প্ল্যাটফর্ম শেড আধুনিকীকরণ করা আবশ্যক,রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম শেডের বেশিরভাগই ব্রিটিশ তৈরি। রেলওয়ে বিভাগ ধীরে ধীরে সমস্ত শেড পরিবর্তন করা উচিত আধুনিক চেহারা দরকার, সত্তর বছরের মতো সাধারণ পুরাতন চেহারা নয়।চীনকে অনুসরণ করুন।
বাংলাদেশের প্রতিটা স্টেশনের প্ল্যাটফর্মের উচ্চতা এর মতো হওয়া উচিত। আর কিছু গুরুত্বপূর্ন স্টেশন আন্তর্জাতিক মান বজায় রেখে পুনঃনির্মাণ করা উচিৎ। আমাদের দেশের রেল যোগাযোগ ব্যবস্থা এগিয়ে যাক।
বিশ্বের বিভিন্ন দেশ তাদের পুরাতন স্টেশন গুলো redevelopment করে থাকে। সারাদেশের সাথে রেল যোগাযোগ ব্যবস্থায় ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত কমলাপুর রেলস্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কমলাপুর স্টেশনের খুব কাছেই মতিঝিল কমার্শিয়াল এরিয়া, দূরপাল্লার সব বাস কাউন্টার, BRTC বাস ডিপো ছাড়াও অত্র এলাকার চারপাশ ঘিরে বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। সরকারের চলমান কিছু প্রজেক্টের মধ্যে মেট্রোরেল অন্যতম, এবং এই মেট্রোরেলের একটি স্টেশন এই কমলাপুরেই হওয়ার কথা। বাস্তবায়িত হতে যাওয়া আরো একটি প্রকল্প পাতালরেল এর একটি স্টেশনও এখানে নির্মানের পরিকল্পনা করছে সরকার। যার কারণে স্টেশন সংলগ্ন বৃহৎ একটি অঞ্চল ঢাকার তথা দেশের সার্বিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু স্টেশনের দুপাশের আউটার সার্কুলার রোড এবং অতীশ দীপঙ্কর রোড দুটি মাত্র চার লেনের। অবৈধভাবে রাস্তা দখল করে রাখায় এবং সারি সারি ট্রাক, লরি রেখে দেয়ায় প্রতিনিয়ত প্রচুর যানজটের সৃষ্টি হয়। যার ফলে স্টেশন সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাসরত চাকরিজীবী, শিক্ষার্থীরা ছাড়াও স্টেশনে আগত দূরদূরান্তের সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে । ঈদের মৌসুমে ঘরমুখী মানুষের ঢল নামে এই স্টেশনে, এমনকি সারারাত লাইন ধরেও টিকিটের জন্য অপেক্ষা করতে হয়। অপরিকল্পিত নগরায়নের ফলে দিন দিন ঢাকার জনসংখ্যাও নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। তাই যথাযথ নাগরিক সুবিধা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকার লাইফলাইন এই কমলাপুর রেলওয়ে স্টেশন নিয়ে অতিসত্বর একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ডিটেইলড এরিয়া প্ল্যানিং করা খুবই প্রয়োজন। তাছাড়া বর্তমানে স্টেশনের দক্ষিণপূর্ব দিকের ঢাকা ইনল্যান্ড কনটেইনার ডিপোর (ICD) ধারণক্ষমতাও পর্যাপ্ত নয়। ICD (ঢাকা ইনল্যান্ড কনটেইনার ডিপো) কে অন্যত্র স্থানান্তর করে উক্ত জায়গায় আন্তর্জাতিক মানের সুবিশাল এবং সর্বাধুনিক সুবিধা সংবলিত সম্পূর্ণভাবে নতুন একটি টার্মিনাল নির্মাণ করা উচিৎ। সম্পূর্ণ ডিজিটালাইজড এবং যাত্রীদের বিশ্রামের জন্য লাউঞ্জের ব্যবস্থা করা উচিত। স্টেশনের প্লাটফর্মগুলোর উচ্চতা ট্রেনের সাথে সামঞ্জস্যপূর্ণ করে নির্মাণ করতে হবে, যাতে নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই নির্বিঘ্নে উঠানামা করতে পারে। প্রতিদিনই শত শত কর্মজীবী নারী পুরুষ এই স্টেশন ব্যাবহার করে নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহে যাতায়াত করেন। তাদের জন্য কমিউটার ট্রেনের ব্যাবস্থা করা প্রয়োজন। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জনগণের চিত্তবিনোদনের জন্য উন্মুক্ত প্রাঙ্গণ এবং বিনোদনকেন্দ্রের বড়ই অভাব। তাই উন্নতবিশ্বের সাথে তাল মিলিয়ে, স্টেশনের পাশেই একটি আন্তর্জাতিক মানের রেলওয়ে মিউজিয়াম বা জনসাধারণের জন্য একটি উন্মুক্ত পার্ক করা যায়। পাশাপাশি অত্র এলাকায় সবধরণের পথচারীদের নিরবিচ্ছিন্ন হাঁটাচলা এবং জনদুর্ভোগ দূরীকরণে মহাসড়কের পাশের ফুটপাতগুলোকে প্রশস্তকরণ এবং রাস্তার সাথে উচ্চতার সামঞ্জস্যকরণ প্রয়োজন। ট্রাফিক ব্যবস্থার ডিজিটালাইজেশন করা প্রয়োজন। পর্যাপ্ত সংখ্যক পেডেস্ট্রিয়ান ওভারপাস নির্মাণ করা প্রয়োজন। একটি সুস্থ সুন্দর উন্নত শহর আমাদের সকলের কাম্য।
১০০% সহমত পোষণ করলাম ভাই, প্লাটফর্ম উচু করতে ত হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হয় না তাহলে কেন জনগণের সুবিধার্থে প্লাটফর্ম গুলি উচু করা হয় না আমার মাথায় ধরে না
Ami o bro Agartala Tripura ta Thaki..and I love Bangladesh..because BD is my 2nd home country 🇮🇳🇮🇳❤❤🇧🇩🇧🇩..and Iswardi r pasa Akta jaiga acha padma Nodi r oipar Bheramara..saikhana amr khob close akta friend asa
আলহামদুলিল্লাহ...... সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের সোনার বাংলা উন্নয়নের পথে হাটতে শুরু করেছে সত্যি আমি খুভই মুগ্ধ প্রবাস থেকে দেশের উন্নয়ন চিত্র দেখে সত্যি আমরা অনেক আনন্দিত হই। শুভ কামনা রইলো প্রিয় মাতৃভূমি বাংলাদেশ
ধন্যবাদ তুলে ধরার জন্য। এখনো স্টেশনের অনেক কাজই বাকি। এখান থেকেই রূপপুরের জন্য লাইনটা বের হবে। লাইনের কাজও অনেকদূর এগিয়ে গেছে হার্ডিঞ্জ ব্রিজের উত্তর পাশে পাকশী নতুন স্টেশন পর্যন্ত। পাকশী ভিডিওর অপেক্ষায় রইলাম।
ভাই ভিডিওতে দেখলাম রেললাইন এর উপর দিয়ে সবাই পারা পার হচ্ছে এইটার একটা সমাধান করা উচিত রেলওয়ের কর্তিপক্ষের আসা করি বাংলাদেশের সব রেলওয়ে এর সমাধানের ব্যাবস্থা করবে ধন্যবাদের আপনাকে সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য
কেউ যেন পরিবেশ নষ্ট না করে সুন্দর জায়গা গুলোকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা হল সকলের কত্যব্য। আর যখন আপনারা ভিডিও বানাবেন তখন বলে দিবেন সবাই যেন তার চার পাশ পরিষ্কার করে রাখে তাহলে সকলেই উপকৃত হবে ।আপনার অনেক ভাল...
কেমন আছেন ভাই। আমি উল্লাপাড়া থেকে দেখছি আপনার ভিডিওটি। ঈশ্বরদী পুরাতন রেলওয়ে জংশন অথচ দেখার মত কেউ নেই আপনার মাধ্যমে অনেকে এখন জানতে পারবে ধন্যবাদ আপনাকে।
Tnx vayya amr nanu bari ishordi r ami onk like love miss kori amdr bari r chittagong thaki amra khub miss korchi mon vorena ishordi ghure 1 mas age vromon kore elam ishordi
Kamalapur rail station er platform kobe uchu kora hobe? nuton kichu dekhanor jonno dhonnobad. Nikunjo te nuton Dhaka Stock Exchange building er update diben vaiya, please.
সাংবাদিক ভাই-বোনেরা আপনাদের কাছে একমাত্র অনুরোধ রেলকতৃকপক্ষ যেন কালোবাজারে টিকেট বেচাকেনা করতে না পারে সেই দিকে একটু নজর রাখলে দেশ ও দশের উপকারে আসবে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।
Khob Valo laglo bhi. I m from Agartala,Tripura,India🇮🇳🇮🇳...I love Bangladesh Because BD amr 2nd home country🇧🇩❤❤🇧🇩...and Bhi iswardi r padma Nodi r oipar Bheramara ta amr onak close akta friend asa..
খুব ভালো লাগলো ৷ আমি যদি একা ঘূরতে যাই এক দিনের জন্য তাহলে কি ওখানে থাকার আমি যদি ওখানে একা ঘুরতে যাই ঈশ্বর দিতে ওখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে একাকি হোটেল ভাড়া দেবে ওকে নাকি একা হোটেল ভাড়া দেবে আমাদের ঈশ্বরদী থেকে বুধবার আমাদের আগে বাড়ি ছিল এখন বাড়ি নেই আমি কি ঘুরতে যেতে পারি আমি কলকাতায় থাকি আমার পাসপোর্ট আছে ওকে কে আমাকে কে একা ওখানে ঘুরতে যাওয়ার থাকা খাওয়ার ব্যবস্থা আছে
Ami January 20 ee train ee eii station er opor diye gechi, but eii vdo ta dekhe ami obak, eto kom somoy ee station er rup bodle giyeche. Khub valo hoyeche station uchu korate. Amader Indian railways ee sob sob station ee emon uchu jar jonno khub subidha hoy. Bangladesh ee sob station erokom hole valo hobe. Lv frm India.
বাংলাদেশ এ বর্তমানে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে প্রায় সব ক্ষেতে।বর্তমান আওয়ামী লীগ সরকার টানা ১০ বছরের অধিক সময় ধরে ক্ষমতায় থাকায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে।অতিতের BNP-jamat সরকার রেলকে একটি অবহেলিত সেক্টর করে রেখেছিল।তখন অনেক স্টেশন এবং লাইন বন্ধ হয়ে যায়।কর্মী ছাটাই করা হয়।বর্তমান সরকার ঢাকা-চট্রগ্রাম বুলেট ট্রেনের পরিকল্পনা করছে।দুই/তিন বছরের মধ্যে কাজ শুরু হবে। পদ্মাসেতু এবং ঢাকা-যশোর নতুন রেললাইনের কাজ শেষ হলে ঢাকা-কলকাতা রেলরুডের দৈর্ঘ্য কমে আসবে এবং ট্রেনের গতিও বাড়বে।তখন আর ঈশ্বরদী জং এ আসতে হবে না।তবে ঢাকা-NJP নতুন মিতালি এক্সপেস ঈশ্বরদী জং হয়ে যাবে।আর্শীবাদ করবেন যেন বাংলাদেশ রেলওয়ে আরও উন্নত হয়।ইলেক্ট্রিফিক্যাশন হয়। অনন্ত ভারতের সমপর্যায়ে হলেও হবে😒😒 🇧🇩❤️🇮🇳 ধন্যবাদ।🙏🙏🙏
Follow Me On :
👥 - FACEBOOK : facebook.com/raidbd.official
📸 - Instagram - instagram.com/raidkarim/
ভাই আসসালামু আলাইকুম ভাই বিমানবন্দর রেল ষ্টেশনের সংস্কার কাজটি একটু দেখালে ভালো হতো
প্ল্যাটফর্ম শেড আধুনিকীকরণ করা আবশ্যক,রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম শেডের বেশিরভাগই ব্রিটিশ তৈরি।
রেলওয়ে বিভাগ ধীরে ধীরে সমস্ত শেড পরিবর্তন করা উচিত আধুনিক চেহারা দরকার, সত্তর বছরের মতো সাধারণ পুরাতন চেহারা নয়।চীনকে অনুসরণ করুন।
বাংলাদেশের প্রতিটা স্টেশনের প্ল্যাটফর্মের উচ্চতা এর মতো হওয়া উচিত। আর কিছু গুরুত্বপূর্ন স্টেশন আন্তর্জাতিক মান বজায় রেখে পুনঃনির্মাণ করা উচিৎ। আমাদের দেশের রেল যোগাযোগ ব্যবস্থা এগিয়ে যাক।
সহমত পোষণ না করে পারছি না,ভাই ।
Rajshahi railway station tao kintu erokom height er
বিশ্বের বিভিন্ন দেশ তাদের পুরাতন স্টেশন গুলো redevelopment করে থাকে।
সারাদেশের সাথে রেল যোগাযোগ ব্যবস্থায় ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত কমলাপুর রেলস্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কমলাপুর স্টেশনের খুব কাছেই মতিঝিল কমার্শিয়াল এরিয়া, দূরপাল্লার সব বাস কাউন্টার, BRTC বাস ডিপো ছাড়াও অত্র এলাকার চারপাশ ঘিরে বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।
সরকারের চলমান কিছু প্রজেক্টের মধ্যে মেট্রোরেল অন্যতম, এবং এই মেট্রোরেলের একটি স্টেশন এই কমলাপুরেই হওয়ার কথা। বাস্তবায়িত হতে যাওয়া আরো একটি প্রকল্প পাতালরেল এর একটি স্টেশনও এখানে নির্মানের পরিকল্পনা করছে সরকার। যার কারণে স্টেশন সংলগ্ন বৃহৎ একটি অঞ্চল ঢাকার তথা দেশের সার্বিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু স্টেশনের দুপাশের আউটার সার্কুলার রোড এবং অতীশ দীপঙ্কর রোড দুটি মাত্র চার লেনের। অবৈধভাবে রাস্তা দখল করে রাখায় এবং সারি সারি ট্রাক, লরি রেখে দেয়ায় প্রতিনিয়ত প্রচুর যানজটের সৃষ্টি হয়। যার ফলে স্টেশন সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাসরত চাকরিজীবী, শিক্ষার্থীরা ছাড়াও স্টেশনে আগত দূরদূরান্তের সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে । ঈদের মৌসুমে ঘরমুখী মানুষের ঢল নামে এই স্টেশনে, এমনকি সারারাত লাইন ধরেও টিকিটের জন্য অপেক্ষা করতে হয়। অপরিকল্পিত নগরায়নের ফলে দিন দিন ঢাকার জনসংখ্যাও নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে।
তাই যথাযথ নাগরিক সুবিধা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকার লাইফলাইন এই কমলাপুর রেলওয়ে স্টেশন নিয়ে অতিসত্বর একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ডিটেইলড এরিয়া প্ল্যানিং করা খুবই প্রয়োজন।
তাছাড়া বর্তমানে স্টেশনের দক্ষিণপূর্ব দিকের ঢাকা ইনল্যান্ড কনটেইনার ডিপোর (ICD) ধারণক্ষমতাও পর্যাপ্ত নয়। ICD (ঢাকা ইনল্যান্ড কনটেইনার ডিপো) কে অন্যত্র স্থানান্তর করে উক্ত জায়গায় আন্তর্জাতিক মানের সুবিশাল এবং সর্বাধুনিক সুবিধা সংবলিত সম্পূর্ণভাবে নতুন একটি টার্মিনাল নির্মাণ করা উচিৎ। সম্পূর্ণ ডিজিটালাইজড এবং যাত্রীদের বিশ্রামের জন্য লাউঞ্জের ব্যবস্থা করা উচিত। স্টেশনের প্লাটফর্মগুলোর উচ্চতা ট্রেনের সাথে সামঞ্জস্যপূর্ণ করে নির্মাণ করতে হবে, যাতে নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই নির্বিঘ্নে উঠানামা করতে পারে।
প্রতিদিনই শত শত কর্মজীবী নারী পুরুষ এই স্টেশন ব্যাবহার করে নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহে যাতায়াত করেন। তাদের জন্য কমিউটার ট্রেনের ব্যাবস্থা করা প্রয়োজন।
আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জনগণের চিত্তবিনোদনের জন্য উন্মুক্ত প্রাঙ্গণ এবং বিনোদনকেন্দ্রের বড়ই অভাব। তাই উন্নতবিশ্বের সাথে তাল মিলিয়ে, স্টেশনের পাশেই একটি আন্তর্জাতিক মানের রেলওয়ে মিউজিয়াম বা জনসাধারণের জন্য একটি উন্মুক্ত পার্ক করা যায়।
পাশাপাশি অত্র এলাকায় সবধরণের পথচারীদের নিরবিচ্ছিন্ন হাঁটাচলা এবং জনদুর্ভোগ দূরীকরণে মহাসড়কের পাশের ফুটপাতগুলোকে প্রশস্তকরণ এবং রাস্তার সাথে উচ্চতার সামঞ্জস্যকরণ প্রয়োজন। ট্রাফিক ব্যবস্থার ডিজিটালাইজেশন করা প্রয়োজন। পর্যাপ্ত সংখ্যক পেডেস্ট্রিয়ান ওভারপাস নির্মাণ করা প্রয়োজন।
একটি সুস্থ সুন্দর উন্নত শহর আমাদের সকলের কাম্য।
@@malcolmx300 খুব ভালো মতামত।
১০০% সহমত পোষণ করলাম ভাই, প্লাটফর্ম উচু করতে ত হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হয় না তাহলে কেন জনগণের সুবিধার্থে প্লাটফর্ম গুলি উচু করা হয় না আমার মাথায় ধরে না
আমি গর্বিত কারন আমি একজন ঈশ্বরদীয়ান...😍😍
মাশাল্লাহ ভালো লেগেছে
এই মাত্র ইশ্বরদি পার হয়ে গেলাম
বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে দেখলাম ভালো লেগেছে
❤❤❤
Ami Indiar tripura rajya theke...tomar channel always follow kori ..khub valo laage...
Bangladesh amr khub valo lage❤️🇧🇩🇮🇳❤️
অসংখ্য ধন্যবাদ ভাই ❤❤❤💐
@@RaidBD ❤️❤️❤️
Ami o bro Agartala Tripura ta Thaki..and I love Bangladesh..because BD is my 2nd home country 🇮🇳🇮🇳❤❤🇧🇩🇧🇩..and Iswardi r pasa Akta jaiga acha padma Nodi r oipar Bheramara..saikhana amr khob close akta friend asa
@@kishandas1234 Ami cooch Behar,West Bengal thaki Ami Tomar shathe sahomot
@@kishandas1234 বাংলাদেশে আসুন ঘুরে যাবেন। একই ভাষাভাষী, মানুষগুলোও আপনাদের মতোই দেখতে।
আলহামদুলিল্লাহ......
সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের সোনার বাংলা উন্নয়নের পথে হাটতে শুরু করেছে সত্যি আমি খুভই মুগ্ধ প্রবাস থেকে দেশের উন্নয়ন চিত্র দেখে সত্যি আমরা অনেক আনন্দিত হই।
শুভ কামনা রইলো প্রিয় মাতৃভূমি বাংলাদেশ
দয়া করে ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলুন।পরিবেশ ও পৃথিবীকে সুস্থ রাখুন ।সবাইকে অগ্রিম ধন্যবাদ।
খুব ভালো লাগলো ভাই 👌
অসংখ্য ধন্যবাদ ভাই ❤❤❤
ধন্যবাদ তুলে ধরার জন্য। এখনো স্টেশনের অনেক কাজই বাকি। এখান থেকেই রূপপুরের জন্য লাইনটা বের হবে। লাইনের কাজও অনেকদূর এগিয়ে গেছে হার্ডিঞ্জ ব্রিজের উত্তর পাশে পাকশী নতুন স্টেশন পর্যন্ত। পাকশী ভিডিওর অপেক্ষায় রইলাম।
ঈশ্বরদী নিয়ে সুন্দর ভিডিও তৈরীর জন্য আমি ঈশ্বরদীর সন্তান হিসাবে ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
❤❤❤
☺☺☺☺
দখিন কোরিয়া থেকে দেখছি, ভাই।
❤❤❤
বাংলাদেশের সর্বত্রই উন্নয়নের ছোয়া লেগেছে। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে।
খুব সুন্দর একটা ভিডিও, অসাধারণ ফুটেজ
অসংখ্য ধন্যবাদ ভাই ❤❤❤
ছোট থেকে বেড়ে ওঠা, সেই নিজ এলাকাটা প্রবাস থেকে দেখেতে পেরে অনেক ভালো লাগছে। ধন্যবাদ Raid BD চ্যানেলকে।
❤❤❤
বাংলাদেশের ট্রেনের ইঞ্জিন গুলি দেখতে খুবই কদর্য। নতুন ইঞ্জিন কিনলে দেখতেও যেন সুন্দর হয় ।
Am from Indonesia 🇮🇩.... Love for Bangladesh 🇧🇩
❤❤❤
Thanks brother❤❤
🤩🤩🤩
We also love Indonesia 🥰🥰
🇧🇩🇮🇩😘😘
অসাধারণ সুন্দর আমাদের বাংলাদেশ রেলওয়ে তবে আরো সংস্করণ করতে হবে পুরো রেল ব্যব্থাকে।
অপুর্ব বাংলা দেশের প্রতিটি প্লাটফ্রম এমন হওয়া উচিত।
দেশের সব স্টেশনে প্লাটফর্ম এমন উচু করা দরকার। আর গুরুত্বপূর্ণ জেলা শহরের সাথে হাইস্পিড ট্রেনের ব্যবস্থা করা জরুরি
ঈশ্বরদী জেলা চাই
প্লাটফ্রমটা দেখে ভালো লাগলো,দেশের সবগুলো স্টেশন এরকম করা প্রয়োজন,এতে দূর্ঘটনা অনেক কমে যাবে।
আপনার মাধ্যমে আমরা প্রবাসে থেকে ও নিজ দেশের চলমান উন্নয়ন সকল কাজ ও অন্যান্য সকল ভিডিও দেখতে পারি।
awesome video love from kolkata ❤
আলহামদুলিল্লাহ খুব সুন্দর
আসসালামু আলাইকুম,ভাই কেমন আছেন, আমি সৌদি আরব থেকে দেখছি,
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ❤❤❤
মালেয়শিয়া থেকে।
কামলা দিতে গেছেন।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের নিজ থানার রেলস্টেশন দেখানোর জন্য। প্রবাস থেকেই রেল স্টেশনটি দেখে অনেক ভালো লাগলো। আবারো আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
❤❤❤
খুব ভাল লাগলো আমি সৌদি আরব থেকে দেখছি। আমাদের চুয়াডাঙ্গা দর্শনা এমন স্টেশনের প্লাটফর্ম করা দরকার।
ভাই ভিডিওতে দেখলাম রেললাইন এর উপর দিয়ে সবাই পারা পার হচ্ছে এইটার একটা সমাধান করা উচিত রেলওয়ের কর্তিপক্ষের আসা করি বাংলাদেশের সব রেলওয়ে এর সমাধানের ব্যাবস্থা করবে
ধন্যবাদের আপনাকে সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য
আমার বাসা গাজীপুর কাপাসিয়াতে আমি বেড়াতে গিয়েছিলাম ঈশ্বরদী দাদার বাড়িতে।
খুব সুন্দর ভালো লাগল
ভালো লাগল।
স্টেশন থেকে এখন ট্রেনে উঠা সহজ হবে৷
প্রতিটা স্টেশন এমন হলে ভালো হয়
☺😍।
কেউ যেন পরিবেশ নষ্ট না করে সুন্দর জায়গা গুলোকে
সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা হল
সকলের কত্যব্য। আর যখন আপনারা ভিডিও
বানাবেন তখন বলে দিবেন সবাই যেন তার চার
পাশ পরিষ্কার করে রাখে তাহলে সকলেই উপকৃত
হবে ।আপনার অনেক ভাল...
Aponake onek donnobad video ta dekhlam bidehs teke. Onek shundar lagse amader dehsta amara miss kori onek. ❤️❤️ Bangladesh
❤❤❤
এইতো কিছুদিন আগেই খুলনায় যাবার সময় ঈশ্বরদী জংশনে নেমেছিলাম। ঘুরে ঘুরে দেখলাম যে জংশনটি পূর্বের চাইতে বহুগুণে সুন্দর দেখাচ্ছে। বিশেষত প্লাটফর্ম উচু করা হয়েছে৷ ব্যপারটিকে স্বাগত জানাই। ❤️
কেমন আছেন ভাই। আমি উল্লাপাড়া থেকে দেখছি আপনার ভিডিওটি। ঈশ্বরদী পুরাতন রেলওয়ে জংশন অথচ দেখার মত কেউ নেই আপনার মাধ্যমে অনেকে এখন জানতে পারবে ধন্যবাদ আপনাকে।
চমৎকার হয়েছে ভিডিওর কোয়ালিটি বস কাতার থেকে আছি একসময় আপনার সাথে 🇧🇩👍
আমাদের বাড়ি ঈশ্বরদীতে..... ।
Tnx vayya amr nanu bari ishordi r ami onk like love miss kori amdr bari r chittagong thaki amra khub miss korchi mon vorena ishordi ghure 1 mas age vromon kore elam ishordi
অনেক বার ট্রেনে ওঠে ছিলাম এই ঈশ্বরদী
জংশনে।
সবাইকে অনুরোধ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন। এভাবে একদিন পুরো বাংলাদেশের সবাই সচেতন হবে। ❤️
গিয়েছিলাম ১৫ বছর আগে। কিছু নষ্টালজিক স্মৃতি ও আছে।
অনেক পরিবর্তন হয়েছে এবং হচ্ছে দেখছি।
ধন্যবাদ আবার জায়গা টি দেখার সুযোগ করে দেয়ার জন্য ❤️
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
এই রকম বাংলাদেশের সব স্টেশনের প্যাল্টর্ফমা করা দরকার
I visited Ishwardi in 1958 with my father. He was an Engineer working for C&B. Then East Pakistan Government’s Highway Department. 🇧🇩😊
অনেক ভাল লেগেছে ভিডিও টা।
বরাবরের মতো খুব সুন্দর লাগছে।
এটাই সত্যিকার উন্নয়ন
আমরা চাই
ধন্যবাদ ভাই আপনার ভিডিও অনেক সুন্দর হয়েছে
ট্রেন টা খুব সুন্দর
খুব ভাল লাগল দেখে।।। ভালবাসা রানাঘাট থেকে
Kamalapur rail station er platform kobe uchu kora hobe? nuton kichu dekhanor jonno dhonnobad. Nikunjo te nuton Dhaka Stock Exchange building er update diben vaiya, please.
masahallah good
আস্সালামুয়ালাইকুম ভাই স্টেশন তা অনেক সুন্দর প্লাটফর্ম হাইট তা বাড়ানো অন্যন্য স্টেশন এ করলে ভালো আপনাকে অসংখ ধন্যবাদ
ভাই ট্রেন কুনদিক দিয়া আসা জাওয়া করে যুমুনা ব্রিরিজ দিয়া নাকি অন্ন দিক দিয়া একটু জানালে ভাল হবে।
Bhalo video bhai.
Airport railway station neye akta vdo koren vai...newlook station hoice
ধন্যবাদ রিয়াদ ভাই। এগিয়ে যান।
Brother ishwardi locomotive master Der Training ar upor akta video plz.
Thanks Riad vai,amder Ishwardi niye aro ekt vlogs korar jonno..
All are Indian made LHB coaches and diesel engine. Looks nice.
Right
Ishwardi theke bolchi bro tnq video uploaded Dewar jonno
❤❤❤
টেকসই উন্নয়নই একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি।
Thank you so much Ami Saudi Arabia theke deksi...
সাংবাদিক ভাই-বোনেরা আপনাদের কাছে একমাত্র অনুরোধ রেলকতৃকপক্ষ যেন কালোবাজারে টিকেট বেচাকেনা করতে না পারে সেই দিকে একটু নজর রাখলে দেশ ও দশের উপকারে আসবে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।
Darun laglo vai
Wow nice city dada
আমার নানু বারি, ইশরদি তে 😌😌😊😊
Alhamdulillah 😍
Khob Valo laglo bhi. I m from Agartala,Tripura,India🇮🇳🇮🇳...I love Bangladesh Because BD amr 2nd home country🇧🇩❤❤🇧🇩...and Bhi iswardi r padma Nodi r oipar Bheramara ta amr onak close akta friend asa..
😕😕😕🙏🙏🙏
Very good 👍 👏 👌 😀
পোস্টার ,banner লাগিয়ে সব নষ্ট করবেননা please.
পাবনা থেকে ❤
ভাই আপনার বাসায় কোথায়
good. jobs. kinto. agoli. continue manitoring kara. darkar
as salamualaikum owa rahmatullahi owaba rakatuhu shubo sokal bhaijan valo thakben aponara kosto kore vedio koren boley amora sohoje jante o dekhte pay alhamdollah abave amader sundor vedio upohar diben bole asha kori dowa korben ami spain theke .
আজ এলাম রাজশাহী থেকে
ঈশ্বরদী রেলওয়ে টিকেট কাটার জন্য ব্রীজের ওপারে এখনও যাওয়া লাগে ?
অসাধারণ ভিডিও
onek valo
ভাইয়া আপনার বিডিও গুলো অনেক ভালো লাগে
অসংখ্য ধন্যবাদ ভাই ❤❤❤
shorkarke dhonnobad naganaiaa pari na joybangla etodin laglo amader bibek khulte
যশোর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এমন উঁচু করার দরকার।
Absolutely beautiful
Issordi theke kisorgonj kivabe jabo?
Train ta kothar theke kothai jai janale bhalo hoi.Ami India theke apnar video ta khub bhalo laglo
1st"""Sundarban express
"""Dhaka to Khulna
2nd """"""chitra express"""""
Dhaka to Khulna 😊😊😊😊
বাংলাদেশ সরকারকে ধন্যবাদ
Very nice! From Rajshahi
ভাই রেলের শহর রাজবাড়ী থেকে ঘুরে আসেন আসা করি ভালো লাগবে বাংলাদেশের প্রথম দিকের রেল স্টেশন
A good video, encouraging people to familiarize railway communications ,its conviniance, cmfortibility. Thanks.
ঈশ্বরদী জেলা চাই
খুব ভালো লাগলো ৷ আমি যদি একা ঘূরতে যাই এক দিনের জন্য তাহলে কি ওখানে থাকার আমি যদি ওখানে একা ঘুরতে যাই ঈশ্বর দিতে ওখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে একাকি হোটেল ভাড়া দেবে ওকে নাকি একা হোটেল ভাড়া দেবে আমাদের ঈশ্বরদী থেকে বুধবার আমাদের আগে বাড়ি ছিল এখন বাড়ি নেই আমি কি ঘুরতে যেতে পারি আমি কলকাতায় থাকি আমার পাসপোর্ট আছে ওকে কে আমাকে কে একা ওখানে ঘুরতে যাওয়ার থাকা খাওয়ার ব্যবস্থা আছে
Ami January 20 ee train ee eii station er opor diye gechi, but eii vdo ta dekhe ami obak, eto kom somoy ee station er rup bodle giyeche. Khub valo hoyeche station uchu korate. Amader Indian railways ee sob sob station ee emon uchu jar jonno khub subidha hoy. Bangladesh ee sob station erokom hole valo hobe.
Lv frm India.
বাংলাদেশ এ বর্তমানে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে প্রায় সব ক্ষেতে।বর্তমান আওয়ামী লীগ সরকার টানা ১০ বছরের অধিক সময় ধরে ক্ষমতায় থাকায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে।অতিতের BNP-jamat সরকার রেলকে একটি অবহেলিত সেক্টর করে রেখেছিল।তখন অনেক স্টেশন এবং লাইন বন্ধ হয়ে যায়।কর্মী ছাটাই করা হয়।বর্তমান সরকার ঢাকা-চট্রগ্রাম বুলেট ট্রেনের পরিকল্পনা করছে।দুই/তিন বছরের মধ্যে কাজ শুরু হবে।
পদ্মাসেতু এবং ঢাকা-যশোর নতুন রেললাইনের কাজ শেষ হলে ঢাকা-কলকাতা রেলরুডের দৈর্ঘ্য কমে আসবে এবং ট্রেনের গতিও বাড়বে।তখন আর ঈশ্বরদী জং এ আসতে হবে না।তবে ঢাকা-NJP নতুন মিতালি এক্সপেস ঈশ্বরদী জং হয়ে যাবে।আর্শীবাদ করবেন যেন বাংলাদেশ রেলওয়ে আরও উন্নত হয়।ইলেক্ট্রিফিক্যাশন হয়। অনন্ত ভারতের সমপর্যায়ে হলেও হবে😒😒
🇧🇩❤️🇮🇳
ধন্যবাদ।🙏🙏🙏
Very nice ❤️❤️👍👍👍👍👍
Bhai tri tower er kono update ace naki ?
আমার শহর অনেক মিস করি, ❤️❤️❤️❤️
Beautifol ,think you so much
Very nice video
abar dekci valo lagcey
ভাই ঈশ্বরদী থেকে বান্দরবান যেতে ট্রেনে কত টাকা লাগবে জানলে একটু বলবেন
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা
দেশের সব স্টেশন এভাবে উচু করা হুক,,,যত দ্রুত সম্বভ।
সহমত ভাই, তাহলে আমাদের সাধারন জনগনের অনেক উপকার হত
Great place