আমি একজন ভারতীয়। আমার জন্ম ৯০ দশকে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যতটুকু শুনেছি এবং পড়েছি, তাতেই বুঝে গেছি। একটি স্বাধীন দেশের সুঘ্রাণ কতটা মধুর হয়, সেটা একটি স্বাধীন দেশের মানুষ বুঝতে পারে। এই গানটি শুনলে 😢😢😢😢 খুব উচ্ছসিত হয়ে পড়ি। ভালো থাকুন প্রিয় জেমস্ ভাই। ভালো থাকুন বাংলাদেশের সকল মানুষ। আমার প্রিয় জন্মভূমি ভারতবর্ষের কোনায় কোনায় থেকে ভালোবাসা দিলাম।
আমি ভারতীয় এবং পশ্চিমবঙ্গ বাসিন্দা, জানিনা কেনো এই গান শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে | হয়তো বাকিদের ও একই অবস্থা হয় ♡ হে বাংলাদেশে, ভারতীয় তবু তোমাকেই ভালোবাসি ❤ এই লাইন 4:54
The One and Only Song which actually have the full eligibilities to become a National Song. Who knows may be One day it will be THE National Song of Bangladesh.
I think এইটাই যদি আমাদের বাংলাদেশের জাতীয় সংগীত হতো অনেক অনেক ভালো হতো।কারন মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা প্রতিটি মানুষের কথা তুলে ধরেছেন জেমস। যা আমাদের চলমান সংগীতে নেই।
ভারতীয় হিসেবে বলছি, এই গানটি বাংলাদেশ এর জাতীয় সংগীত হতে পারতো । ভারতীয় হলেও এই গানটি শুনলে সারা গায়ে শিহরন জেগে ওঠে ❤❤ বাঙালি জাতি হিসেবে খুব গর্ব অনুভব করি ❤ যে ভাষা বাংলা ও বাঙালি জাতি কে সম্মানের শিখরে পৌঁছে দিয়েছে ❤ দুঃখ লাগে যদি আমারা সবাই একসঙ্গে থাকতে পারতাম ❤
হুম ভাই তাহলে হয়তোবা আজ আমরা বিশ্বকে লিড দিতাম কারন আজকে ইউরোপ বিশ্বকে লিড দিচ্ছে কিন্তু একসময় ইউরোপ আমাদেরকে লুটেপুটে নিয়ে গেছে দুঃখ এটাই লাগে মীরজাফ হুজুর সেদিন বিশ্বাসঘাতকতা না করতো তাহলে আজকে আমাদের সম্পদ আমাদেরই থাকতো আর যদি ১৯০৫ সালে বাংলা বিভক্ত না হতো তা হলে আজ আমরাই বিশ্বকে লিড দিতাম
আজকে ২১ ফেব্রুয়ারী, আজ যারা বাংলা ভাষার জন্য প্রান দিল,তাদের জন্য মন থেকে আল্লাহ কাছে দোয়া করি,আল্লাহ তুমি এই শহীদ ভাইদের জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।
দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা যারা আন্দোলনে সরাসরি যোগদান করতে পারতেছি না। আমরা চেষ্টা করবো যেন সরাসরি না পরলেও অন্য যেকোনো মধ্যেমে আন্দোলনকারীদের সাহায্য করতে। শহীদ আবু সাঈদ ভাই এর প্রতি চির কৃতজ্ঞ থাকবো। আমরা আপনাকে কখনোই ভুলতে পারবো না।
গীতিকার প্রিন্স মাহমুদ ভাইকে স্যালুট। জেমস ভাইয়ের গাওয়া এই গানটি জাতীয় সংগীত হওয়া দরকার ছিল কারণ এটা নিরপেক্ষ। মুক্তিযুদ্ধে যার যার অবদান ছিল বেশি তাদেরকে সবাইকে তুলে ধরা হয়েছে।
প্রিয় জেমস, আর কোন গান যদি নাও করেন তবুও অমর হয়ে থাকবেন যুগযুগান্তরে , প্রত্যেক বাঙালি ও বাংলাদেশীর হৃদয়ে! স্যালুট জানাই জেমস আপনাকে, আপনার সৃষ্টিকে ‼️
নিজের দেশ কি জিনিস সেটা একমাত্র বুঝতে পারে, যারা বিদেশে থাকে। আমি দেশ ছেড়ে বিদেশে থাকি। আমি জানি আমার দেশ আমার কাছে কতোটুকু গুরুত্বপূর্ণ। ভালোবাসি নিজের দেশ কে ভালোবাসি বাংলার সকল মানুষ কে
এটাকে বাংলাদেশের নতুন জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।কারণ এখানে বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান দুইজন এর কথাই বলা হয়েছে,পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রতিও স্মমান জানানো হয়েছে।বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে এটিকে ১০০% মানায়।সবাইকে এইদিকে নজর দেওয়া উচিৎ।
এটি এমন একটি গান যেটা শুনলে চোখ দিয়ে অঝরে বৃষ্টি ঝরে ।জেমস যেভাবে গানটি গেয়েছেন তা বলা বাহুল্য আমার বলার কোন ভাষা থাকে না আর এত সুন্দর ভাবে তিনি গিয়েছেন তিনার মত সিঙ্গার আর মনে হয় বাংলাদেশে একটাও নেই এমনকি ভারতও নেই। আমি একজন ভারতীয় আরেকজন ভারতীয় হয়ে বলছি এই গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত তা না হলে এই গানটি ভালো স্বীকৃতি পাবে না। জেমস যেভাবে সবাইকে তুলে ধরেছেন গানে লাইনের মাধ্যমে সমস্ত বিপ্লবীদের মুক্তিযোদ্ধাদের তা সত্যি বলা বাহুল্য। আমি ছোট্ট একটু লাইনের মাধ্যমে কিছু বলে গেলাম যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করিও। India❤️
জেমসের এই গানটি জাতীয় সংগীত হিসেবে চাই। গানটির সাথে স্বাধীনতা ও দেশপ্রেমের সম্পূর্ণ মিল রয়েছে। এখানে মুক্তিযুদ্ধে অবদান রাখা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম উল্লেখ রয়েছে।
আমি ইন্ডিয়া থেকে,,বলছি আমি বাঙালি,, হয়তো গানের মধ্যে থাকা প্রতিটা ব্যাক্তি কে হয়তো চিনি না ,তবে কিছু জনকে চিনি,,,, তবে আমি অন্তর থেকে অনুভব করলাম,,যে এটা শুধু একটা গান নয়,,এর মধ্যে জ্বলন্ত বারুদ মেশানো আগুন,রয়েছে অসংখ্য শহীদের কান্না,অত্যাচার,বিপ্লব,বিদ্রোহ, অনুপ্রেরণা,,যা একটা গানের মধ্যে ফুটে উঠেছে,,, ইনি আমার একজন জনপ্রিয় সিঙ্গার,,,। ❣️ ❤️ সবশেষে একটা কথা বলবো,নিজের দেশের জাতীয় সঙ্গীত এমনি গানের সাথে তুলনা কো রো না, আমাদের দেশে এরকম ধরনের অনেক গান আছে,হিন্দি হোকবা বাংলা,,,জাতীয় সঙ্গীত হোক বা স্কুলের পার্থনা সেটার মধ্যে একটা প্রেম থাকা দরকার,,,,💐 গানটা খুব সুন্দর,,, জাতীয় সঙ্গীত জিনিসটাই আলাদা,, যে নিজের এখনো,দেশ মাতার সঙ্গীত কে ভালো বাসতে পারেনি,,সে দেশকে কোনোদিন ভালো বাসেনি,,আজ এই গানটাকে বলছে,জাতীয় সঙ্গীত করতে ,কাল আবার একটা গান বেরোবে ,ওরা বলবে,আগেরটার চেয়ে এটা আরও একটু বেটার ছিল,,,,। ধন্যবাদ,এটা ওই কিছু জনের কমেন্ট দেখে , আমার মনে হলো তাই বললাম,,,💐💐🙏🙏 আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি 💕❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
বাংলাদেশের জাতীয় সঙ্গিত একজন ভারতীয় মালুর(রবি ঠাকুর) লেখা ও গাওয়া যা আমাদের জাতীয় সঙ্গিত বলে চালিয়ে দেওয়া হয়েছে। সেখানে এমন অনেক কিছু আছে যা মুসলমানদের ইমান, আকিদায় সরাসরি আঘাত হানে এবং এতে শিরক এর মতো মারাত্মক গুনাহ'কে প্রমোট করা হয়। তাই একজন বাংলাদেশি জেমসের গাওয়া গানটাই হওয়া উচিত আমাদের জাতীয় সঙ্গিত যাতে কোন ইমান, আকিদা বিরোধী কিছু নেই, শিরক নেই।
ভাই কখনো এই রকম গান কেউ গাইতে পারবেনা।তার কারন আমাদের দেশের জন্য যারা শহিদ হয়েছেন।তাদের জন্যই গান টা গাইছেন।আরো অনেকেরেই অবদান আছে।তাদের নাম গুলা ও আছে। আমি মনে করি এটা আমাদের দেশের জাতীয় সংগীত হিসেবে বেটার হবে।কিন্তু আমরা যে সংগীত টা এখন পাট করি সে ও মধুময়।তবে আমার বলা কারন এটাই যে এর থেকে সুন্দর গান আসবে তবে দেশের জাতীয় সংগীত হবার মতো আসবে না।
এই একটা গানের মধ্যে আমাদের ভাষা আন্দোলন, বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের কাহিনী, বাংলার কাবি, সহ দেশে প্রেমের কথা উল্লেখ আছে।যা সম্পূর্ণ রুপে বাংলাদেশ কে বুঝায়, এটা জাতীয় সংগীত হবার দাবী রাখে।বরং রবীন্দ্রনাথের যেটা আছে সেটা গ্রাম বাংলার সৌন্দর্য ছাড়া আর কিছুই নাই।কিন্তু বাংলাদেশের ইতিহাস অন্যরকম এক গানের মধ্যেই যদি সেটার ধারনা নেয়া যায় অবশ্যই সেটা জাতীয় সংগীত রুপে দেয়া যায়।
রবীন্দ্রনাথ এর কবিতা বঙ্গবঙ্গের বিরুদ্ধে গিয়ে লিখা কবিতা। সুবিধা বন্চিত মুসলিম দের আলাদা স্টেট হোক এটা সে চায়নি। যুদ্ধ পরবর্তী ভারতের আগ্রাসন এর ফলে ভারতের চাপের মুখে ,ইতিহাস না জানার কারনে এটা আমাদের জাতীয় সংগীত করা হয়েছে 😢 আর আপনি শুধু একজন ভারতীয় এবং হিন্দু হওয়ার কারনে এই ভাবে কমেন্ট টা করলেন আপনার উদ্দেশ্য ভালোই বুঝা হয়েছে আমার। যে সংগীত পড়লে দেশপ্রেম বলতে কিছুই অনুভুতি হয়না সেটা আবার কিসের জাতীয় সংগীত,,, আমাদের দেশের জন্ম হয় ১৯৭১ এ।লক্ষ লক্ষ মানুষ তাজা রক্ত জরিয়েছে, ৫২ ভাষা আন্দোলন এ একমাত্র জাতি হিসেবে ভাষার জন্য জীবন দিয়েছে।এগুলো আমাদের জাতীয় সংগীত এ নেই,,,,থাকবে কিভাবে আমাদের জাতীয় সংগীত তো ১৯০৫ সালে বঙ্গবঙ্গের বিরুদ্ধে গিয়ে লিখা কবিতা,,, এটাতে না আছে কোনো অনুভুতি না আছে আবেগ। বরং মুসলমান দের কাছে এটা একটা শিরক কবিতা,,,,কবিতার বাকি ১৫ লাইন কেন বাদ দেয়া হয়েছে জানেন? কারন সেখানে লিখা আছে সন্ধা হলে তোর ঘরে প্রদীপ জ্বলে রে,সন্ধা হলে কালী মা পুজোর ঘরেই প্রধীপ জলে এই অংশ থেকে বুঝা যায় যে এটা একটা শিরক কবিতা। আর পৃথিবীর বহু দেশ প্রয়োজনে তাদের জাতীয় সংগীত পরিবর্তন করেছে, আমাদের দেশেও যখন গনতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ আমরাও আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করবো।
সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জানায় এত সুন্দর ভাবে দেশের চিত্র তুলে ধরার জন্য। যা বর্তমান পরিস্থিতিকে স্পষ্ট ভাবে তুলে ধরে। বাংলাদেশ এর জাতীয় সঙ্গীত হওয়া উচিৎ।ভারতীয় হয়েও বর্তমান পরিস্থিতি গা শিহরে ওঠার মতো
এই গানটি জাতীয় সঙ্গীত হতে পারত কিন্তু না হওয়ার কারণ হলো এখানে শহীদ জিয়ার কথা উল্লেখ আছে যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানতে পারে না তাই এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে অভিহিত করা হয় না।কিন্তু যারা চান ২০২৫ সাল থেকে এটা বাংলাদেশের জাতীয় সংগীত হোক তারও লাইক দিন। আর গানটিতে দেশের শহীদ সহ প্রায় সবকিছু ফুটে উঠেছে।করা করা একমত লাইক দিন।
কতোটা তাৎপর্যমন্ডিত গানের প্রতিটি কথা! আজ আমাদের দেশটাকে বাঁচানোর জন্য, রক্ষা করা জন্য, জেমসের এই গানের কথাগুলোই সবার আদর্শে পরিণত হোক। সবার অনুসরণে আসুক। গত হওয়া কোনো নেতৃত্বকেই ছোট করে দেখার অবকাশ নেই। দেশের জন্য তাঁদের সবারই অবদান ছিল। সবার আপ্রাণ চেষ্টায় এই আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এতো সুন্দর দেশটি যেন কোনোভাবেই ছত্রভঙ্গ না হয়। আর কোনো পরাশক্তি এবং জঙ্গিবাদের কালোছায়া যেন না পড়ে এই সোনার বাংলায়। 🇧🇩🇧🇩
এই গান রিলিজ হওয়ার অনেক বছর আগেই আমাদের জাতীয় সঙ্গীত নির্বাচিত হয়ে গেছে যত দিন যাবে এর থেকে ভালো গান আসবে এর জন্য কি জাতীয় সঙ্গীত এর লিরিক্স বারে বারে বদলাবে নাকি আপনার কথায় যুক্তি নেই ।
@@Shaikh-yf7bwরবীন্দ্রনাথ এর কবিতা বঙ্গবঙ্গের বিরুদ্ধে গিয়ে লিখা কবিতা। সুবিধা বন্চিত মুসলিম দের আলাদা স্টেট হোক এটা সে চায়নি। যুদ্ধ পরবর্তী ভারতের আগ্রাসন এর ফলে ভারতের চাপের মুখে ,ইতিহাস না জানার কারনে এটা আমাদের জাতীয় সংগীত করা হয়েছে 😢 যে সংগীত পড়লে দেশপ্রেম বলতে কিছুই অনুভুতি হয়না সেটা আবার কিসের জাতীয় সংগীত,,, আমাদের দেশের জন্ম হয় ১৯৭১ এ।লক্ষ লক্ষ মানুষ তাজা রক্ত জরিয়েছে, ৫২ ভাষা আন্দোলন এ একমাত্র জাতি হিসেবে ভাষার জন্য জীবন দিয়েছে।এগুলো আমাদের জাতীয় সংগীত এ নেই,,,,থাকবে কিভাবে আমাদের জাতীয় সংগীত তো ১৯০৫ সালে বঙ্গবঙ্গের বিরুদ্ধে গিয়ে লিখা কবিতা,,, এটাতে না আছে কোনো অনুভুতি না আছে আবেগ। বরং মুসলমান দের কাছে এটা একটা শিরক কবিতা,,,,কবিতার বাকি ১৫ লাইন কেন বাদ দেয়া হয়েছে জানেন? কারন সেখানে লিখা আছে সন্ধা হলে তোর ঘরে প্রদীপ জ্বলে রে,সন্ধা হলে কালী মা পুজোর ঘরেই প্রধীপ জলে এই অংশ থেকে বুঝা যায় যে এটা একটা শিরক কবিতা। আর পৃথিবীর বহু দেশ প্রয়োজনে তাদের জাতীয় সংগীত পরিবর্তন করেছে, আমাদের দেশেও যখন গনতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ আমরাও আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করবো।
রবীন্দ্রনাথের দাদা ছিল এখানে পতিতালয়ে ব্যবসায়ী এবং তার পিতা ছিল ভারতবর্ষে প্রথম বাণিজ্যিক ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং সেই ব্যাংক থেকে সে নিজেই বিভিন্ন অপকর্ম ও দুর্নীতির মাধ্যমেসে গ্রাহকদের গচ্ছিত আমানতের সম্পূর্ণটাই লুট করে। সে ইংরেজদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করতে থাকে। সে ছিল একজন উগ্রবাদী মুসলিম বিদ্বেষী। মুসলিমদের ভৎসনা করে বিভিন্ন সময় সে কবিতা লিখেছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় তখন সে বলে যে চাষারা আবার কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ে? হিন্দুদের রাখি প্রথাএই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিবাদে প্রচলন করে সে। তখন তাদের জমিদারিত্ব চলে যায় এবং মুসলিম মুসলিম কৃষকরা তাদের জমিদারিত্বের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তোলে। তাহলে জঙ্গি রবীন্দ্রনাথের লেখা কবিতায় যেখানে বাংলাদেশের স্বাধিকার সংগ্রামের কোন একটি মুহূর্তের বয়ান নেই সেটা কেন বাংলাদেশের জাতীয় কবিতা হবে?
আমি ভারতীয় একজন বাঙালি হিসেবে একটা কথা বলতে চাই সেটা হলো " এটা বাংলাদেশের জাতীয়সংগীত হওয়া উচিত । আমি এই গান টাকে কথা গুলো চেঞ্জ করে একজন ভারতীয় বাঙালি বীর মহান মানুষ গুলোর নাম দিয়ে এই সুরে গান লিখতে চাই ❤
তারিখটা সবাই মনে রাখবেন আর যারা দেশের জন্য শহীদ হয়েসে তাদেরকে মন থেকে স্যালুট ❤
Hm
আমরা তোমাদের ভুলবোনা
❤
05 August, 2024
000000@@ShifulAlom-f6s
আমি একজন ভারতীয়। আমার জন্ম ৯০ দশকে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যতটুকু শুনেছি এবং পড়েছি, তাতেই বুঝে গেছি। একটি স্বাধীন দেশের সুঘ্রাণ কতটা মধুর হয়, সেটা একটি স্বাধীন দেশের মানুষ বুঝতে পারে। এই গানটি শুনলে 😢😢😢😢 খুব উচ্ছসিত হয়ে পড়ি। ভালো থাকুন প্রিয় জেমস্ ভাই। ভালো থাকুন বাংলাদেশের সকল মানুষ। আমার প্রিয় জন্মভূমি ভারতবর্ষের কোনায় কোনায় থেকে ভালোবাসা দিলাম।
❤
🖤🥰
❤
❤❤
Good vai❤❤❤❤❤❤
এই গানের লেখক কে মনের অন্তস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ সাথে আমাদের জেমস ভাই কে ও। আমাদের এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ❤
💝💝
Prince Mahmud
এই গানের লেখক ও সুর প্রিন্স মাহমুদ
প্রিন্স মাহমুদ
পিয়ানো
দেশকে ভালোবাসা মানুষ গুলোর ক্ষমতা থাকলে, এই গানটি জাতীয় সংগীতের রুপ পেতো,,❤
এতো দরদ দিয়ে গানটা গেয়েছে, সত্যি শিউরে উঠে। জেমস আপনাকে অনেক ধন্যবাদ।
আমি ভারতীয় এবং পশ্চিমবঙ্গ বাসিন্দা, জানিনা কেনো এই গান শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে | হয়তো বাকিদের ও একই অবস্থা হয় ♡ হে বাংলাদেশে, ভারতীয় তবু তোমাকেই ভালোবাসি ❤ এই লাইন 4:54
বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সঙ্গীত ❤️❤️
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
In shah Allah ek din ei tai jatio songit hobe
@@AtikHasan-gk5huইনশাআল্লাহ 😢
The One and Only Song which actually have the full eligibilities to become a National Song. Who knows may be One day it will be THE National Song of Bangladesh.
সত্যিই এই গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হওয়া উচিত ছিল
সম্পুর্ন ভাবে সহমত প্রকাশ করছি।।
right
Right
Kno Rabindranath thakurer gan er theke bishal kharap?
@@fifalejhand6708 Karon Rabindranath Er Gaan E Bangladesh Er Kono Itihash Nei.
Aur Aita Rabindranath Er Gaan Er Cheye Onek Valo
I think এইটাই যদি আমাদের বাংলাদেশের জাতীয় সংগীত হতো অনেক অনেক ভালো হতো।কারন মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা প্রতিটি মানুষের কথা তুলে ধরেছেন জেমস। যা আমাদের চলমান সংগীতে নেই।
sohomot
Sohomot❤
রাইট
❤
Ekhonkar jatiyo shongit e khali bongobondhu ar hasina,,shesh,,,,ar ei gaan e Bangladesh er history fully cover ase,,,,❤
🗣️তুমি ধানের শিষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন...!!!
অসাধারন লাইন--!!🌸❤️🩹💔
Right
শুধু এই লাইনটা না, প্রতিটি লাইন অসাধারন।
আপনারা এরকম আলাদা করে ভাবেন বলেই এতোদিন এই গানটা প্রচার ব্যর্থ ছিলো।
Ei line ta sunle gayer posom dariye jay
কেন? তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন ঝড়া জালাময়ী সে ভাষণ এটা সুন্দর নয়?
@@reajrasel9437সঠিক
আমি একজন ভারতীয় নাগরিক। তবুও বাংলাদেশের প্রতি ছোটো থেকেই ভালোবাসা ছিল এখনও আছে। ইন্ডিয়া থেকে শতকোটি ভালোবাসা। 🇮🇳❤🇧🇩
আপনি বাকি আছে. 1947 কেন আপনি মুসলমানদের দেশে চলে গেলেন না? এটা হিন্দুদের ব্রিটিশদের দেওয়া হিন্দুস্থান
🥰🥰🥰🥀🥀🥀
দুই দেশ এর দুরুত্ব জন্য দায়ী ২ দেশ এর রাজনৈতিক নেতারা সাধারণ মানুষ সব সময় চায় ভারত বাংলা কাঁধে কাধ রেখে চলুক।।🇧🇩❤️🇮🇳
❤❤❤❤❤
সঠিক
গুরুর গানটি বাংলাদেশের জাতীয় সংগীত স্কৃকৃতি পাওয়ার যোগ্যতা রাখে,,,,,,,আমার সাথে কে কে একমত লাইক দিয়ে বুঝিয়ে দিন।।
🇧🇩🇧🇩
১০০০০০% এক মত ভাই ❤️❤️
ভাই আমি একমত
100%
একটা দেশের জাতীয় সংগীত কখনো চেঞ্জ হয়না।
ভারতীয় হিসেবে বলছি, এই গানটি বাংলাদেশ এর জাতীয় সংগীত হতে পারতো । ভারতীয় হলেও এই গানটি শুনলে সারা গায়ে শিহরন জেগে ওঠে ❤❤ বাঙালি জাতি হিসেবে খুব গর্ব অনুভব করি ❤ যে ভাষা বাংলা ও বাঙালি জাতি কে সম্মানের শিখরে পৌঁছে দিয়েছে ❤ দুঃখ লাগে যদি আমারা সবাই একসঙ্গে থাকতে পারতাম ❤
আমিও চাই দুই বাংলা এক হোক
হুম ভাই তাহলে হয়তোবা আজ আমরা বিশ্বকে লিড দিতাম কারন আজকে ইউরোপ বিশ্বকে লিড দিচ্ছে কিন্তু একসময় ইউরোপ আমাদেরকে লুটেপুটে নিয়ে গেছে দুঃখ এটাই লাগে মীরজাফ হুজুর সেদিন বিশ্বাসঘাতকতা না করতো তাহলে আজকে আমাদের সম্পদ আমাদেরই থাকতো আর যদি ১৯০৫ সালে বাংলা বিভক্ত না হতো তা হলে আজ আমরাই বিশ্বকে লিড দিতাম
❤❤❤
Akdin hobe amon amda sobai bangladesh hobo insha allah. 😊😊😊
@@FarhadHossain-l2j dhor shala
গুরু জেমস! বাংলাদেশের সংগ্রামের আবহমান এবং ঐতিহাসিক থ্রীলগুল গানটির মধ্যে ফুটিয়ে তুলেছেন !!
কোটা সংস্কার এর পর কে কে সুনলা লাইক দাও আবার সুনতে আসবো।
স্মৃতি হিসেবে একটা কমেন্ট করে গেলাম এই কমেন্ট পড়ে কেউ লাইক দিলে নোর্টিফিকেশন আসলে আবার গানটা শুনবো, অনেক ভালো লাগে হৃদয়স্পর্শী 😮😮
শুনে যান আরও একবার
❤❤❤❤❤
❤❤❤❤❤
Sune jan🎉
@@rajurahman1 হুম
আজকে ২১ ফেব্রুয়ারী, আজ যারা বাংলা ভাষার জন্য প্রান দিল,তাদের জন্য মন থেকে আল্লাহ কাছে দোয়া করি,আল্লাহ তুমি এই শহীদ ভাইদের জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।
আমিন 😭😭🤲🏻🤲🏻
এটা একটা কালজয়ী গান।
এই গানের মধ্যে বাংলাদেশের রূপকথার মানচিত্র ফুটে উঠেছে।
জেমসের এই গানকে জাতীয় সঙ্গীত করা হোক 🎉❤
দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা যারা আন্দোলনে সরাসরি যোগদান করতে পারতেছি না। আমরা চেষ্টা করবো যেন সরাসরি না পরলেও অন্য যেকোনো মধ্যেমে আন্দোলনকারীদের সাহায্য করতে।
শহীদ আবু সাঈদ ভাই এর প্রতি চির কৃতজ্ঞ থাকবো।
আমরা আপনাকে কখনোই ভুলতে পারবো না।
😭😭😭😭😭😭😭😭😭😭😭
Very sed 😢😢😢😢😢😢😢😢😢😢
😢😭😭😭😭😭😭😭😭❤
#SaveBangladeshiStudents✅
#SaveBangladeshiStudents✅
বাংলাদেশের জাতীয় সংগীত হবার জন্য এই গানটা ১০০% সঠিক।সবটাই মুক্তিযুদ্ধের ইতিহাস।
yess💖
গুরুর গানটি বাংলাদেশের জাতীয় সংগীত স্কৃকৃতি পাওয়ার যোগ্যতা রাখে,,,,,,,আমার সাথে কে কে একমত লাইক দিয়ে বুঝিয়ে দিন
একমত ❤
ঠিক বলছেন ভাই
সহমত
বুরবাক
আমি এক মত
এই গানটিকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে দেখতে চাই।
😊😊😊😊
❤❤❤
ইনশাআল্লাহ
❤❤❤
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, অসাধারণ লাইন।
ক্ষমতা থাকলে এই গানটাকে জাতীয় সংগীত করে দিতাম,যতবার শুনি গায়ের লোম দাড়িয়ে যায়।
❤🖤
সহমত।।।
সহমত ভাই
Right vai ❤❤
Amar o
গীতিকার প্রিন্স মাহমুদ ভাইকে স্যালুট। জেমস ভাইয়ের গাওয়া এই গানটি জাতীয় সংগীত হওয়া দরকার ছিল কারণ এটা নিরপেক্ষ। মুক্তিযুদ্ধে যার যার অবদান ছিল বেশি তাদেরকে সবাইকে তুলে ধরা হয়েছে।
এটাও জাতীয় সংগীত হতে পারে না
জন্ম দিয়েছো তুমি মাগো
প্রাণের প্রিয় মা তোকে
এই কথা গুলো কাকে বলা হইছে ভাই বলেন?
Really...love this song soooo much
@@Singmark393amader banglar mayeder bola hoise jonmo bhumi ar mayera akoi
প্রিয় জেমস,
আর কোন গান যদি নাও করেন তবুও অমর হয়ে থাকবেন যুগযুগান্তরে , প্রত্যেক বাঙালি ও বাংলাদেশীর হৃদয়ে! স্যালুট জানাই জেমস আপনাকে, আপনার সৃষ্টিকে ‼️
এ গানটি প্রিন্স মাহমুদ এর লেখা ও সুর। তুমি জেমস এর সৃষ্টি বলেছ কেনো।
কে কে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গিত চান,,লাইক করেন
আমি একতম❤
আমি একমত
চাই না
একজন ভারতীয় হয়েও এই গান শুনে গায়ের লোম দাঁড়িয়ে যায়
ধন্যবাদ দাদা বাংলাদেশের প্রতি ভালোবাসা জানাবার জন্য ❤❤❤
তোমার জন্য আমার ভালবাসা এবং দোয়া রহিলো ।
এই ছোট্ট জীবনে কিছু দেশে ঘুরার সুযোগ হইছে😊
কিন্তু আমার এই বাংলার স্বাদ কোথাও নেই!!
I love my county 🇧🇩
❤🖤
Chorer desh amr sunar bangladesh.....
নিজের দেশ কি জিনিস সেটা একমাত্র বুঝতে পারে, যারা বিদেশে থাকে।
আমি দেশ ছেড়ে বিদেশে থাকি।
আমি জানি আমার দেশ আমার কাছে কতোটুকু গুরুত্বপূর্ণ।
ভালোবাসি নিজের দেশ কে
ভালোবাসি বাংলার সকল মানুষ কে
গর্ব করার মতো একটি গান।রক্ত জাগিয়ে তোলার স্রোতে স্যালুট জেমস্
এটাকে বাংলাদেশের নতুন জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।কারণ এখানে বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান দুইজন এর কথাই বলা হয়েছে,পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রতিও স্মমান জানানো হয়েছে।বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে এটিকে ১০০% মানায়।সবাইকে এইদিকে নজর দেওয়া উচিৎ।
অনেক সুন্দর গান। স্বাধীনতার প্রতিটি সোপান উঠে এসেছে এই গানে। গানটি জাতীয় হওয়ার যোগ্যতা রাখে, দাবিদার।
কাল ১৬ ডিসেম্বর 😊 গানটির কথা হঠাৎ মনে পরে গেলো 😅 গানটি শুনলে শরীরের প্রতিটি লোম দাড়িয়ে দাড়িয়ে জানান দেয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 🖤
23 likes😂😊
@@Army999x 51 Likes🖤
@@mahfuzalam5862 50 likes🤔
২০২৪সালের এই জুলাই মাসের কোটা আন্দোলনের সাথে গানটি মানিয়েছে,রক্তেমাখা আমাদের এই বাংলাদেশ😢
আমার ভাই-বোনের রক্তে রাঙানো ১৫ই জুলাই আমি কিভাবে ভুলিতে পারি😅💔🥺
আজ তো আমরা স্বাধীন হয়ে গেলাম।❤
Shadhin hoa aber aseci sunte
@hasnatnishu706 pagole ki na bole chagole ki na khai
Je Bangabondhu mujib er katha ei gaan e a6e take aj Bangladesh je apoman kor6e ta dukkhojonk
এই গানটা যতবার শুনি, ঠিক ততবারই গায়ে কাঁটা দিয়ে ওঠে!
🥰🥰🥰🥰💞💞💞💞
এই গানটা যতবার শুনি ঠিক ততবারই গায়ের লোম সোজা হয়ে যায়।
লেখক মহাদয়
খাঁটি ইতিহাসবীদ
ও দেশপ্রমিক❤
আর
কন্ঠ'শিল্পী নিজেই এক ইতিহাস😮
এই গানটি শুনলে গা শিউরে উঠে Love You Bangladesh 🇧🇩❤️
এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার ১০০% দাবীদার।
কোটা আন্দোলনের পর কে কে শুনতে এসেছো লাইক দাও...😊
Ami❤
Ami o
Ami
Ami
Ami suntesi
জানি না কেনে,,,এই গান টা যত বারই শুনি,,,ঠিক তত বারই মনের অজান্তেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসে,,,, ,,,
এই গানটা বাংলাদেশের জাতীয় সংগীত হলে কেমন হয় যারা রাজি হবেন!
নিচে সবাই লাইক দিয়ে মতামত দেন.....
Right
আমি এক মত
এই গান সাম্প্রদায়িক গান
@@JoyDatta-gq2kqকিভাবে?
আজ দেশ স্বাধীন হওয়ার পর আবারও গান টা শুনতে আসলাম।❤️🩹🇧🇩
এটা আমার ভবিষ্যত ছোট ভাইদের জন্য রেখে গেলাম কোনো দিন এই গানটা শুনতে আসলে বুঝবে আমি কোন লিজেন্ডের গান শুনতাম 🔥💘aminul huque jony
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন.....ভালো লাগলো
Bangladesh Zindabad
জাতীয়তাবাদি ছএ দল জিন্দাবাদ😢@@bravojamal908
বাংলাদেশ জিন্দাবাদ
Bakigulai lageni?
Bangladesh Zindabad
গর্বিত দেশের গর্বিত নাগরিক,, ❤️🇧🇩🇧🇩🇸🇦🇸🇦
যারা প্রবাসে আছে সুধু তারাই বোঝে এই গান টা সুনলে গায়ের লোম দারিয়ে যায় ❤
💝💝
😢😢
Everywhere bro❤
Ami probashi vai
😢😢😢
এটি এমন একটি গান যেটা শুনলে চোখ দিয়ে অঝরে বৃষ্টি ঝরে ।জেমস যেভাবে গানটি গেয়েছেন তা বলা বাহুল্য আমার বলার কোন ভাষা থাকে না আর এত সুন্দর ভাবে তিনি গিয়েছেন তিনার মত সিঙ্গার আর মনে হয় বাংলাদেশে একটাও নেই এমনকি ভারতও নেই। আমি একজন ভারতীয় আরেকজন ভারতীয় হয়ে বলছি এই গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত তা না হলে এই গানটি ভালো স্বীকৃতি পাবে না। জেমস যেভাবে সবাইকে তুলে ধরেছেন গানে লাইনের মাধ্যমে সমস্ত বিপ্লবীদের মুক্তিযোদ্ধাদের তা সত্যি বলা বাহুল্য। আমি ছোট্ট একটু লাইনের মাধ্যমে কিছু বলে গেলাম যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করিও। India❤️
এই গানটি জাতীয় সংগীত হওয়া উচিৎ।
যদি কোনো দিন ক্ষমতা পাই। সর্ব প্রথম আমি এই গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দিব।
এই গান একদিন জাতীয় সংগীত হবে ইনশাআল্লাহ
এই গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হওয়া দরকার
ঠিক
ভারত থেকে অবিরাম ভালোবাসা ❤
❤
আমাদের নতুন জাতিয় সংগীত এটাই হওয়া দরকার।
এই গানে বাংলাদেশের অন্যতম বিষয়গুলো ফুটে উঠেছে।তাই আমার মনে হয় এই গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হওয়া উচিত❤❤❤❤❤❤❤❤
হুম রাইট, এই গানটা যতবার শুনি ততবারই গুরু জেমসের প্রতি মন থেকে ভালোবাসা জন্মায়। ❤❤❤❤
হৃদয় কাপানো সংগীত। ক্ষমতা থাকলে এটাকে জাতীয় সংগীত করে দিতাম।
কেন জানি না এই গানটি শুনলেই লোম দাঁড়িয়ে যায় 💪২০২৪ এ ভালবাসা নিবেন গুরু😍😍
জেমসের এই গানটি জাতীয় সংগীত হিসেবে চাই। গানটির সাথে স্বাধীনতা ও দেশপ্রেমের সম্পূর্ণ মিল রয়েছে। এখানে মুক্তিযুদ্ধে অবদান রাখা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম উল্লেখ রয়েছে।
গর্বিত দেশের গর্বিত নাগরিক।
আহারে প্রিন্স মাহমুদ। কি গান লিখছে
শুকরিয়া, আমি বাংলাদেশি 🇧🇩
এইটা কোনো গান না,, বাঙালি জাতির ইতিহাস,,, যা শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে😊❤
এই গানে কারও প্রতি কোন রাজনৈতিক হিংসা নয়,সবার জন্য ভালোবাসা অন্তরের অন্তস্থল থেকে।
আমি ইন্ডিয়া থেকে,,বলছি আমি বাঙালি,,
হয়তো গানের মধ্যে থাকা প্রতিটা ব্যাক্তি কে হয়তো চিনি না ,তবে কিছু জনকে চিনি,,,, তবে আমি অন্তর থেকে অনুভব করলাম,,যে এটা শুধু একটা গান নয়,,এর মধ্যে জ্বলন্ত বারুদ মেশানো আগুন,রয়েছে অসংখ্য শহীদের কান্না,অত্যাচার,বিপ্লব,বিদ্রোহ, অনুপ্রেরণা,,যা একটা গানের মধ্যে ফুটে উঠেছে,,, ইনি আমার একজন জনপ্রিয় সিঙ্গার,,,। ❣️ ❤️ সবশেষে একটা কথা বলবো,নিজের দেশের জাতীয় সঙ্গীত এমনি গানের সাথে তুলনা কো রো না,
আমাদের দেশে এরকম ধরনের অনেক গান আছে,হিন্দি হোকবা বাংলা,,,জাতীয় সঙ্গীত হোক বা স্কুলের পার্থনা সেটার মধ্যে একটা প্রেম থাকা দরকার,,,,💐 গানটা খুব সুন্দর,,, জাতীয় সঙ্গীত জিনিসটাই আলাদা,, যে নিজের এখনো,দেশ মাতার সঙ্গীত কে ভালো বাসতে পারেনি,,সে দেশকে কোনোদিন ভালো বাসেনি,,আজ এই গানটাকে বলছে,জাতীয় সঙ্গীত করতে ,কাল আবার একটা গান বেরোবে ,ওরা বলবে,আগেরটার চেয়ে এটা আরও একটু বেটার ছিল,,,,। ধন্যবাদ,এটা ওই কিছু জনের কমেন্ট দেখে , আমার মনে হলো তাই বললাম,,,💐💐🙏🙏
আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি 💕❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Thanks for Comment. You are right brooo.❤️🖤
বাংলাদেশের জাতীয় সঙ্গিত একজন ভারতীয় মালুর(রবি ঠাকুর) লেখা ও গাওয়া যা আমাদের জাতীয় সঙ্গিত বলে চালিয়ে দেওয়া হয়েছে। সেখানে এমন অনেক কিছু আছে যা মুসলমানদের ইমান, আকিদায় সরাসরি আঘাত হানে এবং এতে শিরক এর মতো মারাত্মক গুনাহ'কে প্রমোট করা হয়। তাই একজন বাংলাদেশি জেমসের গাওয়া গানটাই হওয়া উচিত আমাদের জাতীয় সঙ্গিত যাতে কোন ইমান, আকিদা বিরোধী কিছু নেই, শিরক নেই।
ভাই কখনো এই রকম গান কেউ গাইতে পারবেনা।তার কারন আমাদের দেশের জন্য যারা শহিদ হয়েছেন।তাদের জন্যই গান টা গাইছেন।আরো অনেকেরেই অবদান আছে।তাদের নাম গুলা ও আছে। আমি মনে করি এটা আমাদের দেশের জাতীয় সংগীত হিসেবে বেটার হবে।কিন্তু আমরা যে সংগীত টা এখন পাট করি সে ও মধুময়।তবে আমার বলা কারন এটাই যে এর থেকে সুন্দর গান আসবে তবে দেশের জাতীয় সংগীত হবার মতো আসবে না।
এই একটা গানের মধ্যে আমাদের ভাষা আন্দোলন, বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের কাহিনী, বাংলার কাবি, সহ দেশে প্রেমের কথা উল্লেখ আছে।যা সম্পূর্ণ রুপে বাংলাদেশ কে বুঝায়, এটা জাতীয় সংগীত হবার দাবী রাখে।বরং রবীন্দ্রনাথের যেটা আছে সেটা গ্রাম বাংলার সৌন্দর্য ছাড়া আর কিছুই নাই।কিন্তু বাংলাদেশের ইতিহাস অন্যরকম এক গানের মধ্যেই যদি সেটার ধারনা নেয়া যায় অবশ্যই সেটা জাতীয় সংগীত রুপে দেয়া যায়।
রবীন্দ্রনাথ এর কবিতা বঙ্গবঙ্গের বিরুদ্ধে গিয়ে লিখা কবিতা। সুবিধা বন্চিত মুসলিম দের আলাদা স্টেট হোক এটা সে চায়নি।
যুদ্ধ পরবর্তী ভারতের আগ্রাসন এর ফলে ভারতের চাপের মুখে ,ইতিহাস না জানার কারনে এটা আমাদের জাতীয় সংগীত করা হয়েছে 😢
আর আপনি শুধু একজন ভারতীয় এবং হিন্দু হওয়ার কারনে এই ভাবে কমেন্ট টা করলেন আপনার উদ্দেশ্য ভালোই বুঝা হয়েছে আমার।
যে সংগীত পড়লে দেশপ্রেম বলতে কিছুই অনুভুতি হয়না সেটা আবার কিসের জাতীয় সংগীত,,, আমাদের দেশের জন্ম হয় ১৯৭১ এ।লক্ষ লক্ষ মানুষ তাজা রক্ত জরিয়েছে, ৫২ ভাষা আন্দোলন এ একমাত্র জাতি হিসেবে ভাষার জন্য জীবন দিয়েছে।এগুলো আমাদের জাতীয় সংগীত এ নেই,,,,থাকবে কিভাবে আমাদের জাতীয় সংগীত তো ১৯০৫ সালে বঙ্গবঙ্গের বিরুদ্ধে গিয়ে লিখা কবিতা,,, এটাতে না আছে কোনো অনুভুতি না আছে আবেগ।
বরং মুসলমান দের কাছে এটা একটা শিরক কবিতা,,,,কবিতার বাকি ১৫ লাইন কেন বাদ দেয়া হয়েছে জানেন? কারন সেখানে লিখা আছে সন্ধা হলে তোর ঘরে প্রদীপ জ্বলে রে,সন্ধা হলে কালী মা পুজোর ঘরেই প্রধীপ জলে এই অংশ থেকে বুঝা যায় যে এটা একটা শিরক কবিতা।
আর পৃথিবীর বহু দেশ প্রয়োজনে তাদের জাতীয় সংগীত পরিবর্তন করেছে, আমাদের দেশেও যখন গনতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ আমরাও আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করবো।
এই কোটা আন্দলোনের সময় যারা অনুপস্থিত / দেশের বাহিরে আছেন তারা দেশের টানে কে কে শুনতেছেন।
কে কে এই গান টা জাতীয় সংগীত হিসেবে দেখতে চান তারা লাইক দিন
বাংলাদেশ ৭০% লোক চাইবে
২০২৪ এর প্রতিটি শহীদের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো।❤
ভাই বিশ্বাস করেন এই গান মনোযোগ দিয়ে শুনে আমার চোখে পানি চলে এসেছিল 😰😰😥😥😥😥😞😞😞😞👌👌👌💜💜💜
আমারো,এটাই দেশপ্রেম
সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জানায় এত সুন্দর ভাবে দেশের চিত্র তুলে ধরার জন্য। যা বর্তমান পরিস্থিতিকে স্পষ্ট ভাবে তুলে ধরে। বাংলাদেশ এর জাতীয় সঙ্গীত হওয়া উচিৎ।ভারতীয় হয়েও বর্তমান পরিস্থিতি গা শিহরে ওঠার মতো
প্রিস্ন মাহমুদকে ধন্যবাদ এত সুন্দর গান লেখার জন্য ❤❤
২০৩০ সালের জন্য কমেন্ট করে গেলাম, আমি হয়তো থাকবো না, লাইক দিয়েন, বেচে থাকলে আবার গানটি সুনতে আসবো নোটিফিকেশন আসা মাত্র।🇧🇩🇧🇩
গানটি তরুণদের বুকে স্বাধীনতার চেতনা জাগিয়ে দেয়। বাংলার তরুণরা চায়, গানটি বাংলাদেশের জাতীয় সংগীত করা হোক। যারা যারা একমত হাত তুলুন ✌️✌️
প্রিয় জেমস্ আপনার এই গান শুনলে
চোখের পানিটা অঝরে ঝরতে থাকে
প্রিয় জন্মভূমি ছেড়ে যে প্রবাসে আছি 😢😢😢
আবারও দেশের জন্য জীবন দিয়ে গেলো এক আদর্শ মায়ের ছেলে আবু সাইদ ভাই 😢😢😢😅😅
আমাদের এই প্রজন্ম তাকে ভুলবে না 😢
@@ashrafprodhan180hum apu🥹🥺
Bal er shohid 😅😅😅😅😅
😥😥😥😥😥😥😩😩😩😩😰😰😰😢😢😢😦😦😧😧😥😥😥😦😦😦😧😧😧😧😩😩😩😰😰😰😢😢😢😢😢
@@MDRaihan-ql1px kando aro ekhon.
ক্ষমতা থাকলে এই গান কে,বাংলাদেশের জাতীয় সংগীত বানিয়ে দিতাম,,এই গানের মাধ্যমে জেমস ভাই বাঙালি জাতির সরনে থাকবে আজীবন ❤
সহমত পোষণ করছি ❤
এই গানে এত ভিউ কেন কম সেটাই মাথায় আসেনা।বাংলাদেশের শ্রেষ্ঠ গানগুলোর মধ্যে একটি। গুরু জেমসের অসাধারণ সৃষ্টি।
সেরা গুরু,❤
নিশন্ধে বাংলাদেশের জাতীয় সংগীত হোওয়ার যোগ্যতা রাখে এই গান টা
বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ ❤❤
Mir Mugdho
🤣🤣🤣🤣
😂😂😂😂
😀😀
Pagol
গান টা শুনলে দেশের পতি ভালোবাসা আরো বেরে যায় ❤❤❤
❤️🖤
একাত্তরের সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি!জয় বাংলা
এই গান বাংলাদেশের জাতীয় সংগীত করা দরকার
এই গানটি জাতীয় সঙ্গীত হতে পারত কিন্তু না হওয়ার কারণ হলো এখানে শহীদ জিয়ার কথা উল্লেখ আছে যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানতে পারে না তাই এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে অভিহিত করা হয় না।কিন্তু যারা চান ২০২৫ সাল থেকে এটা বাংলাদেশের জাতীয় সংগীত হোক তারও লাইক দিন। আর গানটিতে দেশের শহীদ সহ প্রায় সবকিছু ফুটে উঠেছে।করা করা একমত লাইক দিন।
Nobel ta parle diye ditam ei buddijibi ke😅
হাসিনার ক্ষমতার শেষ হওয়ার পর এটাকে আমরা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গণ্য করব 🙏❤️🇧🇩
@@calm_mood833😂😂😂
কে শহীদ জিয়া? যে বঙ্গবন্ধুর খুনিদের প্রোটোকশন দিয়ে পালাতে সাহায্য করেছিল?
নতুন দেশপ্রেমিক আইয়াছে
ইনশাআল্লাহ দেশটা এবার স্বাধীন হলে আমাদের সবার একটাই দাবি থাকবে এই গানটা কে জাতীয় সংগীত করার
আমি ভারতীয় হলে ও চির বাঙালী চির বাংলাদেশী , যদি ও আমি এ মাটি কবুও দেখি নাই কিন্তু পূর্ববঙ্গের প্রতি এ টান আমার বক্ষে চিরঞ্জীবী হএ আছে ও রবে।
❤❤
Love for you my Brother from Bangladesh. ❤
@@AkibBhuiyan-x7p ধন্যবাদ ভাই ,আজ সত্যিই তোমার এ কথা জানতে পেরে আমার বক্ষ প্লাবিত হয়ে গেছে ,♥️♥️
আমি আপনাদের কলকাতার মানুষ কে ওনেক ভালোবাসি
thx ❤
কতোটা তাৎপর্যমন্ডিত গানের প্রতিটি কথা! আজ আমাদের দেশটাকে বাঁচানোর জন্য, রক্ষা করা জন্য, জেমসের এই গানের কথাগুলোই সবার আদর্শে পরিণত হোক। সবার অনুসরণে আসুক।
গত হওয়া কোনো নেতৃত্বকেই ছোট করে দেখার অবকাশ নেই। দেশের জন্য তাঁদের সবারই অবদান ছিল।
সবার আপ্রাণ চেষ্টায় এই আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এতো সুন্দর দেশটি যেন কোনোভাবেই ছত্রভঙ্গ না হয়। আর কোনো পরাশক্তি এবং জঙ্গিবাদের কালোছায়া যেন না পড়ে এই সোনার বাংলায়। 🇧🇩🇧🇩
গানটিবাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ❤❤❤ একজন বাংলাদেশি হিসেবে আমার চাওয়া 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
কোটা আন্দোলনের সময় গানটি শুনতে আসলাম,,গায়ের পশম দাঁড়িয়ে যায়,,
Etai best version love from India
এই গানটা আমি স্কুলে বলে ১ম হয়েছি। এই গানটা বাংলাদেশের জাতীয় সংগীত হওয়ার উচিৎ।
একজন বাংলাদেশ নাগরিক হয়ে গানটা শুনে আজ অনেক সর্বভূত হচ্ছে আই লাভ ইউ বাংলাদেশ 🇧🇩🇧🇩
🇧🇩🇧🇩🖤🖤
আমি ভারত পশ্চিম বাংলার মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থেকে দেখছি 😭 বাংলাদেশ এর স্বাধীনতা সংগ্রামীদের হাজার হাজার সালাম 😢
এই গানটাই হওয়া উচিত আমাদের জাতীয় সঙ্গীত।সবাই আওয়াজ তুলুন
আমার মনে হয় এই গানটি জাতীয় সংগীত হওয়া উচিত। আমার মত যার যার মনে হয় তারা একটা করে লাইক হবে 😊
এই গান রিলিজ হওয়ার অনেক বছর আগেই আমাদের জাতীয় সঙ্গীত নির্বাচিত হয়ে গেছে যত দিন যাবে এর থেকে ভালো গান আসবে এর জন্য কি জাতীয় সঙ্গীত এর লিরিক্স বারে বারে বদলাবে নাকি আপনার কথায় যুক্তি নেই ।
Hmmm
@@Shaikh-yf7bwরবীন্দ্রনাথ এর কবিতা বঙ্গবঙ্গের বিরুদ্ধে গিয়ে লিখা কবিতা। সুবিধা বন্চিত মুসলিম দের আলাদা স্টেট হোক এটা সে চায়নি।
যুদ্ধ পরবর্তী ভারতের আগ্রাসন এর ফলে ভারতের চাপের মুখে ,ইতিহাস না জানার কারনে এটা আমাদের জাতীয় সংগীত করা হয়েছে 😢
যে সংগীত পড়লে দেশপ্রেম বলতে কিছুই অনুভুতি হয়না সেটা আবার কিসের জাতীয় সংগীত,,, আমাদের দেশের জন্ম হয় ১৯৭১ এ।লক্ষ লক্ষ মানুষ তাজা রক্ত জরিয়েছে, ৫২ ভাষা আন্দোলন এ একমাত্র জাতি হিসেবে ভাষার জন্য জীবন দিয়েছে।এগুলো আমাদের জাতীয় সংগীত এ নেই,,,,থাকবে কিভাবে আমাদের জাতীয় সংগীত তো ১৯০৫ সালে বঙ্গবঙ্গের বিরুদ্ধে গিয়ে লিখা কবিতা,,, এটাতে না আছে কোনো অনুভুতি না আছে আবেগ।
বরং মুসলমান দের কাছে এটা একটা শিরক কবিতা,,,,কবিতার বাকি ১৫ লাইন কেন বাদ দেয়া হয়েছে জানেন? কারন সেখানে লিখা আছে সন্ধা হলে তোর ঘরে প্রদীপ জ্বলে রে,সন্ধা হলে কালী মা পুজোর ঘরেই প্রধীপ জলে এই অংশ থেকে বুঝা যায় যে এটা একটা শিরক কবিতা।
আর পৃথিবীর বহু দেশ প্রয়োজনে তাদের জাতীয় সংগীত পরিবর্তন করেছে, আমাদের দেশেও যখন গনতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ আমরাও আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করবো।
একমত
রবীন্দ্রনাথের দাদা ছিল এখানে পতিতালয়ে ব্যবসায়ী এবং তার পিতা ছিল ভারতবর্ষে প্রথম বাণিজ্যিক ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং সেই ব্যাংক থেকে সে নিজেই বিভিন্ন অপকর্ম ও দুর্নীতির মাধ্যমেসে গ্রাহকদের গচ্ছিত আমানতের সম্পূর্ণটাই লুট করে। সে ইংরেজদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করতে থাকে। সে ছিল একজন উগ্রবাদী মুসলিম বিদ্বেষী। মুসলিমদের ভৎসনা করে বিভিন্ন সময় সে কবিতা লিখেছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় তখন সে বলে যে চাষারা আবার কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ে? হিন্দুদের রাখি প্রথাএই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিবাদে প্রচলন করে সে। তখন তাদের জমিদারিত্ব চলে যায় এবং মুসলিম মুসলিম কৃষকরা তাদের জমিদারিত্বের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তোলে। তাহলে জঙ্গি রবীন্দ্রনাথের লেখা কবিতায় যেখানে বাংলাদেশের স্বাধিকার সংগ্রামের কোন একটি মুহূর্তের বয়ান নেই সেটা কেন বাংলাদেশের জাতীয় কবিতা হবে?
আমি ভারতীয় একজন বাঙালি হিসেবে একটা কথা বলতে চাই সেটা হলো " এটা বাংলাদেশের জাতীয়সংগীত হওয়া উচিত । আমি এই গান টাকে কথা গুলো চেঞ্জ করে একজন ভারতীয় বাঙালি বীর মহান মানুষ গুলোর নাম দিয়ে এই সুরে গান লিখতে চাই ❤
এই গানটা জতীয় সজ্ঞিত হিসাবে গাওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো 🥀🌸
হয় নাই এটাই ভালো ভাই
শিরকি লাইন আছে এখানে
সবচেয়ে বেশী বার শুনেছি এই গানটি।।
গীতিকার প্রিন্স মাহমুদ ভাইকে স্যালুট।জেমস ভাইয়ের গাওয়া এই গানটি জাতীয় সংগীত হওয়া দরকার ছিল
আজ ১৫ জুলাই ২০২৪ ঐতিহাসিক দিন গানের যথর্থতা পেলাম❤❤❤
এই গানটা শোনার সময় অতীতের সৃতি মনে করে কার কার আমার মতো শরীরের লোম দাঁড়িয়েছে।
❤❤
আমি চাই এটা আমাদের জাতীয় সংগীত করা হোউক। কে কে এক মত❤🇧🇩❤
👇
👇
👇
👇
ভাই আমি রাজী, এক কলমে