আমি এই ভুলের বাস্তব উদারণ। ক্লাস 2 থেকে ক্লাস 9 পর্যন্ত সকল পরীক্ষায় প্রথম হয়েছি। কিন্তু ক্লাস 9 এ উঠার পর আমার মধ্যে পরিবর্তন আসে। আমার মনে থাকে আমি তো ভালো ছাত্রী আর আমার একটু পড়লেই হবে। কাল পড়ব,পরশু পড়ব করতে করতে যখন অর্ধবার্ষিক পরীক্ষার একমাস বাকী তখন স্কুলে না গিয়ে বাসায় পড়া শুরু করলাম। কিন্তু তখনও আমি অবহেলা করতাম,কিছুই ভালো করতে পড়তাম না। তারপর পরীক্ষায় আমি কিছুই পারিনি,অনেক কম মার্ক উঠে,নিজের পারা বিষয়ও অনুশীলনের অভাবে ভুলে যায়। ফাস্ট গার্ল লুজারে পরিণত হয়। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর হাঁউমাঁউ করে কেঁদে উঠি। তখন চোখ দিয়ে জল পড়ে আর নিজের ভুলগুলো চোখে ভেসে উঠে।সত্যিই অনেক একা আর নিরীহ মনে হচ্ছিল আমার,নিজের উপর অনেক রাগ হচ্ছিল। কিন্তু এখন আমি আর লুজার হতে চাই না।আমি এখন পরিশ্রম করতে শুরু করেছি। খুব বেশিদিন আগের ঘটনা নয় কিন্তু এটি। মাত্র ১৫ দিন আগে ঘটে যাওয়া আমার ক্ষুদ্র জীবনের এই দুর্বিষহ দিন। আসলে আমি এখন একটি প্রয়োজনীয় থ্রিওয়রি নেটে খুজছিলাম। তখন আপনার ভিডিওটি দেখতে পাই। অনেক ভালো লাগল আপনার কথাগুলো। আর মনের চাপা কষ্টগুলো আপনাদের কাছে বলতে পেরে আমার মন হালকা হয়েগেছে। কিন্তু এখনো আমার সেই ভুলগুলো মনে হলে চোখ দিয়ে অজোরে পানি পড়তে থাকে। নিজের উপর নিজের এত রাগ হচ্ছিল যে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু তখনই মনে এখনো সময় শেষ হয়নি ; আমি যদি চেষ্টা করি তবে নিজের হারানো সাফল্য ফিরিয়ে আনতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নিজের শ্রম আর নিজের মেধায় সাফল্য অর্জন করতে পারি। আর আমার এই ভুল থেকে আমি এই শিক্ষাই পাই, পড়ালেখার ক্ষেত্রে ফাকি দেওয়া একবারেই উচিত নয়। কারণ আমি তো গত ৮ বছর ধরে ক্লাসে ফাস্ট হচ্ছি কিন্তু এবার খারাপ রেজাল্ট করার কারণে আমার প্রতি সবার আচরণ যেন পাল্টে গেছে ; সবাই যেন আমাকে ঘৃণা করছে,তুচ্ছ জ্ঞান করছে। তো যাই হোক এটার আমার ভুল তো শাস্তি ভোগ তো আমাকেই করতে হবে। আর্শীবাদ করবেন সবাই।
আপনার অভিজ্ঞতা ও উপলব্ধির কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্যে আপনাকে ধন্যবাদ। আপনি যে ভিডিওটি থেকে অনুপ্রাণিত হয়েছেন এটা জেনে আমরা আনন্দিত। আপনাকে আপনার জন্যে প্রার্থনা করি যেন আপনি আপনার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবারো সফল শিক্ষার্থী হতে পারেন।
আপনি আমার মনের কথা এবং বাস্তবতাকে লেখার মধ্যে তুলে ধরেছেন আমিও আপনার মত একসময় ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত সকল ক্লাসে প্রথম বা দ্বিতীয় হতাম শেষ পর্যন্ত এসএসসিতে টেনেটুনে ৩.৫৬ প্রায় সাইন্স গ্রুপ থেকে। এটা ছিল ২০১১ সালের ঘটনা। সর্বশেষ আমি এই খারাপ রেজাল্টের কারণে পড়ালেখা ছাড়তে বাধ্য হয়েছি পরবর্তীতে আর পড়ালেখা করতে ভালো লাগতো না এখন আমি মালয়েশিয়া প্রবাসী। তবে আপনার জন্য আমি দোয়া করি আপনি আপনার মেধা আর চেষ্টার সর্বোত্তম ব্যবহার করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দেবেন।
এই মনে করার কাজটা একটু চোখ বন্ধ করে করুন, ভালো কনসেনট্রেশন পাবেন। আরো ভালো হয় যদি চোখ বন্ধ করে কয়েকবার ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবারে পুরো মনোযোগের সাথে কথাগুলো বলে নামাজে দাঁড়ান। কী, নামাজে আগের চেয়ে ভালো মনো্যোগ পাচ্ছেন না? আপনাকে অভিনন্দন, আপনি চমৎকারভাবে মেডিটেশন সম্পন্ন করেছেন!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত ছিলাম পরিক্ষা নিয়ে কিন্তু আপনার কথা গুলো শোনার পরে আমি নতুন ভাগে এগিয়ে যাওয়ার উদ্যম আগ্রহ পেয়েছি।একটা সময় আমি ভাবতাম আমার ভিতরে কোনো চিন্তা চেতনা নেই। মানসিক দুসচিন্তা ভুগতাম কিন্তু এখন আমার উদ্দেশ্য এবং লক্ষ আমি খুজে পেয়েছি
প্রত্যেক শিক্ষার্থী দের ভিডিও টি দেখা উচিত। এই ৫ টি ভুলের অধিকারী শিক্ষার্থীদের মাঝে আমিও একজন। নিজেকে নিয়ে সবসময় নেতিবাচক চিন্তা করতাম। কিন্তু ভিডিও টি থেকে পাওয়া মোটিভিশন কথাগুলো এবং সমস্যা সমাধানের উপায় গুলো আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। 🙂 আমার জীবন থেকে ভুলগুলো আমি শুধরে নেব। 🙂 In Sha Allah 😊❤ Thank you Madam to give us a nice video gift. ❤
আপনার একেকটা শব্দের উচ্চারণ যেন আমার বুকে এসে গেঁথেছে!! এতটা ভালো লেগেছে আমার,, 😍😍একেকটা লাইন একেকটা নতুন আশার প্রদীপ!! Never give up in life, go ahead with hope and self-confidence!! In the end,, we have to move forward with faith in the creator Allah 🥰🥰😍😍😍😍😍 Thank you so much!! No word to say something... 😭😥🥺🥺🥺
*পৃথিবীতে সবথেকে বেস্ট মেডিটেশন হলো নামাজ এর ওপরে কোন কিছুই নেই সুতরাং যদি মেডিটেশন করতেই হয় তাহলে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর আল্লাহর কাছে চান তাহলে অবশ্যই আপনাকে সাহায্য করবেন।*
হ্যাঁ, আমি আসলেই পরীক্ষার আগে অতটা পড়ালেখা করি না। আমি মোটামোটি পড়েই ভালো রেজাল্ট করতে পারি। আসলে আমি খুবই নেতিবাচক চিন্তা-ভাবনা করি। সেটার কথা নাহলে বাদ দিলাম। আমার সহপাঠী অনেক আছে বন্ধুও আছে। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড শুধু ২ জন। একজন আছে ভালো। ভালো বলতে আমি নিজের সমস্ত কথা ওর সাথে শেয়ার করি ওউ করে। আমরা ২ জন পারফেক্ট বেস্ট ফ্রেন্ড সবকিছুতেই দুইজনের একত্র হতে হবেই। কিন্তু যে আরেকজন সে আজকে আমার সাথে যা করেছে, তার পরেই আমি ভিডিও টি দেখেছি। প্রকৃত বন্ধুতো সে হয় যে বিপদে পড়লে পাশে থাকবে, সাহায্য করবে। কিন্তু আমার ফ্রেন্ড আমাকে আরো বিপদের মুখে ঠেলে দেয়। আমি খেয়াল করে দেখেছি যে, ও যখন আমার ফ্রেন্ড ছিল না তখন আমি খুব ভালো রেজাল্ট করতাম। নিজের রোল ১ বানাতে না পারলেও ১ম সারিদের শিক্ষার্থী ছিলাম। ইভেন এখনো আছি। তবে আগে আরো ভালো ভালো নম্বর পেতাম। আসলে আমার যথেষ্ট মেধা থাকার সত্ত্বেও আমি নিজেকে ভালো পর্যায়ে নিতে পারছি না। যতই ভাবি ওর সাথে ফ্রেন্ডশিপ রাখবোনা তাও আমি পারি না। অনেক দিনের ফ্রেন্ডশিপ তো, তাই ছাড়তে পারছি না। আর ওদের সাথে মেশার পর থেকে আমার মধ্যে আচরণের, লেখাপড়ার পরিবর্তন আসে। যাই হোক, সামনে বার্ষিক পরীক্ষা সবাই দোয়া করবেন। যাতে পরীক্ষায় ভালো করতে পারি। ধন্যবাদ।
আমি গত বছর কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলাম।আবার ভর্তি পরীক্ষাও দিয়েছিলাম,কিন্তু করোনার কারণে নেয়া হয় নি।খুব কষ্ট পেয়েছিলাম তখন,😑😐
অসাধারণ একটি ভিডিও...যা সকল শিক্ষার্থীদের দেখা উচিত এবং নিজের নেতিবাচক চিন্তা ভাবনা নিজের থেকে ঝেড়ে ফেলা উচিত....তাই আমি এই চ্যানেলের Creator কে অনেক ধন্যবাদ জানাই...
কথা গুলো শুনে চোখ দিয়ে পানি চলে আসল😔😔এই কথা শুনে মনে মনে ভাবলাম আমি কথাই? আমার জীবন ত পুরাই এলোমেলো😅কেউ যদি বলে তুমি পারবেনা,, কি করবে পরিক্ষায়?তখন পড়া লেখা আর করতে ইচ্ছা করে নাহ,,, আবার কেউ যদি বলে তুমি পারবে সবাই পারলে তুমি কেন পারবে নাহ?তখন মনে হই সব কিছু বাদ দিয়ে পড়া লেখা করি😇আজকে আপনাদের ভিডিও দেখে খুব ভাল লাগলো 😘😘,,এখন মন খারাপ হল আগে কেন ভিডিও তা দেখলাম নাহ😪এখন নিজের জীবন নিজেই গুছিয়ে নিব🤗🤗
আসসালামু আলাইকুম, আপনার কথা আমার অনেক বেশি ভালো লাগছে, আমি এই ভিডিও তার সাথে নিজেকে মিলিয়ে দেখেছি, আমার এই বিষয় গুলো ভালো করে ভাবিনি তাই আমরা নিজের কাছে নিজে ব্যর্থ হয়।কিন্তু আপনার কথা গুলোয় আমার ব্রেনকে নাড়া দিয়েছে,আমি আমার নিজের উপর নির্ভর করতে পারছি
Meditation এর সময় মন কে স্থির করার জন্য যদি আমি আমার ইসলাম ধর্মের কোনো শান্ত মিউজিক শুনি এটা কি মন শান্ত করার সময় কোনো অসুবিধা করবে নাকি আমার উপকার ই হবে? This video was totally mind refreshing ❤️👍
মন শান্ত বা স্থির করার জন্যে আপনি অন্য কোনো শান্ত মিউজিক শুনতেই পারেন, তবে সেটা অন্য সময়। মেডিটেশন যেহেতু আধ ঘন্টার একটি কমপ্যাক্ট অডিও, তাই এতে থাকা নির্দেশনা/নিয়ম অনুসরণ করাটাই উত্তম এবং যথেষ্ট।
এই কথা গুলোর মধ্যে থেকে আমার সাথে একটা কথার মিল খুঁজে পাইছি আর সেটা হচ্ছে পরিক্ষা আগে আমার কোনো রকম টেনশন হয় না আর রেজাল্ট ও ভালো হয় আলহামদুলিল্লাহ... ☺️
আপনার ভিড়িওগুলো দেখে আগের থেকে আরো অনেক বেশি আত্ববিশ্বাসী হয়ে গেছি। জীবনের লক্ষ্য ঠিক রেখে চললেই ইনশাআল্লাহ একদিন সফল হবো। এই ধরণের ভিড়িও সব শিক্ষার্থীর দেখা উচিত, যারা নিজেদের জীবনের লক্ষ্য টাই ঠিক করতে পারে না। Thanks a lot for sharing this tipe of video🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ,, আমি খুব খুশি হইছি তোমার ভিডিওটা পেয়ে,,আমি তোমার কথা গুলো মানার চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছে,, তুমি আমার জন্য দোয়া কইরো,,আমি ক্লাস দশম শ্রেণিতে পরি,,আমি যেন ভালো রেজাল্ট করতে পারি,,আর আমার বন্ধুরাও যেন ভালো রেজাল্ট করতে পারে,, ওরাও পরালেখায় খুব ভালো,,আপু ভালো থেকো, আর আমাদের জন্য দোয়া করিও 💕❤️💓💞💞👍👍👍
ধন্যবাদ এ ভিডিও আমার খুব কাজে লেগেছে। আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। এখন আমার সবসময়ই কানে বাজে,আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি নিজে গড়ব।❤️❤️
👍🙏 আপনাদের উপস্থাপনা খুব ভালো। গলার কণ্ঠস্বর অতি মধুর। ভাষা জ্ঞান ও যথেষ্ট উন্নত। মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার ক্ষেত্রে এই চ্যানেলটি সত্যিই প্রশংসনীয়।
মনোযোগ নিয়ন্ত্রণ করা বড়ই কষ্টকর।যখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এসেছে।কিন্তু মেডিটেশন আসলেই অনেক উপকারী একটি মাধ্যম।আর আজ এই ভিডিও টা দেখার পর আরও ভালো লেগেছে আর আমি আমার সকল বান্ধবীকে এই ভিডিওটি শেয়ার করেছি।অনেক অনেক ধন্যবাদ💜💜💜
4:30 অনেক খোঁজার পরেও এই গবেষণার কোন রেজাল্ট কোন রিসার্চ পেপার কোন ভেরিফাইড সোর্স পেলাম না॥ অনেকের মধ্যে এটা হতে পারে একটা মিথ যা কিনা বলতে বলতে প্রচলন হয় গিয়েছে।
আমার সাথে একটা ঘটনা হয়েছে ক্লাস ৭ এ রোল ১ ছিল বাট মোবাইল দেখে পড়াশোনার প্রতি মনোযোগ কমে যায় মনে করি পরীক্ষার আগে পরলেই হবে এখন বুঝতে পারি কি ভুল করেছি যে বেস্ট ফেন্ড আগে আমার সাথে চলতো যার জন্য এত কিছু করতাম সে এখন রোল ১ এর সাথে চলে আমাকে ১ প্রকার দেখতেই পারে না বলতে গেলে অনেক কান্না করি ৩ টা পার্বিক পরীক্ষা চলে গেলো তবুও আর রোল ১ হতে পারলাম না ৪ থেকে আর ১ টা পার্বিক পরীক্ষা আছে কি করবো বুঝতেছি না আমি পারি সবই মোটামুটি কিন্তু পরীক্ষায় দিয়ে আসতে পারি না যার কারনে রোল অনেক পিছে চলে যাচ্ছে আর একটা ফাইনাল পরীক্ষা আছে আমি কিভাবে আমার রোল ১ করবো বা পারবো একটা রুটিন প্লিজ এবং লেখা দ্রুত করবো কিভাবে পিল্জ সমাধান বা সাহায্য করুন 😭😭
This is the best motivation video I have seen.every student should watch this video. It will helpful for us.thank you for giving us such a nice motivational video.
আমার উদ্দেশ্য যদি ভালো হয় এবং আমি যদি আল্লাহর পথে চলি,৫ ওয়াক্ত নামাজ পড়ি আর একজন ভালো মনের মানুষ হয়ে থাকি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার উদ্দেশ্য সফল করবে
নারী কণ্ঠ টি খুব সুন্দর। ভালো লাগে শুনতে।আমার স্কুল জীবনে এক সহপাঠিনী ছিল।তার নাম রাবেয়া। রাবেয়ার কণ্ঠস্বর এর মত লাগে শুনতে। নারী কণ্ঠ যার তার নাম কি জানতে পারি?
vedio ti thaka onk kisu shikhlam,,,,,,acn nijar vul gulo bujhte parsi,,,ami j asi ta nia ai amk valo result krte hobe,,,,annar sathe ar tulona noi,,,,,,,,,,inshaallah,,,,,,,,,thank u for this vedio,,,,every student should watch this vedio🙂🙂🙂🙂💖💖💖💖
আমি এই ভুলের বাস্তব উদারণ।
ক্লাস 2 থেকে ক্লাস 9 পর্যন্ত সকল পরীক্ষায় প্রথম হয়েছি। কিন্তু ক্লাস 9 এ উঠার পর আমার মধ্যে পরিবর্তন আসে।
আমার মনে থাকে আমি তো ভালো ছাত্রী আর আমার একটু পড়লেই হবে।
কাল পড়ব,পরশু পড়ব করতে করতে যখন অর্ধবার্ষিক পরীক্ষার একমাস বাকী তখন স্কুলে না গিয়ে বাসায় পড়া শুরু করলাম। কিন্তু তখনও আমি অবহেলা করতাম,কিছুই ভালো করতে পড়তাম না।
তারপর পরীক্ষায় আমি কিছুই পারিনি,অনেক কম মার্ক উঠে,নিজের পারা বিষয়ও অনুশীলনের অভাবে ভুলে যায়।
ফাস্ট গার্ল লুজারে পরিণত হয়।
পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর হাঁউমাঁউ করে কেঁদে উঠি।
তখন চোখ দিয়ে জল পড়ে আর নিজের ভুলগুলো চোখে ভেসে উঠে।সত্যিই অনেক একা আর নিরীহ মনে হচ্ছিল আমার,নিজের উপর অনেক রাগ হচ্ছিল।
কিন্তু এখন আমি আর লুজার হতে চাই না।আমি এখন পরিশ্রম করতে শুরু করেছি। খুব বেশিদিন আগের ঘটনা নয় কিন্তু এটি।
মাত্র ১৫ দিন আগে ঘটে যাওয়া আমার ক্ষুদ্র জীবনের এই দুর্বিষহ দিন। আসলে আমি এখন একটি প্রয়োজনীয় থ্রিওয়রি নেটে খুজছিলাম। তখন আপনার ভিডিওটি দেখতে পাই।
অনেক ভালো লাগল আপনার কথাগুলো।
আর মনের চাপা কষ্টগুলো আপনাদের কাছে বলতে পেরে আমার মন হালকা হয়েগেছে।
কিন্তু এখনো আমার সেই ভুলগুলো মনে হলে চোখ দিয়ে অজোরে পানি পড়তে থাকে। নিজের উপর নিজের এত রাগ হচ্ছিল যে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু তখনই মনে এখনো সময় শেষ হয়নি ; আমি যদি চেষ্টা করি তবে নিজের হারানো সাফল্য ফিরিয়ে আনতে পারি।
সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নিজের শ্রম আর নিজের মেধায় সাফল্য অর্জন করতে পারি।
আর আমার এই ভুল থেকে আমি এই শিক্ষাই পাই, পড়ালেখার ক্ষেত্রে ফাকি দেওয়া একবারেই উচিত নয়।
কারণ আমি তো গত ৮ বছর ধরে ক্লাসে ফাস্ট হচ্ছি কিন্তু এবার খারাপ রেজাল্ট করার কারণে আমার প্রতি সবার আচরণ যেন পাল্টে গেছে ; সবাই যেন আমাকে ঘৃণা করছে,তুচ্ছ জ্ঞান করছে। তো যাই হোক এটার আমার ভুল তো শাস্তি ভোগ তো আমাকেই করতে হবে।
আর্শীবাদ করবেন সবাই।
আপনার অভিজ্ঞতা ও উপলব্ধির কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্যে আপনাকে ধন্যবাদ। আপনি যে ভিডিওটি থেকে অনুপ্রাণিত হয়েছেন এটা জেনে আমরা আনন্দিত। আপনাকে আপনার জন্যে প্রার্থনা করি যেন আপনি আপনার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবারো সফল শিক্ষার্থী হতে পারেন।
আপু আপনার মতো আমার সেইম একি অবস্থা,
Amra sobai jen balu kore poralekha kortepari
আমার ও একই অবস্থা
আপনি আমার মনের কথা এবং বাস্তবতাকে লেখার মধ্যে তুলে ধরেছেন আমিও আপনার মত একসময় ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত সকল ক্লাসে প্রথম বা দ্বিতীয় হতাম শেষ পর্যন্ত এসএসসিতে টেনেটুনে ৩.৫৬ প্রায় সাইন্স গ্রুপ থেকে। এটা ছিল ২০১১ সালের ঘটনা। সর্বশেষ আমি এই খারাপ রেজাল্টের কারণে পড়ালেখা ছাড়তে বাধ্য হয়েছি পরবর্তীতে আর পড়ালেখা করতে ভালো লাগতো না এখন আমি মালয়েশিয়া প্রবাসী।
তবে আপনার জন্য আমি দোয়া করি আপনি আপনার মেধা আর চেষ্টার সর্বোত্তম ব্যবহার করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দেবেন।
"আমি বিশ্বাসী
আমি সাহসী
আমি পারি
আমি করব
আমার জীবন,আমি গড়ব" - খুব ভালো, আমি কথাটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবো
hmm
Hmm
Hmmm
ঠিক
Paribona a kota ti bolibona ar
অসাধারণ! প্রতিটি শিক্ষার্থীরই ভিডিওটা দেখা উচিত। নিজেকে নিয়ে নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকার দারুণ একটা মেসেজ!
ধন্যবাদ। তবে বাকি চারটি ভুলও কিন্তু কম ক্ষতি করে না!
777
You are right
R8
Yeh
বেস্ট মেডিটেশন হল নামাজ । নামাজের আগে মনে করতে হবে আমি শুধু চেষ্টা করতে পারি। দেবার মালিক রাব্বুল আলামিন। তিনি উত্তম প্রতিদানকারি।
এই মনে করার কাজটা একটু চোখ বন্ধ করে করুন, ভালো কনসেনট্রেশন পাবেন। আরো ভালো হয় যদি চোখ বন্ধ করে কয়েকবার ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবারে পুরো মনোযোগের সাথে কথাগুলো বলে নামাজে দাঁড়ান। কী, নামাজে আগের চেয়ে ভালো মনো্যোগ পাচ্ছেন না? আপনাকে অভিনন্দন, আপনি চমৎকারভাবে মেডিটেশন সম্পন্ন করেছেন!
রাইট
God er nam korun mon santo kore.hore krishna
nice
@@suklamistry7834 আপনি ঠিক বলেছেন
1. নেতিবাচক চিন্তা ভাবনা না করা
2. সঠিক বন্ধুত্ব
3. লক্ষ্য স্থির করা
4. নিয়মিত পড়ালেখা করা
5 . পরীক্ষার সময় ভয় না পাওয়া
ভিডিওটি দেখার জন্য শুকরিয়া। আমাদের সাথেই থাকুন।
Yes
আলহামদুলিল্লাহ, আমার ক্ষেত্রে মেডিটেশনের কাজটি করে দিয়েছে নামাজ আর আমার রবের ইবাদাত।
🖤🖤🖤
❤❤❤❤❤
Right
💙💙
Subhan Allah
Right
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত ছিলাম পরিক্ষা নিয়ে কিন্তু আপনার কথা গুলো শোনার পরে আমি নতুন ভাগে এগিয়ে যাওয়ার উদ্যম আগ্রহ পেয়েছি।একটা সময় আমি ভাবতাম আমার ভিতরে কোনো চিন্তা চেতনা নেই। মানসিক দুসচিন্তা ভুগতাম কিন্তু এখন আমার উদ্দেশ্য এবং লক্ষ আমি খুজে পেয়েছি
সালাত ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর
প্রত্যেক শিক্ষার্থী দের ভিডিও টি দেখা উচিত। এই ৫ টি ভুলের অধিকারী শিক্ষার্থীদের মাঝে আমিও একজন। নিজেকে নিয়ে সবসময় নেতিবাচক চিন্তা করতাম। কিন্তু ভিডিও টি থেকে পাওয়া মোটিভিশন কথাগুলো এবং সমস্যা সমাধানের উপায় গুলো আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। 🙂
আমার জীবন থেকে ভুলগুলো আমি শুধরে নেব। 🙂
In Sha Allah 😊❤
Thank you Madam to give us a nice video gift. ❤
শোকর আলহামদুলিললাহ
ধন্যবাদ, আপনাকে চমৎকার উপলব্ধিমিশ্রিত মন্তব্যের জন্যে।
Your most welcome 😊
এটিই সত্য কথা। আমি আগে নিজেকে অনেক খারাপ মনে করতাম। এরকম চেয়ে অনেক খারাপ হয়ে ওঠা যায়।
আপনার একেকটা শব্দের উচ্চারণ যেন আমার বুকে এসে গেঁথেছে!! এতটা ভালো লেগেছে আমার,, 😍😍একেকটা লাইন একেকটা নতুন আশার প্রদীপ!! Never give up in life, go ahead with hope and self-confidence!! In the end,, we have to move forward with faith in the creator Allah 🥰🥰😍😍😍😍😍 Thank you so much!! No word to say something... 😭😥🥺🥺🥺
Thanks for your kind comment.
আপনার অনুভূতি গুলো পুরো আমার মতো
আপনার gratitude আর প্রশংসার ধরণও খুবই মিষ্টি আর মনকাড়া 🖤
*পৃথিবীতে সবথেকে বেস্ট মেডিটেশন হলো নামাজ এর ওপরে কোন কিছুই নেই সুতরাং যদি মেডিটেশন করতেই হয় তাহলে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর আল্লাহর কাছে চান তাহলে অবশ্যই আপনাকে সাহায্য করবেন।*
হ্যাঁ, আমি আসলেই পরীক্ষার আগে অতটা পড়ালেখা করি না। আমি মোটামোটি পড়েই ভালো রেজাল্ট করতে পারি। আসলে আমি খুবই নেতিবাচক চিন্তা-ভাবনা করি। সেটার কথা নাহলে বাদ দিলাম। আমার সহপাঠী অনেক আছে বন্ধুও আছে। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড শুধু ২ জন। একজন আছে ভালো। ভালো বলতে আমি নিজের সমস্ত কথা ওর সাথে শেয়ার করি ওউ করে। আমরা ২ জন পারফেক্ট বেস্ট ফ্রেন্ড সবকিছুতেই দুইজনের একত্র হতে হবেই। কিন্তু যে আরেকজন সে আজকে আমার সাথে যা করেছে, তার পরেই আমি ভিডিও টি দেখেছি। প্রকৃত বন্ধুতো সে হয় যে বিপদে পড়লে পাশে থাকবে, সাহায্য করবে। কিন্তু আমার ফ্রেন্ড আমাকে আরো বিপদের মুখে ঠেলে দেয়। আমি খেয়াল করে দেখেছি যে, ও যখন আমার ফ্রেন্ড ছিল না তখন আমি খুব ভালো রেজাল্ট করতাম। নিজের রোল ১ বানাতে না পারলেও ১ম সারিদের শিক্ষার্থী ছিলাম। ইভেন এখনো আছি। তবে আগে আরো ভালো ভালো নম্বর পেতাম। আসলে আমার যথেষ্ট মেধা থাকার সত্ত্বেও আমি নিজেকে ভালো পর্যায়ে নিতে পারছি না। যতই ভাবি ওর সাথে ফ্রেন্ডশিপ রাখবোনা তাও আমি পারি না। অনেক দিনের ফ্রেন্ডশিপ তো, তাই ছাড়তে পারছি না। আর ওদের সাথে মেশার পর থেকে আমার মধ্যে আচরণের, লেখাপড়ার পরিবর্তন আসে। যাই হোক, সামনে বার্ষিক পরীক্ষা সবাই দোয়া করবেন। যাতে পরীক্ষায় ভালো করতে পারি।
ধন্যবাদ।
আফসোস! ম্যাম এই কথাগুলো যদি আগে জানতে পারতাম। তবুও এখন থেকে চেষ্টা করবো ম্যাম। অনেক অনেক অনেক ধন্যবাদ।
Oshadaron video thanks a lot.
tnx
উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ
আমি গত বছর কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলাম।আবার ভর্তি পরীক্ষাও দিয়েছিলাম,কিন্তু করোনার কারণে নেয়া হয় নি।খুব কষ্ট পেয়েছিলাম তখন,😑😐
নামায পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দিবে ইং সাআল্লহ
অসাধারণ একটি ভিডিও...যা সকল শিক্ষার্থীদের দেখা উচিত এবং নিজের নেতিবাচক চিন্তা ভাবনা নিজের থেকে ঝেড়ে ফেলা উচিত....তাই আমি এই চ্যানেলের Creator কে অনেক ধন্যবাদ জানাই...
যথার্থই বলেছেন। ধন্যবাদ!
কথা গুলো শুনে চোখ দিয়ে পানি চলে আসল😔😔এই কথা শুনে মনে মনে ভাবলাম আমি কথাই? আমার জীবন ত পুরাই এলোমেলো😅কেউ যদি বলে তুমি পারবেনা,, কি করবে পরিক্ষায়?তখন পড়া লেখা আর করতে ইচ্ছা করে নাহ,,, আবার কেউ যদি বলে তুমি পারবে সবাই পারলে তুমি কেন পারবে নাহ?তখন মনে হই সব কিছু বাদ দিয়ে পড়া লেখা করি😇আজকে আপনাদের ভিডিও দেখে খুব ভাল লাগলো 😘😘,,এখন মন খারাপ হল আগে কেন ভিডিও তা দেখলাম নাহ😪এখন নিজের জীবন নিজেই গুছিয়ে নিব🤗🤗
সত্যিই অসাধারণ ভিডিও,,, শিক্ষার্থীদের জন্য অনেক উপযোগী 👌👌👌
ধন্যবাদ
আমি বিশ্বাসী।
আমি সাহসী।
আমি পারবো।
আমি করব।
আমার জীবন
আমি গড়বো। ইনশাআল্লাহ❤️❤️
Thank you so much. 🥰
আমাদের দোআ ও শুভকামনা রইল
অবশ্যই চেষ্টা করব। ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ্
ম্যাম এত সুন্দর করে বুঝালেন
আলহামদুলিল্লাহ্
চেষ্টা করবো
ইনশাআল্লাহ
আর আল্লাহ্ আপনার মনের নেক আশা গুলো পূরণ করুক
অনেক দোয়া রইলো
আমি এসএসসি-২২ এর পরীক্ষার্থী,এই সময়টা বিভিন্ন হতাশার মধ্যে দিয়ে কাটছে। ভিডিও টি দেখে উপকার হলো, ধন্যবাদ।
কোন বিভাগের?
অনেক অনেক ধন্যবাদ ম্যাম❤️❤️এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য।এই ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপুর্ন।সব ছাত্র-ছাত্রীর এটা দেখা প্রয়োজন।
যথার্থই বলেছেন। ধন্যবাদ!
Right
আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন । এটা সবার দেখা ও শোনা উচিত এবং নিজের জীবন কে বদলানো উচিত.....🤗
ঠিক বলেছেন। ধন্যবাদ।
অনেক সুন্দর ভিডিওটা আমার পড়াশোনার আগ্রহ বেড়ে গেল । 😊
আগের থেকেও আরো বেশি । আপনার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ 😇
Feeling proud to be a member of Quantum family 😍🥰
সাথে থাকার জন্যে আপনাকে অভিনন্দন!
Thank you quantum .... I read in class 4 . this video is very very very helpful for me and other students ..
Thank you dear for watching our video. We congratulate you to join us in this early age. Stay with us, always.
আসসালামু আলাইকুম, আপনার কথা আমার অনেক বেশি ভালো লাগছে, আমি এই ভিডিও তার সাথে নিজেকে মিলিয়ে দেখেছি, আমার এই বিষয় গুলো ভালো করে ভাবিনি তাই আমরা নিজের কাছে নিজে ব্যর্থ হয়।কিন্তু আপনার কথা গুলোয় আমার ব্রেনকে নাড়া দিয়েছে,আমি আমার নিজের উপর নির্ভর করতে পারছি
ওয়ালাইকুমুস সালাম। ভিডিওটি আপনার কাজে এসেছে জেনে আমরা আনন্দিত।
ভিডিওটির জন্য অনেক কল্পনা ভাবনা research করা লেগেছে। অনেক ভাল লাগলো
জ্বি, ধন্যবাদ!
খুবই সাহায্যকারী এই ভিডিও 🤗।
খুব ভালো লাগলো। ধন্যবাদ ☺️।
খুব ভালো ৫টি উপায়। সবার জানা উচিত এ ৫টি উপায়। দোয়া করবেন এ ৫টি উপায়গুলো যেন অনুসরণ করতে পারি।
যথার্থই বলেছেন। ধন্যবাদ!
ভালো মেডিটেশন হলো নামাজ💗💗
বাহ্ সুন্দর বলেছেন তো আপি😍❤️
অসাধারণ, অতুলনীয় 🥀❤️
খুব সুন্দর, ও গুরুত্ব পূর্ণ, সাজেশন, আলহামদুলিল্লহ, শুকরিয়া, আমিন,
যদি,তোর,,ডাক, শুনে,না,আসে তবে,
একলা,চলোরে,,,
উপরের, চোখে,তো, পৃথিবী, সুন্দর,,,
তা,,,আমরা, খুব সুন্দর, ভাবে, উপলব্ধি
করি,, কিন্তু,আরো, বেশী, উপলব্দী,করা,
যায়,, মনের,চোখ দিয়ে, মনের ক্যমরায়,
ধারণ, করতে,পারলে,আরো, বেশী,
সুন্দর,, উপলব্দী করা যায়, সুবহানআল্লাহ, আমিন,
একেবারে মন ছুঁয়ে গেল।প্রতিটি শিক্ষার্থী ই এটা দেখা উচিত।
যথার্থই বলেছেন। ধন্যবাদ!
এই ভিডিওটি করার জন্য ধন্যবাদ।
আপনি দয়া করে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে একটি রুটিন এর ভিডিও বানাবেন।
স্কুল ও টিউশন সব করে কোন কোন সময় পড়া উচিত।
আমরা চেষ্টা করছি।
Meditation এর সময় মন কে স্থির করার জন্য যদি আমি আমার ইসলাম ধর্মের কোনো শান্ত মিউজিক শুনি এটা কি মন শান্ত করার সময় কোনো অসুবিধা করবে নাকি আমার উপকার ই হবে? This video was totally mind refreshing ❤️👍
মন শান্ত বা স্থির করার জন্যে আপনি অন্য কোনো শান্ত মিউজিক শুনতেই পারেন, তবে সেটা অন্য সময়। মেডিটেশন যেহেতু আধ ঘন্টার একটি কমপ্যাক্ট অডিও, তাই এতে থাকা নির্দেশনা/নিয়ম অনুসরণ করাটাই উত্তম এবং যথেষ্ট।
@@QuantumMethod ধন্যবাদ।
তাহলে মেডিটেশন এর সময় শান্ত ভাবে মিউজিক ছাড়া করাটাই উত্তম।
এই কথা গুলোর মধ্যে থেকে আমার সাথে একটা কথার মিল খুঁজে পাইছি আর সেটা হচ্ছে পরিক্ষা আগে আমার কোনো রকম টেনশন হয় না আর রেজাল্ট ও ভালো হয় আলহামদুলিল্লাহ... ☺️
আপনাকে অভিনন্দন!
@@QuantumMethod ধন্যবাদ
অশেষ ধন্যবাদ আপনাকে ♥️
ভিডিওটা দেখার জন্যে আপনাকেও ধন্যবাদ।
আপনার ভিড়িওগুলো দেখে আগের থেকে আরো অনেক বেশি আত্ববিশ্বাসী হয়ে গেছি। জীবনের লক্ষ্য ঠিক রেখে চললেই ইনশাআল্লাহ একদিন সফল হবো। এই ধরণের ভিড়িও সব শিক্ষার্থীর দেখা উচিত, যারা নিজেদের জীবনের লক্ষ্য টাই ঠিক করতে পারে না। Thanks a lot for sharing this tipe of video🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
শোকর আলহামদুলিল্লাহ্! সহৃদয় মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ
আলহামদুলিল্লাহ! এই ভিডিও আমার দেখা সেরা একটা 💖💖।আমি এই ভিডিও প্রত্যেকটা কথা আমার জীবনে প্রয়োগ করব ইনশাআল্লাহ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
আমিও শুরু করেছি।please pray for me
আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ,, আমি খুব খুশি হইছি তোমার ভিডিওটা পেয়ে,,আমি তোমার কথা গুলো মানার চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছে,, তুমি আমার জন্য দোয়া কইরো,,আমি ক্লাস দশম শ্রেণিতে পরি,,আমি যেন ভালো রেজাল্ট করতে পারি,,আর আমার বন্ধুরাও যেন ভালো রেজাল্ট করতে পারে,, ওরাও পরালেখায় খুব ভালো,,আপু ভালো থেকো, আর আমাদের জন্য দোয়া করিও 💕❤️💓💞💞👍👍👍
আপনার বাচন ভঙ্গি দেখে মুগ্ধ হলাম। ভাল থাকবেন নমস্কার
ধন্যবাদ এ ভিডিও আমার খুব কাজে লেগেছে। আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। এখন আমার সবসময়ই কানে বাজে,আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি নিজে গড়ব।❤️❤️
শোকর আলহামদুলিললাহ।
"আমি বিশ্বাসী
আমি সাহসী
আমি পারি
আমি করবো
আমার জীবন
আমি গড়বো"..... ❤️❤️
ধন্যবাদ এরকম একটা শিক্ষণীয় ভিডিও বানার জন্য আমি অনেক টেনশনে ছিলাম পরীক্ষা নিয়ে। 🙂🙂🙂
02:20 আমি বিশ্বাসী
আমি সাহসী
আমি পারি
আমি করব
আমার জীবন আমি গড়ব।
আমি এসব চিন্তায় ভুগতেছিলাম। এখন মনে হচ্ছে আমি পারব। ধন্যবাদ।
জ্বি, আলহামদুলিললাহ
Alhamdulillah 😊 thanks
👍🙏 আপনাদের উপস্থাপনা খুব ভালো। গলার কণ্ঠস্বর অতি মধুর। ভাষা জ্ঞান ও যথেষ্ট উন্নত। মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার ক্ষেত্রে এই চ্যানেলটি সত্যিই প্রশংসনীয়।
আপনার চমৎকার উপলব্ধিমিশ্রিত মন্তব্যের জন্যে ধন্যবাদ।
আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দেবেন।
ASSALAMU A'LAIKUM.
This video touched my heart. Got a lot of inspiration. Excellent. Pray for me.
Keep going! Go forward.
Thank you didi ai video ta dekhanor jonno
Alhamdulillah! Thanks for your motivation! I'll try my best in my life !!
Thanks for watching and our wishes and prayers for your success.
সত্যি কথা বলতে আজ প্রথম একটা কাজের ভিডিও দেখলাম 😔 আপনাকে অসংখ্য ধন্যবাদ। ☺️ THANKS
ধন্যবাদ
Onek upokar korlen api selurt apnake👏👏👏
Masha Allah ❤ amr life er best motivation 😊 amr moddhe o ei vulgulo ache.. Ajke theke ei vulgulo shudre newar ceshta korbo insha allah ❤🎉
ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য শুকরিয়া, আপনার জন্য দোআ ও শুভকামনা রইল ।
I am read in class 7. It's a helpful video. It help me in my study. Thanks, I think Quantum Foundation is for all to help them in various reasons. 😇🙂
শোকর আলহামদুলিল্লাহ্! আমাদের সাথে থাকার জন্যে আপনাকেও ধন্যবাদ।
জিবনের সেরা উপদেশগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই ভিডিওটি। অনেক ধন্যবাদ❤️
শুকরিয়া।
মনোযোগ নিয়ন্ত্রণ করা বড়ই কষ্টকর।যখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এসেছে।কিন্তু মেডিটেশন আসলেই অনেক উপকারী একটি মাধ্যম।আর আজ এই ভিডিও টা দেখার পর আরও ভালো লেগেছে আর আমি আমার সকল বান্ধবীকে এই ভিডিওটি শেয়ার করেছি।অনেক অনেক ধন্যবাদ💜💜💜
ভিডিওটি দেখেছেন এবং অন্যদের সাথে শেয়ার করেছেন এজন্যে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
@@QuantumMethod আপনাদেরকেও ধন্যবাদ💜💜💜
ধন্যবাদ। ❤️
কথাগুলো একদম সত্য।
জ্বি, ধন্যবাদ!
Didi onek onek dhonnobad.. Amero Aki obostha. Per 6ilam na ami classr first.. Apni Ja bollen serkomi amer obostha.. Thank you very much Didi...
Thanks 😇
4:30
অনেক খোঁজার পরেও এই গবেষণার কোন রেজাল্ট কোন রিসার্চ পেপার কোন ভেরিফাইড সোর্স পেলাম না॥
অনেকের মধ্যে এটা হতে পারে একটা মিথ যা কিনা বলতে বলতে প্রচলন হয় গিয়েছে।
আলহামদু লিল্লাহ
আগেই ( সময়মতই)কোয়ান্টামের সান্নিধ্য পেয়েছিলাম
আমার সাথে একটা ঘটনা হয়েছে ক্লাস ৭ এ রোল ১ ছিল বাট মোবাইল দেখে পড়াশোনার প্রতি মনোযোগ কমে যায় মনে করি পরীক্ষার আগে পরলেই হবে এখন বুঝতে পারি কি ভুল করেছি যে বেস্ট ফেন্ড আগে আমার সাথে চলতো যার জন্য এত কিছু করতাম সে এখন রোল ১ এর সাথে চলে আমাকে ১ প্রকার দেখতেই পারে না বলতে গেলে অনেক কান্না করি ৩ টা পার্বিক পরীক্ষা চলে গেলো তবুও আর রোল ১ হতে পারলাম না ৪ থেকে আর ১ টা পার্বিক পরীক্ষা আছে কি করবো বুঝতেছি না আমি পারি সবই মোটামুটি কিন্তু পরীক্ষায় দিয়ে আসতে পারি না যার কারনে রোল অনেক পিছে চলে যাচ্ছে আর একটা ফাইনাল পরীক্ষা আছে আমি কিভাবে আমার রোল ১ করবো বা পারবো একটা রুটিন প্লিজ এবং লেখা দ্রুত করবো কিভাবে পিল্জ সমাধান বা সাহায্য করুন 😭😭
This is the best motivation video I have seen.every student should watch this video. It will helpful for us.thank you for giving us such a nice motivational video.
Thank you! keep your support to us.
আলহামদুলিল্লাহ,,, আপু অনেক ভালো লাগলো,,, অনেক অনেক ধন্যবাদ,,
আপনাকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।
ধন্যবাদ
ব্যাকগ্রাউন্ড মিউজিক নাদিলে ভালো হতো
Right Inshallah dowa koiren apu❤❤❤❤
মনে লাগার মতো 🖤💜💙💚💛❤️❣️💟💕💞💓💗💖💝💘
অসাধারণ একটি ভিডিও দেখে অনেক ভালো লাগলো ,যারা জীবনে সফল হতে চাই , অনুপ্রেরণা হিসেবে ভিডিও টা দেখা উচিত
ভিডিওটির গুরুত্ব অনুধাবন করার জন্য আন্তরিক শুকরিয়া জানাই । আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দেবেন।
আমার উদ্দেশ্য যদি ভালো হয় এবং আমি যদি আল্লাহর পথে চলি,৫ ওয়াক্ত নামাজ পড়ি আর একজন ভালো মনের মানুষ হয়ে থাকি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার উদ্দেশ্য সফল করবে
এত ভালো লাগে আপনার কথা গুলো যা বলে বুঝানো যাবে না,,
শোকর আলহামদুলিল্লাহ্।
Positivity
Thanks Quantum Foundation ❤️❤️
Thank you too for being with us.
Awww I am a student of class 8. It is very helpful for me. Really appritiated!
We are happy knowing that you feel this video helpful to you. Stay with us, always.
অসাধারণ! প্রতিটি শিক্ষার্থীর এই ভিডিওটা দেখা উচিত।
ধন্যবাদ, আপনার চমৎকার মন্তব্যের জন্য । আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দেবেন।
এক কথায় অসাধারণ 🙂🙂🙂🙂
ধন্যবাদ।
ইনশাআল্লাহ, আমি এই কাজগুলো করার থেকে দূরে থাকবো
ধন্যবাদদিই
Onek dhonyobad apnake....🙏🏻🥺
It is enough for come back a student from depression...Thanks for this video.
Thank you too for watching the video.
Thank you so much
আপনার কথা গুলো শুনে সত্যি খুব ভালো লাগলো।
শোকর আলহামদুলিল্লাহ্!
This video inspired me a lot.i read in class 7
ভিডিওটি আপনার কাজে লেগেছে জেনে আমরা আনন্দিত। আপনার জন্যে শুভকামনা!
Tumader jono e a video ta moto sondor kore ata monojog diye dekho onek kiso asche bujar moto ok
আমি ক্লাস 2 তে রোল 1 হইয়েছিলাম। এরপর ধীরে ধীরে পিছিয়ে পড়ি। যখন এই ভিডিওটি দেখি,এটি থেকে অনেক কিছু শিখি।আলহামদুলিল্লাহ এখন আমার রোল 01।
আপনাকে অভিনন্দন! আপনার সার্বিক কল্যাণ কামনা করছি।
Thank you so much 🖤
আপনার সবগুলো কথা অনেক মূল্যবান হতে পারে আপনার কথাগুলো কারো জীবন বদলে দিতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
Thank you mam i am read in class 10 very nice video,,,,, 😲😲😲😲
কথা গুলো অনেক ভাল লাগলো ধন্যবাদ আপনাকে...!😊🥺
নারী কণ্ঠ টি খুব সুন্দর। ভালো লাগে শুনতে।আমার স্কুল জীবনে এক সহপাঠিনী ছিল।তার নাম রাবেয়া। রাবেয়ার কণ্ঠস্বর এর মত লাগে শুনতে। নারী কণ্ঠ যার তার নাম কি জানতে পারি?
u r r8
এই রাবেয়াই কি আপনার বন্ধু
vedio ti thaka onk kisu shikhlam,,,,,,acn nijar vul gulo bujhte parsi,,,ami j asi ta nia ai amk valo result krte hobe,,,,annar sathe ar tulona noi,,,,,,,,,,inshaallah,,,,,,,,,thank u for this vedio,,,,every student should watch this vedio🙂🙂🙂🙂💖💖💖💖
Thank u soooo much unnie.....my SSC exam is near on April and this video is being very helpful to me😙💜💜💜
We are glad knowing it! Thank you for watching the video. Stay with us.
@@QuantumMethod yes ! I will try my best😊
First,try to avoid BTS & you will be successful in every sector of your life. 👌
@@syedaakhi3974 😁😁😁
@@syedaakhi3974 How does avoiding a music band automatically make you a good student? Elaborate.
খুব ভালো লাগলো আপনার কথাগুলো thank you এরকম একটা ভিডিও দেওয়ার জন্য
আপনাকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।
This video is very important and lot of learned , Thank you so much🤠🤠🤠
Thank you too for watching the video.
Yes,,,,you are r8
কথা গুলো জীবন গঠনের উত্তম।
জ্বি ধন্যবাদ।
Best মোটিভেশন হলো নামাজ,,,,,❤️নামাজের মাধ্যমে মনের শান্তি মিল করা যায়,,,বিষয়টি যে জানে সেই বোঝে,,,
আপনার অনুভূতির জন্য ধন্যবাদ
Ay channel 2 din a amar prio hoye gese ato valo vabe akak ta,video te bujano hoy... J life tay asa khuje pai...
Mon moton video akakk ta