বিশ্বের সপ্তম বৃহত্তম নদী বাংলাদেশের যমুনা || World's 7th Largest River Jamuna
Вставка
- Опубліковано 6 лют 2025
- #jamunariver
© 2023 PANORAMA CREATORS. All Rights Reserved.
DIRECTION & PHOTOGRAPHY | A Masud Chowdhury Pitu
RESEARCH & SCRIPT | Sumon Shikder
ANCHORING & NARRATION | Maliha Mehnaz Shairy
LANGUAGE | Bangla
EMAIL | panoramacreators@gmail.com
আশাকরি এরকম প্রামান্য চিত্র আজীবন করে যাবেন, যাতে করে বাংলার আগামি প্রজন্ম নিজের দেশ মাটি ও মানুষের কথা ভুলে না যায়।
এমন দেশটি কোথাও খোঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্ম ভূমি ❤❤❤
দিদি আপনার উপস্থাপনা এক কথায় অসাধারন। নির্দেশনা, আবহ সঙ্গীত, cinematography খুবই উচ্চ মানের। পশ্চিমবঙ্গ থেকে দেখছি। খুবই ভালো লাগে ।
অশেষ ধন্যবাদ দাদা
দাদা আপনার জেলার নাম কি?আমিও পশ্চিমবঙ্গ বাসী
ما شاء الله الحمد لله
নদী নালা খাল বিল মাঠ ঘাট গ্রামের দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে ধন্যবাদ আপু আপনাকে
আল্লাহ আমাদেরকে দেখার আরো সুযোগ করে দিন ইনশাআল্লাহ ,,
এই বাঁশির সুরে আমার মনে কেমন যেন লাগে।❤️❤️❤️❤️ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ,আমার শপনে ঘেরা সোনার বাংলাদেশ।
দৃশ্য গুলা দেখলেই প্রাণ জুড়িয়ে যায়।
তাই তো অপেক্ষায় থাকি নতুন নতুন ভিডিওর।
অনেক ধন্যবাদ দেখার জন্য
এই ইউটিউব চ্যানেলটি কেন জাতীয় পর্যায়ে কোন পুরষ্কার পায়না!???তারা যেভাবে দেশের কালচার আর গ্রাম্য সৌন্দর্যকে দেখায় তা খুবই অসাধারন। ❤❤
আপনার প্রতেক টা অনুষ্ঠানে আপনার কন্ঠ টা মানুষ এর মন কেড়ে নেয় গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য্যের ভরা লীলাভূমি ❤
স্যতি অনেক ভাল লাগে যখন শায়েরী আপুর কথা সুর শুনি। ❤❤
অসাধারন, মনটা ভালো হয়ে গেলো।❤️❤️❤️❤️
ধন্যবাদ ❤❤❤
আপনার ভিডিও ছোট বেলায় বিটিভিতে দেখতাম এখনো দেখি, মা-মাটির ভিডিও দেখলে মনে শান্তি মিলে ❤❤ধন্যবাদ শায়েরি আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ
প্রত্যেকটা পর্বই দেখা হয়।। অনেক ভালো লাগে।। মালিহা আপুর কন্ঠ শুনলেই গ্রামীন জীবনে ফিরে যাই।। আর এত সুন্দর ভাবে যে প্রত্যেকটা পর্ব তৈরি করেন এ মাসুদ চৌধুরী।। গ্রামীন জনগোষ্ঠীর চিত্র তুলে ধরার জন্য এ মাসুদ চৌধুরী ভাইকে অসংখ্য ধন্যবাদ।।।
আমাদের পরিচালক এ মাসুদ চৌধুরী পিটু স্যার , আপনার উপলদ্ধির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন | ❤❤❤
অসাধারণ উপস্থাপনা,ধন্যবাদ।
ধন্যবাদ। দোয়া করবেন
আপনার কণ্ঠস্বর খুব সুন্দর! আমি ছোটো বেলাতে এই কণ্ঠস্বর রেডিও তে শুনতাম। এছাড়া আপনার এই videos গুলো খুব সুন্দর।
A lot of love for you from West Bengal, India!
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো সকল দেশের রাণী সে তো আমার জন্মভূমি।।
অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইলো অবিরাম মালিহা মেহনাজ শায়েরি আপু।।
যেমন মনোরম প্রাকৃতিক দৃশ্য, তেমনি মধুর কন্ঠ উনার❤❤❤❤
ম্যাডাম, আপনি তো যমুনা সেতুর কথা বললেন না অসম্পূর্ণ থেকে গেলো ।আপনার সুন্দর কাজটা।
সুন্দর উপস্থাপনা , সুন্দর আমাদের এই দেশ
শায়েরী আপুটার জন্যই এই অনুষ্ঠান টা আরো প্রানবন্ত ও সুন্দর হয়েছে কারন- উনার খাওয়া দাওয়া পর্বটা এক্কেবারে ন্যাচারাল । ভালো থাকুন আপু দোয়া রইলো ।
অপূর্ব ।
গ্রামীণ জীবন সুন্দর ও মধুময়
সেই ছোট থেকে বিটিভি তে আপনাদের প্রোগ্রাম দেখা শুরু... সে থেকেই দেশ দেখার ইচ্ছা আমার... আপনার ভিডিও অনেক উপভোগ্য ছিল । শুভকামনা রইল ❤
এই চ্যানেলের ভিডিও গোলা যতোক্ষণ দেখি,মন প্রান জুরিয়ে যায়,দুর প্রবাসে বসে এমন মনোমুগ্ধকর বাংলার রুপ দেখতে কার না ভালো লাগে,আমার ও ভালো লাগে,তাই নিয়মিত দেখি,এই আপুর ভিডিও গোলা, ধন্যবাদ আপু এমন শ্রমজীবী মানুষের সুখ দুঃখ অনুভব করার জন্য,আমাদেরকে দেখানোর জন্য,❤
অনেক ধন্যবাদ ভাই। আপনারা যারা দূর প্রবাসে তারা যখন আমাদের মাধ্যমে বাংলাদেশ দেখেন, তখনই নিজেদের সারথক মনে হয়
খুব ভালো লাগলো
আপনাদের ভাললাগাই আমাদের প্রাপ্তি
সব চেয়ে আমাকে বিমোহিত করে আপনার প্রকৃতির সাথে নিবিড় ভাবে মিশে যাওয়া , আমার প্রশ্ন আপনার নিকট কখনো কি মনে প্রশ্ন জাগে না এই বিচিত্র সৃষ্টির রহস্য কি এবং কেনো এই বিশাল সৃষ্টি ভূমন্ডল আমাদের এমনি এমনি দান করেছেন । আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন আমার সৃষ্টির রহস্য বুঝতে পারবে তখন এমনি এমনি আমাকে সেজদা করবে সুভানাল্লাহ আল্লাহুয়াকবার ।
খুব সুন্দর লাগল। ধন্যবাদ
বিক্রম মজুমদার। কোলকাতা।
কত যে ভালো লাগে এমন অনুষ্ঠান দেখে
দারুন লাগে বিডিও গুলো
I wish I could travel with Panorama team and meet all these amazing people..!
মালিহা আপুর উপস্থাপনা মনমুগ্ধকর 💚
আপু আপনি অসাধারন একজন মানুষ।নেই কোন অহংকার। সৃষ্টির সবই আপনার কাছে সমান।চিরকাল চিরন্তন হয়ে থাক আপনার সুন্দর জীবন।
আসসালামু আলাইকুম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আন্তরিক মোবারক বাদ জানাই জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ আমিন। মহান আল্লাহ তালার অপরুপ সৃষ্টি
ওয়ালাইকুম আসসালাম | ধন্যবাদ ❤❤❤
এ চ্যানেল এর কন্টেন্ট গুলো অসাধারণ লাগে। ঠিক যেন বাংলাদেশ টেলিভিশন এর একটি অনুষ্ঠানের মতো যেটা ছোটবেলায় দেখতাম।
আমাদের প্রোগ্রামই দেখতেন বাংলাদেশ টেলিভিশনে, প্রতিদিন বাংলাদেশ, আমার বাংলাদেশ
অপার মুগ্ধতা আর ভীষণ ভালো লাগা নিয়ে প্যানোরমার প্রতিটি ভিডিও যেন আমার বিনোদনের সেরা মাধ্যম হয়ে উঠেছে। মন ছুঁয়ে যাওয়া প্রতিটি ভিডিও যেন আবহমান কালের কথাই বলে চলেছে বিরতিহীন ভাবে।শুভেচ্ছা আর ভালোবাসা শ্রদ্ধেয় পিটু ভাই আর প্রিয় শায়েরী আপাকে।
অশেষ ধন্যবাদ ভাই। আপনাদের মতো বোদ্ধা দর্শক আছেন বলেই আমরা কর্মস্পৃহা পাই। সাথে থেকে শক্তি যোগানোর জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা
অপূর্ব দৃশ্য
ধন্যবাদ
তথ্য বহুল কন্টেন্ট,,,
অনেক অজানা কিছু জানতে পারলাম 😊
ধন্যবাদ ❤❤❤
@@PanoramaDocumentary আপনাকেও ম্যাম
Thanks for sharing
ভিডিওর সাথে উপস্থাপনা কথা ও ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ও মনমুগ্বদ্ব কর। আগে বিটিবি তে এরকম একটা প্রামান্য অনুষ্ঠান দেখাত। এখন আর এরকমটা দেখা যায় না। সবাইতো এখন যান্ত্রিক হয়ে গেছে। 😢😢😢
অসাধারণ ভিডিও
অসাধারণ লাগছে আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য ❤❤❤❤❤❤❤
Nice jomuna
মাদারীপুর থেকে দেখতেছি.
শুভ কামনা রইলো❤❤❤❤❤
অনেক অনেক ভালো লাগে আপনার করা ভিডিওগুলো, আপনার বলার ধরনটা অসাধারণ, কন্ঠটাও সুমধুর মিষ্টি অসাধারণ। ভিডিওটি আয়ারল্যান্ড থেকে দেখলাম!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সত্যিই অসাধারণ
যমুনা নদী।
We love your program Beautiful 👌🏼from u k🇬🇧
Beautiful 1st comment
Many many thanks
অসাধারণ
ধন্যবাদ
আপনার এই ডকুমেন্টারি দেখে আমাদের প্রকৃত বাংলাদেশকে খুঁজে পাই
সত্যি মুগ্ধ করার মতো
Ami india .kolkata theke .I love village Sidhe sada jibon gulo.r aapnar video gulo dekhe mon vore jai..amr India .west bengal .o onek sundor.i love bangla desh.r amr west bengal.😘😘😘😘😘❤❤❤❤❤❤❤aapnake onek onek dhonnyobad r onek onek valobasha r subho kamona.❤❤❤❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে আসার আমন্ত্রণ রইল
@@PanoramaDocumentary in sha allah jabo kono ekdin sonar bangla r bangladesh dekhte mone vore dekhte chai.r Jiboner ichee ta puron korte chai in sha allah Aapnake o amontron roilo amr sonar kolkata te .aapni eschen onk bar .abr o asar jonno .in sha allah samne theke dekhar r sathe thakbo in sha allah ❤❤❤❤❤❤❤❤❤
❤❤
শায়েরী আপু এই অন্যতম বৃহত্তম নদী যমুনা সত্যিই খুব সুন্দর। মাছ যারা ধরছেন তাদের পরিশ্রম মনে হচ্ছে খুব বেশি কিন্তু মাছ ধরা পরছে কম। মাঝে মাঝে রেস্ট দিলে মনে হয় মাছের সংখা বাড়বে। যাই হোক সিনেমার দেখার মত এই ভিডিও
দেখে আনন্দিত হলাম। শুভ কামনা।
ধন্যবাদ ❤❤❤
🌹🌹🌹অনেক সুন্দর হয়েছে 🌹🌹🌹🌹
আমার সবচেয়ে প্রিয় চ্যানেল❤❤❤❤❤❤❤❤❤❤
1st like for apu ❤
আপনার সকল ভিডিও মন থেকে ভীষণ ভালো লাগে ভিডিও যতই বড় হোক না কেনো মন চায় যেন আরো দেখি প্রকৃতির অপরুপ সৌন্দর্যকে নেক্সট বিডিওর আশায় রইলাম
ধন্যবাদ ❤❤❤
Nice river and beautiful village people and farm animals land 🇧🇩👍
Thank you ❤❤❤
💗💗💗💓 It was very beautiful🌹🌹🌹💗💗
আপনি মাটির মানুষের সাথে মাটির মত মিশে গেছেন দারুন লাগলো আপনার ভিডিও
অসাধারণ উপস্থাপনা🥰
কিভাবে পারেন এতো সুন্দর করে বাংলার অপরুপ সুন্দর প্রকৃতি কে ক্যামেরায় উন্মোচন করতে? আর সাথে থাকে শায়েরী আপুর শ্রতিমধুর কন্ঠে বিচিত্র তথ্য। সত্যি অসাধারণ ভিডিও গুলো দেখে চোখ জুড়িয়ে যায়। ধন্যবাদ প্যানোরমা ক্রিয়েশন টিম কে।
আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য
প্যানোরমা চ্যানেলের এমন কোনো ভিডিও নাই যেটা আমি দেখি নাই। সবসময়ই অপেক্ষায় থাকি, প্রতিদিনই দু একবার ঠু মারি নতুন ভিডিও দেখার আশায় ❤❤❤
অনেক ধন্যবাদ
Ami India West Bengal theke blchi apnar sob video gulo dekhi khub sundor lge
I live in out of Bangladesh but i like this type video really beautiful. Natural beauty of my Motherland owesome mind blowing. I really missed my childhood 😢
Nice to know! Thanks for your comment. Take a break and come to Bangladesh..!
আপু তোমাকি হামার খুবি ভালো লাগে..... তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি ----ভীষণ miss করি তোমাকে ও.... Priyo আপুনি......
Background Music, Scenery & Script; everything is mesmerizing. I was lost for 33:58 minutes. Village & rivers of Bangladesh are the real gems of our country. MashaAllah
Thank you so very much..! We are delighted to have viewer like you who can understand lots of efforts behind the camera for making a film. Thanks a lot for such compliments..!
Awesome 👍
Apu you are so cute & your program is very nice. Wish you all the best🥰👌👍
সকল দেশের সেরা দেশ সে যে আমার প্রিয় জন্মভূমি❤❤ বাংলাদেশ
Didi Apner dress kup balo and voice kup balo Thank ❤️❤️❤️
Interesting. ❤ . Best wishes 🎉
সত্যি খুব সুন্দর।
Bah oshadhron uposhthapona ,amader tabgail zelai boye gashe a nodi
Awesome video Thanks for this
Glad you liked it!
বাংলার এই অপরূপ সৌন্দর্য যত দেখি ততই মুগ্ধ হই আপনাদের অনুষ্ঠানটা অনেক অনেক মিস করি যখন এই অনুষ্ঠানটা বিটিভিতে প্রচার হতো তখন থেকে অনুষ্ঠান টা অনেক ভক্
অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান এতো লম্বা সময় ধরে দেখার জন্য। পাশে থাকবেন
Awesome video
Thanks!
Hi👍👍👍👍 INDIA
চমৎকার উপস্থাপনা
Varry nice
মুগ্ধ হলাম❤❤❤
মাশা আল্লাহ আপুর ভাষা চয়ন খুব সুন্দর
Love from India. Agartala❤
Good 👍👍👍
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরীতমা বাংলাদেশের অপরুপ দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য।
নাইস ভিডিও আপু আপনাকে ধন্যবাদ
দুর প্রবাস থেকে দেখতেছি । আপনার উপস্থাপনা কোন তুলনা হয় না 😮 😮❤ ধন্যবাদ আপনাকে তথ্য বহুল ভিডিও দেওয়ার জন্য
হৃদয় জুড়ানো যমুনা। 😊
আহ্ আমাদের টাঙ্গাইল দিয়ে বয়ে যাওয়া যমুনা। ❤️🩹👌
অনেক অনেক সুন্দর
নাইচ
MashaAllah. A C.
তুমি এতো খাও কেন? আরো কম খাবে এবং নিজের আঁচলে চিড়া মুড়ি আর গুর রাখবে যখনি ক্ষিদা লাগবে l
ভালো থেকো আর অনেক দোয়া l
অনেক প্রাণকারা অনুষ্ঠান l 15:27
Nicce
Beautiful.
কেমন আছেন ভাবি। অনেক দিন পরে আপনার প্রোগ্রাম দেখলাম খুব ভালো লাগলো দীর্ঘ এক বছর পরে আপনার আপনার প্রোগ্রাম দেখলাম
ছোটবেলায় কত মাছ ধরেছি এই যমুনায় 😥😥😥😥এখন আর সময় পাই না 😥😥😥😥😥😭
আই লাভ অনেক ভালো লাগলো রাখালের জিনিস খাইলেন
ধন্যবাদ ❤❤❤
আমার প্রিয় জন্মভুমি। ধন্যবাদ সাহিরি আপুকে এতে সুন্দর ভাবে তুলে ধরার জন্য
ধন্যবাদ
আপু আপনাকে আনেক ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য
Sotti apnar documentary onek onek sunder
ধন্যবাদ ❤❤❤
Ami Indiar Tripura theke Dhanyabad Janai.
আপনাকেও ধন্যবাদ
Nice
Nice presentation. ❤ From Kolkata