Olo Soi, ওলো সই | Rabindrasangeet | Somlata Acharyya Chowdhury | Tagore Song | রবীন্দ্রসংগীতে সোমলতা

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 461

  • @krittikaroy5145
    @krittikaroy5145 2 роки тому +191

    বয়স যত বাড়ছে রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়ছে

  • @Aantara.
    @Aantara. 2 роки тому +174

    রবীন্দ্র সংগীত শুনি আর ভাবি, কবিগুরু যেন এক শতাব্দী আগেই আমার মনের কথা বুঝে গান লিখে রেখে গেছেন! ❤️

    • @parimalbose1394
      @parimalbose1394 2 роки тому +3

      Ravindra sangeet is more intoxicating than even the best quality whisky. Sip by sip a listener absorbs himself in eternal melody of the songs.

    • @arpitabarua1793
      @arpitabarua1793 Рік тому

      c😮

    • @achintyabiswas5388
      @achintyabiswas5388 Рік тому

      The fickle childish attitude of the youngsters should be understood. Banya di has sung differently . I think she missed the soul of the song

    • @rafiahmed9119
      @rafiahmed9119 10 місяців тому

      Right you

    • @uniquely_insane
      @uniquely_insane 4 місяці тому

      Not just a hundred years... Rabindrasangeet is timeless. Even after many years, as long as Bangla will be spoken, Rabindrasangeet will be cherished. ❤

  • @rabinhood1126
    @rabinhood1126 2 роки тому +32

    গুরুদেব, যত দেখি তোমার সৃষ্টি
    তত অবাক হই।

  • @singershawon6225
    @singershawon6225 9 місяців тому +3

    আহ কি দারুণ রবি ঠাকুরের কথামালা, যতই শুনি না কেন ইচ্ছা কভু ফুরাবে না শুনার

  • @promeroy4006
    @promeroy4006 Рік тому +39

    রবীন্দ্রসঙ্গীত + সোমলতা ম্যাম = পারফেক্ট কম্বিনেশন ।।
    🖤🖤 🌸

  • @srinjoychattopadhyay5193
    @srinjoychattopadhyay5193 9 днів тому +2

    মন টা ভারী হয়ে গেলো | বুঝতেই পারিনি কখন চোখ টা ভিজে এসেছে

  • @dr.nilanjanray3530
    @dr.nilanjanray3530 Рік тому +44

    আজই হতে শতবর্ষ নয়, হয়তো সহস্রাব্দ পরেও বহিবে এই নিরন্তর আনন্দ ধারা! এই গায়িকা সোমলতাও সৌভাগ্যবান তিনি সেই অমর বাণীর এক অঙ্গ হয়ে রয়ে যাবেন।

  • @chandanmazumdar1001
    @chandanmazumdar1001 2 роки тому +31

    এই গানটি আমার এত প্রিয় যে যতবার শুনি ততবারই মুগ্ধ হয়ে যাই আর আমার প্রিয় গাইকা সোমলতা যেন হৃদয়ের অন্ত স্থল থেকে তার সুরের যাদু দিয়ে আরও আরও মুগ্ধ করে তোলে। আমার শত শুভেচ্ছা রইল সোমলতা তোমার জন্য।

  • @adhirpaul4710
    @adhirpaul4710 3 роки тому +28

    আহা প্রান জুরিয়ে গেলো। যেমন গায়কী তেমন আবহ সঙ্গীত। বার বার শুনতে ইচ্ছেকরে এবং শুনছিও

  • @ankitachakrabarti6778
    @ankitachakrabarti6778 9 місяців тому +2

    Anekdin por ato sundor gaan sunlam...outstanding

  • @avijitpaik6261
    @avijitpaik6261 Рік тому +21

    রবীন্দ্র সংগীতের মাঝে যেনো এক আলাদা অনুভুতি খুঁজে পাই ,,❤️

  • @omiyaothai
    @omiyaothai 2 роки тому +175

    ওলো সই, ওলো সই
    আমার ইচ্ছা করে
    তোদের মতন মনের কথা কই
    ওলো সই, ওলো সই
    আমার ইচ্ছা করে
    তোদের মতন মনের কথা কই
    ছড়িয়ে দিয়ে পা দু'খানি
    কোণে বসে কানাকানি
    ছড়িয়ে দিয়ে পা দু'খানি
    কোণে বসে কানাকানি
    কভু হেসে, কভু কেঁদে
    চেয়ে বসে রই
    ওলো সই, ওলো সই
    আমার ইচ্ছা করে
    তোদের মতন মনের কথা কই
    ওলো সই, ওলো সই
    তোদের আছে মনের কথা
    আমার আছে কই?
    তোদের আছে মনের কথা
    আমার আছে কই?
    আমি কি বলিবো কার কথা
    কোন সুখ, কোন ব্যথা
    কি বলিবো কার কথা
    কোন সুখ, কোন ব্যথা
    নাই কথা
    তবু সাধ শত কথা কই
    আমার নাই কথা
    তবু সাধ শত কথা কই
    ওলো সই, ওলো সই
    তোদের এত কি বলিবার আছে
    ভেবে অবাক হই
    তোদের এত কি বলিবার আছে
    ভেবে অবাক হই
    আমি একা বসি সন্ধ্যা হলে
    আপনি ভাসি নয়নজলে
    একা বসি সন্ধ্যা হলে
    আপনি ভাসি নয়নজলে
    কারণ কেহ সুধাইলে
    নীরব হয়ে রই

  • @SalahuddinMahmood-z2r
    @SalahuddinMahmood-z2r 8 місяців тому +10

    সোমলতা গানটা এত সুন্দর করে গেয়েছেন যা শুধু সারাক্ষন শুনতে ইচ্ছে করে।
    অসাধারন ।

  • @arunodoybiswas6961
    @arunodoybiswas6961 14 годин тому

    সোমলতার গানের মধ্যেই রবীন্দ্রনাথ জুড়ে আছেন। ❤️

  • @ANURADHAGHOSH-j9e
    @ANURADHAGHOSH-j9e 21 день тому +1

    Khub shantir gaan mon bhore galo....ashirbad kori jibone onek unnoti koro bhaiii

  • @osk1723
    @osk1723 2 місяці тому +1

    গানটির সৌন্দর্য আমাদের মন কেড়ে নিয়েছে কিন্তু এর মধ্যেই তিনি নিরবে তাঁর একাকিত্ব ও মনোকষ্ট কে ফুটিয়ে তুলেছেন, এখান থেকেই তাঁর একাকীত্বের অনেক টা অনুভব করা যায়🙏

  • @maryarinda1534
    @maryarinda1534 9 місяців тому +1

    মধুর থেকে মধুরময়, সুরে লয়ে ছন্দে মোহাচছন্ন এক অন্য ভূবনে হাড়িয়ে যাওয়া, অপূর্ব

  • @papiagupta3271
    @papiagupta3271 Рік тому +6

    কবিগুরুর পক্ষেই সম্ভব মনের কথা এত সহজভাবে প্রকাশ করা।

  • @jitendranath2535
    @jitendranath2535 3 роки тому +1069

    একদা রবিঠাকুর বোটে করে নদী পার হচ্ছিলেন।সে বোটে কিছু অল্প বয়েসী মেয়রা নিজেদের মধ্যে কানাকানি হাসিঠাট্টায় মশগুল ছিল। তখনই কবিমানসে এলো এ ভাবনা। বিশ্বজগতের মানুষ নানান বিষয়ে কত প্রজল্পে ব্যস্ত।অথচ কবিমানসে এসব নেই।তিনি ডুবে আছেন এক পরম আবেশে ঈশ্বর ভাবনায়।

    • @tanusreedas7435
      @tanusreedas7435 3 роки тому +15

      Na

    • @anuragmukherjee685
      @anuragmukherjee685 3 роки тому +93

      আমি যতদূর জানি, রবীন্দ্রনাথ যখন বজ্রা তে থাকতেন তখন চিত্তরঞ্জন দাস এর বোন অমলা দাস এসে বেশ কিছুদিন ছিলেন। অমলা, গুরুদেব এর স্ত্রী অর্থাৎ মৃণালিনী দেবী কে কাকিমা বলে ডাকতেন। এমন ই একদিন তারা ওই বজ্রা তে বসে আপন মনে গল্প করছিলেন, তখন তাদের এই কথোপকথন দেখে গুরুদেব এই গানটি লেখেন।

    • @subhashnashkar7598
      @subhashnashkar7598 3 роки тому +10

      আমার এই গানটা আর সব রবীন্দ্রসংগীত এর মতই খুব ভালো লাগে কিন্তু গান টার পিছনে যে এত গল্প তা জানা ছিল না 😌❤ ধন্যবাদ আপনাকে 🙏🏻

    • @nazmulhossain3944
      @nazmulhossain3944 2 роки тому

      @@tanusreedas7435 কেমন আছেন???

    • @RaiGanguly4589
      @RaiGanguly4589 2 роки тому +2

      Hmm. Silaidaha te. Thakur der estate e.

  • @ranajit2355
    @ranajit2355 9 місяців тому +1

    সোমলতা ইয়ং অডিয়েন্সের সামনে যেভাবে গান তার একদম বিপরীত মেরুতে গেয়েছেন।hats off

  • @kalpanasamanta4415
    @kalpanasamanta4415 3 місяці тому +1

    অপূর্ব সৃষ্টি হে কবিগুরু। তুই গানের মধ্য দিয়ে চিরদিন বেচে থাকবে। অসাধারন গান। মনের ও পানের গান

  • @nipanmondal112
    @nipanmondal112 10 місяців тому +3

    তুমি এক্কান জিনিস... রবি....
    তুমি এক্কান জিনিস...
    মনের ভাষা গুলো কি-করে যে তুমি এত দরদ দিয়ে লিখে ফ্যালো..😭

  • @Meghufunblog
    @Meghufunblog 17 днів тому +2

    একজন পুরুষ হয়েও মহিলাদের বুঝিয়ে গেছেন কি ভাবে মনের জানলা খুলতে হয়। ❤

    • @sancharibanerjee6291
      @sancharibanerjee6291 8 днів тому +1

      Ekdom thik bolechen .onar moto kore ar keu meyeder dukkho koshto bhabeni

  • @chidanandabhattacharya2825
    @chidanandabhattacharya2825 2 роки тому +10

    অসাধারণ লাগল। ভাবখানি সুমধুর গলায় অনবদ্যভাবে পরিবেশন করেছেন শিল্পী। Encore ! ঋতুদির গলায় যে গান এত বিখ্যাত সেই গানটি ভালো লাগানোর মতন করে গাওয়া চাট্টিখানা কথা নয়। অনেক অভিনন্দন রইল।

  • @rubel3041
    @rubel3041 2 роки тому +46

    রবীন্দ্র সঙ্গীত সবসময় হৃদয় ছুঁয়ে যায়, রবীন্দ্রনাথ ঠাকুর জির প্রতি গভীর শ্রদ্ধা ❤️

  • @arunhalder1169
    @arunhalder1169 2 роки тому +9

    অসাধারন,সত্যি এই গানটি শুনলে মন যেমন ভালো হয় সেই সংগে মানষপটে কবির বৃহৎ হৃদয়ের চিত্যোও উদ্ভাষিত হয়।

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 2 роки тому +1

      সঙ্গে মানস পটে, চিত্তেও, উদ্ভাসিত। লেখিকা মৈত্রেয়ী দেবী লিখেছেন, আমরা গুরুদেবের লেখা থেকে বানান ঠিক করে নিতাম

  • @Amlan1969
    @Amlan1969 2 роки тому +5

    Really somlata u r agreat talent not only from bengal but of india..sotti aapnar golata boro bhalo..eto sundor kore gaan apni poribeshon kore mon chuye jai..aapnake ekbar live programme e dekte icche ache

  • @baishakhisengupta5677
    @baishakhisengupta5677 3 роки тому +16

    অসাধারণ। গানটা যতবারই শুনি মন কোথায় যেন হারিয়ে যায়

  • @tamannaakter9551
    @tamannaakter9551 2 місяці тому +1

    First time comment korsi... Rabindra Sangeet amr onk valo lage.... Rabindra Sangeet sob somoy e amr priyo manusher ktha mone koriye dei....... Aei gaan er Voice, lyrics sob kisu miliye outstanding.....

  • @ANURADHAGHOSH-j9e
    @ANURADHAGHOSH-j9e 21 день тому +1

    Khub sundor hoyeche bhai tumi onek boro hou baba tomar onek nam hobe....tomader onek onek ashirbad kori onek nam koro❤❤❤❤❤

  • @santanubiswas7037
    @santanubiswas7037 4 місяці тому +2

    কেমন করে যে আমাদের মনের কথা রচনা করে গিয়েছেন কবিগুরু ।।
    কিছুই বাকী রাখেননি।।।

  • @kusumranjan240
    @kusumranjan240 2 роки тому +5

    অসাধারণ গান আর অপূর্ব পরিবেশন এর মিলন। মনে আনন্দ ধারা বয়ে গেল। ধন্যবাদ‌ সোমলতা।
    Delightful combination of a wonderful song and beautiful presentation .Thank you Somlata

  • @aparnadas6247
    @aparnadas6247 8 місяців тому +1

    মন ভরে গেলো। কবিগুরুর লেখা আর সোমলতা বোনের কন্ঠে গান যেন মিলেমিশে একাকার। অপূর্ব।❤❤

  • @rimpanaskar9876
    @rimpanaskar9876 Місяць тому

    এই গান দেশ জুড়ে মানুষের শোনার ছিল...অসাধারণ বললেও কম হয়। কথা..সুর ...গান সব টা একটা পর্যায় অতিক্রম করে গেছে। গায়ে কাঁটা দেয়।শুভশ্রী দির অভিনয় অসাধারণ। বেশী মানুষ জানলো না সিনেমা বা গান গুলি সম্পর্কে এটাই কষ্টের

  • @manjulasen8697
    @manjulasen8697 Місяць тому

    আজকাল শিল্পীরা কয়েকটা গানের মধ্যেই সীমাবদ্ধ থাকেন,তাই এই গানটি যা সোনাই যায়না,সেটি শুনে খুব আনন্দ পেলাম

  • @aninditatalukder997
    @aninditatalukder997 3 роки тому +21

    রবি ঠাকুরের ‌গান আর ‌দিদি‌‌ তোমার ‌ কন্ঠ একটা আলাদা ‌ অনুভূতি ❤️❤️❤️❤️

  • @biswasraj433
    @biswasraj433 3 роки тому +30

    গান শুনছি আর চোখ দিয়ে কেন যেন জল পড়ছে 😔

    • @RiyaGhosh-k2x
      @RiyaGhosh-k2x Рік тому

      Asole amader sobar e onuvuti gulo aki ...ja soto bochor age kobir onuvuti tai amader onuvuti ...Tai mile mise akakar hoy chokher jole prokash pay ..❤️❤️

  • @sanjaybanerjee2739
    @sanjaybanerjee2739 3 роки тому +11

    মুগ্ধ হয়ে হলাম। বার বার গানটা শুনছি

  • @TribhubanjitMukherjee
    @TribhubanjitMukherjee 2 роки тому +1

    ওলো সই ওলো সই আমার ইচ্ছা করো তোদের মতন মনের কথা কই
    তোদের এতো কি বলার আছে...... কি অপূর্ব গান

  • @nitimaroy6050
    @nitimaroy6050 10 місяців тому

    আমি বার বার আপনার গানে মুগ্ধ, আমার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। ❤️❤️❤️

  • @aninditadas2652
    @aninditadas2652 5 місяців тому +1

    Apurbo kantha God bless you

  • @rimaroychowdhury6678
    @rimaroychowdhury6678 3 роки тому +6

    Somlata k thanks gaan ta k ektu onno rokom bhabe present korar jonno, khubi casual geyecho kintu bhishon bhalo, montake anektai chunye geche.

  • @SalahuddinMahmood-z2r
    @SalahuddinMahmood-z2r 8 місяців тому

    অসাধারন । এক কথায় অসাধারন । এছাড়া আর বলার কিছু নেই।

  • @sujonchandradas6672
    @sujonchandradas6672 Рік тому

    আমার মনের ক্ষুধা কত সুন্দরভাবে ব্যক্ত করেছেন তিনি। মাঝে মাঝে ভাবি তাকে নিয়ে এত পরে কেন জানলাম। আরও আগেই জানা উচিত ছিল। আমার প্রাণের ঠাকুর। ❤❤

  • @osmangani
    @osmangani 3 роки тому +57

    My ears are craving to listen it thousand times.

  • @ParvinAkhtar-ro6ts
    @ParvinAkhtar-ro6ts 11 місяців тому +1

    এজন্যই তিনি বিশ্বকবি।

  • @PriyaAdhikary-dp5wq
    @PriyaAdhikary-dp5wq 24 дні тому

    রাগ অভিমান অনুভূতি সব ব্যার্থ❤

  • @SupriyaRoy-qo1rs
    @SupriyaRoy-qo1rs Місяць тому

    মন প্রান ভরে যায় যত বার শুনি❤

  • @lahiridilli
    @lahiridilli 3 дні тому

    আজ আপনি এই গানটি গাইলেন দিল্লির চিত্তরঞ্জন পার্কের পৌষ মেলায়। খুব ভালো লেগেছে আপনার উপস্থাপনা। রবীন্দ্র সঙ্গীত কে নতুন আঙ্গিকে পেশ করেছেন...বেশ ভালো লেগেছে। অপেক্ষায় ছিলাম যদি হাসতে দেখ, গাইতে দেখ গানটি গান। ক্লাসিকাল গান দুটি অল্প বেমানান লাগলো। অল ইন অল খুব ভালো লেগেছে- বাংলার Joan Baes আপনি।

  • @ANURADHAGHOSH-j9e
    @ANURADHAGHOSH-j9e 21 день тому

    Eto sundor chobi r sound excellent bhai....aro gaan sunte chaii bhai...

  • @SupriyaRoy-qo1rs
    @SupriyaRoy-qo1rs 2 місяці тому

    মন ছুয়ে যাচ্ছে যত শুনি ততো ভাল লাগে❤

  • @MintuNath-ms8wo
    @MintuNath-ms8wo 7 місяців тому

    দারুন গেয়েছেন অসাধারণ রবীন্দ্র সংগীত

  • @riazmorshed6346
    @riazmorshed6346 2 місяці тому +1

    Unbelievable sweet voice and gaan er kotha onujayi voice er softness , amazing , you did great job , I don’t have proper description how nice you sing this song

    • @tamannaakter9551
      @tamannaakter9551 2 місяці тому

      I agree with you dear ❤️❤️❤️❤️❤️..... Tmke na pele hoito eto shundor gaan shona hoto na........

  • @sisirghosh6570
    @sisirghosh6570 Рік тому


    জীবনের যত সুন্দর অনুভূতির মধ্যে একটি, আহ্ কি গায়কি,বার বার শুনতে হয়

  • @FactsLifeUnveiled
    @FactsLifeUnveiled 2 роки тому +5

    Your voice the most clear of all Robindra sangeet singers. Many others use nasal voice. Love from Bangladesh.

  • @mridulsarkar4824
    @mridulsarkar4824 2 роки тому

    রবি ঠাকুর যেন কিছু মানুষের মনের কথা লিখে গিয়েছেন.......

  • @mihirmalaker4117
    @mihirmalaker4117 8 місяців тому

    রবীন্দ্রনাথের মাঝে স্বত্বা খুঁজে পাই!

  • @kekabanerjee87
    @kekabanerjee87 7 місяців тому

    সোমলতা ইস the বেস্ট এই গান টিতে। অনেকের গলায় শুনলাম।

  • @devkantabasuroy8221
    @devkantabasuroy8221 2 роки тому +1

    Darun gaan akdom mona chuya galo(apu)

  • @asrarahmed310
    @asrarahmed310 2 роки тому +4

    রবীন্দ্রসংগীত...গভীরতম উপলব্ধি, শুদ্ধতম প্রার্থনা I

  • @ArtAndPaintGallery
    @ArtAndPaintGallery 10 місяців тому +1

    খুব সুন্দর মন ছুয়ে গেলো

  • @beyondimagination4742
    @beyondimagination4742 5 місяців тому

    Mon theke gaile uccharan k upekhya kora jaye.. ki feel kore gailen.. originality ta maintain kore.. ashadhran.. gola eto attractive.. woww

  • @ramadey1618
    @ramadey1618 6 місяців тому

    অসাধারণ।মন ভরে গেল।

  • @salahuddinmahmood1626
    @salahuddinmahmood1626 2 роки тому +2

    অসাধারন। প্রসংসা করার ভাষাও হারিয়ে ফেলেছি।

  • @RayanBDHK
    @RayanBDHK 7 місяців тому

    গানটা সোমলতা খুব ভালো গেয়েছে। গায়কী, সঙ্গীত আয়োজন সবই ভালো লেগেছে। মনে হচ্ছে আবার কিশোরী বেলায় ফিরে গিয়ে বান্ধবীদের সাথে হাসিঠাট্টায় মেতে উঠি।

  • @chandachandrima143
    @chandachandrima143 2 роки тому +4

    Rabindranth na thakle jibon ta e waste. Vogoban k dhonnoyobad rabindranath ke paiye dewar jonne.uni Magician 🙏

  • @anupsarker4664
    @anupsarker4664 6 місяців тому

    হীরকখচিত হোক সাদি তোমার পারলৌকিক জীবন। তোমার বিদায় হলেও, তোমার অনুপম সৃজনশীল কন্ঠস্বর বেচে থাকবে আমাদের ও প্রজন্ম প্রজন্মান্তরের হৃদয় মন ও মস্তিষ্কে। অনেক ভালো থাকো ওপারে।❤️❤️

  • @dibyenduchakraborty4172
    @dibyenduchakraborty4172 Рік тому +1

    Olo soi olo soi, this is the main, important, best part of this song!

  • @indrajitlodh3249
    @indrajitlodh3249 3 роки тому +13

    Somlota di aar Rabi Thakur ❤️

  • @lipsonremaTalk
    @lipsonremaTalk 6 місяців тому

    The song gets unparalleled beauty trough your voice

  • @TayebmahmoodKhan
    @TayebmahmoodKhan Рік тому

    কিছু কিছু রবীন্দ্র সংগীত রয়েছে, যেগুলো শোনার বাসনা অতৃপ্ত ই রয়ে যায়।

  • @moumitaroy1364
    @moumitaroy1364 6 місяців тому +1

    Rabindra sangeet amr chiro diner vishon Priya r apon❤❤

  • @anupacharya8731
    @anupacharya8731 2 роки тому +1

    Bah! ❤️ Sakal bela mon bhore gelo 👌💓🎉

  • @gitashrichoudhury9889
    @gitashrichoudhury9889 9 місяців тому +1

    Darun sunlam ❤

  • @jumpapaul909
    @jumpapaul909 6 місяців тому

    খুব সুন্দর গানটা শুধু শুনতে ইচ্ছে করে ❤️❤️

  • @sabbirahmed9897
    @sabbirahmed9897 10 місяців тому +2

    ওলো সই.......ওলো সই
    আমার ইচ্ছে করে......... তোদের মত মনের কথা কই,, ছড়িয়ে দিয়ে পা দুখানি, কোণ বসে কানাকানি ওলো সই...................

  • @manidipamandalmath6163
    @manidipamandalmath6163 2 місяці тому

    Khub bhalo laglo 👌👌

  • @rajendra8188
    @rajendra8188 2 роки тому +5

    There r many singing this song but this one is BEST.
    Can not compare in music ,voice ,style.
    Great !
    Maja aa gaya!

  • @deepapaul8372
    @deepapaul8372 7 місяців тому

    কি ভালো গান শুনলাম
    ❤❤❤❤❤❤❤

  • @MirArifBillah
    @MirArifBillah 10 місяців тому

    This is absolutely the best version of this song.

  • @simple-u1x
    @simple-u1x 2 роки тому +1

    Mon bhoriye dilen.

  • @sandipbanerjee5614
    @sandipbanerjee5614 3 роки тому +1

    Tajina Tama o ei ganti darun gayechen.
    Enio darun gailen. 👍✌👌🌻👏

  • @AudrijKantiGoon
    @AudrijKantiGoon Рік тому

    Sotti Mone dag kete jay,I love you Rabindra nath Tagore

  • @rajachakraborty5334
    @rajachakraborty5334 2 роки тому +1

    এক কথায় অসাধারণ।

  • @kakoli64933.
    @kakoli64933. 2 місяці тому

    যতবার শুনি মন ছুঁয়ে যায় ❤❤❤

  • @shyamalkantidas5153
    @shyamalkantidas5153 3 роки тому +7

    গানটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

  • @SamarDas-ci7nd
    @SamarDas-ci7nd 3 роки тому +1

    তোমার কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত দারুণ লাগে আমার।।।।।।

  • @nazmulahasanchuderyliton3321
    @nazmulahasanchuderyliton3321 8 місяців тому

    অসাধারণ সুন্দর গান।

  • @NoyonaAsmr
    @NoyonaAsmr Рік тому

    Mone pore bondhu der
    Koto na bola Kotha bolte icche kore
    Haire
    Koto sundor gaan❤
    Kobiguru sob Jane jeno

  • @SalahuddinMahmood-z2r
    @SalahuddinMahmood-z2r 8 місяців тому

    এই গানটা কতবার যে শুনেছি সোমলতার কন্ঠে তা নিজেই বলতে পারবোনা। কেন যে এত ভাল লাগে নিজেও বলতে পারবোনা।

  • @dibyenduchakraborty4172
    @dibyenduchakraborty4172 Рік тому +3

    What a MASTERPIECE! This is a deep touch on our talks and a great feeling.

  • @Rg-5555
    @Rg-5555 3 роки тому +2

    Bhasa nei ❤️ oshadharon somlota di..🙏👍

  • @tapankumarmukherjee2154
    @tapankumarmukherjee2154 2 роки тому +2

    Darun chintai a gan

  • @jahangiralam4196
    @jahangiralam4196 4 місяці тому

    এই গান টা আমার মন ছুয়ে যায়❤

  • @Siam81281
    @Siam81281 4 місяці тому

    দেয়ালের অপারে অনেক কথা অনেক স্মৃতি থেকেই যায়!

  • @kalpanasamanta4415
    @kalpanasamanta4415 3 місяці тому

    তুমি এই গানের মধ্য দিয়ে ঘিরে অমর হয়ে থাকবে আর সোমলতা তোমার গলা ও চির অমর হয়ে থাকবে।

  • @shovanamukherjee953
    @shovanamukherjee953 5 місяців тому

    আহা ভীষন ভালো ❤

  • @deidara007
    @deidara007 3 роки тому +8

    Incomparable

  • @gudoolpaul6003
    @gudoolpaul6003 Рік тому +1

    রবিদ্রনাথ ঠাকুর ❤❤🎉

  • @sohaghossain2382
    @sohaghossain2382 Рік тому +8

    A piece of pain healer ❤️❤️