মতুয়া জগতে শ্রেষ্ঠ দুই মহান সাধকের রহস্যে ঘেরা সমাধি মন্দিরের ছাদ ঢালাই || শ্রীপাট নারিকেল বাড়ি

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2024
  • মতুয়াদের অন্যতম প্রধান তীর্থভূমি শ্রীপাট নারিকেল বাড়িতে- শ্রীমৎ মহানন্দ পাগল ও প্রেমীকরত্ন অশ্বিনী গোঁসাইয়ের সমাধি মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
    নারকেল বাড়ি শ্রীমৎ গোলক পাগল জন্মগ্রহণ করে ছিলেন। তার এই লীলাক্ষেত্রে মতুয়া মহলের প্রায় সকল সাধু গোঁসাই পাগলগন নিয়মিত আসতেন। বিশেষ করে প্রেমীক রত্ন অশ্বিনী গোঁসাই এখানে দীর্ঘ সময় কাটিয়েছেন।
    আপনারা জানেন অশ্বিনি গোঁসাইয়ের গুরু ছিলেন শ্রীমৎ মহানন্দ পাগল। এজন্য শ্রী শ্রী হরিসংগীতের অশ্বিনি গোঁসাই গুরুদেব মহানন্দ পাগলের কখা বহুবার উল্লেখ করেছেন। এখানে বসে রচনা করেছেন অনেক হরি সংগীত। অশ্বিনি গোঁসাইয়ের লীলা সাঙ্গ হলে মহানন্দ পাগলের পাশে তাকে সমাধিস্থ করতে বলে যান। গুরু শিস্যের এই প্রেম, এই বন্ধন জগতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
    নির্মাণাধীন এই মন্দিরে মহানন্দ পাগল ও অশ্বিনী গোঁসাই চিরনিদ্রায় আছেন। আজ সেই মন্দিোর ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। দিনটি মতুয়াদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
    আজ এই মহান কর্মের সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি সুকান্ত বিশ্বাস, সহ-সভাপতি অমর দাস, সাধারণ সম্পাদক হর বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্র দাস। পাশাপাশি বাগেরহাট থেকে পুলিশের সাব-ইন্সপেক্টর গৌরাঙ্গ মন্ডল, কাশিয়ানি থেকে ঠাকুরের পরম ভক্ত ও জননেতা মতুয়া কমলেশ ঘোষ, জাগো মতুয়া প্রতিনিধি অনিমেষ মণ্ডল উপস্থিত ছিলেন। এছাড়া সাধু গোঁসাই পাগল সহ অগণিত ঠাকুরের ভক্তগন উপস্থিত ছিলেন।
    ►►Follow Me
    Page:- / jagomotua
    Group:- / jagomatuya
    UA-cam:- / @jagomotua
    ===================================
    🔔 JAGO MOTUA Vlog Channel
    Page:- / akashbalavlog
    UA-cam:- / @akashbalavlog
    ===================================
    ►► Channel: Jago Motua 🚩🚩
    ►► Admin: Akash Bala
    🔔 WhatsApp Contact: +8801303091165
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    মতুয়া জগতে শ্রেষ্ঠ দুই মহান সাধকের রহস্যে ঘেরা সমাধি মন্দিরের ছাদ ঢালাই #মহানন্দ_পাগল #অশ্বিনী_গোঁসাই #মতুয়া #তীর্থস্থান #নারিকেল_বারি #গোপালগঞ্জ 🚩🚩

КОМЕНТАРІ • 6