সেই গল্পটা || SEI GOLPOTA || পূর্ণেন্দু পত্রী || আবৃত্তি || পল্লব মাহমুদ
Вставка
- Опубліковано 7 лют 2025
- সমুদ্রগুপ্ত; হ্যাঁ আমি পূর্ণেন্দুশেখর পত্রী অর্থাৎ পূর্ণেন্দু পত্রীর কথাই বলছি। যিনি ছদ্মনাম সমুদ্রগুপ্ত হিসেবেও পরিচিত ছিলেন।
পূর্ণেন্দু পত্রীর পরিচয় বা বলা ভালো তাঁর বিপুল প্রতিভার পরিচয় এই অন্তর্জালের অসীম পরিসরেও ধরা যায় না। তাঁকে এখনও খুঁজে পেতে হয় বইয়ের সাদা পাতার কালো অক্ষরে, প্রচ্ছদের তুলির টানে, পুরনো সাদা-কালো চলচ্চিত্রের আলো-আঁধারিতে। রঙিন বর্ণময় প্রাণবন্ত মানুষটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বাঙালিজীবনের শাশ্বত মননচিন্তা ও শিল্পভাবনার শরিক হয়ে, একান্তে, নীরবতায়।
তাঁর প্রথম পরিচয় তিনি কবি। আসলে তাঁর প্রতিটি পরিচয়ই এতখানি স্বতন্ত্র যে প্রত্যেকটি সম্পর্কে লিখতে গেলেই মনে হয়, তাঁর সেই পরিচয়ই মুখ্য। এ এক বিড়ম্বনা। তবে কবি-পরিচিতি সম্ভবত তাঁকে বাঙালি মানসের সবচেয়ে ঘনিষ্ঠ করে তুলেছিল একসময়ে। তাঁর ‘কথোপকথন’ সিরিজের নায়ক-নায়িকা শুভঙ্কর ও নন্দিনী যে একদা বাঙালি প্রেমিকের খুব কাছের মানুষ হয়ে উঠেছিল, সে কথা অস্বীকার করার কোনও জায়গা নেই। তাঁর বিখ্যাত কবিতার সংখ্যাও গুণে শেষ করা যাবে না। তার মধ্যে একটি প্রিয় কবিতা "সেই গল্পটা" আজকের নিবেদন...
.
.
.
🎧 Please use headphones for the best experience
#poetry #love #poet #art #poem #poetrycommunity #writersofinstagram #writer #poetsofinstagram #poems #writing #quotes #music #photography #life #artist #quote #words #recitation #spokenword #poets #inspiration #quoteoftheday #poetsofig #writersofig #writerscommunity #poetryofyoutube #motivation
Beautiful❤❤❤
ধন্যবাদ 😍💞
Love it... ♥
Thanks much...❤❤❤
খুব সুন্দর লাগলো ❤
অশেষ ধন্যবাদ ❤✨
অসাধারণ পরিবেশন ❤️❤️❤️ মুগ্ধতা শুধুই ❤️
@@Surelachannel-zd6ko ধন্যবাদ ❤️ ভালোবাসা অবিরাম...
সত্যি অসাধারন। মুগ্ধতা রেখে গেলাম
@@RatnaWebBlog ধন্যবাদ, পাশে থাকার জন্য... ❤️✨
অসাধারণ হয়েছে,, ভীষণ ভালো লাগলো,,, কবিতাকে ভালোবেসে চলে আসবেন কবিতার টানে।
অনেক ধন্যবাদ ❤
আপনার কবিতার রাজ্যে ঘুরে এসে বলতেই হচ্ছে, আপনার আবৃত্তির প্রসংশা না করে উপায় নেই। ভালো থাকবেন, সঙ্গে থাকবার প্রত্যাশা রইলো...
সেই গল্পটা আবারও শুনলাম ❤। খুব ভালো লাগলো
@@education4865 বেশ খানিকটা শারীরিক অসুস্থতা নিয়েই কবিতাটি পড়েছিলাম, মাঝারি মানের হয়েছে; তাই প্রকাশে অনিচ্ছাও তৈরি হয়েছিলো মনে। তবুও যে ভালো লেগেছে জেনে সত্যিই কিছুটা স্বস্তি পেলাম। ভালো থাকবেন...❤️❤️❤️
@pallabmahmood_official গুণী মানুষ দের কোনো কিছুই থামাতে পারে না ☺️☺️☺️ ভালো থাকুন
খুব ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে পাশে রইলাম। আমিও করেছি এটা। আপনার মতামত পেলে আমারও ভালো লাগতো।
অনেক ধন্যবাদ ❤✨ আপনার কন্ঠে আরও হৃদয়স্পর্শী হয়ে উঠেছে কবিতাটি...
(আমিও যুক্ত হলাম আপনার কবিতার রাজ্যে, পাশে রইলাম)