কোটাবিরোধী আন্দোলনে বিএনপির ফান্ডিং, নাশকতার পরিকল্পনা || latest news

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • হাইকোর্টের দেওয়া প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। চলমান এই আন্দোলনে ফান্ডিং করছে বিএনপি। করছে নাশকতারও পরিকল্পনা।
    ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনের ন্যায় এবারও একই কায়দায় এই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার জন্য ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের পেছনে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা বরাদ্ধ করেছে বিএনপির শীর্ষ নেতারা।
    জানা গেছে, সুবিধাজনক সময়ে ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের দুই বেলা খাবারের ব্যবস্থা করা এবং আরও সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে অংশগ্রহণের জন্য জনপ্রতি পাঁচ'শ করে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে বিএনপির শীর্ষ নেতারা। এই কোটাবিরোধী আন্দোলনকে জিইয়ে রাখতে যা যা করার সবই করছে বিএনপি।
    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির আগেরবারও এই কোটা আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করেছে। এবারও ভাবছে এই আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করবে। মূলত, বিএনপি এখন পরজীবী দলে পরিণত হয়েছে। নিজেদের মুরোদ নেই অন্যের উপর ভর আর ষড়যন্ত্র করে রাজনৈতিক ফায়দা নিতে চায় দলটির শীর্ষ নেতারা।
    #BNP #BNPNews #BNPNewsবাংলা #BNPNewsUpdate #BDPolitics #News #NewsViral #NewsUpdate #fyp #BreakingNews
    BanglaNewsBank
    ==========================================
    banglanewsbank.com/
    for New Video News and Bangladeshi political Update
    Please Check Outer Facebook and Website
    Facebook:- / banglanewsbank
    Website :- banglanewsbank.com/
    ==========================================

КОМЕНТАРІ •