একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী ।। দেশাত্ত্ববোধক গান। বাংলা গান।। eki oporup rupe ma tomai

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • জনাব কাজী আব্দুল ওয়াদুদ
    যথার্থই বলেছেন, "বাংলা, বাঙালি ও বাংলা সাহিত্য যতদিন বিশ্বের দরবারে টিকে থাকবে ততদিন (মানবতাবাদী মহামানব)কাজী নজরুল ইসলাম তার গানের মাঝে বেঁচে থাকবেন। এমন কোন সুর নাই যা তিনি সৃষ্টি করেননি।"
    এ মহামানব'র গান যে মহান শিল্পীগণ কাজী নজরুল ইসলাম কর্তৃক সৃষ্ট সুরে গেয়ে থাকেন তাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম,শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রিয় কবি নজরুল,মজলুম মানুষের হৃদয়ে প্রেরণা হয়ে জীবন্তরুপ পরিগ্রহ করুক জন্ম-জন্মান্তর এশুভ কামনা.
    এ কি অপরুপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
    ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি।।
    রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল
    আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।
    ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল'য়ে অশনি।।
    কেতকি-কদম-যূথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা
    পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা।
    তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী।।
    শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া,
    শিউলি-ছোপানো শাড়ি পরে ফের আগামনী-গীত গাহিয়া।
    অঘ্রাণে মা গো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী।।
    শীতের শূণ্য মাঠে তুমি ফের উদাসী বাউল সাথে মা,
    ভাটিয়ালী গাও মাঝিদের সাথে গো, কীর্তন শোনো রাতে মা।
    ফাল্গুনে রাঙ্গা ফুলের আবীরে রাঙ্গাও নিখিল ধরণী।।
    [জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত]

КОМЕНТАРІ •