পদ্মা, মেঘনা ও যমুনা বাংলাদেশের ভয়ংকর তিন নদী !! River of Bangladesh : Padma, Meghna & Jamuna

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • বাংলাদেশ নদী মাতৃক দেশ, এ দেশের উপর দিয়ে ছোট বড় প্রায় ৭০০ নদ - নদী বয়ে গেছে। নদী বহুল দেশ বলে স্বভাবতই এ দেশের মানুষের জীবনযাত্রার উপর নদীর প্রভাব রয়েছে।
    যথার্থ দৃষ্টিনন্দন নদ-নদী ও তাদের উপনদীর সমন্বয়ে বাংলাদেশের বিশাল নদী ব্যবস্থা গড়ে উঠেছে। কিছু কিছু স্থান যেমনঃ চাঁদপুর, পটুয়াখালী, বরিশাল ও সুন্দরবন অঞ্চলে এত বেশী যে সে অঞ্চলে প্রকৃতিই নদী ঝালিকার সৃষ্টি হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলাদেশের প্রধান নদ-নদী যেমনঃ পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা নদী, গঙ্গা, বুড়িগঙ্গা, আত্রাই, ধরলা, গোমতী, তিতাস, ফেনী নদী ও কর্নফুলী নদী নিয়ে।
    #River #Of #Bangladesh

КОМЕНТАРІ • 69