys prosperous. Ameen
All the Prime Minister's man' - বাংলাদেশের আর্মি, বিজিবি, র্যাব, পুলিশের প্রধানতো বাংলাদেশের প্রাইম মিনিষ্টারেরই ম্যান হওয়ার কথা; এর মধ্যে নতুনত্বের কিছু নেই বরং ভালো কিছু আছে। ব্যক্তিগতভাবে সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক দৌরাত্ম্যের ঘোর বিরোধী আমি এবার করোনাকালীন মানবিক বিপর্যয়ে সরকারের সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সমন্বিত কার্যক্রমে মুগ্ধ হয়েছি। সমাজ ভয় পেয়েছে, জানাজা পড়ানোর হুজুর পাওয়া যায়নি কিন্তু সিভিল এডমিন, পুলিশ, র্যাব, আর্মি পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়। হ্যাঁ, এরা সবাই প্রাইম মিনিষ্টার'স ম্যান, এরা তাঁর একক নেতৃত্বে দুর্যোগ মোকাবেলা করেছেন। প্রাইম মিনিষ্টার এবং তাঁর ম্যানদের আমাদের দরকার আছে দুর্যোগ মোকাবেলা ও চলমান উন্নয়নের ধারাবাহিকতার জন্য। আর্মি চীফের ভাইদের বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো আল জাজিরার বিশাল কোন আবিস্কার নয়। অন্ততঃ বছরখানেক আগেই এসব নিয়ে সংবাদ হয়েছে, মোটামুটি সবারই জানা। ড. কামাল হোসেনের জামাতা, ডেভিড বার্গম্যানদের প্রচেষ্টায় আল জাজিরা বিশাল হাইপ নিয়ে নতুন মোড়কে এটা প্রচারের টার্গেট হলেন শেখ হাসিনা। ১. প্রধানমন্ত্রীর লোক আমরা- নাম দেখেই বুঝা যাচ্ছে টার্গেট নির্দিষ্ট। আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু কোন যোগসূত্র পেলাম না। মুখে শোনা কথা- অর্থাৎ হিয়ারসেই সব। কয়েকজনকে বিদেশে বসে বলতে শুনলাম দেশ নাকি তারাই চালান। এরকম ক্যারেক্টার আমি প্রায়ই দেখি। সরকারি প্রজেক্টের তদবির থেকে সরাইলের চায়ের দোকান পর্যন্ত- এই কিসিমের লোকের এই দেশে বা এই অঞ্চলে কোনোকালেই ঘাটতি ছিল না, ধরে নেয়া যায় সামনেও হবে না। ২. বুঝাই যাচ্ছে এই কাজের মূল কারিগর বাংলাদেশের প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্য ফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান। যে কিনা বাংলাদেশে শহীদের সংখ্যা ৩-৫ লাখ লিখে আদালত কর্তৃক অপরাধী সাব্যস্ত হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে লেখালেখি করে “জামাতের লবিয়িস্ট” হিসেবে নামডাক ছড়িয়ে যাবার কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর যার গত কয়েক বছরের একমাত্র কাজ প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের পিছে বিএনপি জামাতের অনলাইন কর্মীদের মতন ২৪ ঘন্টা লেগে থাকা। ৩. চিন্তা করেন: এক ঝাঁক মাথা গরম, রক্ত গরম পোলাপাইন। খালেদা জিয়ার প্রথম শাসনামল। ফ্রিডম পার্টির ক্যাডাররা ওপেনলি অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। শেখ হাসিনার ৩২ নম্বরের বাড়িতে একাধিকবার আক্রমণ করেছে। তাদের আব্বারা, মানে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা, বীর দর্পে খোলা জিপে ঘুরে বেড়াচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায়। আল জাজিরার অ্যানিমেশন এ দেখলাম, মাথা ও রক্ত গরম তিন ভাই মিলে, ওই খুনিদের একটি এলাকার মূল ক্যাডাররে গুলি করে হত্যা করলো। এখন আপনি বলেন বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ পালিয়ে যেতে কে দিয়েছিলো? তাদেরকে দেশে ফিরে রাজনীতি করার অনুমতি কে দিয়েছিল? তাদের বিচার করার পথ আইন করে কে বন্ধ করেছিল? তখন কোনো ডকুমেন্টারী বানিয়েছিলো এরা? তখন বাদ দেন, এখনো যে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে খুনিরা আছে, তাদের নিয়ে এরা ডকুমেন্টারী বানিয়েছে কোনো? না। তারা বানাবে এই খুনিদের যারা খুন করেছে তাদের নিয়ে। কারণ বাজেট সেই খাতে বেশি। ৪. যদিও আমি বার্গম্যান গংদের সংশ্লিষ্টতা থাকলে পুরো বিষয়টিকেই রাজনৈতিকভাবে দেখি, কারণ আমরা ভালো করেই জানি এই গ্রূপকে দিয়ে কারা বিভিন্ন কাজ করায়, তারপরেও কোনো তথ্য প্রমান পাওয়া যায় কি না সেদিকে নজর রাখলাম পুরো এক ঘন্টা। পেলাম না কিছুই। হাঙ্গেরির এক লোক, ছায়ার মধ্যে থেকে কথা বলা এক লোক, কিছু ইমেইলের ব্যাপার (কিন্তু ইমেইলের কোনো কপি দেখায় নাই), টেপ যেটা যে কারো কণ্ঠই হতে পারে (আমি নিজেও এক কালে ডিপজলের গলা ভাল নকল করতে পারতাম), আর একগাদা বায়বীয় সূত্র ও কানেকশন। বিটিভির চাইতেও গাঁজাখুরি জিনিস যে কারও পক্ষে বানানো সম্ভব সেটাই এই ডকুমেন্টারি দেখে বুঝলাম। পরিশেষে, এইটুক বলতে চাই আমারে কেউ একটা ভালো বাজেট ম্যানেজ করে দেন। আমিও সেনসেশনাল কাজ করতে চাই একটি চক্র নিয়ে।
@@farzanayasminananna at last one proper reply for this video. Rajakar ei desher prisident hoachilo, Banglar manush she kotha vule geche, Why Mafia is Army Chief? It's a itching for someone????? or Somebody??? At least the man has no Rajakar Connection.
is there really any gain in this investigation ??? i don't think so .. all the mafia of Bangladesh will still be safe in shadow of our prime minister .we can't do anything against this situation. shame to be Bangladeshi.
@@riasworld354 The gain is in having a more informed society both national and international. Change does not happen overnight. Revolutions take time to build. A better informed society will be more well equipped to influence and try instigating change. It takes a few sparks to light a fire
Particularly, NCO Israeli Pegasus / Ganges class cellular device hacking software, hardware, spoofing devices. RAB Benzir and this racket are into the game. Jabbar BTRC gang wants all IMEI registered atm. Seems legit, Israeli game. Whether it's Singapore, UAE, Hungary, India, Ukraine, Myanmar, British subjects. Could be Switzerland or Germany! For instance, that Irish Ginger
Israel invested in GMO, MICROPROCESSOR,AI, SEMICONDUCTOR, BIOTECHNOLOGY, GENETIC ENGINEERING. We know to which direction they are heading. Someday, world nations will pound them with T&T. Sooner or later. Henry Kissinger indoctrinated China will last a few decades, then the game will be concluded with a penalty shootouts.
All the Prime Minister's man' - বাংলাদেশের আর্মি, বিজিবি, র্যাব, পুলিশের প্রধানতো বাংলাদেশের প্রাইম মিনিষ্টারেরই ম্যান হওয়ার কথা; এর মধ্যে নতুনত্বের কিছু নেই বরং ভালো কিছু আছে। ব্যক্তিগতভাবে সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক দৌরাত্ম্যের ঘোর বিরোধী আমি এবার করোনাকালীন মানবিক বিপর্যয়ে সরকারের সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সমন্বিত কার্যক্রমে মুগ্ধ হয়েছি। সমাজ ভয় পেয়েছে, জানাজা পড়ানোর হুজুর পাওয়া যায়নি কিন্তু সিভিল এডমিন, পুলিশ, র্যাব, আর্মি পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়। হ্যাঁ, এরা সবাই প্রাইম মিনিষ্টার'স ম্যান, এরা তাঁর একক নেতৃত্বে দুর্যোগ মোকাবেলা করেছেন। প্রাইম মিনিষ্টার এবং তাঁর ম্যানদের আমাদের দরকার আছে দুর্যোগ মোকাবেলা ও চলমান উন্নয়নের ধারাবাহিকতার জন্য। আর্মি চীফের ভাইদের বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো আল জাজিরার বিশাল কোন আবিস্কার নয়। অন্ততঃ বছরখানেক আগেই এসব নিয়ে সংবাদ হয়েছে, মোটামুটি সবারই জানা। ড. কামাল হোসেনের জামাতা, ডেভিড বার্গম্যানদের প্রচেষ্টায় আল জাজিরা বিশাল হাইপ নিয়ে নতুন মোড়কে এটা প্রচারের টার্গেট হলেন শেখ হাসিনা। ১. প্রধানমন্ত্রীর লোক আমরা- নাম দেখেই বুঝা যাচ্ছে টার্গেট নির্দিষ্ট। আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু কোন যোগসূত্র পেলাম না। মুখে শোনা কথা- অর্থাৎ হিয়ারসেই সব। কয়েকজনকে বিদেশে বসে বলতে শুনলাম দেশ নাকি তারাই চালান। এরকম ক্যারেক্টার আমি প্রায়ই দেখি। সরকারি প্রজেক্টের তদবির থেকে সরাইলের চায়ের দোকান পর্যন্ত- এই কিসিমের লোকের এই দেশে বা এই অঞ্চলে কোনোকালেই ঘাটতি ছিল না, ধরে নেয়া যায় সামনেও হবে না। ২. বুঝাই যাচ্ছে এই কাজের মূল কারিগর বাংলাদেশের প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্য ফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান। যে কিনা বাংলাদেশে শহীদের সংখ্যা ৩-৫ লাখ লিখে আদালত কর্তৃক অপরাধী সাব্যস্ত হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে লেখালেখি করে “জামাতের লবিয়িস্ট” হিসেবে নামডাক ছড়িয়ে যাবার কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর যার গত কয়েক বছরের একমাত্র কাজ প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের পিছে বিএনপি জামাতের অনলাইন কর্মীদের মতন ২৪ ঘন্টা লেগে থাকা। ৩. চিন্তা করেন: এক ঝাঁক মাথা গরম, রক্ত গরম পোলাপাইন। খালেদা জিয়ার প্রথম শাসনামল। ফ্রিডম পার্টির ক্যাডাররা ওপেনলি অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। শেখ হাসিনার ৩২ নম্বরের বাড়িতে একাধিকবার আক্রমণ করেছে। তাদের আব্বারা, মানে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা, বীর দর্পে খোলা জিপে ঘুরে বেড়াচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায়। আল জাজিরার অ্যানিমেশন এ দেখলাম, মাথা ও রক্ত গরম তিন ভাই মিলে, ওই খুনিদের একটি এলাকার মূল ক্যাডাররে গুলি করে হত্যা করলো। এখন আপনি বলেন বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ পালিয়ে যেতে কে দিয়েছিলো? তাদেরকে দেশে ফিরে রাজনীতি করার অনুমতি কে দিয়েছিল? তাদের বিচার করার পথ আইন করে কে বন্ধ করেছিল? তখন কোনো ডকুমেন্টারী বানিয়েছিলো এরা? তখন বাদ দেন, এখনো যে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে খুনিরা আছে, তাদের নিয়ে এরা ডকুমেন্টারী বানিয়েছে কোনো? না। তারা বানাবে এই খুনিদের যারা খুন করেছে তাদের নিয়ে। কারণ বাজেট সেই খাতে বেশি। ৪. যদিও আমি বার্গম্যান গংদের সংশ্লিষ্টতা থাকলে পুরো বিষয়টিকেই রাজনৈতিকভাবে দেখি, কারণ আমরা ভালো করেই জানি এই গ্রূপকে দিয়ে কারা বিভিন্ন কাজ করায়, তারপরেও কোনো তথ্য প্রমান পাওয়া যায় কি না সেদিকে নজর রাখলাম পুরো এক ঘন্টা। পেলাম না কিছুই। হাঙ্গেরির এক লোক, ছায়ার মধ্যে থেকে কথা বলা এক লোক, কিছু ইমেইলের ব্যাপার (কিন্তু ইমেইলের কোনো কপি দেখায় নাই), টেপ যেটা যে কারো কণ্ঠই হতে পারে (আমি নিজেও এক কালে ডিপজলের গলা ভাল নকল করতে পারতাম), আর একগাদা বায়বীয় সূত্র ও কানেকশন। বিটিভির চাইতেও গাঁজাখুরি জিনিস যে কারও পক্ষে বানানো সম্ভব সেটাই এই ডকুমেন্টারি দেখে বুঝলাম। পরিশেষে, এইটুক বলতে চাই আমারে কেউ একটা ভালো বাজেট ম্যানেজ করে দেন। আমিও সেনসেশনাল কাজ করতে চাই একটি চক্র নিয়ে।
I am Bangladeshi: There is no one to help us. Our political situation is very bad .. Today, a high-ranking official of our country has denied this matter.
@Dizzy Chicko do u knw sheikh haseena's son stoops low his class more thn tariq zia.and she is a biggest criminal of the 15 year political reign of her in Bangladesh politics history
They killed ours best Ranked Soldiers and Established their own Drama... How dirty Politics that !!! All of Comments Proves the Reaction of Bangladeshi Citizens...
আল-জাজিরা তো এর আগেও ভুল তথ্য দিয়ে বিশ্ববাসিকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলেছে,, সেই প্রতিবেদনে বলে ছিলো যে বাংলাদেশে, হেফাজত ইসলামের অনেক লোকজনকে হত্যা করে লাশ গুম করেছে আওয়ামী লীগ সরকার,, কেননা বর্তমান বাংলাদেশ মাথা উঁচু করে দাড়িয়ে আছে, কি ভাবে বাংলাদেশকে নিচু করা যায়,, সেই পরিকল্পনা করছে আল-জাজিরা,,জনাব,,,
@MRM 4071087 tor mak ram na bole honuman bole thap dai shathe ghora shap ami shobai dai tarek chorer onushari shuorer baccha kar dol korish veve chinta kotha bolbe
All the Prime Minister's man' - বাংলাদেশের আর্মি, বিজিবি, র্যাব, পুলিশের প্রধানতো বাংলাদেশের প্রাইম মিনিষ্টারেরই ম্যান হওয়ার কথা; এর মধ্যে নতুনত্বের কিছু নেই বরং ভালো কিছু আছে। ব্যক্তিগতভাবে সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক দৌরাত্ম্যের ঘোর বিরোধী আমি এবার করোনাকালীন মানবিক বিপর্যয়ে সরকারের সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সমন্বিত কার্যক্রমে মুগ্ধ হয়েছি। সমাজ ভয় পেয়েছে, জানাজা পড়ানোর হুজুর পাওয়া যায়নি কিন্তু সিভিল এডমিন, পুলিশ, র্যাব, আর্মি পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়। হ্যাঁ, এরা সবাই প্রাইম মিনিষ্টার'স ম্যান, এরা তাঁর একক নেতৃত্বে দুর্যোগ মোকাবেলা করেছেন। প্রাইম মিনিষ্টার এবং তাঁর ম্যানদের আমাদের দরকার আছে দুর্যোগ মোকাবেলা ও চলমান উন্নয়নের ধারাবাহিকতার জন্য। আর্মি চীফের ভাইদের বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো আল জাজিরার বিশাল কোন আবিস্কার নয়। অন্ততঃ বছরখানেক আগেই এসব নিয়ে সংবাদ হয়েছে, মোটামুটি সবারই জানা। ড. কামাল হোসেনের জামাতা, ডেভিড বার্গম্যানদের প্রচেষ্টায় আল জাজিরা বিশাল হাইপ নিয়ে নতুন মোড়কে এটা প্রচারের টার্গেট হলেন শেখ হাসিনা। ১. প্রধানমন্ত্রীর লোক আমরা- নাম দেখেই বুঝা যাচ্ছে টার্গেট নির্দিষ্ট। আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু কোন যোগসূত্র পেলাম না। মুখে শোনা কথা- অর্থাৎ হিয়ারসেই সব। কয়েকজনকে বিদেশে বসে বলতে শুনলাম দেশ নাকি তারাই চালান। এরকম ক্যারেক্টার আমি প্রায়ই দেখি। সরকারি প্রজেক্টের তদবির থেকে সরাইলের চায়ের দোকান পর্যন্ত- এই কিসিমের লোকের এই দেশে বা এই অঞ্চলে কোনোকালেই ঘাটতি ছিল না, ধরে নেয়া যায় সামনেও হবে না। ২. বুঝাই যাচ্ছে এই কাজের মূল কারিগর বাংলাদেশের প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্য ফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান। যে কিনা বাংলাদেশে শহীদের সংখ্যা ৩-৫ লাখ লিখে আদালত কর্তৃক অপরাধী সাব্যস্ত হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে লেখালেখি করে “জামাতের লবিয়িস্ট” হিসেবে নামডাক ছড়িয়ে যাবার কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর যার গত কয়েক বছরের একমাত্র কাজ প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের পিছে বিএনপি জামাতের অনলাইন কর্মীদের মতন ২৪ ঘন্টা লেগে থাকা। ৩. চিন্তা করেন: এক ঝাঁক মাথা গরম, রক্ত গরম পোলাপাইন। খালেদা জিয়ার প্রথম শাসনামল। ফ্রিডম পার্টির ক্যাডাররা ওপেনলি অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। শেখ হাসিনার ৩২ নম্বরের বাড়িতে একাধিকবার আক্রমণ করেছে। তাদের আব্বারা, মানে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা, বীর দর্পে খোলা জিপে ঘুরে বেড়াচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায়। আল জাজিরার অ্যানিমেশন এ দেখলাম, মাথা ও রক্ত গরম তিন ভাই মিলে, ওই খুনিদের একটি এলাকার মূল ক্যাডাররে গুলি করে হত্যা করলো। এখন আপনি বলেন বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ পালিয়ে যেতে কে দিয়েছিলো? তাদেরকে দেশে ফিরে রাজনীতি করার অনুমতি কে দিয়েছিল? তাদের বিচার করার পথ আইন করে কে বন্ধ করেছিল? তখন কোনো ডকুমেন্টারী বানিয়েছিলো এরা? তখন বাদ দেন, এখনো যে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে খুনিরা আছে, তাদের নিয়ে এরা ডকুমেন্টারী বানিয়েছে কোনো? না। তারা বানাবে এই খুনিদের যারা খুন করেছে তাদের নিয়ে। কারণ বাজেট সেই খাতে বেশি। ৪. যদিও আমি বার্গম্যান গংদের সংশ্লিষ্টতা থাকলে পুরো বিষয়টিকেই রাজনৈতিকভাবে দেখি, কারণ আমরা ভালো করেই জানি এই গ্রূপকে দিয়ে কারা বিভিন্ন কাজ করায়, তারপরেও কোনো তথ্য প্রমান পাওয়া যায় কি না সেদিকে নজর রাখলাম পুরো এক ঘন্টা। পেলাম না কিছুই। হাঙ্গেরির এক লোক, ছায়ার মধ্যে থেকে কথা বলা এক লোক, কিছু ইমেইলের ব্যাপার (কিন্তু ইমেইলের কোনো কপি দেখায় নাই), টেপ যেটা যে কারো কণ্ঠই হতে পারে (আমি নিজেও এক কালে ডিপজলের গলা ভাল নকল করতে পারতাম), আর একগাদা বায়বীয় সূত্র ও কানেকশন। বিটিভির চাইতেও গাঁজাখুরি জিনিস যে কারও পক্ষে বানানো সম্ভব সেটাই এই ডকুমেন্টারি দেখে বুঝলাম। পরিশেষে, এইটুক বলতে চাই আমারে কেউ একটা ভালো বাজেট ম্যানেজ করে দেন। আমিও সেনসেশনাল কাজ করতে চাই একটি চক্র নিয়ে।
@@farzanayasminananna করোনা কালীন সময়ে সরকারের কোনো লোক বা সেনা জানাযা সহ বিভিন্ন কাজে সাহায্য করেছে সেটা আপনি কিভাবে বললেন আপনার মতো মিথ্যাচারিদের জন্যই আজ আমাদের মতো মদ্ধ্যবিত্ত ও গরিবের এই দশা যেখানে সব হুজুর আলেম ওলামারা সাহায্য এগিয়ে এসেছে সেখানে আপনি কিভাবে এসব অস্বিকার করে মিথ্যে বলছেন ধিক্কার সে মা কে যে আপনার মতো মেয়ে জন্ম দিয়েছে
Not only Bangladesh, every country from the beginning of the world has fought to save.fought, but, this time the sami has fought a new war to save Bangladesh. Sami stay well stay healthy, you are really a Bangladeshi! Great sami ♥️
Al Jazeera has repeatedly shown the most heinous example of yellow journalism. We have seen their agenda to give shelter to extremist Muslim groups in different countries. During the trial of war criminals in Bangladesh, an Al Jazeera reporter reported directly in favor of Jamaat. During the Motijheel rally of Hefazat-e-Islam, they falsely reported the genocide by showing the bodies of the victims of the Haiti earthquake. Just last week, another false report was made about the Oxford vaccine from India. Al Jazeera has been banned in the United States, the United Kingdom, the United Arab Emirates, Saudi Arabia, Malaysia, Egypt, Syria, Iraq, Bahrain, and Libya for their provocative yellow journalism.
@@saifalam2030 কি ট্রু আছে এতে? ইসরাইল থেকে যন্ত্র কিনলে মেইড ইন হাঙ্গেরি কেন থাকবে? আর সার্ভিলেন্স টুলস কেনা কি অপরাধ? আল জাজিরা নিজেইতো সার্ভিলেন্স টুলস ইউজ করে এই রিপোর্ট বানিয়েছে। জেনারেল আজিজ কি কোন সন্ত্রাসি গ্রুপের সাথে গোপন মিটিং করতে গেছে? ভাই ভাইয়ের সাথে দেখা করতে গেছে যে ভাই আবার কিছুটা পাগলা কিসিমের। এটার মধ্যে এমন কি গোপন তথ্য আছে আমি বুঝলাম না।
@@চট্টলাএক্সপ্রেস-ঘ৬য muslim nam e porichoy dia abar muslim der kei galagali koros khankir pola, sala tore onek videor comment e dekhsi sala khankir pola magi
This information 💯100%true all Bangladeshi people know that.thanks aljazeera ❤️এবার বুঝতে পারছি আল জাজিরা কেন এতো জনপ্রিয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আল জাজিরা এতো জনপ্রিয়।
0h,Yes That’s right! That’s why they were banned for fake news in 15 countries including Algeria,Saudi Arab,Egypt, united Arab Amirat,India other major Muslim countries!
@Truth Seeker You're right. They're banned in several countries for having links with Islamist organizations. As Hasina is socialist and not rule an Islamic party, something has to be done to bring her party down.
Sammy has balls of steel. Imagine sticking with that psychopath all this time, slowly grabbing information to incriminate him, and secretly surveilling him and now being on an international news documentary and showing your face. This man is a legend
Sami indeed has balls of steel recording Haris's conversation and video that close and that clearly. Man is a true successor to the spirit of our previous freedom fighter generation. I have nothing but respect for him!
অনেকেই ইংরেজি বুঝেনা তাই তাদের স্বার্থে বাংলা করে দিলাম। ""স্যামির স্টিলের বল আছে। এই সব সময় সেই সাইকোপ্যাথের সাথে লেগে থাকার কল্পনা করুন। তাকে দোষারোপ করার জন্য ধীরে ধীরে তথ্য দখল করা, এবং গোপনে তার উপর নজরদারি করা এবং এখন একটি আন্তর্জাতিক সংবাদ ডকুমেন্টারিতে থাকা এবং আপনার মুখ দেখানো। এই মানুষ কিংবদন্তি""
When our native media always flatters the government, we appreciate this kind of investigation from a foreign media....!!! Please make some more like this.
কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ তথ্যচিত্র প্রচার করা হয়েছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এবং অনেক ক্ষেত্রেই সাংবাদিকতার নীতি-নৈতিকতা না মেনে। কিছু গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড এ কথা মনে করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এডিটরস গিল্ডের পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মোজাম্মেল হক বাবু। বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-জাজিরার প্রতিবেদনটি সম্পাদকদের বৃহত্তম সংগঠন এডিটরস গিল্ডের দৃষ্টিগোচর হয়েছে। পুরো বিষয় একটি পরিবারের সদস্যদের নিয়ে, অথচ শিরোনাম করা হয়েছে ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’। বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিশেষ কিছু অভিযোগের বয়ান দিতে গিয়ে প্রমাণহীনভাবে ‘প্রাইম মিনিস্টার’স মেন’ টার্মটা ব্যবহার করা মন্দ সাংবাদিকতা বলে দাবি করছে এডিটরস গিল্ড। সংগঠনটি মনে করে, রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত ও পক্ষপাতদুষ্ট একটি তথ্যচিত্র কোনোভাবেই অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত হতে পারে না। পুরো ডকুমেন্টারির ভিত্তি হলো একজন মানুষের কিছু অনানুষ্ঠানিক ও আড্ডার আলাপ, যার কোনো গ্রহণযোগ্য প্রমাণ এতে উপস্থাপিত হয়নি। এডিটরস গিল্ড বলছে, হাঙ্গেরি ও ফ্রান্সে মিলিয়ন মিলিয়ন ইউরোর বিনিয়োগের কথা বলা হয়েছে। এর উৎস দেখানো হয়নি। কেবল মুখের কথাতেই বলা হয়েছে সরকারের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বিরাট অর্থ লেনদেনের কথা। এসব অভিযোগের সমর্থনে ইউরোপীয় ইউনিয়ন কিংবা সংশ্লিষ্ট দেশগুলোর কোনো প্রশাসনিক বক্তব্যও আল-জাজিরা দেয়নি। সামিকে ‘জীবননাশের হুমকি’ দেওয়া ই-মেইলের অরিজিনাল পেজ ছিল না। ফলে এর সত্যতা নিয়েও প্রশ্ন উঠে। হাঙ্গেরি, ফ্রান্স বা মালয়েশিয়ার বিচরণকারী হিসেবে যাঁদের দেখানো হয়েছে এবং তাঁদের পাসপোর্ট জালিয়াতি, অন্য কাগজ জালিয়াতি, অর্থ পাচার, ইত্যাদি অপরাধের যে বর্ণনা রয়েছে, এসব বিষয়ে সেসব দেশের সরকারের দিক থেকে কারও কোনো বক্তব্য না থাকায় এডিটরস গিল্ড এই তথ্য চিত্রের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। পুরোটা সময় গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখানো হয়েছে। এটি একটি মানসম্পন্ন সংবাদমাধ্যম করতে পারে না। যাদের বিরুদ্ধে এত কিছু, তাদের বক্তব্য না থাকায় এটি সম্পূর্ণ সাংবাদিকতা পরিপন্থী কাজ হয়েছে। দীর্ঘ দুই বছরের অনুসন্ধানের পর ‘তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি’ বলাটা অগ্রহণযোগ্য বলে মনে করছে এডিটরস গিল্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পাই ওয়্যার কেনার বিষয়টি সরকারের নিজস্ব নীতি এবং সেটিও যে সত্যিই ইসরায়েলি কোম্পানি থেকে কেনা হয়েছে, তার প্রমাণ নেই তথ্যচিত্রে। নাম প্রকাশে অনিচ্ছুক বলে একধরনের সাংবাদিকতার মতোই এখানে দুজন ইসরায়েলি কর্মকর্তার কথা বলে তাঁদের ছবি ঢেকে দেওয়া হয়েছে। এগুলো নিছক চাতুর্য ছাড়া আর কিছু নয়। এক ঘণ্টার তথ্যচিত্রে একজন অন্যতম সাক্ষাৎকারদাতা বাংলাদেশের আদালত কর্তৃক দণ্ডিত। এডিটরস গিল্ড যৌক্তিক প্রমাণ দিয়ে সাংবাদিকতার স্বার্থে যেকোনো সংবাদ বা অনুষ্ঠানকে স্বাগত জানায়। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো কিছু প্রচারিত হলে তা প্রকারান্তরে গণতন্ত্র ও সাংবাদিকতা উভয়কেই ক্ষতিগ্রস্ত করে।
Aljazeera investigations NEVER fail to amaze me. Used to love BBC news documentaries but Aljazeera takes it up a notch by exposing greed and power in my doorstep and not some foreign country and for that, I'm - no, WE - are deeply grateful. Truth to power at its best! Keep on doing this! Forever!
@ইসলামের বর্বরতা if you like looking into history in a non-partisan manner and have an open mind, try learning Surah Noor with background and why it is so cool(in other words, miraculous). I don't have the intention to engage in a debate with you(although I love answering their questions cause often they ask some great questions) but do try learning about Surah Noor if you are open to learning stuff.
মিডিয়াতে সাধারন মানুষের এবং বিরোধী দলের নেতাদের ফোন কল রেকর্ড কীভাবে মিডিয়াতে আসে সেটা বুঝতে পেরেছে মানুষ। সারভিলেন্স আর স্পাই মেশিন গুলো ইজরাইল থেকে কিনেছে।
Not a single evidence against" Haris talking to Sheikh Hasina directly" And I don't understand how bangladeshi people just got trapped in this It has clearly shown that Haris said , the pm has allowed him to do anything and even said that they will help Haris on whatever he does.Bullshit How can you guys believe a guy like him.Did you guys see him talking to Sheikh Hasina? Did this video or the previous video achieved to show a single evidence against Sheikh Hasina? Don't wanna say but I'm just explaining a simple fact to a lot of real idiots
বাল ছিঁড়ে আটি বাধবে। আওয়ামী লীগ গেলে মৌলবাদীরা এই দেশের ক্ষমতায় যাবে, আমেরিকা ও ভারত সেটা হতে দিবে না। আর কার সাপোর্ট লাগবে ? আল জাজিরা সারাদিন রিপোর্ট করে মরে গেলেও লাভ নাই।
কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আল জাজিরাকে চ্যালেঞ্জ দিচ্ছি পারলে আবার ডকুমেন্টারি বানাক এসব যুক্তি খণ্ডন করে। ছবি দিয়েই যদি সব প্রমাণ করা যায় তাহলে তো অনেককিছুই নিজেদের ইচ্ছামত বর্ণনা দেওয়া যায়। একসময় জেনারেল জিয়াউর রহমানও বাংলাদেশ তৎকালীন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুগত ছিলো। ছবিও আছে একসঙ্গে অনেক, তাই বলে জিয়া কি বঙ্গবন্ধুর একান্ত লোক ছিলো? ৭৫ থেকে ৮১ এর কর্মকাণ্ডে জিয়া বুঝিয়ে দিয়েছিলেন তিনি আসলে ভেতরে ভেতরে পাকিস্তানই চাইতেন। জেনারেল আজিজ আহমেদের অন্য আরেক ভাইয়ের সাথে প্রধানমন্ত্রীর পুরোনো ছবিতেও তাই কিছু প্রমাণ করে না। পুরো ডকুমেন্টারিতে এই ছবি বারবার দেখিয়ে আল জাজিরা কি প্রমাণ করতে চাইছে?ডকুমেন্টারিতে আরও বলা হয়েছে জেনারেল আজিজ আহমেদ কোথাকার কোন সামিকে ইমেলেই হুমকি দিয়েছেন। কিন্তু সেই হুমকির প্রমাণ কই? দেখে মনে হল নিজেরাই স্ক্রিনে এগুলো লিখেছে। নিজেরা নিজেরা স্ক্রিনে কিছু একটা লিখে দিলেই তো হবে না। ইমেইল দেখালেই তবে বিশ্বাস করবো।জোসেফ ইস্যু বাংলাদেশে অনেক পুরনো। এটা বারবার বললে আসলে কি প্রমাণ হয়? প্রায় দুই দশক জেল খাটার পর তাকে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন। জোসেফ কি শফিউল আলম প্রধানের চেয়েও বড় অপরাধী ছিলেন? জিয়াউর রহমান তো ফাঁসি থেকে ফিরিয়ে প্রধানকে বাংলাদেশের রাজনীতির মাঠে ফিরিয়ে এনেছিলেন। আল জাজিরা সেসব নিয়ে কখনো কোনো রিপোর্ট করেছে? সেনাপ্রধান আজিজ আহমেদের নামে যে কল রেকর্ডিং চালানো হয়েছে সেটা আমার মতে ১০০ শতাংশ বানোয়াট। প্রযুক্তির কল্যাণে এখন যে কারও কন্ঠ নকল করে বক্তব্য রেকর্ড করা যায়। আর আজিজ আহমেদ যদি বলেও থাকেন তার ভাইয়েরা আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন, এতে অন্যায়ের কি আছে? ডকুমেন্টারিতে সেনাপ্রধানের ছেলের বিয়ের অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। সেখানে কিন্তু তার ভাইয়েরা অনুপস্থিত। তাহলে যেসব বিয়ের ছবি দেখানো হয়েছে তার ভাইদের উপস্থিতি দেখিয়ে, সেগুলো ফেইক ও এডিটেড হবার সম্ভাবনা শতভাগ। পুরো ডকুমেন্টারি যার বক্তব্যের উপর ভিত্তি করে বানানো হলো, সেই হারিস আহমেদ যদি বলে তার কথায় দেশ চলে, তাহলে কি সেটাই সত্য হয়ে গেলো? এসবের প্রমাণ কই? হারিসের ফোনের অপরপ্রান্তে একজন গোয়েন্দা কর্মকর্তার কথা শোনানো হয়েছে, তার নাম প্রকাশ করা হয়নি কেন? বা বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কোন একাউন্টে কার মাধ্যমে টাকা নেয় সেটার একটা প্রমাণ তো থাকবে, সেটা কই? প্রমাণ ছাড়া কি এমন বক্তব্য প্রচার করা আইনসঙ্গত? মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসকে আনিস আহমেদকে সাহায্য করার জন্য দোষারোপ করা হলো, কিন্তু দূতাবাসের দায়িত্বশীলদের বক্তব্য কই? পুরো ডকুমেন্টারি শেষেও তো আজিজ আহমেদের ভাইদের ক্যামেরার সামনে ওপেন করে গোপনে ধারণ করা ভিডিও দেখিয়ে বক্তব্য নেওয়ার কথা, আল জাজিরা সেই সৎ সাহস দেখালো না কেন? ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কুটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নাই। ইসরায়েল ইস্যুর মিথ্যাচার টেনে ভিডিওতে সঙ্গে সঙ্গে বাংলাদেশের মোল্লা সম্প্রদায়কে দেখানো হলো কেন? মোল্লাদের উসকে দিয়ে ধর্ম নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে ইসলামি জিহাদ করানোর জন্যই কী? আল জাজিরা অতীতেও এমনিভাবে জঙ্গিবাদ উস্কে দিয়েছে। এসব প্রশ্নের জবাব আল জাজিরা কখনও দিতে পারবে না। কারণ, আল জাজিরাকে ইতোমধ্যে জঙ্গিবাদের মদদদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
@@asuz2837 অল্পবিদ্যা ভয়ংকরী। 😂 এখানে দেশের বিরোদ্ধে বলেনি, বলা হয়েছে দেশের খারাপ মানুষের বিরোদ্ধে। যারা দেশের ১২ বাজিয়ে দিচ্ছে, মাফিয়া গ্যাং পরিচালনা করছে, অবৈধ ভাবে দেশের টাকা পাচার করছে, মিলিটারি সরঞ্জাম কেনার নামে রাষ্ট্রীয় টাকা খেয়ে ফেলছে। এরাই দেশের শত্রু, এরাই নব্য রাজাকার। না বুঝে বোকার মতো কথা বলে নিজেকে বক্সোদ প্রমান করা থেকে বিরত থাকুন।
I haven’t seen such professional investigative journalism for some time, I really appreciate the hard work, dedication and effort put in by the team of I-Unit Al-Jazeera. Investigative journalism has reached a new milestone in this documentary.
@Truth Seeker qatar gain independence in 1971 Bangladesh also gain independence in 1971.Qatar is one of the richest and Bangladesh no need to say.government cannot build testa barrage for what?? To keep happy india??for writing against government, abrar and ovijet were killed forget it.Her teammate, Obaidul kader, break their false pot. Forget it??
@Truth Seeker why are you giving lecture while qatar is not a good ally with Pakistan. You stupid gobar bhakt ppl has one dialogue " Pakistan is behind this" . Stupid gobar bhakt ppl
Thanks Al-Jazeera for telling the truth and standing with the people of Bangladesh, we are now free as dictator Sheikh Hasina has fled the country to India. And currently our Prime Minister of Bangladesh. Nobel winner Dr. Yunus Sir is an international man
If you are watching now, its 7th Aug 2024. And Hasina has fled country due to students led revolution. Freedom gained once again.
what a joke...you retards are the next afghanisthan..
In Bangladesh's case it means corruption has overtaken the country Officially. FREEDOM is a Democracy wet dream, wet with the Idealist blood.
20: 19 "They started killing people" meaning they are sure "Democracy" will cover them.
Lesssssss goooooooooo 🗣️🗣️🗣️
What happened to these people, now that she left?
জিবনে অনেক প্রতিবেদন দেখলাম,এই রকম প্রতিবেদন আর দেখিনি।ধন্যবাদ আল-জাজিরাকে।
please raise your voice to make a video about million people hearts all around the world about ALLAMA DILWAR HUSSAIN SAIDEE.
right
I hope this documentary does not get deleted or banned...Lots of Love from Bangladesh 🇧🇩
sakh hasina already try to dellet this vedioo
It could not possibe to delete this from our hearts
Vpn: Are you comedy me
😂😂
আমি ডাউনলোড করে রাখছি আগেই।
😂😂😂😂 বোলদার ঘোরে বোলদারা।
What the media in Bangladesh could not show in 20 years, Al Jazeera showed in 1 hour. Thank you Al Jazeera.
And finally she faced her downfall badly with great shame
This communion will be good for Indians as well as Bangla deshi people .
Another historical and legendary documentary by Al Jazeera.
ভিডিওটি মুজিব বর্ষে গিফট করার জন্য।
আল জাজিরাকে অসংখ্য ধন্যবাদ।
haha
haha
ভাই ভাই 🤣
Md Robiul, Take care of yourself.
Thank you.
সেলুট যারা এতো কষ্ট করে জীবনের মায়া ত্যাগ করে সত্যিকারের ডকুমেন্টস তৈরী করেছে তাদের অনেক ধন্যবাদ।
@Saif Khondaker অাল জাজিরা কিছু করবে না। শুধু সবাইকে বলে দেবে
All the Prime Minister's man' - বাংলাদেশের আর্মি, বিজিবি, র্যাব, পুলিশের প্রধানতো বাংলাদেশের প্রাইম মিনিষ্টারেরই ম্যান হওয়ার কথা; এর মধ্যে নতুনত্বের কিছু নেই বরং ভালো কিছু আছে। ব্যক্তিগতভাবে সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক দৌরাত্ম্যের ঘোর বিরোধী আমি এবার করোনাকালীন মানবিক বিপর্যয়ে সরকারের সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সমন্বিত কার্যক্রমে মুগ্ধ হয়েছি। সমাজ ভয় পেয়েছে, জানাজা পড়ানোর হুজুর পাওয়া যায়নি কিন্তু সিভিল এডমিন, পুলিশ, র্যাব, আর্মি পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়। হ্যাঁ, এরা সবাই প্রাইম মিনিষ্টার'স ম্যান, এরা তাঁর একক নেতৃত্বে দুর্যোগ মোকাবেলা করেছেন। প্রাইম মিনিষ্টার এবং তাঁর ম্যানদের আমাদের দরকার আছে দুর্যোগ মোকাবেলা ও চলমান উন্নয়নের ধারাবাহিকতার জন্য।
আর্মি চীফের ভাইদের বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো আল জাজিরার বিশাল কোন আবিস্কার নয়। অন্ততঃ বছরখানেক আগেই এসব নিয়ে সংবাদ হয়েছে, মোটামুটি সবারই জানা। ড. কামাল হোসেনের জামাতা, ডেভিড বার্গম্যানদের প্রচেষ্টায় আল জাজিরা বিশাল হাইপ নিয়ে নতুন মোড়কে এটা প্রচারের টার্গেট হলেন শেখ হাসিনা।
১. প্রধানমন্ত্রীর লোক আমরা- নাম দেখেই বুঝা যাচ্ছে টার্গেট নির্দিষ্ট। আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু কোন যোগসূত্র পেলাম না। মুখে শোনা কথা- অর্থাৎ হিয়ারসেই সব। কয়েকজনকে বিদেশে বসে বলতে শুনলাম দেশ নাকি তারাই চালান। এরকম ক্যারেক্টার আমি প্রায়ই দেখি। সরকারি প্রজেক্টের তদবির থেকে সরাইলের চায়ের দোকান পর্যন্ত- এই কিসিমের লোকের এই দেশে বা এই অঞ্চলে কোনোকালেই ঘাটতি ছিল না, ধরে নেয়া যায় সামনেও হবে না।
২. বুঝাই যাচ্ছে এই কাজের মূল কারিগর বাংলাদেশের প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্য ফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান। যে কিনা বাংলাদেশে শহীদের সংখ্যা ৩-৫ লাখ লিখে আদালত কর্তৃক অপরাধী সাব্যস্ত হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে লেখালেখি করে “জামাতের লবিয়িস্ট” হিসেবে নামডাক ছড়িয়ে যাবার কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর যার গত কয়েক বছরের একমাত্র কাজ প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের পিছে বিএনপি জামাতের অনলাইন কর্মীদের মতন ২৪ ঘন্টা লেগে থাকা।
৩. চিন্তা করেন: এক ঝাঁক মাথা গরম, রক্ত গরম পোলাপাইন। খালেদা জিয়ার প্রথম শাসনামল। ফ্রিডম পার্টির ক্যাডাররা ওপেনলি অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। শেখ হাসিনার ৩২ নম্বরের বাড়িতে একাধিকবার আক্রমণ করেছে। তাদের আব্বারা, মানে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা, বীর দর্পে খোলা জিপে ঘুরে বেড়াচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায়। আল জাজিরার অ্যানিমেশন এ দেখলাম, মাথা ও রক্ত গরম তিন ভাই মিলে, ওই খুনিদের একটি এলাকার মূল ক্যাডাররে গুলি করে হত্যা করলো।
এখন আপনি বলেন বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ পালিয়ে যেতে কে দিয়েছিলো? তাদেরকে দেশে ফিরে রাজনীতি করার অনুমতি কে দিয়েছিল? তাদের বিচার করার পথ আইন করে কে বন্ধ করেছিল? তখন কোনো ডকুমেন্টারী বানিয়েছিলো এরা? তখন বাদ দেন, এখনো যে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে খুনিরা আছে, তাদের নিয়ে এরা ডকুমেন্টারী বানিয়েছে কোনো? না। তারা বানাবে এই খুনিদের যারা খুন করেছে তাদের নিয়ে। কারণ বাজেট সেই খাতে বেশি।
৪. যদিও আমি বার্গম্যান গংদের সংশ্লিষ্টতা থাকলে পুরো বিষয়টিকেই রাজনৈতিকভাবে দেখি, কারণ আমরা ভালো করেই জানি এই গ্রূপকে দিয়ে কারা বিভিন্ন কাজ করায়, তারপরেও কোনো তথ্য প্রমান পাওয়া যায় কি না সেদিকে নজর রাখলাম পুরো এক ঘন্টা। পেলাম না কিছুই। হাঙ্গেরির এক লোক, ছায়ার মধ্যে থেকে কথা বলা এক লোক, কিছু ইমেইলের ব্যাপার (কিন্তু ইমেইলের কোনো কপি দেখায় নাই), টেপ যেটা যে কারো কণ্ঠই হতে পারে (আমি নিজেও এক কালে ডিপজলের গলা ভাল নকল করতে পারতাম), আর একগাদা বায়বীয় সূত্র ও কানেকশন।
বিটিভির চাইতেও গাঁজাখুরি জিনিস যে কারও পক্ষে বানানো সম্ভব সেটাই এই ডকুমেন্টারি দেখে বুঝলাম।
পরিশেষে, এইটুক বলতে চাই আমারে কেউ একটা ভালো বাজেট ম্যানেজ করে দেন। আমিও সেনসেশনাল কাজ করতে চাই একটি চক্র নিয়ে।
Credit: Shah Ali Farhad
@@farzanayasminananna ধুর চুদির ভাই। তোরা বুদ্ধিপ্রতিবন্ধী, তোদের হাজার প্রমাণ দিলেও তোরা নৌকার ধোনে তেল দিবি
@@farzanayasminananna pagol tui
@@farzanayasminanannaকতকাল আর পশু থাকবেন এবার ধীরে ধীরে মানুষ হন , মানুষের মৃত্যুর দাম আছে , পশুর মৃত্যু তো কেউ মনেই রাখেনা ।
This was one of the documentaries that opened people's eyes to the extent of corruption in Bangladesh. Thank God, the regime is no longer there.
Many people knowing that by iliyas hossain and pinaki dadu but tnx to aljazeera for revealed internationaly ❤❤❤❤❤before 3 years ago
people are still ignorant to the militaries wrong doings
@@botgamingcodm5808 hmm I think also younus sir involved but not sure
অনেকদিন পর একটা সত্যিকারের প্রতিবেদন দেখলাম, মনটা শান্তি লাগতেছে।
Al Jazeera's investigation is like the real james bond movie
Love you Al Jazeera from BD ♥♥
মনগড়া প্রতিবেদন
@@Banglapakkho I think, you are a servant of Hasina
Can not thank Al Jazeera enough for making so much effort to open our eyes. May Allah keeps you, heroes, under his mercy and make you guys prosperous. Ameen
Me 2
nice speech
Thank you Al Jazeera. We've won. And the Bangladeshi people will remember your support.
Journalism level 🔥🔥...
Hats of to Al Jazeera to show the truth
এই সংবাদ প্রচারের জন্য যারা যারা কাজ করেছেন তাদের সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই
To present this news , who were doing this hard work.. congratulations to them.
All the Prime Minister's man' - বাংলাদেশের আর্মি, বিজিবি, র্যাব, পুলিশের প্রধানতো বাংলাদেশের প্রাইম মিনিষ্টারেরই ম্যান হওয়ার কথা; এর মধ্যে নতুনত্বের কিছু নেই বরং ভালো কিছু আছে। ব্যক্তিগতভাবে সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক দৌরাত্ম্যের ঘোর বিরোধী আমি এবার করোনাকালীন মানবিক বিপর্যয়ে সরকারের সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সমন্বিত কার্যক্রমে মুগ্ধ হয়েছি। সমাজ ভয় পেয়েছে, জানাজা পড়ানোর হুজুর পাওয়া যায়নি কিন্তু সিভিল এডমিন, পুলিশ, র্যাব, আর্মি পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়। হ্যাঁ, এরা সবাই প্রাইম মিনিষ্টার'স ম্যান, এরা তাঁর একক নেতৃত্বে দুর্যোগ মোকাবেলা করেছেন। প্রাইম মিনিষ্টার এবং তাঁর ম্যানদের আমাদের দরকার আছে দুর্যোগ মোকাবেলা ও চলমান উন্নয়নের ধারাবাহিকতার জন্য।
আর্মি চীফের ভাইদের বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো আল জাজিরার বিশাল কোন আবিস্কার নয়। অন্ততঃ বছরখানেক আগেই এসব নিয়ে সংবাদ হয়েছে, মোটামুটি সবারই জানা। ড. কামাল হোসেনের জামাতা, ডেভিড বার্গম্যানদের প্রচেষ্টায় আল জাজিরা বিশাল হাইপ নিয়ে নতুন মোড়কে এটা প্রচারের টার্গেট হলেন শেখ হাসিনা।
১. প্রধানমন্ত্রীর লোক আমরা- নাম দেখেই বুঝা যাচ্ছে টার্গেট নির্দিষ্ট। আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু কোন যোগসূত্র পেলাম না। মুখে শোনা কথা- অর্থাৎ হিয়ারসেই সব। কয়েকজনকে বিদেশে বসে বলতে শুনলাম দেশ নাকি তারাই চালান। এরকম ক্যারেক্টার আমি প্রায়ই দেখি। সরকারি প্রজেক্টের তদবির থেকে সরাইলের চায়ের দোকান পর্যন্ত- এই কিসিমের লোকের এই দেশে বা এই অঞ্চলে কোনোকালেই ঘাটতি ছিল না, ধরে নেয়া যায় সামনেও হবে না।
২. বুঝাই যাচ্ছে এই কাজের মূল কারিগর বাংলাদেশের প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্য ফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান। যে কিনা বাংলাদেশে শহীদের সংখ্যা ৩-৫ লাখ লিখে আদালত কর্তৃক অপরাধী সাব্যস্ত হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে লেখালেখি করে “জামাতের লবিয়িস্ট” হিসেবে নামডাক ছড়িয়ে যাবার কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর যার গত কয়েক বছরের একমাত্র কাজ প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের পিছে বিএনপি জামাতের অনলাইন কর্মীদের মতন ২৪ ঘন্টা লেগে থাকা।
৩. চিন্তা করেন: এক ঝাঁক মাথা গরম, রক্ত গরম পোলাপাইন। খালেদা জিয়ার প্রথম শাসনামল। ফ্রিডম পার্টির ক্যাডাররা ওপেনলি অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। শেখ হাসিনার ৩২ নম্বরের বাড়িতে একাধিকবার আক্রমণ করেছে। তাদের আব্বারা, মানে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা, বীর দর্পে খোলা জিপে ঘুরে বেড়াচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায়। আল জাজিরার অ্যানিমেশন এ দেখলাম, মাথা ও রক্ত গরম তিন ভাই মিলে, ওই খুনিদের একটি এলাকার মূল ক্যাডাররে গুলি করে হত্যা করলো।
এখন আপনি বলেন বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ পালিয়ে যেতে কে দিয়েছিলো? তাদেরকে দেশে ফিরে রাজনীতি করার অনুমতি কে দিয়েছিল? তাদের বিচার করার পথ আইন করে কে বন্ধ করেছিল? তখন কোনো ডকুমেন্টারী বানিয়েছিলো এরা? তখন বাদ দেন, এখনো যে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে খুনিরা আছে, তাদের নিয়ে এরা ডকুমেন্টারী বানিয়েছে কোনো? না। তারা বানাবে এই খুনিদের যারা খুন করেছে তাদের নিয়ে। কারণ বাজেট সেই খাতে বেশি।
৪. যদিও আমি বার্গম্যান গংদের সংশ্লিষ্টতা থাকলে পুরো বিষয়টিকেই রাজনৈতিকভাবে দেখি, কারণ আমরা ভালো করেই জানি এই গ্রূপকে দিয়ে কারা বিভিন্ন কাজ করায়, তারপরেও কোনো তথ্য প্রমান পাওয়া যায় কি না সেদিকে নজর রাখলাম পুরো এক ঘন্টা। পেলাম না কিছুই। হাঙ্গেরির এক লোক, ছায়ার মধ্যে থেকে কথা বলা এক লোক, কিছু ইমেইলের ব্যাপার (কিন্তু ইমেইলের কোনো কপি দেখায় নাই), টেপ যেটা যে কারো কণ্ঠই হতে পারে (আমি নিজেও এক কালে ডিপজলের গলা ভাল নকল করতে পারতাম), আর একগাদা বায়বীয় সূত্র ও কানেকশন।
বিটিভির চাইতেও গাঁজাখুরি জিনিস যে কারও পক্ষে বানানো সম্ভব সেটাই এই ডকুমেন্টারি দেখে বুঝলাম।
পরিশেষে, এইটুক বলতে চাই আমারে কেউ একটা ভালো বাজেট ম্যানেজ করে দেন। আমিও সেনসেশনাল কাজ করতে চাই একটি চক্র নিয়ে।
@@farzanayasminananna Bhai apnar mathai ki kono buddhi ase ? He ? Video ai shomporke taile title ou to ai shomporke hoibo . Joto abaler dologol .
@@farzanayasminananna at last one proper reply for this video.
Rajakar ei desher prisident hoachilo,
Banglar manush she kotha vule geche,
Why Mafia is Army Chief?
It's a itching for someone????? or Somebody???
At least the man has no Rajakar Connection.
@@farzanayasminananna aziz kno senaprodhan etar uttor den..khamakha bal chal boikenna🙄🙄
The person who made this documentaty is absolutely genius.
Yes bro
Right. Thanks to al Jazeera.
@@royalbengaltiger1646 yeah bro, i understood.
Agreed king
@@adnanboss7786 Thanks king👑
I love the way they say inshallah and have a rosary in their hands while pursuing criminal activities. Ya Allah give me strength!!
They’re so corrupt their hearts don’t know the difference between right and wrong anymore.
They are playing a role
It's easy to cheat using God... People believe u more. Rosary , inshallah are used by everyone...criminals included😮
বাহ কি দারুণ আমাদের ভবিষ্যৎ। Al-Jazeera tnx for truth.
Hatts off to Al-Jazeera for exposing the reality of Bangladesh government !
🙌🏼
is there really any gain in this investigation ??? i don't think so .. all the mafia of Bangladesh will still be safe in shadow of our prime minister .we can't do anything against this situation. shame to be Bangladeshi.
@@riasworld354 but Bangladesh is having decent gdp growth rate.....
I m from India
Shaikh Hasina ( The mother of mafia)
*সম্পূর্ণ প্রতিবেদনটি বাংলায় পাবেন আমার চ্যানেলে*
@@riasworld354 The gain is in having a more informed society both national and international. Change does not happen overnight. Revolutions take time to build. A better informed society will be more well equipped to influence and try instigating change. It takes a few sparks to light a fire
এই ভিডিও নাকি সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট । এর আগে দেখছিলাম না তাই দেখলাম এখন আমি মুগ্ধ
গুগল কি BAL এর মত ঘাস খায় নাকি যে তাদের ব্যাবসা সফল ডকুমেন্টারি ইউটিউব থেকে সরিয়ে দিবে?
হাহাহাহাহাহ😁😁😁😁😂😂😂
@@Dr.Ahmednafis right ami o babtaysi ay ta. Toby keno jani akto doubt lagsay amer
@@Dr.Ahmednafis এটা সম্ভব বাংলাদেশের মানুষ দেখতে পারবেনা।
Amio ekhon dekhlam
General Aziz got visa restriction by USA gvt for this documentary. What a great documentary, hats off to the team!!
Respect from Bangladesh 🇧🇩
Aljazeera, you guys win all the hearts of thousand bengali people who can't speak even they can talk.❤️
Millions of bangalis
this needs to show the world that this is true journalism. bravo i unit. bravo. great job in finding all this out
Particularly, NCO Israeli Pegasus / Ganges class cellular device hacking software, hardware, spoofing devices. RAB Benzir and this racket are into the game. Jabbar BTRC gang wants all IMEI registered atm. Seems legit, Israeli game. Whether it's Singapore, UAE, Hungary, India, Ukraine, Myanmar, British subjects. Could be Switzerland or Germany! For instance, that Irish Ginger
Totally rubbis
@Truth Seeker recognize German Ashkenazi leftover, British free rider, medieval Europe's Vandals in Brown Semitic Middle sh**?
Israel invested in GMO, MICROPROCESSOR,AI, SEMICONDUCTOR, BIOTECHNOLOGY, GENETIC ENGINEERING. We know to which direction they are heading. Someday, world nations will pound them with T&T. Sooner or later.
Henry Kissinger indoctrinated China will last a few decades, then the game will be concluded with a penalty shootouts.
@Truth Seeker no need to recognize them.They will not able to help us.Nor we.Govt.will not sign it's own death certificate
জীবন মরণের ঝুঁকি নিয়ে এই তথ্যগুলো যারা জোগাড় করেছে তারা সত্যিকারের দেশ প্রেমিক
সহমত
Ok
Right
Era tor baper moto rajakar
@@GodsOfWar666 tor mar heda chudi amlig khankirpola
Rewatching this now hits different
Well said bro
real
Where is criminal Aziz today? And his brothers?
bravo. This is called true journalism. salute
My respect for Al-Jazeera: 📈📈📈
*সম্পূর্ণ প্রতিবেদনটি বাংলায় পাবেন আমার চ্যানেলে*
respect stonk
i love their documentary's they are the best
এটা মনে হচ্ছে আল জাজিরার পক্ষ্য থেকে মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার.....
Right
Hahah!!!
Hm R8
vaire vai😂😂😂😂😂
😝
Best ever documentary on BD criminal politicians and government. Salutations to Al Jazeera.
ভাইরে ভাই মুভি দেখলাম মাত্র মনে হয়😲।
Thanks to Aljazeera
😂😁😂 o==[]::::::::::::::::>
English Translation for Dreamer Boy's comment: Gosh! seems like just watched a movie. Thanka to Al Jazeera.
এই সংবাদ প্রচারে যে সকল বাংলদেশী সংবাদিক ভায়েরা সাহায্য করেছে তাদের সবার জন্য ভালোবাসা থাকলো❤️
Tader ke Mara hobbe ..oti sigroi
@@atonesownsweetwill7178 ke marbe??
All the Prime Minister's man' - বাংলাদেশের আর্মি, বিজিবি, র্যাব, পুলিশের প্রধানতো বাংলাদেশের প্রাইম মিনিষ্টারেরই ম্যান হওয়ার কথা; এর মধ্যে নতুনত্বের কিছু নেই বরং ভালো কিছু আছে। ব্যক্তিগতভাবে সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক দৌরাত্ম্যের ঘোর বিরোধী আমি এবার করোনাকালীন মানবিক বিপর্যয়ে সরকারের সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সমন্বিত কার্যক্রমে মুগ্ধ হয়েছি। সমাজ ভয় পেয়েছে, জানাজা পড়ানোর হুজুর পাওয়া যায়নি কিন্তু সিভিল এডমিন, পুলিশ, র্যাব, আর্মি পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়। হ্যাঁ, এরা সবাই প্রাইম মিনিষ্টার'স ম্যান, এরা তাঁর একক নেতৃত্বে দুর্যোগ মোকাবেলা করেছেন। প্রাইম মিনিষ্টার এবং তাঁর ম্যানদের আমাদের দরকার আছে দুর্যোগ মোকাবেলা ও চলমান উন্নয়নের ধারাবাহিকতার জন্য।
আর্মি চীফের ভাইদের বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো আল জাজিরার বিশাল কোন আবিস্কার নয়। অন্ততঃ বছরখানেক আগেই এসব নিয়ে সংবাদ হয়েছে, মোটামুটি সবারই জানা। ড. কামাল হোসেনের জামাতা, ডেভিড বার্গম্যানদের প্রচেষ্টায় আল জাজিরা বিশাল হাইপ নিয়ে নতুন মোড়কে এটা প্রচারের টার্গেট হলেন শেখ হাসিনা।
১. প্রধানমন্ত্রীর লোক আমরা- নাম দেখেই বুঝা যাচ্ছে টার্গেট নির্দিষ্ট। আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু কোন যোগসূত্র পেলাম না। মুখে শোনা কথা- অর্থাৎ হিয়ারসেই সব। কয়েকজনকে বিদেশে বসে বলতে শুনলাম দেশ নাকি তারাই চালান। এরকম ক্যারেক্টার আমি প্রায়ই দেখি। সরকারি প্রজেক্টের তদবির থেকে সরাইলের চায়ের দোকান পর্যন্ত- এই কিসিমের লোকের এই দেশে বা এই অঞ্চলে কোনোকালেই ঘাটতি ছিল না, ধরে নেয়া যায় সামনেও হবে না।
২. বুঝাই যাচ্ছে এই কাজের মূল কারিগর বাংলাদেশের প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্য ফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান। যে কিনা বাংলাদেশে শহীদের সংখ্যা ৩-৫ লাখ লিখে আদালত কর্তৃক অপরাধী সাব্যস্ত হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে লেখালেখি করে “জামাতের লবিয়িস্ট” হিসেবে নামডাক ছড়িয়ে যাবার কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর যার গত কয়েক বছরের একমাত্র কাজ প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের পিছে বিএনপি জামাতের অনলাইন কর্মীদের মতন ২৪ ঘন্টা লেগে থাকা।
৩. চিন্তা করেন: এক ঝাঁক মাথা গরম, রক্ত গরম পোলাপাইন। খালেদা জিয়ার প্রথম শাসনামল। ফ্রিডম পার্টির ক্যাডাররা ওপেনলি অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। শেখ হাসিনার ৩২ নম্বরের বাড়িতে একাধিকবার আক্রমণ করেছে। তাদের আব্বারা, মানে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা, বীর দর্পে খোলা জিপে ঘুরে বেড়াচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায়। আল জাজিরার অ্যানিমেশন এ দেখলাম, মাথা ও রক্ত গরম তিন ভাই মিলে, ওই খুনিদের একটি এলাকার মূল ক্যাডাররে গুলি করে হত্যা করলো।
এখন আপনি বলেন বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ পালিয়ে যেতে কে দিয়েছিলো? তাদেরকে দেশে ফিরে রাজনীতি করার অনুমতি কে দিয়েছিল? তাদের বিচার করার পথ আইন করে কে বন্ধ করেছিল? তখন কোনো ডকুমেন্টারী বানিয়েছিলো এরা? তখন বাদ দেন, এখনো যে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে খুনিরা আছে, তাদের নিয়ে এরা ডকুমেন্টারী বানিয়েছে কোনো? না। তারা বানাবে এই খুনিদের যারা খুন করেছে তাদের নিয়ে। কারণ বাজেট সেই খাতে বেশি।
৪. যদিও আমি বার্গম্যান গংদের সংশ্লিষ্টতা থাকলে পুরো বিষয়টিকেই রাজনৈতিকভাবে দেখি, কারণ আমরা ভালো করেই জানি এই গ্রূপকে দিয়ে কারা বিভিন্ন কাজ করায়, তারপরেও কোনো তথ্য প্রমান পাওয়া যায় কি না সেদিকে নজর রাখলাম পুরো এক ঘন্টা। পেলাম না কিছুই। হাঙ্গেরির এক লোক, ছায়ার মধ্যে থেকে কথা বলা এক লোক, কিছু ইমেইলের ব্যাপার (কিন্তু ইমেইলের কোনো কপি দেখায় নাই), টেপ যেটা যে কারো কণ্ঠই হতে পারে (আমি নিজেও এক কালে ডিপজলের গলা ভাল নকল করতে পারতাম), আর একগাদা বায়বীয় সূত্র ও কানেকশন।
বিটিভির চাইতেও গাঁজাখুরি জিনিস যে কারও পক্ষে বানানো সম্ভব সেটাই এই ডকুমেন্টারি দেখে বুঝলাম।
পরিশেষে, এইটুক বলতে চাই আমারে কেউ একটা ভালো বাজেট ম্যানেজ করে দেন। আমিও সেনসেশনাল কাজ করতে চাই একটি চক্র নিয়ে।
@@farzanayasminananna ore batpar
@@farzanayasminananna beshya magi tui off ja.
I am Bangladeshi: There is no one to help us. Our political situation is very bad .. Today, a high-ranking official of our country has denied this matter.
@Dizzy Chicko BNP is way btr than awamealeague at least for now
lol.. why you need help from others? why cant you fix your own problem. Stop begging.
vi apne ki usa'er hostokkhep chacchen?
ja korer amader e korte hobe. kaw ashe kicho kore dibe oi chita korle kaj hobe na
@Dizzy Chicko do u knw sheikh haseena's son stoops low his class more thn tariq zia.and she is a biggest criminal of the 15 year political reign of her in Bangladesh politics history
Who is watching this documentary in 2024.
And now in August
@@chucklingfish1920same man. How do we overthrow this mastermind
me
Me me thanks to Al Jazeera for showing us the truth
@@extraordinarycontents9105 we did.
সবাই আল- জাজিরাকে বলেন,
Next part plz
Yes vaiya
*সম্পূর্ণ প্রতিবেদনটি বাংলায় পাবেন আমার চ্যানেলে*
@@trustednews24 link
No next part bro its time for our action...
Bujoo naa dudu kao
Next part
অপেক্ষায় রইলাম পিলখানা হত্যাকান্ডের মুভিটা দেখার জন্যে।
ইনশাআল্লাহ একদিন এভাবেই সত্যটা বের হবে।
They killed ours best Ranked Soldiers and Established their own Drama... How dirty Politics that !!! All of Comments Proves the Reaction of Bangladeshi Citizens...
*সম্পূর্ণ প্রতিবেদনটি বাংলায় পাবেন আমার চ্যানেলে*
Same here
Vi apni amr moner ktha tai bolen tokhn ei aziz e bdr prodhan cilo
r8
আল জাজিরাকে ধন্যবাদ মুজিববর্ষে এমন একটা সত্য সংবাদ পরিবেশন করার জন্য
Thank you, Al Jazeera, and a special thanks to Sami. Together, we have successfully uprooted these mafias, including their queen, from our country
I'm from Bangladesh and this investigation totally right.
yes
yes
180million bangali people wait 2nd part.
In Shaa Allah
এখনো আসছে না কেন?
2nd partr ki deyar kotha bolche al jazeera ?
@@approach5860 vai mone hoy ashbe nah🥺😐😐
Inshallah
বাংলাদেশের মিডিয়া ২০ বছরে যেটা দেখাতে পারলো না, আল জাজিরা ১ ঘন্টায় সেটা দেখালো,, 👌👌👌👌
@zunayed Ahmed chup shala parle ei news er against e kono proman dekha ! Naile chupchap chole ja ekhan theke shala shikkhito abal .
১ গন্টা না ভাই ৫ বছর দরে করছে এটা
@@carbonmonoxide8481 4445444
আল-জাজিরা তো
এর আগেও ভুল তথ্য দিয়ে
বিশ্ববাসিকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলেছে,,
সেই প্রতিবেদনে বলে ছিলো
যে বাংলাদেশে,
হেফাজত ইসলামের অনেক লোকজনকে হত্যা করে লাশ গুম করেছে আওয়ামী লীগ সরকার,,
কেননা বর্তমান বাংলাদেশ
মাথা উঁচু করে দাড়িয়ে আছে,
কি ভাবে বাংলাদেশকে নিচু করা যায়,,
সেই পরিকল্পনা করছে আল-জাজিরা,,জনাব,,,
@@nayanmony271 Bangladesh k choto korar chestha Korle Kokhono Support korbona 😕😕
As a Government Officer, I felt so much sad by watching these incidents!
You are more hopeless. If you speak then you will die.
😥
তুমি বলদ
Made by son in law of Kamal Hossain, rest is history
অনেকেই ইংরেজি বুঝেনা
তাই তাদের স্বার্থে বাংলা করে দিলাম
""সরকারি কর্মকর্তা হিসেবে। এই ঘটনাগুলো দেখে আমার খুব খারাপ লাগলো""
*This is more Thrilling than movie. Isn't it?*
*সিনেমার চাইতেও রোমাঞ্চকর।*
ধন
@@mkstard6815 আমি ইংরেজি বুঝিনা।
@MRM 4071087 tor mak ram na bole honuman bole thap dai shathe ghora shap ami shobai dai tarek chorer onushari shuorer baccha kar dol korish veve chinta kotha bolbe
Yes
Mohammadpur er bashinda hoyea eita amr kase normal
আসসালামু আলাইকুম।
মনে হচ্ছে জেমস বন্ড মুভি দেখছি।এটাকেই বলে অনুসন্ধানী সাংবাদিকতা।ধন্যবাদ আল-জাজিরা টেলিভিশনকে।
All the Prime Minister's man' - বাংলাদেশের আর্মি, বিজিবি, র্যাব, পুলিশের প্রধানতো বাংলাদেশের প্রাইম মিনিষ্টারেরই ম্যান হওয়ার কথা; এর মধ্যে নতুনত্বের কিছু নেই বরং ভালো কিছু আছে। ব্যক্তিগতভাবে সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক দৌরাত্ম্যের ঘোর বিরোধী আমি এবার করোনাকালীন মানবিক বিপর্যয়ে সরকারের সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সমন্বিত কার্যক্রমে মুগ্ধ হয়েছি। সমাজ ভয় পেয়েছে, জানাজা পড়ানোর হুজুর পাওয়া যায়নি কিন্তু সিভিল এডমিন, পুলিশ, র্যাব, আর্মি পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়। হ্যাঁ, এরা সবাই প্রাইম মিনিষ্টার'স ম্যান, এরা তাঁর একক নেতৃত্বে দুর্যোগ মোকাবেলা করেছেন। প্রাইম মিনিষ্টার এবং তাঁর ম্যানদের আমাদের দরকার আছে দুর্যোগ মোকাবেলা ও চলমান উন্নয়নের ধারাবাহিকতার জন্য।
আর্মি চীফের ভাইদের বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো আল জাজিরার বিশাল কোন আবিস্কার নয়। অন্ততঃ বছরখানেক আগেই এসব নিয়ে সংবাদ হয়েছে, মোটামুটি সবারই জানা। ড. কামাল হোসেনের জামাতা, ডেভিড বার্গম্যানদের প্রচেষ্টায় আল জাজিরা বিশাল হাইপ নিয়ে নতুন মোড়কে এটা প্রচারের টার্গেট হলেন শেখ হাসিনা।
১. প্রধানমন্ত্রীর লোক আমরা- নাম দেখেই বুঝা যাচ্ছে টার্গেট নির্দিষ্ট। আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু কোন যোগসূত্র পেলাম না। মুখে শোনা কথা- অর্থাৎ হিয়ারসেই সব। কয়েকজনকে বিদেশে বসে বলতে শুনলাম দেশ নাকি তারাই চালান। এরকম ক্যারেক্টার আমি প্রায়ই দেখি। সরকারি প্রজেক্টের তদবির থেকে সরাইলের চায়ের দোকান পর্যন্ত- এই কিসিমের লোকের এই দেশে বা এই অঞ্চলে কোনোকালেই ঘাটতি ছিল না, ধরে নেয়া যায় সামনেও হবে না।
২. বুঝাই যাচ্ছে এই কাজের মূল কারিগর বাংলাদেশের প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্য ফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান। যে কিনা বাংলাদেশে শহীদের সংখ্যা ৩-৫ লাখ লিখে আদালত কর্তৃক অপরাধী সাব্যস্ত হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে লেখালেখি করে “জামাতের লবিয়িস্ট” হিসেবে নামডাক ছড়িয়ে যাবার কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর যার গত কয়েক বছরের একমাত্র কাজ প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের পিছে বিএনপি জামাতের অনলাইন কর্মীদের মতন ২৪ ঘন্টা লেগে থাকা।
৩. চিন্তা করেন: এক ঝাঁক মাথা গরম, রক্ত গরম পোলাপাইন। খালেদা জিয়ার প্রথম শাসনামল। ফ্রিডম পার্টির ক্যাডাররা ওপেনলি অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। শেখ হাসিনার ৩২ নম্বরের বাড়িতে একাধিকবার আক্রমণ করেছে। তাদের আব্বারা, মানে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা, বীর দর্পে খোলা জিপে ঘুরে বেড়াচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায়। আল জাজিরার অ্যানিমেশন এ দেখলাম, মাথা ও রক্ত গরম তিন ভাই মিলে, ওই খুনিদের একটি এলাকার মূল ক্যাডাররে গুলি করে হত্যা করলো।
এখন আপনি বলেন বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ পালিয়ে যেতে কে দিয়েছিলো? তাদেরকে দেশে ফিরে রাজনীতি করার অনুমতি কে দিয়েছিল? তাদের বিচার করার পথ আইন করে কে বন্ধ করেছিল? তখন কোনো ডকুমেন্টারী বানিয়েছিলো এরা? তখন বাদ দেন, এখনো যে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে খুনিরা আছে, তাদের নিয়ে এরা ডকুমেন্টারী বানিয়েছে কোনো? না। তারা বানাবে এই খুনিদের যারা খুন করেছে তাদের নিয়ে। কারণ বাজেট সেই খাতে বেশি।
৪. যদিও আমি বার্গম্যান গংদের সংশ্লিষ্টতা থাকলে পুরো বিষয়টিকেই রাজনৈতিকভাবে দেখি, কারণ আমরা ভালো করেই জানি এই গ্রূপকে দিয়ে কারা বিভিন্ন কাজ করায়, তারপরেও কোনো তথ্য প্রমান পাওয়া যায় কি না সেদিকে নজর রাখলাম পুরো এক ঘন্টা। পেলাম না কিছুই। হাঙ্গেরির এক লোক, ছায়ার মধ্যে থেকে কথা বলা এক লোক, কিছু ইমেইলের ব্যাপার (কিন্তু ইমেইলের কোনো কপি দেখায় নাই), টেপ যেটা যে কারো কণ্ঠই হতে পারে (আমি নিজেও এক কালে ডিপজলের গলা ভাল নকল করতে পারতাম), আর একগাদা বায়বীয় সূত্র ও কানেকশন।
বিটিভির চাইতেও গাঁজাখুরি জিনিস যে কারও পক্ষে বানানো সম্ভব সেটাই এই ডকুমেন্টারি দেখে বুঝলাম।
পরিশেষে, এইটুক বলতে চাই আমারে কেউ একটা ভালো বাজেট ম্যানেজ করে দেন। আমিও সেনসেশনাল কাজ করতে চাই একটি চক্র নিয়ে।
@@farzanayasminananna Bhai apnar mathai ki kono buddhi ase ? He ? Video ai shomporke taile title ou to ai shomporke hoibo . Joto abaler dologol .
@@farzanayasminananna করোনা কালীন সময়ে সরকারের কোনো লোক বা সেনা জানাযা সহ বিভিন্ন কাজে সাহায্য করেছে সেটা আপনি কিভাবে বললেন আপনার মতো মিথ্যাচারিদের জন্যই আজ আমাদের মতো মদ্ধ্যবিত্ত ও গরিবের এই দশা যেখানে সব হুজুর আলেম ওলামারা সাহায্য এগিয়ে এসেছে সেখানে আপনি কিভাবে এসব অস্বিকার করে মিথ্যে বলছেন ধিক্কার সে মা কে যে আপনার মতো মেয়ে জন্ম দিয়েছে
aa
@@farzanayasminananna লজ্জা থাকা দরকার তর বেঈমানের বাচ্চা
সামি ই তো র্বতমান পরিস্থিতির মুক্তিযুদ্ধা,দেশপ্রেমিক
স্যালুট জানাই আপনাকে❤️
আর আপনি এবং আপনার পরিবারের নিরাপত্তা কামনা করি
Congrats Al Jazeera for winning the award for making this documentary. A well deserved award. We are patiently waiting for the sequel.
শ্বাসরুদ্ধকর আতংক নিয়ে আল - জাজিরার "ঢাকা মাফিয়া" রিপোর্ট পুরোটা দেখলাম মনে হচ্ছিল যে আমি হলিউডের কোনো থ্রিলার মুভি দেখতেছি 🥱
ধন্যবাদ আল-জাজিরা চ্যানেল কে।
Ata ki kono movie naki?
Right
@@shovonfarhan5443 , some time reality is more terryfing than fiction.
@@sadmanmahi2584 yeah bro.
😁😁😃
I am proud of the person who made this documentary.
Me also
Let's see how many people want part two?
👇
you gotta write a Bengali translation, I have a hunch most people watching this won't be good with English.
*সম্পূর্ণ প্রতিবেদনটি বাংলায় পাবেন আমার চ্যানেলে*
yeah as early as possible. Plz do it again but in Bengali.
@@t.shurid2042 áq
2 kokon asbe
This guy who helped aljazeera knew that his life will be at risk but still helped them big respect
সত্য কখনো চাপা থাকে না, আর পাপ করলে সেটার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেই দিবে❤️
সামি ভাইকে স্যালুট✌️জীবনের ভয় না করে সত্যকে মিডিয়ার সামনে তোলে ধরার জন্যে
Yes it’s 200% real news. Im a Bangladeshi and i agree with it.
Journalism at his best...massive respect to al Jazeera
Awami league coming: Al jajeerah funded By Pakistan😂😂😂
They can't blame Pakistan because Bangladeshi public want to see united ummah
Not only Bangladesh, every country from the beginning of the world has fought to save.fought, but, this time the sami has fought a new war to save Bangladesh. Sami stay well stay healthy, you are really a Bangladeshi! Great sami ♥️
Al Jazeera has repeatedly shown the most heinous example of yellow journalism. We have seen their agenda to give shelter to extremist Muslim groups in different countries. During the trial of war criminals in Bangladesh, an Al Jazeera reporter reported directly in favor of Jamaat. During the Motijheel rally of Hefazat-e-Islam, they falsely reported the genocide by showing the bodies of the victims of the Haiti earthquake. Just last week, another false report was made about the Oxford vaccine from India. Al Jazeera has been banned in the United States, the United Kingdom, the United Arab Emirates, Saudi Arabia, Malaysia, Egypt, Syria, Iraq, Bahrain, and Libya for their provocative yellow journalism.
@@চট্টলাএক্সপ্রেস-ঘ৬য oi Tumi ei same mittha Kotha copy paste Maira ghurtaso ken?? Tomar kothar keo patta dey na
@@চট্টলাএক্সপ্রেস-ঘ৬য This reported of Aj is true
@@saifalam2030 কি ট্রু আছে এতে? ইসরাইল থেকে যন্ত্র কিনলে মেইড ইন হাঙ্গেরি কেন থাকবে? আর সার্ভিলেন্স টুলস কেনা কি অপরাধ? আল জাজিরা নিজেইতো সার্ভিলেন্স টুলস ইউজ করে এই রিপোর্ট বানিয়েছে। জেনারেল আজিজ কি কোন সন্ত্রাসি গ্রুপের সাথে গোপন মিটিং করতে গেছে? ভাই ভাইয়ের সাথে দেখা করতে গেছে যে ভাই আবার কিছুটা পাগলা কিসিমের। এটার মধ্যে এমন কি গোপন তথ্য আছে আমি বুঝলাম না।
@@চট্টলাএক্সপ্রেস-ঘ৬য muslim nam e porichoy dia abar muslim der kei galagali koros khankir pola, sala tore onek videor comment e dekhsi sala khankir pola magi
Whole Comments and likes are proof that Bangladeshi people's are Fed-up.
Yeah
You are right about that brother ,we are all fed up with our government. we should protests against them. দেয়ালে মাথা ঠেকে গেছে ভাই
yes!! You're absolutely right
Al Jajeera is BNP
@@JafarChou গাজা খাস ঠিক আছে বলার দরকার নাই।
Absolutely cinema.
Who's watching in 2024?
ইলিয়াস ভাই ট্রেইলার দেখিয়েছে ; এরা পুরা মুভি দেখিয়ে দিল 🙄
hmm
সম্পূর্ণ প্রতিবেদনটি বাংলায় পাবেন আমার চ্যানেলে
please raise your voice to make a video about million people hearts all around the world about ALLAMA DILWAR HUSSAIN SAIDEE.
Sotti kotha boss
এই সংবাদ প্রচারের জন্য যারা যারা কাজ করেছে তাদের অান্তরিক ভাবে স্বাগতম। বাংলাদেশে কোন মিডিয়া সত্য নিউজ প্রচার করে না।
Love from core of heart
করতে পারে না বলুন ।
This is the level transparency of international journalism!!!
Al Jazeera cooked an absolute masterpiece!
মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার হিসেবে ২নাম্বার পর্ব চাই বাংলার ১৮কোটি মানুষ অপেক্ষায়
18কোটি না 16কোটি কারণ 2কোটি দালাল
জি
Huh
@@NasirKhan-ps5qc yes
hmmm
বাংলাদেশের প্রতিটা পদে পদে এসব চলছে.. সাহস করে প্রকাশ করার মতো কেউ নাই,
ধন্যবাদ আল-জাজিরাকে❤️
Dictator Seikh Hasina is a cruel killer in Bangladesh.
Sheikh Hasina is a mother of corruption.
@@TanamAzamAwami league coming: Al jajeerah funded By Pakistan😂😂😂
@@rubelrana5039 Awami league coming: Al jajeerah funded By Pakistan😂😂😂
@@investigativejournalism8393 Sure,Awami League talk about Pakistan,
I deeply agree with Al jazeera'S report with fully confidence even We all Trust Al Jazera's news
,the
Same
I agree.
No team in the world comes close to AJI when it comes to investigations... Thank you for exposing corruption in high places
ধন্যবাদ আল-জাজিরার প্রতিবেদক কে মুজিব বর্ষের সেরা উপহার।
This information 💯100%true all Bangladeshi people know that.thanks aljazeera ❤️এবার বুঝতে পারছি আল জাজিরা কেন এতো জনপ্রিয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আল জাজিরা এতো জনপ্রিয়।
Al Jazeera, you guys are the best example of
"Not all heroes wear capes!"
I wouldn't call them hero's. They didn't go to rohingya house even though we asked them to
@@madxz5238 sorry to hear that brother. Im sure they tried their best.
This investigative Documentary has won Amnesty international Media Award...Congratulations Al-Jazeera
তাইতো বলি সিনহা হত্যার প্রতিবাদ সেনাবাহিনী করে নাই কেন🤔
Hum ,,tai to 🤔
ম
sobai borolok hoya gasa
সিনহা হত্যার সাথে হয়তো সরকার জরিত
@@tamimalsharari159 sinha ar satha sorkar ar kono sotrota cilo nah vai...kintu tar bichar ar jonno sana podhan ar chup thaka ,,,atar moddha kicu asa🙄
This is called journalism..❤️
Shame on Bangladeshi media..
They are not media don't disgrace media
@@kingdoms.a.a.r2985 well said
Your right
Al Jazeera is one of the last truly free presses in the world.
Hahaha
@V M if u have that video why don't u share that? If u want us to believe ur bullcr**p claims over Aljajira's, I suggest u seek a place in asylum.
@V M u know what ? U should go to india
0h,Yes That’s right! That’s why they were banned for fake news in 15 countries including Algeria,Saudi Arab,Egypt, united Arab Amirat,India other major Muslim countries!
@@abdurrahmanmanik9469 Because those country scared of face the Truth and mostly runs by Goons.
This hits different after 5 August, 2024!
বাংলাদেশের সাংবাদিকদের শিক্ষা নেওয়া উচিত সত্য কাকে বলে। আর এ ভিডিওটির ডাবিং করা উচিত বলে মনে করি ।
Sagor runir moto morte?
@@anikahridoyhossain4692 ঠিক বলছেন।🥀
ঠিক বলছেন
hindi tei dubbinng maira den
Bangla dubbing kothay pabo
Bangladesh's 50 years in just 1 hour. Hats off ALJAZEERA
@Truth Seekerthank u al Jazeera...we want democracy... Freedom....
@Truth Seeker You're right. They're banned in several countries for having links with Islamist organizations. As Hasina is socialist and not rule an Islamic party, something has to be done to bring her party down.
Tnx to al jajira. Do not delete this documentary... This documentary can save our life from these kind of mafias
thanks
As a Bangladeshi citizen I can confirm the authencity of this video
Netflix : Narcos is the best crime series
Aljazeera : Hold my beer
Netflix film and Al Jazeera real.
Al Jazeera osadharon kaj korse.
😄😄
🤣🤣🤣
যদি Netflix এ web সিরিস হয় তবে ১০ সিজনেও শেষ হবে না 🤣🤣
lmao
It broke the record of every thrilling movies.
@Showkat Hossain 👉; ✅💓 Al jajeria
all bnp love
Yes brother
@@lilianamessi Not only BNP but also all the republic of Bangladeshi.
@@UCqkdtMiE5ZquD_lF9prae4Q nice
এত কষ্ট করে বস্তুনিষ্ঠ ডকুমেন্টারি পরিবেশনের জন্য আল-জাজিরাকে বাংলার ১৮ কোটি মানুষের পক্ষথেকে হাজার স্যালুট।
ho vai, 18 koti manusher pokkho theke emon ekta international channel ke bangla tei salute dao... 🥴🥴🥴
One of the best documentaries ever produced .
Sammy has balls of steel. Imagine sticking with that psychopath all this time, slowly grabbing information to incriminate him, and secretly surveilling him and now being on an international news documentary and showing your face. This man is a legend
He was then taken to a Aljajeera quarter to hide for safety...
@@shineshadman1981 He just moved out of Hungary. There are many other countries where he can get political asylum.
Sami indeed has balls of steel recording Haris's conversation and video that close and that clearly. Man is a true successor to the spirit of our previous freedom fighter generation. I have nothing but respect for him!
অনেকেই ইংরেজি বুঝেনা
তাই তাদের স্বার্থে বাংলা করে দিলাম।
""স্যামির স্টিলের বল আছে। এই সব সময় সেই সাইকোপ্যাথের সাথে লেগে থাকার কল্পনা করুন। তাকে দোষারোপ করার জন্য ধীরে ধীরে তথ্য দখল করা, এবং গোপনে তার উপর নজরদারি করা এবং এখন একটি আন্তর্জাতিক সংবাদ ডকুমেন্টারিতে থাকা এবং আপনার মুখ দেখানো। এই মানুষ কিংবদন্তি""
When our native media always flatters the government, we appreciate this kind of investigation from a foreign media....!!! Please make some more like this.
আলজাজিরা পক্ষ থেকে মুজিববর্ষে শ্রেষ্ঠ উপহার
What a comment hahahaha
Shaikh Hasina ( The mother of mafia)
*সম্পূর্ণ প্রতিবেদনটি বাংলায় পাবেন আমার চ্যানেলে*
🙃🙃🙃🙃😌
কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ তথ্যচিত্র প্রচার করা হয়েছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এবং অনেক ক্ষেত্রেই সাংবাদিকতার নীতি-নৈতিকতা না মেনে।
কিছু গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড এ কথা মনে করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এডিটরস গিল্ডের পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মোজাম্মেল হক বাবু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-জাজিরার প্রতিবেদনটি সম্পাদকদের বৃহত্তম সংগঠন এডিটরস গিল্ডের দৃষ্টিগোচর হয়েছে। পুরো বিষয় একটি পরিবারের সদস্যদের নিয়ে, অথচ শিরোনাম করা হয়েছে ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’। বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিশেষ কিছু অভিযোগের বয়ান দিতে গিয়ে প্রমাণহীনভাবে ‘প্রাইম মিনিস্টার’স মেন’ টার্মটা ব্যবহার করা মন্দ সাংবাদিকতা বলে দাবি করছে এডিটরস গিল্ড। সংগঠনটি মনে করে, রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত ও পক্ষপাতদুষ্ট একটি তথ্যচিত্র কোনোভাবেই অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত হতে পারে না। পুরো ডকুমেন্টারির ভিত্তি হলো একজন মানুষের কিছু অনানুষ্ঠানিক ও আড্ডার আলাপ, যার কোনো গ্রহণযোগ্য প্রমাণ এতে উপস্থাপিত হয়নি। এডিটরস গিল্ড বলছে, হাঙ্গেরি ও ফ্রান্সে মিলিয়ন মিলিয়ন ইউরোর বিনিয়োগের কথা বলা হয়েছে। এর উৎস দেখানো হয়নি। কেবল মুখের কথাতেই বলা হয়েছে সরকারের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বিরাট অর্থ লেনদেনের কথা। এসব অভিযোগের সমর্থনে ইউরোপীয় ইউনিয়ন কিংবা সংশ্লিষ্ট দেশগুলোর কোনো প্রশাসনিক বক্তব্যও আল-জাজিরা দেয়নি। সামিকে ‘জীবননাশের হুমকি’ দেওয়া ই-মেইলের অরিজিনাল পেজ ছিল না। ফলে এর সত্যতা নিয়েও প্রশ্ন উঠে। হাঙ্গেরি, ফ্রান্স বা মালয়েশিয়ার বিচরণকারী হিসেবে যাঁদের দেখানো হয়েছে এবং তাঁদের পাসপোর্ট জালিয়াতি, অন্য কাগজ জালিয়াতি, অর্থ পাচার, ইত্যাদি অপরাধের যে বর্ণনা রয়েছে, এসব বিষয়ে সেসব দেশের সরকারের দিক থেকে কারও কোনো বক্তব্য না থাকায় এডিটরস গিল্ড এই তথ্য চিত্রের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। পুরোটা সময় গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখানো হয়েছে। এটি একটি মানসম্পন্ন সংবাদমাধ্যম করতে পারে না। যাদের বিরুদ্ধে এত কিছু, তাদের বক্তব্য না থাকায় এটি সম্পূর্ণ সাংবাদিকতা পরিপন্থী কাজ হয়েছে। দীর্ঘ দুই বছরের অনুসন্ধানের পর ‘তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি’ বলাটা অগ্রহণযোগ্য বলে মনে করছে এডিটরস গিল্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পাই ওয়্যার কেনার বিষয়টি সরকারের নিজস্ব নীতি এবং সেটিও যে সত্যিই ইসরায়েলি কোম্পানি থেকে কেনা হয়েছে, তার প্রমাণ নেই তথ্যচিত্রে। নাম প্রকাশে অনিচ্ছুক বলে একধরনের সাংবাদিকতার মতোই এখানে দুজন ইসরায়েলি কর্মকর্তার কথা বলে তাঁদের ছবি ঢেকে দেওয়া হয়েছে। এগুলো নিছক চাতুর্য ছাড়া আর কিছু নয়। এক ঘণ্টার তথ্যচিত্রে একজন অন্যতম সাক্ষাৎকারদাতা বাংলাদেশের আদালত কর্তৃক দণ্ডিত। এডিটরস গিল্ড যৌক্তিক প্রমাণ দিয়ে সাংবাদিকতার স্বার্থে যেকোনো সংবাদ বা অনুষ্ঠানকে স্বাগত জানায়। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো কিছু প্রচারিত হলে তা প্রকারান্তরে গণতন্ত্র ও সাংবাদিকতা উভয়কেই ক্ষতিগ্রস্ত করে।
Aljazeera investigations NEVER fail to amaze me. Used to love BBC news documentaries but Aljazeera takes it up a notch by exposing greed and power in my doorstep and not some foreign country and for that, I'm - no, WE - are deeply grateful. Truth to power at its best! Keep on doing this! Forever!
আল জাজিরা কে এই কারনেই ভালবাসি। কারন তারা সর্বদা সত্য কে তুলে ধরে। মুজিব বর্ষের শ্রেষ্ট উপহার।
" Truth has come and falsehood has departed. Indeed ! Falsehood is ever bound to depart "
Thanks Al-Jazeera for discovering the truth
@ইসলামের বর্বরতা You're an amiss person. May Allah bless you
@ইসলামের বর্বরতা if you like looking into history in a non-partisan manner and have an open mind, try learning Surah Noor with background and why it is so cool(in other words, miraculous).
I don't have the intention to engage in a debate with you(although I love answering their questions cause often they ask some great questions) but do try learning about Surah Noor if you are open to learning stuff.
*সম্পূর্ণ প্রতিবেদনটি বাংলায় পাবেন আমার চ্যানেলে*
মিডিয়াতে সাধারন মানুষের এবং বিরোধী দলের নেতাদের ফোন কল রেকর্ড কীভাবে মিডিয়াতে আসে সেটা বুঝতে পেরেছে মানুষ। সারভিলেন্স আর স্পাই মেশিন গুলো ইজরাইল থেকে কিনেছে।
Not a single evidence against" Haris talking to Sheikh Hasina directly"
And I don't understand how bangladeshi people just got trapped in this
It has clearly shown that Haris said , the pm has allowed him to do anything and even said that they will help Haris on whatever he does.Bullshit
How can you guys believe a guy like him.Did you guys see him talking to Sheikh Hasina?
Did this video or the previous video achieved to show a single evidence against Sheikh Hasina?
Don't wanna say but I'm just explaining a simple fact to a lot of real idiots
This is what calls journalism!
Hats off AJ!
Coming back to this video after victory!
Its time to send ppl to bring them to justice ONE by ONE
চাপের নাম বাপ😎
এবার বুজবে ঠেলা কারে কয়💪
Thank you Al jazeera💝
বাল ছিড়বে....
Bal
টিনের চালে কাউয়া
তারপরে সবি তুমার নানির শাউয়া
Kisu oibo na
বাল ছিঁড়ে আটি বাধবে। আওয়ামী লীগ গেলে মৌলবাদীরা এই দেশের ক্ষমতায় যাবে, আমেরিকা ও ভারত সেটা হতে দিবে না। আর কার সাপোর্ট লাগবে ? আল জাজিরা সারাদিন রিপোর্ট করে মরে গেলেও লাভ নাই।
Bangladeshi Politicians didn't see this coming.
🤭🤭🤭
69 likes......nice
I am sure.. that bangladesh didn't see that coming
😘🤣
But certainly they will see this off without any trouble
এই সামি লোকটার পা থেকে মাথা পর্যন্ত কলিজা......। কি সাহস ! সাব্বাস !!
কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আল জাজিরাকে চ্যালেঞ্জ দিচ্ছি পারলে আবার ডকুমেন্টারি বানাক এসব যুক্তি খণ্ডন করে।
ছবি দিয়েই যদি সব প্রমাণ করা যায় তাহলে তো অনেককিছুই নিজেদের ইচ্ছামত বর্ণনা দেওয়া যায়। একসময় জেনারেল জিয়াউর রহমানও বাংলাদেশ তৎকালীন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুগত ছিলো। ছবিও আছে একসঙ্গে অনেক, তাই বলে জিয়া কি বঙ্গবন্ধুর একান্ত লোক ছিলো? ৭৫ থেকে ৮১ এর কর্মকাণ্ডে জিয়া বুঝিয়ে দিয়েছিলেন তিনি আসলে ভেতরে ভেতরে পাকিস্তানই চাইতেন। জেনারেল আজিজ আহমেদের অন্য আরেক ভাইয়ের সাথে প্রধানমন্ত্রীর পুরোনো ছবিতেও তাই কিছু প্রমাণ করে না। পুরো ডকুমেন্টারিতে এই ছবি বারবার দেখিয়ে আল জাজিরা কি প্রমাণ করতে চাইছে?ডকুমেন্টারিতে আরও বলা হয়েছে জেনারেল আজিজ আহমেদ কোথাকার কোন সামিকে ইমেলেই হুমকি দিয়েছেন। কিন্তু সেই হুমকির প্রমাণ কই? দেখে মনে হল নিজেরাই স্ক্রিনে এগুলো লিখেছে। নিজেরা নিজেরা স্ক্রিনে কিছু একটা লিখে দিলেই তো হবে না। ইমেইল দেখালেই তবে বিশ্বাস করবো।জোসেফ ইস্যু বাংলাদেশে অনেক পুরনো। এটা বারবার বললে আসলে কি প্রমাণ হয়? প্রায় দুই দশক জেল খাটার পর তাকে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন। জোসেফ কি শফিউল আলম প্রধানের চেয়েও বড় অপরাধী ছিলেন? জিয়াউর রহমান তো ফাঁসি থেকে ফিরিয়ে প্রধানকে বাংলাদেশের রাজনীতির মাঠে ফিরিয়ে এনেছিলেন। আল জাজিরা সেসব নিয়ে কখনো কোনো রিপোর্ট করেছে?
সেনাপ্রধান আজিজ আহমেদের নামে যে কল রেকর্ডিং চালানো হয়েছে সেটা আমার মতে ১০০ শতাংশ বানোয়াট। প্রযুক্তির কল্যাণে এখন যে কারও কন্ঠ নকল করে বক্তব্য রেকর্ড করা যায়। আর আজিজ আহমেদ যদি বলেও থাকেন তার ভাইয়েরা আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন, এতে অন্যায়ের কি আছে?
ডকুমেন্টারিতে সেনাপ্রধানের ছেলের বিয়ের অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। সেখানে কিন্তু তার ভাইয়েরা অনুপস্থিত। তাহলে যেসব বিয়ের ছবি দেখানো হয়েছে তার ভাইদের উপস্থিতি দেখিয়ে, সেগুলো ফেইক ও এডিটেড হবার সম্ভাবনা শতভাগ।
পুরো ডকুমেন্টারি যার বক্তব্যের উপর ভিত্তি করে বানানো হলো, সেই হারিস আহমেদ যদি বলে তার কথায় দেশ চলে, তাহলে কি সেটাই সত্য হয়ে গেলো? এসবের প্রমাণ কই?
হারিসের ফোনের অপরপ্রান্তে একজন গোয়েন্দা কর্মকর্তার কথা শোনানো হয়েছে, তার নাম প্রকাশ করা হয়নি কেন? বা বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কোন একাউন্টে কার মাধ্যমে টাকা নেয় সেটার একটা প্রমাণ তো থাকবে, সেটা কই? প্রমাণ ছাড়া কি এমন বক্তব্য প্রচার করা আইনসঙ্গত?
মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসকে আনিস আহমেদকে সাহায্য করার জন্য দোষারোপ করা হলো, কিন্তু দূতাবাসের দায়িত্বশীলদের বক্তব্য কই? পুরো ডকুমেন্টারি শেষেও তো আজিজ আহমেদের ভাইদের ক্যামেরার সামনে ওপেন করে গোপনে ধারণ করা ভিডিও দেখিয়ে বক্তব্য নেওয়ার কথা, আল জাজিরা সেই সৎ সাহস দেখালো না কেন?
ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কুটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নাই। ইসরায়েল ইস্যুর মিথ্যাচার টেনে ভিডিওতে সঙ্গে সঙ্গে বাংলাদেশের মোল্লা সম্প্রদায়কে দেখানো হলো কেন? মোল্লাদের উসকে দিয়ে ধর্ম নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে ইসলামি জিহাদ করানোর জন্যই কী? আল জাজিরা অতীতেও এমনিভাবে জঙ্গিবাদ উস্কে দিয়েছে।
এসব প্রশ্নের জবাব আল জাজিরা কখনও দিতে পারবে না। কারণ, আল জাজিরাকে ইতোমধ্যে জঙ্গিবাদের মদদদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কলিজা বলতে কি বুজালেন?
দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে বললেই সে সাহসী?
এটাকে দেশাদ্রোহীতা বলে। যেমনটা রাজাকার রা করেছিল🙂
@@asuz2837 অল্পবিদ্যা ভয়ংকরী। 😂
এখানে দেশের বিরোদ্ধে বলেনি, বলা হয়েছে দেশের খারাপ মানুষের বিরোদ্ধে। যারা দেশের ১২ বাজিয়ে দিচ্ছে, মাফিয়া গ্যাং পরিচালনা করছে, অবৈধ ভাবে দেশের টাকা পাচার করছে, মিলিটারি সরঞ্জাম কেনার নামে রাষ্ট্রীয় টাকা খেয়ে ফেলছে। এরাই দেশের শত্রু, এরাই নব্য রাজাকার।
না বুঝে বোকার মতো কথা বলে নিজেকে বক্সোদ প্রমান করা থেকে বিরত থাকুন।
@@rifatshahriar5057 🖕🖕
@Rifat Shahriar দালাল শালা
I haven’t seen such professional investigative journalism for some time, I really appreciate the hard work, dedication and effort put in by the team of I-Unit Al-Jazeera. Investigative journalism has reached a new milestone in this documentary.
He is son in law of Kamal Hossain
An international news channel has given the Bangladeshi people a voice. Something our own media couldn’t do for over a decade
সামি ভাইকে সেলুট জানাই ♥
তার মতো দেশ প্রেমিক এইমুহুত্তে বহু দরকার
K re vai tui...
islam k jacai korar agga nija k koren.
Ki bolbo.....khuje pacci na
@ইসলামের বর্বরতা apnar brain er dosh eigula ja shiksen seitai bolben...
*সম্পূর্ণ প্রতিবেদনটি বাংলায় পাবেন আমার চ্যানেলে*
হারিসের অকপট স্বীকারাক্তি, ‘আমাদের এখন গুন্ডা লাগে না। পুলিশ- রেবই আমাদের গুন্ডা।’
ধন্যবাদ হারিসকে।
HALA SOTTO KOTHAI BOLE KILLER HOILEO. AR HASINA PORCHE TRAP E A.LEAGUE ER CHAMCHADER,KICHU BOLBE TO MORBE
Haris said..we don’t need any criminals..because our police and Rab is our criminals..
Joy bangla 😃
Joy bangla le haluya
@@argumentiveboss6068😂
From the bottom of my heart,I wish to thanks AL Jazeera for this Documentary
Netflix: প্রমাণ দাও (a dialogue from extraction)
Al-jazeera: দিলাম ফাটিয়ে 🤪
@Truth Seeker qatar gain independence in 1971 Bangladesh also gain independence in 1971.Qatar is one of the richest and Bangladesh no need to say.government cannot build testa barrage for what?? To keep happy india??for writing against government, abrar and ovijet were killed forget it.Her teammate, Obaidul kader, break their false pot. Forget it??
@Truth Seeker why are you giving lecture while qatar is not a good ally with Pakistan. You stupid gobar bhakt ppl has one dialogue " Pakistan is behind this" . Stupid gobar bhakt ppl
@Truth Seeker ei halai to deha jai dalal
And you call yourself a Truth seeker😂
@@shajidhassan1245
Id*ot, Qatar has rich oil reserves and low population. 😂
Bangladesh is exactly the opposite.
What an unfair comparison.
আল জাজিরার কাছে অনুরোধ বাংলাদেশ নিয়ে সব খবর আপনারাই দেন।
এদেশে কোনো নিউজ চ্যনেল নেই।
English a lekle aita vlo hoito bai
ইলিয়াস হোসেন এর UA-cam channel এ যেয়ে দেখতে পারেন
Al-Jazeera has been requested to publish all the news of Bangladesh.
Halay koy ki? Dhur chagol.
@@hridrumaiya Al jazeera is a top class news channel and I can't say that about Elias Hasan .
This the great job done by Al Jazeera for Muzib Borso.
Hmm
মুজিবের আদর্শের নোংরামী বের করে দিল।
Thanks Al-Jazeera for telling the truth and standing with the people of Bangladesh, we are now free as dictator Sheikh Hasina has fled the country to India. And currently our Prime Minister of Bangladesh. Nobel winner Dr. Yunus Sir is an international man
এই 1 ঘণ্টা 20 সেকেন্ড আমি একটা থ্রিল্ল দেখলাম 😳আমার দেখা সেরা ডকুমেন্টারি । এক কথায় জিনিয়াস ✅
Apni kisu bujsen
Vhai English a lakhan... Noila international lok Jon bujbo na
@@ahmedbabu7097 জি ।
@@khansabah4111 কে ?
@JR Milton ভাই, thrill-ও ফেইল এর সামনে...