এই গানটা প্রথম যখন রিলিজ হয় তখন হাতে স্নার্টফোন ছিলোনা,বন্ধুর স্মার্টফোন দিয়ে ডাউনলোড করে তা ব্লোটোথ দিয়ে নিয়ে সারারাত শুনার আর কল্পনায় ডুবে যাওয়ার দিনগুলো যদি আবার ফিরে পেতাম!!
আজব মানুষ আমরা!!! যাদের চোখে দেখি আর শুনি শুধু তাদের প্রশংসা করতে করতেই মুখে ফেনা তুলে ফেলি!!! আর যে পেছন থেকে এত কষ্ট করলো তার কোনো অবদান ই আমরা দেখিনা চোখে!!! আরে ভাই, তাহসান আর পূজা তো গেয়ে শেষ। আর যে এত কষ্ট আর মেধা দিয়ে গানটা তৈরি করলো আমাদের জন্য, সেই বস সাজিদ সরকারের কোনো প্রশংসা ই কেউ করলো না!!! যা ই হোক, সাজিদ সরকার ইজ বেস্ট, আই লাইক ইওর অল সং। জাস্ট মার্ভেলাস। স্যালুট সাজিদ ভাই
কোন কিছু ভালো লাগলেও কোন ভাবে তাকে খারাপ প্রমান করার উপায় আরকি! সাজিদ সরকারকে সবাই প্রশংসায় ভাসিয়েছেন,কেউ বাদ দেননি। আপনার কমেন্ট পড়লেই বুঝা যায়, তাহ্সান কে আপনার ভালো লাগে না। এখানে আসছিলেন খারাপ কিছু লিখে চলে যেতে। কিন্তু গান শুনে এত ভালো লাগল যে খারাপ কিছু লিখতে পারলেন না। কিন্তু তাহ্সানকে হেয় করতে হবে না! তাই ওই ব্যাপারটা নিয়ে আসলেন... সাজিদ সরকারকে কিন্তু সবাই তার প্রাপ্য সম্মান দিয়েছেন এটা অস্বীকার করা যাবে না। আবার আমার কথা গুলো খারাপ ভাবে নেবেন না। আমি আপনাকে অপমান করিনি। আপনার মতামতকে শ্রদ্ধা জানাই
আমিও আপনার মতামতকে শ্রদ্ধা জানাই। কিন্তু আমি দেখলাম না সাজিদ সরকারকে সবাই কোথায় প্রশংসায় ভাসিয়ে দিলো!! আর খারাপ কমেন্টের কথা বলছেন? ওইগুলো তারাই করে যাদের জন্মে সমস্যা আছে। এই গান সুন্দর সেটা অস্বীকার করার কোনো উপায় বা সাহস কোনোটাই আমার নেই। কিন্তু এর পুরো কৃতিত্ব সবাই তাহসানকে দিচ্ছে এটা কিভাবে হয়!! এই সুন্দর গানের ৪০% কৃতিত্ব যদি তাহসানের হয় তাহলে ৬০% কৃতিত্ব সাজিদ সরকারের। কারন গানটা উনারই তৈরি করা। শুধু তাহসানের ক্ষেত্রে না, যে কোনো মিউজিক ডিরেক্টরের ক্ষেত্রে একই কথা। কারন একটা গানের সুর আর সঙ্গীতায়োজন যদি শ্রুতিমধুর হয় তাহলে যে কোনো শিল্পীকে দিয়ে গাইলেই তা সুন্দর হতে বাধ্য। আর যদি গানের সুর আর মিউজিক সুন্দর না হয় তাহলে সেটা যে ই গাক না কেন সেটা সুন্দর হবে না। গানের কথাটাও এক্ষেত্রে অংশীদার। সব গানেই দেখবেন এটাই সত্য। এই গানটি যদি তাহসান ছাড়া ইমরান, হাবীব, মিনার বা শাওন গানওয়ালা গাইতো তাহলেও একই কথা খাটতো। এখানে তাহসান বলে কথাটা বলা হয়নি। জাস্ট বাস্তবতাটাই বললাম। ধন্যবাদ।
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতনা প্রিয় 🙂স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমাকে মনে করে এই গানটা শুনব প্রিয় 💔🥀
এই গানের ভিডিওটা আমার ভীষণ প্রিয়। অবিশ্বাস্য হলেও সত্য যে, এই গানের ভিডিওটা যেনো আমার ফেলে আসা জীবনের স্থিরচিত্র। কিভাবে সম্ভব এটা...? মাঝে মধ্যে গভীর রাতে তাঁর কথা মনে পড়লে এই গানটা আমার শুনা হয় আর ভিডিওটা দেখলে আমি অতীতে হারিয়ে যায়। এক ধরনের প্রশান্তি অনুভব করি গানটার মাঝে। ভালোবাসা বিরহে-ই সুন্দর! 💔😵💫 ভালো থাকুক ভালোবাসা।🥀💔
যাকে জীবন দিয়ে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু ৭'বছর ধরে বলতে পারি নাই! একদিন তাকে হারাতে হচ্ছিল দেখে এই গানগুলো একাকিত্বের সঙ্গী ছিলো আমার... আল্লাহর অশেষ রহমতে আজ তাকে ভালোবাসায় জয় করে নিয়ে সংসার করছি! ♥️ & আমরা আজ একটি পুত্র সন্তানের মা-বাবা আলহাম্দুলিল্লাহ 🥰 ♥️ *কেউ কাউকে মন থেকে ভালোবাসলে কখনই আশা ছাড়বেন না 🥰 ভালোবেসে যাওয়ার চেয়ে ভালোবাসা তৈরী করে দিন... অবশ্যই ইনশাল্লাহ ফিরে আসবে আপনার ভালোবাসা আপনার কাছে।♥️
তুমি আমার, তুমি আমার, এ সুখে হবে যে মরণ, এ চেয়ে আছি, এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ ♥ গানের লিরিক, ভিডিও দারুণ হয়েছে। আর রোমান্টিক গানই তো তাহসান ভাইয়ার থেকে আশা করি। ধন্যবাদ তাহসান পূজা কে। ধন্যবাদ ধ্রুব মিউজিক স্টেশনকে।
Love this song to the core...! Even though i didnt understand the song lyrics I had goose bumbs till the end. I wish if i could.........! Love from a mallu (Kerala)..!
@Sadia Lopa I have a close friend here. She is the one who send beautiful bangla natok songs. Nowadays i feel crazy for such songs. Really beautiful even though i dont know the lyrical meaning.
I think 'Sajid Sarkar' - the creator of this song should get equal credit as Tahsan & Puja. He is the one behind this soothing melody along with many other beautiful compositions.
I am from Switzerland . but I am abangladeshi boy pround for tahsan . its just amazing and nicee song. ganta onek valo lagse……… best of luck ektai tumi only u tahsan
তােমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতনা প্রিয়😊 স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখনই এই গানটা শুনতে আসবে আর তখন যদি কেউ লাইক দেয় নোটিফিকেশন পেয়ে আমি আবার তােমাকে মনে করে এই গানটা শুনতে আসবো প্রিয় 💔🥀
I love this music video so much 😍 The concept, the song, both of their acting & chemistry is so pure & beautiful. Makes me wanna believe in love again :’)
এই গানটি আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার সময় রিলিজ হয়েছিল। তখন এমন একটা সময় ছিলো অফুরন্ত সময় , কলেজে যাওয়ার আগ্ৰহ, নতুন ক্যাম্পাস, ঢাকায় নতুন ফেন্ড সার্কেল সব মিলিয়ে দারুন কিছু অনুভব করতে বাধ্য করতো । রিলিজ হওয়ার প্রায় ৭ বছর হয়ে আসছে , এখনো গানটি শুনলে চলে যাই সেই সময়ে । আজ (১৮ জুন, ২০২৪) হঠাৎ মনটা একটু ব্যাকডেটেড হয়েছিলো গানটি সার্চ করলাম শুনলাম হারিয়ে গেলাম বাল্যকালে, উড়তি বয়সে। এমন কিছু গান আছে আমাদের বয়সকে সেখানে আটকে রাখে । আমাদের জেনারেশনের জন্য মিনার, তাহসান, তাহসিন, পরবর্তীতে মাহতাম সাকিব ছিলো অনেক বড় পাওয়া।
Decent Actor , Gorgeous Actress , LIVING Legend (THSN) Attractive Voice (Puja) Great Story ( Probably Based On True Incident ) A COMPLETE CREATION , EXTRAORDINARY WORK
দির্ঘ্য পাঁচ বছর সম্পর্ক করে অনেক ঝড় সামলে আল্লাহ রহমতে মনের মানুষটাকে নিজের করে পাইছি। আর এটা যে কত ভাল লাগার বলে বুঝানো যাবে নাহ।আলহামদুলিল্লাহ।(তারেক❤️❤️তারিমা)
Aro 2 Year age tar kothay gan ta shunchilam aj abr chokher samne porlo tai shunte aslam ...kintu se ar amar nei ...amio bolte chai etota valobashi tobuo opurnota 😊
গানটা এক কথায় অসাধারণ,, তাহসান ভাই আর পুজা,, 🔝🔝✅⏩🎶🎶🎶🎶🎧😍😍😍😍👌👌💯 আর মিউজিক টা ত কোনো কথা এই হবে না,,, ধন্যবাদ, 👉❤সাজিদ সরকার,, 2:00 থেকে 2:37 অসাধারণ মিউজিক 😘😘😘
আমি ২০২১ সালে এসে কমেন্ট করলাম আমার মতো করে বছরের পর বছর পার হয়ে গেলেও গান টা সবাই শুনবে আর কমেন্ট করবে আসলেই গান টা অনেক সুন্দর love you tahsan boss❤❤❤❤
4 October 2024 hajaro mon kharap a ei gan ta sunte onk valo lagce. 7 bosor age gan ta sunecilam 1st tokhon theke valo lage ekhono valo lagata ekoi theke gece. Jotobar like ashbe totobar ganti sune jbo
আলহামদুলিল্লাহ ,যাকে চেয়েছিলাম আজ ২ বছর হচ্ছা সে একান্ত আমার ভাবে আমার হয়ে গেছে ,সবকিছু মহান আল্লাহ কাছে অনেক বেশি সুক্রিয়া,এখন আমাদের টুনাটুনির সংসার ❤️❤️
অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে ? মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে... মুখে বলো না , কে তোমার অনুভবে ? এ .. আমার চোখের মাঝে, তুমি যে কালো স্বপ্ন ভুবন জুড়ে, তোমারই আলো... আমি তোমাকে বেসেছি কত ভালো ও প্রিয় … তুমি আমার , তুমি আমার, এ সুখে হবে যে মরণ... বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ .. - [ ২ বার ] দুচোখে সাজানো ঘুম, কেড়ে তো নিয়েছো, রাতের মতো করে , কাছে রয়েছো.... এ মনে রেখেছো হাত, কি যে মায়াতে, সুখের অনুভূতি ছোঁয়াতে ছোঁয়াতে... তুমি শুধু যে আমারই থেকো ও প্রিয় হো … তুমি আমার , তুমি আমার, এ সুখে হবে যে মরণ... বেঁচে আছি এ পৃথিবীতে, একটাই তুমি যে কারণ .. - [ ২ বার ] অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে ? মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে মুখে বলো না , কে তোমার অনুভবে ? এ .. তুমি আমার , তুমি আমার এ সুখে হবে যে মরণ বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ .. - [ ২ বার ] তুমি আমার , তুমি আমার এ সুখে হবে যে মরণ - [ ২ বার ] বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ ...❤❤❤
এই কমেন্টটা করেছি ২০৫০ সালের জেনারেশনের জন্য , তখন বেচে থাকলে হয়তো আমার দাড়ি চুল পাক ধরবে । তাকে ভালবেসেছি ৮ বছর , কোন দিন ছুঁয়া হয়নি নি । এখন আর কথা হয় না , তবুও অনেক ভালবাসি। ❤️❤️❤️ভাল থেক প্রিয়তমা❤️❤️❤️
এসএসসি পরীক্ষা শেষ কলেজ লাইফ শুরু তখনই তাকে দেখা চেনা পরিচিত হওয়া আস্তে আস্তে প্রিয় হয়ে উঠা। তখন সব সময়ই অনুভবে আমার প্রিয় মানুষ সাথে এই গানটা আহা শান্তি ❤️❤️
অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে.. মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে.. মুখে বলোনা কে তোমার অনুভবে.. আমার চোখের মাঝে তুমি যে কালো.. স্বপ্ন ভ্রমন জুড়ে তোমারি আলো.. আমি তোমাকে বেসেছি কতো ভালো.. ও প্রিয়.. তুমি আমার.. তুমি আমার.. এ সুখে হবে যে মরণ.. বেঁচে আছি এ পৃথিবীতে.. একটাই তুমি যে কারণ.. দু'চোখে সাজানো ঘুম কেড়ে তো নিয়েছো.. রাতের মতো করে কাছে রয়েছো.. এ মনে রেখেছো হাত কি যে মায়াতে.. সুখের অনুভুতি ছোঁয়াতে ছোঁয়াতে.. তুমি শুধু যে আমারি থেকো.. ও প্রিয়..
যে মানুষটাকে অনুভব করে গানটা বার বার শুনি সেই মানুষটাই আজ আমার জীবনসঙ্গী। আলহামদুলিল্লাহ ❤️❤️
Amaro sei ache
Lucky man 💌
Alhamdulillah apnader jonno dowa .AMAR JONNO O KORBEN
onek lucky vai tomi
apni onek vaggoban vai
ঢাকা থেকে দুবাই যাচ্ছি বিমানের জানালার পাশে সিট আর কানে হেডফোন আর প্রিয় মানুষ কে হারানোর ভয় সব মিলেয়ে গানটা ৩০ বার শুনছি
Feel your pain vai😔
Vai same
Ki obostha vai?😢 💔💔
Us💔🥀
প্রিয় মানুষ টা কি আছে এখনোও?
একটা মানুষ কতোটা ট্যালেন্টড হলে
একজন অভিনেতা
একজন গায়ক
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
এক সাথে হতে পারে😍😍😍
❤️❤️❤️❤️❤️
best 🖤
KON UNIVERSITER TEACHER TINI
@@mkmahinvlogs9234 dhaka University
@@atifvai276
Wrong ex teacher north south university
আলহামদুলিল্লাহ। যাকে চেয়েছিলাম আজ ২ টি বছর ধরে সে আমার।মাঝে ১টি সন্তান। এখন আমাদের চড়ুই পাখির সংসার। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤
আলহামদুলিল্লাহ 🌸🌸
💓💓💓
আলহমদুলিল্লাহ 😊
❤❤🎉🎉
@@rabiulislamnahid7706 kopal sudhu amr hajar bar cheyeo pelam na 😪
অসাধারণ তাসান !! - কোনো কথা হবেনা - পশ্চিমবঙ্গ থেকে অনেক শ্রদ্ধা আর শুভেচ্ছা জানালাম ।
Tnxx vai apney India thake amader song sonar jonno apna k onek onek tnxx
Yes❤❤
Me with
I'm also from wb...bigest fan of apurba
Thx vaiya amader desher gan shunar jonno
এই গানটা প্রথম যখন রিলিজ হয় তখন হাতে স্নার্টফোন ছিলোনা,বন্ধুর স্মার্টফোন দিয়ে ডাউনলোড করে তা ব্লোটোথ দিয়ে নিয়ে সারারাত শুনার আর কল্পনায় ডুবে যাওয়ার দিনগুলো যদি আবার ফিরে পেতাম!!
Hmm
২০২২ সালে এসেও শুনলাম প্রিয় গানটা🥰🥰। একটা মানুষ কিভাবে এতটা ট্যালেন্ট হয়,,,নাটক, গায়ক আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও,,,ট্যালেন্টটেড মানুষ একজন💚💚💚💚
Ghhhhhh
Akon suni
Same amio pray suni ai songta
2024 😊
2040 a sunbo 😊
২০২৪ সাল এখন আর আমি এখন এই সুন্দর হৃদয় ছোয়া গানটি শুনেছি।
আজ ৩ দিন যাবত গানটি না হলে ২০০ বার শোনেছি।
I'from indonesia,,,, and don't understan a single word...
But trully,, this song bit my hearts
So touched
fpc 2007 This is Bangladeshi song..Sang by Heartthrobe Tahsan Khan
@@ebfaadro8968 oh dear..
Much love from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Many thanks for appreciation..
fpc 2007 saya dari Bangladesh 🙂 saya suka awak puniya negara lagu, awak suka saya puniya negara lagu 😀 কি একটা অবস্থা 😂😂😂
Right friend very nice song
Very love ❤️ for you 😘 from Bangladesh
আজব মানুষ আমরা!!! যাদের চোখে দেখি আর শুনি শুধু তাদের প্রশংসা করতে করতেই মুখে ফেনা তুলে ফেলি!!! আর যে পেছন থেকে এত কষ্ট করলো তার কোনো অবদান ই আমরা দেখিনা চোখে!!! আরে ভাই, তাহসান আর পূজা তো গেয়ে শেষ। আর যে এত কষ্ট আর মেধা দিয়ে গানটা তৈরি করলো আমাদের জন্য, সেই বস সাজিদ সরকারের কোনো প্রশংসা ই কেউ করলো না!!! যা ই হোক, সাজিদ সরকার ইজ বেস্ট, আই লাইক ইওর অল সং। জাস্ট মার্ভেলাস। স্যালুট সাজিদ ভাই
কোন কিছু ভালো লাগলেও কোন ভাবে তাকে খারাপ প্রমান করার উপায় আরকি! সাজিদ সরকারকে সবাই প্রশংসায় ভাসিয়েছেন,কেউ বাদ দেননি। আপনার কমেন্ট পড়লেই বুঝা যায়, তাহ্সান কে আপনার ভালো লাগে না। এখানে আসছিলেন খারাপ কিছু লিখে চলে যেতে। কিন্তু গান শুনে এত ভালো লাগল যে খারাপ কিছু লিখতে পারলেন না। কিন্তু তাহ্সানকে হেয় করতে হবে না! তাই ওই ব্যাপারটা নিয়ে আসলেন... সাজিদ সরকারকে কিন্তু সবাই তার প্রাপ্য সম্মান দিয়েছেন এটা অস্বীকার করা যাবে না। আবার আমার কথা গুলো খারাপ ভাবে নেবেন না। আমি আপনাকে অপমান করিনি। আপনার মতামতকে শ্রদ্ধা জানাই
আমিও আপনার মতামতকে শ্রদ্ধা জানাই। কিন্তু আমি দেখলাম না সাজিদ সরকারকে সবাই কোথায় প্রশংসায় ভাসিয়ে দিলো!! আর খারাপ কমেন্টের কথা বলছেন? ওইগুলো তারাই করে যাদের জন্মে সমস্যা আছে। এই গান সুন্দর সেটা অস্বীকার করার কোনো উপায় বা সাহস কোনোটাই আমার নেই। কিন্তু এর পুরো কৃতিত্ব সবাই তাহসানকে দিচ্ছে এটা কিভাবে হয়!! এই সুন্দর গানের ৪০% কৃতিত্ব যদি তাহসানের হয় তাহলে ৬০% কৃতিত্ব সাজিদ সরকারের। কারন গানটা উনারই তৈরি করা। শুধু তাহসানের ক্ষেত্রে না, যে কোনো মিউজিক ডিরেক্টরের ক্ষেত্রে একই কথা। কারন একটা গানের সুর আর সঙ্গীতায়োজন যদি শ্রুতিমধুর হয় তাহলে যে কোনো শিল্পীকে দিয়ে গাইলেই তা সুন্দর হতে বাধ্য। আর যদি গানের সুর আর মিউজিক সুন্দর না হয় তাহলে সেটা যে ই গাক না কেন সেটা সুন্দর হবে না। গানের কথাটাও এক্ষেত্রে অংশীদার। সব গানেই দেখবেন এটাই সত্য। এই গানটি যদি তাহসান ছাড়া ইমরান, হাবীব, মিনার বা শাওন গানওয়ালা গাইতো তাহলেও একই কথা খাটতো। এখানে তাহসান বলে কথাটা বলা হয়নি। জাস্ট বাস্তবতাটাই বললাম। ধন্যবাদ।
Tanveer khan ঠিক আছে ভাই আপনি যেটা মনে করেন..😀
ধন্যবাদ আবারও
@@samiahossain4912 apnakeo dhonnobad apu
আলহামদুলিল্লাহ, যাকে চেয়েছিলাম আজ ৯ টি বছর ধরে সে আমার। মাঝে দুটি সন্তান।এখন আমাদের চড়ুই পাখির সংসার। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। ❤️❤️
❤️❤️
@@arifzaman808 are you happy?
2024 এ কে কে শুনছেন ?? 😊😊
khub khub valo laglo gaan ta..darun composition and lyrics..tahsan da amazing..bangladesh is blessed by these artists..love from west bengal
হুম
👌
গানের মধ্যে কোনো কাঁটা তার নেই ভাগ্যিস এতো সুন্দর গান তাহলে শোনা হতো না এই গানের সমস্ত creator কে ভালোবাসা রইলো ভারতবর্ষ থেকে ❤️
🇮🇳❤️🇧🇩
Great Man
সেটাই
ধন্যবাদ দাদা❤
অনেক নাইস
Culture unite humanity
গানটা মেরিন প্রথম আলো এওয়ার্ড এর জন্য মনোনয়ন পেয়েছে,আশা করি পুরস্কারটা তাহসান ভাইয়া পাক...😍😍😍😍
@Talha Hasan 😞
@Talha Hasan কোন গানের জন্য পেলো সে? 🤢🤢
"O hey shyam" ganer jonno
@@nasrinakter9898 বস্তা পচা গানের জন্য ও আজ কাল এওয়ার্ড দেয়া হয় 🙄🙄
@@hridoyhossain8994 thik ta na O hey shyam gan tao sundor hoise.. but ei ganer moto sundor na:)
2024 এ কে শুনছো লাইক প্লিজ
@@MehediTalukder-x1d ami.. Ami jkon class 7 a cilam 6 year age kton sune cilam
Ami
4september 2024
die hard fan of Tahsan.. from india
T=talent❤️
A=amazing💜❤️
H=handsome💛💚
S=singer💛🧡❤️
A=attitude 💗💓💙
N= no other singer has all of this things💛💝
R8
Yes
T=teacher💗
A=amazing👍💓
H=handsome😉
S=singer🎷💓
A=attitude💕
N=nice 👍
Nice comment
this thing is amazing i love this
কে আছে এমন। soft & sweet মনের অধিকারী /অধিকারীণী যারা ২০২১ সালেও এই গানটি শুনতে আসছেন?
ami ..still now
@@torikulislamtarek4868 tnx
Now
Ami😁🥰
@@SabbirAhmed-wx4go tnx
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতনা প্রিয় 🙂স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমাকে মনে করে এই গানটা শুনব প্রিয় 💔🥀
লিখাটা অস্থির হয়েছে 💥🌹
Na pauar majheu onk valobasha thake🥰
Onuvobe
Priyo manus sob smy moner gohine thake
আপনার লেখা অসাধারণ হয়েছে ভাই❤❤
Thik bolecho❤😊
Ato josh song bananor ki dorkar chilo? Uff... just speechless. Tahsan always Rocks... Jinish ekta
Fahad Hasan ra8 MR
nice song
এই বৃষ্টির দিনে, এই ধরনের গান গুলো শুনলে হারিয়ে যেতে মন চায়।
Kintu ajke to bristi hocchena 😟
অভিনয় করা ছেলেটির নাম কি ☹️
@@sharminsultana9637 cheletar name sharmin
কিন্তু বৃষ্টি কই হচ্ছে? Pagol hoisen
@@sharminsultana9637 sajid sorkar
Khub shundor gaan ta 👌👌👌 love from Kolkata 🙂
tahsan gaan sunle emnetei valo lage
tnx vaiya amader county er song sunar jonno
Hm hi .I say to you from Bangladesh in dhaka
প্রতিদিন যেহেতু গানটা শুনি,তাই কমেন্টটি রেখে গেলাম। এরপর লাইক দেখে বুঝতে পারবো,কতজন গানটি শুনতে এসে কমেন্টটি পড়ে গেল🥰
গানটি ভালো লাগলে কমেন্টে লাইক দিন🥰
আমি
Ore batper
@@arohiblog1819 তাই নাকি 😊
গানটি কভার করতে ইচ্ছে হচ্ছে অনেক...তাহসান স্যার আর সাজিদ স্যার কে ধন্যবাদ....এত সুন্দর গান উপহার দেয়ার জন্যে
Sourov Das এটা গিটার দিয়ে গাওয়ার মত গান গান না।
অটো টিউন হলে অন্য কথা 😛
hmm auto tune dei...trpr copy right khai :-P :-P
Lots of love and blessings from. India.. Khub sundar gana ta aei.. Man ta chue galo
nice
Love you from Bangladesh
One of the best Bangladeshi songs ever.
Love from West Bengal. ❤
ধন্যবাদ
Yaar lar ki khubsurat face like kriti Sanon lekin larka larka bohot ugly
@@eldize6771 you are ugly. শালী হিন্দি ভাষী বর্গী। বাংলা গান শুনতে আসছস কেন?
ভাগ এখান থেকে
🥰🥰🥰😇
এই গানের ভিডিওটা আমার ভীষণ প্রিয়।
অবিশ্বাস্য হলেও সত্য যে, এই গানের ভিডিওটা যেনো আমার ফেলে আসা জীবনের স্থিরচিত্র।
কিভাবে সম্ভব এটা...?
মাঝে মধ্যে গভীর রাতে তাঁর কথা মনে পড়লে এই গানটা আমার শুনা হয় আর ভিডিওটা দেখলে আমি অতীতে হারিয়ে যায়।
এক ধরনের প্রশান্তি অনুভব করি গানটার মাঝে।
ভালোবাসা বিরহে-ই সুন্দর! 💔😵💫
ভালো থাকুক ভালোবাসা।🥀💔
যাকে জীবন দিয়ে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু ৭'বছর ধরে বলতে পারি নাই! একদিন তাকে হারাতে হচ্ছিল দেখে এই গানগুলো একাকিত্বের সঙ্গী ছিলো আমার... আল্লাহর অশেষ রহমতে আজ তাকে ভালোবাসায় জয় করে নিয়ে সংসার করছি! ♥️
& আমরা আজ একটি পুত্র সন্তানের মা-বাবা আলহাম্দুলিল্লাহ 🥰 ♥️ *কেউ কাউকে মন থেকে ভালোবাসলে কখনই আশা ছাড়বেন না 🥰 ভালোবেসে যাওয়ার চেয়ে ভালোবাসা তৈরী করে দিন... অবশ্যই ইনশাল্লাহ ফিরে আসবে আপনার ভালোবাসা আপনার কাছে।♥️
আমার মত গরীবের কি "একটা তুমি" হবেনা ভাই? wish you happy a conjugal life.
In SHA Allah
r amr 4bosor hlo, akn porjonto samne jeye kothy blte parlam na. 😭😢😢
In SHA Allah
Amin
@@md.nomankhan861 ইনশাআল্লাহ হবে। 🥰
A big fan from India.. just love u Tashan bhaiya😍😍😘😘😘😘😘😘
take l💕ve bro💙💙
Dhonnobad amader support korar jonno
Tahsan
প্রসঙ্গ যখন কল্পনার, তখন তুমিই শুধু আমার।😌❣️
Asolei Amra bastober chye kolpo nai sukhi
রাইট
😪😪😪😪
আমি মাঝে মাঝে এই গান টা শুনি
আবার কেউ যদি লাইক দেয় তাহলে আবার
গান টি শুনতাম
I'm from India. I don't even know meaning of single word. But I can sing whole song. Got addicted❤️..
thanks vai for support us.....
Maybe they have a reason why they didn’t English subtitles but it’s essential. Although the real meaning can’t express by caption.
Thank you.. I am a bengali
Wow osm onk Joss mind blowing
Bengali song 🇧🇩
Bangladeshi natok ar gun Mon Chua Jai ....ichha Kore bangladesh Jai.....from Murshidabad (India)....
আসেন বাঙালি ভাই। বাংলাদেশে আসার দাওয়াত রইল। সব সময় ভালো থাকবেন ভাই
@@Historyexplorebd ইনশাআল্লাহ একদিন যাবো।।।।।
Ayna re..
asen ghure jan
@@sadiasadia5337 hm ,,,but opar banglai amr kono porichiti Lok nai tai ektu pblm.....
Thanks everyone for loving this song :)
Thanks amader etto sundor gaan upuhar deyar jonno !!
Ai song ta onak valo laga apu. Tomer voice ta anok sondor. ❤️U
nice song
Nice song 👌
কে কে আছো যে ২২ সালে এসেও গানটা শুনছো,,,,তারাই লাইক দিও
2023 👌👊
Ami 2023 sale o suni
Bangladesh ajo music videos er industry take eto jotno kore aagle rekheche dekhe eto bhalo lage je bolar noi..
জ্যায় হিন্দ😍
thanks a lot,brother
@@mpessi6288 চুপ
তুমি আমার, তুমি আমার,
এ সুখে হবে যে মরণ,
এ চেয়ে আছি, এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ ♥
গানের লিরিক, ভিডিও দারুণ হয়েছে।
আর রোমান্টিক গানই তো তাহসান ভাইয়ার থেকে আশা করি।
ধন্যবাদ তাহসান পূজা কে।
ধন্যবাদ ধ্রুব মিউজিক স্টেশনকে।
so nice
fahim hasan হুম
তুমি আমার, তুমি আমার
এ সুখে হবে মরণ,
বেচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারন
i love you tahsan.
Hmmm tumi amar
2021 সালে যারা শুনতেছেন ১ টা like হবে
✊✊
🙋
১৩/০১/২০২১ সকাল ৭ টা ১৮ তে শুনলাম
Amr fvrt gaan😍
@@nasimaapu9558 great
রাতের বাসে সিলেট থেকে নিজের বাড়ি
কুমিল্লা যাচ্ছি, কানে এয়ার ফোন দিয়ে জানালার পাশে গানটি শুনতেছি। আহা কি মন শান্তি শুনে 🙂😊
প্রয়ো মানুষটাকে ২ বছর ধরে বলেই যাচ্ছি🥰 এখনো কোনো সারা পাইনি😅
Love you Tahsan😍😍😍from India
Tnx
Nice video model r too good
Really nice....
nice tahsan
shamim ahmed aham
Im from indonesia , but i like to much this song ! 💙 💙 💙 💙 💙 💙 ❤
Thanks for love
tnx......😀😀😎😎
@@silviasuherman8307 💓❤💕💓
@@silviasuherman8307 hi
@@silviasuherman8307 hi friend how r u
Sundar misti voice Tahsan er. Mon bhore jai. Bless u and love u Tahsan. Pl reply.
আলহামদুলিল্লাহ আমি আমার প্রিয় মানুষকে পেয়েছি🥰তাকে নিয়ে একটা ছোট্ট সংসার এখন।তাকে একটু খুশি রাখতেই আমার চেষ্টা 🤓
what a lyrics! just wow...how can u write oli vaiya??mind blowing.
তুমি আমার।
usa= Justin bieber bangladesh= Tashan india= arjit singh pakistan= atif aslam
অসাধারণ💚💛💜
কোন ভাষা নেই এতো টা ভালো লাগলো সব মিলিয়ে so nice
নতুন বছরে চমৎকার একটা গান উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
💔💔তাহসান💔💔 এবং💛💛 পূজা💚💚
Android help BD yeah😌😌😌
TNX ta Tahsan r Pujar jonno
কে আপনাকে গোপনে ভালোবাসে?
ua-cam.com/video/-UPhI2MSYY4/v-deo.html
Gd
amader channel er vedio gulo o dekhben and subscribe korben =)
গান ঠিক আছে কিন্তু অফিসে প্রেম করতে যাবেন না। চাকুরী চলে যাবে😍😘 ঝামেলা হলে।
Haha😁😁
Hhhe he bro exactly
Haa thik bolsan
🤣🤣🤣🤣🤣r8
🙈🙈🙈
11-9-2023 গান টি শুনলাম তারপর অনেকেই শুনবে আর আমার কমেন্ট পড়বে আর লাইক দিলে আবার নোটিফিকেশন আসবে আবার হইতো শুনতে পারবো প্রিয় গান টা❤
Hmm
Love this song to the core...! Even though i didnt understand the song lyrics I had goose bumbs till the end. I wish if i could.........! Love from a mallu (Kerala)..!
@Sadia sultana Lopa malayalam,(kerela)
@Sadia Lopa Sorry, if i confused you. It just means people of Kerala.
@Sadia Lopa I have a close friend here. She is the one who send beautiful bangla natok songs. Nowadays i feel crazy for such songs. Really beautiful even though i dont know the lyrical meaning.
@Sadia Lopa Thank you so much for the time and effort that you took. Actually, she is from Bangladesh. But didnt share the exact meaning..! Lol
@Sadia Lopa Im really sorry. Right now im living outside of Kerala.
Love from India, awesome Tahsan .
Thx apu amader desh er gan dekhar jonno
@@farjanaarisa3250 welcome dear. It's very beautiful song.
Appreciate
Md Saiful chotoloki shuru koira dili beta.
@@MdSaiful-le2vf সালা খাটাশ
Love and respect for Tahsan... From India
What a beautiful song. I can't count how many times i have heard this song.. Lot's of love from Canada 💝💝💝
Big fans from Indonesia....💕
Nsa
Wow. Nice song really and thanx fpc 2007 .from Bangladesh 🇧🇩
U understand this language?
I think 'Sajid Sarkar' - the creator of this song should get equal credit as Tahsan & Puja. He is the one behind this soothing melody along with many other beautiful compositions.
We used to listen this song during my pregnancy. Now my newborn loves this song so much. We play it to calm him down when he cries.
Thanks a lot sister..love from Bangladesh ❤🇧🇩❤
Congratulations
That's very bad sis.
U can use Al Quran.
i proud of this music😍
That is very bad sister... U can use Holy Quran.....
স্মৃতি রেখে গেলাম,মানুষ যখনই গানটি শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন দেখে আবার ও শুনবো প্রিয় এই গানটি।❤❤❤❤!
I am from Switzerland . but I am abangladeshi boy pround for tahsan . its just amazing and nicee song. ganta onek valo lagse……… best of luck ektai tumi only u tahsan
ua-cam.com/video/swZ95oMPrf0/v-deo.html
Apnar jonmo ki bangladesh ei
yes amar jormo Bangladesh e
right
Thanks
জাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তাকে আজ আমর করে পেয়ে গেছি সত্যি গান টা সুনলে তার কথা খুব মনে পরত আর আজ সে আমার পাসে ঘোমায়🥰❤️
Apni khbi lucky..
Banan thik korun..
Comment porte osubidha hoy.
Welldone .. Vijan....🌻🌻
দোয়া কইরেন!😪
Vaiya apnder jibon sukher hok🥰
Superb..love from 🇮🇳
তােমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতনা প্রিয়😊
স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখনই এই গানটা শুনতে আসবে আর তখন যদি কেউ লাইক দেয় নোটিফিকেশন পেয়ে আমি আবার তােমাকে মনে করে এই গানটা শুনতে আসবো প্রিয় 💔🥀
I love this music video so much 😍 The concept, the song, both of their acting & chemistry is so pure & beautiful. Makes me wanna believe in love again :’)
Wow
শার্লিনার জন্য ১০০০ লাইক
ভিডিও টির নাম বলেন ভাই? কোন মুভি থেকে
@@পাহাড়েরকথা-ব৯র এটা কোনো মুভির না
ভালোবাসার মানুষটি যখন গানটি share করলো আমার সাথে চোখ দিয়ে জল খসে পরলো।।💝💝💝💝💝💝
ami o amar lover ka song ta diselam kintu thokon jantam na ja sha amar lover hoba. a song diya amar life ar new ekta porbo suru hoica
😢😢
2024 ase k k gan ta sunchen
I am from Pakistan and I like this song very much 🎶🎶🎶🎶❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌
Did u understand the lyrics?
Not to much
ua-cam.com/video/swZ95oMPrf0/v-deo.html
@@Historyfacts24562 I like afreen afreen.
Good choice
ডিসেম্বরের শীতের রাত, ১ টা বাজে, রুমে আলো নেভানো, কানে হেডফোন
উফ! এই অনুভূতিটা অসাধারণ।তবে পাশে একটা বউ থাকলে বিষয়টা অসাধারণ হতো 😁।
Tokhon r ai gan peten na😆😁
বউ না থাকার কারনেই গানটা ভালোলাগছে, বউ তো ডাইনি শুনতেই দিবে না এত সুন্দর গান
😇
অসাধারণ কে আর কি ভাবে বলা যায়..?
এতটাই অসাধারণ.. 😍
ভিডিওটার জন্য ভালো লাগার মাত্রা অনেক বেড়ে গেছে।
আগামী কয়েক দিন সারাদিন ধরে শুনবার মত একটা গান..😍😍
এই গানটি আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার সময় রিলিজ হয়েছিল। তখন এমন একটা সময় ছিলো অফুরন্ত সময় , কলেজে যাওয়ার আগ্ৰহ, নতুন ক্যাম্পাস, ঢাকায় নতুন ফেন্ড সার্কেল সব মিলিয়ে দারুন কিছু অনুভব করতে বাধ্য করতো । রিলিজ হওয়ার প্রায় ৭ বছর হয়ে আসছে , এখনো গানটি শুনলে চলে যাই সেই সময়ে । আজ (১৮ জুন, ২০২৪) হঠাৎ মনটা একটু ব্যাকডেটেড হয়েছিলো গানটি সার্চ করলাম শুনলাম হারিয়ে গেলাম বাল্যকালে, উড়তি বয়সে।
এমন কিছু গান আছে আমাদের বয়সকে সেখানে আটকে রাখে । আমাদের জেনারেশনের জন্য মিনার, তাহসান, তাহসিন, পরবর্তীতে মাহতাম সাকিব ছিলো অনেক বড় পাওয়া।
Decent Actor , Gorgeous Actress , LIVING Legend (THSN) Attractive Voice (Puja) Great Story ( Probably Based On True Incident ) A COMPLETE CREATION , EXTRAORDINARY WORK
Good comment
২০২০ সালের জুলাই মাসে যারা এই গান টি শুনছেন তারা সারা দিন। 😍😍 কমেন্ট টা রয়ে গেল। পরের প্রজন্ম অনেক গান পাবে কিন্তু এতো অনুভূতি থাকবে না।
ami
amio
amio
Ami
ghgyt
তাহসান ভাইয়ের মধুর ভোকাল সাথে সাজিদ দাদার অসাধারণ সংগীত আয়োজন = A Best Song 😍
বছরের শুরুতে তাহসান ভাইয়ের ব্লাট 😊😊😊
Sakib Hossain r8 bro...
WWE Raw hmm 😊😊😊
আ হা অসাধারণ সুন্দর 🥰 এই গানটি যারা অনেক পছন্দ করে। তাদের মন ও অসাধারণ সুন্দর ♥️ এই গানটির মতো কাউকে চাই। ইতালি থেকে প্রতিদিন একবার হলেও শুনি 🇮🇹🥰🇧🇩
2nd gift from Idol
2018 gonna be great for all the Tahsanians In Sha Allah
Sajid bhai did the great job on composition and sound
Cheers
Srabon Sani exactly bro..year starts awsomely❤❤ proud to be a tahsanian❤
এই গান এর শিল্পি এর অভিনেতা অস্থির অভিনেত্রী গিতিকার সুরকার মিউজিক ভিডিটার কলাকুশলি সবকিছুরি জবাব হয়না এক কথায় সবকিছু অসাধারণ।
Zaynal Sikder zaynalskder
wow
Zaynal Sikder i am very much
oww
দির্ঘ্য পাঁচ বছর সম্পর্ক করে অনেক ঝড় সামলে আল্লাহ রহমতে মনের মানুষটাকে নিজের করে পাইছি। আর এটা যে কত ভাল লাগার বলে বুঝানো যাবে নাহ।আলহামদুলিল্লাহ।(তারেক❤️❤️তারিমা)
I luv this song
❤❤❤❤
Aro 2 Year age tar kothay gan ta shunchilam aj abr chokher samne porlo tai shunte aslam ...kintu se ar amar nei ...amio bolte chai etota valobashi tobuo opurnota 😊
তাহসান ভাইয়ের ভক্তরা কই
❤❤❤❤❤❤❤❤❤
@Md Ibrahim am o
I am
Sara ali khan
Me
Ai j ami😌
মেয়েটা!! 💜💜
দুজনকেই অসম্ভব ভালো মানাইছে... যা সচরাচর বাংলা মিউজিক ভিড়িও তে পাওয়া যায় না
I love tasan so love you
গানটা এক কথায় অসাধারণ,, তাহসান ভাই আর পুজা,, 🔝🔝✅⏩🎶🎶🎶🎶🎧😍😍😍😍👌👌💯 আর মিউজিক টা ত কোনো কথা এই হবে না,,, ধন্যবাদ, 👉❤সাজিদ সরকার,, 2:00 থেকে 2:37 অসাধারণ মিউজিক 😘😘😘
এসব গান হয়তো ইউটিউবে ট্রেন্ডিংএ থাকে না, তবে থাকে হাজারো মানুষের রিদয়ে❤️❤️
২৩ এসেও আমার মতো কে কে শুনছেন গানটা!!
Ilove this song even i cannot undertand ...becoz im a phillipine and my boyfriend is bangla😍😍😍
Oh very good
R u in malaysia
Don't say bangla it's Bangladesh
qdry
Jhoana Mercado you are right!! Bangla is kind of slang!! we bengali people dont like it
আমি ২০২১ সালে এসে কমেন্ট করলাম আমার মতো করে বছরের পর বছর পার হয়ে গেলেও গান টা সবাই শুনবে আর কমেন্ট করবে আসলেই গান টা অনেক সুন্দর love you tahsan boss❤❤❤❤
তাহসানদার জাপান ডকুমেন্টারি থেকে ওনার বিষয় জানতে পারলাম | ওনার আওয়াজটা খুবই অসাধারণ |
ua-cam.com/video/swZ95oMPrf0/v-deo.html
4 October 2024 hajaro mon kharap a ei gan ta sunte onk valo lagce. 7 bosor age gan ta sunecilam 1st tokhon theke valo lage ekhono valo lagata ekoi theke gece. Jotobar like ashbe totobar ganti sune jbo
After a long Time..Boss is Back with his own style.
Just loved it.
yaah👍👌
গান টা অনেক সুন্দর হয়েছে
Write
Shree Ganesha Shree Ganesha Deva
Right
কানে হেড়ফোন, রুমের লাইট বন্ধ, গান টা চালু উফফফ,,,হাজার বার শুনলে ও পুরনো হবেনা
Vai j notun preme porsen buja gelo
@@prantosorkar6676 😂😂😂
Right
💓💞💕 just mind blowing💓💞💕
ভাই হেড়ফোন টা কি জিনিস?!?🙃🙃
Wao! This is a masterpiece.
Do make another video of this actres and actor! They are awesome.
And the voice of both the Singers is incredible.💜
Ankita Saikia Tahsan is a popular singer here in Bangladesh
and puja's voice awesome
আলহামদুলিল্লাহ ,যাকে চেয়েছিলাম আজ ২ বছর হচ্ছা সে একান্ত আমার ভাবে আমার হয়ে গেছে ,সবকিছু মহান আল্লাহ কাছে অনেক বেশি সুক্রিয়া,এখন আমাদের টুনাটুনির সংসার ❤️❤️
অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে ?
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে...
মুখে বলো না ,
কে তোমার অনুভবে ? এ ..
আমার চোখের মাঝে,
তুমি যে কালো স্বপ্ন ভুবন জুড়ে,
তোমারই আলো...
আমি তোমাকে বেসেছি কত ভালো
ও প্রিয় …
তুমি আমার , তুমি আমার,
এ সুখে হবে যে মরণ...
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ .. - [ ২ বার ]
দুচোখে সাজানো ঘুম,
কেড়ে তো নিয়েছো,
রাতের মতো করে , কাছে রয়েছো....
এ মনে রেখেছো হাত,
কি যে মায়াতে,
সুখের অনুভূতি ছোঁয়াতে ছোঁয়াতে...
তুমি শুধু যে আমারই থেকো
ও প্রিয় হো …
তুমি আমার , তুমি আমার,
এ সুখে হবে যে মরণ...
বেঁচে আছি এ পৃথিবীতে,
একটাই তুমি যে কারণ .. - [ ২ বার ]
অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে ?
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে
মুখে বলো না ,
কে তোমার অনুভবে ? এ ..
তুমি আমার , তুমি আমার
এ সুখে হবে যে মরণ
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ .. - [ ২ বার ]
তুমি আমার , তুমি আমার
এ সুখে হবে যে মরণ - [ ২ বার ]
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ ...❤❤❤
Nice
Nice
Tnx & nice
good
Shohan xoy nn
I just can't stop listening to it again and again❤... Mesmerizing song... Love from India 🇮🇳
Thanks apu amader desher gan sonar jonno...
Akash Khan Bangladesh singers der gaan amar khub valo lage,specially Mahtim Shakib❤❤
Tumi ki koro
এই কমেন্টটা করেছি ২০৫০ সালের জেনারেশনের জন্য , তখন বেচে থাকলে হয়তো আমার দাড়ি চুল পাক ধরবে । তাকে ভালবেসেছি ৮ বছর , কোন দিন ছুঁয়া হয়নি নি । এখন আর কথা হয় না , তবুও অনেক ভালবাসি।
❤️❤️❤️ভাল থেক প্রিয়তমা❤️❤️❤️
এসএসসি পরীক্ষা শেষ কলেজ লাইফ শুরু তখনই তাকে দেখা চেনা পরিচিত হওয়া আস্তে আস্তে প্রিয় হয়ে উঠা। তখন সব সময়ই অনুভবে আমার প্রিয় মানুষ সাথে এই গানটা আহা শান্তি ❤️❤️
খুব পছন্দের মানুষটার সাথে ভালোবাসার সম্পর্ক হয়ে গেলে, তখন এই গানটা একটি সেরা অনূভুতির সৃষ্টি করে।
গান টি শুনলে নিজের অজান্তে হারিয়ে যাওয়া একজন মানুষ কে মনে করিয়ে দেয় 😅🥰😅🥰🥰
ato valo laage keno gaanta??????!!!!!!!!!!!!!! ato moner moto holo keno? jemon kotha, temni music r ganer shur.
Ai ganta j shunaisilo ajk shei manushta r amr nai tmi amar nai 😭😭😭😭i lost my everything my life ….i love you always amr jan😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Hmm
অসাধারণ একটি গান । এমন সুন্দর গান উপহার দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ স্যার । আপনারেদ সাথেই আছি সব সময়।
1 ( man many talent) 1.handsome 2 .singer 3. Actor 4.teacher 5 ...alrounder.love u legend tahsan vaiya.
❤️❤️❤️
অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে..
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে..
মুখে বলোনা কে তোমার অনুভবে..
আমার চোখের মাঝে তুমি যে কালো..
স্বপ্ন ভ্রমন জুড়ে তোমারি আলো..
আমি তোমাকে বেসেছি কতো ভালো..
ও প্রিয়..
তুমি আমার.. তুমি আমার..
এ সুখে হবে যে মরণ..
বেঁচে আছি এ পৃথিবীতে..
একটাই তুমি যে কারণ..
দু'চোখে সাজানো ঘুম কেড়ে তো নিয়েছো..
রাতের মতো করে কাছে রয়েছো..
এ মনে রেখেছো হাত কি যে মায়াতে..
সুখের অনুভুতি ছোঁয়াতে ছোঁয়াতে..
তুমি শুধু যে আমারি থেকো..
ও প্রিয়..
Niloy Thanks for the lyrics Niloy Vaiya.. 😁😁
Tanvir Niloy Wow another Niloy 😀 Btw You*re most Welcome Bro.. ☺☺
Ai ber apni lyrics dilen kn protiber to onno ak via dei? !!!!
Suriya Islam Afrin Tai naki? Arekjon Vai k ami chinina.. Ami majhe moddhe dei jodi gaan + lyrics beshi valo lege jay.. 😁😁
Niloy ami tahsan er almost sob song sunci bt apnr kono lyrics dewa dheki nai tai bollam 😟😟😟😟
রাতের বাসে করে কক্সবাজার যাচ্ছি আর কানে হেডফোনে এইগানটি বাজছে। উফফ্ অন্যরকম একটা ফিলিংস। 🥰🥰
এখনো গানটা শুনলে সেই রাতের কথা মনে পড়ে 😇😇
Asole e onk sunsor ai gan ta