Laptop power on but No display problem || Black Screen || bangla tips & tricks নিজেই সার্ভিস করুন।

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Hlw viewers,
    আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহী মহিউদ্দীন---
    আজকের আলোচনার বিষয় হচ্ছে---
    Laptop power on but No display problem || Black Screen || bangla tips & tricks নিজেই সার্ভিস করুন।
    আরো দেখতে পারেন ....... নিচের লিংকে ক্লিক করে কিংবা আমাদের চ্যানেল থেকে
    পুরাতন ল্যাপটপ কেনার আগেই দেখুন .....
    • 10 Things To Check Bef...
    ল্যাপটপ চার্জ দেয়ার সঠিক ও নিরাপদ নিয়ম জানুন ...
    www.youtube.co....
    ল্যাপটপ ঠান্ডা রাখার সঠিক নিয়ম
    • How to solve laptop ov...
    for another video -- bijoy 52 for windows 10
    www.youtube.co....
    for another video --- how to make bootable pendrive
    www.youtube.co....
    for another video --- how to fix Photoshop error
    www.youtube.co....
    আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।
    এছাড়াও আমাদের ফেজবুক পেইজে লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন।
    fb page link: / mtechcarebd
    mtechcare, overheat, laptop heat
    #poweronnodisplay
    #laptopblackscreen​
    #laptophomesolution
    #banglatutorial

КОМЕНТАРІ • 110

  • @MahmudalHoqueJihad
    @MahmudalHoqueJihad Рік тому +6

    আমার laptop সুইচ টিপলে পাওয়ার বার্টন জ্বলে প্রতিবার। কিন্তু সহজে অন হয়না। অনেকবার টিপবার পর হঠাৎ করে অন হয়। করণীয় কী!!

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      আপনার ল্যাপটের পাওয়ার বাটন দেখা যায় এমন ছবি দিন এবং মডেল নাম্বার।

    • @prolladroy995
      @prolladroy995 Рік тому

      ভাই আপনার সমস্যা কেমনে সমাধান করছেন

    • @prolladroy995
      @prolladroy995 Рік тому

      ​@@mu_ahmedভাই আপনি সমাধান দিতে পারবেন কি

    • @mamunahmed.3364
      @mamunahmed.3364 9 місяців тому

      Vaiya apnar laptops er problem ta ki thik hoyese?

  • @yousufarafat4730
    @yousufarafat4730 20 днів тому +1

    আমার ল্যাপটপে উইন্ডোজ দিচ্ছিলাম এমন সময় স্ক্রীন ব্ল্যাক হয়ে ছিল কিন্তু ডিসপ্লে তে লাইট ছিল পরে আমি পাওয়ার বাটন চেপে অফ করলে পরে আর ডিসপ্লে আসছে না কোনো লাইট ও জ্বলছে না। এখন আমি ram ক্লিন করেছি তাই হচ্ছে না এইটা কি বায়োস এর প্রবলেম হতে পারে? এখন আমার কি রিপেয়ার সেন্টার ও যাওয়া উচিত?

    • @mu_ahmed
      @mu_ahmed  11 днів тому

      দুঃখিত সময়মত উত্তর দিতে পারিনি। আপনি এখনো কোনো তথ্য জানতে চাইলে যোগাযোগ করুন 01732345112

  • @RjSakib116
    @RjSakib116 9 місяців тому +1

    ভাই একটা বিষয়ের উপর ভিডিও বানালে খুব খুশি হতাম লেপটপ অন হচ্ছে কিন্তু windos এ টিপ দিলেই কালো হয়ে যাচ্ছে windows এর ভিতর ঢুকছে না আবার ২০সেকেন্ড পরেই ইস্কিন আসতেছে কিন্তু windos টিপ দিলেই কালো হয়ে যাচ্ছে 😅

  • @tanvir1524
    @tanvir1524 5 місяців тому +1

    Thank you brother 🖤🖤

    • @mu_ahmed
      @mu_ahmed  5 місяців тому

      Always welcome..... 💐❤️

  • @salmaakter295
    @salmaakter295 Рік тому +2

    ভাইয়ার রাতে ইউজ করে ঘুমানোর পর সকালে ওঠে দেখি হঠাৎ করে আমার ল্যাপটপ অন হচ্ছে বাট ডিসপ্লে আসছে না। আমার ল্যাপটপ Core i3. 6 generation. র‌্যাম + ব্যাটারী ফিক্স✔

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      Force shutdown করার পর পাওয়ার বাটন ১০ সেকেন্ডের মত চেপে রাখুন। তারপর যথারীতি চালু করেন। পরবর্তী আপডেট জানাবেন।

    • @nurulhudasadi
      @nurulhudasadi Рік тому

      @@mu_ahmed
      অন হচ্ছে না ভাইজান

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      @@nurulhudasadi Call me please 01732345112

  • @rahmanahh3846
    @rahmanahh3846 Рік тому +1

    Thank you brother

  • @prokashnandi1500
    @prokashnandi1500 2 роки тому +2

    Nice sir

  • @sadekulislam8739
    @sadekulislam8739 Місяць тому +1

    very nice video

    • @mu_ahmed
      @mu_ahmed  Місяць тому

      Thanks a lot ❤️

  • @mysteriesworld3526
    @mysteriesworld3526 Рік тому +2

    Vai amr laptop tar screen white hya aca but kno clour ba lekha astaca na , akhn amr ki koronio plz reply deban ....

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      এই সমস্যা অনেক গুলো কারণে হতে পারে। ১. ডিসপ্লে রিবনে ময়লা বা লুস কানেকশন,২. ডিসপ্লে ড্যামেজ বা ডিসপ্লে সিগন্যাল লস্ট, ৩. প্রসেসর ফিল্টার ডিস্টার্বেন্স ইত্যাদি। নিজের যথেষ্ট টুলস এবং ইলেকট্রনিকস নলেজ না থাকলে ঝুঁকি নিবেন না। নিকটস্থ সার্ভিস সেন্টার থেকে পরামর্শ নিন। ধন্যবাদ

  • @fahmidahasan7423
    @fahmidahasan7423 17 днів тому

    Vaiya amr o same problem chilo servicing e niye jaur por laptop er keyboard disconnect kore diche and extra keyboard or Mouse use
    korte bolche. Then keyboard mouse kine use kortechi. Ete ki kono problem hobe?
    Jini thik kore diche bolche je keyboard theke short circuit hoye display astona. Eijnno disconnect kora chara upai nei.

    • @mu_ahmed
      @mu_ahmed  14 днів тому

      উনি ঠিকই বলেছেন, এবং ঠিক কাজ করেছেন

  • @helalbac
    @helalbac 2 роки тому +1

    Acer Aspire E1-571
    HDD: 320 GB, Ram: 4GB
    OS: Microsoft Windows 10 Pro
    সমস্যাঃ
    কিছু দিন ধরে কম্পিউটারে কাজ করার সময় মাঝে মাঝে স্ক্রিন কালো হয় যায়। তখন কোন কাজ করা যায় না এবং পাওয়ার সুইচও কাজ করে না ব্যাটারি খুলে বন্ধ করতে হয়।

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      রেম ঘটিত সমস্যা হতে পারে। সুযোগ থাকলে পরিবর্তন করে দেখেন। ভালো কোনো সার্ভিস সেন্টারে গিয়েও বিষয়টি চেক করাতে পারবেন। প্রয়োজনে ০১৭৩২৩৪৫১১২

  • @kamaluddin001
    @kamaluddin001 18 днів тому

    ভাই, আমার লেপটপ ইউটিউবে নিউজ দেখার সময় হঠাৎ ডিসপ্লে অফ হয়ে যায় কিন্তু ভিডিও এর অডিও সাউন্ড চালু আছে। তাছাড়া লেপটপে Whatsapp কানেক্ট করা আছে whatsapp এ ফোন দিলে লেপটপে ফোন বাজে কিন্তু ডিসপ্লে একেবারে অফ হয়ে আছে। রেম খুলে পরিস্কার করে লাগাইছি কিন্তু ডিসপ্লে সেইম আগের মতোই। এর কারন কি?

    • @mu_ahmed
      @mu_ahmed  14 днів тому

      এটি রেমের কারণে অন্তত নয়। সাধারণত ডিসপ্লে সাপ্লাই ভোল্টেজ ইস্যু কিংবা ডিসপ্লে সার্কিটে সমস্যা

  • @ummayhoney2083
    @ummayhoney2083 2 роки тому +1

    thank you vi ami fol paichi

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      আপনাকেও ধন্যবাদ ভাই 💐❣️💐

  • @SKS7522
    @SKS7522 2 місяці тому +1

    আমার ল্যাপটপ অন করতে গেলে ল্যাপটপ এ একধরণের আওয়াজ হয় ও ডিসপ্লে আসে না। কি কারণ এ এমনটি হতে পারে?

    • @mu_ahmed
      @mu_ahmed  2 місяці тому

      সাধারণত রেম লুস কানেকশন বা সংশ্লিষ্ট সমস্যা। দ্বিতীয়ত বায়োস রিলেটেড ইস্যু ও পর্যায়ক্রমে মাদারবোর্ড চেক করতে হবে

  • @Professional-Photo-Editor
    @Professional-Photo-Editor 2 роки тому +2

    Thanks vai

  • @insta3690
    @insta3690 Рік тому +1

    আমার ল্যাপটপটা বিগত ৬ - ৮ হলো বন্ধ অবস্থায় রয়েছে । কোন সমস্যা ছিল না।
    আজ ল্যাপটপটা অন করতে চাইলে অন হয়না । কি হয়েছে বুঝতে পারতেছিনা । এখন কি‌‌ করলে ঠিক হবে ।

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому +1

      সম্ভাব্য সুযোগ থাকলে ব্যাটারি খুলে রেখে এক ঘন্টা পর চার্জার দিয়ে চালু করার চেষ্টা করেন। আর যদি ফিক্স ব্যাটারি হয় যেটা সহজে খোলা যায় না বডি না খুলে। তবে চার্জার খুলে পাওয়ার বাটন একসাথে 15 সেকেন্ডের মত চেপে ধরে রাখবেন, এরপর চার্জার লাগিয়ে চালু করার চেষ্টা করেন

    • @mkrupee1218
      @mkrupee1218 Рік тому

      Thanks vaiya apnar kotha moto khaj korece

  • @SumonAhmed-bo1te
    @SumonAhmed-bo1te 2 роки тому +1

    ভাই আমার ল্যাপটপের স্ক্রিন অন্ধকার হয়ে আছে, কিন্তু একেবারে অন্ধকারে দেখলে স্ক্রিনে সব দেখা যায়। মানে ব্রাইটনেস একদম নাই, বাট ডিসপ্লে ঠিক আছে। কিছুদিন আগে ল্যাপটপ এর লিড এ ছোট বাচ্চা উঠে লাফাইসিলো। এর পর থেকেই এই সমস্যা। এটার সমাধান কি?

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      bios এ ঢুকলে কেমন থাকে? লো ব্রাইটনেস এ যেমন থাকতো ঐ রকম নাকি আরো ডার্ক? এগুলো কয়েকটা পয়েন্ট থেকে হতে পারে

  • @mrmilon7817
    @mrmilon7817 2 роки тому +1

    আমার লেপটপে প্রথমে চালু করলে ডিসপ্লে এক বারে সাদা দেখায় আবার অপ করে চালু করলে ঠিক হয়ে যায়। এই ভাবে চলতে চলতে একদিন কিছু ক্ষণ চলার ডিসপ্লে কাপা কাপি করে অপ হয়ে যায়।
    তার পর থেকে আর ডিসপ্লে আর লাইন আছছে না।কি করা যায় একটু বেসিক ধারনা যদি দিতেন।।

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      রেম পরিস্কার করে দেখতে পারেন। পাশাপাশি এস্কট্রা মনিটর কননেক্ট করেও চেক করতে পারবেন। প্রয়োজনে ০১৭৩২৩৪৫১১২

    • @mrmilon7817
      @mrmilon7817 2 роки тому

      @@mu_ahmed ধন্যবাদ ভাই পরামর্শ দেওয়ার জন্য।
      রেম খুলে পরিস্কার করে লাগিয়ে দিসিলাম কিন্তু কাজ হচ্ছে না। অন্য মনিটর দিয়ে চেক করা হয় নাই।

  • @MdRashidulIslamMiraj-
    @MdRashidulIslamMiraj- 2 роки тому +1

    Bhai, sob thik ase but screen flash jalaia dekhte hoy tachara kissu dekha jaynah, flash jaliye shob kora jay. Etar shomadhan ki kindly janaben?

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      01732345112 call me please

  • @shamsulalam8435
    @shamsulalam8435 2 роки тому +1

    vhaea, ami office kaj korar shomoy charger khule laptop open rekhe meeting e jai, 3 hour por eshe dekhi laptop er screen r ashche na. But power open ache. Key board er capslok er light o jle na. Please help

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      Please contact for support 01732-345112

  • @ferdous779
    @ferdous779 Рік тому +1

    Vaiya amr laptop power batton on krer por Dell likha ta ase stop hoiye thke... Screen kalo hoiye stop hoiye thke...kivabe solved krvo

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      অনুগ্রহ করে ফোন করে বিস্তারিত জানান ০১৭৩২৩৪৫১১২

  • @gamingwithrakib4777
    @gamingwithrakib4777 2 роки тому +1

    nice..

  • @shuvosarker3936
    @shuvosarker3936 2 роки тому +1

    Vai amr laptop e light dia dekhle sob dekha jay kintu monitore kono alo nai eta ki monitor nosto hoye gese

  • @mdsultanmahamud2344
    @mdsultanmahamud2344 Рік тому +1

    ভাই আমার ল্যাপটপটা চলতে চলতে প্রায় সময় ডিসপ্লে বাড়ি দিয়ে আবার ডিসপ্লে আসে একটা সাউন্ড করে সেটা হল ইউএসবি কানেক্ট বা ডিসকানেক্ট করলে যে সাউন্ডটা সেটা বোঝা যায় আর কি এখন আমি কি করবো

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      আপনি আপনার ল্যাপটপের গ্রাফিক্স ড্রাইভার নতুন করে ইনিস্টল করুন। আরো প্রয়োজনে ০১৭৩২৩৪৫১১২

  • @ehsanbin9770
    @ehsanbin9770 Рік тому

    ভাই আপনি যেভাবে বলেছেন করেছি, কিন্তু সমস্যা রয়ে গেল। এখন কী করবো।

  • @arikmahmood3927
    @arikmahmood3927 Рік тому +1

    Vaiya amar problem ta ektu sunen plz.Ami laptop on korar por password dauar por laptop ar kichu dekhai na.sudhu casor dekha jai

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      অনুগ্রহ করে আপনার সমস্যার একটি ছোট ক্লিপ ভিডিও হোয়াটসঅ্যাপ এ দিন ০১৭৩২৩৪৫১১২

  • @habibanasrin953
    @habibanasrin953 Рік тому +1

    Bhaiya amr laptop e display asteche na black hoye ache, ki korbo? Capslk e indicator ache

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      sorry for late.....আপনার সমস্যাটা কি সমাধান হয়েছে?

    • @habibanasrin953
      @habibanasrin953 Рік тому

      Na bhaiya, ki korbo bujhtesina

  • @arefintalha6724
    @arefintalha6724 2 роки тому +1

    bhaia amr new laptop. kalke hotat off hoa jai. onk try korci kintu open hoa na. help korle vlo hoito

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      জি ভাই আপনি চাইলে আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন 0173 2345 112

  • @mskhaled6305
    @mskhaled6305 Рік тому +1

    আমার ও একই সমস্যা, আপনি কি করেছেন?

  • @tajiyakhatun7923
    @tajiyakhatun7923 2 роки тому +1

    Password change korte giye puro off hyegiyeye laptop ar khul6ena. Please help me.

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      Battery খুলে রেখে, চার্জার ছাড়া শুধু পাওয়ার বাটন চেপে রাখুন ১৫ সেকেন্ড। তারপর যথারীতি চার্জার লাগিয়ে অন করুন। না হলে ০১৭৩২৩৪৫১১২ যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ

  • @munawarmahtab2948
    @munawarmahtab2948 6 місяців тому +2

    স্কিনের লাইট মারলে স্ক্রিন দেখা যায়।

  • @letsdosomethingunique9820
    @letsdosomethingunique9820 Рік тому +1

    আমার ল্যাপটোপে স্ক্রিন অন্ধকার হয়ে আছে। কিন্তু কার্সর দেখাচ্ছে। এটা কি করবো

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      প্রথম কাজ হলো Bios setup এ কেমন হয় দেখুন। প্রয়োজনে একস্ট্রা মনিটরের সাহায্য নিন। তারপর ব্রাইটনেস বাড়ানো কিংবা গ্রাফিকস ড্রাইভার নতুন করে সেটাপ দিয়ে দেখতে পারেন। আরো প্রয়োজন হলে ০১৭৩২৩৪৫১১২

  • @md.ariyanislamriaz9302
    @md.ariyanislamriaz9302 Рік тому +1

    ভাই আমার ল্যাপটপের ডিসপ্লে আসে কিন্তু কোনো সপ্টার আসতাছে না কেন?

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      Sorry for late... অপারেটিং সিস্টেমের সমস্যার কারণে এমনটা হতে পারে। সমাধান না হলে জানাবেন

    • @prolladroy995
      @prolladroy995 Рік тому

      ​@@mu_ahmedভাই আপনার ফোন নাম্বার,,,,,,,সেম সমস্যা আমার ও

  • @salehahmed5856
    @salehahmed5856 2 роки тому

    vaiah amr laptop ayr power on korly black screen hoiah thaky r ayk pasy disk error lykha taky...

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      হার্ড ডিস্ক রিলেটেড ইসু

  • @marufhasantonmoy3534
    @marufhasantonmoy3534 2 роки тому +1

    আমার ল্যাপটপ ভালোই চলতেছিলো।
    হঠাৎ কিছুদিন না চালানোর ফলে। একদিন অন করতে গিয়ে দেখি ল্যাপটপ অন হয় না। চার্জিং পয়েন্ট এ চার্জার লাগালেও সাদা আলো জ্বলে।
    এরকম হওয়ার কারণে ১ মাস চালায় নি। বন্ধ ছিলো।
    হঠাৎ আজকে চার্জে দিয়ে পাওয়ার অন করলাম দেখি সবই চললো ভালভাবে।
    আবার বন্ধ করে রাখলাম।পুনারায় আর চালু হচ্ছে না।
    চার্জারও সংযোগ পাচ্ছে না।
    তাহলে সমস্যা কি ভাইয়া। একটু বলবেন।
    খুব উপকার হতো

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      Contact 01732345112

  • @munawarmahtab2948
    @munawarmahtab2948 6 місяців тому

    সালামালাইকুম ভাই। ভাই আমার এইচপি ল্যাপটপ নোট 840 ব্লাক স্ক্রিন কোনভাবেই আসতেছেনা। একটু হেল্প চাই।

    • @user-bz8pm5xf3g
      @user-bz8pm5xf3g 6 місяців тому +1

      ভাই অন হইছে?? আপনার ল্যাপটপ

    • @mu_ahmed
      @mu_ahmed  4 місяці тому

      Thx for contact

  • @thediaryofomi4880
    @thediaryofomi4880 2 роки тому +1

    মাইক্রোসফট থেকে উইন্ডোজ দিছিলাম,, পোডাক্ট কি ছাড়া,,এই জন্য পোডাক্ট কি চাচ্ছিল।তারপর উইন্ডোজ ট্রাবোলসুট অপশন ক্লিক করি তারপর থেকেই ডিসপ্লে ব্লাক হয়ে গেছে,,ডিসপ্লে পাওয়ার আসে কিন্তু স্কিন ব্লাক।বুজতেছিনা কি প্রব্লেম হয়েছে,,

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      এধরনের সমস্যায় নতুন করে উইন্ডোজ দিতে হয় (জেনুইন প্রোডাক্ট কি বা লাইসেন্স না থাকলে)

    • @thediaryofomi4880
      @thediaryofomi4880 2 роки тому

      যেহেতু ডিসপ্লে ব্লাক সেহেতু অন্য ডিভাইসের মাধ্যমে উইন্ডোজ দিতে হবে নাকি?

  • @al-aminsardar4829
    @al-aminsardar4829 11 місяців тому +1

    Ram Clean koreo open hosse na?

    • @mu_ahmed
      @mu_ahmed  11 місяців тому

      Ram clean এর পর না হলে সুযোগ থাকলে অন্য একটি Ram দিয়ে চেষ্টা করুন। সম্ভব না হলে সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ

  • @tamannarashid521
    @tamannarashid521 2 роки тому +1

    Vai amr laptop open hosse na change dilam pura tarporo open hosse na

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      স্বাভাবিক অবস্থায় যেমন চার্জ হতো, এখনো তেমনি হয়? নাকি কোনো পরিবর্তন আছে? আরো প্রয়োজনে ০১৭৩২৩৪৫১১২

  • @tanisa112
    @tanisa112 2 роки тому

    Laptoper power on kinto display astca na...power on krla read light jola ki krbo ekn

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      Ram issue হতে পারে। ওয়ারেন্টি থাকলেতো অবশ্যই কোম্পানির কাছে যাবেন। আর না থাকলে নিকটস্থ সার্ভিস সেন্টারে যাওয়া উচিত। ধন্যবাদ

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      আর যদি নিজে রেম পরিস্কার করে দেখতে চান, তাও সম্ভব....

  • @dipankarchowdhury9760
    @dipankarchowdhury9760 2 роки тому

    Dada Amar Dell latitude E 5550 modele laptops extranal monitor lagiye chalachhi, but 30minit cholar pore display chole jachhe ki problem

  • @mdmainuddin4333
    @mdmainuddin4333 Рік тому +1

    আমার লাপটপ চালু কোরলে বিভিন্ন রকমের রং বেরং এর রেখা আসে এর কারন কি

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      এটা সাধারণত ডিসপ্লে সমস্যা থেকে হয়ে থাকে। এছাড়াও রেম কিংবা গ্রাফিক্স সমস্যা থেকেও এমন হতে পারে।

  • @jisanshikdar4704
    @jisanshikdar4704 Рік тому

    ভাইয়া রাম পরিষ্কার করেছি কিন্তু ডিসপ্লে একই অবস্থায় আছে

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। মোবাইলে যেভাবে পরামর্শ দেয়া হয়েছে, সেভাবে কাজ করুন

  • @hafeznayem
    @hafeznayem 2 роки тому +1

    আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      ০১৭৩২৩৪৫১১২

  • @extrahackerchowdhury9313
    @extrahackerchowdhury9313 2 роки тому

    দাদা আমার স্কুলের লেপটপের ডিসপ্লে কিছু অংশ কালো হয়ে গেছে কি করব

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      Change করতে হবে

  • @KamalHasan-gl8bw
    @KamalHasan-gl8bw Рік тому

    আমার ল্যাপটপ অন হয় কিন্তু পাসওয়াড দিতে পারছি না এখন কি করবো

  • @LxZepu
    @LxZepu Місяць тому

    ভাই,,আমার,,ল্যাপটপ,,টা,,কয়,,মাস,,বন্ধ,, ছিলো,,,এখন,,,আর,,,ON,,,হয়,,না😂😂😂,,কেন

    • @mu_ahmed
      @mu_ahmed  Місяць тому

      বন্ধ করে ৮ ঘন্টা চার্জ দিয়ে দেখেন কিংবা ব্যাটরি খুলে শুধু চার্জার দিয়ে ট্রাই করুন। পরবর্তী পদক্ষেপের জন্য সার্ভিস সেন্টারে নিতে হবে

  • @sabinayesmin4325
    @sabinayesmin4325 Рік тому

    Amar laptop power button on hoy display Ashe na caps lock ki alo up Down kre plz comments reply

    • @mu_ahmed
      @mu_ahmed  Рік тому

      আপনার ল্যাপটপের bios সমস্যা হয়ে থাকবে। আপনি বিস্তারিত জানতে কল করুন 01732345112

  • @user-ot1sr5bb4j
    @user-ot1sr5bb4j 5 днів тому

    লেপটপ on আছে কিন্তু ডিসপ্লে আসেনা 🙏

    • @mu_ahmed
      @mu_ahmed  4 години тому

      Sorry, ত্রাণ সংক্রান্ত কাজে ব্যস্ত ছিলাম। এখনো সমস্যা থাকলে অনুগ্রহ করে যোগাযোগ করুনঃ 01732345112

  • @ashrafulalam5165
    @ashrafulalam5165 2 роки тому

    ROM=?

    • @mu_ahmed
      @mu_ahmed  2 роки тому

      ROM= Read Only Memory.... Thx

  • @abdullahkhan-sz6pd
    @abdullahkhan-sz6pd Рік тому

    ভাইয়া আপনার ফোন নাম্বার টা লাগবে

  • @freelancingtravels
    @freelancingtravels 4 місяці тому +1

    Vai please apnar help ar poyujon, amar leptop ar pan chole abon on hoy but display on hoy na ar karon ta ki aktu please janaben.... Opekkay roilam

    • @mu_ahmed
      @mu_ahmed  4 місяці тому +2

      আমি ইন্ডিয়া আছি, 01732345112 আমার এই নাম্বারে Whatsapp আছে। যোগাযোগ করুন