Це відео не доступне.
Перепрошуємо.

৫১ বছরের ঐতিহ্যবাহী ঝুনু পোলাও ঘর; অতি সুস্বাদ নাকি অতি বিস্বাদ? Jhunu Polao Ghar | Khai-Dai

Поділитися
Вставка
  • Опубліковано 28 бер 2021
  • ঝুনু পোলাও ঘর
    দাম: হাফ ১২০ টাকা; ডাবল মুরগীর পিস দিয়ে ১৬৫ টাকা; স্পেশাল প্লেট ২৪০ টাকা (২০২১ সালের মার্চ মাসের দাম)
    ঠিকানা: ১১ নারিন্দা, (বিনোদ বিবি মসজিদ আর পুলিশ ফাঁড়ির মধ্যবর্তী স্থান), ঢাকা-১২০৩
    গুগল ম্যাপ: goo.gl/maps/3m...
    দোকান সময়সূচী: দূপুর ২টা হতে শুরু, (আমরা অবশ্য সোয়া বারোটায় খোলা পেয়েছি) সর্বোচ্চ রাত ১০টা পর্যন্ত খোলা।
    ধরন: ঝোলবিহীন ডিম দিয়ে মুরগীর পোলাও। সাথে সালাদ পরিবেশিত হয়।
    যারা অতিরিক্ত তেল পছন্দ করেন না তাদের জন্যে আদর্শ, আদি ঢাকার বাসা-বাড়িতে যেভাবে রান্না হত তেমন রান্না।
    অন্যান্য: কাশ্মিরী ফিরনী
    Please Subscribe for more Videos:
    / khaidaicombd
    Like us on Facebook:
    / khaidaibd
    Join our Facebook Group
    / khaidaibd
    Bangladesh might be a small country, but it has wide variety of foods in different regions. khai-dai.com solely focuses on exploring the different cuisines around Bangladesh.
    Join us on adventures discovering off-beat destinations around the country while trying to eat everything in site! You’ll find street food videos, restaurant reviews as well as essence of local Bengali cuisines.
    We live to eat, and we know you do too! We love eating street foods and culinary treats while learning about the different cultures!
    New videos are posted every week, so make sure to subscribe so you don't miss a video.
    #KhaiDai
    #FoodReview
    #MeghnaTV
    #FoodVlog

КОМЕНТАРІ • 243

  • @shirinakter8611
    @shirinakter8611 3 роки тому +26

    কঠিন রেটিং
    ভালো লাগলো খুব।
    এতটা ভেবে কেউ রেট করে না।
    দ্যাটস গুড 🙂🙂

  • @kobirajim4047
    @kobirajim4047 3 роки тому +17

    নিজের মহল্লাহ বলে বলছিনা,,,
    সত্যি ঝুনুর পোলাও অনেক টেস্টি।

  • @saikatchowdhury7376
    @saikatchowdhury7376 3 роки тому +6

    স্বাদের ব্যাপারে আপনার সাথে আমার অদ্ভুত রকম মিল। এক মায়ের রান্না খেয়ে আমরা বড় হইনি, কিন্তু আপনার খাবার রুচি-স্বাদের ব্যাপারে মতামত সব কিছুর সাথে আমি একাত্মতা পোষণ করতে পারি।

  • @bridgetdrozario6734
    @bridgetdrozario6734 3 роки тому +7

    অনেক বৎসর আগে আমরা নারিন্দা গুরুদাস সরকার লেনে থাকতাম তখন খুব খেতাম । অনেক বছর ওদিকে যাওয়া হয় না খাওয়াও হয় না । খুব মিস করি ।

  • @akashmolla6534
    @akashmolla6534 3 роки тому +8

    আপনার রিভিউ দেওয়ার সততাটা ভালো লাগে ভাই
    আর আমি মনে করি এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে এখন পর্যন্ত 🙂🤗

  • @hungerpain942
    @hungerpain942 3 роки тому +23

    এত পুরনো ঐতিহ্যবাহী বিরিয়ানি 😱❤️

  • @mahmudrahman3906
    @mahmudrahman3906 3 роки тому +27

    খালেদ ভাই, আমি চট্টগ্রাম থেকে গিয়ে খেয়ে আসলাম, অসাধারণ।
    এক কথায় জাকে বলে সিম্পল এর ভেতর গরজিয়াস !

    • @tarekfazer6594
      @tarekfazer6594 3 роки тому +1

      আপনি চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন বিরিয়ানি খাবার জন্য?

    • @mahmudrahman3906
      @mahmudrahman3906 3 роки тому

      @@tarekfazer6594 জি বিশ্বাস না হবার ই কথা,

    • @tarekfazer6594
      @tarekfazer6594 3 роки тому +2

      @@mahmudrahman3906 মাশা-আল্লাহ.
      ভাই আপনাকে নিয়েই একটা ভ্লগ করা উচিত। আপনিও তাহলে বিরিয়ানি খোর 🤣🤣

  • @nayansiddique9224
    @nayansiddique9224 3 роки тому +15

    এইটা আমার টেস্ট বাডে ৯ পাবে,, এইগুলা হচ্ছে অথেনটিক বিরানি,, মশলাদার গুলা হাইব্রিড বিরানি।

  • @paradoxicalhimu
    @paradoxicalhimu 3 роки тому +29

    পাশের দোকানের লাচ্ছি আর টক দই এর শরবত টা পারলে কোন একদিন খেয়ে দেইখেন নিরাশ হবেন না ইন্স আল্লাহ

  • @joyghosh2148
    @joyghosh2148 3 роки тому +5

    ঝুনুর পোলাও খেতে অনেক ভাল। মান সম্পন্ন এবং যারা মসলা জাতীয় খাবার কম খেয়ে থাকেন তাদের জন্য এটা অতুলনীয়। খাবার অনু্যায়ী দাম একটু বেশী মনে হলেও মাথায় রাখতে হবে তারা দেশী মুরগীর মাংস এবং ডিম দিয়ে রান্না করে। আর বর্তমান বাজারে জিনিসের যে দাম সেখানে খাবারের মান ধরে রাখা খুবই কঠিন। তবে দাম অনুযায়ী তাদের মুরগী মাংসের সাইজ আরেকটু বড় রাখলে ভাল হত।

  • @taehyungsqueen3987
    @taehyungsqueen3987 3 роки тому +1

    Aita boishishthoi holo ata khub simple shad.

  • @optimisticshohag6583
    @optimisticshohag6583 3 роки тому +4

    একজন মার্জিত ও রুচিশীল ফুড ব্লগার💟

  • @vibrantnature661
    @vibrantnature661 3 роки тому +9

    ভাইয়ের টি শার্ট টা খুব সুন্দর৷

  • @abdulmohyemanrashid9503
    @abdulmohyemanrashid9503 3 роки тому +2

    আপনার উপস্থাপন কৌশলটা বেশ অসাধারণ|কোনো কথাতেই বাড়াবাড়ি ভাবটা থাকে না|বরং আপনি সব কথাতেই মধ্যপন্থা অবলম্বন করেন|এইটাই বেশ ভালো লাগার বিষয়|আশা করি এইভাবেই চালিয়ে যাবেন,ইনশাল্লাহ|🙂

  • @shoaibmohammad6716
    @shoaibmohammad6716 3 роки тому +3

    অনেক তো শো হলো, এবার ওয়েস্টিন, লা মেরিডিয়ান, ঢাকা রিজেন্সি আর প্যান প্যাসিফিকের ফুড রিভিউ চাচ্ছি খালেদ ভাই

  • @ahsanrahman4646
    @ahsanrahman4646 3 роки тому +9

    ঝুনুর পোলাও আমার বাসার পাশেই,জন্মসূত্রে আমি স্থানীয় বাসিন্দা।
    মুখে মুখে এই দোকানের সুনাম হয়েছে,বাস্তবে আমি বলবো আহামরি কিছু নয়।
    আর খাবারের তুলনায় দাম বেশি।
    এর চেয়ে ৮০ টাকার তেহেরী ভালো।

    • @Entertainment-lb5wc
      @Entertainment-lb5wc 3 роки тому

      bhai price kivabe beshi hoy? kachchi bhai or sultan dain a chicken biriyani 240 Taka

  • @tasmiahalam8953
    @tasmiahalam8953 3 роки тому

    আমি আপনার ভিডিওর নতুন এবং বিশাল ভক্ত...এত সুন্দর খাদ্য বিশ্লেষণ!😍 এতদিন অন্যান্য ফুড রিভিউয়ারদের দেখতাম..ইদানিং আপনার রিভিউ দেখছি,এখন তাই আর অন্য কারো রিভিউই ভালো লাগে না..একদম যথার্থ ধারনা পাওয়া যায়..আপনার ভিডিও দেখে সহজেই রেস্টুরেন্ট বাছাই করে ফেলতে পারি..ভাই আপনি খাটি খাদ্যপ্রেমী একদম!😋 আপনার জন্য অনেক শুভকামনা, দ্রুতই যেন আপনার সাবস্ক্রাইবার বেড়ে যেতেই থাকে! 💐🌸

  • @mindisfascinated1293
    @mindisfascinated1293 3 роки тому +1

    I have tested hydarabadi, lakno, delhi, pakistani food but all the best my Dhaka food. Our kacchi, tehari,birani is the world best.

  • @loqmanhossain7600
    @loqmanhossain7600 3 роки тому +2

    জনাব, আপনার কথা গুলো অসাধারণ 👌👌 বিশ্ব নবী সঃ বলেছেন - ইন্না মিনাল বায়ানা লা সিহরিন্ # কিছু লোকের কথায় জাদু আছে,

  • @rafana1306
    @rafana1306 3 роки тому +3

    আমি প্রতিবারই কথার প্রেমে পড়ে যাচ্ছি।

  • @lisakhan2222
    @lisakhan2222 3 роки тому +12

    আমরা প্রতিদিনের কাস্টমার । এই পোলাও প্রতিদিন খেলেও গ্যাসট্রিক বারবেনা ।

  • @marufahmedabir
    @marufahmedabir 3 роки тому +3

    ঝুনুর পাশে যে মহানচাঁদ সুইট আছে তাদের লাচ্ছিটাও বেশ ভালো

  • @MizanurRahman-zz5rk
    @MizanurRahman-zz5rk 3 роки тому +2

    খালিদ ভাইয়ের আজকের টিশার্ট টা দারুন।

  • @tarakhasan6829
    @tarakhasan6829 3 роки тому +5

    ভাই আপনি যে পেইড রিভিও দেন না সেটা আমরা জানি। দোয়া রইলো।

  • @TonoyLetsgo
    @TonoyLetsgo 3 роки тому +5

    আহা কি মজা।।।❤️❤️

  • @doomspike3198
    @doomspike3198 3 роки тому +4

    খাবার স্বাদ হলে যেভাবেই খাওয়া হোক স্বাদ আসবেই আর খাবারে স্বাদ না থাকলে রাজার মতো খেলেও স্বাদ আসবেনা

  • @alnomanshafi7256
    @alnomanshafi7256 3 роки тому

    looking very tasty....dupure emon khabar paile ah....😛😛😛

  • @ChineseDeshiivai
    @ChineseDeshiivai 2 роки тому

    আপনার ফুড রিভিউ খুব ভালোলাগে। এমন সব খাবার দেখে লোভ সামঁলানু মুশকিল। এমন খাবার দেখে আমার বরাবরই খুব খুদা পাই। চীনের পক্ষ থেকে ভালোবাসা ও শুভকামনা সব সময়।

  • @saadbinekram9784
    @saadbinekram9784 3 роки тому +1

    ভাই টার্কিশ ফুড গুলোর রিভিউ দেওয়ার অনুরোধ থাকলো। শেফ টেবিলের ওখানে একটা টার্কিশ রেস্টুরেন্ট আছে আর একটা আছে টার্কিশ বাজার। এরা দুইজনেই অথেনটিক টার্কিশ ফুড সার্ভ করেন বলে ওনারা দাবী করেন।
    আমাদের বাংগালী টেস্টবাডে এসব টার্কিশ খাবার কত টুকু ভালো লাগবে তা জানালে খুব ভালো হতো। অপেক্ষায় রইলাম ভাই।
    অগ্রীম ধন্যবাদ😊😊😊।

  • @traveltutorial5807
    @traveltutorial5807 2 роки тому +1

    স্বাদ ভাল। কিন্তু স্বাদ, পরিবেশ, পরিমান অনিযায়ী দাম অতিরিক্ত। ১৭৫/- টাকা দিয়ে তো গরুর হাফ তেতারী বা খাসীর বিরিয়ানী পাওয়া যাবে। মুরগীও ছোট ছোট পিস। দাম অনুযায়ী পুরোপুরি হতাশ!
    হাফের দাম ১২০/- টাকা জাস্টিফাইড, তাই নট রিকমান্ডেড।

  • @saifullah-gz2qb
    @saifullah-gz2qb 3 роки тому +9

    রায়সাহেব বাজারে হাজী মাখনের বিরিয়ানি ট্রাই করিয়েন

    • @kobirajim4047
      @kobirajim4047 3 роки тому

      কথাটা আমি বলতে চেয়েছিলাম।
      দেখলাম আপনে বলেছেন।তাই আমি বললাম না।

    • @kauser1122
      @kauser1122 3 роки тому

      মাখনের বিরিয়ানির দোকানটাতে কিভাবে যাবো?

    • @kobirajim4047
      @kobirajim4047 3 роки тому

      @@kauser1122 রায়সাবাজার মোড়ে যে কাউকে জিজ্ঞাস করলেই দেখিয়ে দিবে।

  • @tasnimipshita5598
    @tasnimipshita5598 3 роки тому +1

    Amr elaka🤩

  • @shazzadmiah389
    @shazzadmiah389 3 роки тому +1

    Nice food videos brother thanks for your all the nice videos every time from shazzad miah Manchester England

  • @fahmidaakter5461
    @fahmidaakter5461 3 роки тому +2

    Welcome to my area

  • @tawhiedkhan5403
    @tawhiedkhan5403 3 роки тому

    BAI HAJI MAkhon biriani niye akta video upload den . 70 bosorer purono . loction koltabazar or raishaeb bazar

  • @subhankarkarmakar86
    @subhankarkarmakar86 3 роки тому

    Apni khub honest manush ,ami apnar anek purana subscriber ar ami kolkata basi ar ami lakhya karechi amader ekhane food vlogger almost sabai paid reviewi kare .kono outlet theke vloggerder dake ar onara tar promotion kare,jeman ekta nam balchi gypsy bong.apni jeta satti setai balen ar se karanei amra sabai apnake eto bhalobasi

  • @pinkhotlolly
    @pinkhotlolly 3 роки тому +1

    Review 8.25.....for sure....plain polaw is always best 💕💕💕 💯

  • @mdismam2312
    @mdismam2312 Рік тому +1

    আজ খেতে গিয়েছিলাম পুরাই হতাশ, হাফ প্লেট পোলাও এর দাম ১৭৫ টাকা, এক টা ডিম আর ঝোল রসহীন এক টুকরা হাড্ডিসার মাংসের টুকরা, দেশি তো জিবনেও না, লাল ক্রস রোস্ট এর মুরগী এটা।আমি নিজে এর চেয়ে ভালো রোস্ট পোলাউ রান্না করি

  • @sakibagro7373
    @sakibagro7373 3 роки тому

    Nice

  • @ridiafrida9320
    @ridiafrida9320 Рік тому

    ঝুনুর পোলাও আমার খুব পছন্দ। শুকনা শুকনা তাই সবার ভালো লাগবে না।কিন্তু খেলে এসিডিটি হয় না। চালের স্বাদ টা ভাল লাগে খুব ❤

  • @mrlogic873
    @mrlogic873 3 роки тому

    ami birani te tel posondo kori na... wow atodin por mone holo ekhane jete hobe.thanks as always khaled bro

  • @ssbabu7040
    @ssbabu7040 3 роки тому

    Dekhtei khub delicious lagche vai 😋😋😋

  • @jooldighi884
    @jooldighi884 3 роки тому +1

    Nicee review.

  • @mohammadbadshakhan4671
    @mohammadbadshakhan4671 3 роки тому +2

    আমার বাসাও নারিন্দা। ব‍্যক্তিগতভাবে আমার কাছে কেন যেন তেমন ভালো লাগেনি। একবার নাম হয়ে গেলে যা হয় আরকি😑

  • @sarkersabbirhosen1689
    @sarkersabbirhosen1689 3 роки тому +1

    সুন্দর রিভিউ

  • @MizanurRahman-im4mz
    @MizanurRahman-im4mz 3 роки тому

    Vai valo lage jokhon dakhy khai dai new review asce...pase acy thakbo insaallah

  • @nasirbappy5027
    @nasirbappy5027 3 роки тому +1

    camera gear ki somossa?
    Vdo quality poor mone jacce.

  • @rifatbinazad5793
    @rifatbinazad5793 3 роки тому +1

    মিলব্যারাকের বুদ্ধুর মোরগপোলাও ও নাকি বেশ পুরোন এবং বিখ্যাত, সেখানেও একটা রিভিও করেন ভাই।

  • @sabirh5046
    @sabirh5046 3 роки тому +1

    ফরিদপুরের তেতুলতলার মিস্টি
    নিয়ে রিভিউ চাই প্লিজ প্লিজ 😪

  • @rimonwari
    @rimonwari Рік тому

    সত্যি খুব মজাদার 👍

  • @sabbirrahman9767
    @sabbirrahman9767 3 роки тому

    Thanks for review!R jawar iccha nai shekhane😎....Thanks for honest review always!

  • @toursandtunes786
    @toursandtunes786 3 роки тому

    ছোটবেলা থেকে খাচ্ছি। সূত্রাপুরের বাসিন্দা আমি। আগে আরও ভালো ছিলো। এখন সাদ কমতির দিকে।

  • @microscopic1019
    @microscopic1019 3 роки тому

    উপস্থাপনা ও খালেদ ভাই!!
    অসাধারণ অসাধারণ!!

  • @shafathaider5724
    @shafathaider5724 3 роки тому

    ami narindaar jhunu biriany fan since 1978 . each year visit 9 to 15 times a month with friends to jhunu birany . i am from narinda too , my nostalgia !

  • @MdDolall-hk7yl
    @MdDolall-hk7yl 9 місяців тому

    ❤❤❤❤❤

  • @mohammadshourov320
    @mohammadshourov320 3 роки тому

    thanks for honest review

  • @hasnahena6304
    @hasnahena6304 3 роки тому

    Osadarod morogpolaw

  • @gopalmondol2650
    @gopalmondol2650 3 роки тому

    Amr kase vlo laghenai akdom,er chi pase anando er biryani onk onk vlo

  • @arafathhossainemon408
    @arafathhossainemon408 3 роки тому +1

    ভাই বাসার সামনে আসলেন দেখা হইলো না আফসোস লাগলো😔
    আর ভিডিও টা কবের শ্যূট করা?
    দেখা হলো না💔

  • @jonayetthehungryman9167
    @jonayetthehungryman9167 3 роки тому

    নাম টা আজব কিন্তু খাবার গুলো ভালো 😱😋😋

  • @chowdhurymdilias9900
    @chowdhurymdilias9900 3 роки тому

    Well done!!!What a review.....Nice one.....

  • @mdmohiuddin-fh2fc
    @mdmohiuddin-fh2fc 3 роки тому

    Khai dai. Com.. Er khadok ek kota bole r koto bar j dhuk gile khadok number one... 😂

  • @Bdnazafcooking2
    @Bdnazafcooking2 3 роки тому

    ভাই আমার বাসার কাছে ই গেলেন আগে জানলে আমি ও আইসা পরতাম,,,,, ❣️❣️

  • @angkurbarua
    @angkurbarua 3 роки тому

    খাবারের মান আমার বেশ ভাল্লাগলো 😀

  • @noorsourav7564
    @noorsourav7564 3 роки тому

    বাসার পাশেই। সৌরভের লাচ্ছিটা মিস করলেন

  • @sokherbunon
    @sokherbunon 3 роки тому

    Dupore UA-cam a aslei Khaled vhai ar akorsonio uposthapona 😍😍

  • @shahriarjanquadri6670
    @shahriarjanquadri6670 3 роки тому

    Great

  • @ahsannabil1647
    @ahsannabil1647 3 роки тому

    Oshadharon vai

  • @hamimmahmudnirob3624
    @hamimmahmudnirob3624 3 роки тому

    Best pulao in Bangladesh

  • @sunjib77
    @sunjib77 Рік тому

    একটা কথা প্রচলিত আছে, “মানুষ যত না, না খেয়ে মরে, তার চেয়ে বেশি মরে খেয়ে।”
    বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে কি একটা বাজে সংস্কৃতি গড়ে উঠেছে, কিছু হলেই খাও। ঢাকা শহরে যেদিকে তাকানো যায়, শুধু অস্বাস্থ্যকর খাবারের দোকানের ছড়াছড়ি। বিরিয়ানি, ফাস্ট-ফুড, তেলে ভাজা খাবার, কফিশপসহ নানা রকম অস্বাস্থ্যকর খাবারের দোকানে ভর্তি। এসব দোকানে তরুণদের ভিড় লেগেই থাকে। ধর্মানুভুতির মত, খাবারানুভুতির সৃষ্টি হয়েছে। এসব খাবারের বিরুদ্ধে কথা বললে, কেউ কেউ ক্ষিপ্ত হয়ে ওঠে। অভাব অভাব বলে চিৎকার করে, কিন্তু খাবারের দোকানে এদের নিয়মিত দেখতে পাওয়া যায়। যে দুদিন পর পর খাবারের দোকানে বসে চিল করা ছবি দেয়, সেও দেখি দেশের অভাব নিয়ে বিশাল এক স্ট্যাটাস লিখে বসে আছে।
    আমাদের দেশে এমনিতেই খাবারে ভেজাল। সহজে পরিত্রাণ পাওয়ার উপায় নেই। কিন্তু শুধু শুধু ভেজালের দোষ দিয়ে, নিজে খাবারের নিয়ন্ত্রণ না আনতে পারলে সেটাতো এক ধরণের ভন্ডামি। বিরিয়ানি, ভাজা-পোড়া নিয়মিত খেতে হবে কেন? শাক-সবজি, ফলমুল বা স্বাস্থ্যকর খাবার পাওয়া কি দুস্কর? মানছি যে সেখানেও কিছু ভেজাল থাকতে পারে। তারপরেও ওসব বিরিয়ানি, ভাজা-পোড়া, ফাস্ট-ফুডের চেয়েতো বহুগুণে ভাল। কেন নিজেকে ওসবে অভ্যস্ত করে গড়ে তোলেন না?
    আজকাল তরুণদের মধ্যেই কি নিয়মিত মৃত্যু বা অসুস্থতার খবর চোখে পড়েনা? সামনে যে আমাদের মানুষের জন্য এক ভয়ংকর পরিস্থিতি আসছে, সে কথা অবলিলায় বলে দেয়া যায়। স্থুলকায় মানুষ আজকাল রাস্তা-ঘাটে নিয়মিত দেখা যায়। শরীরের প্রতি কারো যেন নজরই নেই।
    শাক-সবজি, ছোট মাছ বা পুষ্টিকর খাওয়া যেন অনেকের কাছে লজ্জার বিষয়। অস্বাস্থ্যকর খাবারের ছবি সামাজিক মাধ্যমে নিয়মিত পোস্ট করা যেন, একটা ফ্যাশন।
    সমস্যা হলো, যারা আপনার প্রিয়জন, কাছের মানুষ, তাদের যদি স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে বলা হয়, ক্ষিপ্ত হয়। এদের ভাবটা হলো, আমি খাচ্ছি, তোমার কি? কিন্তু যে খাচ্ছে, খেয়ে অসুস্থ হচ্ছে, তখন কি সে নিজেই নিজেকে ট্রিটমেন্ট করছে? তাকে যখন হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, তখনতো তার আশেপাশের, প্রিয়জনগুলোই তাকে সাহায্য করছে। একটা মানুষ অসুস্থ হলে, শুধু সে অসুস্থ হয়না, তার সাথে তার পুরো পরিবারই একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যায়।
    কেউ কেউ বলার চেষ্টা করে, অসুখ দেয়ার মালিক উপরওয়ালা, ঠিক করার মালিক উপরওয়ালা। সব যেন উপরওয়ালার উপর ছেড়ে দেয়া। নিজের কোন দায় নেই।
    কেউ কেউ নিয়মিত অস্বাস্থ্যকর খেয়ে নিজেকে অভ্যস্ত করে গড়ে তোলে। কিন্তু পরিবারের কেউ যখন অসুস্থ হয়, তখন তার বোধগম্য হয়। কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে যায়।
    খাবার কখনও ফ্যাশন হতে পারেনা। পরিমিত খাবারই সুস্থ মানুষ, সুস্থ চিন্তার লক্ষণ। আবার কেউ কেউ যদি স্বাস্থ্য সচেতন হয়, জিম করে, একটু হাটে, তাদের নিয়ে আবার কেউ কেউ টিটকারিও মারে। এমন করে বলে যে, আইছে, নায়ক হবে, বডি বানাবে ইত্যাদি বলে তুচ্ছ তাচ্ছিল্য করে।
    অস্বাস্থ্যকর খাবার খেয়ে টাকা খরচ করার চেয়ে, সেই টাকা শুধু শুধু জমিয়ে পুজো করা ভাল।
    এই প্রতিষ্ঠান, বিউটি, ফিটনেস ইত্যাদি নিয়ে কাজ করে। তারা অস্বাস্থ্যকর খাবারের স্থলে, স্বাস্থ্যকর খাবার বসিয়ে, মানুষকে পুষ্টিকর খাবার খেতে বলছে, সচেতন হতে বলছে।
    ডিমের কুসুম বেশ ক্ষতিকর। এখানে ডিমের কুসুমের স্থলে কমলা বসিয়ে, কমলা খেতে বলা হচ্ছে।
    খান, কিন্তু পরিমিত খান। নিয়মিত একটু হলেও হাটা বা শরীর চর্চার চেষ্টা করুন। অফিস থেকে বাসায় আসার পথে ২ কিঃমিঃ আগে নামুন। ওটুকু হেটে যান। চাইলেই ছোট খাট অভ্যাসগুলো গড়ে তোলা সম্ভব, শুধু দরকার একটু ইচ্ছে শক্তি।

  • @AshrafulIslam-ex4rc
    @AshrafulIslam-ex4rc 3 роки тому +1

    vai ami apnar sate sakkat korte chai
    opayta bolen please

  • @limasvillagelifestylevlog3940
    @limasvillagelifestylevlog3940 3 роки тому

    Amr husband like kore sada polao jhol sara chicken

  • @Jannatulferdousnusrat_
    @Jannatulferdousnusrat_ 3 роки тому +1

    ভাই!❤️

  • @TonatunisDiary
    @TonatunisDiary 3 роки тому +2

    যাবার খুব ইচ্ছা।। পর পর দুই শুক্রবার গিয়েছি কিন্তু বন্ধ পেয়েছি :(

  • @user-vp2cb1yj7e
    @user-vp2cb1yj7e 3 роки тому

    Darun review

  • @fatemaakter8222
    @fatemaakter8222 3 роки тому

    Excellent

  • @hasibulhasan2436
    @hasibulhasan2436 3 роки тому

    Bhai thumbnail ta Josh hoiche 😍😍😍
    Video dekhar ag A E comment korlam tai sorry🤗

  • @munnak20pro90
    @munnak20pro90 3 роки тому

    Vi onk valo basie apnaka vi amr basa tangil

  • @shaheenkhan8513
    @shaheenkhan8513 3 роки тому +1

    আপনার রিভিউ দেখে গতকাল গিয়েছিলাম, কিন্তু তা বন্ধ ছিলো। 😞😞

  • @plebeianthought7114
    @plebeianthought7114 Рік тому

    আমি এর পাশে রাসেল হোটেলে ২ বছর যাবৎ খেয়ে আসতেছি। কখনো এই দোকানই দেখলাম না।

  • @alishbaalisimple9072
    @alishbaalisimple9072 3 роки тому

    Good review❤️❤️❤️

  • @ankurbhiuyan
    @ankurbhiuyan Рік тому

    2023 rojay khaice 275 taka kore... Kolija gila dey nai... Btw amar kace valo lagce.. unique

  • @mohammadkhaled3436
    @mohammadkhaled3436 3 роки тому

    My fvt onk moja moja

  • @mdjubayerrahmanshuvo2834
    @mdjubayerrahmanshuvo2834 3 роки тому

    Paser dokan er misti doi r tok soi er lassi o vhalo. Try koiren.

  • @palashmondol
    @palashmondol 2 роки тому

    1990 To 2014 December My Daily Food.
    I can guarantee that no other alternative to this biryani shop will be available in Bangladesh

  • @sinthiasvlog5594
    @sinthiasvlog5594 3 роки тому

    সুবহানাল্লাহ্ আলহামদুলিল্লাহ্

  • @biswaslucky9980
    @biswaslucky9980 3 роки тому

    Khayci.Narinday.Moja ace.😘😋

  • @rezwanulhaque2739
    @rezwanulhaque2739 3 роки тому

    Bhai dhanmondi 10A te Bangkok Dining er akta review den pls

  • @engr.sohanazaman8843
    @engr.sohanazaman8843 2 роки тому

    এত সুন্দর করে বলেন কিভাবে

  • @MDSHAKIB-zw6nf
    @MDSHAKIB-zw6nf 3 роки тому

    সুবাহানাল্লাহ

  • @pesnoob8795
    @pesnoob8795 3 роки тому

    Vai Sofor er tehari try koiren... Jhunu er pashei

  • @humaeidabir9690
    @humaeidabir9690 Рік тому

    ভাই দোকানটা কোথায়

  • @sabirh5046
    @sabirh5046 3 роки тому

    সরষের তেলের খিচুরি খেতে খেতে
    আপনার ভুডিওটা দেকলাম বাই

  • @eshan308
    @eshan308 3 роки тому

    Pasar dokhanar lassi khaoer review koron

  • @nasirbappy5027
    @nasirbappy5027 3 роки тому

    ক্লিলিয়ার কথা
    ভাল্লাগছে 💙💚

  • @tasnimjahan1107
    @tasnimjahan1107 3 роки тому

    Ajk amader murgi ranna hoisa kintu khaite valo lagtasilona, but jokhn apnar vedio dekha shuru hoilo kokhn j vat khawa shes bolte parbona

  • @topub37
    @topub37 3 роки тому

    Bhai malitola rosi biriyani test koiren.

  • @robinhossain5073
    @robinhossain5073 3 роки тому

    আমার বাসার পাশেই

  • @boniamin7130
    @boniamin7130 3 роки тому

    Love you so much Bhai 💖

  • @md.arifhossain3617
    @md.arifhossain3617 3 роки тому

    টিপু সুলনাত রোডে কাজে গেলে জাওয়ার ইচ্ছা আছে,আল্লাহ ভরসা।