আমার বাড়ি রৌমারী, কুড়িগ্রাম। আর এই উপজেলার শতকরা ৭০-৮০ শতাংশ মানুষ বাংলালিংক ইউজার বা তারও বেশি। এবং আমিও একজন বাংলালিংক ইউজার। এখানে অন্য অপারেটরের চেয়ে বাংলালিংক এর সেবা বেশ ভালো।
ভাই আপনার কথা ঠিক কিন্তু রবি এয়ার টেল এক না হলে পাত্তাই পেত না রবি বাংলালিনকের কাছে। আর তারা এক হওয়া তে যতটা পিছিয়ে যাওয়ার কথা ছিলো ততটা পিছিয়ে যায়নি বাংলালিনক আবার ফিরে আসবে তারা আগের স্থানে আমারা আসা করি। "বাটপার গ্রামীন ধন্যবাদ বাংলালিনক "
@@MDRasel-js8tb ভাই আমি বাংলালিংক এর ইন্টারনেট নিয়ে কথা বলিনি, বলেছি তাদের নেটওয়ার্ক নিয়ে। আমি চট্টগ্রাম এর সিটি এলাকাই থাকি, ওই খানে ভাল করে কথা বলতে পারি নাহ, আমার গ্রামের বাড়িতে সব অপারেটর এর নেটওয়ার্ক আছে কিন্তু বাংলালিংক এর নাই। তার উপর আমি তাদের সাথে কথা বলেছি তারা ও স্বীকার করেছে তাদের নেটওয়ার্ক এখন চট্টগ্রামে দুর্বল । আশা করছি আপনাকে বুজাতে পেরেছি, ভাল থাকবেন
আমি নিজেও বাংলালিংক ইউজার ছিলাম। এখন Airtel এ আছি। যেখানে অন্য সব mobile operators গুলো৷ 4G সেবা দিচ্ছে সেখানে বাংলালিংক দিচ্ছে 3G. Electricity গেলে তা 2G তে নেমে আসে। বাংলালিংক তাদের নেটওয়ার্ক টা Strong না করে এই এলাকায় তাদের ব্যাবসা হচ্ছে না বলে তাদের টাওয়ার টা নিয়ে চলে গেছে। কিন্তু অন্য Operator গুলো ঠিকই 4G strong network service দিয়ে তাদের position ঠিক রাখছে।
আমি বাংলালিংক এর প্রথম দিকের গ্রাহক। উনারা পুরনো গ্রাহককে কোনো মূল্য দেয় না। সাধারণ প্যাকেজ বদলাতে পারেনি। 14-15 বছর এর সিম বন্ধ না করে পরে টেলিটক দিয়ে কাজ চালাচ্ছি।
আমার ব্যবহৃত প্রথম অপারেটরের নাম বাংলালিংক। এখন পর্যন্ত বাংলালিংকই আমার অফিসিয়াল কন্টাক্ট নাম্বার। এক ধরনের মায়া বসে গেছে বাংলালিংকের প্রতি। এখনও আমি বড় সাইজের বাংলালিংক সিমটি ধরে রেখেছি, এই সিম ইনসার্ট করা যায় এরকম মোবাইল একটা কিনে রাখি পুরনো বাংলালিংক সিমটার জন্য। শুভকামনা রইল বাংলালিংকের জন্য, আশা করি তারা প্রতিযোগীতায় টিকে থাকবে।
আমি তো বাংলালিংক সিম ব্যবহার করতেছি। ফাস্ট নেটওয়ার্ক স্পিড পাচ্ছি। gp. Robi.চালাইতাম নেটওয়ার্ক প্রব্লেম হতো যে সব জায়গায়। সেসব জায়গায় বাংলালিংক এ কোনোও প্রব্লেম নেই।
বাংলালিংক না আসলে গ্রামীনফোন এখনও ৭ টাকা ধরে মানুষের পকেট কাটত আর বাংলালিংক না এলে ফোন সেটও মানুষের হাতে হাতে আসত না । একটাই অভিযোগ কেন বাংলালিংক প্রান্তিক পর্যায়ে নেটওয়ার্ক শক্তিশালী করছে না এবং অনেক ক্ষেত্রে শহর অঞ্চলেও নেটওয়ার্ক পেতে অনেক কষ্ট হয়ে যায় ।
গ্রামীনফোন এর সিম চালাচ্ছি সেই ২০০৯ সাল থেকে এবং এয়ারটেল চালাচ্ছি যখন এর নাম ছিলো ওয়ারিদ ছিলো ও এর সিমটির উপর এখনো পুরাতন ওয়ারিদ লেখাটি আছে। তবে বাংলালিংক চালাচ্ছি কয়েক বছর ধরে তবে একটি কথা বলতেই বাংলালিংক এর কল রেট অন্যান্য কোম্পানি গুলোর চাইতে কম হলেও নেটওয়ার্ক এর অবস্থা তেমন ভালো না। গ্রাম অঞ্চলে নেটওয়ার্ক ভালো ভাবে পাওয়া যায় না। তবে বাংলালিংক এর উচিৎ তাদের নেটওয়ার্ক টাওয়ার গুলোকে বৃদ্ধি করা এবং 5G প্রযুক্তির জন্য প্রয়োজনীয় কাজ করা। নাইলে সিটিসেলের মতো এরাও একসময় হারিয়ে যাবে মার্কেট থেকে।
খুব ভালই বুঝতে পারতেছি বাংলালিংক খুব দ্রুতই পড়ে যাবে কিন্তু খুব কষ্ট লাগবে, কিচ্ছু করার নাই, বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। বাংলালিংক বর্তমানে খুব খারাপ নেটওয়ার্ক।
ভাই প্লিজ ব্যাংকিং সেবা নিয়ে একটি ভিডিও বানান,,কারা সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে? কাদের খরচ সবচেয়ে কম? এইগুলার উপর ভিত্তি করে প্লিজ একটি ভিডিও আপলোড দেন। আমরা যারা ব্যাংকে একাউন্ট খুলতে চাচ্ছি তাদের জন্য খুবি উপকারী হবে আশা করি।
আমি বাংলালিংক এর অনেক পুরাতন গ্রাহক, বাংলালিংক এর নেটওয়ার্ক এবং কল ড্রপ এর জন্য বাংলালিংক খুব একটা ব্যবহার করা হয় না। শুধুমাত্র অনেক মানুষ এই নাম্বারটি জানে বলেই নাম্বারটি এখনো ওপেন রেখেছি
লাস্ট কবে আমার ফোন থেকে ০১৯... ডায়াল করেছি সঠিক মনে নাই। তবে বাংলালিংকের উচিত যুগোপযোগী সার্ভিস সহকারে দেশের সর্বত্র স্ট্রং নেটওয়ার্ক নিয়ে ফিরে আসা। তা না হলে রবি আর গ্রামিন কোম্পানি আমাদের জিম্মি করে দিবে। শুভকামনা রইল বাংলালিংকের প্রতি।
We are currently doing our research on Robi Axiata Limited. Once our research is finished and done with scripting, we will uploading that video. Till then keep watching our videos and continue to support us like this. Thank you your patience and support.
ভাই আমি কিছু বুঝি না, আমি বাংলালিংক প্রেমী ইউজার- এটা ছাড়তে পারবো না। গ্যারান্টি দিয়ে বলছিঃ যারা বাংলালিংকে মজা পেয়েছে তারা কখনো অন্য অপারেটরে যাবে না।
2008 সাল থেকে বাংলালিংকের এর সাথে ছিলাম আছি থাকব, কারণ বাংলালিংক না আসলে গ্রামীণ এখনো হয়তো দশ টাকা মিনিট কাটতো।
বাংলালিংক বা সিটিসেল না আসলে, গ্রামীণফোন হয়তো এখনো ৭ টাকা মিনিট কেটে নিত
আর বাংলালিংক প্রথমে আসলে 14 টাকা কেটে নিত, ভাল হইলো রবি
😄😄😁😁
Gp ঠকবাজ
জিপি ধান্দাবাজ।
জিপি থেকে বাংলালিংক অনেক ভালো।
বাংলালিংক গ্রাহক হারিয়েছে শুধু মাত্র নেটওয়ার্ক প্রবলেম এর জন্য ...
Right
একমত।
রাইট মামা
Banglalink er net speed gp ba onno operators der cheye onek valo.
@@my_way_of_life_ apnar elakai 4MB ar amader elakai 1MBps o dei na
আমার প্রিয় অপারেটর বাংলালিংক। তাই আমি চাই যেনো দেশের এক নাম্বার হতে পারে।
আমার এলাকায় বাংলালিংক নেটওয়ার্ক তেমন একটা সুবিধার নাহ। তবুও বাংলালিংক ইউজ করি। আসলে বাংলালিংক এর প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করে।❣️
Could you plz inform your location?
@@shahidbappy2757
Noakhali, 4 No - Fategonggopur, Kabirhat Pourashova.
আমার জীবনের প্রথম ক্রয় করা সিম টা ছিলো বাংলালিংক😍
same
same
সত্যিই নেটওয়ার্ক টাই এক পতনের মূল কারণ ছিলো। এবং তাদের বাংলালিংক নামটা অত্যাধিক সুন্দর ছিল।
সত্যি অনেক পরিশ্রম করেন...❤️ ভালোবাসা নেবেন ভারতবর্ষ থেকে❤️❤️❤️
আমিও একজন বাংলালিংক ইউজার আমার মতে বাংলালিংক আগের মতোই আছে আর আমি বাংলালিংক থেকে ভালো সেবা পেয়ে জাচ্ছি ❤️
আমার বাড়ি রৌমারী, কুড়িগ্রাম। আর এই উপজেলার শতকরা ৭০-৮০ শতাংশ মানুষ বাংলালিংক ইউজার বা তারও বেশি। এবং আমিও একজন বাংলালিংক ইউজার। এখানে অন্য অপারেটরের চেয়ে বাংলালিংক এর সেবা বেশ ভালো।
দাঁতভাঙ্গা থেকে
কুমিল্লা থেকে
সহমত ভাই
😂😂😂🤣🤣
Onek Valo Sheba dai tara
জীবনের প্রথম সিম বাংলালিংক,, সেই ২০০৭ সাল থেকে বাংলালিংকের সাথে আছি /থাকবো।যতই নেটওয়ার্ক খারাপ হোক তবুও বাংলালিংকের সাথে আছি 💓💓💓💓💓💓💓💓💓💓
হা হা নেটওয়ার্ক খারাপ হলে আবেগ দিয়া চলে না... ।
@@injamulhaque8124 আর যাইহোক গ্রামীণফোনের মতো বাটপার না, ডাকাতি করে না ,তাদের নেটওয়ার্ক কিছুু যায়গায় দুর্বল আছে ঠিক।তারপরও তাদের অফার গুলো ভালো
Me too 2007 theke asi😍😍
একবার USD আরেকবার BDT না বলে, সবসময়ই একই কারেন্সি বলুন ৷
বাংলালিংক যদি গ্রামে নেটওয়ার্ক বিস্তারের প্রতি আরো নজর দিত তাহলে এ অবস্থায় আসত না।
Thik
Hmmm
এখন ডেটা ইউজারদের উপর
ভর করে বাংলালিংক দাঁড়িয়ে আছে।
yes, sobai banglalink er internet babhohar kore ami nijeo o
Hmm
Yes game a ping kom pawa jay
Game ping onek valo
আমি বাংলালিংক ইউজার।বাংলালিংক এর সার্ভিস আমাকে খুব ভাল লাগে। কামনা করি তারা জেন এগিয়ে যেতে পারে।ভালবাসি বাংলালিংক কে।😍😍😍😍😍😍😍😍
Amaka onek Valo laga
ভাই আপনার কথা ঠিক কিন্তু রবি এয়ার টেল এক না হলে পাত্তাই পেত না রবি বাংলালিনকের কাছে। আর তারা এক হওয়া তে যতটা পিছিয়ে যাওয়ার কথা ছিলো ততটা পিছিয়ে যায়নি বাংলালিনক আবার ফিরে আসবে তারা আগের স্থানে আমারা আসা করি। "বাটপার গ্রামীন ধন্যবাদ বাংলালিনক "
অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এইটা জানার জন্য 😃😃😃
গ্রামিনফোন একমাত্র ছেচরা ও ছোটলোক কোম্পানি যারা নিজের বাপের টাকা মনে করে মানের মাধুরি মিসিয়ে মানুসের পকেট কাটে 😆😆 সেই হিসেবে বাংলালিংক অনেক ভালো 🥰
কিন্তু নেটওয়ার্ক খুব দুরবল ভাই
@@ahadshafin2908 They have improved their network coverage & quality a lot recently.
Right
Grameenphone na Bhai harameerphone😂
ভিডিওটি তথ্যবহুল ও চমতকার। এরকম আরো ভিডিও চাই।
গ্রামীণ আর চাপাবাজ রবির নামেই শুধু 4G কামে তারা কখনই না,
আমি বাংলালিংক ইউজ করছি সেরা মানের সেবা টাই পাচ্ছি।
কাল রাতে এই ভিডিওর নোটিফিকেশন আসছিল, আজ বিকালে ডুকে দেখি লেখা “This Video is private” । এখন আবার দিলেন 👀
Previous video had few issues so we re-uploaded the video amending those issues.
আমি তো কাল ই দেখে ফেলেছি 🙂
@@sabbirhosain6427 পার্থক্য ছিলো??
@@sabbirhosain6427 অলসতার শিকার হয়ে কাল দেখিনি, নোটিফিকেশন আসছিল । পরে বিকালে ডুকে দেখি ভিডিও প্রাইভেট করা ।
Amar o same problem hoicilo
আমি ২০০৬ থেকে বাংলালিংক ব্যবহার করছি, কিন্তু গত ২-৩ বছর তাদের নেটওয়ার্ক এত বাজে হয়েছে বলার মত না, বিভাগীয় শহরে এই অবস্থা হলে উপজেলার অবস্থা কি হবে
আরে ভাই আমরাও চালাইতাছি এখনো। সব সিম এ youtube problem হয়। কিন্তু bl এ problem নাই
@@MDRasel-js8tb ভাই আমি বাংলালিংক এর ইন্টারনেট নিয়ে কথা বলিনি, বলেছি তাদের নেটওয়ার্ক নিয়ে। আমি চট্টগ্রাম এর সিটি এলাকাই থাকি, ওই খানে ভাল করে কথা বলতে পারি নাহ, আমার গ্রামের বাড়িতে সব অপারেটর এর নেটওয়ার্ক আছে কিন্তু বাংলালিংক এর নাই। তার উপর আমি তাদের সাথে কথা বলেছি তারা ও স্বীকার করেছে তাদের নেটওয়ার্ক এখন চট্টগ্রামে দুর্বল । আশা করছি আপনাকে বুজাতে পেরেছি, ভাল থাকবেন
আগে বাংলালিংক এর বিজ্ঞাপনের জন্য অপেক্ষা করতাম।
UA-cam search দেন। অনেক পাবেন
Amio😛
I am happy and satisfied with using Banglalink since 2014.
বাংলালিংকের নেটওয়ার্ক মোটামুটি ভালো। আমি নিজেও বিগত এক বছর থেকে বাংলালিংক সিম ব্যবহার করি
আপনাদের ভিডিও এক কথায় অসাধারণ
আপনার ভিডিও গুলো ভালো। তাই subscribe করে নিলাম। এরকম চালিয়ে যেতে হবে।
Banglalink now Best oparetor
আমি নিজেও বাংলালিংক ইউজার ছিলাম। এখন Airtel এ আছি।
যেখানে অন্য সব mobile operators গুলো৷ 4G সেবা দিচ্ছে সেখানে বাংলালিংক দিচ্ছে 3G. Electricity গেলে তা 2G তে নেমে আসে।
বাংলালিংক তাদের নেটওয়ার্ক টা Strong না করে এই এলাকায় তাদের ব্যাবসা হচ্ছে না বলে তাদের টাওয়ার টা নিয়ে চলে গেছে। কিন্তু অন্য Operator গুলো ঠিকই 4G strong network service দিয়ে তাদের position ঠিক রাখছে।
ভাই গতকাল রাতে Notification পেয়ে আজ সকালে আপনার channel এ ঢুকে দেখি নাই, কেন? এখন আবার পাই 🥰😊😊
১৪ বছরের সিমটা বন্ধ করে দিয়েছি শুধুমাত্র বাজে নেটওয়ার্ক সমস্যার জন্য।
বন্ধ করার কি দরকার পটআউট করে নিলেই তো হয়ে যায়
আপনার ভিডিও এতো ভাল হয় এতো ভাল হয় এতো ভাল হয় যে না দেখে থাকতে পারি না।
*অনেক শুকরিয়া আমার অনুরোধ রাখার জন্য এডমিন*
Akta sequence cai..
Good job bro..keep it up.❤️
প্রথম প্রেম ( সিম) বাংলালিক❤️
আমি বাংলালিংক এর প্রথম দিকের গ্রাহক। উনারা পুরনো গ্রাহককে কোনো মূল্য দেয় না। সাধারণ প্যাকেজ বদলাতে পারেনি।
14-15 বছর এর সিম বন্ধ না করে পরে টেলিটক দিয়ে কাজ চালাচ্ছি।
*আপনাদের এই চ্যানেলটি ইন্টারন্যাশনাল মানের দেশীয় চ্যানেল.......**#AndroidApkMaster*
বাংলালিংক নেটওয়ারক সবার চেয়ে ভালো। গ্রামীন ছেড়ে কয়েকমাস থেকে বাংলালিংক ব্যবহার করা শুরু করেছি।
বাংলালিংক প্রথম ভালোবাসা,বাংলালিংক এর সাথেই থাকবো❤️
Just network er tower kom ei jonnoi net paina gram e
Ami O Asi By
এই ভিডিও তো গতকালকে দেখছিলাম 🤔
@Phanindra Sarkar Hmmm, that's what I was thinking 😅
Vidieo ti oshadharon cilo. Robi niye video chai.
Thanks ❤️
🤣🤣
Big fan
Vai apni akane
I was waiting for these kind of video.
Please also make videos about robi teletalk gp airtal etc
আমার ব্যবহৃত প্রথম অপারেটরের নাম বাংলালিংক। এখন পর্যন্ত বাংলালিংকই আমার অফিসিয়াল কন্টাক্ট নাম্বার। এক ধরনের মায়া বসে গেছে বাংলালিংকের প্রতি। এখনও আমি বড় সাইজের বাংলালিংক সিমটি ধরে রেখেছি, এই সিম ইনসার্ট করা যায় এরকম মোবাইল একটা কিনে রাখি পুরনো বাংলালিংক সিমটার জন্য।
শুভকামনা রইল বাংলালিংকের জন্য, আশা করি তারা প্রতিযোগীতায় টিকে থাকবে।
টেলিটক নেটওয়াক ভালো হলে টেলিটক বেবহার করতাম, আমার কাছে বাংলালিংকই সেরা।
আমি তো বাংলালিংক ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার এর জন্য। ভালোই তো আছে বাংলালিংক স্পিড সবার চেয়ে বেশি ইন্টারনেট এর দাম গ্রামীণ এর চেয়ে কম।
Hmmm
ঠিক
Hmmm
@@shuvo329 হ মামা। ভালো আছোস? বাংলালিংক চালাস হালা?
@@TopFacts4U-w5y হ বেডা।জোস নেট স্পিড।
টেলিটক নিয়ে একটি ভিডিও বানানোর জন্য অনুরোধ করছি।
Banglalink is the Best Network in Bangladesh.Internet Speed awesome.
আমি দুই কারনে বাংলালিংক ব্যবহার করি
১. তাদের নেটওয়ার্ক আমাদের এখানে অনেক ভালো৷
২. তাদের ইন্টারনেটে প্যাক অনেক সাশ্রয়ী অন্য অপারেটরদের তুলনায়।
টেলিটক/এয়ারটেল এর প্যাক দেখেন বাংলালিংক এর একটাও পছন্দ হবে না।
@@md.sazzadsiddiki4033
Telitalk er Example kon hishab e den bujhi na,shudhu offer dilei hoy na,offer use kora lage
airtel এর চেয়েও কম?
ভাইয়া রবির উত্থান ও যাত্রা নিয়ে একটি ভিডিও তৈরি করেন 😊।
আমার জীবনের প্রথম সিম ছিল বাংলালিংক। কিন্তু নিম্নমানের নেটওয়ার্ক এর কারনে বদলে ফেলেছিলাম। ২০০৮ সালে।
আমি তো বাংলালিংক সিম ব্যবহার করতেছি। ফাস্ট নেটওয়ার্ক স্পিড পাচ্ছি। gp. Robi.চালাইতাম নেটওয়ার্ক প্রব্লেম হতো যে সব জায়গায়। সেসব জায়গায় বাংলালিংক এ কোনোও প্রব্লেম নেই।
বাংলালিংক না আসলে গ্রামীনফোন এখনও ৭ টাকা ধরে মানুষের পকেট কাটত আর বাংলালিংক না এলে ফোন সেটও মানুষের হাতে হাতে আসত না । একটাই অভিযোগ কেন বাংলালিংক প্রান্তিক পর্যায়ে নেটওয়ার্ক শক্তিশালী করছে না এবং অনেক ক্ষেত্রে শহর অঞ্চলেও নেটওয়ার্ক পেতে অনেক কষ্ট হয়ে যায় ।
tobe GP bade onno sim er cheye banglalink er net speed onk tae better
Amr area ty GP ei king
@@gsempirey7675 vai gp 80% area tei king.
kintu baki sim gular tolonay banglalink valo service dey
ধন্যবাদ আপনাকে বাংলালিংক নিয়ে ভিডিও করার জন্য
I don’t know why but i love Banglalink. May one day they will become better 🙂
Hopefully ❤️
I believe that too
Most underrated UA-cam channel of Bangladesh 😕
যাইহোক বাংলালিংক আমার এলাকার সবচেয়ে প্রিয় 😘
কমদামে ডেটা এবং ভালো স্পিডের জন্য বাংলালিংক এখন সেরা
নেটওয়ার্ক ভালো না বাংলালিংক
ডেটা বেস্ট সারভিস দেয় বাংলালিংক এবং অন্য সব অপারেটর এর চাইতে কম মূল্য
আপনাদের ভিডিও ভালো লাগে। 🥰
Thank you for your appreciation & support. Keep supporting us like this.
Proudly banglalink user 💓
এই ভিডিওটি দেখার সময় হুট করে বাংলালিংকের একটা বিজ্ঞাপন এসে পড়ে
কয়েকদিন আগে বাংলাদেশে তরঙ্গ নিলাম হলো। এই তরঙ্গটা আসলে কি এবং কিভাবে কাজ করে সেই সম্পর্কে একটি ভিডিও বানালে খুশি হব। 😊
We have cordially noted your request. We will explore this topic in the future. Till then keep watching our videos.
GP er Theke Banglalink er 4G onk Fast Love You Banglalink
এদিকে বাংলালিংকের MB দিয়ে ভিডিওটি আরামসে দেখে ফেলা আমি😎
একটি তথ্যবহুল ভিডিও......
Glad you think so!
আমার মতে বাংলালিংক কোম্পানির এই ভিডিওটা ও কমেন্ট গুলো পড়া উচিত তাহলে তারা বুঝতে পারবে তাদের সমস্যা কোথায় , তানাহলে সিটিসেল এর মত হারিয়ে যেতে হবে
Aponer video gula proyojon na sarau sunte thaki 😁 theme song ar jonno.
বর্তমানে তাদের বাংলালিং সেরা internet
Gp থেকে ও ভালো।
Right vai
গ্রামীনফোন এর সিম চালাচ্ছি সেই ২০০৯ সাল থেকে এবং এয়ারটেল চালাচ্ছি যখন এর নাম ছিলো ওয়ারিদ ছিলো ও এর সিমটির উপর এখনো পুরাতন ওয়ারিদ লেখাটি আছে। তবে বাংলালিংক চালাচ্ছি কয়েক বছর ধরে তবে একটি কথা বলতেই বাংলালিংক এর কল রেট অন্যান্য কোম্পানি গুলোর চাইতে কম হলেও নেটওয়ার্ক এর অবস্থা তেমন ভালো না। গ্রাম অঞ্চলে নেটওয়ার্ক ভালো ভাবে পাওয়া যায় না। তবে বাংলালিংক এর উচিৎ তাদের নেটওয়ার্ক টাওয়ার গুলোকে বৃদ্ধি করা এবং 5G প্রযুক্তির জন্য প্রয়োজনীয় কাজ করা। নাইলে সিটিসেলের মতো এরাও একসময় হারিয়ে যাবে মার্কেট থেকে।
Amr Airtel Favorite😍 খুব ভালো Supirior Network দেয়
ভালোবাসার চ্যানেল❤️
খুব ভালই বুঝতে পারতেছি বাংলালিংক খুব দ্রুতই পড়ে যাবে কিন্তু খুব কষ্ট লাগবে, কিচ্ছু করার নাই, বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। বাংলালিংক বর্তমানে খুব খারাপ নেটওয়ার্ক।
Amar favourite sim Banglalink.
Teletalk নিয়ে video চাই
এটা সরকারি,এটা সব অপারেটরদের কন্ট্রোল করে,এটা ভাতা খেয়ে চলে,, এটার অন্য ইনকাম আছে অনেক বেশী,,এটার পথন হবেনা
Very important topic.......!👍
ভাই প্লিজ
ব্যাংকিং সেবা নিয়ে একটি ভিডিও বানান,,কারা সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে?
কাদের খরচ সবচেয়ে কম?
এইগুলার উপর ভিত্তি করে প্লিজ একটি ভিডিও আপলোড দেন। আমরা যারা ব্যাংকে একাউন্ট খুলতে চাচ্ছি তাদের জন্য খুবি উপকারী হবে আশা করি।
তবে, ইন্টারনেট স্পিড ১০০%, মানে খুবই ভাল
Call rate এখন সবচেয়ে বেশি। আকর্ষনীয় কোন ভয়েস ও ইন্টারনেটে প্যাকেজ নেই।
ভাইয়া আমার বিশেষ ভাবে অনুরোধ থাকবে
Excellent world নিয়ে একটা ভিডিও বানান....
Plz...
বাংলালিংক শেষ অকশান এ সব থেকে বেশি স্পেকটার্ম কিনছে এবং সব থেকে দামী ব্র্যান্ড এর...
সামনে শুভ দিন আসছে বাংলালিংক এর
আমি বাংলালিংক এর অনেক পুরাতন গ্রাহক,
বাংলালিংক এর নেটওয়ার্ক এবং কল ড্রপ এর জন্য বাংলালিংক খুব একটা ব্যবহার করা হয় না। শুধুমাত্র অনেক মানুষ এই নাম্বারটি জানে বলেই নাম্বারটি এখনো ওপেন রেখেছি
Bangladesh A Robi Airtel Grameenfone er thekeo vlo 4G te
Grameenfone?😂😂😂
Vodafone+Grameenphone
প্রিয় একটা চ্যানেল।
Thank you for this video
রবি নিয়ে ১টি ভিডিও বানান ভাই❤️
ওয়ারিদ টেলিকম (warid telecom) নিয়ে ভিডিও চাই।।
২০০৬ থেকে বাংলালিংক এর সাথে আছি থাকবো
বাংলালিংক বেস্ট,,রবি এয়ারটেল , গ্রামীণফোন volte সার্ভিস দিলেও,, বাংলালিংক এর স্পিড বেশি
এই লাভ বাংলালিংক 4G
বাংলালিংকে ভিওএলটিই সার্ভিস নেই 😒
লাস্ট কবে আমার ফোন থেকে ০১৯... ডায়াল করেছি সঠিক মনে নাই।
তবে বাংলালিংকের উচিত যুগোপযোগী সার্ভিস সহকারে দেশের সর্বত্র স্ট্রং নেটওয়ার্ক নিয়ে ফিরে আসা। তা না হলে রবি আর গ্রামিন কোম্পানি আমাদের জিম্মি করে দিবে।
শুভকামনা রইল বাংলালিংকের প্রতি।
Thanks bro make the video 💝💝💯💯
ওদের সিমে তো নেটওয়ার্ক পাই না, এটাই এক মাত্র কারণ
6:10 Wow what a beautiful....!
রবি এয়ারটেল নিয়ে একটা ভিডিও চাই
We are currently doing our research on Robi Axiata Limited. Once our research is finished and done with scripting, we will uploading that video. Till then keep watching our videos and continue to support us like this. Thank you your patience and support.
আমার জিবনের প্রথম ব্যবহার করা সিম বাংলালিংক দিয়ে।
অন্যান্য অপারেটরের ৩০ টাকায় ১ জিবি পাওয়া যায় কিন্তুু গ্রামীনফোনে জমি বিক্রি করেও ১ জিবি পাওয়া যায় না।
Right...
ভাই আমি কিছু বুঝি না, আমি বাংলালিংক প্রেমী ইউজার- এটা ছাড়তে পারবো না। গ্যারান্টি দিয়ে বলছিঃ যারা বাংলালিংকে মজা পেয়েছে তারা কখনো অন্য অপারেটরে যাবে না।
Please make a video on share market and stock market
আমাদের বাসায় তিনটা বাংলালিংক সিম বন্ধ পড়ে আছে প্রায় ১ বছরের মতো । শুধুমাত্র তাদের ইন্টারনেট সমস্যার জন্য