Borisho Dhora Majhe | বরিষ ধরা মাঝে | Timir Biswas | Rabindra Sangeet (2020)

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @shahidulanuar8406
    @shahidulanuar8406 4 роки тому +191

    দাদা, আমি বাংলাদেশ , চট্টগ্রাম থেকে লিখছি ।। রবীন্দ্রনাথের এই গানটি এতো শুনেছি , কিন্তু আপনার এই ফরমেটে গানটা শুনতে কেন যেন আত্মাটা অনেক প্রশান্তি পাচ্ছে ।। অনেক ধন্যবাদ ।।

    • @diproy8970
      @diproy8970 Рік тому +6

      অসাধারণ

    • @debkumarmukherjee7024
      @debkumarmukherjee7024 Рік тому +9

      তিমির ভালো লাগলো গানটা ।বাবা মা ভালো আছেন তো। তুমি ভালো তো বাবা।। দেব কুমার মুখার্জি (বাপ্পা দার বাবা )!
      বাবা

    • @MD.MASUMABDULLAH
      @MD.MASUMABDULLAH Рік тому

      ​@@debkumarmukherjee7024q

    • @SujonIslam-g5w
      @SujonIslam-g5w 9 місяців тому

      😊​@@diproy8970

    • @shellychatterjee7830
      @shellychatterjee7830 7 місяців тому

      L un❤​@@debkumarmukherjee7024

  • @syedamasudmubessera1399
    @syedamasudmubessera1399 3 роки тому +18

    শিল্পী তুমি কি করে সুরের মূর্ছনায় মনের গহীন থেকে কষ্ট নিংড়ে বের করে আনলে ?? এতো শিল্পীর গান শুনি কিন্তু তোমার মত নয়। খুব ভালো থেকো।

  • @piyalisaha7468
    @piyalisaha7468 4 роки тому +26

    অদ্ভুত শান্তি... এই রকম কন্ঠের জন্যে তো বার বার রবীন্দ্রসংগীত এর প্রেমে পরা যায়...

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +7

      অসংখ্য ধন্যবাদ 🙏🏽

    • @sanughosh2021
      @sanughosh2021 16 днів тому

      বরিষ ধরা-মাঝে শান্তির বারি
      শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
      ঊর্ধ্বমুখে নরনারী ॥
      না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ,
      না থাকে শোকপরিতাপ।
      হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক,
      বিঘ্ন দাও অপসারি ॥
      কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ,
      কেন এ মান-অভিমান।
      বিতর' বিতর' প্রেম পাষাণহৃদয়ে,
      জয় জয় হোক তোমারি ॥

  • @priyankatalukdar1763
    @priyankatalukdar1763 4 роки тому +208

    অনুভব করলাম শুধু ।সত্যি শান্তি পেয়েছি ।অনেকেই এই সুন্দর গানটিকে এত জটিল করে গেয়ে থাকেন যে এর সিন্গধতা কোথাও যেন হারিয়ে যায়।অনেক ধন্যবাদ আপনাকে ।।।

    • @sujatasen6323
      @sujatasen6323 3 роки тому +2

      L

    • @sujatasen6323
      @sujatasen6323 3 роки тому +2

      Koi nhi ho rhapp j0

    • @rioronno9021
      @rioronno9021 3 роки тому +3

      ঘোড়ার আণ্ডার গান শুনেছেন আপনি!
      অদিতি মহসিনেরটা শুনে তারপর এসব বস্তাপঁচা স্টাইলের গান শুইনেন।

    • @priyankatalukdar1763
      @priyankatalukdar1763 3 роки тому +7

      @@rioronno9021 অদিতি মহসিন কে সেটা আমার জানা নেই । আপনার জ্ঞাতার্থে বলছি যদি অদিতি মুন্সীর কথা বলে থাকেন তাহলে ঠিক আছে ।কিন্তু আপনার ওনার গান ভালো লাগে বলে আমারও ভালো লাগার প্রয়োজন আছে বলে মনে করছি না।

    • @shibnathbanerjee7821
      @shibnathbanerjee7821 3 роки тому

      @@priyankatalukdar1763 hai obossoi.. Apnar manna dey, hemonto mukherjee, shreya ghosal eder gan o bhalo nao lagte pare tate karor kichui Jay ase na..
      Apni shudhu gan sunun, otai valo.. Gan ke judge korar khomota apnar nei..
      Ar madam, kon dik diye aditi munsir gan apnar kharap lage jodi ektu bolen ar ki?

  • @priyankachatterjee500
    @priyankachatterjee500 9 місяців тому +14

    চার বছর পরেও গান টা পুরনো হয়নি। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার শুনবো ই...রুটিন হয়ে গিয়েছে যেন। তাই আবার একটা কমেন্ট করতে ইচ্ছে হলো। ভালো থেকো দাদা❤

  • @ProtivaGoon
    @ProtivaGoon 5 місяців тому +2

    কেনো এ হিংসাদ্বেষ, কেনো এ ছদ্মবেশ,কেনো এ মান অভিমান?বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে..... জয় জয় হোক তোমারি।
    কবির এতো সুন্দর লেখনী এবং তিমির দাদার অসাধারণ আবেগী সুর, এক কথায় মারাত্মক রকমের সুন্দর। মন ভরে যায়।শান্তি লাগে।অস্থির মন স্থিরতা পায়।

  • @ayeshasiddekashathi4503
    @ayeshasiddekashathi4503 Рік тому +8

    গানটা শুনছি ,বারবার শুনছি। তবুও আবার শুনতে ইচ্ছে করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী আর তিমির বিশ্বাস এর গাওকী মিলেমিশে যেন অন্যরকম এক মায়াবী আবেশ তৈরী করছে। তাইতো যত শুনছি মুগ্ধ হয়ে যাচ্ছি।

  • @chandanadey3549
    @chandanadey3549 4 роки тому +27

    খুব অল্প কিছু গান আছে যেগুলো শুনলে শান্তি পাওয়া যায়।আপনার গলায় এই গান টি শুনে আমি ঠিক তেমন এক শান্তি পাই। এত পবিত্র গান,এত পবিত্র গলা আমি আগে শুনিনি।প্রনাম নেবেন আমার।

  • @shantipikin
    @shantipikin 3 роки тому +10

    কি বলবো ভাষা নেই। এই অতিমারী এর সময়ে যদি সত্যি এরকম কোনো বারিধারার সন্ধান পাওয়া যেত! "হৃদয় বিমল হোক/প্রাণ সবল হোক/বিঘ্ন দাও অপসারী।"
    সেই অপেক্ষায় আকাশপানে চেয়ে।
    অনবদ্য গায়কী

  • @chaitidutta2975
    @chaitidutta2975 9 місяців тому +2

    ভালো লেগেছে দাদা 👍👌

  • @bonheybarua6966
    @bonheybarua6966 4 роки тому +7

    অসাধারণ ভালো লাগা একটা গান। অনেক ধন্যবাদ জানাই শিল্পী কে এতো আবেগ মেখে গান টা উপহার দেওয়ার জন্য। নিজেও গান টা গেয়েছি কিন্তু এভাবে গাইতে পারিনি। আপনার গাওয়ার মাঝে একটা শান্তি খুঁজে পেয়েছি।

  • @aparnaghosh6396
    @aparnaghosh6396 2 роки тому +4

    আমি বারবার এই গানটি শুনি।পরিবেশনা যেমন সুন্দর তেমনই স্নিগ্ধতা প্রকাশ পেয়েছে।সত্যিই শুনে খুব শান্তি পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @সবারজন্যবাংলা

    গানটা যে আমি কতবার শুনেছি হিসেব নেই! অসাধারণ একটা গান! 💕

  • @barnaliray7898
    @barnaliray7898 10 місяців тому +1

    সত্যিই শান্তির বাণী উচ্চারিত হলো...অপূর্ব প্রশান্তি এনে দিলেন শিল্পী।

  • @sandipkumarbasu8215
    @sandipkumarbasu8215 2 роки тому +3

    একজন সন্তের কণ্ঠে পবিত্র প্রার্থনা ধ্বনি শুনে শিউরে ওঠে শরীর মন প্রাণ,,,,,,,,

  • @mousumipal5762
    @mousumipal5762 4 роки тому +4

    অপূর্ব দাদা।আজকে এর থেকে ভালো গুরুপ্রণাম আর হয় না।মন শান্ত হয়ে গেল।

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ 😊🙏🏽

  • @debasden91
    @debasden91 4 роки тому +4

    চির প্রশান্তি।। রবি ঠাকুরের অনবদ্য রচনা।। ভালোবাসা নিও তিমির দা। ❤

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +1

      অসংখ্য ধন্যবাদ ! 🥰

  • @chanchalroychoudhury8361
    @chanchalroychoudhury8361 2 роки тому +1

    আহা ঈশ্বর কি কণ্ঠ দান করেছেন
    আপনাকে ! আমার ভালোবাসার গান
    এটা।
    কিন্তু এত পরিষ্কার উচ্চারণে আগে
    শুনিনি গানটা ।
    আমি এক বৃদ্ধ ।
    তবুও প্রণাম জানাই আপনাকে ।
    আপনি আমাদের মতো কত অসহায়
    মানুষ কে একটু শান্তির বার্তা দিচ্ছেন।
    চোখ জলে ভরে উঠলো ।
    শতায়ু হন। আমাদের জন্য ।

  • @prosenjitdey9728
    @prosenjitdey9728 3 роки тому +33

    প্রচন্ড অনুভব করলাম, চোখ দিয়ে জল চলে এল।
    হাজারো কষ্টের মাঝে একটু যেন বাঁচার প্রেরণা পেলাম।
    চালিয়ে যাও দাদা।
    ঈশ্বর তোমার মঙ্গল করুক।

    • @usneesdey843
      @usneesdey843 2 роки тому +1

      অপূর্ব । প্রচণ্ড ব্যস্ততার মধেও শুনলে প্রশান্তির ভাব ছেয়ে যায় মনে। শান্তির বারি ঝরে পড়ছে যেন সারা শরীরে। চোখ থেকেও বারি ধারা অব্যাহত। শুধুই অনুভবের। আরও এগিয়ে চল।

    • @ssgamingrider4510
      @ssgamingrider4510 2 роки тому +1

      Prochondo bhalo

  • @NilPremika
    @NilPremika 9 місяців тому +1

    2.55 A.M কি এক অশান্তি নিয়ে ঘণ্টা খানেক কাটলো,কিছুতেই স্বস্তি মেলে না। আবার পেলাম এই গান,এই গলা প্রণাম হে সৃষ্টিকর্তা🙏

  • @sounaksanyal
    @sounaksanyal 4 роки тому +49

    I closed my eyes and felt peace... divine peace through your voice. May Your Art invoke the soul of millions.

  • @sanghamitrachowdhury1749
    @sanghamitrachowdhury1749 Рік тому +2

    মনে বড় শান্তি পেলাম তোমার এ গানটিতে ...
    সারা পৃথিবীর মানুষ তৃষিত হৃদয়ে শান্তি পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে ... অর্থ, সম্পদ, প্রাচুর্য - সব কিছুর উর্দ্ধে মনের শান্তিটুকুর প্রত্যাশী সবাই ৷
    আক্ষরিক অর্থেই আজ শান্তিবারির বড় প্রয়োজন ৷ পরিশেষে বলি ... তোমার গান শোনার আকাঙ্খা বেড়ে গেল ৷ ভাল থেকো ৷

  • @doeltia
    @doeltia 4 роки тому +6

    তোমার গান যত শুনি মুগ্ধতা আরও বেড়ে যায়। খুব খুব ভালো থেকো তিমির দা। অনেক শুভেচ্ছা 💐❤

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +1

      অসংখ্য ধন্যবাদ 🙏🏽😊

  • @swagatakundu3830
    @swagatakundu3830 Рік тому +1

    আপনার কন্ঠে এই গান আমাকে মুগ্ধ করে দিয়েছে, যখনই সুযোগ হয় এই গানটা শুনি। এত মায়া কেন লাগে জানিনা!

  • @jyotirmoychakraborty5337
    @jyotirmoychakraborty5337 4 роки тому +3

    মনটা জুড়িয়ে গেল দাদা। ভগবান তোমার মঙ্গল করুক।

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ ! 🙏🏽

  • @sikhabose6809
    @sikhabose6809 4 роки тому +2

    Saty Khub valo laglo mon Santo hoi asthirotar modhye

  • @sanchalidey8443
    @sanchalidey8443 4 роки тому +3

    মনটা ভালো হয়ে গেল... I wish পৃথিবী আবার সুস্থ ও শান্তিময় হোক..

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +1

      অসংখ্য ধন্যবাদ 🙏🏽🙂

  • @rakhimitra1487
    @rakhimitra1487 Рік тому +1

    অদ্ভুত এক প্রশান্তি লাভ করলাম আপনার গলায় এই গানটি শুনে ... এতো আবেগের সাথে কাউকে গাইতে দেখিনি ..... ভালো থাকবেন ..... দাঁড়াইয়ে... শব্দটি এতো সুন্দর ভাবে উচ্চারণ করেছেন, বারবার শুনতে মন করছে ....

  • @amreetaghosh4534
    @amreetaghosh4534 3 роки тому +3

    আপনার কন্ঠে যতবার এই গানটি শুনি অদ্ভুত শান্তি পাই।

  • @rinkusartscraft6001
    @rinkusartscraft6001 2 роки тому +2

    শোনা মাত্রই শান্তি প্রাপ্তী.....ধন্যবাদ আপনাকে

  • @dipnarayanroy2829
    @dipnarayanroy2829 4 роки тому +4

    Sir....... সেই চিরকালের মত অসাধারণ মন ভালো করা শান্ত করা একটা অনুভুতি.......... কোনো শব্দ যথেষ্ট নয় কতখানি সুন্দর গানটা........... আপনি স্যার এভাবেই আসবেন যখন শান্তির দরকার হবে.......... প্রণাম নেবেন স্যার......🙏🙏🙏.......আর প্রচুর ভালোবাসা.......🥰🥰🥰

  • @sandipsing6762
    @sandipsing6762 Рік тому +1

    ভোরের পাখি ডাকা সকাল আর এক কাপ চা এর সাথে এই গান শুনলে আমার মোন ভালো হয়ে জায় ধান্যবাদ sir 🎉🎉🎉🎉🎉🎉😊😊❤❤❤❤❤

  • @animapayra7424
    @animapayra7424 4 роки тому +6

    চারিদিকে এ তো অমঙ্গল এর মধ্যে ও আপনার গান শুনে শান্তি পাই ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ 🙏🏽

    • @Barnabasak-160
      @Barnabasak-160 5 місяців тому

      আরেকটি গান আছে আনন্দধারা গান মনে রাখলে দুখ ঘুচে যাবে যেমন আমি।😊

  • @ankit_puchu
    @ankit_puchu 4 роки тому +2

    সকালে তোমার গলায় গানটা শুনে কি যে ভালো লাগছে কি বলবো........ তোমার গলায় একটা ব্যাপার আছে দাদা ...... যতবার তোমার গান শুনি একটা ঘোর তৈরি করে দেয় তোমার গলা....... যতবার তোমার গান শুনি তোমাকে নতুন করে ভালো লাগে তোমাকে ....... তোমার প্রতিটা গান আমার কাছে সম্পদ দাদা ....... এই ভাবেই তোমার পাশে আছি আর থাকব....... জয় গুরু 🤘🤘🤘🤘🤘 আর এই কঠিন সময়ে খুব ভালো থাকো.......

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +1

      অসংখ্য ধন্যবাদ ! 🥰 পাশে থেকো ❤️

    • @ankit_puchu
      @ankit_puchu 4 роки тому

      @@TimirBiswaslive 😀😀একদম দাদা।।।।

  • @pragatigiri8451
    @pragatigiri8451 4 роки тому +24

    Your voice has some soothing effect that heals from within...
    "বরিষ ধরা মাঝে" আমার অন্যতম প্রিয় রবীন্দ্রসঙ্গীত। আপনার কন্ঠে শুনে সত্যি মুগ্ধ হলাম ।

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +4

      অসংখ্য ধন্যবাদ 🙂🙏🏽

    • @mymusic8974
      @mymusic8974 2 роки тому

      @@TimirBiswaslive darun

  • @tapandutta7478
    @tapandutta7478 Рік тому +1

    Mon chuye jai apner galaye Rabindro sageet sune....bhalo thakben...

  • @sujanm13
    @sujanm13 4 роки тому +4

    গানটা শুনে শরীরে মনে আলাদা একটা শিহরণ জেগে উঠেছে,,,,অনেক অনেক ভালোবাসা দাদা 💟💟💟

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ ! 🥰

    • @sujanm13
      @sujanm13 4 роки тому

      @@TimirBiswaslive জয় গুরু 💟

  • @sampasghorkonna5983
    @sampasghorkonna5983 7 місяців тому

    যত বার শুনি মন ভরে না যেনো..কি যে ভালো লাগে কি বলব।এই গান আমার এক বন্ধু কে share করলাম শোনার জন্য।খুব সুন্দর একটি গান ।মন ভরে যায়।

  • @forevergirl24
    @forevergirl24 4 роки тому +7

    অসাধারন দাদা❤️❤️❤️।। সত্যি তোমার গলার রবীন্দ্রসঙ্গীত আর folk গানের একটা আলাদা জাদু আছে।

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ 🙏🏽

  • @hemantakumarnandi9031
    @hemantakumarnandi9031 6 місяців тому

    সত্যিই গান শুনে মনে র মধ্যে বরিষধারা র মতো শান্তির বারই বর্ষিত হলো। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

  • @animeshbiswas7394
    @animeshbiswas7394 4 роки тому +6

    অসাধারণ তিমির দা, তোমার গলায় সুরের স্রোত বয়ে গেল ♥️♥️♥️🥰🥰🥰

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +1

      অসংখ্য ধন্যবাদ 😊

  • @moumitamondal1684
    @moumitamondal1684 4 роки тому +2

    22 শ্রাবন অসাধারণ কাটল। আপনার কন্ঠে রবীন্দ্র সংগীত আসাধারন লাগে। ❤️

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ 🙏🏽

  • @riddhimitra172
    @riddhimitra172 4 роки тому +4

    Words are just worthless in my comments bt the emotions will always be awakening....It envelopes the mind with ultimate peace...It's just fantastic....আমি যে গানটা কতবার শুনেছি আমিই জানি....এভাবেই গাইতে থাকুন ।।

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +1

      ভালো থাকবেন ❤️অসংখ্য ধন্যবাদ 🙏🏽🙂

  • @sadhanbasu6505
    @sadhanbasu6505 3 роки тому +1

    কত সহজে ঢেলে দিলে প্রাণের গভীরে শান্তির স্নিগ্ধতা! সুন্দর!

  • @debanjalideb3120
    @debanjalideb3120 3 роки тому +3

    বাহ্।। অর্পূব 🎶🎶🙏🙏💕💕🇧🇩🇧🇩

  • @chanchalchattopadhyay9408
    @chanchalchattopadhyay9408 4 місяці тому

    খুব সুন্দর পরিবেশনা, অনেক দিন পরে রাবীন্দ্রিক গায়কী শুনলাম l মন ভরে গেলো l

  • @baisakhiroy239
    @baisakhiroy239 4 роки тому +7

    একটা অসাধারন অনুভূতি হয় আপনার গলাই এই গান টা শুনলে....সত্যি যেন শান্তি স্থাপন করেছেন অপনার গাওয়া এই রবিন্দ্রসঙ্গীত মধ্যে...সত্যি যতই বলা যাই কম মনে হয়❤অনেক অনেক শুভেচ্ছা অপনাকে

  • @lipikabiswas1756
    @lipikabiswas1756 3 роки тому +1

    জীবনে কত শত বার শুনেছি এই গানটি।কিন্তু এমন গভীর ভাবে মর্ম স্পর্শ করেনি এর আগে। আর কিছু বলার ভাষা নেই।
    অজস্র ধন্যবাদ জানাই শিল্পীকে।

  • @ritachowdhury283
    @ritachowdhury283 4 роки тому +7

    "Kno ei man oviman?" Osadharon

  • @soumyamandal6874
    @soumyamandal6874 3 роки тому +1

    জীবনের সব গ্লানি, ক্লান্তি, ব্যর্থতা আর যা কিছু হারানোর যন্ত্রনা মুছে যায়... এই সুর আর কণ্ঠের স্নিগ্ধতায় ।

  • @NilakshiChatterjee-n4g
    @NilakshiChatterjee-n4g 9 місяців тому +4

    সত্যিই মন থেকে অনুভব করলেই এ ভাবে গাওয়া যায় গান

  • @dwiprajdutta863
    @dwiprajdutta863 4 роки тому +2

    দাদা সত্যি কথা আমি লকডাউন ভীষণ মন মোরা হয়ে পড়েছি তোমার এই গান আবার আমাকে নতুন করে জীবনের রসদ যোগাবে , দাদা ভালো থেকো।
    জয় গুরু

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +1

      অসংখ্য ধন্যবাদ 🙏🏽🙂

  • @baisakhiroy239
    @baisakhiroy239 4 роки тому +4

    সত্যি কি বলবো .....কিছু বলার অপেক্ষা রাখে না.....আপনার গলার গান টা আমি যে দিনে কতবার শুনলাম সত্যি জাস্ট অবিশ্বাস্য....❤

  • @dipankar34367
    @dipankar34367 10 місяців тому +2

    Ajke গানটা শুনে খুব ভালো লাগলো

  • @akroy8708
    @akroy8708 4 роки тому +9

    Listened this song for the first time when I was 7. Even in our primary school i had sung it... Suddenly after a long period I got that beautiful song by Timir... Thank you and god bless you...

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ 🙏🏽🙂 ভীষণ ভালো লাগলো

  • @Spicy_r_me
    @Spicy_r_me 4 роки тому +2

    এই অশান্তি আর ভয়ংকর দুনিয়ায় আপনার এই শুর,, mind-blowing 🌹

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ 🙏🏽😊

  • @subratamajumdar1324
    @subratamajumdar1324 4 роки тому +4

    মনটা শান্ত হয়ে গেলো দাদা♥️♥️♥️। সত্যি সত্যি তোমার গলার স্বর অনবদ্য। 🥰। অনেক ভালোবাসা নিও দাদা।♥️ জয় গুরু।

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +1

      অসংখ্য ধন্যবাদ 🙏🏽

    • @subratamajumdar1324
      @subratamajumdar1324 4 роки тому

      @@TimirBiswaslive তোমাকেও দাদা। এভাবে আমাদের মন ভরিয়ে রাখার জন্যে।♥️

  • @abrittiniketan
    @abrittiniketan Рік тому

    অপূর্ব কণ্ঠস্বর। ❤❤❤কি চমৎকার গাইলে। ❤❤❤❤মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। ❤❤❤❤অনেক অনেক শুভেচ্ছা রইল। ❤❤❤❤❤

  • @sudiptamukherjee8216
    @sudiptamukherjee8216 4 роки тому +5

    When I hear his song I feel plesent ...his voice clam my heart. Love you Timir da

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ 🙏🏽 ভালো লাগলো

    • @sroyvlogs5675
      @sroyvlogs5675 4 роки тому

      @@TimirBiswaslive দাদা এই গানটা ভীষণ প্রিয় একটা গান, তার ওপরে তোমার গলাতে, জাস্ট বলতে পারবোনা কি অনুভূতি দেয় যখন শুনি.

  • @samirkumarroy5702
    @samirkumarroy5702 3 роки тому +2

    Hate speech ,political revenge, corona, amphan, tolerating media, still we alive because of Rabindra Nath creation of HOPE, AND Your beautiful voice
    On. Long live.

  • @-keccha123
    @-keccha123 3 роки тому +6

    অনেক কিছু লিখতে চেয়েও লিখতে পারলাম না। জানি না কি লিখলে বুঝাতে পারবো কতটা ভালো লেগেছে।
    🙏

  • @mausumisarkar9097
    @mausumisarkar9097 2 роки тому

    Mone ek apurvo Shanti ene dey.....ki osadharon geyechen .......anek shubhokamona ...🙏

  • @ranadipshom4905
    @ranadipshom4905 4 роки тому +14

    দাদা রাতের ঘুম টা আজকে ভালো হবে।।।। সত্যি তোমার গলার রবীন্দ্রসঙ্গীত আর folk গানের একটা আলাদা জাদু আছে।।। ভালোবাসা নিও❤️❤️❤️❤️ এমন আরো কাজ চাই🙏❤️
    ফকিরার খুব বড়ো ভক্ত❤️

  • @jhumm3643
    @jhumm3643 Рік тому +2

    এইগানের অনেক ভার্সন আছে, কিন্তু তিমির দা তোমার কন্ঠের এতোটাই স্নিগ্ধতা আছে, অপরিসীম তৃপ্তি খুঁজে পাই! ❤️🤘

  • @Malati802
    @Malati802 3 роки тому +5

    Heart touching voice.

  • @sonalimukherjee4019
    @sonalimukherjee4019 3 роки тому

    Asadharon laglo gaan ta khub sundor gaan tar kotha gulo khub sundor apnar sur onek dhonnobad ato bhalo gaan tar jonno. Onek bhalo thakun mongol hok apnar mongol hok jogoteyr bhalo thak sobai. Bhalo thak bhalo basa.

  • @sagarikaroymusic
    @sagarikaroymusic 4 роки тому +12

    Asadharon laglo, r ‘Kano e hinsa dwesh kano e chaddobesh’ goosebumps 🙏🏼💕

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +2

      অসংখ্য ধন্যবাদ ! 🙏🏽

    • @rasudebhalder9077
      @rasudebhalder9077 3 роки тому

      Most Welcome

    • @MUSICRENDEZVOUS
      @MUSICRENDEZVOUS 3 роки тому +1

      @@TimirBiswaslive mne ei gaan gaowar jonno mone dukkho r khub proyjon.. Jeta tomar gane ami sob somoi pai

  • @mdesahaqueali9105
    @mdesahaqueali9105 2 роки тому +1

    বরিষ ধরা-মাঝে শান্তির বারি।
    শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
    উর্ধ্ব মুখে নরনারী।।

  • @arkadeepdasgupta41
    @arkadeepdasgupta41 4 роки тому +8

    দাদা অসাধারণ গেয়েছেন আপনি ।।। আপনার গাওয়া রবীন্দ্র সংগীত গুলোর মধ্যে একটা যেনো আলাদা জাদু আছে । আরো এমনি মন ছুয়ে যাওয়ার মত প্রচুর কাজ চাই ।।। ❤️

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +2

      অসংখ্য ধন্যবাদ ! 🙏🏽 পাশে থাকবেন !

  • @TinaGhoshal
    @TinaGhoshal 4 роки тому +2

    তিমির দা আপনার গান যত শুনি মুগ্ধ হয়ে যাই।এইভাবেই আমাদের ভালো গান উপহার দিন।

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ 🙏🏽

  • @sayantanychakraborty6169
    @sayantanychakraborty6169 4 роки тому +16

    এই গান আগেও শুনেছি বহুবার তোমার গলায় ❤️
    আবার শুনেছি! বারবার এক মুগ্ধতায় বোবা হয়ে যাই।😌🖤

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ ! 🙏🏽 ❤️

  • @juieahmed1212
    @juieahmed1212 3 роки тому +2

    তোমার উৎস বোধহয় কোনো শান্ত নদীর প্রবাহ থেকে। সেই নদী এতোই শান্ত, শুধুই শান্তি প্রবাহিত হয় 🤍💙

    • @t-5081
      @t-5081 2 роки тому

      Darun comment

  • @a.sarkar9738
    @a.sarkar9738 4 роки тому +12

    দারুণ লাগলো।। ❤❤🙏🙏

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ ! 🥰

  • @Dastanu12
    @Dastanu12 3 місяці тому

    অপূর্ব, মনোমুগ্ধ,হৃদয় ছুঁয়ে গেল

  • @sadmansakib10
    @sadmansakib10 4 роки тому +4

    ঢাকা থেকে বলছি। ফিতা ক্যাসেটের যুগে পাপিয়া সারোয়ারের গলায় গানটা শুনতাম। আপনি চমৎকার গেয়েছেন। ভালো থাকবেন।

  • @adv.chandansarkar3168
    @adv.chandansarkar3168 Рік тому +1

    যখন অন্তরে ভীষণ কষ্ট অনুভব হয়,
    তখন গানটা শোনার পর একটু শান্তি লাগে

  • @RisingStarAwaaz
    @RisingStarAwaaz 4 роки тому +8

    This is pure magic!! So melodious and soulful singing!! Loved it thoroughly!! Just kept listening till the very end!! Simply Wowwww!! Thanks for sharing!! 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @ANIRBANPRINCE
    @ANIRBANPRINCE 9 місяців тому +1

    বারি সবসময় শান্তির হয় কিনা জানি না, তবে আপনার কন্ঠে এই গান শুনলে মনে প্রাণ জুড়িয়ে যায়। ভালোবাসা আপনার জন্য ❤

  • @pallabibanerjee2243
    @pallabibanerjee2243 3 роки тому +4

    এ এক মায়াবি গলার স্বর ❣️✨

    • @niloy17
      @niloy17 6 місяців тому

      Thank you

  • @dbs5296
    @dbs5296 3 роки тому

    Kotobar shunechi kono thik nei. Chokh bujhe gaan er abeshe mugdho hoye shune jachhi. Ashadharon Timir da!

  • @anilkumarghos4820
    @anilkumarghos4820 Рік тому +5

    My daughter is learning Borisho dhora in her school and they use your version as the soundtrack

  • @aparnadas8432
    @aparnadas8432 3 місяці тому

    একা আমি, একলা ঘর আর তোমার গাওয়া এই গান টি আমার সমস্ত ব্যথা কে ছুঁয়ে যায় প্রতিটা মুহুর্তে ।

  • @debesray
    @debesray 4 роки тому +8

    It's raining outside and your lovely voice through earphone.....mesmerizing feeling....thank you for the moment.

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +3

      বন্ধু আমার ❤️❤️❤️❤️❤️

    • @barsharsathe9688
      @barsharsathe9688 4 роки тому

      ua-cam.com/video/_H8OgPgBapk/v-deo.html watch pls

    • @purbakundu9579
      @purbakundu9579 4 роки тому

      ua-cam.com/video/cgUAVYHkdvk/v-deo.html

  • @dr.krishnendughosh4327
    @dr.krishnendughosh4327 2 роки тому

    Rabi thakur amader gyan e, monone....ar apnar ei bisesh 'gharana' aro sohoj kore tullo Rabindra sattwa. Ami apnar gaan er ekjon bhokto onekdin theke. Kintu ei gaan ta apnake natun kore chenalo ar apnar theke aro onek kichu pabar asha bariye dilo. Bhalo thakun ar aro bhalo gaan er daali sajan. Love and gratitude from the USA.

  • @meandmyhappyfamily7606
    @meandmyhappyfamily7606 4 роки тому +6

    তোমার গলায় " শহরের উষ্ণতম দিনে " আরও একবার শুনতে চাই । আশায় থাকলাম ।

  • @debasishsaha2748
    @debasishsaha2748 10 місяців тому

    আহা কি অপূর্ব গান শুনলাম। Congratulations Brother 🌹👍🌹

  • @ShubhankarSarkar
    @ShubhankarSarkar 4 роки тому +5

    পিয়ানো সাথে অডিও মিক্সড মাস্টারিং এর নতুন দায়িত্বে দারুন 🙌

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ ! 🥰 🥰🥰🥰❤️❤️❤️

  • @paromitabiswas9812
    @paromitabiswas9812 7 місяців тому

    বাঅদ্ভুদ অনুভুতিইরে অঝোরে বৃষ্টি পড়ছে।
    আর এই গানটি শুনছি।

  • @somsankarnaskar
    @somsankarnaskar 4 роки тому +19

    Your voice always make my day ♥️

  • @ivanorokkhito9727
    @ivanorokkhito9727 5 місяців тому

    এই নিয়ে অন্তত ১ হাজার বার শুনেছি । খুব ভাল থাকুন তিমির।

  • @YTSHORTS0225
    @YTSHORTS0225 4 роки тому +12

    You are the inspiration for us...🥰 this song is just wow..😍 we all wait for your next wow wala song...😇
    Thanks..🤗

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +1

      অসংখ্য ধন্যবাদ 🙂🙏🏽

  • @madhuridasgupta2131
    @madhuridasgupta2131 7 місяців тому +1

    খুব ভালো লাগলো।

  • @taniabhatta4876
    @taniabhatta4876 4 роки тому +4

    Beautiful 🥰....The lyrics and voice touches the soul ❤️

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ 🙂🙏🏽

  • @irasengupta5115
    @irasengupta5115 7 місяців тому

    বাহ চমৎকার লাগলো। অনেক শুভ কামনা। রবিঠাকুর প্রনাম।

  • @parthachakraborty007
    @parthachakraborty007 4 роки тому +9

    #আমি পার্থ চক্রবর্তী,
    দাদা আমি পুরুলিয়ার রঘুনাথপুর পুর কলেজ এর প্রাক্তন(ইংরাজি বিভাগ) , তোমার চাইতে জুনিয়র, যে কলেজ থেকে তুমিও প্রাক্তন l একটাই রিকোয়েস্ট দাদা কলেজ টাকে ভুলে যেও না যেটাতে তোমার ragging হওয়াটা আমার স্মৃতিতে আজও আছে l আমি গর্বিত তোমার মত একজন স্টুডেন্ট আমাদের কলেজ পেয়েছিলো l
    love you dada💖💞💞🙏🙏

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +7

      আমি ভুলিনি ! ভালো থেকো 🙂

    • @swagataswaggysengupta4748
      @swagataswaggysengupta4748 3 роки тому

      purono wound ko6ate chai6i na but out of curiosity and worry asking ki hye6ilo onar sange ragging e ?

    • @parthachakraborty007
      @parthachakraborty007 3 роки тому +1

      @@swagataswaggysengupta4748 দাদা কে গান করতে বলা হয়েছিলো, তার পর থেকেই দাদা গানের প্রেমিক হয়ে গেলো 🤭😍 #P. Chakraborty

    • @visawmadeb9870
      @visawmadeb9870 3 роки тому

      @@TimirBiswasliveদাদা অসাধারণ।আপনারাই পারবেন এই গানগুলো সবার সামনে তুলে ধরতে।

  • @harharmahadebmukherjee3447
    @harharmahadebmukherjee3447 Рік тому +1

    Bahhhhh khub sundot

  • @somnathmondal724
    @somnathmondal724 4 роки тому +8

    One of the most underrated vocalist in Bengali industry....

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +1

      পাশে থাকবেন 🙏🏽 অসংখ্য ধন্যবাদ 🙏🏽

  • @sonalimukherjee4019
    @sonalimukherjee4019 3 роки тому

    Dada onek bhalo thakun onek onek. Apnar gaan gulo khub bhalo lagey onek dhonnobad ato sundor gaan gulor jonno.

  • @devscasette
    @devscasette 4 роки тому +43

    Man, insane!!!! So simple yet so touching. Ur voice is a magic. Keep Rocking on!!! 🤟🤟.

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому +11

      অসংখ্য ধন্যবাদ 😊

    • @servinghumanity3243
      @servinghumanity3243 3 роки тому +3

      একমত

    • @snehasishhalder4827
      @snehasishhalder4827 3 роки тому +1

      @@TimirBiswaslive dada /@\.

    • @sarmistharoy8581
      @sarmistharoy8581 3 роки тому +2

      Protidin sokal suru hoy ai gaan taa diye raat porjonto chole ai gaan taa. Ami j ai gaan taa dine kato bar suni apnak bojhte parbo naa. Valo thakben sustho thakben r arokom valo valo gaan upohar deben

  • @shabnamparveen7986
    @shabnamparveen7986 4 роки тому +2

    মন ভরে গেল... এতো সুন্দর গলা.. কি সুন্দর গাইলে দাদা ! কি অসাধারণ শান্তি

    • @TimirBiswaslive
      @TimirBiswaslive  4 роки тому

      অসংখ্য ধন্যবাদ 🙏🏽😊