পাক্কা গৃহিণী । কিন্তু মাসিক আয় পাঁচ লাখ ।

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 727

  • @monar_Ranna_ghor
    @monar_Ranna_ghor 3 роки тому +29

    আপনি ধন্য এই রকম শাশুড়ি পেয়েছেন এবং ভালো একজন স্বামী পেয়েছেন অনেক অনেক দোয়া ভালোবাসা।

    • @samfahad8369
      @samfahad8369 2 роки тому

      অনেক ভাল স্বামী আছে যারা স্ত্রী কর্তৃক হতাশ, হাজার বার চেষ্টা করেও কোন পরিবর্তন মানে স্বামী সাধনা ও উন্নত মনমানসিতকতা বুঝার কোন চেষ্টাও করেনা, স্বামীর অর্থ নৈতিক জীবন, সম্মান উল্টোপাল্টা করে দিচ্ছে,

  • @kanizfathema4029
    @kanizfathema4029 3 роки тому +14

    হাজবেন্ডের সাপোর্টই সবচেয়ে বড় সাপোর্ট সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং সফলতা অর্জন করার জন্য

  • @Shefa_365days
    @Shefa_365days 3 роки тому +76

    যে কোনো কাজ ছোট হোক বা বড় তাতে ১০০% গুরুত্ব দিতে হবে♥️♥️♥️
    সফলতা নিশ্চিত এই গল্প তার প্রমাণ।

  • @sufiabegumshikha9773
    @sufiabegumshikha9773 3 роки тому +187

    আহসান সাহেব কে ধন্যবাদ প্রতিটি মেয়ের জীবনে এমন স্বামী থাকুক।

    • @Tanzinasultana717
      @Tanzinasultana717 3 роки тому +1

      nice story

    • @tashmiakhan9674
      @tashmiakhan9674 3 роки тому +4

      এই রকম বেহাইয়ার মতো চলা পেরার জন্য নাকি।

    • @hasanalmamun4465
      @hasanalmamun4465 3 роки тому

      @@Tanzinasultana717*ffffff*ft*

    • @Shanaf.Sharleez8187
      @Shanaf.Sharleez8187 3 роки тому

      তার স্বামী শেলটেকে কি করে আসছে গিয়ে খবর নেন।

    • @Shanaf.Sharleez8187
      @Shanaf.Sharleez8187 3 роки тому

      আহসান বলেন কেন
      কাজী

  • @masudatonima422
    @masudatonima422 3 роки тому +7

    শুনতে এত ভাল লাগছিল।প্রতিটা সেকেন্ড আনন্দ নিয়ে শুনলাম

  • @fahmidamim3482
    @fahmidamim3482 3 роки тому +41

    মুগ্ধ হয়ে গল্পটা শুনছিলার আর আপুর হাজবেন্ড কে মন থেকেই স্যালুট জানাচ্ছি।এমন হাজবেন্ড পাওয়া একটা মেয়ের সাত জনমের ভাগ্য।এই রকম সাপোর্ট সচরাচর দেখা যায়না।

    • @TanjaminKhan
      @TanjaminKhan 2 роки тому +1

      এরকম স্ত্রী পাওয়াটাও সাত জনমের ভাগ্য । যে মেয়ে মিথ্যা বলতে পারে না, যার মধ্যে হিংসা কম , নতুন করে কাজ শিখতে ও করতে আগ্রহি,
      এরকম মেয়ে এখন প্রায় বিলুপ্ত ।

  • @rubiaislam6764
    @rubiaislam6764 3 роки тому +89

    গল্পটি অনেক ভাল লাগল। তবে স্বামি-স্ত্রীর এরকম Understanding, supporting, role থাকলে অনেক কিছুই সম্ভব।এই আপু, এবং তার হাসব্যান্ড দু ' জনই লাকি।

    • @alimmonaa807
      @alimmonaa807 3 роки тому +1

      স্বামী এবং স্ত্রী মধ্যে সম্পর্ক ততক্ষণ ভালো থাকে, যতক্ষণ একটা স্ত্রী সব কিছু সহ‍্য করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে।

    • @aworan833
      @aworan833 2 роки тому +1

      @@alimmonaa807 your logic doesn't work with abusive relationship.

  • @Jannatkh-p9d
    @Jannatkh-p9d Рік тому +7

    সবচেয়ে ভালো লেগেছে আপনাদের দ্বিধা-সংকোচ ছাড়া বাচ্চা নেওয়া এবং বাচ্চার প্রতি আপনার কেয়ার 😊

  • @f.m.anwarhossain591
    @f.m.anwarhossain591 3 роки тому +5

    সুন্দর ও আকর্ষ‌নীয় জীব‌নের গল্প, উপস্থাপন চমৎকার। এক‌টি আদর্শ অন‌ুপ্রেরণা মূলক প‌রিশ্রমী ও দৃঢ় প্র‌তিজ্ঞ জীবনের কথা শু‌নে ভা‌লো লাগ‌লো। আল্লাহ্ উনার এবং উনার প‌রিবারের মঙ্গল করুন।

  • @sujatachoudhury9304
    @sujatachoudhury9304 3 роки тому +6

    ভাই আপনি নিজেই নিজের জীবন সুন্দর করে সাজিয়েছেন । নিজের সন্তান দের নিজের মতো করেই গোরেতুলুন। ভালো লাগলো আপনার জীবনের কথা শুনে ঈশ্বর আপনার মঙ্গল করুন ‌ভালো থাকুন। কলকাতা থেকে দেখছি এগিয়ে যাও।

  • @nazmiazaman4895
    @nazmiazaman4895 3 роки тому +458

    সবকিছুর উর্ধ্বে সেই শাশুড়ি কে শুভেচ্ছা জানানো উচিৎ যিনি লক্ষ্য ঠিক করার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন। আফসোস সব শাশুড়ি যদি এমন হতো।

    • @watching3373
      @watching3373 3 роки тому +20

      টিক বলেছেন আপু শাশুরী এক দিন বউ ছিলেন মা হয়েছেন ছেলে বউকে মেয়ের মত আদর করে নিয়ে তাকলে বউ ও মায়ের আদরটা পাইলে মেয়ের মত তাকেও

    • @adnansadik2024
      @adnansadik2024 3 роки тому +6

      Hmmmm thik bolcen

    • @alhamdulillah4248
      @alhamdulillah4248 3 роки тому +30

      এমন শাশুড়ী হয় শতকরা ১% বাকিরা সবাই বউদের দোষ ধরতে ব্যস্ত। আর তারা ভাবে ছেলেকে বিয়ে করে ঘরে কাজের লোক এনেছি এবার সেই বউ আমাদের সবার সেবা যত্ন করবে দিনভর এবং আমাদের ইচ্ছে মত তার চলতে হবে তার নিজস্ব কোন স্বাধীনতা থাকবে না। সে বউ শশুড়বাড়ির কেনা গোলাম হয়ে তাদের মন মতো চলবে।

    • @nazmiazaman4895
      @nazmiazaman4895 3 роки тому +21

      @@alhamdulillah4248 এজন্যই সম্মান পায়না সেইসব শাশুড়ী। দেখেন শাহিদা আপু ভালোবাসা পেয়েছে বলেই আজকে সবার সামনে উনার কথা বললেন।এটাই হলো মায়ের চরিত্র। সব বউই চায় তার শাশুড়ির সুনাম করতে কিন্তু উনারা তিক্ততা এতো বাড়ায় যে নূন্যতম সম্মানটুকু দিতে ইচ্ছা হয়না

    • @alhamdulillah4248
      @alhamdulillah4248 3 роки тому +11

      @@nazmiazaman4895 ঠিক বলেছেন। তখনই বলে বউ ভালো না। আরে বাবা তোরা তো আগে বউদের কে মেয়ের মত ভালোবাসবি তবেই না একটা মেয়ে নতুন একটা ফ্যামেলীতে নিজে প্রমান করতে পারবে যে সে অনেক কিছু পারে....

  • @maksudalima
    @maksudalima 3 роки тому +18

    সম্পূর্ণ গল্প শোনার পরে মনে হচ্ছে একদিন আপু আপনার জায়গায় নিজেকে দেখতে চাই।আসলে আপনার জীবন থেকে অনেক কিছু শেখার আছে।শুভকামনা রইলো।

  • @abutaherrahman8689
    @abutaherrahman8689 3 роки тому +102

    খুবেই প্রেরনামূলক, ভালই লাগল।নামাজ পড়তে হবে ।
    আল্লাহ মিলায়েছে যে।

  • @bdmomthai
    @bdmomthai 3 роки тому +11

    আপনার লাইফ এসটোরি যতোই শুনছিলাম ততোই মুগ্ধ হয়েছি আপনার মুখে আহসান শুনতে শুনতে ভাইয়াকে দেখার ইচ্ছা ছিল ভাইয়া ও খুবেই কেয়ারিন তোমাদের পরিবারের জন্য শুভ কামনা রইল

  • @sabihamarine4445
    @sabihamarine4445 3 роки тому +19

    জানিনা উনি কেমন মেকাপ করান বাট উনি নিজে এত মেকাপ করেছেন, সম্পূর্ণ অদ্ভূত লাগছে দেখতে,,, অতিরিক্ত দিয়ে ফেলেছেন

  • @shohallysultana1098
    @shohallysultana1098 3 місяці тому

    খুব ভালো লাগলো আপুর কথা গুলো শুনে। ইনশাআল্লাহ আরো ভালো করবেন শুভকামনা ও দোয়া রইল।❤️❤️❤️❤️

  • @lubnayasmin4164
    @lubnayasmin4164 Рік тому

    ভাইয়া আপনি শুরু থেকে এতো সহযোগিতা করেছেন আপুকে এজন্যই আপনার এবং আপুর এতোটা উন্নতি আলহামদুলিল্লাহ।

  • @jayadas4698
    @jayadas4698 2 роки тому +3

    আপু অপনার জীবনের গল্প শুনে ,আপনার স্বামীর আপনার প্রতি ভালোবাসা এবং আপনাকে সব ব্যপারে উৎসাহ দেওয়া, বুদ্ধি দেওয়া দেখে সত্যি আমার বুক মন ভরে উঠল। বাঙলা দেশ আমার খুব পছন্দের দেশ। কোনদিনও যাওয়া হয়নি। তবুও বঙলা দেশকে, আপনাকে আর আপনার পরিবারকে আমি খুব পছন্দ করি। আপনারা সবাই ভালো থাকবেন।

  • @nigershahriar4997
    @nigershahriar4997 3 роки тому +1

    Salute Ahsan vai tomay, ai bon tak tumi jannnat( জান্নাত) দিছো ,freedom ta actually খুব দরকার really ,

  • @shahnoor3022
    @shahnoor3022 3 роки тому +20

    প্রতিটা মেয়েই আহসান ভাই এর মত স্বামী পছন্দ করে। আপু তুমি ভাগ্যবতী

  • @sujatachoudhury9304
    @sujatachoudhury9304 3 роки тому +7

    খুব সুন্দর সুখের সংসার আপনাদের অভিনন্দন জানাই। নিজের জীবন সুন্দর করে তোলে দুই জনের কারণেই। ভালো থাকবেন আর ও এগিয়ে যান। কলকাতা থেকে দেখছি।

  • @nayeemaiqbal9039
    @nayeemaiqbal9039 3 роки тому +451

    একটা মেয়েকে নিজের পায়ে দাড়াবার জন্য একজন সার্পোটিভ হাসবেন্ড খুব বেশি দরকার।

    • @nivadhar2520
      @nivadhar2520 3 роки тому +4

      5 her 554

    • @tasnimnahar1386
      @tasnimnahar1386 3 роки тому +3

      100% right.

    • @ImranKhan-wb7ih
      @ImranKhan-wb7ih 3 роки тому +6

      @@tasnimnahar1386 কেনো সামি চাকরি করলে হয় না বৌ বাসায় থাকবে যারা বৌকে দিয়ে চাকরি করার তারা ভালো মানুষ না আমার মনে হয়

    • @titlybhattacharjee7660
      @titlybhattacharjee7660 3 роки тому +7

      @@ImranKhan-wb7ih biram cinno bebohar kora sikhen...banan thik koren🥴🥴🥴

    • @shakilaasha2501
      @shakilaasha2501 3 роки тому

      একদম সত্য কথা, আপু....

  • @mdnazmul110
    @mdnazmul110 2 роки тому +5

    অসাধারণ গল্প যা আমাদের সমাজকে অনেক কিছু শিক্ষা দেয়..

  • @disharikundu4629
    @disharikundu4629 2 роки тому

    Sotti onk kichu shikhlam...sokal theke kajer fake sunte sunte sondha porjonto sune shes korlm. Tnx

  • @mahmudabegum9895
    @mahmudabegum9895 3 роки тому +6

    আসলে সবার জীবনে এমন হয়না।স্বামী সাপোর্ট করা অনেক বড় একটা বিষয়। আর আপুও অনেক ভালো একজন মানুষ। দুজনের কথায়ই মুগ্ধ হলাম। শুভ কামনা রইলো।

  • @kazi2ria247
    @kazi2ria247 3 роки тому +6

    গল্পটা অনেক সুন্দর। সংসার এ সবার ভূমিকা ঠিক থাকলে সব এমন পারফেক্ট ই হয়।

  • @anisurrhaman3814
    @anisurrhaman3814 2 роки тому +7

    যে পারে সে ১৪ টা সন্তান একসাথে পালতে পারে আর যে পারেনা একটি সন্তান ও পালতে পারেনা।তারপরও বর্তমান সময়ে এই গ্রিহিনীকে স্যালুট।

  • @shyamaliganguly6644
    @shyamaliganguly6644 3 роки тому +1

    Meyeti khub Lucky.
    God onake sab diyechen.
    Besh kyek janmer sufal uni peyechen.

  • @_SyedAhmedMottaqinDhrubo
    @_SyedAhmedMottaqinDhrubo 3 роки тому +3

    আপু এগিয়ে যান সবার কথা শুনার দরকার নাই যারা কমেন্টে জ্ঞান দান করতেছে তাদের যোগ্যতা কমেন্টবক্সেই সীমাবদ্ধ। আপনার আরো বেশি সফলতা কামনা করি ❤️❤️❤️

  • @motishaj9482
    @motishaj9482 3 роки тому +6

    আপু তুমি অনেক ভাগ্যবান।আমি পারি নাই।শুভকামনা রইল।

  • @fsmcreative
    @fsmcreative 3 роки тому +1

    Thanks apu ...apnar life story sune amra inspired holam

  • @OnlineClass_2020
    @OnlineClass_2020 3 роки тому +114

    হে আল্লাহ আমরা চিরকাল বেচে থাকবো না তাই ঈমানের সাথে যেন মরতে পারি। আপুর একটু পর্দা করে আসা উচিত ছিল কারণ হাজার হাজার মানুষ দেখছেন। আল্লাহ আমাদের করোনা থেকে মুক্তি দান করুক,আমিন।

    • @Adivasilover10
      @Adivasilover10 3 роки тому +13

      Eta parda ache. Er besi darkar nei. Tumi kharap chokhe dekhcho keno ? Moner parda ta thik koro

    • @sumaiyaaktar145
      @sumaiyaaktar145 3 роки тому +4

      @@Adivasilover10 right

    • @shifuddinmollah1970
      @shifuddinmollah1970 3 роки тому +11

      Monar porda Boro porda Ata faltu kotha

    • @Adivasilover10
      @Adivasilover10 3 роки тому +4

      @@shifuddinmollah1970 , this is reality. Tumi meye der kemon chokhe dekho seta tomar upor depend korche. Ei bhadra mahila bhalo dress pore ache, kintu tumi or body ke dekhcho mone hochhe. Ekhon Bangladesh e madrasha r hijab kora meye rao rape hochhe eta jano to ?? Amra chele ra nijer character ke correct kori taholei problem solve hobe

    • @Emma-uo2yn
      @Emma-uo2yn 3 роки тому +3

      Islam ki bole porda korar kotha? Tahole porda na kore kew par pabe ki?. porda to foroz r purushder uchit hobe emon ordho nogno meyeder na dekha. Apnar guna hobe janen to dekhen keno..? Onar jnor guna hocce apnar kintu kom hoccena

  • @ajjamaaskarhridi1621
    @ajjamaaskarhridi1621 2 роки тому

    Mashallah onek din jabot ai episode ta dekhbo dekhbo bole aj purata dekhlam. Ami khub happy and inspire ami apur shathe add hote chai.

  • @muhammadshadat3711
    @muhammadshadat3711 3 роки тому +5

    আসসালামু আলাইকুম।
    মাশাল্লাহ,চার সন্তানের মা।
    ওনার জীবনে ওনার এই চার সন্তান-ই ওনাদের জন্য সদকায়ে জারিয়া।আপনারা কি ভাবতে পারছেন,ওনাদের চার সন্তান ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হয়ে গড়ে উঠে,তাহলে পিতা-মাতার জন্য এরচেয়ে আর বেশী কি চাওয়ার হতে পারে।

  • @thebangla5625
    @thebangla5625 3 роки тому +1

    onek valo lagse apu
    kibriya viyar video dekhi onk.kintu ami jiboner prothom apnar video te comments korlam.

  • @jahangiruddinmahmood6672
    @jahangiruddinmahmood6672 3 роки тому +6

    ♦অসাধারন সফল মানুষ। অনুকরনীয় একজন মানুষ। সফল মানুষ।।

  • @SimplelifeNahar
    @SimplelifeNahar 3 роки тому +2

    সব কিছুই শুনতে ভালো লাগলো আপু অনেক টা সাকসেস মনে হচ্ছে তাই একবার বলবো আপু আমি একজন মুসলমান হিসেবে বললাম আপু পর্দা এবং সময় এবং বয়স থাকতে আল্লাহ্‌র ইবাদতে জুকে পড়ুন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন।

  • @mahimakabir5433
    @mahimakabir5433 2 роки тому

    Masallah erokom supportive and understanding life partner sob nari r jibone dik r sobai shukhi hok❤️

  • @surchondo5713
    @surchondo5713 3 роки тому +5

    অাপনি অনেক সৌভাগ্যবান যে এমন একজন স্বামী অার শাশুড়ী পেয়েছিলেন।

  • @fatehajannat7883
    @fatehajannat7883 3 роки тому +9

    বোন _ পর্দা করলে ভালো হয়!
    দুনিয়া কয়দিনের_ আল্লাহ হেদায়েত করতেন আমিন 🤲 আল্লাহ সবকিছু দিয়েছেন- মাশাআল্লাহ 👌 স্বার্থ বোন বয়স্ক স্বামি পেয়েও সেই ইজ্জত পেয়েছো💞😍 ভালোবাসা পেয়েছো ।
    সবাই পায়না- । আমার অল্প বয়স ছিলো- প্রথম মেয়ে যখন মা ডাকতো আমার লজ্জা লাগতো- ।

  • @Apuapu51
    @Apuapu51 3 роки тому +5

    অনেক কিছু জানলাম, শিখলাম। ধন্যবাদ আপু।

  • @UrCristianoRonaldo1-2
    @UrCristianoRonaldo1-2 3 роки тому +7

    ধন্যবাদ কিবরিয়া ভাই আমার ভিডিওটা আপলোড দেওয়ার জন্য।

  • @sheolysheoly4523
    @sheolysheoly4523 3 роки тому +81

    দুনিয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে, যা আপনার চিরবিদায়ের পরও কেউ না কেউ চালিয়ে যাবে।কিন্তু আপনি আপনার সাথে কি নেক আমল নিয়ে যাবেন।যা আপনার অনন্তকালের জীবনে আরামে থাকতে পারবেন।সেটা কে আপু গুরুত্ব দিবেন।আল্লাহ পাক যেনো দনিয়া আখেরাতে ভালো রাখেন।

    • @afrozaahmed5789
      @afrozaahmed5789 3 роки тому +2

      কথা সত্য

    • @sotterprotik4849
      @sotterprotik4849 3 роки тому

      দাইয়ুজ একটি স্বামী আর হাদিসের ভাষায় দাইয়ুজ ব্যক্তির জন্য হারাম

    • @Tiktok-iy4yu
      @Tiktok-iy4yu 3 роки тому

      আমি কিবরিয়া ভাইর সাথে দেখা করতে চাই। আমি খুব বিপদে আছি

    • @Tiktok-iy4yu
      @Tiktok-iy4yu 3 роки тому

      আমার নাম্বারটা একটু জোগা জোগ করবেন দয়া করে

    • @jiniasharmin4349
      @jiniasharmin4349 3 роки тому

      excellent!

  • @AkramHossain-vg4ys
    @AkramHossain-vg4ys 3 роки тому +123

    ভালো আছেন ভালো থাকেন কিন্তু সময়টা বেশি দিনের জন্য নয়। আল্লাহ ও আল্লাহর রসুলের নির্দেশ মতো চলবো ইনশাআল্লাহ আমিন

    • @babyrahman6680
      @babyrahman6680 3 роки тому +1

      😁 murukkhotar porichoy apnara ar koto diben

    • @AkramHossain-vg4ys
      @AkramHossain-vg4ys 3 роки тому +2

      @@babyrahman6680 মুর্খতার কি দেখলেন সালিনতা ও ভদ্রতা মানুষ কে অনেক পছন্দ করে।

    • @Vlogs-for-Lost-Family
      @Vlogs-for-Lost-Family 2 роки тому

      @@babyrahman6680 na bujle chip thakay Valo.nijer poricoy nijei dien na.

    • @jannatulferdaus358
      @jannatulferdaus358 2 роки тому +2

      আসল সফলতা হলো যে ইসলামের জ্ঞান অর্জন ,, শরীয়তের বিধি নিষেধ গুলো মেনে চলা,,তবে উনার প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল যে মোটামুটি শালীনতা বজায় রেখেছেন,, এবং খুবই সংসারী একজন মানুষ আর সন্তান লালন পালনের ক্ষেত্রে অন্যতম এক উদাহরণ,,, তবে সবার আগে ইসলাম কে সাপোর্ট করা জরুরী

  • @swapankumarmondal410
    @swapankumarmondal410 2 роки тому

    Really excellent your beautiful episode.Many many thanks.

  • @مسماهالحربي
    @مسماهالحربي 3 роки тому +36

    হে আল্লাহ আমরা চিরকাল বেচে থাকবো না তাই ঈমানের সাথে যেন মরতে পারি ভুলে ও যেন মিডিয়ার জগতে না আসি ( দোয়া করবেন) সবাই উনি একটু বেশি ভাব নিছে মনে হয়

  • @mahbubaferdouse4821
    @mahbubaferdouse4821 3 роки тому +3

    Omg,,,,ami onkkkkk utsaho plm apu k dekhe,,,,,khubb vlo ldglo,,,,

  • @excellence90
    @excellence90 2 роки тому +1

    Really inspirational. পাবলিশ হওয়াএর পর আজকে, এতদিন কোথায় ছিলাম......

  • @kanizfathema4029
    @kanizfathema4029 3 роки тому +63

    এরকম শাশুড়ি এবং হাজব্যান্ড কে কোটিবার স্যালুট জানাই

  • @arafatislam_-_9571
    @arafatislam_-_9571 3 роки тому +218

    আপুকে পর্দা করার অনুরোধ রইল 💖💖

    • @nabilanb5382
      @nabilanb5382 3 роки тому +7

      Allah kobul koruk

    • @rakibulhasanefty4544
      @rakibulhasanefty4544 3 роки тому +3

      @লাল গোলাপের পাপড়ি nah

    • @arafatislam_-_9571
      @arafatislam_-_9571 3 роки тому +13

      @লাল গোলাপের পাপড়ি প্রিয় ‌আপু আমরা মুসলিমরা জান্নাতি হুর চাই💖
      জান্নাতি হুর এত সুন্দর যা বলার বাহিরে 💖
      উনি কমসে কম মুখটা খোলা রেখে বাকি অংশের ভালো করে ঠেকে দিলেই যথেষ্ট ছিল 💖💖

    • @ruksananina4291
      @ruksananina4291 3 роки тому +3

      Ha ami o bolte chaisilam porda koro bun tumi akon ontoto pokke matay scarf ta diyen jibone onek tk kamaben enjoy korben shob kisu korben but oi jahaner jonno tho kisu korte hobe na ki😊😊

    • @ronykhan9406
      @ronykhan9406 3 роки тому

      রাইট

  • @sharminrupa6267
    @sharminrupa6267 3 роки тому +1

    ai rokom husbend pawa o luck er bepar you are so great apu

  • @dhimansankar
    @dhimansankar 3 роки тому +2

    am a dance choreographer based in Kolkata... Bangladesh e dubar gechi & sobar bhalobasa e dhynyo... Namaskar.

  • @mareum8248
    @mareum8248 3 роки тому +2

    আমি সৌদি আরব মক্কা থেকে বলছি। আপু তুমি পরদা কর। দোয়া রইলো মক্কা থেকে বলছি

  • @seguftayousufsrecipes5642
    @seguftayousufsrecipes5642 3 роки тому +8

    উজ্জীবিত হলাম, অনেক ধন্যবাদ। এইরকম জীবন কাহিনী আরও জানতে চাই।

  • @soniaakter7246
    @soniaakter7246 3 роки тому +1

    এমন একজন শাশুরি পাওয়া সত্যি ভাগ্যের বেপার। আমার শাশুরি আমাকে পড়াশুনা করতে দেয় নাই।আমার হাসবেন্ট কোন সাপোর্ট করে না। কিন্তু আমি কিছু করতে চাই। সাপোর্টেরে জন্য করতে পারছি না। আমি আমার সন্তানদের জন্য কিছু করতে চাই।

  • @sanjidasbeautyandvlogs5131
    @sanjidasbeautyandvlogs5131 3 роки тому +2

    Tar makeup amr onkkk vlo lage.. Other blogger er moto saradin live kore na. Onk kom ase se ekon international level er makeup Artist ❤️. Best of luck apu..

  • @kanizfathema4029
    @kanizfathema4029 3 роки тому +12

    এরকম শাশুড়ি প্রতিটি ঘরে ঘরে থাকা উচিত

  • @rongtuliartschoolchittagon8647
    @rongtuliartschoolchittagon8647 3 роки тому +7

    অনুপ্রেরণাদায়ক গল্প। অনেক অনেক ভালো লাগলো❤️❤️❤️

  • @farhaa2664
    @farhaa2664 3 роки тому +5

    Etto bloggers dekhi on Facebook from last three/four years. But I have never seen her for a second in my life. Khoobi surprise holam.

  • @mdferdousahmedabid8191
    @mdferdousahmedabid8191 2 роки тому +2

    সব কিছুই আছে, কিন্তু একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আল্লাহভীরু,
    ইসলাম পরিপূর্ণ ভাবে মেনে চলা
    মরতে তো একদিন হবেই নকি??? ।
    আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতে হবে

    • @aworan833
      @aworan833 2 роки тому

      don't judge a book by its cover.

  • @UniverseCiam
    @UniverseCiam 3 роки тому +3

    জীবনের প্রতিটা মুহূর্তে তাঁকেই স্মরণ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন

  • @amirulislamshahin2818
    @amirulislamshahin2818 3 роки тому

    আমার সবচাইতে ভালো লাগলো কথাটা,,,, যেইটা করবো ভালোভাবে করবো না হলে করবোনা

  • @salmapanna8867
    @salmapanna8867 3 роки тому

    Onek shundor extremely excellent
    ami jei bhashaye boli na keno taw
    mone hocche komi hoy ba hobe r
    ek kothaye ami mukhdho life ta tu
    thik amoni hua uchit tai noy ki......?
    unar aije zibon bitantu theke onek
    kichu shikhar ache unar jonne dua
    salam r shubhokamona roilo amin

  • @shakilaasha2501
    @shakilaasha2501 3 роки тому +3

    কিবরিয়া ভাই, এমন সংগ্রামী নারীদের গল্প আরো শুনতে চাই......

  • @abukalam2256
    @abukalam2256 3 роки тому +37

    আল্লাহ আমাদের করোনা থেকে মুক্তি দিন

  • @saymaskitchen2276
    @saymaskitchen2276 3 роки тому +54

    সংসার সুখের হয় রমনীর গুনে,
    গুণবতী পতি যদি থাকে তার সনে।
    দুজন দুজনকে বুঝতে পরলে আর কি চাই।

  • @junakijunaki4638
    @junakijunaki4638 3 роки тому +1

    khob bhalo legeche..ahshan vaike onek thanks

  • @worldofhasi1999
    @worldofhasi1999 3 роки тому +2

    Shahida apur kase sejesilam😍onnek valo makeup artist love you apu❤❤❤

  • @tarekhasan8093
    @tarekhasan8093 3 роки тому +42

    Main Story starts at 37:20....

  • @monirayeasmin2612
    @monirayeasmin2612 3 роки тому +5

    আলহামদুলিল্লাহ।
    সম্পর্ক এমনই হওয়া দরকার ❤️

  • @MdBabul-vp5qo
    @MdBabul-vp5qo 3 роки тому +1

    Kub sondor laglo. Form Malaysia

  • @BdpawerTiktok
    @BdpawerTiktok 3 роки тому +48

    আল্লাহ আমাদের করোনা থেকে মুক্তি দান করুক,আমিন

  • @samfahad8369
    @samfahad8369 2 роки тому +1

    অনেক ভাল স্বামী আছে যারা স্ত্রী কর্তৃক হতাশ, হাজার বার চেষ্টা করেও কোন পরিবর্তন মানে স্বামী সাধনা ও উন্নত মনমানসিতকতা বুঝার কোন চেষ্টাও করেনা, স্বামীর অর্থ নৈতিক জীবন, সম্মান উল্টোপাল্টা করে দিচ্ছে,

  • @shirina209
    @shirina209 2 роки тому

    আপু আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগলো এরকম জীবনে আমাদের যদি আসতে একটু দোয়া করবেন

  • @fionamirza9336
    @fionamirza9336 3 роки тому +15

    Ma Sha Allah and congratulations. Very inspiring story. Best wishes to the lovely couple

  • @kakaliram1697
    @kakaliram1697 3 роки тому +1

    Bison Valo laglo 👍👍👍🙏🙏🙏

  • @smmalim
    @smmalim 3 роки тому +10

    শ্রদ্ধেয় কিবরিয়া ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলি, ভিডিও গুলো একটু শর্ট হলে ভালো হয়।

  • @nusratjahanahmad
    @nusratjahanahmad 3 роки тому +1

    অপুর্ব, অসাধারণ! অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা; আপা ও ভাই দুজন এর জন্যে 💐💝

  • @prodipkanti73
    @prodipkanti73 3 роки тому +4

    অসম্ভব সুন্দর লাগলো কথাগুলো।

  • @nilheartnasrin4985
    @nilheartnasrin4985 3 роки тому +53

    I wish পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ যেন ভালো এবং সুস্থ রাখে

  • @rashedahaque5561
    @rashedahaque5561 3 роки тому +75

    সংসার সুকের হয় রমনির গুনে, গুনোবান পতি যদি তাকে তার সুনে.

    • @maryhowlader3919
      @maryhowlader3919 3 роки тому +3

      রাইট, একজন সপোটিং দরকার।
      না হলে এগিয়ে যাওয়া যায় না।
      আমি সেটা উপলব্ধি করি।
      তবে ভেরি গুড।
      ভাল থাকুন

    • @snrakhi1586
      @snrakhi1586 3 роки тому

      সংসার সুখের হয় দু'জনের গুণে

  • @mijanurrahman8257
    @mijanurrahman8257 3 роки тому +9

    এই ম্যাডামের হাসবেন্ড এমন একটা মানুষ, আমার কাছে মনে হয় যে, কেউ যদি তার কাছে কোন হেল্প চায় সেটা যেকোন ধরনের ভালো কোন হেল্প, তাহলে আমার মনে হয় তার শেষ নিঃশ্বাস বের হচ্ছে সে সময় ও সে চেষ্টা করে তার কোন উপকার করতে পারি কিনা। এরকম লোক আমার জীবনে খুব কম দেখেছি। আল্লাহ তার লাইফটা সুন্দর করে দিক।

  • @bratatichatterjee9239
    @bratatichatterjee9239 3 роки тому

    এই আলোচনা টা দেখে আমার খুব ই ভালো লাগল এগিয়ে যান

  • @tandrasinha6987
    @tandrasinha6987 3 роки тому +5

    Inspired a lot... Best wishes for Shahida apu

  • @sabinabegum6941
    @sabinabegum6941 3 роки тому +3

    I am form india Assam kub valo laglo

  • @bangalirrannabanna8532
    @bangalirrannabanna8532 3 роки тому +3

    Khub valo laglo onek moner jor baria dilo apaner golpe

  • @syedavideos3672
    @syedavideos3672 3 місяці тому

    Echa thakle sob kora sombob♥️♥️♥️

  • @mahboobthoughts1437
    @mahboobthoughts1437 3 роки тому +3

    আলহামদুলিল্লাহ,খুব ভালো লাগছে উনাদের সব কিছু এত সাক্সেস্ফুল,আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু মনে করবেন না, ভাইয়া উনাদের ৫ ওয়াক্ত নামাজ আদায় করে থাকলে আলহামদুলিল্লাহ,তবে যদি না করেন তাহলে বল্বো কাচকলা......।ধন্যবাদ

  • @Anime_Fatin
    @Anime_Fatin 3 роки тому +25

    একটি প্রশ্নই আপুর কাছে ইসলাম থেকে অনেক দূরে। কষ্ট পেলাম। কবরের প্রশ্নগুলোর কথা মনে পরে।

    • @mohamedharun4996
      @mohamedharun4996 3 роки тому

      Fatima khatun assalamu alaikum, apu apna k hajar salut

  • @uniquebdbyopshora
    @uniquebdbyopshora 3 роки тому

    Golpo ta onik valo laglo

  • @jannatiowasimamim6660
    @jannatiowasimamim6660 3 роки тому +8

    I have almost everything similar with this apu about our growing up nd thinking. I can relate with
    her so much

  • @mahbubayasmin4673
    @mahbubayasmin4673 3 роки тому +2

    তোমার জন্য রইল শুভকামনা। তুমি আরও উৎসাহ ব্যান্জক কথা বলবে এ জেনারেশান এর মেয়েদের কে।

  • @atiqurrahman8529
    @atiqurrahman8529 3 роки тому

    Kibria vai somajer jonnoi asole ei programs kore jacche...somaj jeno eikhan teke kichu shikhe.....government er uchit kibria vai k award dewa...

  • @senseofislam9222
    @senseofislam9222 2 роки тому

    Kebria RJ vai apnar life er golpo shunte chai

  • @rajanyshasan3298
    @rajanyshasan3298 3 роки тому +1

    এমন শাশুড়ি ও বর পাওয়া খুব ভাগ্যের ব্যাপার

  • @sharminsheikh3949
    @sharminsheikh3949 3 роки тому

    Ami apur kas theke onek onuprerona pelam sotti osadharon story

  • @tanjiabubly2774
    @tanjiabubly2774 6 місяців тому

    ভালো লাগসে ❤

  • @rakheeroyallabout
    @rakheeroyallabout 3 роки тому

    Khub inspiring akta video. Darun laglo

  • @fuaratv5981
    @fuaratv5981 3 роки тому +3

    জীবন যুদ্ধ আমি ও করছি কিন্তু আমার স্বামী প্রতিটা কাজে আমাকে বাধা দিয়েছে।তার পরও আমি হারি নাই

  • @beastgaming-mx5jv
    @beastgaming-mx5jv 3 роки тому +3

    Kibriya vai darite apnake mashaallah sondor lagse