সময়টা ছিলো ২০০৬-২০০৭ এর মাঝামাঝি, তখন হাবিব মানেই আগুন ছিলো। ক্লাস টেনের সময় গুলো কখন হইতো ফিরবে না, তবে গান গুলো শুনলে নিজের আবেগ-অনুভূতি সেই ১৬ বছর বয়সে ফিরে যায়। এই গান ছিলো বলে আমাদের শৈশব সুন্দর। 😍
2000 সালের পরে যাদের জন্ম তাদের কাছে হাবিব মানে নস্টালজিক, সে সময়কার এমন কোন ছেলেমেয়ে নাই যারা হাবিবের এই গান শুনে নাই। হাবিবের প্রতিটি গান শৈশবের এক একটি স্মৃতি মনে করিয়ে দেয়। হাবিব এক জীবন্ত কিংবদন্তি❤️ #2000 এর জেনারেশন দের দেখতে চাই 🤘
কলেজ লাইফ পেরিয়ে ইউনিভার্সিটির দুয়ারে দাড়িয়ে শোনা গানটি আজ ও সেই দিনগুলোর স্মৃতি গুলো মনে পরে ইচ্ছে হয় সেই রঙিন দিনগুলো ফিরে পেতে সালটা বোধহয় ২০০৬ ঈদের আগে ছিল আজ ও মনে হয় ভটা যৌবনে আছি
যে কয়টা গান শোনার জন্য রেডিও এর সামনে অধীর আগ্রহে অপেক্ষা করতাম এই গানটা তার মধ্যে অন্যতম।২০০৬ সালের কোন একদিনে রেডিও ফুর্তিতে শুনেছিলাম প্রথম। তারপর থেকে আজো পছন্দের তালিকায় অন্যতম....স্মৃতি সুন্দর😍
আমার মনে পড়ে, আমার সেই হাইস্কুল, সোনালী অতীত, স্মৃতিবিজড়িত লাইফের কথা সকালবেলা দীর্ঘ এক ঘন্টা সাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যেতাম। কানে সাদা রং এর একটি নোকিয়া হেডফোন লাগিয়ে পকেটে নোকিয়া মোবাইলে গান বাজিয়ে হাবিব ওয়াহিদ ভাইয়ের এই গান শুনতে শুনতে সাইকেল চালাতাম । "তখন পকেট ভর্তি টাকা ছিল না, কিন্তু মনে অনেক শান্তি ছিল"😢😢😢
আমাদের আমলের সেরা একজন শিল্পী যার নাম হাবিব ওয়াহিদ ❤! আর বর্তমান কিসব গান শুনে পোলাপান হয়ে গেছে সব প্যাকেজ!হাবিব এর গান শুনে মনের ভেতর একটা অনুভূতি জাগত প্রেম জাগত!যা বর্তমান সমাজের শিল্পীদের নেই
আজ থেকে প্রায় অনেক বছর আগে রোজার ঈদের আগের দিন গানটা শুনে ছিলাম আহা সে যে কি স্মৃতি বড় ভাই ঢাকা থেকে বারি এসেছিলো কত আনন্দই না করেছিলাম এখন এই গান শুনলে সেই আগের কথা মনে পরে জায় 🙂 এই স্মৃতি কখনো ভুলার নয়🖤🖤
টাইম মেশিন হয়তো কোনো একসময় আবিষ্কার হবে বা নাও হতে পারে কিন্তু এই গানটা টাইম মেশিনের মতোই কাজ করে, শুনলে মনে হয় স্কুল লাইফে চলে আসছি। আহা কি স্মৃতি মাখা দিনগুলো 😭
না বুঝতাম প্রেম, না বুঝতাম ভালোবাসা.. ছেঁড়া শার্ট আর প্যান্ট ছাড়াই যখন ছোট বেলা কেটেছিল তখন থেকে এতটা ভালো লাগতো গানটা, মন চায় আবারো ফিরে যাই সেই লেংটা কালে 😆😅 হাস্যকর হলেও নিজের ইমশোন শেয়ার করার মাঝে আনন্দের অভাব নেই 😍🥰
Listening to this 17 yrs later and reviving the feeling used to have 17 yrs ago! This is something which can't be described in words.... Nostalgia at itz peak!
গান গুলো কৈশরের কথা মনে করিয়ে দেয়।একেকটা যেনো মাস্টারপিস।এখন কার গান গুলো আসে আর যায়।বাট এই গানগুলো যুগ যুগ ধরেই নতুন হয়ে থেকে যায়🌼🌻 এই গান গুলো মনে করিয়ে দেয় আমাদের কৈশর কত সুন্দর ছিলো😊
সে অনেক সুন্দর ভাবে গানটা বলতো, আমি মুগ্ধ হয়ে শুনতাম। আজ সে জীবন থেকে হারিয়ে গেছে,। বাট তার গাওয়া কন্ঠ আজও আমাকে স্মৃতির পাতায় ঠেলে দেয়, অনেক মিস করি ওকে। গানটা জীবন এর সাথে মিশে গেছে, শুনলেই ওর কথা মনে পড়ে।💔 গানটা আসলে সুন্দর ❤️
সেই সময় আমি ব্রাকে পড়তাম ক্লাস ৩-৪ এ। আমার গানের গলা ভালো থাকায় প্রায় আমাকে গান শোনাতে হত ক্লাশে।সেই সময় হাবিব ওয়াহিদ এর সব গান মুখস্থ ছিল আমার। পাগল ফ্যান ছিলাম তার। তাই সুজগ পাইলেই তখন এসব গান শোনাই দিতাম ক্লাশে।আহ! এসব এখন শুধুই স্রীতি।❤ আর এখন আমি MBA করে ফেলেছি।☺️
He have a booming voice, and he can depict the character through his tone 💖 . My most favorite singer on earth . There is something magical in his voice.
বাংলাদের মধ্য হাবিব ভাইয়া এমন একজন শিল্পী,, যার গান শুনে,,অনেক আবেক অনুভূতি সৃষ্টি,হয়,,আরো আরো অনেক কিছু বলার ছিলো,, যা,, প্রকাশ করা যাতছে না,,love you habib vaiya❤
আধুনিক বাংলা গানের শ্রোতা বৃদ্ধিতে হাবিবের নাম শীর্ষে। তার বাবা ফেরদৌস ওয়াহিদের নাম এক বাক্যে বলা যাবে তাঁর সময়ে (1975-1985) তিনিই সেরা। মামুনিয়া, এমন একটা মা দেনা 'র মত প্যারালাল গান তখনকার দিনে ছিল না। ট্যালেন্ট ট্যালেন্ট তৈরি করেছে। জন্মসূত্রে কেউ ট্যালেন্ট হয় না। ধন্যবাদ ওয়াহিদ ভাই।
যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাবো এক জগতে! মেয়ে কথা না কও, নেয়ে ফিরে না চাও, সঙ্গী করে নাও আমাকে...❤️ Oh Habib, Your songs live in our lovestory...❤️
2006 e shuntam...shei class 9 e Habiber Shono! Album ta kini.shei somoy prothom preme porechilam ek Afghanistani foreigner er.shudhu ganguli shuntam.aha ki onuvuti!!!💜💜💜
তখন আমি নোকিয়া 7610 ব্যাবহার করতাম আব্বা আনছিল বিদেশ থাকে লুকায় লুকায় পকেটে করে নিয়ে বের হয়ে কি মাইরটাই না খাইতাম আহ কি মধু মাখা দিন আজ কোথায় গেল। এখন কার পোলাপানের টিকটল দেখলে মনে হয় ধনুষ্টঙ্কার রোগী। এই গান টা খাতায় লিখে মুখস্ত করছিলাম
সময়টা ছিলো ২০০৬-২০০৭ এর মাঝামাঝি, তখন হাবিব মানেই আগুন ছিলো। ক্লাস টেনের সময় গুলো কখন হইতো ফিরবে না, তবে গান গুলো শুনলে নিজের আবেগ-অনুভূতি সেই ১৬ বছর বয়সে ফিরে যায়। এই গান ছিলো বলে আমাদের শৈশব সুন্দর। 😍
২০০৬ এ তখন ক্লাস ৯ এ পড়তাম। রিকশাতে উঠলেই হেড ফোন কানে দিয়ে গান টা শুনতাম। আহা কি যে ভালো লাগা কাজ করতো সেটা বলে বা লিখে প্রকাশ করার মত না।
@@horribletalkies138 আপনি 2008 ব্যাচ এস, এস, সি?
Same to you
@@sharminakter7776 আহা সে কি অনুভূতি। আপনি এস,এস,সি কত তম ব্যাচ ছিলেন।
@@sahadatrana85 2007
আমি হাবিবের গান 2003 শুনে আসছি। আমার একমাত্র শিল্পী তিনি। যার গান শুনতে শুনতে এখন আমি হাবিবের মত গান গাইতে পারি
একদম কেরেট বেটা
Amio same gangai same Habib wahid
❤❤❤
২০০৬ সালে রোজার ঈদে ক্যাসেটটি শুনেছিলাম, তাও ঈদের আগেরদিন রাতে কেনাকাটা করতে যেয়ে,এখনো সেইম অনুভূতি।
২০২০ এ কেউ আছেন 🤘
এটা ২০০৬ সালের গান নাকি
Ami tokhon matro prymarite pori r tokhon thekey Habib Amar fvt
yes broo i also. i became habib after hearing this song in 2006. still when i hear this song, i go back in 2006.
Yes bro same feelings 2006 er
Boss habib❤❤❤❤❤❤❤❤❤
Nostalgia ❤2008-2009 a sunechilam gaanta. Ufff sei sob smriti😔 love from INDIA🇮🇳
2000 সালের পরে যাদের জন্ম তাদের কাছে হাবিব মানে নস্টালজিক, সে সময়কার এমন কোন ছেলেমেয়ে নাই যারা হাবিবের এই গান শুনে নাই। হাবিবের প্রতিটি গান শৈশবের এক একটি স্মৃতি মনে করিয়ে দেয়। হাবিব এক জীবন্ত কিংবদন্তি❤️
#2000 এর জেনারেশন দের দেখতে চাই 🤘
👌
👍
R akjon asy bhai , Kaya
Habib kaya balam tausif.
আমি আছি
প্রাইভেটের টাকা মেরে হাবিবের ক্যাসেট কিনতাম। ওয়াকম্যানের ব্যাটারী ড্যাম হয়ে গেলে অদ্ভুত সাউন্ড হত, তবুও শুনতাম। অদ্ভুত সেই দিনগুলো হারিয়ে গেল, বুড়িয়ে গেলাম...
😭😭😥
Exactly. Etto boro Walkman carry kortam amra 😀😀. Ahhha Walkman gula keno jotney rekey dilam na miss it ♥🎶
রাইট ভাই
ভাই স্যাম
আপনার সাথে একটু কথা বলা যাবে
হায়রে ২০০৬ কত না সুন্দর ছিল দিন গুলো
যদি সেই ২০ বছর বয়সে ফিরে যেতে পারতাম! সেইস্মৃতিগুলো মনের মণিকোঠায় রেখে দিলাম
R hbe na
হাবিব ভাইয়ের গান শুনেই আমি প্রথম প্রেমে পড়ি ২০০৯ সালে তখন আমি হাবিব ভাইয়ের অন্ধ বক্ত ছিলাম সেই হারানো৷ দিন গুলিই ছিল জিবনের শ্রেষ্ঠ দিন
hmm
আমি এখনো হাবিব ওয়াহিদের ভক্ত
@@roksanacooking❤
দুই বন্ধু মিলে জীবনে এই এ্যালবামটাই একমাত্র কিনছিলাম। প্রথম এই গানটাই বারবার শুনে মুখস্থ করছিলাম। আহ স্মৃতি!
2024 এসে এটা আবার শুনা হলো… যে ফিল
old is gold
Old is real Gold. I am also Listening.... 19.06.2024 ( 01:26)
১০ ১৫ ২০২৪ আমি ও❤❤❤
গানটা শুনলে ১৫ বছর বয়সি চাঞ্চল্য জিবনের কথা গুলো মনে পড়ে যায়।
Nostalgia
- এটা গান না ,এ যেনো অন্যরকম অনুভূতি 🤟🥰
প্রিয় শিল্পী হাবিব ভাই 🥰🤟
My favourite Bengali song at the moment. Much love from Nigeria. Ami tomake Bhalobashi Bhai. :)
😇
❤️
❤️
Love💞 from Bangladesh 🇧🇩 Do you know bangla language?
@@AfsorAhmed Hein ami bangali kotha bolte pari
2024 anyone 😢!
🖐🏻
🖐️
Yes, I am
Daily shuni
✋
কলেজ লাইফ পেরিয়ে ইউনিভার্সিটির দুয়ারে দাড়িয়ে শোনা গানটি
আজ ও সেই দিনগুলোর স্মৃতি গুলো মনে পরে
ইচ্ছে হয় সেই রঙিন দিনগুলো ফিরে পেতে
সালটা বোধহয় ২০০৬ ঈদের আগে ছিল
আজ ও মনে হয় ভটা যৌবনে আছি
চোট বেলায় আসিফের বক্ত চিলাম.. যখন যুবক হলাম তখনি এই এলবাম টা রিলিজ আমার জিবনটাকে রোমাঞ্চকর করে দিলো হাবিব আর বালামের গানে...
হাবিব ভাইয়ের জায়গায় তো আর
অন্য কাউকে বসানো সম্ভব না।
সেই ২০০৫ সাল থেকে মনের অন্তস্থ থেকে ভালোলাগা।
যে কয়টা গান শোনার জন্য রেডিও এর সামনে অধীর আগ্রহে অপেক্ষা করতাম এই গানটা তার মধ্যে অন্যতম।২০০৬ সালের কোন একদিনে রেডিও ফুর্তিতে শুনেছিলাম প্রথম। তারপর থেকে আজো পছন্দের তালিকায় অন্যতম....স্মৃতি সুন্দর😍
Tomar kase Kono fm radio recording ase
আমার মনে পড়ে,
আমার সেই হাইস্কুল, সোনালী অতীত, স্মৃতিবিজড়িত লাইফের কথা সকালবেলা দীর্ঘ এক ঘন্টা সাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যেতাম। কানে সাদা রং এর একটি নোকিয়া হেডফোন লাগিয়ে পকেটে নোকিয়া মোবাইলে গান বাজিয়ে হাবিব ওয়াহিদ ভাইয়ের এই গান শুনতে শুনতে সাইকেল চালাতাম ।
"তখন পকেট ভর্তি টাকা ছিল না, কিন্তু মনে অনেক শান্তি ছিল"😢😢😢
আমাদের আমলের সেরা একজন শিল্পী যার নাম হাবিব ওয়াহিদ ❤!
আর বর্তমান কিসব গান শুনে পোলাপান হয়ে গেছে সব প্যাকেজ!হাবিব এর গান শুনে মনের ভেতর একটা অনুভূতি জাগত প্রেম জাগত!যা বর্তমান সমাজের শিল্পীদের নেই
কই হারিয়ে গেলো আগের সুন্দর সোনালী দিনগুলো।। গানটায় যে প্রাণ আছে তা মনকে পাগল করে দেয়।।একদম জীবন্ত অনুভূতি।
কালজয়ী সৃষ্টি😍,কখনোই পুরনো হবে না।
picchi thakte vat er moto giltam gaan ta 💙
বাংলাদেশের গানের আধুনিকতায় হাবিব ওয়াহিদেই প্রথম হাতে ঘড়ি।
হাতেখড়ি,,,
Agree
right
right 🤗🤗
wrong.... Bangladeshi gan '90 এর দশক থেকেই আধুনিক
band গুলো তার উদাহরন, যাদের গান ৩০ বছর পরেও concert কাপাতে চলে...
হাবিব বালাম আরো সম্বৃদ্ধ করেছে
17 years have passed but still it's the best one of Habib🖤
কলেজ পিকনিকে বাসের ভিতর এই গান শুনে কি পরিমান আনন্দ করছি। সত্যি অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গানটার সাথে।
গান গুলো শুনলে সেই ১৬, ১৭ বয়সে ফিরে যাই যদি আবার ১০ ১২ বছর সেই আগের দিন গুলোতে ফিরে যেতে পারতাম ,
thik bolsen akdom......
i hope 2009 a jata partam
Afsos......Tokhn chilam class six e may be 2007...
Still now atto valo lage ajke sune mone hoitase sei age tay chole gelam.....
Wow...boss...nice comments
Oi time r kichu amn song ar link or name bolte parben?
আজ থেকে প্রায় অনেক বছর আগে রোজার ঈদের আগের দিন গানটা শুনে ছিলাম আহা সে যে কি স্মৃতি বড় ভাই ঢাকা থেকে বারি এসেছিলো কত আনন্দই না করেছিলাম
এখন এই গান শুনলে সেই আগের কথা মনে পরে জায় 🙂
এই স্মৃতি কখনো ভুলার নয়🖤🖤
সেম টা আমার ও ভাই
Same..onk bochor age rojar Eid er memory ganta🙂💔
বাংলাদেশের আধুনিক গানের জনক,, হাবিব ওয়াহিদ,, (নতুন প্রজন্ম)
ঠিক বলেছেন ❤
ৱাইট
বালাম ভাই কে ভুলে গেলে চলবে না আমাদের
wrong.... Bangladeshi gan '90 এর দশক থেকেই আধুনিক
band গুলো তার উদাহরন, যাদের গান ৩০ বছর পরেও concert কাপাতে চলে...
হাবিব বালাম আরো সম্বৃদ্ধ করেছে
আমরা যারা ২০০০ সালের পর জন্মেছি তাঁদের কাছে এই গান মানেই অন্যরকম এক অনুভূতি।
২০২৪ এ কারা কারা এই দারুণ গানটা শুনছেন আওয়াজ দিন।
Me all time suni
Right
শুনতেছি
❤❤❤❤❤❤❤❤❤ l Love song ❤❤❤
🫶
যখন এসএসসি দিছি ২০০৬ এ,তখন এই গানটা শুনছিলাম এরপর আর কখনো শুনি না।আজ আবার শুনলাম।আগের মতো নতুন লাগছে!ভাল্লাগে
SSC '06 Khulna Zilla School
HSC '08 Khulna City College
ক্লাস ৬ থেকে শুনি গানটা। টিফিনের টাকা দিয়া আরমান আলিফের মতো আবেগ কিনতাম না হাবিবের গানের ক্যাসেট কিনতাম
ওরে বাপ্রে বাপ😁😑
আপনি ও আমার মত
Sera kotha bolcen vai.
Same you bro
Best comment...vlo lagse
এখনো পর্যন্ত হাবিবের একটা গান খুঁজে পেলাম না, যেটা শুনে আপনার বিরক্ত লাগবে। এক কথায় অসাধারন।
ঘুইরা ফিরা ২০০৫/০৬ এর দিকে করা পাঁচ-সাতটা গান।
তাছাড়া প্রায় বেশিরভাগই বিরক্তিকর+হাস্যকর!
টাইম মেশিন হয়তো কোনো একসময় আবিষ্কার হবে বা নাও হতে পারে কিন্তু এই গানটা টাইম মেশিনের মতোই কাজ করে, শুনলে মনে হয় স্কুল লাইফে চলে আসছি। আহা কি স্মৃতি মাখা দিনগুলো 😭
12 বছর আগে শুনে শুনে মুখস্থ করে ক্লাসে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গেয়েছি আবার আজ 23 শুনে সেই দিনের কথা গুলি চোখের সামনে ভাসছে।
আহা ঐ দিনগুলি! 😞
চোখের পলকে হারিয়ে গেলো...
sei din r asne na fire 😢😢😢
এই গানগুলো শুনার জন্য তখন রেডিওতে অপেক্ষা করতাম 😍 সোনালী দিনগুলো এখনো মনে পরে❤❤
Me too 🥺🥺🥰
আমার মনেহয় ওনার মতো গান আর কেউ গাইতে পারবেনা এই সময়ে
ওনার গানগুলো যে কি পরিমান অসাধারণ
না বুঝতাম প্রেম, না বুঝতাম ভালোবাসা.. ছেঁড়া শার্ট আর প্যান্ট ছাড়াই যখন ছোট বেলা কেটেছিল তখন থেকে এতটা ভালো লাগতো গানটা, মন চায় আবারো ফিরে যাই সেই লেংটা কালে 😆😅
হাস্যকর হলেও নিজের ইমশোন শেয়ার করার মাঝে আনন্দের অভাব নেই 😍🥰
Thik vai
🌺❤️🥰🙏
আমার মনের কথা বলছো ভাই
কিছু না লিখে আর পারলাম না সেই 2006 এর কথা মনে করিয়ে দিলেন ভাই । মনের কথাগুলো বলে দিলেন😊😊
Listening to this 17 yrs later and reviving the feeling used to have 17 yrs ago!
This is something which can't be described in words.... Nostalgia at itz peak!
২০০৫ থেকে শুনে আসছি❤
🎉❤
এই গানটা নিয়ে একটা স্মৃতি আছে আমার জিবনে। কি এক্টা সময় কাটিয়ে আসছি। ভালবাসা অবিরাম @Habib Wahid 💜❤️
This song has trans, electronic and folk flavour, Awesome Music....need More...💙💙💙💙love from 🇮🇳
This song released in 2006, but it is still my favourite.
সাল ২০০৮ । কলেজে সাংস্কৃতি অনুষ্ঠানে গানটা শুনেছি। ১৩ বছর হয়েছে কিন্তু ফিলিংসটা আগের মতোই রয়ে গেছে❤️
কি গান রে ভাই, মন ছুয়ে যায় যা ভাষায় প্রকাশ করার মতো না। ❤
২০২৪, জানুয়ারি মাস! এখনো গানটির আকর্ষণ এতটুকু কমে নি! হাবিব একটা আবেগের নাম। ❤
আমি ও
কমেন্ট রেখে গেলাম, হয়তো ১০০ বছর পর কেউ এসে দেখবে কি মাস্টারপিস আবেগী গান শুনে আমরা অনেক রাত কাটিয়ে দিয়েছি❤️🙂
কি কমেন্ট করলিরে ভাই 😢🙏🙏
সালটা ২০০৬ যখন হাবিবের এই অ্যালবামটা রিলিজ হয় তখন দশম শ্রেণিতে পড়ি। পড়ার ফাকে হঠাৎ সুর দিয়ে উঠতাম হৃদয়ের প্রাণ মোহনায় ভেসে যাবো আজ দুজনায়........ সত্যিই সময়গুলো অনেক সুন্দর ছিলো।
Ami tokhon 1 e portam
SSC '06 Khulna Zilla School
HSC '08 Khulna City College...
কলেজের নবীনবরণ অনুষ্ঠানে হাবিবের গান "ভালোবাসবো বাসবো রে, জাদু,
২০০৫ এ প্রথম শুনেছিলাম গানটি,,,,।।।।তাও যুক্তরাষ্ট্র থেকে,,,তখন থেকেই হাবিবের গান খুব ভালো লাগে
তাই নাকি? তো দেশের বাড়ি কোথায় এখানে?
Ai song to 2006 er..
Apni ki agei sune felesen....
এই গানের এলবামতো রিলেজ হয়েছে ২০০৬ সালে শোন এলবাম আর আপনি বলছেন ২০০৫
Abal
ফালতু
৫/৬ বছর আগে এমন গান হয়তো কেউ আমাদের উপহার দিতে পারে নাই।
এখন ও হাবিব ভাই এর মতো কেউ এই রকম গান আমাদের মাজে উপহার দিতে পারবে না। 🖤🤍
হাবিব মানেই আমার হারিয়ে যাওয়া সেই সুখময় বাল্যকালের স্মৃতি ❤❤
Wow
👍
সেই আগের মত হারিয়ে গেলাম গুরু হাবিব ভাই। ২০২০ এপ্রিলেও শুনছি। সেই ফিলিংস।
Right
আগে এই গান গুলো অনেক শুমতাম,,, এখনও শুনি,,, গান গুলো শুনলে মনটা পুরো ভালো হয়ে যায়,, 🥰🥰
ha akon o onek valo lage
@@roksanacooking❤
Ki sound designing bhai!! Marattok ekta gaan ❤❤
হাবিব ওয়াহিদ এর গান যতই পুরোনো হোক না কেন শুনলে মনে হয় এই তো কালই রিলিজ হয়েছে হয়ত! লিজেন্ড মিউজিশিয়ান বাংলাদেশের❤
Ayub Bachchu sir once said, "When you listen to Habib's music, you can truly feel the heart of Bengali music."
গান গুলো কৈশরের কথা মনে করিয়ে দেয়।একেকটা যেনো মাস্টারপিস।এখন কার গান গুলো আসে আর যায়।বাট এই গানগুলো যুগ যুগ ধরেই নতুন হয়ে থেকে যায়🌼🌻
এই গান গুলো মনে করিয়ে দেয় আমাদের কৈশর কত সুন্দর ছিলো😊
Ufff I was in class 6. Allah what a colorful day those were!!!!
Now I understand why my parents love old songs.
exactly!
Habib Wahid is emotion❤️... প্রত্যেকটা গান একেকটা স্মৃতি নিয়ে বেড়ায়।🥺❤️
Retro music video, nature focused, no nudity, nice tone. That was in early 2000s bengali music industry. Can you believe it
সেই সব দিনে ফিরে যেতে চাই আবার। এই গানগুলোর জন্য ভালোবাসা কোনোদিন কমবে না💘
কোন এক ঈদ এর আগে গানটা রিলিজ হয়েছিল। আজ ২/৫/২০২২, ঈদ এর আগের দিন গানটা শুনছি। এখনো সেই সেইম ফীলিংস... আহা
ভিডিও কোয়ালিটি যদি হয় 180p,আর গানটা ২৪ সালে এসেও 4k ultra just🔥🔥
আহ্,সেই ২০০৭ সাল, ক্লাস নাইনে, কি ভাবে যে দিন গুলো স্বপ্নের মত কেটে গেল 😢😢
সে অনেক সুন্দর ভাবে গানটা বলতো, আমি মুগ্ধ হয়ে শুনতাম।
আজ সে জীবন থেকে হারিয়ে গেছে,। বাট তার গাওয়া কন্ঠ আজও আমাকে স্মৃতির পাতায় ঠেলে দেয়, অনেক মিস করি ওকে।
গানটা জীবন এর সাথে মিশে গেছে, শুনলেই ওর কথা মনে পড়ে।💔
গানটা আসলে সুন্দর ❤️
আচ্ছা 🎼🌸
💔💔❤️❤️❤️💔💔💔💔💐💐💐🌹🌹❤️🩹❤️🩹❤️🩹
@@mukta29may😊
কোথায় হারিয়ে গেল সেই শৈশব কৈশোরের স্মৃতিকাতর হাবিব ওয়াহিদ তার এখনকার গান শুনলে বাবু খাইছো অথবা টিকটকের পোলাপাইনদের মত গান মনে হয় !!!
একদম মনের কথা বলছেন ভাই। হাবিবের আগের গানের সাথে এখনকার গান আকাশ পাতাল ব্যাবধান।
@@abusaniansimon9106 ❤️❤️❤️
ছোট বেলা থেকে শুনেছি...অনেক বছর পর আবার শুনলাম.....কখনও পুরানো হবেনা...২০২২....২৭ ফেব্রুয়ারি...
হাবিব এর এই গানটা অদ্ভুত ধরনের মায়া কাজ করে সবসময়। সত্যিই অসাধারণ। ২০২৪ এসে কেও কি এই গানের প্রেমে আসক্ত আছেন?
This song is so underrated. This song deserves at least 200k likes
তোমার কথা ভেবে ভেবে গানটা শুনি 😅 কেন যে ছেড়ে চলে গেলি 😢 এখনো অনেক ভালোবাসি মেহেনাজ তোমায় ,😭😭
2021-2024
এ যেন একটা জাদু রে ভাই, হাবিবের সব গানই এতো সুন্দর যে মনকে অনেক emotional করে দেয়। আমার মনে হয় এই রকম হাবিব হওয়াটা অস্বাভাবিক ব্যাপার।
কেউ কি আছো যে ২০২১ e শুনছো? লাইক দিয়ে যাও তো দেখি এখনও এর কেমন সাড়া আছে❤️❤️
❤️❤️
Me 😍
@@protyoysarkar83 Llllllll
@@protyoysarkar83 l
@@protyoysarkar83 l
2023 কে কে শুনেছেন তারা লাইক দিন,
আরো আগেও সুনছি
😢😢😢
Ken
Ami ajk UA-cam aisa full song ta sunlam r always e akto jaiga suni shorts e 😅
আমি
সেই সময় আমি ব্রাকে পড়তাম ক্লাস ৩-৪ এ। আমার গানের গলা ভালো থাকায় প্রায় আমাকে গান শোনাতে হত ক্লাশে।সেই সময় হাবিব ওয়াহিদ এর সব গান মুখস্থ ছিল আমার। পাগল ফ্যান ছিলাম তার। তাই সুজগ পাইলেই তখন এসব গান শোনাই দিতাম ক্লাশে।আহ! এসব এখন শুধুই স্রীতি।❤
আর এখন আমি MBA করে ফেলেছি।☺️
এতো তীব্র অনুভূতি শুধু বাংলা গানেই সম্ভব
প্রিয় শিল্পী, প্রিয় গান ❤️
He have a booming voice, and he can depict the character through his tone 💖 . My most favorite singer on earth . There is something magical in his voice.
How strange English?
❤
হাবিবের গান সেই ২০১০ সালেও শুনতাম আর এখন ২০২১ সালে এসেও শুনছি।।
২০০৫ থেকে শুনি🌺
বাংলাদের মধ্য হাবিব ভাইয়া এমন একজন শিল্পী,, যার গান শুনে,,অনেক আবেক অনুভূতি সৃষ্টি,হয়,,আরো আরো অনেক কিছু বলার ছিলো,, যা,, প্রকাশ করা যাতছে না,,love you habib vaiya❤
আধুনিক বাংলা গানের শ্রোতা বৃদ্ধিতে হাবিবের নাম শীর্ষে।
তার বাবা ফেরদৌস ওয়াহিদের নাম এক বাক্যে বলা যাবে তাঁর সময়ে (1975-1985) তিনিই সেরা। মামুনিয়া, এমন একটা মা দেনা 'র মত প্যারালাল গান তখনকার দিনে ছিল না।
ট্যালেন্ট ট্যালেন্ট তৈরি করেছে। জন্মসূত্রে কেউ ট্যালেন্ট হয় না।
ধন্যবাদ ওয়াহিদ ভাই।
Ore 😍
One of most favorites in College days back in 2007-08.
15 years gone in a flash!!
হাবিব/বালাম এর প্রতিটা গানের সাথে জমে আছে ছোটবেলার অনেক স্মৃতি ❤️
আজকালের গান থেকে কি পরিমান ভিন্ন সেইটা দেখে অবাক, ছোট থাকতে শুনছিলাম আজ 2024 এ আসি আবার শুনতেছি, এই গান এবং এই গান পছন্দ করা মানুষ দের পছন্দ করি
যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাবো এক জগতে!
মেয়ে কথা না কও, নেয়ে ফিরে না চাও,
সঙ্গী করে নাও আমাকে...❤️
Oh Habib, Your songs live in our lovestory...❤️
2006 e shuntam...shei class 9 e Habiber Shono! Album ta kini.shei somoy prothom preme porechilam ek Afghanistani foreigner er.shudhu ganguli shuntam.aha ki onuvuti!!!💜💜💜
২০২৪ এ কে কে শুনছেন ??🤩
Me
✋✋✋✋
আমি ❤
আমি
হ্যাঁ আমি স্পেশাল,
কারন আমি হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত!
আলহামদুলিল্লাহ্.!'🌹🌹🌹
দ্বীন প্রচারের নামে সস্তা লাইক সাপোর্ট আদায় করে ভন্ডামি বন্ধ কর ভন্ডর বাচ্চা ভন্ড..
তখন আমি নোকিয়া 7610 ব্যাবহার করতাম আব্বা আনছিল বিদেশ থাকে লুকায় লুকায় পকেটে করে নিয়ে বের হয়ে কি মাইরটাই না খাইতাম আহ কি মধু মাখা দিন আজ কোথায় গেল। এখন কার পোলাপানের টিকটল দেখলে মনে হয় ধনুষ্টঙ্কার রোগী। এই গান টা খাতায় লিখে মুখস্ত করছিলাম
Bhai same
thik bolsen vaiya
@@kaziummehabibasuha4151 হুম
হাহা... ঠিক বলছেন। সেই সোনালি দিনগুলোর ফিলিংস কখনোই পাবে না এখনকার ধনুষ্টংকার আক্রান্ত প্রজন্ম।
ha 🤗🤗🤗🤗😂
৮ বছর পর গানটা শুনা, কোন এক রিলস ভিডিও দেখার পর,
সত্যি গায়ের পশম গুলা ধারায় গেছে💥
হটাৎ এই গানটি on repeat গাচ্ছিলাম without any reason। তাই শুনতে চলে এলাম❤। Those were the songs that had vibe of songs ❤️❤️❤️...
I am watching this in 2021, I love this song. It gives me that same goosebumbs.
2024 vai eta ki gan, na onno kichu❤
গানটি শুনলে সেই শৈশবের সোনালি দিনগুলোর কথা মনে পড়ে যায় 😞💕💕
অন্যরকম অনুভূতি,, অজানা এক শান্তির রাজ্যে হারিয়ে যাই💕💕💕
হাবিব ভাই সবসময় ভালোবাসা ❤️😍😍
কেনো যানি না এই গান গুলো এত ভালো লাগে❤
সেই ক্লাস সিক্স থেকে এই গানটা শুনে আসছি🥰🥰🥰কখনো পূরনো পূরনো হবার নয়
*কালজয়ী গানের প্রিয় শিল্পী রা যেন কোথায় হারিয়ে গেল, শিল্পী হারিয়ে গেলেও গান বুকে জড়িয়ে আছে লাখো, কোটি ভক্ত,,,*
এই গানটা শুনলে আগের অনেক কথা মনে পড়ে সেই ২০০৬ সালের কথা
বিয়ে বাড়িতে এই গান চালু হলে যে নাচা নাচতাম, ক্লাস ২ তে পড়তাম। ২০০৫ সালের ঘটনা।
কারো গাড়িতে চড়লে এই গান টাই চালাতে বলতাম।
পুরোনো দিনে ফিরে গেলাম!!
শৈশবের জীবন এর এই গান গুলো দায়ী,, এই গান গুলো শুনে মনের ভিতর আবেগ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে শৈশব জীবন এ 😍
The golden era we have passed 😢
2020 তে এসে শুনছি। ভীষন nostalgic হয়ে যাচ্ছি।
হাবিব ভাই❤️ এই গানগুলো কখনোই পুরোনো হবে না❤️
ছেলেবেলা থেকে এই গানটা শুনে আসছি। হাবিব মানেই আবেগ। ♥️