Asroy | আশ্রয় | Tahsan Khan | Mosharraf Karim | Mamo | Nusrat Imrose Tisha | Bannah | Munna

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • আশ্রয়
    গল্প: আকবর হায়দার মুন্না
    কাহিনীচিত্র : সেতু আরিফ ও মাবরুর রশিদ বান্নাহ
    পরিচালক: মাবরুর রশীদ বান্নাহ
    Producer: Akbor Haider Munna

КОМЕНТАРІ • 18 тис.

  • @sadiaafroje8722
    @sadiaafroje8722 5 років тому +297

    এখন মিডিয়ায় অশ্লীলতা, নোংরামির ব্যাপকতা এত এত বেশী যে দেখতেও বিরক্ত লাগে।
    এরকম শিক্ষণীয়, ইমোশনাল সুন্দর গল্পের কাজ আরো অনেক অনেক চাই।

  • @ab55ful
    @ab55ful 5 років тому +1239

    আজ অনেক বছর পরে কাঁদলাম। আমার এখন ৬৫ বৎসর বয়স। একা জীবন কাটাচ্ছি। অসম্ভব মিল এই কাহিনি ও আমার জীবনের। মোশাররফ ভাই, তাশান ভাই, মম দিদি, তিশাদিদি ও শিশুশিল্পীর অভিনয় অসাধারণ। মনে হয় বাস্তব। পরিচালনা অনবদ্য। আপনার পরিচালনা কলকাতায় আমার যৌবনে উত্তমকুমারের স্বর্ণযুগের ছবির কথা মনে করিয়ে দেয়। আপনাকে এই ছবির জন্য অনেক অভিনন্দন। অনেক শুভকামনা রইল।

    • @salauddinkader4335
      @salauddinkader4335 5 років тому +21

      অা‌মি কোন নাট‌কে ক‌মেন্ট ক‌রিনা,‌অসাধারন নাটক সবার জন্য সূভকামনা।

    • @tonymondal470
      @tonymondal470 5 років тому +5

      আপনি ভালো থাকবেন ।

    • @fatihaenterprise3246
      @fatihaenterprise3246 5 років тому +5

      ভাল থাকবেন।

    • @mdrussell365
      @mdrussell365 5 років тому +8

      আপনি ভাল থাকবেন স্যার... আপনার জন্য শুভকামনা রইল

    • @travellersyeed6596
      @travellersyeed6596 5 років тому +6

      একা থাকেন কেন?
      ছেলে মেয়েরা কাছে থাকে না?

  • @konikasiddiki7312
    @konikasiddiki7312 5 років тому +300

    🌿নিঃসন্দেহে এটাই হলো সত্য ভাষণ। আর এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই। আর আল্লাহ; তিনিই হলেন পরাক্রমশালী মহাপ্রাজ্ঞ।
    (সূরা আল ইমরানঃ৬২)

    • @tariqurrahman6527
      @tariqurrahman6527 5 років тому +3

      Konika don't mind it's not a proper place for writing the verse of Al Quran.pls Quran k hasir things baniyen na.at first attain ilm of shariah.

    • @tariqurrahman6527
      @tariqurrahman6527 5 років тому

      @@rajasanim795all fateh is 1000%right.

    • @329rakibhasan8
      @329rakibhasan8 5 років тому

      @@rajasanim795 কিরে বলদার ঘরের বলদা উনি উনার মন্তব্য করছে তুর জ্বলে কে উনার ভালো লাগছে তাই বলছে তুর ভালো না লাগলে তুই এড়িয়ে যা

    • @329rakibhasan8
      @329rakibhasan8 5 років тому

      @@rajasanim795 মরার যদি ইচ্ছা থাকে তাহলে তুই মইরা যা কানা কোন হানকার শালার পুত ফেইক আইডি নারে এইডা তুর বাপের আইডি

    • @329rakibhasan8
      @329rakibhasan8 5 років тому

      @@rajasanim795 শালার পুত তুই ফেইক আইডি কেনো বললি আবার ইজ্জত মারাইতে আইছস তুই আগে আমাকে শালার পুত কেনো নিজে ভালো হয়ে তার পরে অন্য কে ভালো হইতে বলিস তুর সাথে তুর মুখ আছে মুখ আল্লাহ আমাকেও দিছে গালি কয়েক আইটেমের যানি দিয়া যদি বাইচ্ছা যাইতে পারস তাহলে দিয়া দেখ বাকিটা দেওয়ার পরে দেখতে পারবি আশা করি কমেন্ট করার আগে দুই একবার চিন্তা কইরা তার পরে কমেন্ট করবি

  • @tapaschakrabortykobita8282
    @tapaschakrabortykobita8282 10 місяців тому +36

    বাংলাদেশের নাটক যে এতো ভালো তা এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। অভিনয় নিয়ে কোনও কথা হবে না। সমাজের বাস্তব টাকে এতো সুন্দর করে সবাই ফুটিয়ে তুলেছেন যে অনেক দিন পরে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে । ভারতের নাটকের থেকে 100 বছর এগিয়ে আছে। খুব সুন্দর লাগলো।

  • @saddam3655
    @saddam3655 5 років тому +212

    নাটকটি দেখা শেষ করার পর ১০ মিনিট এই রাতে অঝোরে কাদলাম, এই প্রথম কোন নাটক যা দেখে কাদলাম!
    আল্লার কাছে হাজারো শুক্রিয়া যে আমার বাবা মা এখনো বেচে আছেন আর আমার কাছেই আছেন!
    নাটক তো এমনই হওয়া উচিৎ...!

    • @thowaimarma8071
      @thowaimarma8071 5 років тому +1

      Saddam365

    • @mdmonirhossain2360
      @mdmonirhossain2360 5 років тому +1

      সোবহানাল্লাহ

    • @mdmonirhossain2360
      @mdmonirhossain2360 5 років тому +1

      ধ্যানবাদ করিম ভাই তাহছান ভাই মর্ম আপা এবং তিশা আপাকে

    • @mdrayhan-ve3gf
      @mdrayhan-ve3gf 5 років тому +1

      মা +বাবা
      অসাধারন।

  • @aryanatik4190
    @aryanatik4190 5 років тому +200

    এতো ইমোশনাল নাটক আমার জীবনের
    প্রথম দেখলাম।
    আসুন আমরা সবাই মা বাবার প্রতি জত্নশীল হই। আর সারা জীবন মা বাবার সেবা যত্ন কর🤲🤲

    • @aminovi9141
      @aminovi9141 5 років тому +5

      বাবা মা সন্তানের সবথেকে বড় আশ্রয়

    • @rifatrif6739
      @rifatrif6739 5 років тому +2

      আসলেই ভাই।বাংলার অন্যতম সেরা নাটক

    • @aryanatik4190
      @aryanatik4190 5 років тому

      @@aminovi9141
      Your right brother

    • @aryanatik4190
      @aryanatik4190 5 років тому

      @@rifatrif6739
      ভাই এটা শুধু নাটক না
      এটা আমাদের বাস্তব জীবন

  • @rajajio4212
    @rajajio4212 5 років тому +100

    Hi..I am from kolkata...since carom i have seen thousands of drama through youtube from Bangladesh... I have seen millions of Indian drama too... I " SALUTE" to the entire team, Bannah sir specialy to chose the subject..wonderfully portrayed..the starcast.. The location...I salute....my sincere gratitude to the entire starcast..MOSSARAF KARIM SIR, NUSRAT IMROJ TISHA MAM, JAKIA BARIA MAMO MAM,TAHSHAN SIR..AND THE LITTLE ANGEL....again I salute to the entire crew of this production.

  • @debeshbhattacharyya4946
    @debeshbhattacharyya4946 Рік тому +11

    আমি একজন চুয়াত্তর বছরের বৃদ্ধ ভারতীয়, কোলকাতার বাসিন্দা। যৌবনে কোলকাতার ভালো ভালো অনেক নাটক দেখেছি। বর্তমানে এখানে নাটক বলে ভালো আর কিছু হয় না। তার মধ্যে হঠাৎ এই মধুর নাটক দেখে তৃপ্তি পেলাম। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল।

  • @ummyhabibasharmin2816
    @ummyhabibasharmin2816 4 роки тому +155

    গত এক দশকেও এরকম একটা নাটক দেখিনি। চোখের পানি আসলেই ধরে রাখতে পারিনি। অভিনেতা, নির্মাতা এবং পরিচালককে অসংখ্য ধন্যবাদ।

    • @mdimrankhankhan4048
      @mdimrankhankhan4048 4 роки тому

      Hm

    • @yasirabphanif560
      @yasirabphanif560 4 роки тому

      @Viz Dan Vvgvtt. 6

    • @manikhossen8203
      @manikhossen8203 4 роки тому

      সত্যি বলতে কি। দেখছি আর চোখ দিয়ে পানি যাচ্ছে।

    • @hamimhamim55
      @hamimhamim55 Рік тому

      আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটক

    • @JesusChrist-Gives-Eternal-Life
      @JesusChrist-Gives-Eternal-Life Рік тому

      আপনি কি জানেন যে ঈশ্বর আপনাকে ভালবাসেন? যীশু খ্রীষ্ট ঈশ্বর এবং ঈশ্বরের একমাত্র পথ। যীশু আমাদের পাপের জন্য মারা গিয়েছিলেন, কবর দিয়েছিলেন এবং আবার পুনরুত্থিত হয়েছেন যাতে প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাসী প্রত্যেকে স্বর্গে অনন্ত জীবন পায়। প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাস করুন এবং আপনি সংরক্ষিত হবে. জন 3:36💌💌

  • @ilovemuhammad23
    @ilovemuhammad23 5 років тому +411

    হতাশ হয়ো না!😍
    - আল্লাহ তোমাকে এতো বেশি দিবেন!😊
    - যা কল্পনাও করতে পারবেনা!❤

  • @roygamingno1919
    @roygamingno1919 5 років тому +381

    চার সুপারস্টার মিলে নাটক টা কে অসাধারণ করে তুলেছে অসাধারণ একটি নাটক আমার দেখা বেস্ট নাটক একমত হলে লাইক দিন প্লিজ আসুন আমরা সবাই মিলে মা বাবাকে মা শ্রদ্ধা করি আর আশ্রয় কেন্দ্রে না দি

    • @BAHARTC11
      @BAHARTC11 5 років тому +2

      রাইট

    • @nahimavlogcook884
      @nahimavlogcook884 5 років тому +2

      একদম ঠিক বলছেন ভাই

    • @waskuranimhia6310
      @waskuranimhia6310 5 років тому +2

      @@BAHARTC11 খুবই. ভালো নাটক দেখার মত

    • @BAHARTC11
      @BAHARTC11 5 років тому +1

      @@waskuranimhia6310 hmmm

  • @shammiakter8949
    @shammiakter8949 Рік тому +58

    চোখের পানি ফেলে নাটকটি দেখলাম।
    সত্যি হৃদয়স্পর্শী!!! যারা দুনিয়া ও আখেরাত দুই জায়গায়ই সেরা দূর্ভাগা শুধু তারাই বাবা-মাকে অবহেলা করে।

  • @pannaakterlipa7127
    @pannaakterlipa7127 5 років тому +372

    বলার মত কিছু নাই,,,
    শুধু বলবো খুবই অসাধারণ,,!!
    আম্মু &আব্বু তোমাদের অনেক মিস করতেছি,,,।।
    রাব্বি হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।’।।।

    • @iwanttobealoneiwanttobealo1748
      @iwanttobealoneiwanttobealo1748 5 років тому +1

      😂😂😂😂😂

    • @rstv1144
      @rstv1144 4 роки тому

      আমার জিবনের সেরা নাটক এটা।
      আমি যখন বড় ছেলে নাটকটা দেখি তখন অনেক কাদি আর আজ জখন এই নাটকটা দেখতাছি তখন আর ২চোখের পানি দরে রাখতে পারতেছিনা।
      আমার বাবা ১ বছর পূর্বে মারা গেছে আর মা আমাদের সাথেই থাকে।
      আমি আমার জীবনে দাদা, নানা কাউকেই দেখিনাই নানার আদর কেমন দাদার আদর কেমন জানিনা।

    • @farhanaakterjuli5738
      @farhanaakterjuli5738 3 роки тому +1

      @@iwanttobealoneiwanttobealo1748 pagol naki ...🙄 hasar ki ase ai khane ..😕

  • @এনামুলশুভ
    @এনামুলশুভ 5 років тому +158

    মোশাররফ করিম স্যার❤
    তাহসান স্যার❤
    তিসা ম্যাম❤
    মম ম্যাম❤
    -মাদ্রিদিস্তা বান্নাহ্ স্যার আপনাকে স্যালুট এই ঈদে আমাদের সেরা গিফট'টা উপহার দেওয়ার জন্য!❤❤

    • @mdjalal-cj6mm
      @mdjalal-cj6mm 5 років тому +2

      আসলে উনাদের কে স্যালুট

  • @সাপ্তাহিকতোলপাড়

    "আশ্রয় " শুধুই বলবো এভাবে না কাঁদালেও পারতে,সব মা-বাবার প্রতি রইলো হাজারো সালাম শুভেচ্ছা

  • @mdtanjinurdewan4041
    @mdtanjinurdewan4041 2 роки тому +20

    অনেক দিন পর মন ভরে কান্না করলাম। কতোটা সুন্দর ছিলো নাটকটি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। পৃথিবীর প্রতিটি সন্তানের উচিত এই নাটকটির শিক্ষা গ্রহণ করা, বাবা মার পাশে থাকা। অসংখ্য ধন্যবাদ এই নাটকের সকলকে।

  • @abusalymdnasim9225
    @abusalymdnasim9225 5 років тому +190

    চোখের পানি ধরে রাখতে পারলাম না।
    বড় ছেলের চেয়েও শ্রেষ্ঠ নাটক। দুর্দান্ত অভিনয়। দারুন গল্প।
    আর dislike দেয়া মানুষগুলো ব্রিদ্ধাশ্রমের জন্য অপেক্ষা করো

  • @maheswarhalder8741
    @maheswarhalder8741 3 роки тому +163

    আমি ভাবতেই পারি না এমন সুন্দর একটা নাটক হতে পারে। আমার ৬৫ বছর বয়সে এত ভালো নাটক কখনও দেখিনি। সমগ্র কলাকুশলীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

  • @md.habibullah3918
    @md.habibullah3918 5 років тому +303

    শেষ বয়সে যদি বৃদ্ধাশ্রমে যাওয়ার
    ইচ্ছা না থাকে
    তাহলে আপনার সন্তানকে
    কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন ahmin

    • @anikaakter8785
      @anikaakter8785 5 років тому +1

      Comment ta nokol korlen keno?

    • @arifhasan9119
      @arifhasan9119 5 років тому +1

      Take thanks deya dorkar copy korar jonne

    • @animeshbiswas458
      @animeshbiswas458 5 років тому +1

      Mullo ji ki karan porecho
      Manobikota thaka dorkar
      Bujlen moulobi saheb

    • @sharafatkhan5760
      @sharafatkhan5760 5 років тому

      দারুন সবার অভিনয় অসাদারন হয়ছে

    • @n7820
      @n7820 5 років тому +1

      Right

  • @MdSohel-es8cb
    @MdSohel-es8cb 2 роки тому +26

    নাটকটি দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি,,,মনের অজান্তে কান্না চলে আসলো মনটা বাবা মার পতি কেঁদে ওটছে বার বার, আমি একজন প্রবাসি,পৃথিবীর সকল বাব মা কে, হে আল্লাহ সুস্থতা ধান করো,,,আমার বাবা মার কোলে যেনো সুস্থতার সাতে যেতে পারি তাদের অপূর্ণতা কে যেন পূর্ণ করতে পারি, আমিন,, ধন্যবাদ পরিচালক কে এতো সুন্দর একটি নাটক আমাদের উপহার দেওয়ার জন্য👍❤️❤️

  • @lutforrahman4128
    @lutforrahman4128 5 років тому +2556

    শেষ বয়সে যদি বৃদ্ধাশ্রমে যাওয়ার
    ইচ্ছা না থাকে
    তাহলে আপনার সন্তানকে
    কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন

  • @DJBelalRB
    @DJBelalRB 5 років тому +147

    আমার দেখা ঈদুল আজহার সবচেয়ে সেরা নাটক এটি, (আশ্রয়)। অসাধারণ গল্প, সেরা ডিরেক্টর এন্ড টেলেন্ট সব সেরা অভিনেতা এই নাটকে কাজ করেছেন। আমার মতে নাটকটি ১০০% পুরুষ্কার পাওয়ার যোগ্য।❤❤ আপনারা কি বলেন.???😊😊😊

    • @ebfaadro8968
      @ebfaadro8968 5 років тому +1

      DJ Belal RB Matroto eid er 2din holo..baki 3din por bola jabe...

    • @smmaynul
      @smmaynul 5 років тому +2

      আমাদের বাংলা নাটিকে গত কয়েকবছর ভাল কাজের হাহাকার ছিল এই ঈদের কয়েকটা কাজ আমাদের পুরানো জৌলুস আবার ফিরিয়ে আনছে।

  • @kanijarafat1034
    @kanijarafat1034 5 років тому +54

    নাটক আসলে এমনই হওয়া উচিত। অনেক ইমোশনাল হয়ে গিয়েছি এ নাটকটা দেখে। বান্নাহভাই, তাহসান ভাইয়া, তিসা আপু, মম আপু, মোশারফ ভাই, আপনারা অসাধারণ একটা উপহার দিলেন এ নাটকের মূল থিমটা এতো সুন্দরভাবে তুলে ধরে। আমার নিজের বাবা নাই, আমার শুধু মা আছে, নিজের সর্বস্ব দিয়ে সারাজীবন মাকে আগলে রাখার চেষ্টা করবো❤ এটাই সেরা নাটক "আশ্রয়"❤

  • @gourchakraborty9927
    @gourchakraborty9927 Рік тому +84

    ইন্ডিয়া থেকে বলছি ....খুব ভাল লাগল ❤️ আবেগে খুব কাঁদলাম 😭😭 তবে বাবার অভিনয়ে ফজলুর রহমান কে দিলে আরো ভালো লাগত মনে হয় 🙏🏻🙏🏻

    • @kironahmed94
      @kironahmed94 Рік тому +1

      Right,, tobe onk valo hoyse kinto

    • @MdAktarHossain-d9q
      @MdAktarHossain-d9q 10 місяців тому

      humm vloi hto, tbe Mossarraf o vloi korce

    • @alamin4313
      @alamin4313 10 місяців тому +3

      আমার মনে হয় ৷ আপনি মোশারফ করিম কে চিনতে পারেননি। উনি যে কতো বড় মাপের অভিনেতা। যদি চিনতে চান তাহলে উনার আরো নাটক দেখা উচিত আপনার। উনার কনো বিকল্প নাই। ওকে

  • @hiralaljana6852
    @hiralaljana6852 5 років тому +70

    The best Bangladesshi natok I have ever seen... It made me cry... Lots of love...🇮🇳🇮🇳🇮🇳

  • @shahanaraakter3149
    @shahanaraakter3149 5 років тому +125

    নাটকটা দেখে খুবই ইমোশনাল হয়ে গেলাম.. এই নাটকটা প্রত্যেকের দেখা উচিত. তাহলে আর কোনো মা-বাবাকে বৃদ্ধাশ্রম যাওয়া লাগবে না।এই নাটকের মধ্যে অনেক কিছু শিখার আছে।

    • @user-SKAaksahy
      @user-SKAaksahy 5 років тому +1

      ঠিক বলছেন ভাই।

    • @firdausahmed128
      @firdausahmed128 2 роки тому

      ইসলাম ও নৈতিক শিক্ষা প্রয়োজন। শুধু নাটক দেখে জীবন বদলায় না।

  • @heeramusicpro3921
    @heeramusicpro3921 4 роки тому +263

    বড় ছেলে নাটক দেখে কাদি নি.....
    কিন্তু এই গল্পটি দেখে অনেক কেদেছি......
    আসলেই এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর নাটক,বেস্ট নাটক ছিলো।

  • @user-hd1
    @user-hd1 2 роки тому +57

    নাটকের ফিনিশিং টা এত্ত সুন্দর হবে তা আশা করিনি...সত্যিই পরিচালক প্রশাংসার দাবিদার।💜

  • @biswajitdutta75
    @biswajitdutta75 5 років тому +194

    আমি একজন ভারতীয় বাঙালি,
    আমার প্রিয় অভিনেত্রী অভিনেতা
    তিশা মোসারফ করিম
    পরিচালক কে ধন্যবাদ এই রকম অসাধারণ একটি নাটক উপহার দেবার জন্য।
    তিশা---৪৪০
    মোসারফ--৪২১
    দুজনের ৮০০ উপর নাটক দেখা হয়েগেছে
    আরও দেখার অপেক্ষায় রইলাম

    • @mohammadshahadat9351
      @mohammadshahadat9351 5 років тому +2

      India থেকে ভালো না ভাই

    • @mdjelhok1173
      @mdjelhok1173 5 років тому +1

      Tq

    • @trishasworld489
      @trishasworld489 5 років тому +1

      Biswajit Dutta oi

    • @md.mainulislamrumel1796
      @md.mainulislamrumel1796 5 років тому +8

      Biswajit Dutta ধন্যবাদ আপনাকে বাংলাদেশের নাটক পছন্দ করার জন্য। খুব ভালো লাগে যখন দেশের কোন বিষয়ে ভিন্ন দেশের কোন ভাই বন্ধুর প্রশংসা দেখি।

    • @ইমরানমাহামুদুল-প৯ধ
      @ইমরানমাহামুদুল-প৯ধ 5 років тому +3

      আমন্ত্রন ভাই ।

  • @mdparvezali8028
    @mdparvezali8028 5 років тому +121

    বান্নাভাই, তিসা আপু, তাহসান ভাই,মোশারফ ভাই, মমো আপু,ছোট মা মনিটা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কাজ উপহার দেয়ার জন্য।

    • @aminovi9141
      @aminovi9141 5 років тому +2

      ৫ বার দেখেছি।শতবার দেখলেও মনে হবে দেখা শেষ হবে না

    • @rifatrif6739
      @rifatrif6739 5 років тому +3

      Best Eid drama.
      3rd time dekchi

    • @MDShahin-zm7zz
      @MDShahin-zm7zz 5 років тому +1

      অবশেযে চোখের পানি আর দরে রাখতে পারলাম না।

  • @iccheshart353
    @iccheshart353 5 років тому +126

    বান্নাহ ভাই,তাহসান,মোশাররফ করিম,মম,তিশা আপু আপনাদের কোন পুরষ্কার লাগবেনা, আপনারা অনেক মানুষকে বিবেক জাগিয়ে চোখের পানি উপহার পেয়েছেন। 😍

  • @shimantosarkar983
    @shimantosarkar983 2 роки тому +26

    আজ সন্তান হয়ে নাটক টি দেখলাম।যদি বেঁচে থাকি আগামী ৫০ বছর পর বাবা হয়ে আবার নাটকটি দেখবো।জানি না তখন কি রকম পরিস্থিতিতে থেকে দেখবো❤️
    অন্যান্য নাটকের Concept থেকে অনেক আলাদা একটি বাস্তবসম্মত একটি নাটক।সাথে ভালোবাসার অভিনেত্রীদের অভিনয় আরও বেশি মন কেড়েছে❤️❤️❤️

  • @bartatv6483
    @bartatv6483 5 років тому +135

    তাহসানের অভিনয় ভালো লাগলে লাইক দিয়ে জানিয়ে যান👍👍👍

  • @sayedanwar4644
    @sayedanwar4644 4 роки тому +201

    দর্শকদের মনে ঢুকার জন্য নাটক,মুভিতে জামা কাপড় খুলতে হয় না।
    ভালো গল্প হলে মানুষের মনে এমনেই ঢুকতে পারবেন।এই নাটক সেটার প্রমান স্বরূপ রয়ে যাবে।

    • @rahatislam2252
      @rahatislam2252 4 роки тому +1

      Dik bolesen 👍

    • @flpsomratshahadat4875
      @flpsomratshahadat4875 4 роки тому +1

      yes

    • @sayedanwar4644
      @sayedanwar4644 4 роки тому +1

      @@rahatislam2252 ধন্যবাদ।

    • @susmitaghosh6710
      @susmitaghosh6710 4 роки тому +1

      Asroy........ekti...oshamanyo presentation......opurbo barta dilo.
      Manush jokhon e dhoroner natak dekhbe takhon taader moddhey chetanar urdhayon hobe......Neeti.katha.porre baa suneo subho buddhir jagaran hoy naa.
      Amar antorik obhinandan janalaam puro teamke.
      Kolkata theke Dr. Susmita Ghosh.

    • @sayedanwar4644
      @sayedanwar4644 4 роки тому +2

      @@susmitaghosh6710 ধন্যবাদ আপু আপনাকে।আপনার জন্য শুভ কামনা রইল,সবাইকে নিয়ে ভালো থাকুন বাংলাদেশের পক্ষ থেকে দোয়া রইল।

  • @foysalchowdhury323
    @foysalchowdhury323 4 роки тому +37

    বহুদিন পর এত সুন্দর ও বাস্তব জীবনে একটি নাটক উপভোগ করলাম, আমার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে।ধন্যবাদ লেখক, পরিচালক, ও নাটকের সকল সম্মানিত অভিনয় শিল্পী ও কলাকৌশলি সকলকে।

  • @jeetdey4769
    @jeetdey4769 Рік тому +22

    সত্যিই কথা বলছি মোশাররফ করিম স্যারের নাটক গুলো দেখলে মন প্রান খুশিতে ভালো হয়ে যায় ☺️ আমি একজন ভারতীয় কলকাতায় থাকি এবং আমি মোশাররফ করিম স্যারের অনেক বড়ো ফ্যান ❤ বাংলাদেশের নাটকের রাজা ও জাত শিল্পী অভিনেতা মোশাররফ করিম স্যার 🙏

  • @pollabahmed4144
    @pollabahmed4144 5 років тому +53

    তাহসান অভিনয়ের কথা সত্যি আলাদা করে বলতেই হয়.. এক কথায় অনবদ্য। প্রিয় মোশারফ করিম ও মম এই গল্পের প্রাণ। এই নাটক তাদের ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারছিনা।

  • @MahmudulHasan-ep7os
    @MahmudulHasan-ep7os 5 років тому +97

    গত কয়েক বছরের বস্তাপচা নাটকের মাঝে একটা ভালো নাটক দেখলাম। সবার অভিনয় খুব ভালো লেগেছে। মোশাররফ করিম যদি এভাবে নিজের ওয়েট বুঝে কাজ করতো!!!!

  • @jobaiernazir313
    @jobaiernazir313 5 років тому +149

    প্রিয় মোশাররফ করিম।।
    আপনার কাছে এরকম বাস্তব চরিত্র দেখতে চাই।।।আপনি ছাড়া কারো সাথে এসব চরিত্র যায় না।।।
    দয়া করে সস্তা নাটক(গল্প) গুলো থেকে দূরে থাকবেন।।প্লিজ আপনি প্রত্যাক্টা নাটক এর আগে গল্প গুলো পড়ে নিবেন।।।
    অধিকার এর জায়গা থেকে বলতেছি-আপনি চাইলে সস্তা কমেডিয়ান হতে পারেননা।।
    কারণ আপনি আমাদের সম্পদ।।

    • @rumanahmed9932
      @rumanahmed9932 5 років тому

      সহমত

    • @ashiqurrahman7314
      @ashiqurrahman7314 5 років тому

      একমত।

    • @sadaqahjariyah1699
      @sadaqahjariyah1699 5 років тому

      ekmot💙

    • @saddamhossen8552
      @saddamhossen8552 5 років тому +2

      Tit for tat, এরা ও হয়তো বা একাটা সময় তাদের বাবা মায়ের সাথে এমন টা করেছে, তাই হয়তো তারা আজ suffer করতেছে। আরে ভাই সমাজ কিভাবে বদলাবেন? আগে যদি নিজে না বদলান?

    • @mdimtiaj4731
      @mdimtiaj4731 5 років тому

      মনের কথাটা বললেন 😍😍

  • @sumaiyaalamgir9108
    @sumaiyaalamgir9108 Рік тому +30

    আজকে ইউটিউবে স্ক্রল করতে করতে হঠাৎ এই নাটক টা সামনে আসলো 🙂 পুরো নাটক দেখা চলাকালীন চোখ দিয়ে শুধু পানি পড়ে গেলো🥺 হয়তো নিজের অজান্তে🙂🥺
    মা-বাবা হচ্ছে মূল্যবান জিনিস,,এটা হারাতে দিয়েন না কেউ🥺❤️
    নাটকটা এক কথায় অসাধারণ ❤️❤️

  • @SalmanAhmed-bw7jj
    @SalmanAhmed-bw7jj 5 років тому +195

    আমার দেখা ২০১৯ এর সেরা নাটিকা যা দেখে জাতি অনেক সচেতন হবে আমার আপনার সবার দাবি আশ্রয় ২য় পর্ব চাই কে কে চান লাইক দিয়ে জানিয়ে দেন

  • @TuanPham-vu6fb
    @TuanPham-vu6fb 5 років тому +83

    শুধু নাটক দেখে ইমোশনাল হয়ে কান্না করলে হবে না। নাটকে তাহসান-তিশা যে মহানুভবতা দেখিয়েছে আমাদের সামর্থ্য থাকলে সেটা বাস্তবে করতে হবে।
    আর অসংখ্য ধন্যবাদ তাহসান ভাই, মোশাররফ ভাই, তিশা আপু, মমো আপু আর সেই ছোট্র মেয়েটিকে এতো সুন্দর নিখুঁত অভিনয়ের জন্য। ❤💞
    তার সাথে ধন্যবাদ জানাই আমার অতি প্রিয় পরিচালক বান্নাহ ভাইকে। আসলে উনার চিন্তাধারা এমনই। একজন সত্যিকারের ভালো মানুষ। ❤

    • @rubelhossain273
      @rubelhossain273 4 роки тому

      তিশা মোশাররফ করিম কে বাবা বলে ডাকে আর তাহার ও

  • @Hasanikbal101
    @Hasanikbal101 5 років тому +90

    এমন নাটকই হওয়া উচিত। আজকাল কিসব নাটক হচ্ছে... কোন কাহিনী নাই, মেসেজ নাই, সমসাময়িক কোন বিষয়ের চিহ্ন নাই...
    অনেক ভাল কাজ হয়েছে এটা। ধন্যবাদ, বান্নাহ সাহেব, এরকম একটা ভাবনার জন্য.

    • @aminovi9141
      @aminovi9141 5 років тому +1

      বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে।অসাধারণ অভিনয়,অসাধারণ কনসেপ্ট

    • @ArifKhan-vx4oq
      @ArifKhan-vx4oq 5 років тому +1

      Yes

    • @rifatrif6739
      @rifatrif6739 5 років тому +1

      R8

  • @santanupaul5421
    @santanupaul5421 Рік тому +24

    অনেক বছর পর এমন একটি পারিবারিক নাটক দেখলাম সত্যি মন ভরিয়ে দিল। প্রত্যেকের অভিনয় অভাবনীয়।এই নাটক দেখতে দেখতে কখন যে চোখে জল এসে ছিল বুঝতে পারিনি। আমার অনুরোধ আরো এরকম পারিবারিক নাটক দেখতে চাই।🙏🙏🙏🙏🙏🙏 পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পাল

  • @md.mazharulhannan2863
    @md.mazharulhannan2863 5 років тому +87

    কান্না থেমে রাখতে পারলাম না,,এত আবেগ দিছে এই নাটকে,,
    আমাদের প্রত্যেক ছেলে মেয়েদের এই নাটকটা দেখা উচিত/ শেখা উচিত....

    • @mdfarukmunna7390
      @mdfarukmunna7390 4 роки тому

      Hm akdom thik bolco

    • @diporeja8687
      @diporeja8687 4 роки тому

      হুম ভাই আসলেই চোখের পানি ধরে রাখতে পারলাম না। মা বাবাই আমাদের সব চাইতে আপন জন

  • @anybd8304
    @anybd8304 4 роки тому +323

    সত্যিই অসাধারণ সৃষ্টি ।
    পুরো টিমকে ধন্যবাদ।
    ২৫-০৯-২০ এর পর যারা দেখছেন
    একটা লাইক দিয়ে যান।

  • @amarbangladesh1543
    @amarbangladesh1543 4 роки тому +134

    নাটক টা দেখার পর বুঝলাম এই পৃথিবীতে মা, বাবার মতো আপন জন আর কেউ নেই,,,আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আমার মা,বাবার সেবা করবো।

    • @alamhasan019
      @alamhasan019 3 роки тому

      Natok ta dekhar por bojte parsen ma baba ki ..er sge bojennai ei kon doroner kotha bollen..

    • @mdsohagmia8230
      @mdsohagmia8230 3 роки тому

      শিক্ষামূলক নাটক

    • @kgflover1420
      @kgflover1420 3 роки тому

      কথার উপর অভিচল থাকার চেষ্টা করবেন

    • @moriomnor2783
      @moriomnor2783 3 роки тому

      মমকে তিশা যখন মা ডাকে নাইছ লাগে

    • @mdshahnawazsk9876
      @mdshahnawazsk9876 3 роки тому

      আমিন

  • @momtazakterjuthe6601
    @momtazakterjuthe6601 Рік тому +14

    কে কে আশ্রয় part 2 চান? লাইক করে জানান।

  • @faisalabedin843
    @faisalabedin843 5 років тому +1920

    বাচ্চাটাও নিখুঁত অভিনয় করেছে। বাচ্চাটার জন্য একটা লাইক । যারা ডিসলাইক দিয়েছে তাদের আত্মার শান্তির জন্য নীরবতা কামনা করি।
    faisal, India

    • @md.yeasinarafat8746
      @md.yeasinarafat8746 5 років тому +4

      Bi very ,♡˖꒰ᵕ༚ᵕ⑅꒱nic ..jabona Boro somman holo Baba ..ma..are ..AMR Baba jonmar pora AMR dada ..dadie ke Pai no tai bojaie Baba ..mar koto kosto ..tai Amra jode baca taki ta hola baba ma r Saba kora jabo

    • @tashfiatohfa836
      @tashfiatohfa836 4 роки тому +1

      faisal abedin I’ve ergbgffdjkllllh. JH. Vbbjnnkk

    • @tanziladia1700
      @tanziladia1700 4 роки тому +2

      Dyia

    • @kaifmahamood3447
      @kaifmahamood3447 4 роки тому +1

      Thanks Faisal, you are right, from Bangladesh from Dubai

    • @mdmoinul1629
      @mdmoinul1629 4 роки тому +1

      🤣🤣🤣

  • @yousufbhuiyan3594
    @yousufbhuiyan3594 5 років тому +454

    আজ থেকে আমরা পাচঁ ওয়াক্ত নামাজ পড়বো বলেন সবাই ইনশআল্লাহ,

    • @tariqurrahman6527
      @tariqurrahman6527 5 років тому +11

      Yousuf kisher modde ki.namaz k hasir bishoy baniyen na.pls

    • @johnmahabub990
      @johnmahabub990 5 років тому +10

      আপনাদের কি নূন্যতম জ্ঞানবোধ নাই, কিসের মধ্যে কি কমেন্টস করেন। আপনারা প্রচুর ধার্মিক আর জগত সংসারের সবাই নাস্তিক, নাকি? ফেসবুকের পর এবার ইউ টিউব টারেও কলুষিত করতে চলে আসছেন।

    • @tariqurrahman6527
      @tariqurrahman6527 5 років тому +3

      @Asif Offical 10000%right bolchen.we r practical Muslim but why after watching natok.this site for just recreation not nosihot or boyan.ata dhara amader nichu moner prokash hoy.

    • @tariqurrahman6527
      @tariqurrahman6527 5 років тому +2

      @@johnmahabub990 100%right bolchen.

    • @noobediting3504
      @noobediting3504 4 роки тому

      Sob nastiker dol....koyta liker lov a era eisob koire beray...,

  • @AbidHasanRifat
    @AbidHasanRifat 5 років тому +118

    মাত্রই দেখা শেষ করলাম টিভিতে। অনেক ইমোশনাল ছিল নাটকটা।
    ধন্যবাদ 'আশ্রয়' এর পুরো টিমকে 😍

  • @burhanuddin5838
    @burhanuddin5838 Рік тому +8

    এজন্যই বাংলা নাটক এত ভালো লাগে। বাস্তব চিত্রগুলো এত সুন্দর ভাবে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলে। আমি নিজেও ছোট বেলায় মাকে হারিয়েছি,ইচ্ছে থাকলেও দোয়া করা ছাড়া মায়ের জন্য কিছুই করতে পারিনা। নাটকটা দেখে অনেকক্ষণ কেঁদেছি। আমার মা নেই ইচ্ছে থাকলেও কিছু করতে পারছি না,অন্যদিকে যাদের মা বেচে আছে তারা তাদের দায়িত্ব পালন করছে না। পরিচালককে অনেক ধন্যবাদ বাস্তব চিত্র তুলে ধরার জন্য। যারা অভিনয় করেছে তাদেরকেও ধন্যবাদ,নিজেদের সেরাটা দিয়ে অভিনয় করেছে। পরিশেষে সব সন্তানেরা যেন বাবা মাকে আশ্রয়হীন না করে সেই অনুরোধ করছি। যার বাবা মা নেই সেই বুঝে, এই না থাকার কষ্ট।

  • @Emotioncration
    @Emotioncration 5 років тому +83

    এই নাটকটার ভিতর শুধু বাবা মাকে miss করে না আমাদের যাদের দাদা দাদি মারা গেছে তাদের কথা মনে করিয়ে দায়৷ আজ আমার দাদা-দাদির কথা অনেক মনে পড়ছে
    ধন্যবাদ নাটক টা এত সুন্দর ভাবে গল্পটা তৈরি করার জন্য৷

  • @সত্যকথাতিতাহয়

    নাটকটা দেখার পর একজন অমানুষও যদি তার মা বাবাকে বৃদ্বাশ্রম থেকে ফিরিয়ে আনে, তবেই এই নাটক সার্থক।

  • @sylhetexpress143
    @sylhetexpress143 5 років тому +123

    আমাদের ইদানীং এর নাটকগুলা অনেক সুন্দর ও শিক্ষনীয়।
    বান্নাহ ভাই আসলেই অনেক মেধাবী ও ক্রিয়েটিভ।
    এরকম নাটক বানালে আবার মানুষ বাংলা নাটকে ফিরে আসবে।

  • @farhanislamfarabi-it1ln
    @farhanislamfarabi-it1ln 9 місяців тому +7

    নাটকটি দেখে কমেন্ট না করে থাকতে পারলাম না,,
    নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কান্না করেছি,,
    আমার লাইফে দেখা সবচাইতে বেস্ট নাটক,,
    অভিনয়টা জাস্ট অসাধারণ ছিলো,,,😢😢

  • @protapkumar5906
    @protapkumar5906 3 роки тому +125

    সমাজ বদলে দেওয়ার মত একটি নাটক,শিক্ষানিয় একটি নাটক দেখলাম! অসম্ভব সুন্দর, এমন নাটক আরো চাই জাতি!

  • @ahnafaayash9815
    @ahnafaayash9815 5 років тому +252

    অসাধারণ হয়েছে, শেখার মত অনেক কিছুই ছিলো। এইসব নাটক যদি Award না পায় তবে ভেবে নেবো যারা জুরি বোর্ডে বসে তারা হল ঘুস খোর!!

    • @aminovi9141
      @aminovi9141 5 років тому +2

      এক্সাক্টলি এই নাটক এবারের বেস্ট নাটক হওয়া উচিত।

    • @rifatrif6739
      @rifatrif6739 5 років тому +2

      Best Eid drama

    • @mdshobuj6700
      @mdshobuj6700 5 років тому +2

      Right bro
      The Best golpo

    • @mustafakamal9107
      @mustafakamal9107 5 років тому +1

      @@rifatrif6739 অসাধারণ নাটক

    • @Alihasan-it7fv
      @Alihasan-it7fv 5 років тому +1

      সেরা নাটক হবে

  • @mdronyhassan1916
    @mdronyhassan1916 3 роки тому +119

    চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি ভাগ্যবান যে আমার মা বাবা আছে। পরিচালক সহ সকল অঅভিনয়শিল্পী দের অসংখ্য ধন্যবাদ। ❤️❤️❤️

  • @Dream11330
    @Dream11330 Рік тому +15

    আমি ইন্ডিয়া থেকে বলছি এই নাটক টা সব নাটকের উপরে থাকবে,সর্বকালের সেরা নাটক ।

  • @foysalmahamud
    @foysalmahamud 5 років тому +224

    ছোট মেয়েটি এত সুন্দর অভিনয় করে একবারের জন্য মনে হয় না সেই অভিনয় করতেছে, মনে হয় পুরোই বাস্তব ❤❤😘😘

    • @tanhabinrahidhaly9036
      @tanhabinrahidhaly9036 5 років тому +2

      কিছু বলার অসাধারন

    • @MehediHasan-mn9qx
      @MehediHasan-mn9qx 5 років тому +2

      Supper acting

    • @MdSohelRana-nn2gw
      @MdSohelRana-nn2gw 5 років тому +1

      Right brother

    • @rujiakter262
      @rujiakter262 3 роки тому

      রাইট

    • @mdmurad3590
      @mdmurad3590 3 роки тому +1

      ছোট বেলায় দিঘি ও ভালো অভিনয় করতো,, বেঁচে থাকলে দেখবো ইনশাআল্লাহ

  • @shahadatshahadat5920
    @shahadatshahadat5920 5 років тому +541

    ২০১৯ সালের সেরা নাটক
    মেরিল প্রথম অালো এ্যাওয়ার্ড টা তারাই প্রাপ্য ☺✌☺

  • @alihossan7900
    @alihossan7900 5 років тому +529

    ভিউয়ার বাড়ানোর জন্য জামা কাপুর খোলতে হয় না
    ভালো কাজের ভিউয়ার এমনেই বাড়ে

  • @sujataghosh3536
    @sujataghosh3536 9 місяців тому +5

    খুব কাঁদলাম ।মোমো সত্যিই প্রশংসার দাবি রাখেন।অন্যান্যরাও অসাধারণ।কলকাতার দর্শক।❤

  • @sarwarbabu2659
    @sarwarbabu2659 5 років тому +221

    মুহাম্মদ সঃ বলেছেন জান্নাত হারাম করা
    হয়েছে, কিছু মানুষের জন্য , তার মধ্য
    একজন যারা মা বাবা কে ত্যাগ করেছে ।

    • @aminovi9141
      @aminovi9141 5 років тому +1

      মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।বাবা মাকে কষ্ট দেওয়া ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেনা

    • @rifatrif6739
      @rifatrif6739 5 років тому

      ❤💞

  • @gazimostufa7161
    @gazimostufa7161 5 років тому +151

    পরিচালককে অনেক অনেক ধন্যবাদ,,,শিক্ষামূলক একটি নাটক উপহার দেওয়ার জন্য।।।

  • @zannatulferdous8717
    @zannatulferdous8717 5 років тому +72

    জানি নাটক দেখছি, তারপরও এত কেঁদেছি, কান্না আটকাতে পারিনি।
    ভালো থাকুক পৃথিবীর সব বাবা মা ❤

    • @farjanapinke3574
      @farjanapinke3574 5 років тому

      আমিও কান্না আটকাতে পারিনি। অনবরত শুধু চোখের পানি পড়ছিলো।

    • @rasedkhan9181
      @rasedkhan9181 5 років тому

      Zannatul Ferdous nice

    • @sabirhosen6642
      @sabirhosen6642 4 роки тому

      আপু তুমি আর। এটু লেখুন

    • @sabirhosen6642
      @sabirhosen6642 4 роки тому

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sabirhosen6642
      @sabirhosen6642 4 роки тому

      🌷🌷

  • @Zabir_Ibrahim
    @Zabir_Ibrahim Рік тому +3

    মাহবুবুর রশিদ বান্নাহ ভাই ধন্যবাদ❤
    চোখের পানি ধরে রাখতে পারলাম না।।
    শত বছর বেঁচে থাকুক বাবা মা গুলো যারা আমাদের এত বছর ধরে আগলে রেখেছে।।
    তাদেরকে যেন আগলে রাখার সময়টুকু আল্লাহ আমাদের দেয় (আমিন)

  • @muradchowdhary5270
    @muradchowdhary5270 5 років тому +402

    সন্তান কে প্রথাগত শিক্ষার পাশাপাশি নবীজি ( সাঃ) এর প্রেম শিক্ষা দিতে হবে, তাহলে আর যাই হোক সন্তান কোনদিন বাবা মা কে কষ্ট দিবেনা।

  • @এশকেমোহাম্মদ
    @এশকেমোহাম্মদ 5 років тому +62

    বান্নাহ্ ভাই, এ কেমন নাটক দেখাইলিরে ভাই!কতোদিন, কতো বছর, এমন সুন্দর গল্পের নাটক দেখিনিরে ভাই। বস্তা পচা প্রেমের নাটক দেখতে দেখতে একদম হাপিয়ে উঠেছিলাম,এমন সুন্দর সময়োপযোগী নাটক দেখে অনেক তৃপ্তি পেলাম।ধন্যবাদ বান্নাহ্ ভাই।ধন্যবাদ সবাইকে।

  • @smgazi9547
    @smgazi9547 Рік тому +29

    একেবারে বাস্তব মুখী অভিনয়। নাটক থেকে অনেক কিছু শিক্ষার আছে। কথায় অসাধারণ একটা নাটক ❤❤❤

  • @mdrahat339
    @mdrahat339 5 років тому +158

    রাসুল সাঃ বলেছেন """জান্নাত তোমার ঘরে ""
    মা -বাবা

    • @fokirecom8990
      @fokirecom8990 3 роки тому

      আলহামদুলিল্লাহ,,,

  • @mobarokhossain2517
    @mobarokhossain2517 5 років тому +832

    ২০১৯ সালের কোন নাটকে ভোট দিতে হলে "আশ্রয়"কে ই দিব৷

    • @cricfic
      @cricfic 5 років тому +2

      Eta tv natok na viii so vote o hobenaaa

    • @nazamuddin6200
      @nazamuddin6200 4 роки тому +5

      Mobarok Hossain ভাই,,,২০২০ সালে এই মহামারী করোনায় হোমকুয়ারেন্টাইন থাকা কালীন দেখলাম,,
      এক কথায় অসাধারণ,!!

    • @nazamuddin6200
      @nazamuddin6200 4 роки тому +4

      Mobarok Hossain এটা বড় ছেলে নাটক থেকে বেশি ভিউস ডির্জাভ করে,,!!

    • @badalrajbonshi9918
      @badalrajbonshi9918 4 роки тому

      Osm ak ta natok

    • @prabirghosh7952
      @prabirghosh7952 4 роки тому +1

      একদম ঠিক

  • @amarbangladesh1543
    @amarbangladesh1543 4 роки тому +79

    "মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই"
    'মায়ের মতো এই জগতে আপন কেউ নাই'
    দেখিলে মায়ের মুখ, দুর হয় সকল দুখ

  • @JOY_CHANDRA_ROY
    @JOY_CHANDRA_ROY Рік тому +38

    নাটকটি দেখে আমার চোখে জল চলে এসেছে এরকম নাটক তেমন আর দেখা যায় না এখন❤❤❤

    • @masumbillah3639
      @masumbillah3639 Рік тому

      Hmm

    • @JesusChrist-Gives-Eternal-Life
      @JesusChrist-Gives-Eternal-Life Рік тому

      আপনি কি জানেন যে ঈশ্বর আপনাকে ভালবাসেন? যীশু খ্রীষ্ট ঈশ্বর এবং ঈশ্বরের একমাত্র পথ। যীশু আমাদের পাপের জন্য মারা গিয়েছিলেন, কবর দিয়েছিলেন এবং আবার পুনরুত্থিত হয়েছেন যাতে প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাসী প্রত্যেকে স্বর্গে অনন্ত জীবন পায়। প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাস করুন এবং আপনি সংরক্ষিত হবে. জন 3:36

  • @1133557799farhad
    @1133557799farhad 5 років тому +76

    আমার দেখা সেরা নাটক! বাবা মা কে যদি বৃদ্ধাশ্রম থেকে ফিরিয়ে নিয়ে আসে কোন অমানুষ, তাহলে এই নাটক এর সার্থকতা হবে।

  • @mihirchakrabarti4855
    @mihirchakrabarti4855 4 роки тому +82

    এমন নাটক
    মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে
    পরিচালক আপনাকে অনেক ধন্যবাদ
    অসাধারণ একটা কাহিনী

  • @gautamsaha758
    @gautamsaha758 4 роки тому +72

    রক্তের সম্পর্ক না থাকলেও পরিবার গড়া যায় । একটা হৃদয়স্পর্শকর নাটক ।

  • @MofizMm
    @MofizMm 11 місяців тому +11

    কিছু বলার ভাষা নেই।।এমন নাটক যে তৈরি করেছে তাকে হাজারো স্যালুট

  • @banglavolume9955
    @banglavolume9955 5 років тому +121

    নাটকটা দেখলাম আর চোখ দিয়ে ঝর ঝরিয়ে পানি পরলো, আটকাতে পারলামনা।। জয় হোক মা-বাবার, জয় হোক মানবতার।

  • @abir925
    @abir925 5 років тому +455

    মেয়েটা পিচ্চি হলে ও অভিনয়টা মন ছুয়েদিল❤️❤️❤️

    • @outwitnaben4603
      @outwitnaben4603 5 років тому

      ariya aritra.. Osadharon acting korse

    • @sohelmiya9494
      @sohelmiya9494 5 років тому

      অনেক ভালো একটা নাটক শুধু কান্না আসে

    • @mujammelmujammel2973
      @mujammelmujammel2973 4 роки тому +2

      পিচচি মেয়েটার নাটক অনেক সুনদর

    • @mujammelmujammel2973
      @mujammelmujammel2973 4 роки тому +3

      পিচচি মেয়েটা পরের মেয়ে নাটকে অনেক ভাল অভিনয় করেছে

    • @mdmurad3590
      @mdmurad3590 3 роки тому +1

      ছোট বেলায় দিঘি ও ভালো অভিনয় করতো,

  • @Jaxturin
    @Jaxturin 5 років тому +122

    এই ঘুনেধরা পচনশীল সমাজের মানুষ গুলোর মনুষ্যত্ব যেখানে দিন দিন অবনতির দিকে সেখানে এই ধরনের মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি গল্প সমাজের অবক্ষয় রোধে কিছুটা হলেও সহায়ক হবে
    ধন্যবাদ পরিচালক সাহেবকে

    • @mohammadmoshahidmiah767
      @mohammadmoshahidmiah767 3 роки тому

      বাংলাদেশের নাটকের সাথে কোন তুলনা হয়না

  • @sayedkhair272
    @sayedkhair272 Рік тому +2

    চোখের পানি ফেলতে ফেলতে নাটকটি দেখলাম। নাট্যকারকে স্যালুট। অভিনেতা-অভিনেত্রীদের চরিত্র ধারণ এবং তা ফুটিয়ে তোলায় ১০০% মুন্সিয়ানা। অপূর্ব।

  • @aminulislamsohag293
    @aminulislamsohag293 5 років тому +200

    ৬ মাসে অধিক হল বাবাকে হারিয়েছি,মনে হয় জীবনের ছায়া দানকারি বটগাছটা হারিয়ে ফেলেছি,আজ বাবা নাই হাজারো সমস্যা এসে হাজির হয়েছে,আল্লাহ যেনো আমার বাবাকে জান্নাতবাসী করে..আমিন

    • @mithukhan8457
      @mithukhan8457 5 років тому

      Aminul Islam Sohag amin

    • @mdshiblu8842
      @mdshiblu8842 5 років тому

      Amin

    • @engr.md.shahnewaz4927
      @engr.md.shahnewaz4927 5 років тому

      Amin

    • @MehediHasan-gk8nw
      @MehediHasan-gk8nw 5 років тому +1

      amaro baba nai

    • @faysalahmed1788
      @faysalahmed1788 5 років тому +3

      আমি প্রাবাসে প্রবেশ করার ১ মাস পর বাবা কে হারিয়েছি, আজ তিন বছর হয়েছে বাবার মিসকল আসেনা, বাবার ফোনে কলও ঢুকেনা আর, আকাশের ন্যায় বিশাল ছাতাটার আশ্রয় পাবোনা তাই আর বাড়ি যেতেও ইচ্ছেও করেনা..

  • @anikahossain1592
    @anikahossain1592 5 років тому +43

    চোখের পানি আটকাতে পারিনি অনেক জায়গায়। আমার গর্ব হয় আমাদের দেশে এতো অসাধারণ নাটক নির্মাতা আছে আর আছে দক্ষ জাত অভিনেতা অভিনেত্রী।।। 💜💜💜💜

    • @mstmoni3337
      @mstmoni3337 4 роки тому +1

      Ami aponar sathe 1mot

    • @shopnilsagor290
      @shopnilsagor290 4 роки тому

      ভাই অজান্তেই পানি চলে আসছে

  • @aminovi9141
    @aminovi9141 5 років тому +244

    এবারের ঈদের সেরা নাটক নিঃসন্দেহে।মেরিল প্রথম আলো পুরষ্কার পাবে আশাকরি।👍আশ্রয় টিমের জন্য শুভকামনা

  • @akmnazrul5462
    @akmnazrul5462 2 роки тому +1

    হয়তো এ পর্যন্ত অনেক গল্প কাহিনি তৈরি হয়েছে নাটক সিনেমার জন্য, কিন্তু এমন মন কাড়া,ভালো লাগা, কাহিনি?!
    এমন সুন্দর গল্পের জন্য আপনারা অনেক অনেক, অনেক দিন বেঁচে থাকবেন কোটি মানুষের অন্তরে।
    ভালো থাকুন আমাদের জন্য।
    আর মোশাররফ করিম,তিশা -তাহসান? এদেরতো অভিনয় করতে
    হয়েছে বলে মনে হয় নি।

  • @mortuzamohammadhasan7861
    @mortuzamohammadhasan7861 5 років тому +187

    বিরতি হীন ৫ মিনিট কান্না করছি।আমি প্রবাসে থাকি এখানে থাকা অবস্থায় বাবা মারা যান শেষ বারের মতো মুখটাও দেখিনি।মানুষ কি করে পারে তাদের আশ্রমে রেখে আসতে!!😩😩😩😩😩😩

  • @somaiyahaque2290
    @somaiyahaque2290 3 роки тому +175

    মাস্টারপিস ❤
    আম্মুকে সাথে নিয়ে দেখলাম,,শেষ হবার পর জিজ্ঞেস করলাম ১০ এ কত দিবা রেটিং? আম্মু বলল,,১০ এ ২০ ❤

    • @mohammadtofazzalhossain7537
      @mohammadtofazzalhossain7537 3 роки тому +2

      আশা করি ভবিষ্যতে ও ভালো থাকবেন ও বাবা মার কেয়ার করবেন

  • @sampadghosh2922
    @sampadghosh2922 5 років тому +54

    ....... RESPECT.
    বেচেঁ থাকুক বাবা মা, বেচেঁ থাকুক ভালবাসা। ধন্যবাদ “আশ্রয়” টিমকে।

  • @Rakib-nt9dd
    @Rakib-nt9dd Рік тому +13

    কাঁদতে চাই নি,,কিন্ত নাটক শেষ করার পর দেখলাম,বালিশ ভিজে গেছে।
    ধন্যবাদ নির্মাতাকে

  • @sujitroy627
    @sujitroy627 4 роки тому +36

    একটা কমেন্টস না করলে এই অসাধারণ নাটকের নির্মাতা ও সকল কলাকুশলীদের অসম্মান করা হয়ে যাবে বলে আমার মনে হয়।
    এতো সুন্দর করে চরিত্রগুলি তুলে ধরা শুধুমাত্র মোশারফ করিম, মম, তাহ্সান ও তিশার জন্যই সম্ভব।
    আর ছোট্ট মিষ্টি অরিত্রার জন্য অনেক অনেক ভালোবাসা ও আদর।

  • @farhanaakterjuli5738
    @farhanaakterjuli5738 4 роки тому +100

    অনেক সুন্দর একটি নাটক ।ঐ সব লুতূপুতু নাটকের থেকে এসব বাস্তবধর্মী নাটক অনেক প্রয়োজন আমাদের সমাজে । ধন্যবাদ পরিচালককে।

  • @kaimulislam420
    @kaimulislam420 5 років тому +103

    খুব ভালো লেগেছে,২০১৯ সালে দেখা সেরা নাটক,সবার ১বার হলেও নাটকটি দেখা দরকার।
    ধন্যবাদ : তাহসান ভাই
    তিশা আপু, মোশারফ করিম
    শিশু শিল্পী অরিত্রা কে

    • @sharuarhossenlikhon7352
      @sharuarhossenlikhon7352 5 років тому +1

      Onk onk sundhur ekta natok

    • @shahanaaktar3437
      @shahanaaktar3437 5 років тому

      মা বাবাকে পেয়ে ও যারা সন্মান করেনা,তাদের দেখা দরকার, যদি একটু হলেও বুজে

    • @mdmajidul1978
      @mdmajidul1978 5 років тому

      অনেক ভালো লাগছে অনেক

    • @ইমরানমাহামুদুল-প৯ধ
      @ইমরানমাহামুদুল-প৯ধ 5 років тому

      প্রশংশা করলে কম হয়ে যাবে তাই প্রশংশা করলাম না ।

  • @aminaakhi1820
    @aminaakhi1820 11 місяців тому +1

    উদিত হবার যে বোধোদয় তা উদয় না হয়ে আর থাকার কথা না। যুগোপযোগী ও সেরা ছিল। পরিচালক সহ এ নাটকের সাথে নিয়োজিত সকলকে জানাই স্বনামধন্যবাদ।

  • @khanstudio247
    @khanstudio247 5 років тому +72

    এই ধরনের নাটক দরকার,ধন্যবাদ 'আশ্রয়' এর পুরো টিমকে।নাটকটি সত্যি আসল ভালবাসার নাটক..

  • @raselautomobile1213
    @raselautomobile1213 5 років тому +44

    আমার কান্না ধরে রাখতে পারলাম না।
    মোশাররফ ভাই,তাহসান ভাই,তিশা ও মম আপুর অভিনয় দারুন হয়েছে। এরকম নাটক প্রথম দেখলাম,যা ব্যাক্তিত্বে নারা দিতে পারে। ধন্যবাদ টিম কে।

  • @islamicbtv9980
    @islamicbtv9980 5 років тому +119

    "ইসলামী শিক্ষা মুসলীম জাতির মেরুদন্ড" তাই সকল শিশুকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া উচিৎ।

  • @md.aliazomsiddike9320
    @md.aliazomsiddike9320 2 роки тому +6

    নিজের অজান্তে চোখের পানিটা চলে আসচ্ছে, এই নাটক টা দেখে এত কান্না করছি বলার বাহিরে, দোআ করি পৃথীবির সকল বাবা মা যেন সুস্থ থাকেন,

  • @sumonsazid6869
    @sumonsazid6869 4 роки тому +62

    সবার প্রতি অনুরোধ, শুধু এখন দেখলাম আর সময়ের সাথে সাথে আবার সব ভুলে গেলাম এমনটা যেন না হয়।
    দয়া করে আমরা প্রতিটি সন্তান মা বাবার প্রতি যত্নবান হই, তাদের মূল্যায়ন করতে শিখি সুখে দুঃখে মা বাবাকে আগলে রাখার সর্বচ্চো চেষ্টা করি। আল্লাহ যেন এই একটি অপরাধের কারনে আমাদের নেক আমল গুলো অগ্রহন যোগ্য না করেন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম জ্ঞান দান করুন, আমিন

    • @salauddin4909
      @salauddin4909 4 роки тому

      thank you...dada musarof korim. part...২ well Come....