নাটক টা আমার জীবনের সাথে হুবহু মিলে গেছে, একটা বাচ্চার জন্য আমার ৯ বছরের সংসার ভেঙে গেছে, সমস্যা যেহেতু আমার ছিল তাই ও চলে যাওয়ার আগে আমি খুব চাইতাম ভালো ডাক্তারের কাছে যাইতে, কিন্তু ও চাইতো না, একবার অনেক বলে নিয়ে গেলাম প্রায় সারা দিন লেগে গিয়ে ছিল আর এত খারাপ ব্যবহার করে ছিল সারা দিন বলার বাহিরে, আমার মনে আছে সারা দিন কান্না আটকে রাখলেও গাড়িতে আসার পুরো সময় টা আমি কান্না করছি, ও একটা বারের জন্য ও আমার মাথা টা তার কাধে নেয়নি, তার কিছু দিন পরে আমাদের ডিভোর্স হয়ে যায়, আমি আর আটকাই নাই, ওর ব্যবহারে আমি ভেতর থেকে মরে গেছি, যেদিন আমার ডিভোর্স হইছে তারপর দিন শুনি ও নাকি আরও আগেই বিয়ে করছে, আর আমাকে ছেড়ে নতুন বউ নিয়ে সংসার নিয়ে ব্যস্ত,তার কয়েক মাস পরে শুনি তাদের বাচ্চা হয়েছে, আর আমি """"" হ্যা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আমি বিয়ে করেছি স্বামী বিদেশ থাকে, আমার সব কিছু জেনে শুনে বিয়ে করেছে, তার আগে কোনো বিয়ে ছিল না কিন্তু আমাকে অনেক ভালোবাসে,,বিয়ের ২ বছর হয়ে গেছে ,কয়েক মাস পড়ে আমি বাহিরে যাবো চিকিৎসার জন্য, সবাই আমার জন্য আর আমার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সংসারে বরকত দান করে আর নেক সন্তান দান করে ❤
আপু , ইন শা আল্লাহ্, দেখবেন যে মানুষ টা তার স্ত্রীর প্রতি সহমর্মিতা দেখায় নাই , আল্লাহ্ তার প্রতিও সামান্য দয়া দেখাবে না ! একাকীত্ব, অভাব আর রোগ হবে তার সাথী ! আমাদের দেশে কতো পুরুষ এর সমস্যা থাকে , কিন্তু স্ত্রী রা অধিকাংশ সময়ই সেগুলো প্রকাশ করে না , স্বামীর সমস্যা নিয়ে আলোচনা করা বা ছেড়ে যাওয়া নিজের জন্যই লজ্জাকর মনে করে ; অথচ উল্টোটা হয় স্ত্রীর ক্ষেত্রে! অথচ সন্তান এমন এক নিয়ামত যা মহান আল্লাহ্ র ইচ্ছার ওপর নির্ধারিত! আপনার স্বামীর মতো অন্যিয়কারী রা তাদের পরের স্ত্রী আর সন্তান এর দ্বারাই অশান্তিতে থাকবে , নিগৃহীত হবে , সেদিন আপনার কথা মনে পড়ে হয়তো রিগ্রেট ফিল হবে , কিন্তু কিছুই করার থাকবে না ! ইন শা আল্লাহ্
কিছু দিন আগে একটা মহিলার সাক্ষাৎকার দেকছি উনার স্বামী উনাকে ছেড়ে দিছে উনার জীবন বাচানোর জন্য ফুড ডেলিবারির কাজ করে সম্পন্ন পর্দার সাথে। এ-ই নাটকের গল্পটা উনার জীবন থেকে নেয়া। আমার মনে হয়। ধন্যবাদ এই গল্পটা নাটকের মধ্যে ফুটায়ই তোলার জন্য।
বিয়ের 9 বছর 3 মাসের মাথায় কনসিভ করেও চার মাসে হেরে গেছি,,এখন বিয়ের 10 বছর শেষ, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মতো অভাগীর কপালে পৃথিবীর শ্রেষ্ঠ হাজবেন্ড আল্লাহ দিয়েছেন
আমার বিয়ের ৯বছর হয়ে গিয়েছিলো বাচ্চা হচ্ছিলো না ডাক্তার দেখিয়েছিলাম তার পরেও হচ্ছিলো না তার পরে তাহাযতের নামাজ পড়া শুরু করলাম আল্লাহ আমার রবের কাছে চায়লাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছেন ৯বছর পর
নাটক টা দেখে ভীষণ কান্না করেছি।বিয়ের ১০ বছরেও বাচ্চা হয় নি।এটা শুধু তারাই বুঝবে কতটা কষ্টের কতটা যন্ত্রণার যাদের বেবি হয় নি।আল্লাহ খুশি আমরাও খুশি।আলহামদুলিল্লাহ। সকল মেয়ে কে আল্লাহ মা হওয়ার তৌফিক দান করুক। আমিন।
@@MohammadShahin-yu6gs আপনি ঠিক বলছেন আমার কপাল ও একি রকম যাক বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে এদের কে বলেও লাভ নাই আবার যে লাউ সেই কদু আমার জন কিছুটা এখন বুঝতে পারছে কিন্তু তাও চুপি চুপি পাঠায় আমি বুঝতে পারি কিছু বলিনা লাভ নাই বলে ধৈর্য্য ধরুন ঠিক হবে ইনশাআল্লাহ
অসাধারণ একটা গল্প, কত সুন্দর ড্রেসাপ, কত সুন্দর উপস্থাপনা, এতেই প্রমাণ হয় যে অশ্লীনতা চাড়াও নাটক নির্মাণ করা যায়, শুধু নাটকের গল্প আর মন মাসনিকতা ঠিক থাকলেই হয় ।
এখানে অনেকেই বাচ্ছা না হওয়ার কষ্ট নিয়ে কথা বলছেন, আমি ১০০ ভাগ বিশ্বাস নিয়ে বলছি, কুরআন এর কিছু দুয়া আছে, যা পড়লে আশা করি কেউ নিরাশ হবেন না। চেষ্টা করে দেখতে পারেন।
বিয়ের ৪ বছরের মাথায় আমার ও ডিভোর্স হয় একটা বাচ্চার জন্য। আমারও বাবা ছিলো না, ঘরে একটা অবিবাহিত বোন ছিলো। প্রতি টা মূহুর্তে মনে হয়েছে আমার জীবন নিয়ে লিখা নাটক টা। গল্প কাহিনি সিনেমা মাঝে মাঝে আমাদের জিবনের সাথে পুরোপুরি মিলে যায়। আমরা সোহানা রা না হয় একটা বাচ্চার অভাবে অপূর্ণই থেকে যাই, দোয়া করি প্রতি টা তানভির ভালো থাকুক।
এই নাটক জীবন যুদ্ধে হেরে যাওয়া কিছু নারীর জীবনে নতুন আশার আলো ফুটিয়ে তুলবে ইনশাল্লাহ। যেমন আমি এই নাটক দেখে সামনে এগিয়ে যেতে নিজেকে সবার মাঝে পরিচিত করে তুলতে অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ সাবিলা আপু তোমাকে। ❤❤🎋🎋
আমার বিয়ে হয়ছে ১০ বছর এখনো সন্তান হয়নি 😭 সন্তান ছাড়া কখনো সংসার হয়না। স্বামী প্রথম ভালো থাকলেও আস্তে আস্তে সবার কথায় পরিবর্তন হয়ে যায়। যেমনটা আমার বেলাও হয়েছে 😭 হয়তো আমার সংসারটাও বেশি দিন টিকবে না 😭 আসলে নিসন্তান মেয়েদের জীবনটা কতোটা কঠিন এটা আরেকজন নিসন্তান মেয়ে ছাড়া আর কেউ বুঝবে না। 😭 আল্লাহর কাছে প্রতি মুনাজাতে একটাই চাওয়া আল্লাহ যেনো এই পৃথিবীতে কোনো মেয়েকে নিসন্তান না রাখে 🤲🤲🤲🤲 😭😭😭
এখানে কারো মনের দুক্ষ প্রকাশ পাচ্ছে অনেক পুরানো একটা প্রবাদ আছে দুক্ষ কারো কাছে বললে কমে যায় সুখ কারো কাছে বললে সেটা বেড়ে যায়। এবং মনে সাহস আসে সে দেখতে পাচ্ছে তার মতো এমন তো আরও অনেকে আছে। সে একা না আরও অনেকের বাচ্ছা হচ্ছে না সে জানতে পারতেছে এর জন্য সে একা দোসি না এই টা ই শুধু আমার কাছে মনে হচ্ছে। মা না হওয়ার কস্ট যে কি সেটা যার উপরে বয়ে যাচ্ছে সে ই যানে। কার দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ ই ভালো যানেন
এখানে কারো মনের দুক্ষ প্রকাশ পাচ্ছে অনেক পুরানো একটা প্রবাদ আছে দুক্ষ কারো কাছে বললে কমে যায় সুখ কারো কাছে বললে সেটা বেড়ে যায়। এবং মনে সাহস আসে সে দেখতে পাচ্ছে তার মতো এমন তো আরও অনেকে আছে। সে একা না আরও অনেকের বাচ্ছা হচ্ছে না সে জানতে পারতেছে এর জন্য সে একা দোসি না এই টা ই শুধু আমার কাছে মনে হচ্ছে। মা না হওয়ার কস্ট যে কি সেটা যার উপরে বয়ে যাচ্ছে সে ই যানে। কার দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ ই ভালো যানেন
অন্যান্য মেধার অধিকারী সংশ্লিষ্ট সকলে। অনেক ধন্যবাদ এত সুন্দর ও রুচিসম্মত এবং বাস্তবধর্মী কিছু তুলে ধরার জন্য। অশ্লীলতা ও বাজে সকল বিষয় এড়িয়ে এই ধরনের চিত্র তুলে ধরার জন্য অনুরোধ। সর্বশেষে শুভ কামনা আপনাদের।❤
আলহামদুলিল্লাহ্ আজ সাড়ে 11 বছর,, কিন্তু আমার বাচ্চা হইতে ছিলনা, আলহামদুলিল্লাহ্ এখন আল্লাহ্ রহম করছেন , আমার স্বামীকে , অনেকেই বিয়ে করতে বলেছেন , কিন্তু সে সবাইকেই বলছে আল্লাহ্ বাচ্চা দিলে,, আমার স্ত্রীর থেকেই হবে,, না হয় এমনই সারা জীবন থাকবো,, এমনকি আমি ও 2/3 বার তাকে বিয়ে করার জন্য লিখিত অনুমতি দিয়েছি,,, সে সব গুলোই ছিড়ে ফেলেছে,,, এতো বছরে আমাকে কোনোদিনও কিছু বলেনি,,, আলহামদুলিল্লাহ্ আমি আল্লাহর শুকরিয়া ,,,, এবং স্বামীর শুকরিয়া ও ধর্য কখনো ভুলতে পারবোনা
একটা জীবন টা সন্তান হচ্ছে অমূল্য সম্পদ যা মহান রাব্বুল আলামিন আমাদের দান করেন কিন্তু যখন হাসবেন্ড ভালো হয় না জীবনের প্রতি পদে পদে অশান্তি সৃষ্টি করে তখন মনে হয় আল্লাহ কেন এই অভাগী কে সন্তান দিল সন্তান এর জন্য না সামনে আগানো যায় না পিছনে পড়ে থাকা যায় আমি মনে করি একটা ভালো হাসবেন্ড পৃথিবীর শেষঠ হাসবেন্ড। অনেক কষ্ট নিয়ে কথা গুলো লিখছি আমার জন্য দোয়া করবেন 😭
অসাধারণ! অনেক ভাল লাগছে। পার্ট ২ চাই। ৫ টা নাটক সেভ করে রাখছিলাম দেখব বলে। সবগুলোই একই গল্প, একই নেকামী প্রেম, যত্বসব ফালতু গল্পের ফালতু নাটক। একমাত্র এই নাটক টাই দেখলাম। বাকিগুলো একটু একটু করে চেক করে দেখি সেই প্রেম, সেই নেকামী, সেই জোর করে হাসানোর চেষ্টা। এজন্য বাদ দিছি।
বিবাহিত জীবনের প্রায় সাত বছর, সন্তান নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীর সেরা স্বামী এবং শশুরবাড়ী পেয়েছি কখনো ই একটা কটুকথা শুনাই নাই কেউ। আমার হাসবেন্ড মনে হয় পৃথিবীর সেরা হাসবেন্ড আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাই কে নেককার দ্বীনদার সুস্থ সন্তান দান করিও🥰
অনেক নারী আছেন সিঙ্গেল মাদার হয়ে। তাদের কথা চিন্তা করেন। তার থেকে হাজার গুন ভালো আছেন আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ যা দিয়ে খুশি আমি তাতে খুশি। আলহামদুলিল্লাহ্।
নাটকটির দ্বিতীয় ভাগ বিশেষ প্রয়োজন, জীবনের গল্পটাকে আরো সুন্দর করে তোলার জন্য। আশা রাখছি আপনারা দ্বিতীয় ভাগটি তৈরি করবেন। কে কে চাইছেন আমার মতো, হাত দেখান।
আমি চাই এই নাটকের দ্বিতীয় পার্ট অবশ্যই আসুক। যেখানে দেখানো হোক নায়িকার (সোহানা) জীবনে সুন্দর মনের একজন মানুষ এসেছে এবং তার ঘুরে দাঁড়ানো ও কঠোর পরিশ্রমে অনেক সফলতা এসেছে। আর নায়ক (তানভীর) এর টাকার অহংকার, মন্দ কথায় বিশ্বাস ও সন্তানই যে সর্বসুখ যার জন্য সবকিছু ছুড়ে ফেলতে দুবার ভাবে না এসব ভুল ধারণা ভাঙুক আর আফসোস করুক কি হারিয়েছে। 🙂
@@NishatNishat-c2i এখানে কারো মনের দুক্ষ প্রকাশ পাচ্ছে অনেক পুরানো একটা প্রবাদ আছে দুক্ষ কারো কাছে বললে কমে যায় সুখ কারো কাছে বললে সেটা বেড়ে যায়। এবং মনে সাহস আসে সে দেখতে পাচ্ছে তার মতো এমন তো আরও অনেকে আছে। সে একা না আরও অনেকের বাচ্ছা হচ্ছে না সে জানতে পারতেছে এর জন্য সে একা দোসি না এই টা ই শুধু আমার কাছে মনে হচ্ছে। মা না হওয়ার কস্ট যে কি সেটা যার উপরে বয়ে যাচ্ছে সে ই যানে। কার দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ ই ভালো যানেন
আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি সবার যেন সন্তান হয়।সোহানার মতো যেন আর কেউ কষ্ট না পাক।সন্তান না হওয়াটা কি কষ্টের সেটা যার হয় না সেই বুঝবে
চলার পথে ছোট বড় কত ঢেউই তো আসে জীবনে কিছু দেয় ভাসিয়ে কিছু দেয় শিখিয়ে আবার কিছু দেয় হারিয়ে কিছু দেয় ফিরিয়ে ব্যর্থ হলে হতাশ না হয়ে ব্যর্থতা কাটিয়ে সামনে এগিয়ে চলার নামি তো জীবন আর চেষ্টা থাকলে সাফল্য আসবে ইন শা আল্লাহ 🙂☺️
আসলে আমরা নিঃসন্তান মেয়েরাই বুজি একটা সন্তান না থাকার কষ্ট কি,,,আলহামদুলিল্লাহ আমার বিয়ের ৭বছর,,আমার হাসবেনড কিছু বলেনা,,আমাকে আরো উৎসাহ দেয় মন খারাপ না করার জন্য,, আলহামদুলিল্লাহ
আমেরিকার কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি,একটা ভাল চাকরি মানুষের জীবন বদলে দিতে পারে,সব কাজই কাজ কোন কাজকে ছোট মনে করা ঠিক নয়,এরকম নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
কিছু কিছু পুরুষ আর কিছু ফেমেলির কারনে একটা মানুষের জন্য বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টের হয়ে ওঠে ,তাই কথাতেই আছে এতো সহজে হার মানতে নেই , নাটক টা খুবই কষ্টদায়ক।তবে এখানে থেকে শিক্ষা নেওয়ারৌ কিছু আছে। স্বামী ও স্ত্রীর অভয়েরি সমস্যা থাকতে পারে তাই বলে কুনো প্রকার চেষ্টা ছারা এভাবে ছেড়ে দিতে হবে এর কি মানে বাবু জখন দরকার ছিল তখন এতিম খানা থেকে একটা বাবু নিয়ে আসলেই পারো ,এতে একটা এতিম শিশু মা বাবা পেতো আর তারাও বাবু পেয়ে যেতো । বুদ্ধিমান দের কি মত কমেন্টে জানাবেন ❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমি কখনো নাটক দেখি না, হটাৎ করে মনটা খারাপ হয়ে গেল দেখে আমি নাটক দেখা শুরু করি, সম্পূর্ণ নাটক দেখে এতো কেঁদেছি যে পরিচালক আমার জীবনের সব কাহিনী জেনে নাটক লিখেছি, বিয়ের ১৪ বছর সন্তান না থাকায় স্বামী আমাকে ছেড়ে আবার বিয়ে করেছে এর চেয়েও বেশি সুখ ছিল, শহরের ভিতরে গাড়ি বাড়ি সবই ছিল কিন্তু জীবনের সব আশা স্বপ্ন ভেঙ্গে স্বামী আমাকে ছেড়ে বৌকে নিয়ে সুখে আছে, এখন শুধুই আল্লাহর রহমতে জীবনটা নিয়ে বেঁচে আছি, আল্লাহর কাছে দোয়া চাই বাকি জীবন টুকু ঈমান, ধৈর্য্য ধরে বেঁচে থাকতে পারি,সেম টু সেম আমার জীবন কাহিনী,
আমার বান্ধবির বিয়ে হয়েছে ৬/৭বছর এখনো বাবু হয় নি।অনেক চেষ্টা করেছে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতারে গিয়ে ট্রিটমেন্ট করতেছে এখনো কিছু হয় নি।সবাই আমার বান্ধবির জন্য দুওয়া করবেন প্লিজ😢😢
সবাই বলছেন সন্তান না হলে ছেরে দেয়,আর আমার বড় আমাকে ছেরে দিছে আমি একটা বেবি নিছি তাই,আমার বরের আরেক টা বিয়ে করছে ওই ঘরে দুইটা ছেলে,, আর আমার একটা ছেলে, পরে ভুলের করনে আমি আবার বেবি কানছিভ করি,অনেক নিযাতন করত বেবি নষ্ট করার জন্য, আমি করি নাই, মেয়ের আসায় বেবিটা রাখা,,আলহামদুলিল্লাহ 🎉মেয়ে হয়েছে,তার তিন ছেলের পরে একটা মেয়ে হওয়ার পরেও, আমাকে ছেরে দেয় আমার সতিন জঘন্য ভাবে কালো জদু করে আমার বরকে বস করে রাখছে,,আমি আল্লাহর ভরসায় আছি,কোনো ফকিরের কাছে যাইনাই,আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, সবাই আমার ছেলে ও মেয়ের জন্য দোয়া করবেন,,
নাটকটা দেখে চোখে পানি ধরে রাখতে পারলাম না। অসাধারণ নাটকটি, পার্ট ২ চাই। আমার বিয়ের বয়স ৯ বছর হল, আল্লাহ কোন সন্তান দেন নি। আমরা যারা নিঃসন্তান দম্পতি, আল্লাহ যেন, আমাদেরকে মা হওয়ার তৌফিক দান করে। আমিন।
@@ওয়ালীউল্লাহছোটনএটা বাস্তব এক মেয়ের জীবনের কাহিনী,, কিন্তু আফসোস সে মেয়ের নাম না নিয়ে লেখকের নাম চলে আসলো,,,UA-cam a search করে দেখেন,, মহিলা food delivery,
Onk manusher commet e porlam...... Allah sobaike nek sontan dik duya kori...ar tara jeno Allah er kache sontan chay.. Ai 2 ta duyar maddhome ghovirvabe.......1)Robbi havli minassolihin 2)Robbila tadarni farda oangta khoyril oarichin.....ar beshi beshi Asstagfirulllah pore..Allah vorosha❤❤
নাটকের দ্বিতীয় পর্ব দরকার, তানভির বিয়ে করেছে বাচ্চা হয়েছে, এদিকে সাবিলা নূর বিয়ে করে উন্নত চিকিৎসা নিয়ে বাচ্চার মা হয়েছে, শেষে দেখাবে সাবিলা নূর একটা বৃদ্ধাশ্রম দিয়েছে, সেখানে তানভিরের সন্তান তানভির কে রেখে গেছে, যে সন্তানের জন্য এতো কিছু সেই সন্তান ভালো না হলে সন্তান দিয়ে কি হবে? খারাপ মন মানসিকতার মানুষ ভালো চরিত্রের সন্তান তৈরি করতে পারে না, নাটকের শেষ মেসেজ টা থাকবে এরোকম।
চলার পথে কতো ঢেউই তো আসে জীবনে কিছু দেয় ভাসিয়ে, কিছু দেয় শিখিয়ে ; আবার কিছু দেয় হারিয়ে, কিছু দেয় ফিরিয়ে। ব্যর্থ হলে হতাশ না হয়ে ব্যর্থতা কাটিয়ে চলার নামই জীবন। আর চেষ্টা থাকলে সফলতা আসবে ইনশাআল্লাহ। ❤ সুন্দর মেসেজ ছিলো।
সাবিলা নূর এর লেভাজ বা পোশাক টা কতো সুন্দর ভাবে উপস্থাপন করলো আর ওরা বানায় রুপান্তর ওদের এখান থেকে শিক্ষা নেিয়া উচিত সুন্দর পোশাকের মাধ্যমে ও নাটকে অনেক সুন্দর বানানো যায়
২য় পর্বে সাবিলা নূরের একটা অসাধারণ জামাই দরকার, সাথে একটা বাচ্চা। আর অন্যদিকে তানভীরের ঘর শাশুড়ী জ্বালানো বউ + তানভীর ই আর বাবা হতে পারবে না যার কারণে তানভীরের বউ ই একসময় তানভীরকে ডিভোর্স দিয়ে দিবে। সাথে সাবিলা নূরের হ্যাপিনেস দেখবে তানভীরের পরিবার। নাটক একদম জমে যাবে।
আমি সোহানা,বিয়ের বয়স ১০ বছর, বাচ্চা হয়না, স্বামীর কাছে অবহেলিত, কনো গুরুত্ব নেই, নিজেকে বোঝা মনে হয়,শাশুড়ী ও আমার সামনে খুব ভালো মানুষ কিন্তু লোকের কাছে অনেক কথাই শুনি,আমার বাবা মা ও এখানেই রেখে দেয় আমাকে চাপ দিয়ে, সব সময় বলবে ঝগরা লাগাইছনা, আমিই নাকি ঝগরা লাগাই অনেক কষ্ট লাগে,আমিও তো একটা মানুষ আমারও তো সহ্য ক্ষমতা আছে কতক্ষণ মেনে নেওয়া যায়। নিজের রক্তের মানুষ গুলোও আমার দিকে আঙ্গুল তুলে,জানিনা আমার ভাগ্যে কি আছে,আমার গুছানো সংসার কি আমার থাকবে?? আল্লাহ সহায় হও,, আমাকে শক্তি দাও,
আমারো বিয়ে হয়েছে ৭ বছর চলে এখনো মা হতে পারিনি খুব কষ্ট হয় মনে খুব ভয় হয় আমার সাজানো গোসানো সংসার টা ভেঙে না যাই তবে আলহামদুলিল্লাহ আমার স্বামী খুব ভালো সবসময় আমারে সাপোর্ট করে
ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত অসাধারণ ছিল নাটকটি ডিপ্রেশনে যাওয়া এবং তাদের নিয়ে এত সুন্দর লেখা নাটকটি সত্যিই মন ছুয়ে গেল। প্রতিনিয়ত আমাদের চারিদিকে এরকম অনেক নিশাদ রয়েছে যারা হারিয়ে যাচ্ছে। নাটকটিতে মেহজাবিনের অভিনয় যেমন চোখে জল আনলো তেমনি শেষে মুখে হাসিও আনল যতই প্রশংসা করি তাও খুব কম হবে। ❤❤❤
আমি বিগত ছয় বছর সংসার করে আসলাম মাত্র এক মাস সামি সংসার ছিল আমার পরে চলে গেছে বাহিরে আর ফিরে আসেনি অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে এক পতিতার সাথে থাকে এসব জেনে মেনে নিতে পারলাম না,,, 😢😢😢তাই চলে আসছে বাধ্য হয়ে এখন অনেক করে চাচ্ছিলাম কিছু একটা করে কাটিয়ে দিতাম আমার কোন সন্তান নেই এখন পরিবারের কাছে একটা বোঝা হয়ে গেলাম মা প্রতি নিয়ত অনেক কথা শুনায় 😢😢😢এটা যে একটা মেয়ের কাছে কতটা কষ্ট দায়ক শুধু তারাই বুঝবে অন্য কেউ না
কমেন্টস করার সব আপুদেরকে বলবো ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। এটা মহান আল্লাহ তায়ালার একটা পরীক্ষা। আমার নিজের পরিবারে এমন দুইজনকে দেখেছি যাদের একজনের 18 বছর আর অন্যজনের 21 বছর পরে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চান কয়েকটা সময় মাত্র।
নাটক টা আমার জীবনের সাথে হুবহু মিলে গেছে, একটা বাচ্চার জন্য আমার ৯ বছরের সংসার ভেঙে গেছে, সমস্যা যেহেতু আমার ছিল তাই ও চলে যাওয়ার আগে আমি খুব চাইতাম ভালো ডাক্তারের কাছে যাইতে, কিন্তু ও চাইতো না, একবার অনেক বলে নিয়ে গেলাম প্রায় সারা দিন লেগে গিয়ে ছিল আর এত খারাপ ব্যবহার করে ছিল সারা দিন বলার বাহিরে, আমার মনে আছে সারা দিন কান্না আটকে রাখলেও গাড়িতে আসার পুরো সময় টা আমি কান্না করছি, ও একটা বারের জন্য ও আমার মাথা টা তার কাধে নেয়নি, তার কিছু দিন পরে আমাদের ডিভোর্স হয়ে যায়, আমি আর আটকাই নাই, ওর ব্যবহারে আমি ভেতর থেকে মরে গেছি, যেদিন আমার ডিভোর্স হইছে তারপর দিন শুনি ও নাকি আরও আগেই বিয়ে করছে, আর আমাকে ছেড়ে নতুন বউ নিয়ে সংসার নিয়ে ব্যস্ত,তার কয়েক মাস পরে শুনি তাদের বাচ্চা হয়েছে, আর আমি """"" হ্যা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আমি বিয়ে করেছি স্বামী বিদেশ থাকে, আমার সব কিছু জেনে শুনে বিয়ে করেছে, তার আগে কোনো বিয়ে ছিল না কিন্তু আমাকে অনেক ভালোবাসে,,বিয়ের ২ বছর হয়ে গেছে ,কয়েক মাস পড়ে আমি বাহিরে যাবো চিকিৎসার জন্য, সবাই আমার জন্য আর আমার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সংসারে বরকত দান করে আর নেক সন্তান দান করে ❤
Alhamdorilla apu
আমিন।
Amin ❤
আপু , ইন শা আল্লাহ্, দেখবেন যে মানুষ টা তার স্ত্রীর প্রতি সহমর্মিতা দেখায় নাই , আল্লাহ্ তার প্রতিও সামান্য দয়া দেখাবে না !
একাকীত্ব, অভাব আর রোগ হবে তার সাথী !
আমাদের দেশে কতো পুরুষ এর সমস্যা থাকে , কিন্তু স্ত্রী রা অধিকাংশ সময়ই সেগুলো প্রকাশ করে না , স্বামীর সমস্যা নিয়ে আলোচনা করা বা ছেড়ে যাওয়া নিজের জন্যই লজ্জাকর মনে করে ; অথচ উল্টোটা হয় স্ত্রীর ক্ষেত্রে! অথচ সন্তান এমন এক নিয়ামত যা মহান আল্লাহ্ র ইচ্ছার ওপর নির্ধারিত!
আপনার স্বামীর মতো অন্যিয়কারী রা তাদের পরের স্ত্রী আর সন্তান এর দ্বারাই অশান্তিতে থাকবে , নিগৃহীত হবে , সেদিন আপনার কথা মনে পড়ে হয়তো রিগ্রেট ফিল হবে , কিন্তু কিছুই করার থাকবে না !
ইন শা আল্লাহ্
আমীন
এটা শুধু একটা নাটক নয়,এটা সামাজিক ও মানবিক জীবনের খুব গুরুত্বপূর্ণ ম্যাসেজ,, অসম্ভব সুন্দর একটা গল্প ছিলো,, ধন্যবাদ এই নাটকের সাথে জড়িত সবাইকে।
ua-cam.com/video/EFKk8SycNyY/v-deo.htmlsi=ipQMBtsHYo3bov0E
Very good story. Realty
সেম কাহিনি বাস্তব এর সাথে এক ভিডিও আছে
কিছু দিন আগে একটা মহিলার সাক্ষাৎকার দেকছি উনার স্বামী উনাকে ছেড়ে দিছে উনার জীবন বাচানোর জন্য ফুড ডেলিবারির কাজ করে সম্পন্ন পর্দার সাথে। এ-ই নাটকের গল্পটা উনার জীবন থেকে নেয়া। আমার মনে হয়। ধন্যবাদ এই গল্পটা নাটকের মধ্যে ফুটায়ই তোলার জন্য।
Amaro mone hoy
হ্যা অই আপুর গল্পই এটা
আমি ওই ভিডিওটা দেখে নাটকটি দেখতে এসেছি
আমিও দেখছি ওই ভিডিওটা,
আমিও দেখেছি আপুর ভিডিও
সব ব্যাপার আলাদা তবে নারী হয়ে নারীকে সাহায্য করার ব্যাপারটা খুব ভালো লাগলো
সত্যি কাহিনীটা খুব শিক্ষনীয় এবং সুন্দর❤
Ei naikata amader elakar name poli
একটা সন্তান যে আল্লাহর কত বড় নেয়ামত, তা বলে বোঝানোর মত না। আল্লাহ তুমি অসীম নেয়ামতটা সকলকে দান করিও।আমিন
আমিন🥰🥰🥰
Amin 🥰🥰🥰
Amin
Allahumma Ameen
আমিন
জীবনটা এতোটাও সহজ নয় যতটা আমরা ভাবি,আবার এতটাও কঠিন নয় যতটা আমাদের মনে হয়,,শুধু পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হয়,আর আল্লাহ তায়ালার উপর ভরসা রাখতে হয়!
💝
বিয়ের 9 বছর 3 মাসের মাথায় কনসিভ করেও চার মাসে হেরে গেছি,,এখন বিয়ের 10 বছর শেষ, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মতো অভাগীর কপালে পৃথিবীর শ্রেষ্ঠ হাজবেন্ড আল্লাহ দিয়েছেন
Read surah furkan 74 no ayah
আমারও তাই,, আলহামদুলিল্লাহ আমি এখন মা হইছি,, আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন আপনার সমস্যা সম্পর্কে
@@ayshasiddika9302 apu apnar sathe kivabe kotha bolbo
আপু আমাকে ট্রাস্ট করতে পারেন।এ সমস্যার সমাধান ১০০% সম্ভব কোনো অর্থের প্রয়োজন নেই
best solution sakin khan
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া 9 বছর পর মা হতে পারছি,, মানুষের কত কথা শুনতে হয়েছে, আমার বাচ্চার বয়স 6 মাস সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য।
Hi appu
apu apni ki treatment nie babu nisilen?
আপু আপনার চিকিৎসার কথা একটু বলবেন
🙏🙏🙏😭😭😭
Allahr kase chan tahajjut pore kanna kati koren Allah deba kono doctor ar khomota ni bacca dear
কমেন্ট পড়তে না আসলে জানতাম ই না যে এত এত বোন দের বাচ্চা হচ্ছে না, সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলের কোল জুড়ে সন্তান দান করেন। আমীন
Amer jonno sobai dowa korben please
আমিন
আমার বিয়ের ৯বছর হয়ে গিয়েছিলো বাচ্চা হচ্ছিলো না ডাক্তার দেখিয়েছিলাম তার পরেও হচ্ছিলো না তার পরে তাহাযতের নামাজ পড়া শুরু করলাম আল্লাহ আমার রবের কাছে চায়লাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছেন ৯বছর পর
Alhamdulillah
Masha Allah
তাহাজ্জুদ এর দোয়া যে কবুল হয় এটা তার প্রমাণ
Amio chesta korchi..
Sobai amr jonno ..
Dua korben 🤲😭
সুবহানআল্লাহ। 🤲🤲
নাটকটা দেখে যত টা কষ্ট পাইছি ঠিক তার থেকেও বেশি কষ্ট পাইছি সবার খুদ্র খুদ্র কমেন্ট গুলো পড়ে। সবার কষ্টের প্রতি সমবেদনা জানাচ্ছি।
akdom😅
👍 ঠিক বলছো
হুম 😢
Bastobota onk kothin
ঠিক বলেছেন আমার চোখে পানি চলে আসলো
14 বছর উপেক্ষায় আছি একটা সন্তানের, আল্লাহ আপনি আমারে ও সব নিসন্তান বোনদের সন্তান দান করুন আমিন
Vorsha rako.Allahue kase Allau sob pare
ফিলিস্তিন থেকে অসহায় শিশুদের নিয়ে আশার চেষ্টা করেণ
R Amar husband baby Nitei Chay na😢Onek kosto onuvob hoy
Ki sossaa
Amin
৪১ মিনিট এর নাটকে শত দুঃখের পরে ও Happy ending এটা নরমাল কিন্তু বাস্তব জীবনে এত তাড়াতাড়ি Happy moment আসাটা abnormal.
গল্পটা ভালো ছিলো।
প্ররিশ্রম কখনো বিফলে যায় না ❤❤❤
রাইট 😢
সাবিলা নূরের প্রত্যেকটা নাটকে শিক্ষানীয় মেসেজ থাকে
সেই সাথে সাবিলা নূর অসম্ভব ভালো একজন অভিনেত্রী।
Thik.nekami korena tai beshi valo lage.
Right
chittagong lady actress is the best
Right
এইখানে কমেন্ট পরে বুঝতে পারলাম অনেকের বাচ্চা হয় না দোয়া করি সব মেয়ে কেই জেনো আল্লাহ মা হবার তৌফিক দেন 😢
Ata onar ghotonaua-cam.com/video/Wu_pScWhha4/v-deo.htmlsi=ID07JUHK2nWr-EMi
নাটক টা দেখে ভীষণ কান্না করেছি।বিয়ের ১০ বছরেও বাচ্চা হয় নি।এটা শুধু তারাই বুঝবে কতটা কষ্টের কতটা যন্ত্রণার যাদের বেবি হয় নি।আল্লাহ খুশি আমরাও খুশি।আলহামদুলিল্লাহ।
সকল মেয়ে কে আল্লাহ মা হওয়ার তৌফিক দান করুক। আমিন।
Amr o
Ameen 🤲
কেউ চেয়েও পায় না আর আমাকে আল্লাহ দিতেছে অথচ কেউ রাখতে চায় না আল্লাহর কি কঠিন পরীক্ষা 😢😢😢😢
Allah Malik
আমিন
এমন অভিনয় একমাত্র সাবিলা নূরকে দিয়েই সম্ভব আমার প্রিয় একজন অভিনেত্রী ❤️🌸
যার স্বামী ভালো তার সবকিছুই ভালো যার স্বামী খারাপ তার কাছে মনে হবে দুনিয়াটা জাহান্নাম 😢
আচ্ছা যদি স্বামী বউর সব কথা শুনলো কিন্তু টাকা পয়সা সব বাপ মা ভাই বোনের জন্য দেয় এমন কথা শুনার কি দরকার দয়া করে আমাকে বলবেন
আচ্ছা আমার একটা সন্তান দিছে ওর কোন কোন ভবিষ্যৎ নাই
@@MohammadShahin-yu6gs আপনি ঠিক বলছেন আমার কপাল ও একি রকম যাক বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে এদের কে বলেও লাভ নাই আবার যে লাউ সেই কদু আমার জন কিছুটা এখন বুঝতে পারছে কিন্তু তাও চুপি চুপি পাঠায় আমি বুঝতে পারি কিছু বলিনা লাভ নাই বলে ধৈর্য্য ধরুন ঠিক হবে ইনশাআল্লাহ
@@MohammadShahin-yu6gs তারা আমাদের সাথে অনেক অন্যায় করেছে তারপরে অনেক দিন কথা বলতো না এখন আবারও শুরু 😄কিছু করার নাই ধৈর্য্য ধরে আছি
Right
আমার বিয়ে হয়েছে ৪ বছর আমি এখনো মা হতে পারি নাই, কিন্তু আমার হাসব্যান্ড আলহামদুলিল্লাহ ভালো, আমার জন্য সবাই দোয়া করবেন আমি মা হতে পারি,😢😢😢😢
Ameen..
Amin
Amin
আমিন,আল্লাহ তোমার সহায় হোক।
Biyar. Age hat marle emon. Hoy.
অসাধারণ একটা গল্প, কত সুন্দর ড্রেসাপ, কত সুন্দর উপস্থাপনা, এতেই প্রমাণ হয় যে অশ্লীনতা চাড়াও নাটক নির্মাণ করা যায়, শুধু নাটকের গল্প আর মন মাসনিকতা ঠিক থাকলেই হয় ।
Hmm
এখানে অনেকেই বাচ্ছা না হওয়ার কষ্ট নিয়ে কথা বলছেন, আমি ১০০ ভাগ বিশ্বাস নিয়ে বলছি, কুরআন এর কিছু দুয়া আছে, যা পড়লে আশা করি কেউ নিরাশ হবেন না। চেষ্টা করে দেখতে পারেন।
দোয়া গুলা একটু বলেন প্লিজ
তাহজিতের নমাজ পডিয়েন আপু@@sumaiyaakter5228
@@sumaiyaakter5228প্রত্যেক ফরজ নামাজের পর ৩বার আসতাগফিরুল্লাহ আর আয়াতুলকুরসি পড়বেন, এরপর ৩বার " ইয়া আরহামার রাহিমিন" পড়বেন এরপর ৩বার ""রাব্বি হাবলি মিল্লাদুনকা যুরিরয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুআ অথবা রব্বি লা-তাযারনী ফারদাঁও ওয়া আন্তা খাইরুল্ ওয়ারিছীন্। " আর ৩বার দুরূদ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ সর্বশক্তিমান আর দয়ালু। রব্বি লা-তাযারনী ফারদাঁও ওয়া আন্তা খাইরুল্ ওয়ারিছীন এই দোয়া গুলো সব সময় পড়বেন বিশেষ করে দোয়া কবুলের সময়ে আর ভক্তি নিয়ে চাইবেন আল্লাহর কাছে। আল্লাহু আকবর 💝
এক নারীর জীবনযুদ্ধের কাহিনী। সাবিলা আপু সেই চরিত্রকে জীবন্ত করে তুলেছে। খুব ভালো নাটক ❤😊
সৃষ্টিকতা প্রতিটা মেয়েকে মা হবার সৌভাগ্য যেন দেয়,,
আমিন
Amin
আমিন
আমিন
আমিন ইয়া রব ❤❤❤🤲🤲🤲
১৪ বছরের বিবাহিত জীবন! একটা বাচ্চা নাই, সবার কাছে দোয়া চাই! 💔🥀
আমার কাছে একটা সমাধান আছে!
আমার আপুর মতো অবোসো তার এখন একটা বাবু হইছে 15 বছর পর আমার ভাইয়া তাকে ছেরে জাইনি ❤❤❤
আপনি সবার কাছে দোয়া না চেয়ে দুই রাকাত নামাজ পরে আল্লাহর কাছে চান আশাকরি আল্লাহ আপনার মনের আশা পুরন করবে
ফি আমানিল্লাহ
Tahajjuder Namaz porlai paben
বিয়ের ৪ বছরের মাথায় আমার ও ডিভোর্স হয় একটা বাচ্চার জন্য। আমারও বাবা ছিলো না, ঘরে একটা অবিবাহিত বোন ছিলো। প্রতি টা মূহুর্তে মনে হয়েছে আমার জীবন নিয়ে লিখা নাটক টা। গল্প কাহিনি সিনেমা মাঝে মাঝে আমাদের জিবনের সাথে পুরোপুরি মিলে যায়।
আমরা সোহানা রা না হয় একটা বাচ্চার অভাবে অপূর্ণই থেকে যাই, দোয়া করি প্রতি টা তানভির ভালো থাকুক।
Apu Facebook a apnr cmnt ta dekhe.....natok ta dekhte esechi.....apnr cmnt ss chilo
Ji amio@@ayshamustarin1497
@@ayshamustarin1497 Sm amio ay apur cmnt dekhe natok ta dekhte asci😢
Facebook a apnr cmnts dkhe natok ta dekhte aslam apu...😊
Fb ta apu apnar comment ta dekhci, apnar agami din gola shokher houk.
এই নাটকের ২য় পাট চাই..কে কে একমত
ভালোলাগার মুহূর্ত জীবনে খুব কম থাকে। যেটুকু ভালো লেগেছে তা নিয়ে থাকাই ভালো। দ্বিতীয় পার্ট এ আরেকটি বিশ্বাসঘাতকতা দেখতে চাই না
স্বাদের জিনিস অল্পই ভাল 😊
🤚
Chai
চাই 🙋♂️
এই নাটক জীবন যুদ্ধে হেরে যাওয়া কিছু নারীর জীবনে নতুন আশার আলো ফুটিয়ে তুলবে ইনশাল্লাহ। যেমন আমি এই নাটক দেখে সামনে এগিয়ে যেতে নিজেকে সবার মাঝে পরিচিত করে তুলতে অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ সাবিলা আপু তোমাকে। ❤❤🎋🎋
অসাধারণ আলহামদুলিল্লাহ ২০বছরে ৩ সন্তানের মা আল্লাহ মহান।যদের সন্তান নেই তাদের জন্য দোয়া থাকলো আল্লাহ তাদের সহায় হোন।
আমার বিয়ে হয়ছে ১০ বছর এখনো সন্তান হয়নি 😭 সন্তান ছাড়া কখনো সংসার হয়না। স্বামী প্রথম ভালো থাকলেও আস্তে আস্তে সবার কথায় পরিবর্তন হয়ে যায়। যেমনটা আমার বেলাও হয়েছে 😭 হয়তো আমার সংসারটাও বেশি দিন টিকবে না 😭 আসলে নিসন্তান মেয়েদের জীবনটা কতোটা কঠিন এটা আরেকজন নিসন্তান মেয়ে ছাড়া আর কেউ বুঝবে না। 😭 আল্লাহর কাছে প্রতি মুনাজাতে একটাই চাওয়া আল্লাহ যেনো এই পৃথিবীতে কোনো মেয়েকে নিসন্তান না রাখে 🤲🤲🤲🤲 😭😭😭
আমার বিয়ে হয়েছে ১৩ বছর,, এখনো মা ডাক শুনতে পারিনি,,এমন একজন মানুষ আমার লাইফ পাটনার তার ভালোবাসার কোনো কমতি নেই আজও,, এভাবেই যেনো ভালো থাকে সব সময়
আল্লাহ আপনারে বাচ্চা দান করুন।
এখানে কারো মনের দুক্ষ প্রকাশ পাচ্ছে
অনেক পুরানো একটা প্রবাদ আছে
দুক্ষ কারো কাছে বললে কমে যায়
সুখ কারো কাছে বললে সেটা বেড়ে যায়।
এবং মনে সাহস আসে সে দেখতে পাচ্ছে তার মতো এমন তো আরও অনেকে আছে। সে একা না আরও অনেকের বাচ্ছা হচ্ছে না
সে জানতে পারতেছে
এর জন্য সে একা দোসি না
এই টা ই শুধু আমার কাছে মনে হচ্ছে। মা না হওয়ার কস্ট যে কি সেটা যার উপরে বয়ে যাচ্ছে সে ই
যানে।
কার দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ ই ভালো যানেন
Ameen
এখানে কারো মনের দুক্ষ প্রকাশ পাচ্ছে
অনেক পুরানো একটা প্রবাদ আছে
দুক্ষ কারো কাছে বললে কমে যায়
সুখ কারো কাছে বললে সেটা বেড়ে যায়।
এবং মনে সাহস আসে সে দেখতে পাচ্ছে তার মতো এমন তো আরও অনেকে আছে। সে একা না আরও অনেকের বাচ্ছা হচ্ছে না
সে জানতে পারতেছে
এর জন্য সে একা দোসি না
এই টা ই শুধু আমার কাছে মনে হচ্ছে। মা না হওয়ার কস্ট যে কি সেটা যার উপরে বয়ে যাচ্ছে সে ই
যানে।
কার দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ ই ভালো যানেন
অন্যান্য মেধার অধিকারী সংশ্লিষ্ট সকলে। অনেক ধন্যবাদ এত সুন্দর ও রুচিসম্মত এবং বাস্তবধর্মী কিছু তুলে ধরার জন্য। অশ্লীলতা ও বাজে সকল বিষয় এড়িয়ে এই ধরনের চিত্র তুলে ধরার জন্য অনুরোধ। সর্বশেষে শুভ কামনা আপনাদের।❤
এতো টাও রিয়েলস্টিক হয়নি নাটক টা
বাস্তবতা আরো কঠিন আরো নির্মম আরো অনেক বেশি কস্টের😢😭
এখানে শেষটা অবাস্তব হয়েছে।
বাস্তবতা অনেক বেশি নিষ্ঠুর😭
ভাল একটি কনসেপ্ট নিয়ে নাটকটি বানানো হয়েছে। অসাধারণ অভিনয় করেছে সাবিলা নূর। এইরকম সামাজিক সচেতনতামূলক নাটক আরও বেশি বেশি প্রয়োজন।
আলহামদুলিল্লাহ্ আজ সাড়ে 11 বছর,, কিন্তু আমার বাচ্চা হইতে ছিলনা, আলহামদুলিল্লাহ্ এখন আল্লাহ্ রহম করছেন , আমার স্বামীকে , অনেকেই বিয়ে করতে বলেছেন , কিন্তু সে সবাইকেই বলছে আল্লাহ্ বাচ্চা দিলে,, আমার স্ত্রীর থেকেই হবে,, না হয় এমনই সারা জীবন থাকবো,, এমনকি আমি ও 2/3 বার তাকে বিয়ে করার জন্য লিখিত অনুমতি দিয়েছি,,, সে সব গুলোই ছিড়ে ফেলেছে,,, এতো বছরে আমাকে কোনোদিনও কিছু বলেনি,,,
আলহামদুলিল্লাহ্ আমি আল্লাহর শুকরিয়া ,,,, এবং স্বামীর শুকরিয়া ও ধর্য কখনো ভুলতে পারবোনা
Tumi khub bhaggoboti j amon sami peyecho vlo theko sukhe thekho
জীবন টা অনেক সুন্দর হত, যদি সে আমার হত....🙂🖤 কিন্তু,"জীবন টা এর থেকেও বেশি সুন্দর, যদি তার সাথে কোনো দিন দেখাই না হত"....☺💔🌻
টাকা - পয়সা নাই কিন্তু আল্লাহ আমাদের দুজনকে একটা সুন্দর ফুটফুটে মেয়ে উপহার দিয়েছেন।
আলহামদুলিল্লাহ
"দুঃখ্যে পড়ার অভিজ্ঞতা থেকে আর কোনো বড় অভিজ্ঞতা কি আছে?"
নাটকের এই dialogue টা অসাধরণ ছিল।
এতো এতো প্রেম পিরিতির নাটকের মধ্যে এমন নাটক পাওয়া কঠিন..❤
এই নাটকের দ্বিতীয় পাঠ চাই এবং দ্বিতীয় পার্টে অপূর্ব ভাই থাকলে খুশি হব।কে কে আমার সাথে একমত হলে লাইক দিন
Right
হুম ঠিক ভালো হত তাহলে ❤
Apurbo Chara ki natok hoi nh
আমার মনের কথা
2 part cai❤
একটা জীবন টা সন্তান হচ্ছে অমূল্য সম্পদ যা মহান রাব্বুল আলামিন আমাদের দান করেন কিন্তু যখন হাসবেন্ড ভালো হয় না জীবনের প্রতি পদে পদে অশান্তি সৃষ্টি করে তখন মনে হয় আল্লাহ কেন এই অভাগী কে সন্তান দিল সন্তান এর জন্য না সামনে আগানো যায় না পিছনে পড়ে থাকা যায় আমি মনে করি একটা ভালো হাসবেন্ড পৃথিবীর শেষঠ হাসবেন্ড। অনেক কষ্ট নিয়ে কথা গুলো লিখছি আমার জন্য দোয়া করবেন 😭
আমি বুঝি
অসাধারণ! অনেক ভাল লাগছে। পার্ট ২ চাই। ৫ টা নাটক সেভ করে রাখছিলাম দেখব বলে। সবগুলোই একই গল্প, একই নেকামী প্রেম, যত্বসব ফালতু গল্পের ফালতু নাটক।
একমাত্র এই নাটক টাই দেখলাম। বাকিগুলো একটু একটু করে চেক করে দেখি সেই প্রেম, সেই নেকামী, সেই জোর করে হাসানোর চেষ্টা। এজন্য বাদ দিছি।
আমিও বেছে বেছে নাটক দেখি।এই ঈদে তেমন ভালো গল্পের নাটক বের হয়নি।
মন খারাপ হয়ে গেছে চোখ বন্ধ করে আল্লাহ তায়ালা নাম নিন ৫০০ বার মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ❤❤❤❤
InshaaAllah
ইন শাহ আল্লাহ
মা না হতে পারাটা অনেক বেশি কষ্ট এর তবে সন্তান পেয়েও হারিয়ে ফেলার কষ্ট বোধয় আরও বেশি
বিবাহিত জীবনের প্রায় সাত বছর, সন্তান নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীর সেরা স্বামী এবং শশুরবাড়ী পেয়েছি কখনো ই একটা কটুকথা শুনাই নাই কেউ।
আমার হাসবেন্ড মনে হয় পৃথিবীর সেরা হাসবেন্ড আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের সবাই কে নেককার দ্বীনদার সুস্থ সন্তান দান করিও🥰
এমন স্বামী হওয়াটা প্রতিটি স্বামীর স্বপ্ন হওয়া উচিৎ! 💝
Amaro 7 bosor hoychi bt no child. Amar problem ase pco
আপনার কমেন্টটা পড়ে, আপনার স্বামীর জন্য মন থেকে দোয়া রইলো।আল্লাহ আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করুক, আমিন।
অনেক নারী আছেন সিঙ্গেল মাদার হয়ে। তাদের কথা চিন্তা করেন। তার থেকে হাজার গুন ভালো আছেন আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ যা দিয়ে খুশি আমি তাতে খুশি। আলহামদুলিল্লাহ্।
আপি যদি বাচ্চা চান
পরামর্শের জন্য একবার আমাকে নক করেন
এই রকম কাহিনী গুলো দরকার, শুধু প্রেম পিরিতের নাটক কত ভাল লাগে,,,,।
huuu
Eta real Story.. Fb te borka pore viral hwa meyetar kahini
Thik❤
@@TEAMZRLSP9-ep4kl maje maje mpner chaoa ar baire onek kisu korte hoy sudu onnoke kusi korar jonno
@@samiyahassan7349heaa
ইয়া আল্লাহ সব মেয়েদের দাম্পত্য জীবনে সুখীকরো।নিঃসন্তান বোনদের মা হওয়ার তাওফিকদাও❤
বোরকা পড়ে অভিনয় করছে মাশআল্লাহ খুব পছন্দ হবে সবার❤
❤❤❤❤❤❤❤
হুম 🥰🥰🥰
নাটকটির দ্বিতীয় ভাগ বিশেষ প্রয়োজন, জীবনের গল্পটাকে আরো সুন্দর করে তোলার জন্য। আশা রাখছি আপনারা দ্বিতীয় ভাগটি তৈরি করবেন। কে কে চাইছেন আমার মতো, হাত দেখান।
মানুষের জীবনে অসুন্দরের মুহূর্তই বেশি। তাই যেটুকু সুন্দর দেখেছেন, তাতেই খুশি থাকা উচিত নয় কি?
Kichu kichu manuser 2 pat aro kharap o hoi ,jibontai eter vatar moto joltei thake.
জি, নাটক টির ২য় পর্ব দেখতে চাই, প্লিজ ২য় পর্ব টি রেডি করুন।
নাটকটা খুব শিক্ষনীয়,,,,ধন্যবাদ এই ধরনের নাটক উপহার দেয়ার জন্য,,,,💝💝💝
আমি চাই এই নাটকের দ্বিতীয় পার্ট অবশ্যই আসুক। যেখানে দেখানো হোক নায়িকার (সোহানা) জীবনে সুন্দর মনের একজন মানুষ এসেছে এবং তার ঘুরে দাঁড়ানো ও কঠোর পরিশ্রমে অনেক সফলতা এসেছে। আর নায়ক (তানভীর) এর টাকার অহংকার, মন্দ কথায় বিশ্বাস ও সন্তানই যে সর্বসুখ যার জন্য সবকিছু ছুড়ে ফেলতে দুবার ভাবে না এসব ভুল ধারণা ভাঙুক আর আফসোস করুক কি হারিয়েছে। 🙂
এইরকম হলে ভালো হবে দ্বিতীয় পার্ট আসলে ভালো হবে
আমিন
আমিও চাই২য় পাট আসুক
শুধু একটা সন্তানের জন্য কত মেয়ে এভাবে অবহেলিত হচ্ছে, আল্লাহ সকল মেয়েকে মা হওয়ার সাধ নিতে দাও। মা হওয়ার তৌফিক দাও আমিন
Asolei jibon odvut...one Meyer jibone sontan na ele hoyto omanus gulu k cere jawai kothin hotona...
@@NishatNishat-c2i
এখানে কারো মনের দুক্ষ প্রকাশ পাচ্ছে
অনেক পুরানো একটা প্রবাদ আছে
দুক্ষ কারো কাছে বললে কমে যায়
সুখ কারো কাছে বললে সেটা বেড়ে যায়।
এবং মনে সাহস আসে সে দেখতে পাচ্ছে তার মতো এমন তো আরও অনেকে আছে। সে একা না আরও অনেকের বাচ্ছা হচ্ছে না
সে জানতে পারতেছে
এর জন্য সে একা দোসি না
এই টা ই শুধু আমার কাছে মনে হচ্ছে। মা না হওয়ার কস্ট যে কি সেটা যার উপরে বয়ে যাচ্ছে সে ই
যানে।
কার দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ ই ভালো যানেন
অনেক সুন্দর একটা নাটক
অনেক সুন্দর একটা নাটক
আমিন
জীবনটা বড়ই অদ্ভুত, আল্লাহ সকল দুঃখী মানুষের দুঃখটাকে ঘুচিয়ে দাও
Amin
amin
আমিন
A😢
আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি সবার যেন সন্তান হয়।সোহানার মতো যেন আর কেউ কষ্ট না পাক।সন্তান না হওয়াটা কি কষ্টের সেটা যার হয় না সেই বুঝবে
❤❤❤❤❤
চলার পথে ছোট বড় কত ঢেউই তো আসে জীবনে কিছু দেয় ভাসিয়ে কিছু দেয় শিখিয়ে আবার কিছু দেয় হারিয়ে কিছু দেয় ফিরিয়ে ব্যর্থ হলে হতাশ না হয়ে ব্যর্থতা কাটিয়ে সামনে এগিয়ে চলার নামি তো জীবন আর চেষ্টা থাকলে সাফল্য আসবে ইন শা আল্লাহ 🙂☺️
আসলে আমরা নিঃসন্তান মেয়েরাই বুজি একটা সন্তান না থাকার কষ্ট কি,,,আলহামদুলিল্লাহ আমার বিয়ের ৭বছর,,আমার হাসবেনড কিছু বলেনা,,আমাকে আরো উৎসাহ দেয় মন খারাপ না করার জন্য,, আলহামদুলিল্লাহ
আমেরিকার কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি,একটা ভাল চাকরি মানুষের জীবন বদলে দিতে পারে,সব কাজই কাজ কোন কাজকে ছোট মনে করা ঠিক নয়,এরকম নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
কিছু কিছু পুরুষ আর কিছু ফেমেলির কারনে একটা মানুষের জন্য বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টের হয়ে ওঠে ,তাই কথাতেই আছে এতো সহজে হার মানতে নেই , নাটক টা খুবই কষ্টদায়ক।তবে এখানে থেকে শিক্ষা নেওয়ারৌ কিছু আছে। স্বামী ও স্ত্রীর অভয়েরি সমস্যা থাকতে পারে তাই বলে কুনো প্রকার চেষ্টা ছারা এভাবে ছেড়ে দিতে হবে এর কি মানে বাবু জখন দরকার ছিল তখন এতিম খানা থেকে একটা বাবু নিয়ে আসলেই পারো ,এতে একটা এতিম শিশু মা বাবা পেতো আর তারাও বাবু পেয়ে যেতো । বুদ্ধিমান দের কি মত কমেন্টে জানাবেন ❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমি কখনো নাটক দেখি না, হটাৎ করে মনটা খারাপ হয়ে গেল দেখে আমি নাটক দেখা শুরু করি, সম্পূর্ণ নাটক দেখে এতো কেঁদেছি যে পরিচালক আমার জীবনের সব কাহিনী জেনে নাটক লিখেছি, বিয়ের ১৪ বছর সন্তান না থাকায় স্বামী আমাকে ছেড়ে আবার বিয়ে করেছে এর চেয়েও বেশি সুখ ছিল, শহরের ভিতরে গাড়ি বাড়ি সবই ছিল কিন্তু জীবনের সব আশা স্বপ্ন ভেঙ্গে স্বামী আমাকে ছেড়ে বৌকে নিয়ে সুখে আছে, এখন শুধুই আল্লাহর রহমতে জীবনটা নিয়ে বেঁচে আছি, আল্লাহর কাছে দোয়া চাই বাকি জীবন টুকু ঈমান, ধৈর্য্য ধরে বেঁচে থাকতে পারি,সেম টু সেম আমার জীবন কাহিনী,
😢😢😢😢😢
😢😢
Allah apnake dorjo dorar towpik dan koruk🤲🤲
Assalamualaikum .I don't know what to say to you .having a child is up to Allah because Allah makes humans
May Almighty bless u happiness sister. 😢
আমার বান্ধবির বিয়ে হয়েছে ৬/৭বছর এখনো বাবু হয় নি।অনেক চেষ্টা করেছে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতারে গিয়ে ট্রিটমেন্ট করতেছে এখনো কিছু হয় নি।সবাই আমার বান্ধবির জন্য দুওয়া করবেন প্লিজ😢😢
Allah Vorosha rakhe Allah mare k😞
যুগাযোগ করেন আমার সাথে
সারোগেট মাদারের মাধ্যমে বেবি নিলেই তো হয়,
@@jakirhussain-tq8el কিন্তু আমার বান্ধবী এখন কাতারে
@@saikanursathi882 মানে বেগনেট
Alhamdulillah duiti sontaner ma duwa korben 😊
সবাই বলছেন সন্তান না হলে ছেরে দেয়,আর আমার বড় আমাকে ছেরে দিছে আমি একটা বেবি নিছি তাই,আমার বরের আরেক টা বিয়ে করছে ওই ঘরে দুইটা ছেলে,, আর আমার একটা ছেলে, পরে ভুলের করনে আমি আবার বেবি কানছিভ করি,অনেক নিযাতন করত বেবি নষ্ট করার জন্য, আমি করি নাই, মেয়ের আসায় বেবিটা রাখা,,আলহামদুলিল্লাহ 🎉মেয়ে হয়েছে,তার তিন ছেলের পরে একটা মেয়ে হওয়ার পরেও, আমাকে ছেরে দেয় আমার সতিন জঘন্য ভাবে কালো জদু করে আমার বরকে বস করে রাখছে,,আমি আল্লাহর ভরসায় আছি,কোনো ফকিরের কাছে যাইনাই,আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, সবাই আমার ছেলে ও মেয়ের জন্য দোয়া করবেন,,
আপু রুকাইয়াহ করেন
তোমার ইমান দেখে আমি মুগ্ধ আপু।ভরসা রেখে এগিয়ে যান।আল্লাহ আপনার জন্য আরে বেটার কিছু প্লান করে রাখছেন।
Allah apnar sontander ke valo rakhuk , 🤲🤲🤲 Amin
আমার সামি বলে বেবি lost project.. বেবির পিছে টাকা খরচ করার কোন ইচ্ছা নাই তার।
প্রথম শুনলাম এমন কথা,সে কি মানুষ নাকি অন্য কিছু@@KharunnesaTithi-pb9pc
বর্তমান বাজারে অখাদ্য আর কুখাদ্য নাটকের ভিড়ে এরকম শালীন নাটকের দেখা মেলা ভার!
অসম্ভব সুন্দর হয়েছে নাটক টা হাজরো মেয়ে জিবন টা এভাবে কেটে যাচ্ছে ❤❤❤
একটা অনুরোধ এই নাটকের দ্বিতীয় পর্ব চাই,সোহানা জীবন সংগ্রাম করে তানভির এর ছেয়ে উপরে উঠুক,,,,,,,
এইটা সত্যি গল্প একটা।নিউজটা ফেসবুকে দেখে ছিলাম। জীবন অদ্ভুত কারো জীবন সহজ কারো জীবন কঠিন
নিউজটা আমিও দেখেছিলাম ফেসবোকে
এখনো বিয়ে-শাদী করি নাই তবে বিয়ে-শাদী করার আগে নাটকটা দেখি খুবই ভালো লাগছে অভিজ্ঞতা অর্জন করছি ধন্যবাদ জানাই পরিচালক কে ধন্যবাদ।
এই জেনেরেশনের সবচেয়ে মুনোমুগ্ধকর অভিনেত্রী এই সাবিলা নুর।
💟✨
মেয়েটার অনেক এক্সপ্রেশন আমার বউটার সাথে মিল !
হুম সুন্দর ও❤
হারুন অর রশিদ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
নাটকটা দেখে চোখে পানি ধরে রাখতে পারলাম না। অসাধারণ নাটকটি, পার্ট ২ চাই। আমার বিয়ের বয়স ৯ বছর হল, আল্লাহ কোন সন্তান দেন নি। আমরা যারা নিঃসন্তান দম্পতি, আল্লাহ যেন, আমাদেরকে মা হওয়ার তৌফিক দান করে। আমিন।
Amin 😔😔😔🤲🤲🤲🤲
Same to you
সন্তানের জন্য মানত করে কোরআন খতম দেন একের অধিকবার। ইনশাআল্লাহ সন্তান আল্লাহ আপনাকে দিবেই।তবে খতম দেয়ার পর একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
আমিন❤
Amin
কালিমার দাওয়াত দিয়া গেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
নাটকের ২য় পাট দরকার যেখানে সুহানার জীবনে নতুন কারও আগমন হবে যে তাকে খুব ভালোবাসবে আর সোহানার পরিবার এর হাল সহ তাকে খুব ভালোবাসবে কে কে একমত লাইক কর ❤😅
হে আল্লাহ আমিসহ পৃথিবীতে যতো জন নিঃসন্তান মা বোন আছেন সবাইকে তুমি মা ডাক শুনার তওপিক দান করো😢😢কারো জীবনে যেনো এই কালো ছায়াটি না আসে😭😭😭🤲আমিন🤲😭😭😭
Allah shohai hok apnar
Amin
Amin
আমিন
অসাধারণ গল্প
যিনি নাটকটা লিখেছেন তাঁকে ধন্যবাদ আর ছাবিলা নুরের অভিনয় মন ছুয়ে গেছে অনুরোধ রইল দ্বিতীয় পর্ব দেওয়ার জন্য।
নাটক লিখেছেন: joynal abedin.
copy মারছে ভাই,,,, এটা সত্য ঘটনা,,,
বাস্তবে মেয়েটা মানে মার্জিয়াকে কেউ এভাবে সাহায্য করে নাই,,,
@@ওয়ালীউল্লাহছোটনএটা বাস্তব এক মেয়ের জীবনের কাহিনী,, কিন্তু আফসোস সে মেয়ের নাম না নিয়ে লেখকের নাম চলে আসলো,,,UA-cam a search করে দেখেন,, মহিলা food delivery,
এটা সত্য ঘটনার উপর নির্মিত
খুবই সুন্দর নাটকটি।সাবিলা এবং সুষমা দুজনেই প্রতিভাবান শিল্পী❤❤❤
Onk manusher commet e porlam...... Allah sobaike nek sontan dik duya kori...ar tara jeno Allah er kache sontan chay.. Ai 2 ta duyar maddhome ghovirvabe.......1)Robbi havli minassolihin 2)Robbila tadarni farda oangta khoyril oarichin.....ar beshi beshi Asstagfirulllah pore..Allah vorosha❤❤
পৃথিবীতে ২ ধরনের বিশ্বাসী মানুষ আছে!
এক শ্রেনী সব ভালো কথা বিশ্বাস করে ।
আর দ্বিতীয় শ্রেনী বিশ্বাস করে সব মন্দ কথা...!❤❤❤
পৃথিবীতে দুই শ্রেণির মানুষ আছে;
এক শ্রেণি সব ভালো কথা বিশ্বাস করে;
আর 2য় শ্রেণি বিশ্বাস করে সব মন্দ কথা!!
খুব সুন্দর একটা মেসেজ।।।
Line ta 😢
নাটকের দ্বিতীয় পর্ব দরকার, তানভির বিয়ে করেছে বাচ্চা হয়েছে, এদিকে সাবিলা নূর বিয়ে করে উন্নত চিকিৎসা নিয়ে বাচ্চার মা হয়েছে, শেষে দেখাবে সাবিলা নূর একটা বৃদ্ধাশ্রম দিয়েছে, সেখানে তানভিরের সন্তান তানভির কে রেখে গেছে, যে সন্তানের জন্য এতো কিছু সেই সন্তান ভালো না হলে সন্তান দিয়ে কি হবে? খারাপ মন মানসিকতার মানুষ ভালো চরিত্রের সন্তান তৈরি করতে পারে না, নাটকের শেষ মেসেজ টা থাকবে এরোকম।
তানভীরের নতুন বউ যদি তানভীরের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এইটা ও উচিত শিক্ষা হবে।
ঠিক আমি একমত
😂😂
আপু আপনার গলপ টা ভালো লাগলো।যদি এই রকম হয়
@@lilaboti.9825 ekdom right
অনেকের বাস্তবতার সাথে মিল আছে নাটকটির। গল্প, পরিচালনা আর অভিনয় এবং পোশাক সব কিছু মানানসই হয়েছে।
চলার পথে কতো ঢেউই তো আসে জীবনে
কিছু দেয় ভাসিয়ে, কিছু দেয় শিখিয়ে ;
আবার কিছু দেয় হারিয়ে, কিছু দেয় ফিরিয়ে।
ব্যর্থ হলে হতাশ না হয়ে ব্যর্থতা কাটিয়ে চলার নামই জীবন। আর চেষ্টা থাকলে সফলতা আসবে ইনশাআল্লাহ। ❤
সুন্দর মেসেজ ছিলো।
❤❤
সমাজের বাস্তবতা তুলে ধরলো এই নাটকের মাঝে ধন্যবাদ পরিচালক কে ও তার টিম কে❤❤
দোয়া করি আল্লাহ যেন সব মেয়েকে মা হওয়ার তৌফিক দান করেন,আমিন।😢😢😢😢😢
সাবিলা নূর এর লেভাজ বা পোশাক টা কতো সুন্দর ভাবে উপস্থাপন করলো আর ওরা বানায় রুপান্তর ওদের এখান থেকে শিক্ষা নেিয়া উচিত সুন্দর পোশাকের মাধ্যমে ও নাটকে অনেক সুন্দর বানানো যায়
Hmm amio dakeci
নিঃসন্তান হওয়া যেন পাপ..কষ্ট শুধু তারাবুঝে
Amar chokher samne sobai jokhon Maa hoy r ami 10 bochor sudhu opekkha r opekkha😔majhe majhe ai duniyate beche thaka tai amar kase ovisap😞
২য় পর্বে সাবিলা নূরের একটা অসাধারণ জামাই দরকার, সাথে একটা বাচ্চা।
আর অন্যদিকে তানভীরের ঘর শাশুড়ী জ্বালানো বউ + তানভীর ই আর বাবা হতে পারবে না যার কারণে তানভীরের বউ ই একসময় তানভীরকে ডিভোর্স দিয়ে দিবে।
সাথে সাবিলা নূরের হ্যাপিনেস দেখবে তানভীরের পরিবার। নাটক একদম জমে যাবে।
সাবিলার নাটক গুলোতে সব সময় একটা মেসেজ থাকে।
ua-cam.com/video/EFKk8SycNyY/v-deo.htmlsi=ipQMBtsHYo3bov0E
মানুষের দুঃখ ছিরো সময়ের জন্য নয় আর জেটা পাওয়ার সেটা তুমি একদিন পাবা ইনশাআল্লাহ
সাবিলা নুর তোমাকে ধন্যবাদ পর্দার সহিত নাটক করার জন্য,এমন নাটক চাই সবসময়।
আমি সোহানা,বিয়ের বয়স ১০ বছর, বাচ্চা হয়না, স্বামীর কাছে অবহেলিত, কনো গুরুত্ব নেই, নিজেকে বোঝা মনে হয়,শাশুড়ী ও আমার সামনে খুব ভালো মানুষ কিন্তু লোকের কাছে অনেক কথাই শুনি,আমার বাবা মা ও এখানেই রেখে দেয় আমাকে চাপ দিয়ে, সব সময় বলবে ঝগরা লাগাইছনা, আমিই নাকি ঝগরা লাগাই অনেক কষ্ট লাগে,আমিও তো একটা মানুষ আমারও তো সহ্য ক্ষমতা আছে কতক্ষণ মেনে নেওয়া যায়। নিজের রক্তের মানুষ গুলোও আমার দিকে আঙ্গুল তুলে,জানিনা আমার ভাগ্যে কি আছে,আমার গুছানো সংসার কি আমার থাকবে?? আল্লাহ সহায় হও,, আমাকে শক্তি দাও,
Ami sohana amar 14 bosor bra via hoica 13 bosor akta me 10 bosor cala aca
আমারো বিয়ে হয়েছে ৭ বছর চলে এখনো মা হতে পারিনি খুব কষ্ট হয় মনে খুব ভয় হয় আমার সাজানো গোসানো সংসার টা ভেঙে না যাই তবে আলহামদুলিল্লাহ আমার স্বামী খুব ভালো সবসময় আমারে সাপোর্ট করে
আসসালামু আলাইকুম
আপনি প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজ পড়ার পর সূরা ফাতিহা একবার ও সূরা ইখলাস সাত বার পড়ে একগ্লাস পানিতে ফু দিয়ে খাবেন এবং প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পর ( রব্বি হাবলি মিনাস সলিহিন) একশো বার পাঠ করবেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন
আল্লাহর কাছে তাহজত নামাজ পড়ে দোয়া করো দেখবে আল্লাহ তোমার মনের আশা পুরুন করে দিবে❤❤
অসাধারণ একটি গল্প,,বাস্তবতা উঠে এসেছে,,বাংলা নাটক এজন্য এতো জনপ্রিয়।
জীবনের সাথে মিলে যাওয়া গপ্ল..
ভালো লাগলো যে এমন কনসেপ্ট নিয়েও নাটক তৈরি হয়..
স্বাভাবিকের চেয়ে ভিন্ন যাদের জীবন তাদের সবারই কোনো না কোনো গল্প থাকে💝
এটি একটি সত্য ঘটনা। ফেসবুকে কিছুদিন আগে একজন পোস্ট করেছিল। শুধু শেষের রেস্টুরেন্টে জব পাওয়ার বেপার টা মিলে নাই
hum
Amio news ta dekhchilam
Apni ki dubaite thaken..?
@@mdrafiahammed196 naa..Ami puraan dhaka thaki
@@mdrafiahammed196 naaa..kno
ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত অসাধারণ ছিল নাটকটি ডিপ্রেশনে যাওয়া এবং তাদের নিয়ে এত সুন্দর লেখা নাটকটি সত্যিই মন ছুয়ে গেল। প্রতিনিয়ত আমাদের চারিদিকে এরকম অনেক নিশাদ রয়েছে যারা হারিয়ে যাচ্ছে। নাটকটিতে মেহজাবিনের অভিনয় যেমন চোখে জল আনলো তেমনি শেষে মুখে হাসিও আনল যতই প্রশংসা করি তাও খুব কম হবে। ❤❤❤
এখানে কে কে আছেন যে নাবিলা আপুর রুনু ভাই নাটক দেখছেন তারা পিলিজ হাত তুলুন খুব সুন্দর নাটক চিল
আমি
নাবিলা না ওনার নাম সাবিলা নূর।
আমি 😊
Me😊
রুনু ভাই ৩ এ সাবিলা নূরের কান্না আমাক খুব ইমপ্রেস করেছে।
আমি বিগত ছয় বছর সংসার করে আসলাম মাত্র এক মাস সামি সংসার ছিল আমার পরে চলে গেছে বাহিরে আর ফিরে আসেনি অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে এক পতিতার সাথে থাকে এসব জেনে মেনে নিতে পারলাম না,,, 😢😢😢তাই চলে আসছে বাধ্য হয়ে এখন অনেক করে চাচ্ছিলাম কিছু একটা করে কাটিয়ে দিতাম আমার কোন সন্তান নেই এখন পরিবারের কাছে একটা বোঝা হয়ে গেলাম মা প্রতি নিয়ত অনেক কথা শুনায় 😢😢😢এটা যে একটা মেয়ের কাছে কতটা কষ্ট দায়ক শুধু তারাই বুঝবে অন্য কেউ না
Hi
@@SohidulIslam-wc5qt আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
kotha bola jabe
@@SohidulIslam-wc5qt জি বলুন
apnar basa koythay
Bole bujhaite perbona kotota sundor ekta story chilo❤❤❤❤ey jonnoi apner natok gulo khub khub pochondo
জয়নাল ভাইকে ভালোবাসা 💙💙💙
এত সুন্দর একটা নাটক রচয়িতার জন্য। আরও আরও ভালো রচনা উঠে আসুক দোয়া ও ভালোবাসা থাকবে 😍😍😍
আল্লাহ সকল নিঃসন্তান দের সন্তান দিও 🥹🥹 সন্তান না হলে যে কত কথা শুনতে হয় 😭
যৌনতার এই শহরে প্রেম যখন মাংসবিলাশী,,তখন হতভাগা এই মন সেই " নব্বই দশক "এর ভালোবাসায় বিশ্বাসী..!☺❤🩹
Same
Same 😢😢
দুঃখীনী ছাড়া দুঃখীর দুঃখ কেউ বুজে না। আমিও তেমনি এক দঃখীনী যে সব চেষ্টা দিয়েও সংসার টেকাতে পারেনি।
কমেন্টস করার সব আপুদেরকে বলবো ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। এটা মহান আল্লাহ তায়ালার একটা পরীক্ষা। আমার নিজের পরিবারে এমন দুইজনকে দেখেছি যাদের একজনের 18 বছর আর অন্যজনের 21 বছর পরে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চান কয়েকটা সময় মাত্র।