বিএনপি বিলীন হতে আর কত দেরি, পাঞ্জেরী?

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2024
  • নানান আন্দোলনে ব্যর্থ হয়ে সম্প্রতি ঢাকাসহ চার মহানগর বিএনপি এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। এদিকে নিজেদের কোন্দল ও নতুন কমিটি বিলুপ্তিতে বিএনপিতে নতুনভাবে ধসের আশঙ্কা রয়েছে। নেতৃত্বহীন বিএনপি চালানোর মতো কেউই অবশিষ্ট রইলো না।
    সম্প্রতি দেখা গেছে, ঈদের ঠিক আগ মুহূর্তে কমিটি ভেঙে দেওয়া নিয়ে বিএনপিতে ব্যাপক ভাবে রেষারেষি চলছে। ধারণা করা হচ্ছে, নতুন কমিটি দেয়া হবে এবং সেই কমিটিতে ঠাঁই পাওয়ার জন্য কোটি কোটি টাকার পদ বাণিজ্য হবে। সিনিয়র বা ত্যাগীদের মূল্য আগের মতো এবারো দেয়া হবে না। যারা টাকা দিতে পারবেন, তারাই ঠাঁই পাবেন।
    এরই মধ্যে ৩৯টি পদে এসেছে বিশাল রদবদল। সেই রদবদল ঘিরে চলছে নানান জল্পনা। একদিকে খালেদাপন্থীরা বলছে, এই কমিটি দলকে এগিয়ে নেবে। আবার তারেকপন্থীরা বলছে, বিএনপি এবারই ধ্বংস হবে। কিন্তু এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কথায় বলছেন না।
    তবে বিএনপির সাম্প্রতিক রাজনীতি দেখে হতাশ হয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তারা বলছেন, দুই শীর্ষ নেতার একজন শয্যাশায়ী আরেকজন বিদেশে পলাতক। তাহলে এই বিএনপির ভার কে বহন করবে? নাকি ধীরে ধীরে অস্তিত্ব বিলীন হবে বিএনপির? কে ধরবে দলের হাল? কে করবে তরী পার?
    BanglaNewsBank
    ==========================================
    banglanewsbank.com/
    for New Video News and Bangladeshi political Update
    Please Check Outer Facebook and Website
    Facebook:- / banglanewsbank
    Website :- banglanewsbank.com/
    ==========================================

КОМЕНТАРІ •