ভারত থেকে । বড়োই অদ্ভুত । আপনি অসম্ভব কঠিন একটা জীবনকে এতো সুন্দর করে গড়ে তুলেছেন যেটা পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে মেয়েদের জন্যে একটা শিক্ষার বিষয় হোয়ে গেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
তিনি এমন একজন ভালো ডাক্তার (রেজাউস সাত্তার) আমার Husband একবার গেলেন উনাকে দেখাতে। আমার husband কে অনেকখন পরীক্ষা করলেন।তারপর বললেন এইটা আমার সাবজেক্ট না আপনি অর্থপেডিক দেখান।উনি টাকাও ফেরত দিলেন। কখনও এইরকম আমরা দেখেনি যে ডাক্তার টাকা ফেরত দেয়। খুবই ভালো ডাক্তার।
আসলেই কন্যা সাহসিকা। আর কিছুই বলার নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় সমস্যার সাথে মোকাবেলা করার সৎ সাহস ও শক্তি দিক। সবশেষে নিজেকে অনেক ভালোবাসতে হবে। ♡♡♡♡♡
She’s wonderful personality, soft spoken and big thing is that she got a caring, helpful and understanding parents! May Allah bless her all the way! ❤️❤️❤️❤️❤️
আপু টা অনেক সচেতন, অনেক অবিজ্ঞতা সম্পন্ন, অনোকে দেখলাম উপদেশ দিতে, উপদেশ দেওয়া বলা অনেক সহজ, কিন্তু কিছু করে দেখানো অনেক কঠিন। শুভ কামনা রইল উনার জন্য।
আল্লাহ সুবহানাতায়ালা চেয়েছেন বলেই আপনি রোগ মুক্ত হয়েছেন। একমাত্র আল্লাহই আপনাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। ডাক্তারের নাম নেওয়ার পূর্বে অন্ততপক্ষে আল্লাহর নামটা একবার স্মরণে রাখুন। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন সব সময় দোয়া করি।
গানের জগতে arfin rumey সাথে ভালো রসায়ন ছিলো, অনেক ভালো কিছু গান ও করেছে, কিন্তু ব্যক্তিগত জীবন জানতাম না খেয়ার, আজকে জানলাম একজন সাহসী মেয়ে আপনি, প্রিয় শিল্পী খেয়া ভালো থাকুন, আমি চাই গানে আবার নিয়মিত হোন রুমির সাথে ❤
কিবরিয়া ভাইয়ার তারার রাতের এটা সবথেকে ভালো এপিসোড অামার কাছে মনে হয়। অনেক বছর থেকে অামি টেলিভিশন থেকে দূরে থাকলেও নিয়মিত গান শুনি। সেই সুবাদে খেয়া ম্যামের গলাটা অামি অাগে থেকেও চিনতাম। অসাধারণ গলা উঁনার। খুবই সুন্দর গায়কি। নায়িকাদের সাথে মানায় বেশ। তবে পর্দায় ওনাকে এখানেই প্রথম দেখলাম এবং তাঁর জীবনের নাটকীয় ঘটনাগুলি জেনে শরীরের সব লোম খাড়া হয়ে গেল। উনার কথাবার্তার কোয়ালিটি, উচ্চারণ ভঙিমা, অার শিক্ষাগত যোগ্যতা অামাকে চরম লেভেলের বিস্মিত করেছে। অাসলে শিক্ষা মানুষকে অনেকবেশী মার্জিত করে, যেটা খেয়া ম্যামকে দেখে অাবার অনুভব করলাম। সত্যি কথা বলতে কী, তাঁর প্রতি অামার অাকর্ষণ অারো বেড়ে গেল। এই না হলে বাপের বেটি!! অার উঁনার দেশ ত্যাগ করার ঘটনাটা অামাকে বেশ অালোড়িত করেছে। শুধু শিক্ষার প্রভাবে তিনি এমনটি ভাগ্যবতী হতে পেরেছেন। মৃত্যুর থাবা থেকে এভাবে ফিরে অাসা!! মাই গড। অাল্লাহ ওনাকে সুস্থ রাখুন। অাগে অামি শুধু উনার গলাটার সাথে পরিচিত ছিলাম, বাট এখানে তাঁর জীবনের এইসব ভয়ালো গল্প জেনে তাঁর প্রতি অামার শ্রদ্ধাবোধ বেড়ে গেল! গুছিয়ে সুন্দর করে কথা বলা, এতোটা শিক্ষিত, সুর ও সংগীতের মত একটি অাপেক্ষিক জগতে নিজেকে টিকিয়ে রাখা- সব মিলিয়ে উনি অন্য নারীদের থেকে অালাদা মাশাল্লাহ্। যোগ্যতা এমনই অাসলে। কিবরিয়া ভাইয়া অামার মোস্ট ফেভারেট একজন পার্সন, উনাকে ধন্যবাদ খেয়া ম্যামের মতন একজন ইন্টেলিজেন্ট পার্সনকে অামাদের মতো সাধারণ অডিয়েন্সের সামনে এভাবে এফুলজেন্ট করার জন্য। জানিনা খেয়া ম্যাম অামার কমেন্টটি দেখবেন কিনা! যদি দেখে থাকেন, অামার সালাম নেবেন অাপু.... অামার অন্যসব প্রিয় মানুষদের কাতারে অাপনাকেও এবার জায়গা দিলাম। ভালো থাকুন অার সুস্থ থাকুন। অাপনার বাচ্চাটার জন্য একবুক ভালোবাসা পাঠালাম। কল্পনায় কুড়িয়ে নেবেন অাশা করি!!!!
আমি আপনার কয়েকটা প্রগ্ৰ্যাম দেখেছি। সবগুলোই আকৃষ্ট করেছে আমাকে। কিন্তু গায়িকা খেয়া আমাকে মুগ্ধ করেছে। বয়সে আমার চেয়ে অনেক ছোট কিন্তু l salute her.অসাধারন তার মনের জোর ,মা আমার একেবারেই নেই। কি বলে শিল্পী সাহসী খেয়াকে আমার আন্তরিক ধন্যবাদ জানাব এবং আপনাকেও আমার জানা নেই।
উনার গান ভালো লাগে।হটাৎ ২০১৬র শেষদিকে যখন পত্রিকায় উনার ব্রেন টিউমারের নিউজ দেখেছিলাম তখন খুবই খারাপ লেগেছিল। আজকে উনার ট্রিটমেন্ট ও সুস্থতার কথা জেনে খুবই ভালো লাগছে।
She is such a brave person. Very eloquent. I have never seen her before, but now I am jet fan . May Allah bless her and give her more strength to live a healthy and successful life.
ডাক্তার রেজাউল সাত্তার।তার সম্পর্কে আমাকে বলতেই হবে।আমি সুচিত্রা গমেজ।দীর্ঘ বিশ বছর ধরে ইটালি বলোনীয়া শহরে বাস করছি আমার স্বামী সন্তান নিয়ে।আমার স্বামী হেনরি ডি কস্তা দ্বিতীয় বার Brain stroke করে 2019 সনে ৫ ই জানুয়ারি রোজ শনিবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে।সে একা ছিল বাংলাদেশে।ঐ দিন ফার্মগেইট সে একটা অনুষ্ঠানে বকৃতা দিতে তখন সে অসুস্থ হয়ে যায়।ফার্মগেইট থেকে স্কয়ার হাসপাতালে যেতে যতটুকু সময় লাগে এর মধ্যেই তার বমি হয়ে নাক মুখ দিয়ে অনেক রক্ত বের হয় খিচুনি দেয়।ডাক্তার রেজাউল সাত্তার রোগী দেখে সব কিছু চেক করে বলে দেয় যত শীঘ্র মাথায় অপারেশন করা।রোগীর কাছে ছিল তার ছোট দুই বোন ও আমার ভাইবোন।আমরা ইটালি থেকে সারাক্ষন ফোনে যোগাযোগ করছিলাম।ডাক্তার অপারেশন করেন।পরের দিন আমি আমার ছেলেমেয়ে সহ বাংলাদেশ যাই ও এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে চলে যাই।এক মাস ছয় দিন পর তাকে নিয়ে আমরা ইটালিতে চলে আসি।আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ডাক্তার রেজাউল সাত্তার।আমার স্বামী হেনরি ডি কস্তা কে দ্বিতীয় জন্ম দিয়েছে।দেশ থেকে সবাই বলেছিল যেন আমরা মন খুব শক্ত করে যাই তাকে হয়তো দেশে সমাধি করে আমাদের ফিরে আসতে হবে।আমার সেই স্বামী হেনরি ডি কস্তা কে ডাক্তার সাত্তার পুণর জন্ম দিয়েছেন।আরও বিস্তারিত জানাতে পারলে আমার ভাল লাগত।ডাক্তার রেজাউল সাত্তার আপনি দীর্ঘ দিন বেঁচে থাকেন ও হাজার হাজার মানুষের জীবন ফিরিয়ে দেন আমার কামনা ।
kheya...onek bochor por tmk dekhlam... Tmr life ar kothagolu vishon inspired korbe sobai k...vishon onopreronamoluk...sei Hsc te central Woman's a porar somoy tmk dekheci...amader College programme a vishon sundor nacher performance....sei hsc te dekheci...aj atto bochor por tmr kothagulo sunlam...onek valo thako korunamoyer kace sei pray kori...
চাঁদের জন্মের হয় কিছু দিন আলোতে আর কিছু আন্ধকারে, তারা জন্ম হয় শুরু থেকে জ্বলতে পারে। আসলে আপনি হলেন তারা, আর তারা মত জ্বলে থাকবেন। অসাধারণ ভালো লাগলো গল্পটা
Khub bhalo laglo Kheya' ke.... ki shohoj shabolil..... Bangladesher meye taroka raa ayto simple kore khub kom kotha bolte paren. May Allah keep her well and healthy.
Thanks Apu and kebria vai.Awesome platform to say anything about motivation of life but Apart from education, luck is also need to establish in anyone’s carrier 😥😥😥😥
ভাইয়া আপনার স্টুডিওতে যদি আমি একবার আসার সুযোগ পেতাম, তাহলে নিজেকে অনেক সোভাগ্যবান মনে করতাম। আসলে আমার, আমার মায়ের, আমার পুরু পরিবারের এতো এতো গল্প জড়িত আসে যা বুজার কেউ নেই😭😭😭😭
ওনি অনেক কিউট। যদি আল্লাহর রহমতের সন্ধান করে চলতো,আল্লাহ ওনার লাইফ কে মধুময় করে দিতো।কেন বুঝেনা,আল্লাহকে খুশি করে ইমান রেখে চলার চেষ্টা করলে আল্লাহ সবকিছু আনন্দে পরিনত করে দিতে পারে।
If I’m not wrong, মনে হলো কন্যা সাহসিকা একবার ও পরম করুনাময় আল্লাহ্ কে স্মরন করলো না তার পুরো জীবনের গল্পে। Shame on U! মানুষ তো দেখে শুনে ও শিখে । যদি ও কিবরিয়া ভাই তার সব পর্বে আল্লাহ কে মন থেকে স্মরন করেন!!! আলহামদুলিল্লাহ্।
রেজাউর ছাত্তার স্যারের জন্য ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করি স্যার যেনো সুস্থভাবে অনেক অনেক বছর বেঁচে থাকেন....কারণ আমাদের মতো সাধারণ মানুষদের জন্য তিনি ঈশ্বরের আরেক রুপ সেই সাথে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি....🙏🙏🙏❤❤❤
কিবরিয়া সাহেবকে অনুরোধ করব আমার লিখা কথাগুলি আপনার কন্যা সাহসিকার জন্য সুতরাং আশা করি আপনি ওনাকে পড়ে দেখার জন্য অবগত করবেন। ধন্যবাদ। কন্যা সাহসিকা মা মনি খেয়া, তুমি একদম আমার মেয়ের বয়সি। তাই তুমি করে বললাম আশা করি বিরক্ত হবেনা। দেখ মা তোমার গল্পটি ২ বার শুনেছি। এতে মনে হয়েছে তুমি সত্যিই সাহসী এবং বুদ্ধিমতিও বটে। তবে হয়কি জানো মা মানুষ অনেক সময় নিজের বুদ্ধি বিবেচনা থেকে নিজের অজান্তেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাদ দিয়ে যায় কখনও সেটা ভেবে দেখার প্রয়োজন মনে করেনা। তুমিও ঠিক তাই করছ বলে আমার মনে হচ্ছে। আমি যে কথা বলব এখন এটা হয়তো তোমার মা ও বাবা এবং পরিবারের অন্য কেউ বলে থাকতে পারেন কিন্ত তেমন গুরুত্ব দিচ্ছনা। প্রথমতঃ তোমার রোগটি প্রতি ২ বৎসর পর ফিরে আসে। দ্বিতীয়টি বলার আগে তোমার কাছে প্রশ্ন তুমি কি মনে প্রাণে মুসলিম? যদি তাই হও অটুট বিশ্বাস রাখতে হবে মারা গেলে কবরে আজাব হবে এবং আখেরাতে বিচার হবে ভাল কাজে জান্নাত এবং খারাপ কাজে জাহান্নাম হবে। তা নাহলে সে মুসলিম হবেনা। দেখ মুসলিমদের আল্লাহর উপর নির্ভর করে প্রতিটি কাজ করতে হয় তখন পূর্ণ সফলতা আসে। আমি মনে করছি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন ফিরে আসার। আমি দেখছি তুমি অর্জন করেছ একজন মুসলিমা হয়ে বেঁচে থাকার জন্য মুল্যবান ডিগ্রি। তুমি চাইলে তারার রাজ্য থেকে বেরিয়ে এসে আল্লাহ(সু) তায়লা এবং রাসুল(সঃ) এর নির্দেশ মেনে সুন্দরভাবে স্বাবলম্ভী হতে পার এবং পরিবার নিয়ে সুখে থাকতে পার। জানি ঐ জগত থেকে বেরিয়ে আসা খুব সহজ নয় তবে চেষ্টা করে দেখ ইনসাল্লাহ সহজ হয়ে যাবে। ভেবে দেখ যা টাকা রোজগার করেছ প্রায় সবই তোমার অসুখের জন্য খরচ হয়ে গেছে। তাই বলছি মা ফিরে এসো ইসলামের পথে নামাজে সেজদায় গিয়ে বলো হে আমার প্রতিপালক প্রভূ আমার ভূল গুলি ক্ষমা করে দাও এবং আমাকে এই রোগ থেকে সুস্থ করে দাও আমি নিরোগ দেহে বাঁচতে চাই। আল্লাহই একমাত্র পারেন তোমাকে সম্পূর্ণ সূস্থ করতে। মনে রেখ আল্লাহ না চাইলে পৃথিবীর কোন ডাক্তারই তোমাকে সম্পূর্ণ সুস্থ করতে পারবেনা। জানিনা আমার উপদেশগুলি তোমার ভাল লাগছে কিনা তবে বললাম উপযাচক হয়ে। একদিন তার প্রমাণ অবশ্যই পাবে। আমার বিশ্বাস আল্লাহ তোমাকে ভাল বাসেন তাই ২ বারই তোমাকে ফিরে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহ না করুন যদি ৩য় বার একই সমস্যা হয় তখন কি হতে পারে ভেবে দেখেছ? সুতরাং ভেবে দেখ আমার কথাগুলি আশাকরি সুখী হবে, ইনশাল্লাহ রোগমুক্ত জীবন ফিরে পাবে। রাগ করনা মা মনি তোমাকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে যায় আমারও একটিই মেয়ে ছিল।
Zea 57 assalamu alaikum, anti kmon asan. ? Masa allah kob sondor opodash diyasan.allah apner valo rakok doya kori. Anti apni kothai thakan. please don t mind.mona koso niban na please
@@mohamedharun4996 I am living in Chittagong. I am an uncle not anti. Thank you very much for your message & interest about my message to Konna Shahoshika. Almighty bless her.
অনেক ভাল লাগলো। তবে সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিৎ ছিল। যা কিবরিয়া ভাইও আল্লাহকে স্মরণ করে থাকেন কথার মাঝে মাঝে। যাইহোক আপনার জন্য শুভকামনা।
সেটা আমি লিখে দিয়েছি উপরে।বাংলাদেসেহের লকেদের ইসলাম ধর্ম নিয়ে পরাশুনা করে না ,অন্য কথায় তাদের ধর্ম জ্ঞান খুব কম সেটা টে বাংলাদেশে র সমাজে অনেক প্রব্লেম সৃষ্টি করেছে ।
খেয়া আমাদের কলেজের সব প্রোগ্রামে অংশগ্রহণ করত।যেকোনো অনুষ্ঠানে পারফরম্যান্স করার জন্য খুব ভালোভাবে নিজেকে তৈরি করত।সেক্ষেত্রে কাবেরী ম্যাডাম অনেক সহায়তা ও গাইড করতেন। কলেজের প্রোগ্রামে কোনো আর্টিস্ট গেস্ট আসলে তাদের সঙ্গে কথা বলার জন্য খেয়াকে ছুটতে দেখেছি। শাকিলা জাফর আমাদের কলেজেরই স্টুডেন্ট ছিলেন। সুবীর নন্দী, তপন চৌধুরী, আলম আরা মিনু,সুজিত মোস্তফা এদের সাথে কাবেরী ম্যাডামের সাথে সুসম্পর্ক থাকায়, কলেজের প্রোগ্রামে ম্যাডামের আমন্ত্রণে তারা আসতেন।খেয়াকে খুব চুপচাপ দেখতাম। আজ বুঝতে পারলাম কেন তখন ফাইনাল এক্সামে ড্রপ হয়েছিল। আসলে ও তখনই খুব কঠিন সময় পার করছিল।বিয়ে, বেবি,ডিভোর্স।
Kivbe eto boro jotilota nia eto sundor kore kotha bole she is just amazing Everyone should learn from her. Allah tala kno je vlo manush gulo ke eto ksto dae .. Ki sundor vbe guchiya kotha bole Allah apnk onk vlo rakhuk susto rakhuk. Jotutuku sunlm gaa siure uthlo.
আপনি খুব সুন্দর, আপনার কন্ঠ ভালো, আপনি অসাধারণ মেধাবী,আপনার কথা বলার স্টাইল চমৎকার কিন্তু সৃষ্টিকর্তার প্রতি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করেননি, আল্লাহ আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, আপনি ভাবছেন আপনি সংগ্রাম করে সফল হচ্ছেন, আসলে কিন্তু তা নয়, আল্লাহ আপনার প্রতি করুণা করছেন, তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হোন, নিজের চলার পথ পরিবর্তন করুন, আখেরাতের চিন্তা করে হেদায়েতের পথে আসুন। আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাক এই কামনা করি।
Apur kotha gula sune mone onek sahosh pelam.asolei mon ta e sob akta manush ar jnno,ata jdi weak hoi tahole kitchu kora somvob noi,,,so mon k strong kora joruri survive ar jnno.
Apu tmr jnno amr theke onk onk dua kkrii allah er kche tmii shostho thako R...... Thnqqqq sooo soooo much apu tmr stry ta bolar jnno... Tmr moto amio chinta korte chaii age ektu kom chinta krtm bt akhn tmr kotha gula shune shottti amr confidence aro beshi holo Jai hok alhumdulilah ❤️❤️❤️❤️
জীবন যদি এতই সহজ হতো তাহলে সবাই সুখী হতো... হুট করে একা একটা মেয়ে বিদেশ চলে গেলো.. কই থাকলো কি খেলো কোনো কিছুর ঠিক নাই... এত সময় যাবত এতো কিছু তার স্বামীর কোনো খবর নাই... আর উনি ইচ্ছা মতো ইন্ডিয়া যায় ট্রীটমেন্ট করায় এসময় তার বাচ্চা কই থাকে? কে যায় তার চিকিৎসা করাতে এতো বড় অপারেশন করাতে... এতই সহজ সব কিছু??? 😂😂😂😂😂 ফাজলামোর সীমা পায় না 🙂
ভারত থেকে ।
বড়োই অদ্ভুত ।
আপনি অসম্ভব কঠিন একটা জীবনকে এতো সুন্দর করে গড়ে তুলেছেন যেটা পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে মেয়েদের জন্যে একটা শিক্ষার বিষয় হোয়ে গেছে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
“জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে- হযরত আলী (রা)
Instablaster.
তিনি এমন একজন ভালো ডাক্তার (রেজাউস সাত্তার) আমার Husband একবার গেলেন উনাকে দেখাতে। আমার husband কে অনেকখন পরীক্ষা করলেন।তারপর বললেন এইটা আমার সাবজেক্ট না আপনি অর্থপেডিক দেখান।উনি টাকাও ফেরত দিলেন। কখনও এইরকম আমরা দেখেনি যে ডাক্তার টাকা ফেরত দেয়। খুবই ভালো ডাক্তার।
আল্লাহ হায়াত বাড়িয়ে দিক স্যারকে
আসলেই কন্যা সাহসিকা। আর কিছুই বলার নেই।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় সমস্যার সাথে মোকাবেলা করার সৎ সাহস ও শক্তি দিক।
সবশেষে নিজেকে অনেক ভালোবাসতে হবে।
♡♡♡♡♡
সত্যি ,মানুষকে সাহস দেওয়া মত একটা গল্প ,ধন্যবাদ
সব থেকে বেশি ভালো লাগছে এতো কষ্টে মাঝে ফুটন্ত হাসি , তার হাসিটা ।
ম্যাডামের চেহারাতে খুবই একটা মিষ্টি হাসি লেগে আছে আর সেটা সৎ আর স্বচ্ছ
She’s wonderful personality, soft spoken and big thing is that she got a caring, helpful and understanding parents! May Allah bless her all the way! ❤️❤️❤️❤️❤️
আপু টা অনেক সচেতন, অনেক অবিজ্ঞতা সম্পন্ন, অনোকে দেখলাম উপদেশ দিতে, উপদেশ দেওয়া বলা অনেক সহজ, কিন্তু কিছু করে দেখানো অনেক কঠিন।
শুভ কামনা রইল উনার জন্য।
অনেক অপেক্ষা করলাম পুরো গল্পটা শোনার জন্য।খুব ভালো লাগল।
অনেক দোয়া ও ভালোবাসা রইল।
আল্লাহ সুবহানাতায়ালা চেয়েছেন বলেই আপনি রোগ মুক্ত হয়েছেন। একমাত্র আল্লাহই আপনাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। ডাক্তারের নাম নেওয়ার পূর্বে অন্ততপক্ষে আল্লাহর নামটা একবার স্মরণে রাখুন। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন সব সময় দোয়া করি।
উনি আল্লাহ র নাম নিবে না,,,যে মেয়ে সামীর কোন দোষ নেই তালাক দেয়
মেয়ে কে রেখে চলে যায় সেই মেয়ে নিবে আল্লাহ র নাম
গানের জগতে arfin rumey সাথে ভালো রসায়ন ছিলো, অনেক ভালো কিছু গান ও করেছে, কিন্তু ব্যক্তিগত জীবন জানতাম না খেয়ার, আজকে জানলাম একজন সাহসী মেয়ে আপনি, প্রিয় শিল্পী খেয়া ভালো থাকুন, আমি চাই গানে আবার নিয়মিত হোন রুমির সাথে ❤
কিবরিয়া ভাইয়ার তারার রাতের এটা সবথেকে ভালো এপিসোড অামার কাছে মনে হয়। অনেক বছর থেকে অামি টেলিভিশন থেকে দূরে থাকলেও নিয়মিত গান শুনি। সেই সুবাদে খেয়া ম্যামের গলাটা অামি অাগে থেকেও চিনতাম। অসাধারণ গলা উঁনার। খুবই সুন্দর গায়কি। নায়িকাদের সাথে মানায় বেশ। তবে পর্দায় ওনাকে এখানেই প্রথম দেখলাম এবং তাঁর জীবনের নাটকীয় ঘটনাগুলি জেনে শরীরের সব লোম খাড়া হয়ে গেল। উনার কথাবার্তার কোয়ালিটি, উচ্চারণ ভঙিমা, অার শিক্ষাগত যোগ্যতা অামাকে চরম লেভেলের বিস্মিত করেছে। অাসলে শিক্ষা মানুষকে অনেকবেশী মার্জিত করে, যেটা খেয়া ম্যামকে দেখে অাবার অনুভব করলাম। সত্যি কথা বলতে কী, তাঁর প্রতি অামার অাকর্ষণ অারো বেড়ে গেল। এই না হলে বাপের বেটি!! অার উঁনার দেশ ত্যাগ করার ঘটনাটা অামাকে বেশ অালোড়িত করেছে। শুধু শিক্ষার প্রভাবে তিনি এমনটি ভাগ্যবতী হতে পেরেছেন। মৃত্যুর থাবা থেকে এভাবে ফিরে অাসা!! মাই গড।
অাল্লাহ ওনাকে সুস্থ রাখুন।
অাগে অামি শুধু উনার গলাটার সাথে পরিচিত ছিলাম, বাট এখানে তাঁর জীবনের এইসব ভয়ালো গল্প জেনে তাঁর প্রতি অামার শ্রদ্ধাবোধ বেড়ে গেল!
গুছিয়ে সুন্দর করে কথা বলা, এতোটা শিক্ষিত, সুর ও সংগীতের মত একটি অাপেক্ষিক জগতে নিজেকে টিকিয়ে রাখা- সব মিলিয়ে উনি অন্য নারীদের থেকে অালাদা মাশাল্লাহ্। যোগ্যতা এমনই অাসলে।
কিবরিয়া ভাইয়া অামার মোস্ট ফেভারেট একজন পার্সন, উনাকে ধন্যবাদ খেয়া ম্যামের মতন একজন ইন্টেলিজেন্ট পার্সনকে অামাদের মতো সাধারণ অডিয়েন্সের সামনে এভাবে এফুলজেন্ট করার জন্য।
জানিনা খেয়া ম্যাম অামার কমেন্টটি দেখবেন কিনা! যদি দেখে থাকেন, অামার সালাম নেবেন অাপু.... অামার অন্যসব প্রিয় মানুষদের কাতারে অাপনাকেও এবার জায়গা দিলাম।
ভালো থাকুন অার সুস্থ থাকুন। অাপনার বাচ্চাটার জন্য একবুক ভালোবাসা পাঠালাম। কল্পনায় কুড়িয়ে নেবেন অাশা করি!!!!
বাহ্
একটা অসাধারণ মন্তব্য পড়লাম।
কিবরিয়া ভাই তুমি সবসময় অন্যের জীবন গল্প শুনাও, যদি রাগ না কর তাহলে আমি বিশেষভাবে অনুরোধ করব তোমার জীবনের গল্প টা আমাদের সাথে শেয়ার করতে।
আপুটা অনেক সচেতন,অনেকে দেখলাম উপদেশ দিচ্ছেন কিন্তু উপদেশ দেওয়া, বলা অনেক সহজ, কিছু করে দেখানো অনেক কঠিন। শুভ কামনা আপনার জন্য......
আমি আপনার কয়েকটা প্রগ্ৰ্যাম দেখেছি। সবগুলোই আকৃষ্ট করেছে আমাকে। কিন্তু গায়িকা খেয়া আমাকে মুগ্ধ করেছে। বয়সে আমার চেয়ে অনেক ছোট কিন্তু l salute her.অসাধারন তার মনের জোর ,মা আমার একেবারেই নেই। কি বলে শিল্পী সাহসী খেয়াকে আমার আন্তরিক ধন্যবাদ জানাব এবং আপনাকেও আমার জানা নেই।
প্রোগ্রাম বানানটা ভুল হয়েছে।
মুগ্ধ হওয়ে আপুর কথা গুলো শুনলাম।
Afsana Hossain 0097337112845imo
উনার গান ভালো লাগে।হটাৎ ২০১৬র শেষদিকে যখন পত্রিকায় উনার ব্রেন টিউমারের নিউজ দেখেছিলাম তখন খুবই খারাপ লেগেছিল। আজকে উনার ট্রিটমেন্ট ও সুস্থতার কথা জেনে খুবই ভালো লাগছে।
She is such a brave person. Very eloquent. I have never seen her before, but now I am jet fan . May Allah bless her and give her more strength to live a healthy and successful life.
এ কী অসাধারণ মেয়ে! সাবাস, স্যালুট।
ডাক্তার রেজাউল সাত্তার।তার সম্পর্কে আমাকে বলতেই হবে।আমি সুচিত্রা গমেজ।দীর্ঘ বিশ বছর ধরে ইটালি বলোনীয়া শহরে বাস করছি আমার স্বামী সন্তান নিয়ে।আমার স্বামী হেনরি ডি কস্তা দ্বিতীয় বার Brain stroke করে 2019 সনে ৫ ই জানুয়ারি রোজ শনিবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে।সে একা ছিল বাংলাদেশে।ঐ দিন ফার্মগেইট সে একটা অনুষ্ঠানে বকৃতা দিতে তখন সে অসুস্থ হয়ে যায়।ফার্মগেইট থেকে স্কয়ার হাসপাতালে যেতে যতটুকু সময় লাগে এর মধ্যেই তার বমি হয়ে নাক মুখ দিয়ে অনেক রক্ত বের হয় খিচুনি দেয়।ডাক্তার রেজাউল সাত্তার রোগী দেখে সব কিছু চেক করে বলে দেয় যত শীঘ্র মাথায় অপারেশন করা।রোগীর কাছে ছিল তার ছোট দুই বোন ও আমার ভাইবোন।আমরা ইটালি থেকে সারাক্ষন ফোনে যোগাযোগ করছিলাম।ডাক্তার অপারেশন করেন।পরের দিন আমি আমার ছেলেমেয়ে সহ বাংলাদেশ যাই ও এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে চলে যাই।এক মাস ছয় দিন পর তাকে নিয়ে আমরা ইটালিতে চলে আসি।আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ডাক্তার রেজাউল সাত্তার।আমার স্বামী হেনরি ডি কস্তা কে দ্বিতীয় জন্ম দিয়েছে।দেশ থেকে সবাই বলেছিল যেন আমরা মন খুব শক্ত করে যাই তাকে হয়তো দেশে সমাধি করে আমাদের ফিরে আসতে হবে।আমার সেই স্বামী হেনরি ডি কস্তা কে ডাক্তার সাত্তার পুণর জন্ম দিয়েছেন।আরও বিস্তারিত জানাতে পারলে আমার ভাল লাগত।ডাক্তার রেজাউল সাত্তার আপনি দীর্ঘ দিন বেঁচে থাকেন ও হাজার হাজার মানুষের জীবন ফিরিয়ে দেন আমার কামনা ।
Kivabe cinbo take
আপু,,ডা. রেজাউল ছাত্তার স্যার এর ফুন নাম্বার হবে আপ্নার কাছে?
অসাধারণ সাহসী কন্যা,স্যালুট তোমায়।
একটা বারও আল্লাহর নাম নেই নি এটা খুব কষ্ট লাগলো
Great inspiration for all girls.Salute you my dear sister.
She is a great.....salute to her......,all the Best and thanks to producer and host of this program.
Ai video ta dekha o sonar por akjon girl and student hisebe onek inspiration pelam .thank you so much .
ডক্টর এর সফলতা টা শুনে গা শিউরে উঠে আমার পুরো শরীরের পশম দাঁড়িয়ে গেল ভাই
Thank you so much Kebria vai.This is great story.Best of luck sister.
ভাল লাগল আপনার জীবনের গল্পটি, যেখানে নিজের পায়ে দাঁড়াবার জন্য আপনি অনেক কঠিন যুদ্ধ করেছেন।
Ami Amar jeboner golpo Bolte chai
আল্লাহর রহমতে বেঁচে আছে,সেটা একবারও বললে না,ঐ ডাক্তারের উছিলায় সুস্থ হয়েছে,কিন্তু যদি আল্লাহ না চাইতে তাহলে কোন ডাক্তারের ক্ষমতা ছিল না।
Trou
Ak bar o ALLAHOR NaaM nilo na...
Great,,Kotha Gulo Shunte Ato Valo Lagce,,Thankyou So Much..!!
মানুষের জীবনে সুখ দুঃখ এগুলো থাকবেই আর এটা অতিক্রম করে সাফল্য অর্জন করাই প্রতিটা মানুষের কাম্য
আপু আপনার গল্প থেকে অনেক কিছু শিখতে পেরেছি
খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা শুনে, আমি উপকার পেলাম, ধন্যবাদ, ভাইয়া এবং খেয়া আপুকে 💙💜💗
Madam I am from India,l am really impressed observing your fight,may God save you and bless you.
অনেক ভালো লাগলো কথা গুলো ধন্যবাদ
Darun episode vaia
Keya apur kase onk shekhar ase
আমার অনেক পছন্দের শিল্পী খেয়া আপু,,,
যারা আপুর গান শোনেন নাই তারা পোড়ামন ছবির পোড়ামন টাইটেল গান টা শুনে দেখুন,,,বাংলাদেশের রত্ন উনি,
kheya...onek bochor por tmk dekhlam... Tmr life ar kothagolu vishon inspired korbe sobai k...vishon onopreronamoluk...sei Hsc te central Woman's a porar somoy tmk dekheci...amader College programme a vishon sundor nacher performance....sei hsc te dekheci...aj atto bochor por tmr kothagulo sunlam...onek valo thako korunamoyer kace sei pray kori...
আপো তুমি অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো তুমি অনেক সুন্দর করে কথা বলো ভালো লাগলো
চাঁদের জন্মের হয় কিছু দিন আলোতে আর কিছু আন্ধকারে, তারা জন্ম হয় শুরু থেকে জ্বলতে পারে। আসলে আপনি হলেন তারা, আর তারা মত জ্বলে থাকবেন। অসাধারণ ভালো লাগলো গল্পটা
Khub bhalo laglo Kheya' ke.... ki shohoj shabolil..... Bangladesher meye taroka raa ayto simple kore khub kom kotha bolte paren. May Allah keep her well and healthy.
Thanks Apu and kebria vai.Awesome platform to say anything about motivation of life but Apart from education, luck is also need to establish in anyone’s carrier 😥😥😥😥
আপুর ভয়েস অনেক সুন্দর
অনেক আগে থেকে ফ্যান ছিলাম
apnar kotha gulo sune onek onek valo laglo tnx apu
ভাইয়া আপনার স্টুডিওতে যদি আমি একবার আসার সুযোগ পেতাম, তাহলে নিজেকে অনেক সোভাগ্যবান মনে করতাম। আসলে আমার, আমার মায়ের, আমার পুরু পরিবারের এতো এতো গল্প জড়িত আসে যা বুজার কেউ নেই😭😭😭😭
প্রতিটি মেয়ে তোমার মতো এমন সাহসী হোক এইটাই চাই আপু....জীবনে আরও অনেক দূর এগিয়ে যাও সব বাঁধা পেরিয়ে....এইটাই প্রার্থনা করি আপু ঈশ্বরের কাছে 🙏🙏❤❤
ওনি অনেক কিউট। যদি আল্লাহর রহমতের সন্ধান করে চলতো,আল্লাহ ওনার লাইফ কে মধুময় করে দিতো।কেন বুঝেনা,আল্লাহকে খুশি করে ইমান রেখে চলার চেষ্টা করলে আল্লাহ সবকিছু আনন্দে পরিনত করে দিতে পারে।
গান গুলা যেয়ে চেক করলাম সবগুলোই ট্রু।অনেক জোস😍😍😌😌👏💯💯👌👌
I couldn't control my emotions after hearing that you've gone through so many difficulties. So much pain . May Allah bless you
মনিরা পিলজ তোমার সাথে আমার কিছু কথা ছিলো । আর আমি অনেক ভর আসা নিয়ে বলছি ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাকে।
@@mollataher7338 ji
ভাইয়া আপনার একটা কথা এখানে আমার খুব ভালো লেগেছে। যে separation এর আগে তাদের আলাদা থাকা উচিৎ তাহলেই বুঝা যাবে কে কতোটা আগে চায় আসলে এ থেকেই বুঝা যায়।
Hmm🖤🌹
Ami India te thaki aj hthat amr chokher samne aste ami dekhlam ....at valo lagloo onek onek shikha r shkti pelam .....
আপু,অনেক ভালোবাসা ও দোআ থাকলো!
আল্লাহ আপনাকে আরও শক্তি দিকক😍
I salute you Miss. Lady. ❤️💕👏👏👏 Mashallah, good job. May Allah bless you/your parents/ your daughter & your entire family Ameen 😀😀😀😀
Onk valo laglo.sotti e inspiring meyeder jonno apnar jiboner golpo.
You are truly a fighter!! Mashallah..May Allah grant you good health & prosperous life!
আল্লাহ আপনাকে ভালো রাখুন। আপনার সামনের দিনগুলো যেন অনেক সুন্দর হয় এই দোয়াই করছি।
তিন বারে সময় নিয়ে সম্পূর্ন ভিডিওটা দেখলাম,,,,
If I’m not wrong, মনে হলো কন্যা সাহসিকা একবার ও পরম করুনাময় আল্লাহ্ কে স্মরন করলো না তার পুরো জীবনের গল্পে। Shame on U! মানুষ তো দেখে শুনে ও শিখে । যদি ও কিবরিয়া ভাই তার সব পর্বে আল্লাহ কে মন থেকে স্মরন করেন!!! আলহামদুলিল্লাহ্।
Whatever she earned is with her own effort. Why she should give credit to someone?
Hmm
ওনার কাছে রিকুয়েষ্ট করছি,গান বাদ দিয়ে কোনো ভালো জব করে নিজেকে পর্দায় রেখে চললে খুব ভালো হবে।দোয়া রইলো
কি বলব।ফার্স্ট টাইম কোন গল্প শুনে খুব ইন্সপায়ার্ড হলাম।
মানুষটি এত চমৎকার মনের অধিকারী হতে পারে এবং এমন অপূর্ব একটি নান্দনিক গল্প শুনব প্রত্যাশা করিনি!!
অনাবিল অভিনন্দন অার ভালবাসা অাপুনি তোমার জন্য।
🎈🌿💙
Tania,”she is not only hard working but very wonderful honest girl !! I proud of her! God bless you dear!!!
Mejaj ta onk kharap lage jokhn dekhi ato sundor program dekhe kaw dislike day🤬
রেজাউর ছাত্তার স্যারের জন্য ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করি স্যার যেনো সুস্থভাবে অনেক অনেক বছর বেঁচে থাকেন....কারণ আমাদের মতো সাধারণ মানুষদের জন্য তিনি ঈশ্বরের আরেক রুপ সেই সাথে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি....🙏🙏🙏❤❤❤
Onek bhalo legechay tomar jiboner golpota. Salute you Apu. Bhalo theko always.
Onek valo legece
Eto koshter poro o eto hashi kushi♥. Ma sha allah
কিবরিয়া সাহেবকে অনুরোধ করব আমার লিখা কথাগুলি আপনার কন্যা সাহসিকার জন্য সুতরাং আশা করি আপনি ওনাকে পড়ে দেখার জন্য অবগত করবেন। ধন্যবাদ।
কন্যা সাহসিকা মা মনি খেয়া, তুমি একদম আমার মেয়ের বয়সি। তাই তুমি করে বললাম আশা করি বিরক্ত হবেনা। দেখ মা তোমার গল্পটি ২ বার শুনেছি। এতে মনে হয়েছে তুমি সত্যিই সাহসী এবং বুদ্ধিমতিও বটে। তবে হয়কি জানো মা মানুষ অনেক সময় নিজের বুদ্ধি বিবেচনা থেকে নিজের অজান্তেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাদ দিয়ে যায় কখনও সেটা ভেবে দেখার প্রয়োজন মনে করেনা। তুমিও ঠিক তাই করছ বলে আমার মনে হচ্ছে।
আমি যে কথা বলব এখন এটা হয়তো তোমার মা ও বাবা এবং পরিবারের অন্য কেউ বলে থাকতে পারেন কিন্ত তেমন গুরুত্ব দিচ্ছনা। প্রথমতঃ তোমার রোগটি প্রতি ২ বৎসর পর ফিরে আসে। দ্বিতীয়টি বলার আগে তোমার কাছে প্রশ্ন তুমি কি মনে প্রাণে মুসলিম? যদি তাই হও অটুট বিশ্বাস রাখতে হবে মারা গেলে কবরে আজাব হবে এবং আখেরাতে বিচার হবে ভাল কাজে জান্নাত এবং খারাপ কাজে জাহান্নাম হবে। তা নাহলে সে মুসলিম হবেনা। দেখ মুসলিমদের আল্লাহর উপর নির্ভর করে প্রতিটি কাজ করতে হয় তখন পূর্ণ সফলতা আসে। আমি মনে করছি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন ফিরে আসার। আমি দেখছি তুমি অর্জন করেছ একজন মুসলিমা হয়ে বেঁচে থাকার জন্য মুল্যবান ডিগ্রি। তুমি চাইলে তারার রাজ্য থেকে বেরিয়ে এসে আল্লাহ(সু) তায়লা এবং রাসুল(সঃ) এর নির্দেশ মেনে সুন্দরভাবে স্বাবলম্ভী হতে পার এবং পরিবার নিয়ে সুখে থাকতে পার। জানি ঐ জগত থেকে বেরিয়ে আসা খুব সহজ নয় তবে চেষ্টা করে দেখ ইনসাল্লাহ সহজ হয়ে যাবে। ভেবে দেখ যা টাকা রোজগার করেছ প্রায় সবই তোমার অসুখের জন্য খরচ হয়ে গেছে। তাই বলছি মা ফিরে এসো ইসলামের পথে নামাজে সেজদায় গিয়ে বলো হে আমার প্রতিপালক প্রভূ আমার ভূল গুলি ক্ষমা করে দাও এবং আমাকে এই রোগ থেকে সুস্থ করে দাও আমি নিরোগ দেহে বাঁচতে চাই। আল্লাহই একমাত্র পারেন তোমাকে সম্পূর্ণ সূস্থ করতে। মনে রেখ আল্লাহ না চাইলে পৃথিবীর কোন ডাক্তারই তোমাকে সম্পূর্ণ সুস্থ করতে পারবেনা। জানিনা আমার উপদেশগুলি তোমার ভাল লাগছে কিনা তবে বললাম উপযাচক হয়ে। একদিন তার প্রমাণ অবশ্যই পাবে। আমার বিশ্বাস আল্লাহ তোমাকে ভাল বাসেন তাই ২ বারই তোমাকে ফিরে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহ না করুন যদি ৩য় বার একই সমস্যা হয় তখন কি হতে পারে ভেবে দেখেছ? সুতরাং ভেবে দেখ আমার কথাগুলি আশাকরি সুখী হবে, ইনশাল্লাহ রোগমুক্ত জীবন ফিরে পাবে। রাগ করনা মা মনি তোমাকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে যায় আমারও একটিই মেয়ে ছিল।
Zea 57 assalamu alaikum, anti kmon asan. ? Masa allah kob sondor opodash diyasan.allah apner valo rakok doya kori. Anti apni kothai thakan. please don t mind.mona koso niban na please
@@mohamedharun4996 I am living in Chittagong. I am an uncle not anti. Thank you very much for your message & interest about my message to Konna Shahoshika. Almighty bless her.
@@zea5753 thanks uncle. kmon Asa n? Unti, vai bon sokola kmon asa. Ami md. Harun from Saudi arabia
Opakhay chilm ai video tar jonno 😘😘😘
মানুষ এতো সুন্দর হয় কি করে. Masha Allah
আপনি মনে হয় আর সুন্দর দেখেননি?
Laiju Begum আসলেই দেখিনি।
@@laijubegum7636 😀😀
@@mariaafrin4669 তাহলে আপনি পৃথিবীতে বাস করেন না, আল্লাহ মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দরের শেষ নেই।
অনেক ভাল লাগলো। তবে সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিৎ ছিল। যা কিবরিয়া ভাইও আল্লাহকে স্মরণ করে থাকেন কথার মাঝে মাঝে। যাইহোক আপনার জন্য শুভকামনা।
সেটা আমি লিখে দিয়েছি উপরে।বাংলাদেসেহের লকেদের ইসলাম ধর্ম নিয়ে পরাশুনা করে না ,অন্য কথায় তাদের ধর্ম জ্ঞান খুব কম সেটা টে বাংলাদেশে র সমাজে অনেক প্রব্লেম সৃষ্টি করেছে ।
আল্লাহ আপনাকে ভালো রাখুন ও সুস্থ রাখুন।
Respect the way she explains..really inspiring
Khub misti kheya bon tumi..ki sundor hasi khusi..amon.e theko..tumi valo thakbe..ami India theke dekhlam tomay...Allah bless you..
Kakoli Paul assalamu alaikum
আমি অনুরুদ করব আল্লাপাকের শুক্রীয়া আদায় করুন তিনিছারা কিছুই সম্বব হতনা ।
আসলেই অসাধারণ একটা গল্প
অনেক ভালোলাগলো আপু, অনেক কিছু শেখার আছে। দোয়া রইল ভালো থাকবেন ইনশাআল্লাহ।
বিয়ে করতে চাই কেমন মেয়ে""কালো,, মোট""পতিবন্দ""বিদবা""টাকা চাই না""উপকা""খতি"নয়""প্লিজ
Khuv sundor I lav you
দোয়া রইলো আপনার জন্য?
খেয়া আমাদের কলেজের সব প্রোগ্রামে অংশগ্রহণ করত।যেকোনো অনুষ্ঠানে পারফরম্যান্স করার জন্য খুব ভালোভাবে নিজেকে তৈরি করত।সেক্ষেত্রে কাবেরী ম্যাডাম অনেক সহায়তা ও গাইড করতেন। কলেজের প্রোগ্রামে কোনো আর্টিস্ট গেস্ট আসলে তাদের সঙ্গে কথা বলার জন্য খেয়াকে ছুটতে দেখেছি। শাকিলা জাফর আমাদের কলেজেরই স্টুডেন্ট ছিলেন। সুবীর নন্দী, তপন চৌধুরী, আলম আরা মিনু,সুজিত মোস্তফা এদের সাথে কাবেরী ম্যাডামের সাথে সুসম্পর্ক থাকায়, কলেজের প্রোগ্রামে ম্যাডামের আমন্ত্রণে তারা আসতেন।খেয়াকে খুব চুপচাপ দেখতাম। আজ বুঝতে পারলাম কেন তখন ফাইনাল এক্সামে ড্রপ হয়েছিল। আসলে ও তখনই খুব কঠিন সময় পার করছিল।বিয়ে, বেবি,ডিভোর্স।
Khov valo laglo inspired holam thanks khea apu
Kivbe eto boro jotilota nia eto sundor kore kotha bole she is just amazing
Everyone should learn from her.
Allah tala kno je vlo manush gulo ke eto ksto dae ..
Ki sundor vbe guchiya kotha bole
Allah apnk onk vlo rakhuk susto rakhuk.
Jotutuku sunlm gaa siure uthlo.
Inspiring story ....kheya apu you are so brave girl...♥️
স্যার আসসালামু আলাইকুম ওরাহ্ মাতুল্লাহি ওয়া বারাকা তুহুঁ আমি আপনার সাথে কথা বলতে চাই প্লিজ কিভাবে যোগাযোগ করবো
Thanks good
Apner song gulo amr khub valo lage,boluna kothay tomi seta amr onek priyo song,apner jonno onek doya and shuvo kamona rohilu, onek dhur agiye jan apu
অনেক ভালো লাগলো,,,,,
আপনি খুব সুন্দর, আপনার কন্ঠ ভালো, আপনি অসাধারণ মেধাবী,আপনার কথা বলার স্টাইল চমৎকার কিন্তু সৃষ্টিকর্তার প্রতি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করেননি, আল্লাহ আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, আপনি ভাবছেন আপনি সংগ্রাম করে সফল হচ্ছেন, আসলে কিন্তু তা নয়, আল্লাহ আপনার প্রতি করুণা করছেন, তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হোন, নিজের চলার পথ পরিবর্তন করুন, আখেরাতের চিন্তা করে হেদায়েতের পথে আসুন। আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাক এই কামনা করি।
Apur kotha gula sune mone onek sahosh pelam.asolei mon ta e sob akta manush ar jnno,ata jdi weak hoi tahole kitchu kora somvob noi,,,so mon k strong kora joruri survive ar jnno.
মন অনেক খারাপ ছিল।যখন আপনার জীবন কাহিনি শুনছিলাম তখন আমার মন খারাপের কারণ তুচ্ছ মনে হলো।
Apu apnar kotha gulo kub valo laglo
Very Nice Apu
Allah is great. Be happy sister.
Apu tmr jnno amr theke onk onk dua kkrii allah er kche tmii shostho thako R...... Thnqqqq sooo soooo much apu tmr stry ta bolar jnno... Tmr moto amio chinta korte chaii age ektu kom chinta krtm bt akhn tmr kotha gula shune shottti amr confidence aro beshi holo
Jai hok alhumdulilah ❤️❤️❤️❤️
ধন্যবাদ বোন আমার এমন অনুপ্রেরণা দেওয়ার জন্য।
Kheya,-Feeling proud of you girl.
Thanks a lot mr.Kibria
ভাইয়া অনেক সুন্দর করে বুঝিয়ে বলেন
RJ KEBRIA,
You have presented us not only a wonderful life history but also a wonderful meritorious girl.
Thanks a lot.
From
New york
আপু আপনাকে আমার খুব ভালো লাগে, যদি..
অনেক অনেক দোয়া রইলো আপু আল্লাহ জেন আপনার সব সময় সুস্থ রাখে
জীবন যদি এতই সহজ হতো তাহলে সবাই সুখী হতো... হুট করে একা একটা মেয়ে বিদেশ চলে গেলো.. কই থাকলো কি খেলো কোনো কিছুর ঠিক নাই... এত সময় যাবত এতো কিছু তার স্বামীর কোনো খবর নাই... আর উনি ইচ্ছা মতো ইন্ডিয়া যায় ট্রীটমেন্ট করায় এসময় তার বাচ্চা কই থাকে? কে যায় তার চিকিৎসা করাতে এতো বড় অপারেশন করাতে...
এতই সহজ সব কিছু??? 😂😂😂😂😂
ফাজলামোর সীমা পায় না 🙂