সুন্দরবনের হিংস্র কুমিরের হাত থেকে বাঁচতে চাইলে এই কাজটি কখনোই করবেন না

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2024
  • সুন্দরবনে কুমিরের সঙ্গে মোলাকাত কখনোই সহজ নয়, এবং এর জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন । সুন্দরবনের কুমিররা সাধারণত নদী এবং উপকূলীয় এলাকায় দেখা যায়। তারা খুবই হিংস্র এবং আক্রমণাত্মক হতে পারে। তাই, এই এলাকায় সতর্ক থাকতে হবে।
    ১. কখনোই জলে হুট করে নামবেন না। কুমিররা জলের নিচে লুকিয়ে থাকতে পারে এবং তারা দ্রুত আক্রমণ করতে পারে।
    2. যদি সাঁতার কাটতেই হয়, তাহলে নিশ্চিত হন যে এলাকাটি নিরাপদ এবং সেখানে কুমিরের উপস্থিতির কোনো প্রমাণ নেই।
    ৩.কুমিররা খাবারের গন্ধে আকৃষ্ট হতে পারে। কখনোই জলে বা নদীর তীরে খাবার না রাখুন।
    ৪.কুমিররা সাধারণত রাতে বেশি সক্রিয় থাকে। তাই, রাতের বেলা জলের কাছাকাছি না থাকা সবসময় নিরাপদ।
    ৫. তারা কোন খাচার মধ্যে থাকলেও কখনোই কোনো বন্যপ্রাণীকে খোঁচাবেন না বা বিরক্ত করবেন না তারা খুবই হিংস্র ও মারাত্মক হতে পারে ।
    Subscribe To My Channel: / @madeinlocal4006
    ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ
    Follow Made In Local Socially
    Join Facebook Page: / madeinlocal1
    Follow Instagram: / madeinlocal1
    ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ
    Thanks for watching.
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 5