@@mdrubelhossen3457 অলাইকুম আসসালাম। চার্জিং এর সময় যদি আপনি ব্যাটারি থেকে কোন কিছু না চালান বা লোড না থাকে তাহলে 100 ওয়াট এর প্যানেল হলেই হয়ে যাবে। আর যদি লোড থাকে তাহলে আরেকটু বেশি ওয়াটের প্যানেল লাগাবেন। তবে খুব বেশি ওয়াট এর প্যানেল লাগাবেন না, চার্জিং কারেন্ট ব্যাটারির Ah এর চেয়ে 10% এর বেশি যেনো না হয়।
@@TechnologyBanglaShahinআসলে এটা আমার জানা ছিল না আমি৬০ এম্পিয়ার ব্যাটারির সাথে 50 ওয়াটের সোলার দিয়েছিলাম তো আজ আমার নতুন একটা অভিজ্ঞতা হল আপনার কাছ থেকে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই
A reputed company of solar installation set my solar panels west facing with an angle of 13degree using iron angle bar. First alumenium electric wire than hard electric wire than 40/76 Elct wire and ultimately 8RM DC wire after my instructions from U tube experts. Just think how they wasted my money. Now I called them to renuvate it , they have acquired basic technical skill after 2yrs. Thanks Shahinur bhai you taught them a lesson.
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আমি একজন প্রযুক্তিবিদ তবে আমি সবাইকে পরিচয় দেই প্রযুক্তি প্রেমিক হিসেবে। আমি চাই বাংলাদেশের সবাই যেন সঠিক ইনফরমেশন পায়। আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। 😊
নেটে ঘাটাঘাটি করেন বেশি বেশি, কোন কিছু সমস্যা হলে আমাকে জানাবেন। আর নতুন কিছু উদঘাটন করলে অবশ্যই আমাকে শেয়ার করতে ভুলবেন না। আপনার কমেন্টের জন্য ওয়েট করবো।
ভাইয়ের প্রেজেন্টেশন অনেক ভালো এবং ব্যয়বহুল আভিজাত্য পূর্ণ, তথ্যবহুল প্রয়োজনীয় ও, শব্দচয়ন ও ভলৈ বাচনভঙ্গি একটু,,,,,,, বিশেষ ধন্যবাদ দিতে হচ্ছে এই জন্য যে (অল্প সময়ে অর্থবহ) এতো গুলো বিষয়ে (ভিডিওতে) বোঝাতে গিয়ে অন্যান্য আই পি এস ডিষ্ট্রিবিউটর রা (মাফ করবেন) এতো বক বক করে পরবর্তীতে কি বিষয়ে ভিডিও তৈরি করছেন সেটাই গুলিয়ে ফেলেন, আপনার জন্য দোয়া থাকলো ভাই ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ এই বছরে অনেক গুলা সোলার পাম্প এর কাজ করলাম ১) সোলার পাম্প # বাসা বাড়ির সোলার পাম্প # গরুর খামার এর জন্যে সোলার পাম্প # সবজি বাগাবএর জন্যে সোলার পাম্প #ধান আবাদি সোলার পাম্প # মাছ চাশের জন্যে সোলার পাম্প আবার বাসা বাড়ির জন্যে লাইট ফেন টিভি ফিরিজ এই গুলার জন্যে আলহামদুলিল্লাহ ইট কলের মাধ্যে গতো বছর অনেক পাম্প এর কাজ করছি,, খুব ভালো লাগলো আপনার ভিডিও টা
আলহামদুলিল্লাহ শাহিন ভাই খুব ভালো একটা ভিডিও উপহার দেয়ার জন্য। ভাই আমিও একজন প্রযুক্তি প্রেমী। অন্য সব ভিডিও যারা করে তারা সবাই তাদের ব্যবসাকেই উপস্থাপন করে। আপনি শুধু আলাদা। আমি সোলার নিয়ে অনেক ভিডিও দেখেছি, শুধু আপনার টাই ব্যতিক্রম। আমি সোলার বিষয়ে মাঝে মাঝে প্রশ্ন করব। উত্তর প্রত্যাশী।
বাংলাদেশর মধ্যে এই প্রথম সোলার পাওয়ার নিয়ে বিস্তারিত আলোচনা দেখে বুঝলাম যে অসংখ্য খারাপ মানুষের মধ্যে ভালো মানুষ ও আছেন ,শাহিন ভাই আপনার ভিডিও দেখে নিজেকে বাংলাদেশী ভেবে ভালোই লাগছে😊আপনার নাম্বারটা কি দেয়া যাবে ভাই?
ধন্যবাদ ভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলে আমি চাই বাংলাদেশে সৌর বিদ্যুৎ নিয়ে সচেতনতা সৃষ্টি করতে। এই পরিবেশ বান্ধব গ্রীন এনার্জি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক। আপনি আমার মোবাইল নাম্বার চেয়ে এক লাইনের একটা ইমেইল দিবেন প্লিজ। আমি আপনাকে ইমেইলে আমার মোবাইল নাম্বার সেন্ড করে দিবো। Email: shahinur1000@gmail.com
@Sumon Das দাদা, আপনি 12 ভোল্টের সিস্টেম করতে চাইলে প্যানেল তিনটা প্যারালালে সংযুক্ত করবেন, প্যারালাল কালেকশন মানে পজেটিভ এর সাথে পজিটিভ এবং নেগেটিভ এর সাথে নেগেটিভ সংযুক্ত করা। প্যানেল থেকে যে DC লাইনটা আসবে সেটা সোলার ইনভার্টার এর সাথে কানেক্ট করতে হবে। বুঝতে কোন সমস্যা হলে আমাকে আবার ডিটেলস প্রশ্ন করুন।
@@farmingandfarmersfeni3304 আসলে ব্যস্ততার কারণে ভিডিও একটু কম করতে হচ্ছে, তবে অবশ্যই চেষ্টা করব আরো নতুন নতুন ভিডিও করার জন্য। সোলার নিয়ে এই চ্যানেলে আরো কিছু ভিডিও আছে সেগুলো দেখতে পারেন।
Thank you for your inspiration. Definitely I will provide more information in future videos. If you need any further assistance please feel free to knock me here in comment section. Also you can send me an email anytime. E-mail: shahinur1000@gmail.com
ভাইজান, আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে,বিশেষত স্পষ্ট ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপনা এবং সংক্ষেপে মূল বিষয়টি তুলে ধরার জন্য। একটি বিষয় আমি জানতে চাই যদি সময় থাকে তবে জানাবেন বলে আশা রাখি, সেটা হলো -- আপনি নিজের জন্য মনো না লাগিয়ে পলি প্যানেল কেন লাগিয়েছেন অর্থাৎ কোন পজিটিভ দিকগুলো চিন্তা করে পলি ব্যবহার করলেন?
ধন্যবাদ ভাইজান। কয়েকটি কারণ আছে। মনো প্যানেল বড় সাইজের কম পাওয়া যাচ্ছে আমাদের দেশে, শেডিং ইস্যু না থাকলে মনো প্যানেল এবং পলি প্যানেল প্রায় সমান আউটপুট দেয়, প্রাইস টু আউটপুট রেশিও হিসাব করলে পলি প্যানেল কম খরচে বেশি আউটপুট দেয়, বেশি স্পেস এর সমস্যা না থাকলে পলি লাগানো যেতে পারে। তবে আপনি চাইলে মনো লাগাতে পারেন, আমি নিজেও আমার নেক্সট ছোট আরেকটি প্রোজেক্টের জন্য মনো লাগাবো ভাবছি।
OFF GRID & ON GRID এর মধ্যে পার্থক্য কি? সুবিধা/আসুবিধ, আর খরচের দিক থেকে হিসাব করলে কিরকম ব্যবধান হয় জানাবেন (ভিডিও এর মাধ্যমে হলে ভালো হয়!) ধন্যবাদ 😊
হ্যাঁ সুপারস্টার, রহিম আফরোজ, হ্যামকো এবং ভলবো সবাই চায়না থেকে ইমপোর্ট করে, তবে তারা চায়নার হাই কোয়ালিটি প্যানেল নিয়ে আসে। এই কোম্পানি গুলোর নিজস্ব Quality Control and Quality Assurance Team আছে। তবে যাদের বাজেট আরেকটু বেশি তারা ইন্ডিয়ান প্যানেল ব্যবহার করতে পারে, ইন্ডিয়ান গুলো তুলনামূলক বেটার হয়ে থাকে। জার্মান প্যানেল আরো ভালো, কিন্তু অরিজিনাল জার্মান প্যানেল এখন আর বাংলাদেশে আসে না।
আমি আফনার ভিডিওটি মনযগ দিয়ে দেখলাম খুবই তথ্য বহুল আলোচনা এবং সব কমেন্টের উত্তর দিয়েছেন এটা আরও ভাললাগল ৷ আমার পোল্টী খামারে+পুকুরে এক হর্স এর একটি পাম্প শুধু দিনের বেলায় চালাইতে চাই কত ওয়াট পেনেল লাগতে পারে ?
ভাইজান সোলার দিয়ে পাম্প চালাতে প্রয়োজনের তুলনায় বেশি সোলার পাওয়ারের দরকার হয়। এই ব্যাপারে আপনি সোলার পাম্প নিয়ে যারা কাজ করে তাদের সাথে সরাসরি কথা বলুন। সুপার স্টার, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি এগুলো লিখে গুগলে সার্চ দিলে এদের লিংক পেয়ে যাবেন। তাছাড়াও ঢাকার কাপ্তান বাজারে সোলারের অনেক বড় মার্কেট আছে।
@@ferdushferdush4797 আমার 1 হাজার ওয়াটের সোলার প্যানেল, UTL গামা প্লাস ইনভার্টার, 150 Ah TT ব্যাটারি, 10 sq mm তার, গ্যালভানাইজড আয়রনের স্ট্রাকচার ইত্যাদি ইনস্টল করতে প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়েছে।
রাসেল ভাই, যেহেতু বাংলাদেশে Luminous/Exide (C-10) ব্যাটারি গুলো পাওয়া যায় না এবং এগুলো অনেক ওজন হওয়াতে ইন্ডিয়া থেকে আনাও খুব কষ্টকর তাই আমি বাংলাদেশের রহিম আফরোজের টল টিউবুলার ব্যাটারি টি ব্যবহার করি। মডেল নাম্বার: IPB 150 TT Battery আপনি নিবেন IPB 200 TT Battery. তবে আমি রিসেন্টলি শুনেছি এটার স্টক এই মুহূর্তে শেষ, কিছুদিন ওয়েট করেন আবার রিস্টক হবে আশা করি। রিস্টক না হলে সাইফ পাওয়ারের টল টিউবুলার ব্যাটারিটি নিতে পারেন।
অলাইকুম আসসালাম। এটা C-20 ব্যাটারি। বাংলাদেশে বর্তমানে যে C-10 ব্যাটারি গুলো পাওয়া যায় সেগুলোর মান খুব বেশি সন্তোষজনক নয় তার চেয়ে আমি যে ব্যাটারি টা বললাম সেই ব্যাটারিটা অনেক বেশি মানসম্মত। C-20 হলেও এটার ভোল্টেজ এবং এম্পিয়ার টলারেন্স অনেক বেশি। আপনি নিশ্চিন্তে এটা নিতে পারেন। আর যদি পারেন ইন্ডিয়া থেকে রিয়েল C-10 ব্যাটারি আনিয়ে নিতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে টেস্টিং করেছি, রহিম আফরোজের এই টল টিউবুলার ব্যাটারিটি বেশি কারেন্ট ড্র করার সময় ক্যাপাসিটি এক্সট্রা মিনিমাইজ করে না, যেটা অন্যান্য C-20 ব্যাটারি গুলো করে।
খুবই সুন্দর করে বলেছেন প্রতিটি বিষয় । খুব ভাল ভাবে অনেক কিছু জানতে পারলাম আপনার ভিডিও থেকে । আমি খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবো আমাদের বিল্ডিং টা কমপ্লিট হলেই ।
Such a beautiful and informative presentation. Thanks a lot. I've a question, can we charge our IPS through solar system at day time and whn required, from power grid?
আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। সোলার IPS/ইনভার্টার এর ওয়ার্কিং প্রিন্সিপাল খুব সিম্পল। দিনের বেলা এটা বাসার সব লোডকে সরাসরি সোলার থেকে চালায় পাশাপাশি ব্যাটারিকে চার্জ করে। রাতের বেলাতে সাধারণ IPS এর মতো কাজ করে, ওই সময় পাওয়ার আউটেজ হলে মেইন গ্রিড থেকে চার্জ নেয়, তবে কিছু ইনভার্টারে গ্রিড চার্জিং ইচ্ছামত অন/অফ করা যায়। আপনার আর কোন প্রশ্ন থাকলে আমাকে জানাবেন।
শাহীন ভাই আসসালামু আলাইকুম, ভাই আপনার ভিডিও গুলো দেখে সত্যিই খুব ভাল লাগে কারণ আপনার ভিডিও গুলোতে মানুষকে উপকার করার সত্যিকার প্রয়াস লক্ষ্যনীয় হয়েছে।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
Sir Salam, How are you? Hope fine. I need hi heat weather temperature for my industry by solar panels. If It is possible, I shall use Brick Field. Advice me please
অলাইকুম আসসালাম। আসলে সোলার সিস্টেম আপনি সবকিছুতেই ব্যবহার করতে পারবেন তবে বড় আকারের সোলার সিস্টেম করতে চাইলে আপনার প্রচুর পরিমাণে খরচ হবে। অন্যান্য ফুয়েল ব্যবহার করার চেয়ে সোলার সিস্টেম ব্যবহার করাটা আপনার জন্য কতটা সাশ্রয়ী এটা আপনাকে নিজেই হিসাব করে বের করতে হবে। বড় ধরনের ইন্ড্রাস্ট্রিতে সোলার সিস্টেম ব্যবহার করতে চাইলে আপনাকে অন গ্রিড সিস্টেম করতে হবে যা দিনের বেলায় পূর্ণ শক্তিতে কাজ করবে তবে রাতে ব্যাকআপ দিবে না। এই ব্যাপারে কথা বলার জন্য বড় বড় সোলার কোম্পানি গুলোর সাথে আপনি যোগাযোগ করে ডিটেলস ইনফরমেশন নিতে পারবেন। যেমন: সোলার ল্যান্ড, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি, সুপারস্টার ইত্যাদি।
Thank you very much for this informative video. I have learned a lot from this video. With regards to the video, I have 9 130 watts solar panels installed and would like to conserve or back up enough electricity for 24 hrs. Will that be possible and to do so how many batteries do I need. Kind Regards Mohammed
You are welcome. আপনার 9 টি 130 ওয়াট সোলার প্যানেল থেকে মোট 1170 ওয়াট জেনারেট করা যাবে। আপনার যদি অল্প ব্যাক আপ দরকার হয় তাহলে 1 ব্যাটারি সিস্টেম করতে পারেন আর যদি বেশি ব্যাক আপ দরকার হয় তাহলে 2 ব্যাটারি সিস্টেম করতে পারেন, 2 ব্যাটারি সিস্টেম করতে হলে 24 ভোল্ট সোলার সিস্টেম চালাতে হবে। প্রতিটি ব্যাটারি 200 Ah এর কিনবেন। যদি আপনার লোড 400 ওয়াট এর বেশি হয় তাহলে এই দুই ব্যাটারি দিয়েও 24 ঘন্টা ব্যাকআপ দিতে সমস্যা হবে। সে ক্ষেত্রে ওভার অল আরও বড় সোলার সিস্টেম ব্যবহার করতে হবে। নোট: AC লোড এর চেয়ে DC লোড 3 গুন কম বিদ্যুৎ কনজামশন করে থাকে।
খুবই ভালো খুবই সুন্দর করে আপনি দেখিয়ে দিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাসায়ও সোলার ইনভার্টার আছে লুমিনাস কোম্পানির 24 ভোল্টের হাজার 1800 ওয়াট এখন বর্তমানে আমি কারেন্ট দিয়ে ব্যবহার করতেছি সোলার প্যানেল কোনটি লাগাবো কোন কোম্পানি সোলার প্যানেল লাগালে ভালো সার্ভিস পাব আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রাইস নির্ভর করে আপনি কেমন কোয়ালিটির সেটআপ করবেন তার উপরে। আপনি সরাসরি গ্রামীণ শক্তি, রহিম আফরোজ, সোলার ল্যান্ড ইত্যাদি কোম্পানির সাথে যোগাযোগ করেন, বড় সিস্টেম হলে তারা তুলনামূলক প্রাইস ডিসকাউন্ট করে থাকে।
খরচ নির্ভর করছে আপনি কেমন কোয়ালিটির ইনভার্টার, সোলার প্যানেল, ব্যাটারি, স্ট্রাকচার ও ক্যাবল কিনবেন তার উপরে। আমার 1000 ওয়াট এর সোলার সিস্টেম করতে এক লক্ষ টাকার মতন খরচ হয়েছে।
শাহিন ভাই খুব সুন্দর উপস্থাপনা আপনার। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন আছে একটা। এইযে ১ হাজার ওয়াটের সোলার প্যানেল বসিয়েছেন, অনেক টাকার ইনভার্টার কিনেছেন, আরো টাকার ব্যটারি কিনেছেন। এই সবগুলোর স্থায়ীত্ব হিসাব করে কি দেখেছেন যে এটা আসলে সাশ্রয়ী হচ্ছে কিনা? জানার জন্য প্রশ্ন করলাম ভাই। আমার জানামতে ব্যাটারি যতই ভালো ইনভার্টার ব্যাবহার করেন না কেনো ৫ বছর ওয়ারেন্টির টাইম পর্জন্ত ভালো চলে এর পরে একটাও ব্যাটারি যদি নষ্ট হয় তাহলে সম্পুর্ণ সিস্টেম টা সাশ্রয়ী নয়, বিলাশীতায় রুপান্তর হবে৷ আমার ভুল হতে পারে দয়াকরে আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাকে জ্ঞান দান করবেন। অনেক ধন্যবাদ 🙂
আপনার কথায় যুক্তি আছে। ইনভার্টার মোটামুটি আট-দশ বছর গেলেও ব্যাটারি নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়, অনেক সময় ব্যাটারির জন্য বেশ খানিকটা লস গুনতে হয়। এভাবে হিসাব করলে সেভিংস খুব বেশি হয় না। যদিও On Grid সিস্টেম এর ক্ষেত্রে ব্যাটারির ঝামেলা নাই তাই তুলনামূলক প্রফিট কিছুটা বেশি হয়। Off Grid সিস্টেমে সব খরচ বাদ দিয়ে সেভিংস সত্যি কম হয়। নোট: যেসব এলাকায় বিদ্যুৎ সাপ্লাই নাই সেইসব এলাকায় সোলার খুব ভালো একটা অপশন।
Baijan super star er 300 watt solar r tultublar betteryer pasha pashi utl er ips deya ami kico solar light kico solar fan r karenter kico jinsish chalata chai
মনো ক্রিস্টালইন প্রেফারেবল ও ১০০০ ওয়াট সোলার প্যানেল গাল্ভানাইজড মেটাল ফ্রেম সোলার এঙ্গল ২৩ ডিগ্রী ভালো ডীসি ক্যাবল ভালো ইনভার্টআর ও টল তিউবুলার সোলার ব্যাটারি সম্পূর্ণ সিস্টেম ইত্যাদি সম্বন্ধে পরিষ্কার আলোচনার জন্য ধন্যবাদ ! এক্সেলেনট
১২ ভোল্ট সোলার প্যানেলের সাথে যেকোনো ১২ ভোল্টের ডিসি ডিভাইস সরাসরি চালানো যাবে তবে যেহেতু ১২ ভোল্টের প্যানেল ১৮ থেকে ২২ ভোল্ট পর্যন্ত ভোল্টেজ জেনারেট করে তাই ওভার ভোল্টেজ এর জন্য ডিভাইসটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সাথে একটি ব্যাটারি এবং চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে রিস্ক থাকে না। নোট: ফ্যান একটি ইনডাকটিভ লোড তাই এটি কিছুটা বেশি ভোল্টেজেও নষ্ট হওয়ার সম্ভাবনা কম অন্যান্য রেজিস্টিভ লোড এর থেকে তবে ভোল্টেজ খুব বেশি হয়ে গেলে এটিও নষ্ট হয়ে যাবে।
ভাই আমার প্রশ্নের উওর টা ফেলে উপকৃত হবো।আমার বাসায় AC ( বিদুৎ লাইনের) জন্য ক্যাবেল ওয়ারিং করা আছে। ঐ এক ক্যাবেল লাইন দিয়ে কি আমি সোলার ও কারেন্ট ব্যাবহার করতে পারবো? নাকি সোলারের জন্য আলাদা ওয়ারিং করতে হবে?
এবং ৯ ফ্যান, ১৫ টা লাইট, ১ টা টিভি, ১ টা ফ্রিজ, ও টয়লেটে ৩ টা এ্কজাস্ট ফ্যান এর লাইন আছে কিন্তু সব গুলো তো এক সাথে চলবেনা। আর একটা বিষয় হলো আমার বাসা দ্বীপ হাতিয়াতে। এখানে সকাল ১০:০০ টা থেকে রাত ১২:০০-১:০০ পর্যন্ত কারেন্ট থাকে। বাকী সময় সোলারের উপর নির্ভর করতে হয়। তাহলে আমার কত ওয়ার্ড সোলার বসাতে হবে? এবং কত টাকা খরচ যেতে পারে?
স্যার আপ্নার ভিডিওটা দেখে মনে হলো ভালো মানুষ পৃথীবিতে এখনও আছে আপনার অনেক হায়াত কামনা করি স্যার আমার বাসায় ১টা ফ্রিজ ১টা মটর ১টা টিভি ৬টি লাইট ৪টি ফ্যান ইনষ্টল করতে কত টাকা খরচ হবেএবং ২৪ঘন্টা চালাতে পারব বর্তমানে কারেন্টে চলে যদি কারেন্ট বাদ দিয়ে সৌর দিয়ে চালাই ips ব্যাতিত একটু জানাবেন plese
ধন্যবাদ। আপনি যদি এগুলো শুধু দিনের বেলাতে সৌর বিদ্যুতের মাধ্যমে চালান তাহলে 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু যদি দিন রাত 24 ঘন্টা চালান এবং মোটর হাঁপ হর্স পাওয়ার এর বেশি হয় তাহলে অনেক বেশি খরচ হবে।
ভাই আপনার পরামর্শ অনেক ভালো লেগেছে আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছথেকে আরো একটু পরামর্শ চাই বিদ্যুৎ খরচ কম, হাওয়ার স্প্রিট ভালো ও টিকসই এমন দুএকটা সেলিংফেনের কোম্পানীর নাম বলবেন প্লিজ
সবচেয়ে কম বিদ্যুৎ খরচ হয় BLDC টেকনোলজির সিলিং ফ্যানে। এই সিলিং ফ্যান গুলো মাত্র 35 ওয়াট বিদ্যুৎ খরচ করে চলতে পারে। বাংলাদেশে এখন এই টেকনোলজির ফ্যান পাওয়া যাচ্ছে। innoel technology ltd নামের একটি কোম্পানি বাংলাদেশ BLDC ফ্যান বিক্রি করছে। এদের ফ্যানগুলো বেশ মানসম্পন্ন ও স্পিড ভালো। এই কোম্পানি এখন দারাজেও তাদের ফ্যান সেল করছে। আপনি ফেসবুকে এই কোম্পানির নাম লিখে সার্চ দিলে ওদের পেজ পেয়ে যাবেন। আর BLDC সম্পর্কে আরো ভালো ধারণা পাওয়ার জন্য ইউটিউবে সার্চ দিলে ইন্ডিয়ান বেশ কিছু ভিডিও পাবেন। তবে বিদ্যুৎ বাঁচানো যদি আপনার মূল উদ্দেশ্য না হয় তাহলে আপনি পাকিস্তানের GFC সিলিং ফ্যান নিতে পারেন। কিনার সময় একটু সতর্ক থাকবেন কারণ পাকিস্তানের এই ফ্যানগুলো প্রচুর ডুবলিকেট পাওয়া যায়। আরেকটা ফ্যান আছে ওটাও খুব ভালো, টঙ্গী ন্যাশনাল ফ্যান। তবে মার্কেটে প্রচুর নকল আছে তাই একটু বুঝে শুনে কিনবেন।
আপনি দারাজ অ্যাপ ওপেন করে BLDC লিখে সার্চ দিলে এই ফ্যান পেয়ে যাবেন। এছাড়াও ফেসবুকে ওদের কোম্পানির নাম দিয়ে সার্চ দিলে ওদের ফেসবুক পেজ পেয়ে যাবেন ওখানে মেসেজ এর মাধ্যমে ওদের সাথে যোগাযোগ করতে পারেন।
Vai dc solar ceiling fan ac dc dutotei chole...ami akta kinsi 3000 takai...matro 36 watt...egulo BLDC motor e chole...khubi efficient...apnio kinte paren...speed ac fan theke oneeeek beshiii jhetu apni research koren 😃....remote o ase.....56 inch
ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। যারা সরাসরি DC লোড চালায় তাদের জন্য DC ফ্যান অত্যন্ত জরুরি একটি জিনিস। এগুলোর পাওয়ার কনজামশন অনেক কম হয়ে থাকে। তবে যেহেতু আমার বাসায় সার্ভার এবং অন্যান্য সামগ্রী সরাসরি সোলার থেকে চালানো হয় হাই ইফিসিয়েন্ট ইনভার্টার এর মাধ্যমে তাই আমার এটি লাগবেনা, তবে অনেকের কাজে লাগবে। কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকবেন।
ধন্যবাদ ভাইয়া আপনার উপস্থাপনা অনেক ভালো লাগলো,আমি 600w সোলার সিস্টেম করতে চাচ্ছি ,আমার প্রশ্ন হচ্ছে দিনের বেলায় আমি শুধু সোলার থেকে বিদ্যুৎ ব্যবহার করতে চাই,আমার ঘরে ওয়ালটনের ফ্রিজ আছে মাঝারী সাইজ,3টা সিলিং ফ্যান 1টা টিভি,ফ্রিজটা চলবে কিনা? না চললে ডাইরেক্ট কারেন্ট থেকে কিভাবে চালাবো ? আর বাকি সব সোলার থেকে কিভাবে চালাবো ? জানাবেন প্লিস
নমস্কার। UTL গামা প্লাস সিঙ্গেল ব্যাটারির ইনভার্টার এর সাথে আপনি 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুই রকমই প্যানেল লাগাতে পারবেন তবে যেহেতু এই ইনভার্টার এ MPPT টেকনোলজির চার্জ কন্ট্রোলার আছে তাই 24 ভোল্টের প্যানেল লাগালে ইফিসিয়েন্সি সামান্য বেটার পাবেন। প্রথমত ভোল্টেজ বেশি হলে ক্যাবল এর ট্রানস্মিশন লস কম হবে, দ্বিতীয়ত আবহাওয়া একটু খারাপ থাকলেও MPPT টেকনোলজি ভোল্টেজ কে এম্পিয়ার এ কনভার্ট করে ব্যাটারি কে দ্রুত ও ভালোভাবে চার্জ করতে পারবে। প্যানেল অবশ্যই ভালো মানের এবং লোডের তুলনায় বেশি ওয়াটের লাগাবেন তাহলে ব্যাটারির উপরের প্রেসার একটু কম পড়বে কারণ প্যানেল বেশি থাকলে সোলার অপারেশন চলাকালীন সময়ে ব্যাটারি চার্জ/ডিসচার্জ কম হয়।
আমি আসলে ব্যাটারি ব্যাকআপ তেমন একটা ব্যবহার করিনা। দিনের বেলাতে আমার সব লোড গুলো সরাসরি সোলার থেকে চালাই, এতে আমার অনেক বিদ্যুৎ বিল সেভ হয়। ব্যাকআপ নির্ভর করছে আপনি কত পরিমাণ লোড দিচ্ছেন তার উপরে। যদি 300 ওয়াট লোড দেন তাহলে 5 ঘন্টা চলবে আর 600 ওয়াট লোড দিলে 2.5 ঘন্টা চলবে। ব্যাটারি ব্যাকআপ যদি আরো বাড়ান তাহলে আরও সময় চালাতে পারবেন।
You are welcome. 100 ওয়াটের করতে চাইলে DC সিস্টেম করলে ভালো হয়। এক্ষেত্রে DC লাইট এবং DC ফ্যান চালাতে হবে আপনাকে। টোটাল খরচ নির্ভর করছে আপনি কোন কম্পানির সোলার প্যানেল, ব্যাটারি, চার্জ কন্ট্রোলার ইত্যাদি কিনবেন তার উপরে। তবে মোটামুটি একটা খরচের ধারণা দিচ্ছি। সবকিছু সহ 100 ওয়াটের সিস্টেমটি করতে আপনার 10-12 হাজার টাকা খরচ হবে। নোট: ইনভার্টার লাগিয়ে AC সিস্টেম করতে চাইলে সোলার প্যানেলের ওয়াট অনেক বৃদ্ধি করতে হবে এবং টোটাল খরচ অনেক বৃদ্ধি পাবে। বুঝতে সমস্যা হলে অথবা আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন।
সোলার IPS/Inverter অনেক ইন্টেলিজেন্ট, আপনার কিছু করতে হবে না, সোলার এভেলেবেল হলে দিনের বেলায় সোলার পাওয়ার থেকে লোড চালাবে, সোলার না থাকলে বিদ্যুতের লাইন এ অটোমেটিক ট্রানস্ফার হয়ে যাবে।
এটমবার্গ বাংলাদেশের একজনের নাম্বার দিয়েছিলো, ওনার কাছ থেকে নিয়েছি, আর চায়না bldc ও তার কাছ থেকে নেয়া, কারেন্ট খরচ ৩০-৩২ watt (ক্লাম্প মিটার দিয়ে চেক করেছি) ফুল লোডে, বাতাস নরমাল ফ্যানের মতোই। আমি স্যাটিসফাইড এখন পর্যন্ত
আসসালামু আলাইকুম,,, আলহামদুলিল্লাহ,,, ভাইয়া ভিডিও দেখে খুব ভালো লাগলো। দিনের বেলা আপনে সরাসরি কিভাবে সোলার থেকে লাইন চালান, এটা কি সে ধরনের আই পি এস ক্রয় করতে হবে, না কি যে-কোনো আই পি এস এ চলবে,, প্লিজ জানবেন,, ভালো থাকবেন ধন্যবাদ।
Hi sir Thanks for the Great video of solar power technology in Bangladesh This Information is a Great help to me thanks again brother I have Subscribe to your channel Respect
ভাইয়া, আপনার ভিডিও খুবই হেল্পফুল। ৮টি সিলিং প্যান ৬৪০ ওয়াট ২৫ এল ইডি ব্লাব ৫০০ ওয়াট টিভি ২ টা ২০০ ওয়াট ১ গোরা মোটর ১টা ১৫০০ লোড সহ ফ্রীজ ২ টা ২০০/৩০০ লোড সহ সর্বমোট ৩১৪০ ওয়াট। এই গুলো চালাতে ব্যাটারী কত am কত ওয়াট এবং প্যানেল কত ওয়াট কয়টা লাগবে? আমি শুধু প্যানেল এ চালাব।
আপনি যেহেতু ব্যাটারি ব্যাকআপ সহ সোলার সিস্টেম চাচ্ছেন তাই 3KW অফ গ্রিড সোলার সিস্টেম করতে পারেন। এক্ষেত্রে Luminious NXT 3KW ইনভার্টার ব্যবহার করতে পারেন। এটার সাথে 4 টি 150 Ah এর ব্যাটারি ও 3 KW সোলার প্যানেল সংযুক্ত করতে হবে। মোটর চালানোর সময় কিছু লোড অফ করে দিবেন, যদি মোটর সহ সব লোড একসাথে চালাতে চান তাহলে আরেকটু শক্তিশালী অন গ্রিড সিস্টেম করতে হবে তবে এক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ পাবেন না, তখন অল্প কিছু ইমার্জেন্সি লোড চালানোর জন্য আলাদা IPS ইন্সটল করতে হবে।
@@HMS_Aziz সম্পূর্ণ বিদ্যুৎ লাইন ছাড়া এগুলো চালাতে গেলে কয়েক গুণ বেশি শক্তিশালী সোলার সিস্টেম লাগবে যা অত্যন্ত ব্যয়বহুল হবে। আমাদের দেশে সম্পূর্ণ বিদ্যুৎ লাইন ছাড়া খুব বড় সোলার সিস্টেম তেমন একটা করা হয় না।
@@HMS_Aziz প্যানেল ২ গুনা না হয় করলেন, দিনের বেলায় ভালোভাবেই চললো কিন্তু রাতে এত ব্যাকআপ দিতে খুব সমস্যা হয়ে যাবে। অনেক বড় ব্যাটারি ব্যাংক করতে হবে। বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন রাতে, আবহাওয়া খারাপ থাকলে চার্জ হবে না সম্পূর্ণ ভাবে। এতগুলো ব্যাটারি প্রচুর ব্যয়বহুল হবে, ব্যাটারির উপরে বেশি প্রেসার পড়লে ব্যাটারি ৩/৪ বছরের বেশি টিকবে না। নেগেটিভ বিষয় গুলো অ্যানালাইসিস করার পর আপনার কাছে যদি বিষয়টা প্যাকটিক্যাল মনে হয় তাহলে করতে পারেন। আপনার যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে আপনি অন গ্রিড সোলার সিস্টেম করলে সবচেয়ে ভালো হবে, দিনের বেলায় সোলার থেকে চলবে আর রাতের বেলায় কারেন্টের লাইনে চলবে। এতে করে প্রচুর বিদ্যুৎ বিল সেভ হবে।
সাধারনত অফ গ্রিড সোলার সিস্টেম গুলোতে দিনের বেলায় সরাসরি সোলার থেকে চালানোর ব্যবস্থা থাকে আর রাতের বেলায় সরাসরি বিদ্যুৎ লাইনে ট্রান্সফার হয়ে যায় লোড গুলো। আপনি যদি দিনরাত 24 ঘণ্টা সোলার এ চালাতে চান সেক্ষেত্রে আপনার খরচ অনেক বেশি হবে কারণ ব্যাকআপ সিস্টেম অনেক শক্তিশালী হতে হবে। এমনিতে আপনার 800-1000 ওয়াট এর সিস্টেম করলে সবকিছু সুন্দরভাবে চলবে তবে আপনি যদি রাতেও সবকিছু চালাতে চান তাহলে আপনাকে ডবল ওয়াটের সোলার সিস্টেম করতে হবে এবং ব্যাকআপ সিস্টেম অনেক বেশি রাখতে হবে যা অনেক ব্যয়বহুল।
যদি আপনার লোড হয় 600 থেকে 800 ওয়াট এর মধ্যে তাহলে আপনার শক্তিশালী ব্যাকআপ সিস্টেম সহ 2000 ওয়াটের সোলার সিস্টেম করা উচিত, যেহেতু আপনি দিনে চালানোর পাশাপাশি সারারাত ব্যাকআপ নিবেন। ভালো ইকুইপমেন্ট দিয়ে করলে 2-2.5 লাখ এর আশেপাশে খরচ হবে।
হ্যাঁ এটাতে PC চালানো যাবে। যেসব ইনভার্টারের আউটপুট পিওর সাইন ওয়েভ এবং সুইচ ওভার টাইম কম করা যায় অর্থাৎ UPS/IT/Non Eco মুড আছে সেসব ইনভার্টারে PC চালানো যাবে। ইনভার্টার যদি নিজে হালকা হামিং নয়েজ করে তাহলে সমস্যা নাই, পর্যবেক্ষণ করতে হবে ইনভার্টারটি ইন্ডাক্টিভ টাইপের লোড গুলো চালানোর সময় হামিং নয়েজ করছে কিনা, যেমন মোটর বা ফ্যান টাইপের লোড চালানোর সময় যদি লোড দিয়ে কোন হামিং নয়েজ আসে তাহলে বুঝতে হবে ইনভার্টারটি পিওর সাইন ওয়েভ নয়। যদি ব্র্যান্ডের অরিজিনাল ইনভার্টার এর প্যাকেটে বা ম্যানুয়ালে লেখা থাকে "পিওর সাইন ওয়েভ" তাহলে সেটা পিওর সাইন ওয়েভ হয়ে থাকে, এটা নিয়ে সন্দেহ প্রকাশ করার তেমন কোন সুযোগ নাই কারণ অসিলোস্কোপ দিয়ে খুব ভালোভাবেই ফাইন্ড আউট করা যায় ইনভার্টারটি প্রকৃত সাইন ওয়েভ আউটপুট দিচ্ছে কিনা।
ভাই আপনি তো ভিডিও তো বললেন লুমিনাসেরটায় হালকা হামিং শব্দ হয় তাহলে কি এইটা পিউর না? আমার বাসায়ও singer lucent400 একটা আছে।প্যাকেটে লেখা ছিল পিওর সাইন কিন্তু ফ্যান চালালে প্রচুর শব্দ হয় আর রেগুলারেটর নষ্ট হয়।
@@sarowarhossain230 ভিডিওতে আমি বলেছি শব্দটা ইনভার্টার থেকে আসছে। ইনভার্টার থেকে শব্দ আসলে তেমন সমস্যা নাই শুধু মাঝে মাঝে একটু বিরক্ত লাগে। লোড থেকে শব্দ আসলে সমস্যা অর্থাৎ আপনি যদি ফ্যান চালান আর সেই ফ্যান থেকে শব্দ আসে তাহলে ইনভার্টার পিওর সাইন ওয়েভ নয়। আশা করি বুঝতে পেরেছেন। ইনভার্টার এর ব্র্যান্ড বলতে Luminious, Sukam, UTL, Microtech ইত্যাদি কোম্পানিকে বোঝানো হয়। এই কোম্পানি গুলো এশিয়ার দেশগুলোতে পপুলার। তবে উন্নত কান্ট্রিতে SMA, Solar EDGE, Fronius এই কোম্পানির ইনভার্টার গুলোকে ভালো ব্র্যান্ডের ইনভার্টার ধরা হয়।
@@sarowarhossain230 হ্যাঁ পারবেন তবে ব্যাটারির আয়ু কিছুটা কমে যাবে কারণ Luminious NXG 1100 সোলার ইনভার্টার যে পরিমাণ এম্পিয়ারে ব্যাটারীকে চার্জ দেয় তা 50 Ah ব্যাটারির জন্য বেশি হয়ে যাবে। 100Ah লাগাতে পারেন আর 150Ah ব্যাটারি হলে স্থায়িত্ব নিয়ে কোনো সমস্যা হবে না।
ভাই সালাম, আপনার ভিডিওগুলো খুবই সুন্দর এবং মানসম্মত৷ আমিও আপনার মত একজন প্রযুক্তি প্রেমি, কিন্তু আপনার মত এত জ্ঞানী নই৷ যাই হোক আমার ১০০০ ওয়াটের প্যানেল ও সাথে NXG 1400 ৬ মাস আগে লগিয়েছিলাম কিন্তুদুঃখের বিষয় NXG গতকয়েক দিন আগে নষ্ট হয়ে গেছে৷ আমার মন খুব খারাপ৷ আচ্ছা আপনি বলেছেন হলুদ UTL UPS টি ভাল, দয়া করে বলবেন আমি এটি কোথা থেকে কিনতে পারি৷ আরো একটু বলি আমি চট্টগ্রামে থাকি যেখানে সোলারের ভাল কিছু পাওয়া যায় না, কোন সাজেসন থাকলে জানাবেন
Excellent informative video. ভাই আমি নিজেও china খুব মানের mono crystalline solar panel use করছি, তবে এ ব্যাপারে idea খুব একটা বেশী না। তাই কিছু বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছিঃ (১) Solar panel যদি ২টা বা বেশী হয়, তবে কিভাবে connect করবো - series না parallel. (2) Indiaর Loom panel (মন crystalline)এর খুব নাম শুনছি, এর দামও অনেক বেশী ৭৫/= ওয়াট, এর performance নিয়ে কিছু বলেন। দাম অনুযায়ী performance কি খুব বেশী difference? (৩) Loom এর DC to AC converter কেমন? (৪) Loom এর একটা AC converter ব্যাটারি ছাড়া সরাসরি TV, Freeze, Light, Fan চালানো যায়, সেটি কি? (৫) আমি Digitek এর একটা Full sine wave Inverter use করছি কোনো problem ছাড়া, এটা চললে বুঝা যায় না কখন current গেল আর আসলো, এমনকি fan এও কোন অতিরিক্ত শব্দ হয় না।(৬) ব্যাটারি deep cycle না কিনে Hamco tubular কিনেছি, ২ বছরেও পানি change করতে হয় নাই। অনেকে বলে Eastern ভালো, এই ব্যাটারির ব্যাপারেও কিছু বলেন। (৭) যদি মেঘলা আবহাওয়া হয়, তবে panel এর voltage কি কমে যায়, এতে কি converter এর কি ক্ষতি হবে? ধন্যবাদ।
Vaya vinno vinno wt ar Panel jodi parallel connect kori ta hola ke onek basi amp loss hoba.....?ex.30.50.100.wt ar panel parallel connect korla amp loss ar pori man camon hoba.....?jodi calculation kora janaten onek opokrito hotam...
My email: shahinur1000@gmail.com
আসসালামুআলাইকুম ভাই ভাই আমি আপনার সবগুলো ভিডিও দেখি তবে ইউটিএল গামা প্লাস এর একটা ভিডিও আপডেট দিতেন তাহলে বুঝতাম অনেক কিছু
অলাইকুম আসসালাম কাওসার ভাই, আমি অবশ্যই গামা প্লাস নিয়ে ভিডিও করার চেষ্টা করবো।
আসসালামুয়ালাইকুম একটি ৬০ এম্পিয়ার ব্যাটারির জন্য কত ওয়াট সোলার প্যানেল প্রয়োজন জানালে উপকৃত হব।
@@mdrubelhossen3457 অলাইকুম আসসালাম। চার্জিং এর সময় যদি আপনি ব্যাটারি থেকে কোন কিছু না চালান বা লোড না থাকে তাহলে 100 ওয়াট এর প্যানেল হলেই হয়ে যাবে। আর যদি লোড থাকে তাহলে আরেকটু বেশি ওয়াটের প্যানেল লাগাবেন। তবে খুব বেশি ওয়াট এর প্যানেল লাগাবেন না, চার্জিং কারেন্ট ব্যাটারির Ah এর চেয়ে 10% এর বেশি যেনো না হয়।
@@TechnologyBanglaShahinআসলে এটা আমার জানা ছিল না আমি৬০ এম্পিয়ার ব্যাটারির সাথে 50 ওয়াটের সোলার দিয়েছিলাম তো আজ আমার নতুন একটা অভিজ্ঞতা হল আপনার কাছ থেকে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই
Probably this is the first quality review video I've seen in Bengali. Awesome !
Thank you.
আপনার সাজেশন্স গুলা খুবই অনেস্ট মনে হয়েছে। বিশেষ করে মানুষ যেমনে পেইড রিভিউ করে সেখানে আপনি যত্ন সহকারে অনেক সুন্দর ওভারভিউ করেছেন। ধন্যবাদ আপনাকে 💝🙏
আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে।যে কোন ব্যাক্তি খুব সহজেই বুজবে।
Thank you for your inspiration 😊😊😊.
Pls apnar phone number ta akto jodi send korten
01758188500
@@TechnologyBanglaShahin tnx call u latter
আপনাদের কোন ব্যবসা আছে কি? থাকলে কোথায় আছে আমি ছোট একটা নিতে চাচ্ছি কিন্তু কেমন খরচ হবে তাই সাহস করছি না
৪ বছরের আগের করা ভিডিও থেকে অনেক তথ্য জানলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
We need more people who talks like you . good communication.. good work
A reputed company of solar installation set my solar panels west facing with an angle of 13degree using iron angle bar. First alumenium electric wire than hard electric wire than 40/76 Elct wire and ultimately 8RM DC wire after my instructions from U tube experts. Just think how they wasted my money. Now I called them
to renuvate it , they have acquired basic technical skill after 2yrs. Thanks Shahinur bhai you taught them a lesson.
পিউর, কোনো ভেজাল ছাড়া, দালালি ছাড়া টু দা পয়েন্ট দরকারি তথ্যগুলো পেয়েছি। ধন্যবাদ ..........
ধন্যবাদ ভাই। সোলার সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে তৎক্ষণাৎ আমাকে জানাবেন।
বাংলাদেশে দেখা একমাত্র সোলার রিলেটেড ইনফরমেটিভ ভিডিও। আপনার সাহায্য লাগবে আমার
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আমি একজন প্রযুক্তিবিদ তবে আমি সবাইকে পরিচয় দেই প্রযুক্তি প্রেমিক হিসেবে। আমি চাই বাংলাদেশের সবাই যেন সঠিক ইনফরমেশন পায়। আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। 😊
আমি বেশ কয়েকমাস ধরেই নেটে সোলার নিয়ে ঘাটাঘাটি করছি, কিছু প্রশ্ন জমা ছিলো তারপরও, আপনার পোষ্টটা কাজে দিলো, এগিয়ে যান, শুভকামনা
নেটে ঘাটাঘাটি করেন বেশি বেশি, কোন কিছু সমস্যা হলে আমাকে জানাবেন। আর নতুন কিছু উদঘাটন করলে অবশ্যই আমাকে শেয়ার করতে ভুলবেন না। আপনার কমেন্টের জন্য ওয়েট করবো।
ইনশাল্লাহ
ভাইয়ের প্রেজেন্টেশন অনেক ভালো
এবং ব্যয়বহুল আভিজাত্য পূর্ণ,
তথ্যবহুল প্রয়োজনীয় ও,
শব্দচয়ন ও ভলৈ
বাচনভঙ্গি একটু,,,,,,,
বিশেষ ধন্যবাদ দিতে হচ্ছে এই জন্য যে
(অল্প সময়ে অর্থবহ)
এতো গুলো বিষয়ে (ভিডিওতে)
বোঝাতে গিয়ে
অন্যান্য আই পি এস ডিষ্ট্রিবিউটর রা
(মাফ করবেন)
এতো বক বক করে পরবর্তীতে কি বিষয়ে ভিডিও তৈরি করছেন সেটাই গুলিয়ে ফেলেন,
আপনার জন্য দোয়া থাকলো ভাই
ধন্যবাদ।
খুব সুন্দর উপস্থাপনা।। পুরা ভিডিওটা দেখেছি। খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।
আলহামদুলিল্লাহ এই বছরে
অনেক গুলা সোলার পাম্প এর কাজ করলাম
১) সোলার পাম্প
# বাসা বাড়ির সোলার পাম্প
# গরুর খামার এর জন্যে সোলার পাম্প
# সবজি বাগাবএর জন্যে সোলার পাম্প
#ধান আবাদি সোলার পাম্প
# মাছ চাশের জন্যে সোলার পাম্প
আবার বাসা বাড়ির জন্যে
লাইট ফেন টিভি ফিরিজ এই গুলার জন্যে
আলহামদুলিল্লাহ
ইট কলের মাধ্যে গতো বছর
অনেক পাম্প এর কাজ করছি,,
খুব ভালো লাগলো
আপনার ভিডিও টা
Good video
Thank you for your appreciation.
আলহামদুলিল্লাহ শাহিন ভাই খুব ভালো একটা ভিডিও উপহার দেয়ার জন্য। ভাই আমিও একজন প্রযুক্তি প্রেমী। অন্য সব ভিডিও যারা করে তারা সবাই তাদের ব্যবসাকেই উপস্থাপন করে। আপনি শুধু আলাদা। আমি সোলার নিয়ে অনেক ভিডিও দেখেছি, শুধু আপনার টাই ব্যতিক্রম। আমি সোলার বিষয়ে মাঝে মাঝে প্রশ্ন করব। উত্তর প্রত্যাশী।
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। সোলার সম্পর্কে আপনার যখন যা জানতে ইচ্ছা করবে সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন, যত দ্রুত সম্ভব আমি উত্তর দিবো।
বাংলাদেশর মধ্যে এই প্রথম সোলার পাওয়ার নিয়ে বিস্তারিত আলোচনা দেখে বুঝলাম যে অসংখ্য খারাপ মানুষের মধ্যে ভালো মানুষ ও আছেন ,শাহিন ভাই আপনার ভিডিও দেখে নিজেকে বাংলাদেশী ভেবে ভালোই লাগছে😊আপনার নাম্বারটা কি দেয়া যাবে ভাই?
ধন্যবাদ ভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলে আমি চাই বাংলাদেশে সৌর বিদ্যুৎ নিয়ে সচেতনতা সৃষ্টি করতে। এই পরিবেশ বান্ধব গ্রীন এনার্জি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক। আপনি আমার মোবাইল নাম্বার চেয়ে এক লাইনের একটা ইমেইল দিবেন প্লিজ। আমি আপনাকে ইমেইলে আমার মোবাইল নাম্বার সেন্ড করে দিবো।
Email: shahinur1000@gmail.com
@Sumon Das দাদা, আপনি 12 ভোল্টের সিস্টেম করতে চাইলে প্যানেল তিনটা প্যারালালে সংযুক্ত করবেন, প্যারালাল কালেকশন মানে পজেটিভ এর সাথে পজিটিভ এবং নেগেটিভ এর সাথে নেগেটিভ সংযুক্ত করা।
প্যানেল থেকে যে DC লাইনটা আসবে সেটা সোলার ইনভার্টার এর সাথে কানেক্ট করতে হবে। বুঝতে কোন সমস্যা হলে আমাকে আবার ডিটেলস প্রশ্ন করুন।
@@TechnologyBanglaShahin আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি জানতে চাইছিলাম ৯টি ডিসি লাইট ৫ওয়াটের ছোট লাইট )))=== (((( সুপারস্টার এর ১৪ ইঞ্চি ডিসি ১৫ ওয়াটের ৫টি টেবিল ফ্যান চালাবো ))) এম্পিয়ার বেটারি লাগবে সোলার কত ওয়াটের কন্ট্রোলার লাগবে কত এম্পিয়ার একটু জানাবেন
Shahin bai apnaky thanks
Bai aponake onek onek donbad r aponar bojgolo onek sondor balo lagce bai
Thank you
ভাই ৩ টা বাতি ও ২ টা ফ্যান ৭-৮ ঘন্টা ব্যাকাপ এ চালাতে চাইলে কত টাকা খরচ তবে পারে এবং কত কি কি ভাবে লাগবে একটু খোলে বলবেন প্লিজ।
ধন্যবাদ এত বিস্তারিত ভালো ইনফরমেশন দেয়ার জন্য
You are welcome.
নতুন নতুন ভিডিও পাওয়ার আশায় আছি
@@farmingandfarmersfeni3304 আসলে ব্যস্ততার কারণে ভিডিও একটু কম করতে হচ্ছে, তবে অবশ্যই চেষ্টা করব আরো নতুন নতুন ভিডিও করার জন্য। সোলার নিয়ে এই চ্যানেলে আরো কিছু ভিডিও আছে সেগুলো দেখতে পারেন।
@@TechnologyBanglaShahin আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি জানতে চাইছিলাম ৯টি ডিসি লাইট ৫ওয়াটের ছোট লাইট )))=== (((( সুপারস্টার এর ১৪ ইঞ্চি ডিসি ১৫ ওয়াটের ৫টি টেবিল ফ্যান চালাবো ))) এম্পিয়ার বেটারি লাগবে সোলার কত ওয়াটের কন্ট্রোলার লাগবে কত এম্পিয়ার একটু জানাবেন
Very informative. I like this video. Go ahead with more information.
Thank you for your inspiration. Definitely I will provide more information in future videos.
If you need any further assistance please feel free to knock me here in comment section. Also you can send me an email anytime.
E-mail: shahinur1000@gmail.com
পুরা ভিডিও দেখেছি অনেক সুন্দর উপস্থাপনা ভালোবাসা রইলো বড় ভাই
ধন্যবাদ।
Such a good initiative.just go ahead.
Thank you.
ভাইজান, আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে,বিশেষত স্পষ্ট ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপনা এবং সংক্ষেপে মূল বিষয়টি তুলে ধরার জন্য। একটি বিষয় আমি জানতে চাই যদি সময় থাকে তবে জানাবেন বলে আশা রাখি, সেটা হলো -- আপনি নিজের জন্য মনো না লাগিয়ে পলি প্যানেল কেন লাগিয়েছেন অর্থাৎ কোন পজিটিভ দিকগুলো চিন্তা করে পলি ব্যবহার করলেন?
ধন্যবাদ ভাইজান।
কয়েকটি কারণ আছে। মনো প্যানেল বড় সাইজের কম পাওয়া যাচ্ছে আমাদের দেশে, শেডিং ইস্যু না থাকলে মনো প্যানেল এবং পলি প্যানেল প্রায় সমান আউটপুট দেয়, প্রাইস টু আউটপুট রেশিও হিসাব করলে পলি প্যানেল কম খরচে বেশি আউটপুট দেয়, বেশি স্পেস এর সমস্যা না থাকলে পলি লাগানো যেতে পারে।
তবে আপনি চাইলে মনো লাগাতে পারেন, আমি নিজেও আমার নেক্সট ছোট আরেকটি প্রোজেক্টের জন্য মনো লাগাবো ভাবছি।
OFF GRID & ON GRID এর মধ্যে পার্থক্য কি? সুবিধা/আসুবিধ, আর খরচের দিক থেকে হিসাব করলে কিরকম ব্যবধান হয় জানাবেন (ভিডিও এর মাধ্যমে হলে ভালো হয়!)
ধন্যবাদ 😊
Like and subcribe kore support dilam bro.Eto informative video on solar system khub ei helpful laglo.Thank you please keep up the good work.
You are welcome bro.
আমি যতটা জানি।।
সুপারস্টার এবং রহিমআফরোজ এগুলো এখন বাংলাদেশে ম্যানুফেকচার হয়না।
সম্ভবত চায়না থেকে বানিয়ে নিয়ে আসে???
হ্যাঁ সুপারস্টার, রহিম আফরোজ, হ্যামকো এবং ভলবো সবাই চায়না থেকে ইমপোর্ট করে, তবে তারা চায়নার হাই কোয়ালিটি প্যানেল নিয়ে আসে। এই কোম্পানি গুলোর নিজস্ব Quality Control and Quality Assurance Team আছে।
তবে যাদের বাজেট আরেকটু বেশি তারা ইন্ডিয়ান প্যানেল ব্যবহার করতে পারে, ইন্ডিয়ান গুলো তুলনামূলক বেটার হয়ে থাকে।
জার্মান প্যানেল আরো ভালো, কিন্তু অরিজিনাল জার্মান প্যানেল এখন আর বাংলাদেশে আসে না।
China is best first and last chaina
ভিডিওটা খুব ভালো লাগল,, আগে না দেখায় ভালো সোলার কিনতে পারি নাই
আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভবিষ্যতে যদি আপনি আপনার সোলার সিস্টেম আপগ্রেড করতে চান তখন কাজে লাগাতে পারবেন।
Very informative vedio, also U r a educative person about tecnology.
I am happy because your found this video informative 😊.
আমি আফনার ভিডিওটি মনযগ দিয়ে দেখলাম খুবই তথ্য বহুল আলোচনা এবং সব কমেন্টের উত্তর দিয়েছেন এটা আরও ভাললাগল ৷ আমার পোল্টী খামারে+পুকুরে এক হর্স এর একটি পাম্প শুধু দিনের বেলায় চালাইতে চাই কত ওয়াট পেনেল লাগতে পারে ?
ভাইজান সোলার দিয়ে পাম্প চালাতে প্রয়োজনের তুলনায় বেশি সোলার পাওয়ারের দরকার হয়। এই ব্যাপারে আপনি সোলার পাম্প নিয়ে যারা কাজ করে তাদের সাথে সরাসরি কথা বলুন। সুপার স্টার, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি এগুলো লিখে গুগলে সার্চ দিলে এদের লিংক পেয়ে যাবেন। তাছাড়াও ঢাকার কাপ্তান বাজারে সোলারের অনেক বড় মার্কেট আছে।
ভাই জান আপনার পেনেল গুলো লাগাতে কত টাকা খরচ হইছে সেটা জানান নাই দয়া করে জানাবেন?
@@ferdushferdush4797 আমার 1 হাজার ওয়াটের সোলার প্যানেল, UTL গামা প্লাস ইনভার্টার, 150 Ah TT ব্যাটারি, 10 sq mm তার, গ্যালভানাইজড আয়রনের স্ট্রাকচার ইত্যাদি ইনস্টল করতে প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়েছে।
Thanks for the video... it's really helpful..👍👍
You are welcome. I am glad you like this video.
@@TechnologyBanglaShahin আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি জানতে চাইছিলাম ৯টি ডিসি লাইট ৫ওয়াটের ছোট লাইট )))=== (((( সুপারস্টার এর ১৪ ইঞ্চি ডিসি ১৫ ওয়াটের ৫টি টেবিল ফ্যান চালাবো ))) এম্পিয়ার বেটারি লাগবে সোলার কত ওয়াটের কন্ট্রোলার লাগবে কত এম্পিয়ার একটু জানাবেন
খুব ভালো হয়েছে। অনেক ইনফরমেটিভ। অসংখ্য ধন্যবাদ
Thank you sir for giving us information about solar system. I really like you videos and best wishes for your upcoming videos.
Thank you for your wish.
Good job bro you are promoting Renewable energy. After watching your tips I will get renewable energy for the home.
I am very happy bro because you are interested about renewable energy. Let's make a green word.
Best video I have ever seen!
I am glad that you liked it. 😊
This is a good video about the solar system in BD I have ever seen.
very good job brother i liked your video, allah bless you & your famaly
how to get luminous c10 solar T T battery 200 ah in bangladesh need 4 pics for 48 volt system plz say something about that thank you sooo much
রাসেল ভাই, যেহেতু বাংলাদেশে Luminous/Exide (C-10) ব্যাটারি গুলো পাওয়া যায় না এবং এগুলো অনেক ওজন হওয়াতে ইন্ডিয়া থেকে আনাও খুব কষ্টকর তাই আমি বাংলাদেশের রহিম আফরোজের টল টিউবুলার ব্যাটারি টি ব্যবহার করি।
মডেল নাম্বার: IPB 150 TT Battery আপনি নিবেন IPB 200 TT Battery.
তবে আমি রিসেন্টলি শুনেছি এটার স্টক এই মুহূর্তে শেষ, কিছুদিন ওয়েট করেন আবার রিস্টক হবে আশা করি।
রিস্টক না হলে সাইফ পাওয়ারের টল টিউবুলার ব্যাটারিটি নিতে পারেন।
আসসালামু আলাইকুম শাহিন ভাই কেমন আছেন আল্লাহর রহমতে ভাল আছেন আশা রাখি আল্লাহ আপনাকে অনেক ভাল রাখুক তো ভাইয়া আপনি যেটা বললেন যে ipb tt 200 ah ব্যাটারিটা সেটা কি c10 নাকি c20@@TechnologyBanglaShahin
অলাইকুম আসসালাম। এটা C-20 ব্যাটারি।
বাংলাদেশে বর্তমানে যে C-10 ব্যাটারি গুলো পাওয়া যায় সেগুলোর মান খুব বেশি সন্তোষজনক নয় তার চেয়ে আমি যে ব্যাটারি টা বললাম সেই ব্যাটারিটা অনেক বেশি মানসম্মত। C-20 হলেও এটার ভোল্টেজ এবং এম্পিয়ার টলারেন্স অনেক বেশি। আপনি নিশ্চিন্তে এটা নিতে পারেন।
আর যদি পারেন ইন্ডিয়া থেকে রিয়েল C-10 ব্যাটারি আনিয়ে নিতে পারেন।
তবে আমি ব্যক্তিগতভাবে টেস্টিং করেছি, রহিম আফরোজের এই টল টিউবুলার ব্যাটারিটি বেশি কারেন্ট ড্র করার সময় ক্যাপাসিটি এক্সট্রা মিনিমাইজ করে না, যেটা অন্যান্য C-20 ব্যাটারি গুলো করে।
রহিমআফরোজ টলটিউবলার আমিও খুজেছি, পাইনাই
খুবই সুন্দর করে বলেছেন প্রতিটি বিষয় । খুব ভাল ভাবে অনেক কিছু জানতে পারলাম আপনার ভিডিও থেকে । আমি খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবো আমাদের বিল্ডিং টা কমপ্লিট হলেই ।
অনেক ইনফরমেটিভ ভিডিও ছিল। আমি আপনাকে মেইল করব ইনশাআল্লাহ।
ভাইয়া আপনি অনেক কষ্ট করেছেন ,অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছেন। এবং অনেক তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Such a beautiful and informative presentation. Thanks a lot.
I've a question, can we charge our IPS through solar system at day time and whn required, from power grid?
আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।
সোলার IPS/ইনভার্টার এর ওয়ার্কিং প্রিন্সিপাল খুব সিম্পল। দিনের বেলা এটা বাসার সব লোডকে সরাসরি সোলার থেকে চালায় পাশাপাশি ব্যাটারিকে চার্জ করে।
রাতের বেলাতে সাধারণ IPS এর মতো কাজ করে, ওই সময় পাওয়ার আউটেজ হলে মেইন গ্রিড থেকে চার্জ নেয়, তবে কিছু ইনভার্টারে গ্রিড চার্জিং ইচ্ছামত অন/অফ করা যায়।
আপনার আর কোন প্রশ্ন থাকলে আমাকে জানাবেন।
শাহীন ভাই আসসালামু আলাইকুম,
ভাই আপনার ভিডিও গুলো দেখে সত্যিই খুব ভাল লাগে কারণ আপনার ভিডিও গুলোতে মানুষকে উপকার করার সত্যিকার প্রয়াস লক্ষ্যনীয় হয়েছে।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
Sir
Salam, How are you? Hope fine. I need hi heat weather temperature for my industry by solar panels. If It is possible, I shall use Brick Field. Advice me please
অলাইকুম আসসালাম। আসলে সোলার সিস্টেম আপনি সবকিছুতেই ব্যবহার করতে পারবেন তবে বড় আকারের সোলার সিস্টেম করতে চাইলে আপনার প্রচুর পরিমাণে খরচ হবে। অন্যান্য ফুয়েল ব্যবহার করার চেয়ে সোলার সিস্টেম ব্যবহার করাটা আপনার জন্য কতটা সাশ্রয়ী এটা আপনাকে নিজেই হিসাব করে বের করতে হবে। বড় ধরনের ইন্ড্রাস্ট্রিতে সোলার সিস্টেম ব্যবহার করতে চাইলে আপনাকে অন গ্রিড সিস্টেম করতে হবে যা দিনের বেলায় পূর্ণ শক্তিতে কাজ করবে তবে রাতে ব্যাকআপ দিবে না। এই ব্যাপারে কথা বলার জন্য বড় বড় সোলার কোম্পানি গুলোর সাথে আপনি যোগাযোগ করে ডিটেলস ইনফরমেশন নিতে পারবেন। যেমন: সোলার ল্যান্ড, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি, সুপারস্টার ইত্যাদি।
@@TechnologyBanglaShahin আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি জানতে চাইছিলাম ৯টি ডিসি লাইট ৫ওয়াটের ছোট লাইট )))=== (((( সুপারস্টার এর ১৪ ইঞ্চি ডিসি ১৫ ওয়াটের ৫টি টেবিল ফ্যান চালাবো ))) এম্পিয়ার বেটারি লাগবে সোলার কত ওয়াটের কন্ট্রোলার লাগবে কত এম্পিয়ার একটু জানাবেন
ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলাম,,ভিডিওটা অনেক ভালো লাগলো,,
Thank you very much for this informative video. I have learned a lot from this video. With regards to the video, I have 9 130 watts solar panels installed and would like to conserve or back up enough electricity for 24 hrs. Will that be possible and to do so how many batteries do I need. Kind Regards Mohammed
You are welcome.
আপনার 9 টি 130 ওয়াট সোলার প্যানেল থেকে মোট 1170 ওয়াট জেনারেট করা যাবে। আপনার যদি অল্প ব্যাক আপ দরকার হয় তাহলে 1 ব্যাটারি সিস্টেম করতে পারেন আর যদি বেশি ব্যাক আপ দরকার হয় তাহলে 2 ব্যাটারি সিস্টেম করতে পারেন, 2 ব্যাটারি সিস্টেম করতে হলে 24 ভোল্ট সোলার সিস্টেম চালাতে হবে। প্রতিটি ব্যাটারি 200 Ah এর কিনবেন। যদি আপনার লোড 400 ওয়াট এর বেশি হয় তাহলে এই দুই ব্যাটারি দিয়েও 24 ঘন্টা ব্যাকআপ দিতে সমস্যা হবে। সে ক্ষেত্রে ওভার অল আরও বড় সোলার সিস্টেম ব্যবহার করতে হবে।
নোট: AC লোড এর চেয়ে DC লোড 3 গুন কম বিদ্যুৎ কনজামশন করে থাকে।
খুবই ভালো খুবই সুন্দর করে আপনি দেখিয়ে দিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাসায়ও সোলার ইনভার্টার আছে লুমিনাস কোম্পানির 24 ভোল্টের হাজার 1800 ওয়াট এখন বর্তমানে আমি কারেন্ট দিয়ে ব্যবহার করতেছি সোলার প্যানেল কোনটি লাগাবো কোন কোম্পানি সোলার প্যানেল লাগালে ভালো সার্ভিস পাব আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল ভাই
ধন্যবাদ ভাই। সোলার সম্পর্কিত যেকোন তথ্যের জন্য আমাকে ইমেইল/কমেন্ট করবেন। আমি খুব দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করবো।
Nice, I'm planning to install in my home. I probably ask for help when I finally decide to install.
Sure.
৫৫ কিলোওয়াট সোলার স্থাপন করতে কত খরচ লাগবে জানাবেন প্লিজ
প্রাইস নির্ভর করে আপনি কেমন কোয়ালিটির সেটআপ করবেন তার উপরে। আপনি সরাসরি গ্রামীণ শক্তি, রহিম আফরোজ, সোলার ল্যান্ড ইত্যাদি কোম্পানির সাথে যোগাযোগ করেন, বড় সিস্টেম হলে তারা তুলনামূলক প্রাইস ডিসকাউন্ট করে থাকে।
@@TechnologyBanglaShahin আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি জানতে চাইছিলাম ৯টি ডিসি লাইট ৫ওয়াটের ছোট লাইট )))=== (((( সুপারস্টার এর ১৪ ইঞ্চি ডিসি ১৫ ওয়াটের ৫টি টেবিল ফ্যান চালাবো ))) এম্পিয়ার বেটারি লাগবে সোলার কত ওয়াটের কন্ট্রোলার লাগবে কত এম্পিয়ার একটু জানাবেন
Amin akjon engineer ,apnar video niyomito dekhi.valoi lage
1000 w এর সোলার সিস্টেম এর জন্য টোটাল কত খরচ পরবে।
খরচ নির্ভর করছে আপনি কেমন কোয়ালিটির ইনভার্টার, সোলার প্যানেল, ব্যাটারি, স্ট্রাকচার ও ক্যাবল কিনবেন তার উপরে। আমার 1000 ওয়াট এর সোলার সিস্টেম করতে এক লক্ষ টাকার মতন খরচ হয়েছে।
1 KW= 1000 Watt
শাহিন ভাই খুব সুন্দর উপস্থাপনা আপনার। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন আছে একটা। এইযে ১ হাজার ওয়াটের সোলার প্যানেল বসিয়েছেন, অনেক টাকার ইনভার্টার কিনেছেন, আরো টাকার ব্যটারি কিনেছেন। এই সবগুলোর স্থায়ীত্ব হিসাব করে কি দেখেছেন যে এটা আসলে সাশ্রয়ী হচ্ছে কিনা? জানার জন্য প্রশ্ন করলাম ভাই। আমার জানামতে ব্যাটারি যতই ভালো ইনভার্টার ব্যাবহার করেন না কেনো ৫ বছর ওয়ারেন্টির টাইম পর্জন্ত ভালো চলে এর পরে একটাও ব্যাটারি যদি নষ্ট হয় তাহলে সম্পুর্ণ সিস্টেম টা সাশ্রয়ী নয়, বিলাশীতায় রুপান্তর হবে৷ আমার ভুল হতে পারে দয়াকরে আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাকে জ্ঞান দান করবেন। অনেক ধন্যবাদ 🙂
আপনার কথায় যুক্তি আছে।
ইনভার্টার মোটামুটি আট-দশ বছর গেলেও ব্যাটারি নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়, অনেক সময় ব্যাটারির জন্য বেশ খানিকটা লস গুনতে হয়।
এভাবে হিসাব করলে সেভিংস খুব বেশি হয় না। যদিও On Grid সিস্টেম এর ক্ষেত্রে ব্যাটারির ঝামেলা নাই তাই তুলনামূলক প্রফিট কিছুটা বেশি হয়।
Off Grid সিস্টেমে সব খরচ বাদ দিয়ে সেভিংস সত্যি কম হয়।
নোট: যেসব এলাকায় বিদ্যুৎ সাপ্লাই নাই সেইসব এলাকায় সোলার খুব ভালো একটা অপশন।
@@TechnologyBanglaShahin ভাই A গ্রেড ও B গ্রেড প্যানেল চেনার উপায় নিয়ে একটা ভিডিও বানালে উপকৃত হবো আমরা।
ভাই আপনার ভিডিও খুব ভাল। আমি একটা জিনিস জানতে চাই।দয়া করে বলবেন। আচ্ছা আমি কি আমার নরমাল আইপিএস এ টল টিউবলার ব্যাটারি ব্যবহার করতে পারবো? ধন্যবাদ
হ্যাঁ অবশ্যই পারবেন। টল টিউবুলার ব্যাটারি বেশি টেকসই হয়।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ। আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করলাম
Apnar video te anoyek kichu shikar ache vaiii.....thanks
You are welcome 😊
সাথেই থাকবেন, সামনে টেকনোলজি রিলেটেড আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো।
আর আমার ভিডিওতে যে কোন কিছু বুঝতে সমস্যা হলে সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন।
আপনার উপস্থাপন খুবই সুন্দর ও তথ্যসূত্র আছে
You discussed every aspect thoroughly. Thank you.
Baijan super star er 300 watt solar r tultublar betteryer pasha pashi utl er ips deya ami kico solar light kico solar fan r karenter kico jinsish chalata chai
UTL এর এই ইনভাটার শুধু AC কারেন্ট আউটপুট দেয় DC কারেন্ট ম্যানেজমেন্ট করার ব্যবস্থা এটাতে নাই, এজন্য আলাদা আরেকটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন।
ভাইজান আপনার উপস্থাপন অনেক
সুন্দর লেগেছে ধন্যবাদ আপনাকে
মনো ক্রিস্টালইন প্রেফারেবল ও ১০০০ ওয়াট সোলার প্যানেল
গাল্ভানাইজড মেটাল ফ্রেম সোলার এঙ্গল ২৩ ডিগ্রী
ভালো ডীসি ক্যাবল ভালো ইনভার্টআর ও টল তিউবুলার সোলার ব্যাটারি সম্পূর্ণ সিস্টেম ইত্যাদি সম্বন্ধে পরিষ্কার আলোচনার জন্য ধন্যবাদ ! এক্সেলেনট
Sir bolchi je 12 v DC 100 w solar panel er sate ,12 v DC 1200mm solar fun add korle ,fan ti ki cholbe?
Only for solar +fan
১২ ভোল্ট সোলার প্যানেলের সাথে যেকোনো ১২ ভোল্টের ডিসি ডিভাইস সরাসরি চালানো যাবে তবে যেহেতু ১২ ভোল্টের প্যানেল ১৮ থেকে ২২ ভোল্ট পর্যন্ত ভোল্টেজ জেনারেট করে তাই ওভার ভোল্টেজ এর জন্য ডিভাইসটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সাথে একটি ব্যাটারি এবং চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে রিস্ক থাকে না।
নোট: ফ্যান একটি ইনডাকটিভ লোড তাই এটি কিছুটা বেশি ভোল্টেজেও নষ্ট হওয়ার সম্ভাবনা কম অন্যান্য রেজিস্টিভ লোড এর থেকে তবে ভোল্টেজ খুব বেশি হয়ে গেলে এটিও নষ্ট হয়ে যাবে।
অনেক সুন্দর উপস্থপনা, ধন্যবাদ ভাই আপনাকে🌹❤️
ভাই আমার প্রশ্নের উওর টা ফেলে উপকৃত হবো।আমার বাসায় AC ( বিদুৎ লাইনের) জন্য ক্যাবেল ওয়ারিং করা আছে। ঐ এক ক্যাবেল লাইন দিয়ে কি আমি সোলার ও কারেন্ট ব্যাবহার করতে পারবো? নাকি সোলারের জন্য আলাদা ওয়ারিং করতে হবে?
এবং ৯ ফ্যান, ১৫ টা লাইট, ১ টা টিভি, ১ টা ফ্রিজ, ও টয়লেটে ৩ টা এ্কজাস্ট ফ্যান এর লাইন আছে কিন্তু সব গুলো তো এক সাথে চলবেনা। আর একটা বিষয় হলো আমার বাসা দ্বীপ হাতিয়াতে। এখানে সকাল ১০:০০ টা থেকে রাত ১২:০০-১:০০ পর্যন্ত কারেন্ট থাকে। বাকী সময় সোলারের উপর নির্ভর করতে হয়। তাহলে আমার কত ওয়ার্ড সোলার বসাতে হবে? এবং কত টাকা খরচ যেতে পারে?
আপনার ভিডিওগুলো খুবই উপকারী ভাইয়া
স্যার আপ্নার ভিডিওটা দেখে মনে হলো ভালো মানুষ পৃথীবিতে এখনও আছে আপনার অনেক হায়াত কামনা করি স্যার আমার বাসায় ১টা ফ্রিজ ১টা মটর ১টা টিভি ৬টি লাইট ৪টি ফ্যান ইনষ্টল করতে কত টাকা খরচ হবেএবং ২৪ঘন্টা চালাতে পারব বর্তমানে কারেন্টে চলে যদি কারেন্ট বাদ দিয়ে সৌর দিয়ে চালাই ips ব্যাতিত একটু জানাবেন plese
ধন্যবাদ। আপনি যদি এগুলো শুধু দিনের বেলাতে সৌর বিদ্যুতের মাধ্যমে চালান তাহলে 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু যদি দিন রাত 24 ঘন্টা চালান এবং মোটর হাঁপ হর্স পাওয়ার এর বেশি হয় তাহলে অনেক বেশি খরচ হবে।
ভাই আপনার পরামর্শ অনেক ভালো লেগেছে আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছথেকে আরো একটু পরামর্শ চাই বিদ্যুৎ খরচ কম, হাওয়ার স্প্রিট ভালো ও টিকসই এমন দুএকটা সেলিংফেনের কোম্পানীর নাম বলবেন প্লিজ
সবচেয়ে কম বিদ্যুৎ খরচ হয় BLDC টেকনোলজির সিলিং ফ্যানে। এই সিলিং ফ্যান গুলো মাত্র 35 ওয়াট বিদ্যুৎ খরচ করে চলতে পারে। বাংলাদেশে এখন এই টেকনোলজির ফ্যান পাওয়া যাচ্ছে।
innoel technology ltd নামের একটি কোম্পানি বাংলাদেশ BLDC ফ্যান বিক্রি করছে। এদের ফ্যানগুলো বেশ মানসম্পন্ন ও স্পিড ভালো। এই কোম্পানি এখন দারাজেও তাদের ফ্যান সেল করছে। আপনি ফেসবুকে এই কোম্পানির নাম লিখে সার্চ দিলে ওদের পেজ পেয়ে যাবেন। আর BLDC সম্পর্কে আরো ভালো ধারণা পাওয়ার জন্য ইউটিউবে সার্চ দিলে ইন্ডিয়ান বেশ কিছু ভিডিও পাবেন।
তবে বিদ্যুৎ বাঁচানো যদি আপনার মূল উদ্দেশ্য না হয় তাহলে আপনি পাকিস্তানের GFC সিলিং ফ্যান নিতে পারেন। কিনার সময় একটু সতর্ক থাকবেন কারণ পাকিস্তানের এই ফ্যানগুলো প্রচুর ডুবলিকেট পাওয়া যায়। আরেকটা ফ্যান আছে ওটাও খুব ভালো, টঙ্গী ন্যাশনাল ফ্যান। তবে মার্কেটে প্রচুর নকল আছে তাই একটু বুঝে শুনে কিনবেন।
ভাই কেমন আছেন আপনি যে দারাজের কথা বললেন BLDC FAN বিক্রি করে এট কোথায়
আপনি দারাজ অ্যাপ ওপেন করে BLDC লিখে সার্চ দিলে এই ফ্যান পেয়ে যাবেন। এছাড়াও ফেসবুকে ওদের কোম্পানির নাম দিয়ে সার্চ দিলে ওদের ফেসবুক পেজ পেয়ে যাবেন ওখানে মেসেজ এর মাধ্যমে ওদের সাথে যোগাযোগ করতে পারেন।
Good video, all explanations are clear. Carry one.
Thank you for your inspiration.
Vai dc solar ceiling fan ac dc dutotei chole...ami akta kinsi 3000 takai...matro 36 watt...egulo BLDC motor e chole...khubi efficient...apnio kinte paren...speed ac fan theke oneeeek beshiii jhetu apni research koren 😃....remote o ase.....56 inch
ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। যারা সরাসরি DC লোড চালায় তাদের জন্য DC ফ্যান অত্যন্ত জরুরি একটি জিনিস। এগুলোর পাওয়ার কনজামশন অনেক কম হয়ে থাকে। তবে যেহেতু আমার বাসায় সার্ভার এবং অন্যান্য সামগ্রী সরাসরি সোলার থেকে চালানো হয় হাই ইফিসিয়েন্ট ইনভার্টার এর মাধ্যমে তাই আমার এটি লাগবেনা, তবে অনেকের কাজে লাগবে। কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকবেন।
😇
👍👍
tube light dakhate paranee,khub sundoor lagloo
ধন্যবাদ।
@@TechnologyBanglaShahin ,Kub sundor new vidio pabo asa rakhi
সুন্দর ভাবে বোঝানোর জন্য ধন্যবাদ
Subscribe করে দিলাম
You are welcome brother 😊👍.
ধন্যবাদ ভাইয়া আপনার উপস্থাপনা অনেক ভালো লাগলো,আমি 600w সোলার সিস্টেম করতে চাচ্ছি ,আমার প্রশ্ন হচ্ছে দিনের বেলায় আমি শুধু সোলার থেকে বিদ্যুৎ ব্যবহার করতে চাই,আমার ঘরে ওয়ালটনের ফ্রিজ আছে মাঝারী সাইজ,3টা সিলিং ফ্যান 1টা টিভি,ফ্রিজটা চলবে কিনা? না চললে ডাইরেক্ট কারেন্ট থেকে কিভাবে চালাবো ? আর বাকি সব সোলার থেকে কিভাবে চালাবো ? জানাবেন প্লিস
অসাধারণ ভিডিও ভাই। keep it up
আপনার ভিডিওর প্লাসপয়েন্ট হল সব কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকেন, ধন্যবাদ তথ্যপূর্ন ভিডিওর জন্য।
Namaskar Dada ami utl gamma + A single battery use korbo kintu solar panel 12v Na 24v A valo parformens pabo
নমস্কার। UTL গামা প্লাস সিঙ্গেল ব্যাটারির ইনভার্টার এর সাথে আপনি 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুই রকমই প্যানেল লাগাতে পারবেন তবে যেহেতু এই ইনভার্টার এ MPPT টেকনোলজির চার্জ কন্ট্রোলার আছে তাই 24 ভোল্টের প্যানেল লাগালে ইফিসিয়েন্সি সামান্য বেটার পাবেন।
প্রথমত ভোল্টেজ বেশি হলে ক্যাবল এর ট্রানস্মিশন লস কম হবে, দ্বিতীয়ত আবহাওয়া একটু খারাপ থাকলেও MPPT টেকনোলজি ভোল্টেজ কে এম্পিয়ার এ কনভার্ট করে ব্যাটারি কে দ্রুত ও ভালোভাবে চার্জ করতে পারবে।
প্যানেল অবশ্যই ভালো মানের এবং লোডের তুলনায় বেশি ওয়াটের লাগাবেন তাহলে ব্যাটারির উপরের প্রেসার একটু কম পড়বে কারণ প্যানেল বেশি থাকলে সোলার অপারেশন চলাকালীন সময়ে ব্যাটারি চার্জ/ডিসচার্জ কম হয়।
@@TechnologyBanglaShahin Thanks Dada
Aapner videota dekhe onek kichu janlaam. Tobe ekta bepar holo solar panel er ampere ta kivabe kivabe bujhbo, aapni ata janale khub valo hoy
খুব সুন্দর হইছে ভাইয়া আরো ভিডিও দিবেন
উপস্থাপনা খুব ভালো হয়েছে।
অনেক ধন্যবাদ, এত তথ্যবহুল ভিডিওর জন্য।
আমার বাসার ফ্রিজ, মটর ও উচ্চ লোডের ডিভাইস গুলোতে সোলার ইউপিএস কানেক্ট না করে কিভাবে চালাতে পারি?
জানাবেন প্লিজ।
ভাইয়া আপনার ভিডিও টা অনেক সুন্দর হয়েছে ,অনেক সুন্দর ভাবে বুঝেছে ,যদি আপনার ব্যাটারি ব্যাকআপ এর ব্যাপার এ যদি কিছু কত ঘণ্টা ব্যাকআপ পাচ্ছেন ?????
আমি আসলে ব্যাটারি ব্যাকআপ তেমন একটা ব্যবহার করিনা। দিনের বেলাতে আমার সব লোড গুলো সরাসরি সোলার থেকে চালাই, এতে আমার অনেক বিদ্যুৎ বিল সেভ হয়।
ব্যাকআপ নির্ভর করছে আপনি কত পরিমাণ লোড দিচ্ছেন তার উপরে। যদি 300 ওয়াট লোড দেন তাহলে 5 ঘন্টা চলবে আর 600 ওয়াট লোড দিলে 2.5 ঘন্টা চলবে। ব্যাটারি ব্যাকআপ যদি আরো বাড়ান তাহলে আরও সময় চালাতে পারবেন।
সার,ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।আমার ১০০ ওয়াড আউট ফুট লাগবে।ভালো মানের সোলার, ব্যাটারি, ইনভেটর, তার,সেটিং সহ কেমন খরচ পড়তে পরে?
You are welcome.
100 ওয়াটের করতে চাইলে DC সিস্টেম করলে ভালো হয়। এক্ষেত্রে DC লাইট এবং DC ফ্যান চালাতে হবে আপনাকে।
টোটাল খরচ নির্ভর করছে আপনি কোন কম্পানির সোলার প্যানেল, ব্যাটারি, চার্জ কন্ট্রোলার ইত্যাদি কিনবেন তার উপরে। তবে মোটামুটি একটা খরচের ধারণা দিচ্ছি। সবকিছু সহ 100 ওয়াটের সিস্টেমটি করতে আপনার 10-12 হাজার টাকা খরচ হবে।
নোট: ইনভার্টার লাগিয়ে AC সিস্টেম করতে চাইলে সোলার প্যানেলের ওয়াট অনেক বৃদ্ধি করতে হবে এবং টোটাল খরচ অনেক বৃদ্ধি পাবে।
বুঝতে সমস্যা হলে অথবা আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন।
Thank you for your video. How much you spent in total?
solar ips diner balay jokon babohar korbo takon ki bidut linear breakar off kora rakbo
সোলার IPS/Inverter অনেক ইন্টেলিজেন্ট, আপনার কিছু করতে হবে না, সোলার এভেলেবেল হলে দিনের বেলায় সোলার পাওয়ার থেকে লোড চালাবে, সোলার না থাকলে বিদ্যুতের লাইন এ অটোমেটিক ট্রানস্ফার হয়ে যাবে।
@@TechnologyBanglaShahin thank you sir
My Pleasure 😊.
fan কম কারেন্ট খরচের জন্য BLDC ফ্যান কিনেন, ৩০ ওয়াট। আমি এটমবার্গেরটা চালাই, চায়না bldc চালাই, ভালোই
এটা কি বাংলাদেশে পাওয়া যাবে নাকি ইন্ডিয়া থেকে আনতে হবে?
এটমবার্গ বাংলাদেশের একজনের নাম্বার দিয়েছিলো, ওনার কাছ থেকে নিয়েছি, আর চায়না bldc ও তার কাছ থেকে নেয়া, কারেন্ট খরচ ৩০-৩২ watt (ক্লাম্প মিটার দিয়ে চেক করেছি) ফুল লোডে, বাতাস নরমাল ফ্যানের মতোই। আমি স্যাটিসফাইড এখন পর্যন্ত
ফ্রি হলে উনার সাথে যোগাযোগ করার ইনফরমেশন গুলো আমাকে একটু ইমেইল করে দিয়েন প্লিজ।
Email: shahinur1000@gmail.com
সকালেই মেইল করতেছি
Thank you.
Excellent Video Review. Pls get us an update for 2023!!
সত্যি সত্যিই চমৎকার ভিডিও, ধন্যবাদ ভাই,
আসসালামু আলাইকুম,,,
আলহামদুলিল্লাহ,,, ভাইয়া ভিডিও দেখে খুব ভালো লাগলো। দিনের বেলা আপনে সরাসরি কিভাবে সোলার থেকে লাইন চালান, এটা কি সে ধরনের আই পি এস ক্রয় করতে হবে, না কি যে-কোনো আই পি এস এ চলবে,, প্লিজ জানবেন,, ভালো থাকবেন ধন্যবাদ।
Hi sir Thanks for the Great video of solar power technology in Bangladesh This Information is a Great help to me thanks again brother I have Subscribe to your channel Respect
ভাইয়া, আপনার ভিডিও খুবই হেল্পফুল।
৮টি সিলিং প্যান ৬৪০ ওয়াট
২৫ এল ইডি ব্লাব ৫০০ ওয়াট
টিভি ২ টা ২০০ ওয়াট
১ গোরা মোটর ১টা ১৫০০ লোড সহ
ফ্রীজ ২ টা ২০০/৩০০ লোড সহ
সর্বমোট ৩১৪০ ওয়াট।
এই গুলো চালাতে ব্যাটারী কত am কত ওয়াট এবং প্যানেল কত ওয়াট কয়টা লাগবে? আমি শুধু প্যানেল এ চালাব।
আপনি যেহেতু ব্যাটারি ব্যাকআপ সহ সোলার সিস্টেম চাচ্ছেন তাই 3KW অফ গ্রিড সোলার সিস্টেম করতে পারেন। এক্ষেত্রে Luminious NXT 3KW ইনভার্টার ব্যবহার করতে পারেন। এটার সাথে 4 টি 150 Ah এর ব্যাটারি ও 3 KW সোলার প্যানেল সংযুক্ত করতে হবে। মোটর চালানোর সময় কিছু লোড অফ করে দিবেন, যদি মোটর সহ সব লোড একসাথে চালাতে চান তাহলে আরেকটু শক্তিশালী অন গ্রিড সিস্টেম করতে হবে তবে এক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ পাবেন না, তখন অল্প কিছু ইমার্জেন্সি লোড চালানোর জন্য আলাদা IPS ইন্সটল করতে হবে।
ভাইয়া,
সম্পুর্ন বিদ্যুৎ লাইন ছাড়া, এগুলো চলবে কি?
@@HMS_Aziz সম্পূর্ণ বিদ্যুৎ লাইন ছাড়া এগুলো চালাতে গেলে কয়েক গুণ বেশি শক্তিশালী সোলার সিস্টেম লাগবে যা অত্যন্ত ব্যয়বহুল হবে। আমাদের দেশে সম্পূর্ণ বিদ্যুৎ লাইন ছাড়া খুব বড় সোলার সিস্টেম তেমন একটা করা হয় না।
শক্তি টা ২ গুন বাড়ালে হবে না ভাইয়া?
@@HMS_Aziz প্যানেল ২ গুনা না হয় করলেন, দিনের বেলায় ভালোভাবেই চললো কিন্তু রাতে এত ব্যাকআপ দিতে খুব সমস্যা হয়ে যাবে। অনেক বড় ব্যাটারি ব্যাংক করতে হবে। বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন রাতে, আবহাওয়া খারাপ থাকলে চার্জ হবে না সম্পূর্ণ ভাবে। এতগুলো ব্যাটারি প্রচুর ব্যয়বহুল হবে, ব্যাটারির উপরে বেশি প্রেসার পড়লে ব্যাটারি ৩/৪ বছরের বেশি টিকবে না। নেগেটিভ বিষয় গুলো অ্যানালাইসিস করার পর আপনার কাছে যদি বিষয়টা প্যাকটিক্যাল মনে হয় তাহলে করতে পারেন।
আপনার যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে আপনি অন গ্রিড সোলার সিস্টেম করলে সবচেয়ে ভালো হবে, দিনের বেলায় সোলার থেকে চলবে আর রাতের বেলায় কারেন্টের লাইনে চলবে। এতে করে প্রচুর বিদ্যুৎ বিল সেভ হবে।
খুব সুন্দর উপস্তাপনা ভাইয়া আমি যদি শুদু সোলার চালাই একেবারে কারেন্ট না চালাই তার জন্য কি করতে হবে বা আমার বাজেট কথ আসবে ৬ টি ফেন ১টা ফ্রিজ ৬ বালব
সাধারনত অফ গ্রিড সোলার সিস্টেম গুলোতে দিনের বেলায় সরাসরি সোলার থেকে চালানোর ব্যবস্থা থাকে আর রাতের বেলায় সরাসরি বিদ্যুৎ লাইনে ট্রান্সফার হয়ে যায় লোড গুলো। আপনি যদি দিনরাত 24 ঘণ্টা সোলার এ চালাতে চান সেক্ষেত্রে আপনার খরচ অনেক বেশি হবে কারণ ব্যাকআপ সিস্টেম অনেক শক্তিশালী হতে হবে। এমনিতে আপনার 800-1000 ওয়াট এর সিস্টেম করলে সবকিছু সুন্দরভাবে চলবে তবে আপনি যদি রাতেও সবকিছু চালাতে চান তাহলে আপনাকে ডবল ওয়াটের সোলার সিস্টেম করতে হবে এবং ব্যাকআপ সিস্টেম অনেক বেশি রাখতে হবে যা অনেক ব্যয়বহুল।
আচ্চা মনে কিছু না নিলে যদি ১০০০ উয়াট এর ব্যেয়াপ সহ নেই তা হলে কথ টাকায় সারা জাবে মান সম্পুন্ন জিনিশ দিয়ে, ধন্যবাদ আপনাকে।
যদি আপনার লোড হয় 600 থেকে 800 ওয়াট এর মধ্যে তাহলে আপনার শক্তিশালী ব্যাকআপ সিস্টেম সহ 2000 ওয়াটের সোলার সিস্টেম করা উচিত, যেহেতু আপনি দিনে চালানোর পাশাপাশি সারারাত ব্যাকআপ নিবেন। ভালো ইকুইপমেন্ট দিয়ে করলে 2-2.5 লাখ এর আশেপাশে খরচ হবে।
আপনি যদি রাতে অল্প ব্যাকআপ নেন তাহলে অনেক কম খরচে করতে পারবেন সম্পূর্ণ সিস্টেম।
অশেষ ধন্যবাদ আপনাকে
Aponar kotha gulo onek sajano guchano,,,, thanks
Onek sondor hoyse video.
ভালো লাগলো আপনার সোলার বিষয়ক রিভিউটা দেখে।।। আপনি কি চালাচ্ছেন solar on grid & solar off grid, না কোনটাই না। দয়া করে জানাবেন।
আমি অফ গ্রিড সোলার সিস্টেম চালাচ্ছি।
Thank you brother, there are many many things to learn from you those are need to me.
আপনার স্পেসিং ল্যাংগুয়েজটা এতো ভালো যে আমি মেল হয়েও বললাম আই লাভ ইউ শিশির রায়।
Assa vi paralal canection a 12 volter 3 ta battery canection korle kno problem hobe ki
12 ভোল্টের তিনটা ব্যাটারি প্যারালাল কানেকশন করতে পারবেন। ব্যাটারি 3 টা সেম Ah এর লাগাবেন। এছাড়াও নতুন এবং পুরাতন ব্যাটারি একসাথে মিক্স করবেন না।
vai luminous er nxg 1100 te pc use korle kono problem hobe???
ar eita pure sinewave hole humming sound kore keno?
হ্যাঁ এটাতে PC চালানো যাবে। যেসব ইনভার্টারের আউটপুট পিওর সাইন ওয়েভ এবং সুইচ ওভার টাইম কম করা যায় অর্থাৎ UPS/IT/Non Eco মুড আছে সেসব ইনভার্টারে PC চালানো যাবে।
ইনভার্টার যদি নিজে হালকা হামিং নয়েজ করে তাহলে সমস্যা নাই, পর্যবেক্ষণ করতে হবে ইনভার্টারটি ইন্ডাক্টিভ টাইপের লোড গুলো চালানোর সময় হামিং নয়েজ করছে কিনা, যেমন মোটর বা ফ্যান টাইপের লোড চালানোর সময় যদি লোড দিয়ে কোন হামিং নয়েজ আসে তাহলে বুঝতে হবে ইনভার্টারটি পিওর সাইন ওয়েভ নয়।
যদি ব্র্যান্ডের অরিজিনাল ইনভার্টার এর প্যাকেটে বা ম্যানুয়ালে লেখা থাকে "পিওর সাইন ওয়েভ" তাহলে সেটা পিওর সাইন ওয়েভ হয়ে থাকে, এটা নিয়ে সন্দেহ প্রকাশ করার তেমন কোন সুযোগ নাই কারণ অসিলোস্কোপ দিয়ে খুব ভালোভাবেই ফাইন্ড আউট করা যায় ইনভার্টারটি প্রকৃত সাইন ওয়েভ আউটপুট দিচ্ছে কিনা।
ভাই আপনি তো ভিডিও তো বললেন লুমিনাসেরটায় হালকা হামিং শব্দ হয় তাহলে কি এইটা পিউর না?
আমার বাসায়ও singer lucent400 একটা আছে।প্যাকেটে লেখা ছিল পিওর সাইন কিন্তু ফ্যান চালালে প্রচুর শব্দ হয় আর রেগুলারেটর নষ্ট হয়।
@@sarowarhossain230 ভিডিওতে আমি বলেছি শব্দটা ইনভার্টার থেকে আসছে। ইনভার্টার থেকে শব্দ আসলে তেমন সমস্যা নাই শুধু মাঝে মাঝে একটু বিরক্ত লাগে।
লোড থেকে শব্দ আসলে সমস্যা অর্থাৎ আপনি যদি ফ্যান চালান আর সেই ফ্যান থেকে শব্দ আসে তাহলে ইনভার্টার পিওর সাইন ওয়েভ নয়। আশা করি বুঝতে পেরেছেন।
ইনভার্টার এর ব্র্যান্ড বলতে Luminious, Sukam, UTL, Microtech ইত্যাদি কোম্পানিকে বোঝানো হয়। এই কোম্পানি গুলো এশিয়ার দেশগুলোতে পপুলার। তবে উন্নত কান্ট্রিতে SMA, Solar EDGE, Fronius এই কোম্পানির ইনভার্টার গুলোকে ভালো ব্র্যান্ডের ইনভার্টার ধরা হয়।
ভাই louminous nxg1100 এর সাথে কি 50Ah ব্যাটারি ব্যবহার করতে পারব??
আমি শুধু ১টা ফ্যান আরেকটা লাইট চালাবো।
@@sarowarhossain230 হ্যাঁ পারবেন তবে ব্যাটারির আয়ু কিছুটা কমে যাবে কারণ Luminious NXG 1100 সোলার ইনভার্টার যে পরিমাণ এম্পিয়ারে ব্যাটারীকে চার্জ দেয় তা 50 Ah ব্যাটারির জন্য বেশি হয়ে যাবে। 100Ah লাগাতে পারেন আর 150Ah ব্যাটারি হলে স্থায়িত্ব নিয়ে কোনো সমস্যা হবে না।
Ami obak . Ami proton video deke sub, koreci. Apnar Jonno doa
Thank you.
ভাই সালাম, আপনার ভিডিওগুলো খুবই সুন্দর এবং মানসম্মত৷ আমিও আপনার মত একজন প্রযুক্তি প্রেমি, কিন্তু আপনার মত এত জ্ঞানী নই৷ যাই হোক আমার ১০০০ ওয়াটের প্যানেল ও সাথে NXG 1400 ৬ মাস আগে লগিয়েছিলাম কিন্তুদুঃখের বিষয় NXG গতকয়েক দিন আগে নষ্ট হয়ে গেছে৷ আমার মন খুব খারাপ৷ আচ্ছা আপনি বলেছেন হলুদ UTL UPS টি ভাল, দয়া করে বলবেন আমি এটি কোথা থেকে কিনতে পারি৷ আরো একটু বলি আমি চট্টগ্রামে থাকি যেখানে সোলারের ভাল কিছু পাওয়া যায় না, কোন সাজেসন থাকলে জানাবেন
valo laglo apnar video,,,,,ami chinta korce solar laganor,,,,,,,biddhud bill komanor jnno
মাশাল্লাহ দারুণ আমন্ত্রণ রইল
Excellent informative video. ভাই আমি নিজেও china খুব মানের mono crystalline solar panel use করছি, তবে এ ব্যাপারে idea খুব একটা বেশী না। তাই কিছু বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছিঃ (১) Solar panel যদি ২টা বা বেশী হয়, তবে কিভাবে connect করবো - series না parallel. (2) Indiaর Loom panel (মন crystalline)এর খুব নাম শুনছি, এর দামও অনেক বেশী ৭৫/= ওয়াট, এর performance নিয়ে কিছু বলেন। দাম অনুযায়ী performance কি খুব বেশী difference? (৩) Loom এর DC to AC converter কেমন? (৪) Loom এর একটা AC converter ব্যাটারি ছাড়া সরাসরি TV, Freeze, Light, Fan চালানো যায়, সেটি কি? (৫) আমি Digitek এর একটা Full sine wave Inverter use করছি কোনো problem ছাড়া, এটা চললে বুঝা যায় না কখন current গেল আর আসলো, এমনকি fan এও কোন অতিরিক্ত শব্দ হয় না।(৬) ব্যাটারি deep cycle না কিনে Hamco tubular কিনেছি, ২ বছরেও পানি change করতে হয় নাই। অনেকে বলে Eastern ভালো, এই ব্যাটারির ব্যাপারেও কিছু বলেন। (৭) যদি মেঘলা আবহাওয়া হয়, তবে panel এর voltage কি কমে যায়, এতে কি converter এর কি ক্ষতি হবে? ধন্যবাদ।
সুন্দর ভিডিও আপনাকে ধন্যবাদ শিশির রায়
Vaya vinno vinno wt ar Panel jodi parallel connect kori ta hola ke onek basi amp loss hoba.....?ex.30.50.100.wt ar panel parallel connect korla amp loss ar pori man camon hoba.....?jodi calculation kora janaten onek opokrito hotam...