Eta durgapur er kon jaega tế ache. Amra choto thke boro holam kintu konodin jantei parlam na... Rajnoitik netader kache abedon korun sobai ei jaegata jate atulonio hoy othe eta jeno durgapur er tourist place hoy othe..
খুব ভাল লাগল। আমি দুর্গাপুরের মানুষ হয়েও এই মন্দিরের কথা জানতাম না , দুঃখ হচ্ছে,যাক আপনার কল্যাণে আর মহাদেবের কৃপায় বাংলার কেদার অবশ্যই দর্শন করে ধন্য হব।
ধন্যবাদ একটা নতুন মন্দিরের সন্ধান দেওয়ার জন্য। সত্যি ই মন্দির টা অনেকেটাই কেদারনাথ মন্দিরের আদলে তৈরি। মন্দির দর্শনের ইচ্ছে রয়েছে। সময় সুযোগ বুঝে বেরিয়ে পড়ব। তবে ভোলানাথের কৃপা ছাড়া কোন কিছুই সম্ভব নয়। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় শম্ভু। জয় শম্ভু। জয় শম্ভু।
দুর্গাপুরে অবস্থিত অজানা কেদারনাথরূপী মন্দির সম্বন্ধে আপনার এই প্রতিবেদনটি খুবই ভালো লাগলো। এর আগে আপনাদের UA-cam সম্প্রচারিত দুর্গাপুরের গড়জঙ্গল সম্পর্কে বিবরণটিও খুবই মনোগ্রাহী হয়েছে। দুর্গাপুরের গোড়াপত্তন সম্পর্কে কিছু জানতে আগ্রহী বলেই একটি অনুরোধ রাখছি। যতদূর শুনেছি শ্রী গোপীনাথ চট্টোপাধ্যায় বর্ধমান মহারাজার কাছ থেকে বহুপূর্বে এই জঙ্গলমহল অঞ্চলটির পত্তনি নিয়ে ধীরে ধীরে এক বিশাল নগরের রূপদান করেছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর ছেলে দুর্গাচরন জমিদার হন এবং তার নাম অনুসারেই দুর্গাপুর হয়। দুর্গাচরন সম্পর্কে কিছু কিছু তথ্য আমরা নানান সূত্রে জানতে পারি। কিন্তু তাঁর বাবা গোপীনাথ চট্টোপাধ্যায় যিনি এই কর্মযজ্ঞের মূল হোতা তাঁর সম্পর্কে কোন বিবরণ আমাদের অনেকের কাছে আজো অধরাই রয়ে গেছে। শুনেছি সগড়ভাঙ্গার গোপীনাথপুরে এই জমিদার বংশের বর্তমান বংশধরদের কাছে কালের অন্তরালে হারিয়ে যাওয়া সেই মহান ব্যক্তির কিছু সাক্ষর আজো সযত্নে রক্ষিত আছে। আপনাদের কোন প্রতিবেদনে যদি গোপীনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের সেইসব কাহিনী সম্বলিত তথ্যচিত্রের বিবরণ - বিশেষ করে তাঁর ছবি (তৈলচিত্র বা স্কেচ), বসবাসগৃহ, ঠাকুরদালান, শিকারের ছবি, পুরোনো দস্তাবেজ, তৈজসপত্র, পুঁথি, সিন্ধুক, পালকি ইত্যাদির ছবি তুলে ধরেন তাহ’লে আমাদের মতো কিছু উৎসাহী পাঠকবর্গ হয়তো উপকৃত হবে।
অসাধারণ লাগলো এই ভিডিওটি। কলকাতার কাছেই আছেন বাবা কেদারনাথ! মনটা জুড়িয়ে গেল। প্রকৃতির কি সবুজ রূপ ! গ্রাম বাংলার মধ্যে অপরূপ পরিবেশে এই মন্দির। বাবা র পায়ে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের মঙ্গল করেন। আপনারা দুজন থাকা মানেই দারুন মজায় সময় কাটানো। ভালো থাকবেন। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম
অসাধারন পরিবেশের মধ্যে হর হর মহাদেবের মনদির টি খুব ভাল লাগলো। মনদিরের কাজটি সমপূন' করার জন্য রাজ্যসরকারকে দ্রুত মনদির কমিটির সঙগে ব্যাবসথা নেওয়ার আবেদন জানাচচছি। আগামী দিনে এই মনদিরটি ভারতবাসী তথা বিদেশি পয'টকদের কাছে ভীষন জনপ্রীয় হবে। এইসথান ও মনদিরটি জনপ্রীয় বাংলার কেদারনাথ ধাম হিসাবে পরিচিত হবে এই আশা ররাখলাম জয় বাবা কেদার নাথ।🙏🙏🙏
আমি ছোট থেকে বড় হয়েছি দুর্গাপুরে। সত্যিই মন্দিরটার কথা জানতাম না আপনার ভিডিও মাধ্যমে জানতে পারলাম। এত কাছে এলেন দাদা দেখা হলো না একবার দেখা করার ইচ্ছে আছে। খুব ভালো লাগে আপনার ব্লগ।
সত্যি অসাধারণ এবং অকল্পনীয়।উত্তরাখনডের কেদারনাথ এর মন্দিরের সাথে ভীষণ রকম মিল পেলাম।আকারে ছোটো এই যা।কিন্তু এই প্রাচীন মন্দিরের ইতিহাস কি? কে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং কতো বছরের পুরোনো এই মন্দির এই গুলো জানতে পারলে আরো ভালো লাগতো যাকে বলে মন্দিরের ইতিহাস।যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই রকম একটা যায়গার সন্ধান দিলেন আমাদের...
শুনে মনে হোল 1965 সালের কাছাকাছি কোন সময়ে পুরোহিত মানব বাবু র পিতা দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে এসে এই মন্দির তৈরি করেন। আমি উত্তরাখন্ডের কেদারনাথ গিয়েছিলুম সম্ভবতঃ 1974 সালের এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ দিনে। মন্দিরের ভিতর একটা বড় প্রস্তরখন্ড দেখেছিলুম কেদারনাথে র পলায়নরত মহিষ মূর্তি। সম্ভবতঃ তীর্থ পর্যটন রত পান্ডবদের হাত থেকে মহিষ রূপে পালাবার জন্য। আলাদাভাবে শিবলিঙ্গ দেখেছিলুম বলে মনে পড়ছে না। ঝড় বিষ্টিতে খুব ই কাবু হয়ে ছিলুম আমরা। দূর্গাপুরের কেদারনাথে সেই মহিষ প্রস্তর খন্ড বা কংক্রিট নির্মিত প্রায় কৃষ্ণ বর্ণ মহিষাকৃতি স্ট্রাকচার নেই। যাই হোক, যাওয়া যেতে পারে কারন দূর্গাপুর কে কেন্দ্র করে আরো কিছু জায়গা ঘুরে আসা যেতে পারে। কিছু দূরে বোধহয় কোন অনেক পুরনো কালের ঐতিহাসিক জায়গা ও আছে।
Really Enjoyed your "Banglar Kedarnath". Thank you Palash Babu for your beautiful presentation. I am originally from Asansol but live in Kolkata since last 27 years. I will definitely visit this place soon. 🙏🙏
Khub sundar... Sobuj prokritir majhe obikol sei Kedarnath er mondir amader ei Banglay... Apnar video er madhyome erokom ektu jaigar khoj pelam... Onek onek dhonyobad...
Eirokom sundor akta video amader kache ponchhe deowar jonyo apnake osonkhyo dhonyobaad,amra Durgapurbasi hoyeo to arokom akta sundor jaygar katha jantam na 🙏
Darun jayga... Dekhar agroho roilo... Jay kedarnath... Jay bhole baba... Palash da k dhonyobad... Apner video dekhe samriddho hoi... R o sundor sundor video korun ei bangla sabar ghore ghore pouchhe jak... Bhalo thakben
কেদারনাথ ঘুরে খুব ভালো লাগলো। ধন্যবাদ। ইচ্ছা রইল যাওয়ার
পলাশদা আজ আমি বাংলার কেদারনাথ. ঘুরে এলাম আপনার ভিডিও দেখে . সত্যিই আপনার জবাব নেই,
আমাদের পশ্চিমবঙ্গে যত দর্শনীয় স্থান আছে তাদের চিহ্নিত করে জনসাধারণের জন্য উপহার দিন। নমস্কার।
আপনার উপস্থাপনা খুবিই ভাল লাগে ,নতুন নতুন জায়গা আমাদের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই
এই ভিডিও শুট টি আমি নিজের চোখে দেখেছি। খুব সুন্দর হল সকল ভক্তদের আসার আহ্বান জানাই। ইতি হর হর মহাদেবের ভক্ত।
Eta durgapur er kon jaega tế ache.
Amra choto thke boro holam kintu konodin jantei parlam na... Rajnoitik netader kache abedon korun sobai ei jaegata jate atulonio hoy othe eta jeno durgapur er tourist place hoy othe..
বেশ ভালো লাগলো। যাবার ইচ্ছে থাকলো। ইনফরমেশনের জন্য ধন্যবাদ।
আমি একজন দুর্গাপুরের বাসিন্দা। এই প্রতিবেদনটি সবার সামনে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ🙏💕🙏💕🙏💕। Har Har Mahadev 🙏❤🙏❤🙏❤🚩🚩🚩.
আমি গত বছর কেদারনাথ ঘুরে এসেছি আপনার এই ভিডিওটা দেখে সত্যিই খুব ভাল লাগল বাংলার মধ্যে যে একটা এত সুন্দর মন্দির আছে সত্যিই আমাদের অজানা
ř
খুব ভাল লাগল। আমি দুর্গাপুরের মানুষ হয়েও এই মন্দিরের কথা জানতাম না , দুঃখ হচ্ছে,যাক আপনার কল্যাণে আর মহাদেবের কৃপায় বাংলার কেদার অবশ্যই দর্শন করে ধন্য হব।
Etodin chop muri o bidi challto je
Sotti khub sundor ❤
অসাধারণ, আপনার হাসি মুখের উপস্থাপনাই মন কাড়ে, আমাদের আশেপাশের অনেক জায়গাই আপনার প্রচেষ্টায় পরিচিতি পাচ্ছে, আমার মেদিনীপুরেও আছে, আসুন সাথে থাকবো।
এমন আড়ম্বরহীন নিরিবিলি মন্দির তো আর এখন দেখাই যায় না। ভালো লাগল । শান্ত পরিবেশ যেন বজায় থাকে , এই কামনা করি।
অনেক ধন্যবাদ।এই দেবস্থান এর খবর জানতে পেরে আমরা খুবই আনন্দিত হলাম ।সময় ও সুযোগ করে যাবার চেষ্টা করবো।
পশ্চিমবঙ্গের কেদারনাথ দেখে বেশ ভালো লাগলো। সুন্দর উপস্থাপনা। যাওয়ার ইচ্ছে রইলো।
হ্যাঁ, একবার ঘুরে আসুন দাদা ।🙏❤️
আমার বাড়ীর পাশেই ছিল... এমন কিছু আহামরি নয়
Sabaikr valo lagbe sabkichhu emon Ki hai
Joy Kedarnath, khub valo laglo jaygata. Jabar iccha roilo. Apnake onek dhonnobad janai.
আমি দুর্গাপুরের বাসিন্দা হয়েও এই মন্দির টি সম্পর্কে জানতাম না, আপনাকে ধন্যবাদ এই ভিডিও টির জন্য। হর হর মহাদেব 🙏
Amio jantam na
Thank you for sharing
Daruun laglo, anek. Kichhu janlam, abosyoi asbo Har har Mahadev wr darshan korte
খুব ভালো লাগলো আমাদের নতুন কিছু দেখানোর জন্য ধন্যবাদ'''''' হর হর মহাদেব 🙏🙏🙏🙏
Ai kedernath video niye amader channel oo aste choleche to please ak bar @B.R.Y.T channel a giye video ti dekte paren .
হর হর মহাদেব।
আপনাকে অশেষ ধন্যবাদ ঘরের কাছে এমন একটি সুন্দর মন্দির দেখাবার জন্য।
খুব সুন্দর লাগল ।
ছোট বয়স থেকেই তো
দুর্গাপুর আমার খুব প্রিয় জায়গা , তবে এই মন্দিরের কথা জানা ছিল না ।
Khub sundar laglo
ধন্যবাদ একটা নতুন মন্দিরের সন্ধান দেওয়ার জন্য। সত্যি ই মন্দির টা অনেকেটাই কেদারনাথ মন্দিরের আদলে তৈরি। মন্দির দর্শনের ইচ্ছে রয়েছে। সময় সুযোগ বুঝে বেরিয়ে পড়ব। তবে ভোলানাথের কৃপা ছাড়া কোন কিছুই সম্ভব নয়।
হর হর মহাদেব। হর হর মহাদেব।
জয় শম্ভু। জয় শম্ভু। জয় শম্ভু।
🕉️ নমঃ শিবায় 🙏 দারুন লাগলো। "নন্দী মহারাজকে" সঙ্গে নিয়েছেন দেখে, আরোও ভালো লাগলো। অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই 🙏🌷💕
🤣😂🤣 নন্দী মহারাজ ।🙏🙏❤️
খুব সুন্দর জায়গায়র খোজ দিলেন খুবই উপকৃত হলাম।
খুব ভালো লাগলো আপনার পশ্চিমবঙ্গের কেদারনাথ মন্দির। খুব কম লোকই আছেন যারা off beat জায়গা দেখান, এরজন্য আপনাকে ধন্যবাদ। পরের vedio র অপেক্ষায় থাকলাম।
দুর্গাপুরে অবস্থিত অজানা কেদারনাথরূপী মন্দির সম্বন্ধে আপনার এই প্রতিবেদনটি খুবই ভালো লাগলো। এর আগে আপনাদের UA-cam সম্প্রচারিত দুর্গাপুরের গড়জঙ্গল সম্পর্কে বিবরণটিও খুবই মনোগ্রাহী হয়েছে। দুর্গাপুরের গোড়াপত্তন সম্পর্কে কিছু জানতে আগ্রহী বলেই একটি অনুরোধ রাখছি। যতদূর শুনেছি শ্রী গোপীনাথ চট্টোপাধ্যায় বর্ধমান মহারাজার কাছ থেকে বহুপূর্বে এই জঙ্গলমহল অঞ্চলটির পত্তনি নিয়ে ধীরে ধীরে এক বিশাল নগরের রূপদান করেছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর ছেলে দুর্গাচরন জমিদার হন এবং তার নাম অনুসারেই দুর্গাপুর হয়। দুর্গাচরন সম্পর্কে কিছু কিছু তথ্য আমরা নানান সূত্রে জানতে পারি। কিন্তু তাঁর বাবা গোপীনাথ চট্টোপাধ্যায় যিনি এই কর্মযজ্ঞের মূল হোতা তাঁর সম্পর্কে কোন বিবরণ আমাদের অনেকের কাছে আজো অধরাই রয়ে গেছে। শুনেছি সগড়ভাঙ্গার গোপীনাথপুরে এই জমিদার বংশের বর্তমান বংশধরদের কাছে কালের অন্তরালে হারিয়ে যাওয়া সেই মহান ব্যক্তির কিছু সাক্ষর আজো সযত্নে রক্ষিত আছে। আপনাদের কোন প্রতিবেদনে যদি গোপীনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের সেইসব কাহিনী সম্বলিত তথ্যচিত্রের বিবরণ - বিশেষ করে তাঁর ছবি (তৈলচিত্র বা স্কেচ), বসবাসগৃহ, ঠাকুরদালান, শিকারের ছবি, পুরোনো দস্তাবেজ, তৈজসপত্র, পুঁথি, সিন্ধুক, পালকি ইত্যাদির ছবি তুলে ধরেন তাহ’লে আমাদের মতো কিছু উৎসাহী পাঠকবর্গ হয়তো উপকৃত হবে।
অসাধারণ লাগলো এই ভিডিওটি। কলকাতার কাছেই আছেন বাবা কেদারনাথ! মনটা জুড়িয়ে গেল। প্রকৃতির কি সবুজ রূপ ! গ্রাম বাংলার মধ্যে অপরূপ পরিবেশে এই মন্দির। বাবা র পায়ে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের মঙ্গল করেন। আপনারা দুজন থাকা মানেই দারুন মজায় সময় কাটানো। ভালো থাকবেন। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম
ধন্যবাদ ❤️। আপনিও খুব ভালো থাকুন ।
ভগবানের নীরাকার মূর্তি কেন নানা ধরনের হয়। এটি নির্ভর করে উপাসকের আরাধনার উপর সমপূর্ণ নব প্রকাশ ।?
খুব ভালো লাগলো ভিডিও টা। আমি কেদারনাথ দর্শন করে এসেছি। এখানে ও যাবো।
সত্যিই অসাধারন সুন্দর মন্দির টি। একবার যাওয়ার ইচ্ছে র ইল। জয় কেদারনাথ 🙏🙏🙏
দারুন প্রচেষ্টা। উদ্যোক্তা দের জানাই অভিনন্দন।
সত্যিই কেদারনাথ।
জয় কেদার।
🙏
আবার একটি অনবদ্য ভ্রমণ ভিডিও আমাদের উপহার দেবার জন্যে পলাশ দা ও পারিজাত দাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা❤️❤️
Darun uddyoug ae bhabe Banglar nuton jaygar khoj Paya khub bhalo laglo bhalo thakben
Woww , একটা দারুন জায়গা দেখলাম , অবশ্যই যাবো , ❤️
Thank you Bhai ❤️. পারলে একদিন ঘুরে এসো, ভালো লাগবে ।
খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। এই ধরনের আরও জায়গার অপেক্ষায় থাকলাম।
হর হর মহাদেব 🔱🙏📿
জয় শ্রীগুরু, জয় বাবা কেদারনাথ 🔱🙏📿
খুব ভালো খোঁজ দিলেন পলাশদা। অনেক ধন্যবাদ। 🙏
~ কৌশানী মুখোপাধ্যায়
ধন্যবাদ ❤️
Khuv valo laglo.jabar ichha roilo.
HAR HAR MAHADEB 🙏🙏
অসাধারণ ভাবে শুরু হলো ভিডিওটা। ঘরের কাছে আরশিনগর, তার খোঁজ পেলাম আপনার সাহায্যে
❤️❤️❤️🙏🙏🙏
@@NaturesWomb aqà
@@NaturesWomb যাওয়ার ট্রেন কখন কি ছাড়ে কখন ই বা পৌছাবো বললে একটু ভালো হয় দাদা
Darun jayga kaku.khub valo laglo.Durga pur barrage diye koto ta mondirta atu bolle vlo hoy plz.
সুন্দর ভালো লাগলো এটা নতুন জায়গা দেখানোর জন্য।🙏🙏👍👍
কেদারনাথ এ এখন যে লেভেল এ ভিড়.. এটার বিকল্প আর হয়তো কিছুই নেই. জয় কেদারনাথ 🙏এর এই অনুসন্ধান এর জন্য পলাশ দা র কোন বিকল্প নেই
ধন্যবাদ কৌশিক । ❤️❤️❤️
HAR HAR MAHADEV
@kaushik da Durgapur e ele janio
Har har Mahadev..🙏🏻
Dada tumi sera bangali UA-camr
Thank You Nature's womb. Bhari shundor ekti notun mandir er sondhan dilen. Chhotor modhye sundor video.
পলাশ টা অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা জায়গার সন্ধান দেওয়ার জন্য, অবশ্যই যাবো আর যথাসম্ভব মন্দিরকে সহায্য করবো
ধন্যবাদ ❤️
খুব ভালো লাগলো, ধন্যবাদ। নুতন জিনিস দেখলাম।
অনেক দিন পর মানিক জোর একসাথে আর নতুন জায়গার বেড়ানো খুব ভাল লাগল ।
Khub sunder place🙏🙏 akber jabo
দেখে খুব ভাল লেগেছে। যাওয়ার ইচ্ছা রইলো। আপনাকে অনেক ধন্যবাদ, এই জায়গার খোঁজ দেওয়ার জন্য।
সত্যিই খুব সুন্দর মন্দির। মহাদেব এর মন্দির e অবশ্যই যাবো। অনেক ধন্যবাদ 😇🙏
Darun laglo dada
Khub sundor notun akta kedar nath tule dhorar jonno ধন্যবাদ
আপনার উপস্থাপনা খুবই সুন্দর লাগে। শুধু একটাই আপশোষ আপনার মতো একজন সঙ্গী থাকতো তো যখন তখন বেড়িয়ে পরতাম ।
Khub sundor, baba to sob jayga tey ache , tobe kedarnath kedarnath e , joy baba kedarnath
হর হর মহাদেব।।।।
খুব ভালো লাগলো।
👌👌👌👌👌
Besh bhalo laglo. Dudher swad ghole akbar metanoi jay. Kono byapar na.
খুব ভালো লাগলো মন্দির ও আপনার ভিডিওটা । 👍👍👍
খুবই ভালো লাগলো, আরও পোস্টের অপেক্ষায় থাকলাম ।
বাংলার পর্যটনের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো,❤️🙏,
হর হর মহাদেব 🙏❤️
Hara hara mahadev, dekha valo laglo.
Khub valo laglo video ta.ato sundor jayga ta laglo.khib valo.apni anek ajana jayga te jan.khub valo lage apner video.👍
দারুণ লাগলো দাদা 👍
এমন উপহার দেয়ার জন্য 👍👍
🔱🔱🚩 জয় কেদারনাথ 🚩🔱🔱
Khub sundor prakritik poribesh ekhane aasar echche roilo Har Har Mahadev
খুব ভালো লাগলো l খুব শীঘ্রই আমরা ওখানে যাচ্ছি l
অসম্ভব সুন্দর ভিডিও দাদাভাই, খুব সুন্দর, শান্ত, সবুজ ও মনোরম পরিবেশে বাংলার কেদারনাথ বাবাকে দর্শন করলাম, জয় বাবা কেদারনাথ!🙏🙏🙏🙏🙏
Durgapur a torka khaban na akhanker torka anick din er basi
ধন্যবাদ । খুব ভালো লাগল । চেষ্টা করব একবার যাওয়ার জন্য।
ধন্যবাদ! 😊
আমাদের দূর্গাপুর কে এতো সুন্দর ভাবে সবার কাছে উন্মোচিত করার জন্য। 💓
একদম।
Bhalo kaj .bhalo Drone camera kaj
Ai kedernath video niye amader channel oo aste choleche to please ak bar @B.R.Y.T channel a giye video ti dekte paren .
Khub bhalo ekta info dilen, Ati abassoi jabo
দয়া করে মন্দিরেরে ইতিহাস টা জানলে আরো ভালো লাগত। আশা করি এটা এর পরে দেবেন,আপনার প্রচেষ্টা ভালো লাগলো,ধন্যবাদ
Very nice dada
একদম ঠিক ,ইতিহাস টা ই জানালেন না তো
Darun laglo banglar kedernath dekhe hara hara mahadeb
একদম নুতুন জায়গা। খুব সুন্দর
খুব সুন্দর দেখলাম।যাওয়ার ইচ্ছা রইল।
অসাধারন পরিবেশের মধ্যে হর হর মহাদেবের মনদির টি খুব ভাল লাগলো। মনদিরের কাজটি সমপূন' করার জন্য রাজ্যসরকারকে দ্রুত মনদির কমিটির সঙগে ব্যাবসথা নেওয়ার আবেদন জানাচচছি। আগামী দিনে এই মনদিরটি ভারতবাসী তথা বিদেশি পয'টকদের কাছে ভীষন জনপ্রীয় হবে। এইসথান ও মনদিরটি জনপ্রীয় বাংলার কেদারনাথ ধাম হিসাবে পরিচিত হবে এই আশা ররাখলাম জয় বাবা কেদার নাথ।🙏🙏🙏
আমি ছোট থেকে বড় হয়েছি দুর্গাপুরে। সত্যিই মন্দিরটার কথা জানতাম না আপনার ভিডিও মাধ্যমে জানতে পারলাম। এত কাছে এলেন দাদা দেখা হলো না একবার দেখা করার ইচ্ছে আছে। খুব ভালো লাগে আপনার ব্লগ।
❤️❤️❤️
খুব সুন্দর এই মন্দিরটা সত্যি মনে হচ্ছে কেদার ধাম
বেশ ভালো লাগলো
❤️❤️❤️
darun post amader durgapurer gorbo banglar kedarnath
সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ও তার সাথে ঐতিহ্য মন্ডিত এই মন্দির সত্যিই চোখ ও মন দুই কেড়ে নিল🙂। সঙ্গে আপনার ধীর শান্ত উপস্থাপনা। ভাল থাকবেন দাদা।🙏🙏🙏
ধন্যবাদ ❤️ । আপনিও খুব ভালো থাকুন ।
Ata amader barir samne ekdom Amara prai jai
সবাই আসুন ঘুরে যান খুব সুন্দর জায়গা
খুব ভালো লাগলো দেখে। দেখতে যাবার ইচ্ছা রইল। বাংলার বুকে এত সুন্দর একটি মন্দির দেখে খুব ভালো লাগলো।
Darun laglo Jabar ichha railo.Sujog o sangee pele nishoy jabo.
You are great for Bengali Travel vlog. Thanks. Keep growing.
Darun ,ghorer kache eto sundor mondir.janteo parini
দাদা কে অসংখ্য ধন্যবাদ আমার শহরকে তুলে ধরার জন্য। এর কাছেই আমার বাড়ি
ভীষণ মনোগ্রাহী, হর হর মহাদেব, চেষ্টা করব একবার যাওয়ার
সত্যিই খুব সুন্দর মন্দিরটি ❤️❤️
ঠিক বলেছো ।❤️
Sotti kotha bolte ami Durgapurer chele, adi basinda othocho ai Mondirer khobor janii na. Onoboddo video 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👍👍👍👍
খুব সুন্দর বাংলার কেদারনাথ।
খুব সুন্দর প্রতিবেদন. ধন্যবাদ আপনাকে.
1978 থেকে ডি পি এল কলোনির সঙ্গে নিবিড় যোগাযোগ, কখোন শুনিনি মন্দিরের বিষয়ে, খুব দুঃখের বিষয়, আপনার মাধ্যমে জেনে আনন্দিত হলাম, ধন্যবাদ
AMI SATHEY ACHEE.
সত্যি অসাধারণ এবং অকল্পনীয়।উত্তরাখনডের কেদারনাথ এর মন্দিরের সাথে ভীষণ রকম মিল পেলাম।আকারে ছোটো এই যা।কিন্তু এই প্রাচীন মন্দিরের ইতিহাস কি? কে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং কতো বছরের পুরোনো এই মন্দির এই গুলো জানতে পারলে আরো ভালো লাগতো যাকে বলে মন্দিরের ইতিহাস।যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই রকম একটা যায়গার সন্ধান দিলেন আমাদের...
শুনে মনে হোল 1965 সালের কাছাকাছি কোন সময়ে পুরোহিত মানব বাবু র পিতা দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে এসে এই মন্দির তৈরি করেন। আমি উত্তরাখন্ডের কেদারনাথ গিয়েছিলুম সম্ভবতঃ 1974 সালের এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ দিনে। মন্দিরের ভিতর একটা বড় প্রস্তরখন্ড দেখেছিলুম কেদারনাথে র পলায়নরত মহিষ মূর্তি। সম্ভবতঃ তীর্থ পর্যটন রত পান্ডবদের হাত থেকে মহিষ রূপে পালাবার জন্য। আলাদাভাবে শিবলিঙ্গ দেখেছিলুম বলে মনে পড়ছে না। ঝড় বিষ্টিতে খুব ই কাবু হয়ে ছিলুম আমরা। দূর্গাপুরের কেদারনাথে সেই মহিষ প্রস্তর খন্ড বা কংক্রিট নির্মিত প্রায় কৃষ্ণ বর্ণ মহিষাকৃতি স্ট্রাকচার নেই। যাই হোক, যাওয়া যেতে পারে কারন দূর্গাপুর কে কেন্দ্র করে আরো কিছু জায়গা ঘুরে আসা যেতে পারে। কিছু দূরে বোধহয় কোন অনেক পুরনো কালের ঐতিহাসিক জায়গা ও আছে।
Really Enjoyed your "Banglar Kedarnath". Thank you Palash Babu for your beautiful presentation. I am originally from Asansol but live in Kolkata since last 27 years. I will definitely visit this place soon. 🙏🙏
দুই কেদারনাথের খবরই ভালোভাবে ব্যক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার ছোট trip গুলো inretesting হয়।👍
Sundor
Ei asadharon video ti upohar deoar jonno ashakha dhonyobad 🙏🏻🙏🏻
এইরকম সুন্দর স্থান দেখানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ
Khub sundar... Sobuj prokritir majhe obikol sei Kedarnath er mondir amader ei Banglay... Apnar video er madhyome erokom ektu jaigar khoj pelam... Onek onek dhonyobad...
ধন্যবাদ ❤️
খুব সুন্দর। ইচ্ছা রইল যাওয়ার। কলকাতা থেকে সরাসরি গাড়ী নিয়ে কোনো অসুবিধা নেই তো?
না ।
খুব ভাল লাগলো ।ধন্য বাদ।আরও নতুন কিছু দেখতে চাই
বাংলার কেদার ।। ❤️❤️❤️❤️🙏🏻👍🤘
জয় কেদারনাথ। আমাদের প্রনাম নিও।
Sotti ei video tai ek notun thothyo pelem.khub vlo laglo r sei songe baba volenath ke dekhar ichchha roilo.
নমস্কার দাদা আমি দুর্গাপুরের ছেলে এটা আমার বাড়ির কাছেই মন্দিরটির নাম হল হর হর মহাদেব
মন্দিরটির একটি ঐতিহ্যপূর্ণ ইতিহাস অবশ্যই আছে। সম্ভব হলে জানাবেন।
@@pradeepchatterjee5239 দাদা আপনি কোথা থেকে বলছেন
অসাধারণ সুন্দর লাগলো বাংলার কেদারের ভিডিও টি 👍❤️👍
(Pranab Traveller's)
ধন্যবাদ প্ৰণৰ ভাই ।❤️
@@NaturesWomb 🙏🙏🙏
দারুন লাগলো 😊
জয় কেদারনাথ ❤
হর হর মহাদেব 🚩
Ai kedernath video niye amader channel oo aste choleche to please ak bar @B.R.Y.T channel a giye video ti dekte paren .
Eirokom sundor akta video amader kache ponchhe deowar jonyo apnake osonkhyo dhonyobaad,amra Durgapurbasi hoyeo to arokom akta sundor jaygar katha jantam na 🙏
এক দিনের ভ্রমণ হিসাবে খুব ভালো জায়গা ।পাথর বসানো হয়ে গেলে সত্যিই মন্দিরটা দর্শনীয় হয়ে উঠবে । পুজো দেবার ব্যবস্থা মনে হয় এখনো হয়ে ওঠে নি ।
Khub valo laglo. Apni na dekhale hoyto janteo partam na. Poribesh darun. Apnar uposthapona ek ananya matra diyeche. 🙏🙏. Har har Mahadev
Darun jayga... Dekhar agroho roilo... Jay kedarnath... Jay bhole baba... Palash da k dhonyobad... Apner video dekhe samriddho hoi... R o sundor sundor video korun ei bangla sabar ghore ghore pouchhe jak... Bhalo thakben
Khub bhalo laglo.
Explore karar janya dhanyabad.
একটা নতুন জায়গা দেখলাম । অনেক ধন্যবাদ
nice place. plasent area save water & save trees, Thanks for an uploading new place.
Khub bhalo laglo namo shivay.
যাবার পুরো ইচ্ছা জেগে উঠেছে।অনেক ধন্যবাদ আপনাকে ।
বাকিটা বাবার আশীর্বাদ
হর হর মহাদেব ☘️☘️☘️🙏🙏🙏