টবে মালবেরী চাষ ও পরিচর্যা।।How to grow mulberry in pot।।নগর কৃষি।

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • টবে সারাবছর ধরে মালবেরী চাষ করার কিছু সহজ কৌশল নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে।
    #মালবেরী
    #তুঁতফল
    #mulberryinpot
    #rooftopgarden.
    #ছাদবাগান

КОМЕНТАРІ • 229

  • @runumallick1
    @runumallick1 2 роки тому +4

    দারুন দারুন অনেক কিছু শিখেছি। ভালো থাকবেন।

  • @mushfikf.rahman9700
    @mushfikf.rahman9700 Місяць тому

    Best video on mulberry

  • @saifullahhelaly1136
    @saifullahhelaly1136 Рік тому +1

    অনেক ধন্যবাদ আপু।
    এতগুলো ভিডিও দেখলাম কিন্তু কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও পেলাম না;
    আজ আপনার এই ভিডিও টি আমার জন্য শতভাগ উপকারী ও তথ্য সমৃদ্ধ।
    অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ও শুভকামনা রইল আপনার জন্য।

  • @mridulabhattacharjee4202
    @mridulabhattacharjee4202 5 місяців тому +1

    আমার বাগানে মালবেরি অনেক ফলেছে
    তবুও অনেক কিছু শিখলাম
    ধন্যবাদ

  • @tariquzzaman1080
    @tariquzzaman1080 2 роки тому +2

    আপনার তথ্য সমৃদ্ধ ভিডিও দেখে দারুণ উপকৃত হলাম। ধন্যবাদ

  • @nilaysen894
    @nilaysen894 2 роки тому +2

    অসাধারণ অসাধারণ। উপকৃত হলাম। ধন্যবাদ জানাই।

  • @nusratnodi2617
    @nusratnodi2617 11 місяців тому

    আলহামদুলিল্লাহ। আপনার পদ্ধতি খুব কাজের।আমার গাছে ফল এসেছে

  • @AbdurRahman-zz2tq
    @AbdurRahman-zz2tq 3 роки тому +3

    very nice video.👍👍👍

  • @surabhidhibar1111
    @surabhidhibar1111 3 роки тому +1

    Darun didi.khub sundor vabe bujiye bolechen.

  • @abrahamridoy8084
    @abrahamridoy8084 2 роки тому +1

    খুবই উপকৃত হলাম।ধন্যবাদ

  • @dipasarker6433
    @dipasarker6433 2 роки тому +1

    দারুণ সুন্দর মালবেরি ধরেছে ।

  • @aiyazhasan6251
    @aiyazhasan6251 2 роки тому +1

    Very nice mind blowing,,,,

  • @parthapratimchowdhury8616
    @parthapratimchowdhury8616 Рік тому

    ধন্যবাদ খুব সুন্দর করে দেখানো ও বোঝানোর জন্য।ভালো থাকবেন।

  • @ezajulhaque6835
    @ezajulhaque6835 3 роки тому +1

    আমি ভারত থেকে বলছি, আপনাকে অনেক ধন্যবাদ।

  • @kumkummaitra8289
    @kumkummaitra8289 3 роки тому +1

    আপনার ভিডিওটি খুব ভালো লাগলো, আমার ছাদে একটি মালবেরি গাছ লাগিয়েছি ছ মাস আগে, এখনো ফল আসেনি, আপনার ভিডিওটি আমার অনেক উপকারে আসবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ

    • @নগরকৃষি
      @নগরকৃষি  3 роки тому

      আপনাদের উপকারে আসলেই আমার প্রচেষ্টা সফল হবে।

  • @abdurrakeeb7792
    @abdurrakeeb7792 2 роки тому

    আমার বাগানে দুইটি মালবেরি গাছ আছে।একটি লোকাল ও অন্যটি পাকিস্তানী লং মালবেরি গাছ।গাছগুলো ফল দিছ্ছে। অনেকদিন ধরে খুজছিলাম কিভাবে সঠিক পদ্ধতিতে মালবেরি গাছ ছাটাই করা হয়। আপনার ভিডিও দেখে শিখে নিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @ramenpaul1193
    @ramenpaul1193 2 роки тому

    আপনার খুব ভালো প্রচেষ্টা ।
    ধন্যবাদ,
    নমস্কার ।

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      আপনারা উপকৃত হলে আমার প্রচেষ্টা সফল হবে। ধন্যবাদ।

  • @taslimajafor2319
    @taslimajafor2319 2 роки тому

    ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম।

  • @thekid7036
    @thekid7036 2 роки тому +2

    আমার গুটি থেকে উঠা চারায় একবছরেই ফল ধরেছে আর তা দেখে আমার মনে খুব আনন্দ হচ্ছে

  • @dalilurrahmandulal2955
    @dalilurrahmandulal2955 3 роки тому +2

    অসাধারন !

  • @NasimaAmin-j8j
    @NasimaAmin-j8j 4 дні тому

    আপু আপনার মালবেরি গাছ অনেক সুন্দর। আপু ডাল‌‌ থেকে চারা করব প্লিজ জানাবেন ভাল থাকবেন।

    • @নগরকৃষি
      @নগরকৃষি  3 дні тому +1

      পরিপক্ব ডাল দিয়ে চারা করতে হবে। কচি ডাল নিলে হবে না।

  • @anibratadutta8898
    @anibratadutta8898 2 роки тому

    খুব ভালো লাগল, কলকাতা থেকে নমস্কার🙏।

  • @nijamhossain172
    @nijamhossain172 2 роки тому

    আপনার ভিডিও এ প্রথম দেখলাম অনেক ভালো করেছেন আমি আপনার মতই করব

  • @rafsanahmed8849
    @rafsanahmed8849 3 роки тому +1

    nice vedio💯💯

  • @noyonzihad9859
    @noyonzihad9859 3 роки тому +1

    useful video

  • @hosnearabegum1296
    @hosnearabegum1296 6 місяців тому

    MashaAllah. Gacher roge badhi somporke kichu bolen ni iplz.

    • @নগরকৃষি
      @নগরকৃষি  6 місяців тому

      এই গাছের তেমন কোন রোগ বালাই নেই

  • @surojitbanik2000
    @surojitbanik2000 2 роки тому

    আজ একটা মালবেরি গাছ কিনলাম আপনার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো উপকারী ভিডিও উপহার রেখে গেলাম আশা করি আপনিও নিয়মিত যোগাযোগ রাখবেন উপহার পাঠিয়ে দেবেন অপেক্ষায় রইলাম আপনার উত্তরের 🎁🎁🙏

  • @fahadstudent1256
    @fahadstudent1256 Рік тому

    ভালো ভিডিও ছিলো

  • @mdmohatab4602
    @mdmohatab4602 2 роки тому

    আজকে যোগ হলাম আপনার সাথে

  • @savinashek4418
    @savinashek4418 2 роки тому

    খুব খুব সুন্দর লাগছে

  • @syedulalam1312
    @syedulalam1312 Рік тому

    ধন্যবাদ দিদি। সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
    দিদি! সালফেট অফ পটাশ এবং পিজিআর কি আমি ঠিক চিনতে পারলাম না!

    • @নগরকৃষি
      @নগরকৃষি  Рік тому

      লাল পটাশের পরিবর্তে সালফেট অফ পটাশ ব্যাবহার করা যায়।এটিও একধরনের পটাশ সার।আপনি সারের দোকানে পেয়ে যাবেন।এবং PGR সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক -ua-cam.com/video/27UF2IMEm-o/v-deo.html

  • @debanandasengupta3846
    @debanandasengupta3846 2 роки тому

    Thank you so much for sharing your experience with the plant. Kindly inform the standard time required for a mulberry tree to harvest after planting it as a cutting. Thanks🙏

  • @DipakPaul-sd4kv
    @DipakPaul-sd4kv 4 місяці тому

    দী দী নমস্কার
    আমি বর্ধমান থেকে বলছি
    আপনার মালবেড়ীর ভিডিও দেখে অনেক কিছু শিখলাম।
    দী দী এটাকি লং মালবেড়ী?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  4 місяці тому

      আপনাকে অনেক ধন্যবাদ। এটা লং মালবেরি না।

  • @shipusdreams
    @shipusdreams Рік тому

    খুব সুন্দর

  • @miturahman8788
    @miturahman8788 8 місяців тому

    Apnar location kothai?
    Kating ba chara pawa jabe ki?
    Mulberry chara....

  • @khadijaslifestyle4059
    @khadijaslifestyle4059 3 роки тому +1

    Apu amar gach e pata br hoyna onek aste aste pata hoy are fol beshi hoy na ki kora dorkar

    • @নগরকৃষি
      @নগরকৃষি  3 роки тому

      গাছের মাটি পরিবর্তন করতে হবে। ছোট টব হলে বড় টবে প্রতিস্থাপন করে দিন। নিয়মিত মিশ্র জৈব সার +মিশ্র তরল সার ব্যাবহার করুন।

  • @aliasgarden5876
    @aliasgarden5876 2 роки тому

    Very nice share

  • @mithunpaul007
    @mithunpaul007 Рік тому

    Nice

  • @sumitadebnath7390
    @sumitadebnath7390 2 роки тому

    Darun

  • @pollobnag8243
    @pollobnag8243 2 роки тому +1

    ফল থাকা অবস্থায় ফাংগিসাইড ও pgr কত দিন পর পর স্প্রে করতে হবে?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому +1

      ফল আসার শুরুতেই অর্থাৎ ফলের গায়ের ফুল ফোটার আগেই ১বার স্প্রে করলেই যথেষ্ট।

  • @urmi6212
    @urmi6212 3 роки тому

    Khob sundor. Amar malberi gaser sob pata pore geche keno? Akhon ki malberi gaser dormention periode?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  3 роки тому

      মালবেরী গাছের পাতা সাধারনত ঝরে পরেনা।আপনার গাছের গোরা বা মাটিতে সমস্যা হতে পারে।টব ছোট হলে বড় টবে রিপটিং করে দিন তাহলে গাছের বৃদ্ধি এবং ফলন দুটোই বারবে।

  • @md.mahafuzurrahman582
    @md.mahafuzurrahman582 11 місяців тому

    Nice apu❤❤

  • @PorinajIslamPori1234
    @PorinajIslamPori1234 6 місяців тому

    আপু কাটিং করা ডাল গুলো লাগিয়ে দিলে কী গাছ হবে প্লিজ জানাবেন

    • @নগরকৃষি
      @নগরকৃষি  6 місяців тому

      মালবেরী গাছের কাটিং থেকেই চারা তৈরি করতে হয়। তবে কচি ডাল থেকে চারা হবে না।

  • @biswasblog4418
    @biswasblog4418 Рік тому

    দিদি আমার গাছের ফল গুলো জরে যাচ্ছে। যদি একটু বলতেন কি দিব আর অনুখাদ‍্য কি দিব এবং কত দিন পর পর কি সার দিব

    • @নগরকৃষি
      @নগরকৃষি  Рік тому

      এই ভিডিওটি দেখুন -ua-cam.com/video/-fFUQieU5QM/v-deo.html

  • @misbahmolla9246
    @misbahmolla9246 3 роки тому +2

    ডাল কেটে কি স্প্রে দেন?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  3 роки тому +1

      ডাল কেটে নতুন ফল বের হলে ছত্রাকনাশক স্প্রে করেছি ১বার এরপর আর কোন ছত্রাকনাশক স্প্রে করিনি এছারা এ গাছে কীটনাশক স্প্রে করার প্রয়োজন হয়নি।

    • @pollobnag8243
      @pollobnag8243 2 роки тому

      ছত্রাক নাশক স্প্রে করার কতো দিন পরে অনু খাদ্য স্প্রে করতে হবে

  • @farhanaislammitu6695
    @farhanaislammitu6695 2 роки тому

    Assalamu alaykum apu.
    Mulberry gache pani dewar niyom ta jodi bole diten valo hoi..
    Thank you.

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому +1

      মালবেরী গাছের গোরা কখনো একেবারে শুকাতে দেওয়া যাবে না। তাহলে গাছের পাতা এবং ফল ঝরে যায়। আবার অতিরিক্ত পানি জমে থাকলে শিকর পঁচে যায়। হালকা ভেজা ভেজা মাটি এই গাছ পছন্দ করে।

  • @osimsarkar3484
    @osimsarkar3484 3 роки тому +2

    আপু আমার গাছে ও আপনার মত গাছ কাটিং করছি । তার পর আমার গাছেও আপনা মত প্রচুর কুসি গজাছে । ঐ কুসি গুলতে নতুন ফল ও আসছে কিন্ত ফল গুল ছোট অবস্তায় ই ফল গুল হলুদ হয়ে জরে জায় । এখন সুধু গাছে ৪/৫ ফল আছে সম্মূন গাছ জুরে । এখন আপু এই গাছটায় ফল ধরানোর জন্য কী করা জায় ?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  3 роки тому +2

      সুষম সার,তরল সার,pgr,fungicide নিয়মিত ব্যাবহার করে দেখতে পারেন। আর টবের মাটিতে পানি আটকে থাকে কিনা লক্ষ্য করুন। আমার গাছের যত্ন কিভাবে করেছি তাতো ভিডিয়োতে দেওয়া আছে।

    • @forhadislam3105
      @forhadislam3105 3 роки тому

      আসসালামু আলাইকুম আপু

    • @forhadislam3105
      @forhadislam3105 3 роки тому +1

      আপু আমাকে আপনার মালবেরি গাছের কাটিং দেয়া যায়?

  • @mridulkantisinharay8775
    @mridulkantisinharay8775 2 роки тому

    Ami bujhte parchi na whole day sunlight e rakhbo or semi shed e,, please janaben mulberry te sunlight kototuku dorkar dine

  • @jagadishmandal6196
    @jagadishmandal6196 Рік тому

    Nikhut video

  • @mridulkantisinharay8775
    @mridulkantisinharay8775 Рік тому

    Winter e ki mulberry gach er pata pore jay, (Pakistani mulberry) pray more jaoar moto obostha,, mati thik ache jol o dei khaoar dei , tobu erkm kno

    • @নগরকৃষি
      @নগরকৃষি  Рік тому

      মালবেরী গাছের পাতা সাধারণত ঝরে পরে না।গাছে নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে।জৈব সার বেশি করে প্রয়োগ করুন রাসায়নিক সার যতটা কম দিবেন ততোই ভালো।

  • @kaush882
    @kaush882 2 роки тому

    Thank you very much , Madam. Can you tell me an Organic fertilizer for me please.

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      You can watch this video for better information about organic fertilizer -ua-cam.com/video/tGeO6u99_50/v-deo.html

  • @Md.SaidurRahman-ly4dl
    @Md.SaidurRahman-ly4dl 7 місяців тому

    ফল কোন কোন মাসে ধরে?

  • @asifbro7035
    @asifbro7035 3 роки тому +1

    এভাবে গুড়ো জৈব সার ব্যবহার করলে ফাংগাছ হওয়ার সম্ভাবনা আছে কি? অথবা ফাংগিসাইড ব্যবহার করতে হবে?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  3 роки тому +1

      এই মিশ্র জৈব সার ব্যবহার করলে অনেক সময় ফাঙ্গাস হয় তবে এই ফাঙ্গাস কোন ক্ষতি করে না। এমনিতেই চলে যায়।

    • @asifbro7035
      @asifbro7035 3 роки тому

      ধন্যবাদ

  • @tareqmiah1655
    @tareqmiah1655 2 роки тому

    apa plz bolben onukhaddo ki? ar kothay pawa jay?
    r amr mulberry gacher pata gulo kukre jacce kivabe thik hobe?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      অনুখাদ্য নিয়ে একটি ভিডিয় আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন।লাল মাকর বা পোকার আক্রমণে পাতা কুক্রে যেতে পারে যা খালি চোখে বুঝা যায় না।কীটনাশক স্প্রে করতে পারেন বা সব পাতা কেটে দুরে মাটিতে পুতে রাখুন।

  • @Arman-fs2qi
    @Arman-fs2qi 4 місяці тому

    ami chara nite chai but pacchi na ..valo jater chara kuthay pabo ?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  4 місяці тому

      আপনি যদি ঢাকায় থাকেন তাহলে নার্সারিতে পেয়ে যাবেন। তাছাড়া এখন ফেসবুকে পেজে মালবেরির ভালো মানের জাতের চারা বিক্র করে।যাচাই করে দেখতে পারেন।

  • @rowshonara1312
    @rowshonara1312 2 роки тому

    আসসালামুআলাইকুম আপু আমার দুটি গাছ আছে আনেক ফল আসে ফলগুলো সব পড়ে যায়।এটার জন্য কি ব‍্যবহার করবো?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      ভিডিওতে দেখানো পদ্ধতি গুলো ফলো করুন।আর গাছের গোরার মাটি একদম শুকিয়ে যাওয়ার আগে পানি দিতে হবে। কারন মালবেরি গাছে পানি কম হলেই ফুল ফল ঝরে যায়। আবার অতিরিক্ত পানি আটকে থাকলেও ক্ষতি হবে।

  • @souravhowladar5380
    @souravhowladar5380 Рік тому

    Thank you mam

  • @faravimahmud2748
    @faravimahmud2748 Рік тому

  • @MarufTonmoy-zm9kd
    @MarufTonmoy-zm9kd Рік тому

    বছরে কতোবার পুনিং করতে হবে এবং কোন কোন মাসে পুনিং করতে হবে?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  Рік тому +1

      নির্দিষ্ট কোন সময় ধরে প্রুনিং করতে হবে না।গাছে ফল না থাকলে প্রুনিং করলে দ্রুত ফল হয়।আবার ফল থাকা অবস্থায়ও প্রুনিং করতে হবে যা ভিডিয়োতে দেখানো হয়েছে।

  • @mmh-foysal
    @mmh-foysal 2 роки тому

    আপু ''SOP'' কোন ব্রান্ডেরটা ব্যাবহার করছেন? জানাবেন প্লিজ.😊

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому +1

      নাফকো ব্র্যান্ড।এছাড়া ACI কোম্পানিরও sop পাওয়া যায়।

  • @md.shafiqulislam6355
    @md.shafiqulislam6355 2 роки тому

    Chara laganur koto din por fol ashe

  • @zobaydakhatun1599
    @zobaydakhatun1599 3 роки тому +1

    Apu pruning kon month ee kora jay?.
    Thanks for your video.

    • @নগরকৃষি
      @নগরকৃষি  3 роки тому +1

      শীত কাল বাদে সারা বছর প্রতিবার ফল পেকে শেষ হওয়ার পর প্রুনিং করে মিশ্র সার দিতে হবে।শীত কালে গাছ সুপ্ত অবস্থায় থাকে তাই ফেব্রুয়ারি মাস থেকেই প্রুনিং করা যাবে।

    • @zobaydakhatun1599
      @zobaydakhatun1599 3 роки тому

      Dhonnobad apu

  • @mominulhaquerubel
    @mominulhaquerubel Рік тому

    আমি একটা কাটিং সংগ্রহ করে 12 ইঞ্চি টবে গাছ লাগিয়েছিলাম প্রায় দেড় বছর হলো, এখনও কোনো ফল হয়নি। গাছ মোটামুটি বড় হয়েছে। কখনো প্রুনিং করনি। টবের সাইজ কি ছোট হয়ে গেলো? বারান্দায় রেখেছি, 3 ঘণ্টা রোদ পায়। আপনার পরামর্শ চাই।

    • @faysalmazumder8034
      @faysalmazumder8034 Рік тому

      আপনি যার থেকে কাটিং সংগ্রহ করেছেন উনার গাছে কি ফল হইছিলো??? মালবেরির একটা জাত আছে ফল হয় না ঐগুলা পাতা রেশম পোকাকে খাওয়ানো হয় দেখতে একই রকম পাতা দেখে চেনার উপাই নাই....

  • @asifbro7035
    @asifbro7035 3 роки тому +1

    আমার গাছ অনেক লম্বা লম্বা & পাতা অনেক বড় হয়ে বেড়েই যাচ্ছে। এর আগে একবার অনেক ফল এসেছিল বাট ঝরে পরেছে। এখন কি করা যেতে পারে? আর বছরে কয়বার ফল পাওয়া যেতে পারে?

    • @asifbro7035
      @asifbro7035 3 роки тому

      এখন প্রুনিং করলে কি ফল আসতে পারে???

    • @নগরকৃষি
      @নগরকৃষি  3 роки тому +2

      এখন প্রুনিং করলে ফল আসবে। বছরে ৩-৪বার ফল পাওয়া সম্ভব তবে নিয়মিত যত্ন করতে হবে। টবের গাছ সবসময় ম্যানহাইটে রাখা উচিত।প্রুনিং ও যত্ন করার বিষয়ে ভিডিওতে বলা আছে।

    • @asifbro7035
      @asifbro7035 3 роки тому +1

      @@নগরকৃষি হ্যা দেখেছি পুরোটা ভিডিও। ম্যানহাইট মানে বুঝলাম না।

    • @নগরকৃষি
      @নগরকৃষি  3 роки тому +2

      মানুষ সামান উচ্চতা। ছাদের গাছ হাতের নাগালের মধ্যে রাখলে পরিচর্যা করতে সুবিধা হয় এবং ঝড়ে কোন ক্ষতির সম্ভাবনা থাকেনা।

  • @montybarbhuiya4496
    @montybarbhuiya4496 Рік тому +1

    PGR tab ki go 🤔

    • @নগরকৃষি
      @নগরকৃষি  Рік тому

      এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। লিঙ্ক-ua-cam.com/video/27UF2IMEm-o/v-deo.htmlsi=1out-nFQGlGWh4EH

  • @sanjanasanju549
    @sanjanasanju549 2 роки тому

    Gac ropon er koydin pore fol ase

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      কলম চারা হলে ২-৩ মাসেই ফল পাওয়া যায়। আমি পেয়েছিলাম।

  • @asifchoudhury4790
    @asifchoudhury4790 2 роки тому

    আমাদের বাড়িতে আছে,,,এটাকে তুতফল বলি

  • @motiurrahman5264
    @motiurrahman5264 2 роки тому

    ৬ মাস আগে টবে মালবেরি রোপন করেছি। গাছটি বেশ ঝোপালো ও বেশ বড় হয়েছে। এখনও ফুল ফল আসেনি। এমতাবস্থায় কি গাছটি প্রুনিং করা যাবে?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому +1

      প্রুনিং করা যাবে।তবে নতুন কচি ডালে ফল হবার সম্ভাবনা কম।পুরাতন বয়ষ্ক ডাল প্রুনিং করলে ফল বেশি হবে। যেহেতু মালবেরী গাছের বৃদ্ধি দ্রুত হয় তাই গাছকে একটি নির্দিষ্ট আকৃতিতে রাখতে হলে প্রুনিং করা জরুরি।

  • @SanathBasu
    @SanathBasu 3 місяці тому

    Nim khoil kotha theke kinechen??

  • @AnowarHossain-uy7eq
    @AnowarHossain-uy7eq 2 роки тому

    Where do we get mulberry seed or seedlings?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      মালবেরী গাছের কাটিং বা কলম চারা নার্সারিতে পাওয়া যায়।

  • @villagenature7611
    @villagenature7611 Рік тому

    কোন কোম্পানির PGR ব্যবহার করলে বেশি ভালো হয়??

    • @নগরকৃষি
      @নগরকৃষি  Рік тому

      আমি ২-৩ ধরনের PGR পাল্টে পাল্টে ব্যবহার করি।এ বিষয়ে ভিডিয়ো দেওয়া আছে আমার চ্যানেলে।লিংক -ua-cam.com/video/27UF2IMEm-o/v-deo.html

  • @yaminislam1431
    @yaminislam1431 Рік тому

    malberry chara pabo kothay

  • @kakalimajumder1707
    @kakalimajumder1707 2 роки тому

    আমার টবের মালবেরী গাছ একদম ই ছোট।আর বাড়ছেই না।কিভাবে যত্ন করলে গাছটি বাড়বে?একটু বলুন।প্লিজ।

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      গাছে খাবারের অভাব হলে বৃদ্ধি কমে যাবে। টব ছোট হলে বড় টবে রিপটিং করে দিন। ভিডিয়তে দেখানো মিশ্র সার নিয়মিত দিতে হবে। গাছের গোরা কখনো একেবারে শুকাতে দেয়া যাবে না আবার অতিরিক্ত পানি জমে থাকলেও ক্ষতি হবে।সব ঠিক থাকলে মালবেরী গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং সারা বছর ফল পাওয়া যায়।

  • @bulbuljannat3572
    @bulbuljannat3572 2 роки тому

    আসসালামু আলাইকুম আপা আপনি আমাকে বলেছিলেন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পুনিং করতে কিন্তু আমার টবের গাছের পাতা প্রায় পরে গেছে ডালে অসংখ্য কি বলব গিট গিট মনে হচ্ছে নতুন পাতা ও ফুল আসবে এ অবস্থায় আমি কি গাছ পুনিং করব প্লিজ জানাবেন। আর আমার গাছের ডাল গুলোর কালার হালকা খয়েরী রঙের

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      আপনি শুধু ডালের ডগার অংশ কেটে দিন।গাছ ৬ ফিট এর বেশি লম্বা হতে দিবেন না।ফুল আসতে শুরু করলে নিয়মিত পানি দিবেন। গোরার মাটি বেশি শুকনো হলে ফুল ফল ঝরে যায়।

    • @bulbuljannat3572
      @bulbuljannat3572 2 роки тому

      ধন্যবাদ আপা গাছে কি এখন মাঝে মাঝে খৈল পঁচা পানি ইউরিয়া পটাশ সার দিতে পারব।

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      খৈল পানি ১৫ দিন পর পর দিবেন।ফুল আসার সময় পটাশ সার দিবেন ইউরিয়া দিলে পাতা বেশি হবে ফুল কম আসবে।

    • @bulbuljannat3572
      @bulbuljannat3572 2 роки тому

      @@নগরকৃষি ধন্যবাদ আপা

  • @cucthonnumientay9541
    @cucthonnumientay9541 3 роки тому +1

    Ngon quá đi

  • @md.sharifulislam8478
    @md.sharifulislam8478 Рік тому

    Ekhon ki cruning kora jabe?

  • @user-yg5ru6pb9v
    @user-yg5ru6pb9v 2 роки тому

    আপা স্প্রে না করে যদি মাসে একবার জৌব সার দেই তাহলে কি হবে কিনা??
    আর আমার গাছে ফল আসে কিন্তু হলুদ রঙ হয়ে ঝরে যায় এ অবস্থায় কি করতে পারি??

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому +1

      মিশ্র জৈব সার দিতে হবে। ফল ঝরে যায় বিভিন্ন কারনে পুষ্টির অভাবে, পানির অভাবে, ছত্রাকের আক্রমণ হলে।অবস্থা বুঝে ব্যাবস্থা নিতে হবে।

  • @anashoney
    @anashoney 2 роки тому

    Apni ki plant sell koran ..korla nibo ..

  • @golamrabbani6017
    @golamrabbani6017 2 роки тому

    আমার কয় টা গাছ লাগবে...

  • @sagarahmed9630
    @sagarahmed9630 2 роки тому

    ভাই কোন কোন মাসে এই ফল আসে গাছে? আমি গাছ আনছি ১ বছর হয়ে গেছে কিন্তু ফল আসেনা। ছেটে দিয়েছি বার বার দ্রুত লম্বা হয়ে যায় বড় হয়ে গেছে প্রাই ১০ ফুট লম্বা। কিন্তু ফল আসতেছেনা কি করনিয়?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      সারা বছর ফল হয় কোন নির্দিষ্ট সময় নেই।ছাদে হলে গাছ ৫-৬ ফিটের বেশি লম্বা করবেন না।কলম চারা হলে ২ মাসেই ফল হয়।সবচেয়ে ভালো হয় বিদেশি জাত সংগ্রহ করলে। বিদেশি ভালো মানের চারায় ফল আকারে বড়ো হয় ফলনও বেশি হয়।আপনার গাছটা হয়তো দেশি তুত ফল হতে পারে।

    • @sagarahmed9630
      @sagarahmed9630 2 роки тому

      @@নগরকৃষি দেশি হতে পারে দ্রুত বড় হয়ে গেছে যখন বাড়িতে আনছিলাম এর ২ মাস পর ১ ফুট লম্বা হয়েই ফল দিয়েছিলো কিন্তু এখন বড় হয়েছে আর ফল দেয়না। কি করলে ফল আসবে?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      আমার ১ টি সাদা লং মালবেরী গাছ আছে ঐ গাছটিতেও ফল হচ্ছিলো না অথচ আমি নিয়মিত সার, সেচ দিতাম। পরে আমি গাছে সার ও পানি দেওয়া বন্ধ করে দেই। পানি না দেওয়ায় গাছের পাতা সব ঝরে যায় কিন্তু লক্ষ রাখতে হবে যাতে ডাল শুকিয়ে না যায় তাহলে গাছ মরে যাবে। এরপর নিয়মি পানি দিতে থাকি যাতে ডালে নতুন পাতা গজাতে পারে অবাক করার বিষয় হচ্ছে এইবার নতুন পাতার সাথে প্রচুর ফুল আসে এবং গাছ ভর্তি ফল হয়।এখন ঐ গাছে কিছু দিন সার দিয়ে আবারও ঐ পদ্ধতি প্রয়োগ করি এভাবেই চলছে বছর ভরে।এটা আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে সেয়ার করলাম।তবে এটি আপনার গাছের ক্ষেত্রে কার্যকরী হবে কিনা সেটা আপনিও চাইলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন।

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      ঐ গাছটির ভিডিও লিঙ্ক -ua-cam.com/video/DsSpWsKyOps/v-deo.html

  • @sumi8358
    @sumi8358 2 роки тому

    আপা চারা করতে চাইছিলাম কখন করবো আর কোন ঠাইল দিয়ে করবো

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      শীতের শেষে করলে ভালো হয়। কমপক্ষে ১ বছরের পুরনো ডাল দিয়ে চারা করলে ভালো হয়।

  • @SajiddFitness
    @SajiddFitness 2 роки тому

    Apnar ei gach ta ki grafted na seed diye toiri???

  • @iqbalhussain9500
    @iqbalhussain9500 Рік тому

    আপা কন সুমাই বেশি ফল পাওয়া জাই

    • @নগরকৃষি
      @নগরকৃষি  Рік тому

      এটা মূলত বারোমাস ফল দিয়ে থাকে।তবে গ্রীষ্ম কালে ফলন বেশী হয়।

  • @sumitadebnath7390
    @sumitadebnath7390 2 роки тому

    PGR ta ki

  • @debanandasengupta3846
    @debanandasengupta3846 2 роки тому

    Another query, which garden birds eat mulberry?
    Have you noticed?

  • @villagenature7611
    @villagenature7611 Рік тому

    কোন কোন সময় গাছে কাটিং করতে হয়??

    • @নগরকৃষি
      @নগরকৃষি  Рік тому

      শীতকাল বাদে সারাবছরই কাটিং করা যাবে

  • @shipusdreams
    @shipusdreams Рік тому +1

    যতনে রতন মেলে।

  • @asiyakhatun6355
    @asiyakhatun6355 11 місяців тому

    এই গাছ টা কোথায় পাওয়া যাবে

  • @Asaduzzaman-xd3oy
    @Asaduzzaman-xd3oy 3 роки тому +1

    আপু এটার কি কলম করা যায়?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  3 роки тому

      কলম এবং কাটিং দু,ভাবেই করা যায়।

    • @Asaduzzaman-xd3oy
      @Asaduzzaman-xd3oy 3 роки тому +1

      @@নগরকৃষি আপু আমি ত্বীন এর সাথে এটিরও একটি কলম চাই।।।

    • @নগরকৃষি
      @নগরকৃষি  3 роки тому +1

      কিন্তু এই গাছের চারা তো আমি করিনি।

    • @Asaduzzaman-xd3oy
      @Asaduzzaman-xd3oy 3 роки тому +1

      @@নগরকৃষিও আচ্ছা।।

    • @itvhobonbaganbari7160
      @itvhobonbaganbari7160 3 роки тому

      আমার কাছ থেকে নিতে পারেন। চারা দিতে পারবো। আমার ছাদ বাগান আছে।

  • @silverplay3565
    @silverplay3565 Рік тому

    Eita ki jater mulberry

    • @নগরকৃষি
      @নগরকৃষি  Рік тому

      এটার সঠিক জাতের নাম আমার জানা নেই।তবে এটি বিদেশি জাত।দেশি গুলো আকারে ছোট হয়।

  • @yeasminpoly1282
    @yeasminpoly1282 2 роки тому

    আপু আমার মাল বেরী গাছে প্রচুর ফল আসে তবে তা বড় না হয়েই ঝড়ে যায়, কি করবো এখন?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому +1

      ফল বিভিন্ন কারনে ঝরে যায়। গাছে পুষ্টির অভাব হলে, পানি কম/বেশি হলেও ঝরে যায়। নিয়মিত মিশ্র জৈব সার দিন আর গাছের গোরা কখনো একেবারে শুকাতে দেওয়া যাবে না আবার অতিরিক্ত পানি জমে থাকতে দেওয়া যাবে না।

    • @yeasminpoly1282
      @yeasminpoly1282 2 роки тому

      @@নগরকৃষি অসংখ্য ধন্যবাদ আপু

    • @subhadipmaji1987
      @subhadipmaji1987 2 роки тому

      @@নগরকৃষিbolche ai fol amne ki khoya jai

  • @Harukaisnothere
    @Harukaisnothere 2 роки тому

    মালবেরি গাছের কন জাত তা ভাল হবে। দাম কত জানাবেন

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому +1

      লং মালবেরীর তুলনায় আমার গাছের মালবেরীর যে সাইজ দেখেছেন এগুলো আমাদের দেশের আবহাওয়ায় ভালো হয় ফলনও বেশি হয়। আমি ছোট সাইজের চারা কিনেছিলাম দাম ২০০ টাকা ছিলো। বর্তমান মূল্য জানা নেই।

  • @sumitadebnath7390
    @sumitadebnath7390 2 роки тому

    আমার গাছ এ ফল আসার পর গাছের পাতা ও ফল কালো হয়ে যায় আর ঝরে যাই কী করবো দিদি

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      আপনি একটি ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করুন। প্রয়োজন হলে কালো পাতা ও ফলের ছবি তুলে নিয়ে কীটনাশকের দোকানে দেখিয়ে তারপর ব্যাবস্থা নিন।

    • @sumitadebnath7390
      @sumitadebnath7390 2 роки тому

      @@নগরকৃষি thanks apu

  • @rafezasultana1926
    @rafezasultana1926 11 місяців тому

    Pgr konta dibo

    • @নগরকৃষি
      @নগরকৃষি  11 місяців тому

      PGR নিয়ে বিস্তারিত জানতে এই ভিডিও দেখে নিতে পারেন। লিঙ্ক -ua-cam.com/video/27UF2IMEm-o/v-deo.htmlsi=hJIhpXfg3UNmczDI

  • @user-xc7jp6lt7e
    @user-xc7jp6lt7e 2 роки тому

    Apnar gachtir boyos koto

  • @salmajahan1819
    @salmajahan1819 2 роки тому

    আপু কতো টাকায় আর কোন জায়গা থেকে কিনেছেন address ta den

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      জাতীয় বৃক্ষ মেলায় থেকে কিনেছিলাম ২০০ টাকা দিয়ে। তবে এখন ঢাকায় প্রায় সব নার্সারিতেই পাওয়া যায়।

  • @mdjobayerislam2855
    @mdjobayerislam2855 2 роки тому

    এই গাছটা আমাদের আছে

  • @itgadgetslaptopcomputers4356

    বছরে কয় বার প্রুনিং করা দরকার?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  Рік тому

      যতবার ফল আসবে পেকে যাওয়ার পর প্রতি বারই প্রুনিং করা যাবে।

    • @itgadgetslaptopcomputers4356
      @itgadgetslaptopcomputers4356 Рік тому

      ধন্যবাদ।

  • @mirzamashrup9788
    @mirzamashrup9788 2 роки тому

    Apu pgr ki. Ata kothay pabo?

    • @নগরকৃষি
      @নগরকৃষি  2 роки тому

      PGR একধরনের হরমন যা ফুল ফল ঝরা কমায়। এটি নার্সারি বা সারের দোকানে পাওয়া যায়।

  • @laboniislam3843
    @laboniislam3843 Рік тому

    Pgr ta ki

    • @নগরকৃষি
      @নগরকৃষি  Рік тому

      এই লিংকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন-ua-cam.com/video/27UF2IMEm-o/v-deo.html