লকডাউনের সময়কালে এই গানটি প্রথম তোমার কন্ঠে শুনে চোখে জল এসে গিয়েছিল! আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো! এত দরদ,সুরে কবিগুরুর গানকে অনায়াস দক্ষতায় জনপ্রিয় করে চলেছ! কুর্ণিশ জানানো ছাড়া আর কোন উপায় নেই! মন ছুঁয়ে গেল গায়কী! সাথে নয়নাভিরাম ভিডিও!
মাননীয়া শিরিন, সমগ্র পরিবেশ ও পরিবেশনায় এক শান্ত সমাহিত অনুভূতি - এ এক পরম প্রাপ্তি! কবিগুরুর অনন্য সব সৃষ্টির অন্যতম এক রত্ন "বরিষ ধরা মাঝে শান্তির বারি" আপনি যে অসামান্য আবেগ দিয়ে পরিবেশন করলেন তা সমগ্র চেতনাকে ছুঁয়ে গেলো! আপনাকে ধন্যবাদ নয়, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।
খুবই সুন্দর হয়েছে গান টা সত্যি অপূর্ব অসাধারণ রবীন্দ্র সংগীত আমার এত ভাল লাগে কি বলবো ❤❤ কি মিষ্টি কন্ঠ মা সরস্বতীর অশেষ কৃপা আছে আপনার উপর।🙏🌺👍🙌 আপনার গান আমার খুব প্রিয় সুরের ঝর্না ধারা এভাবেই চলতে থাকুক।প্রাকৃতিক পরিবেশ টা অনবদ্য❤❤
অসাধারণ এক পরিবেশনা। মনে অনুরণিত হব দীর্ঘ দিন। পেছনের দৃশ্যপট মনের মাঝে সুন্দর এক আবহ তৈরী করেছে যা পরিবেশিত গানটিকে হৃদয়গ্রাহী করে তুলেছে। তোমার মিষ্টি মধুর কণ্ঠের কোনো তুলনা হয়ন। বিশ্বস করি কালজয়ী এক অবস্থান তুমি নিজেই তৈরি করে নিয়েছো।। ভালোবাসা আর শুভ কামনা তোমার জন্য। ❤️❤️❤️
অসাধারণ একটি পরিবেশন। এই গানটি আমার খুব প্রিয়। তাছাড়া তুমি যেখানে এটা সুট করেছ সেখানে কিছু দিন আগে ঘুরে এলাম অসাধারণ একটি গানের সাথে খুব খুব মিলে গেছে
বিস্তীর্ণ এক মনোমুগ্ধকর পরিবেশে কিংবা দৃশ্য পটে তোমার এ গান তোমার দর্শকদের কাছে দীর্ঘকাল ধরে থেকে যাবে সেই মনের মাধুরী মাখা কন্ঠে সুরে বারবার তোমার কাছে নিয়ে যাবে এরকম আরো সংগীত শোনার জন্য উপভোগ করার জন্য সেই প্রত্যাশায় তোমার শুভাকাঙ্ক্ষী দর্শকরা অধীর অপেক্ষায় থাকলো। সুস্থ থেকো ভালো থেকো সুন্দর থেকো আমাদের জন্য সেই কামনা এবং দোয়া তোমার জন্য সব সময় থাকবে।
একটা সত্য কথা বলেছেন ধন্যবাদ.... আমি শুধু ছায়া.... তবে কয়া নয় ... ছায়া হয়ে বিচরনে আছি সবার মাঝে... ইটা সত্য গান আমার জীবনের একটা অংশ... গান আমি ভালো বাসি...তাই তাদের মধ্যে বেশি আনাগোনা...এর ভিতর সিমা বদ্ধ।
গানটি শুনলাম, খুব ভালো লাগলো, আমরা সমৃদ্ধ হলাম, তুমি রবীন্দ্র কন্যা, রবীন্দ্র সঙ্গীতে তোমার নিরবধি চর্চা আমাদের সংস্কৃতির এক মহত্তম উত্তরাধিকার রবীন্দ্র সঙ্গীতকে আরো আরো সমৃদ্ধ করবে,শুভেচ্ছা রইলো, অনেক বড় হও, সুরাইয়া....
দিদিভাই তোমার গান মানেই আমার কাছে ভিন্ন এক মুগ্ধতা। তোমার একটা গান শুনার পর, অন্য একটা গান শুনার জন্য মুখিয়ে থাকি। সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ুক তোমার যাদুকরী কন্ঠের ছোঁয়া। অনেক ভালো থেকো দিদিভাই। ☘️🌼🌺🍀🌺🌼☘️🌼🌺🍀
অসাধারণ কন্ঠে শৈল্পিক পরিচিত এক অনন্য অসাধারণ পরিবেশন করেছেন অপূর্ব সুন্দর একটা গান মনে দাগ কেটেছে আমার হ্দয জড়িয়ে ধরে রাখতে পারিনি বলার জন্য ভাষা নেই শিল্পী হিসেবে অসাধারণ কন্ঠে শৈল্পিক পরিচিত এক অনন্য অসাধারণ উদাহরণ হিসেবে গানের জগতে লিপিবদ্ধ থাকবেন অনন্ত কাল আমাদের মতো সাধারণ মানুষের মাঝে আপনার এই কন্ঠস্বর আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ নাড়া দিয়ে যাবে বলার জন্য ভাষা নেই শিল্পী হিসেবে অসাধারণ শিল্পী কে অশেষ ধন্যবাদ জানাই শুভ কামনা রইলো সুস্থ থাকুন পরম বন্ধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মনোরঞ্জন সরেন (দুবাই প্রবাসী বর্তমানে) স্নেহলতা সরেন (দুবাই প্রবাসী বর্তমানে) ঝাড়গ্রাম জেলা পশ্চিম বাংলা ভারত দুবাই থেকে বর্তমান
সকল ধর্মের প্রাথনালয়ে প্রাথনারত চিত্রের সাথে প্রকৃতিকে video চিত্রের subject করলে অনেক বেশী significant হতো | ভাল লেগেছে, অনবদ্য তোমার পরিবেশনা শিরিন | ভালবাসা নিরন্তর
অপূর্ব, তোমার উত্তরণ দূর দিগন্ত পর্যন্ত প্রসারিত হউক, তুমি সুন্দর, তুমি গুণী, সত্য সুন্দরের পানে তোমার অভিযাত্রা সাফল্যের শীর্ষে অধিষ্ঠিত হউক, তুমি জয়ী জয়ী হও সুরাইয়া .....
কণ্ঠে সঙ্গীত শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেলাম! ধরামাঝে শান্তির বারির ভীষণ প্রয়োজন। খুব খুশি হলাম গানটি শুনে। মন ছুঁয়ে গেল, সত্যি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গীত আপনার জীবনকে সার্থক করুক।
মধুর আকর্ষণীয় সঙ্গীত মধুর কণ্ঠে, আত্মিক সম্পর্ক, শিল্পীকে অশেষ ধন্যবাদ!😊
গুড মর্নিং সিস্টার, অনেক ভালো রবীন্দ্র সংগীত, শুনে খুব ভালো লাগল, ভালো থাকবে, আমার আশীর্বাদ রহিলো ধন্যবাদ
Bartaman samayer pokshe khub upayogi gaan.Tomar madhur swarer gaan mantramugdha kare.Antarik shubhechha janai,kanthasilpi Shirin.
Kobigurur anabadya gaan o sure chamatkar geyechho. You have sung the song of peace_ enduring peace everywhere Shubhechchha nirantar.
Apnar gaaner sure atmik jog sadhan hoy ,apurbo mon pran juriye jai
Shirin Tomar gaan mone shanti o snigdhata aane.Shubhechchha nirantar.
Mesmerizing _ shabda,sur o swar.❤❤❤
রবীন্দ্রনাথের প্রিয় শৈল শিখরে দৃশ্যায়নের ধারণকৃত গানটির অনিন্দ্য সুন্দর পরিবশনায় মুগ্ধ হলাম। ধন্যবাদ। আবারও এমন গানের অপেক্ষায় রইলাম।
Anabadya. Excellent singing.
লকডাউনের সময়কালে এই গানটি প্রথম তোমার কন্ঠে শুনে চোখে জল এসে গিয়েছিল! আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো! এত দরদ,সুরে কবিগুরুর গানকে অনায়াস দক্ষতায় জনপ্রিয় করে চলেছ! কুর্ণিশ জানানো ছাড়া আর কোন উপায় নেই! মন ছুঁয়ে গেল গায়কী! সাথে নয়নাভিরাম ভিডিও!
আহা আহা ! শান্তির বারি / সুর মাধুরি । সন্ধ্যার মেঘমালায় ধন্যবাদ ।
মধুর মিষ্টতা কন্ঠে হৃদয়বিদারক শান্তিপূর্ণ গানটি শুনতে খুবই ভালো লাগে, আপনাকে অসংখ্য ধন্যবাদ মেডাম সাথে শুভেচ্ছা ও ভালবাসা রহিল।
মাননীয়া শিরিন,
সমগ্র পরিবেশ ও পরিবেশনায় এক শান্ত সমাহিত অনুভূতি - এ এক পরম প্রাপ্তি! কবিগুরুর অনন্য সব সৃষ্টির অন্যতম এক রত্ন "বরিষ ধরা মাঝে শান্তির বারি" আপনি যে অসামান্য আবেগ দিয়ে পরিবেশন করলেন তা সমগ্র চেতনাকে ছুঁয়ে গেলো!
আপনাকে ধন্যবাদ নয়, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।
যেমন সুন্দর গান তেমনি সুন্দর পরিবেশনা। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ও ভালোবাসা নিবেন।
মুকুল বিশ্বাস।
অনেক অনেক ধন্যবাদ এবং অসাধারণ একজন শিল্পী, অসাধারণ তার অভিনয় এবং অসাধারণ তার কন্ঠ শুনে মুগ্ধ হই।❤❤❤
খুবই সুন্দর হয়েছে গান টা সত্যি অপূর্ব অসাধারণ রবীন্দ্র সংগীত আমার এত ভাল লাগে কি বলবো ❤❤ কি মিষ্টি কন্ঠ মা সরস্বতীর অশেষ কৃপা আছে আপনার উপর।🙏🌺👍🙌 আপনার গান আমার খুব প্রিয় সুরের ঝর্না ধারা এভাবেই চলতে থাকুক।প্রাকৃতিক পরিবেশ টা অনবদ্য❤❤
অপূর্ব পরিবেশনা, শুনতে শুনতেই হৃদয়ের প্রশান্তি তে ঘুমিয়ে পড়ল অনুভূতি। এযেন এক বিমূর্ত অনুভূতি যা ছুঁয়ে দেখতে পেরে উঠেনি, শুধুমাত্র হৃদয়ের গভীরে স্পর্শ করেই ক্ষান্ত। অভিনন্দন জানাচ্ছি 🎉🎉🎉
অসাধারণ এক পরিবেশনা।
মনে অনুরণিত হব দীর্ঘ দিন।
পেছনের দৃশ্যপট মনের মাঝে
সুন্দর এক আবহ তৈরী করেছে
যা পরিবেশিত গানটিকে হৃদয়গ্রাহী
করে তুলেছে। তোমার মিষ্টি মধুর
কণ্ঠের কোনো তুলনা হয়ন।
বিশ্বস করি কালজয়ী এক অবস্থান
তুমি নিজেই তৈরি করে নিয়েছো।।
ভালোবাসা আর শুভ কামনা তোমার
জন্য।
❤️❤️❤️
অসাধারণ একটি পরিবেশন। এই গানটি আমার খুব প্রিয়। তাছাড়া তুমি যেখানে এটা সুট করেছ সেখানে কিছু দিন আগে ঘুরে এলাম অসাধারণ একটি গানের সাথে খুব খুব মিলে গেছে
বিস্তীর্ণ এক মনোমুগ্ধকর পরিবেশে কিংবা দৃশ্য পটে তোমার এ গান তোমার দর্শকদের কাছে দীর্ঘকাল ধরে থেকে যাবে সেই মনের মাধুরী মাখা কন্ঠে সুরে বারবার তোমার কাছে নিয়ে যাবে এরকম আরো সংগীত শোনার জন্য উপভোগ করার জন্য সেই প্রত্যাশায় তোমার শুভাকাঙ্ক্ষী দর্শকরা অধীর অপেক্ষায় থাকলো। সুস্থ থেকো ভালো থেকো সুন্দর থেকো আমাদের জন্য সেই কামনা এবং দোয়া তোমার জন্য সব সময় থাকবে।
অসাধারণ গান
অসাধারণ কামনা
ভাবগম্ভীর পরিবেশ
অসাধারণ মুখমণ্ডল এক্সপ্রেশন
অসাধারণ গায়নভঙ্গী
চমৎকার সুরেলা কণ্ঠ
আপনার অসাধারন মধুর কণ্ঠের গান মন মুগ্ধ হলাম আপনার গান শ্রোতা আপনার প্রিয় শুভ রাত্রি ❤❤নমস্কার স
রবীন্দ্র সংগীত আপনি ভালবেসেই গেয়ে থাকেন।পূজা পর্যায়ের এই গানটিতেও এর অন্যথা হয়নি। এককথায় অসাধারণ।
এক কথায় অনবদ্য এবং অসাধারণ।
আমার ভীষণ ভালো লাগলো এবং মুগ্ধ হয়ে শুনলাম।❤❤❤
Incredible, unforgettable moments you to be elevated more.
মন ছুঁয়ে গেলো।
একটা সত্য কথা বলেছেন ধন্যবাদ.... আমি শুধু ছায়া.... তবে কয়া নয় ... ছায়া হয়ে বিচরনে আছি সবার মাঝে... ইটা সত্য গান আমার জীবনের একটা অংশ... গান আমি ভালো বাসি...তাই তাদের মধ্যে বেশি আনাগোনা...এর ভিতর সিমা বদ্ধ।
গান তো সবসময়ের মতোই অসাধারণ হয়েছে। বৈচিত্র্যময় পরিবেশে ভিডিয়ো ধারণ করায় গানটি অনন্য হয়ে উঠেছে।
খুব উপভোগ করেছি।
অনেক দিন পর আবার অন্য শিরিনকে দেখলাম, ভীষন ভালো লাগলো, ধন্যবাদ শিরিনকে।
অপেক্ষার অবসান ঘটলো ।
অসাধারণ গাইলেন দিদিভাই ।
মুগ্ধ হয়ে শুনলাম, ভিডিও টাও খুব সুন্দর লাগলো ।
মন ভরে গেলো ❤
অপূর্ব সুন্দর নিবেদন। অসাধারণ ভিডিওগ্রাফি। অনবদ্য উপস্থাপন। খুব ভাল লাগল। মন ভরে গেল। ❤❤
অপূর্ব সুরেলা কন্ঠে তোমার এই গান ভীষণভাবে মনকে নাড়া দিল। ভীষন ভীষন ভীষন ভালো গেয়েছ। ভালো থেকো শিরিন। তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আশিস।
অনন্য অসাধারণ। সুন্দর মিষ্টি গান। অনেকদিন পর বোনের সুন্দর গায়কী কণ্ঠের গান শুনলাম। দৃশ্যপটের নান্দনিকতায় গানের উপস্থাপনা আরও ভালো লাগলো।
অপূর্ব ভীষণ ভালো সুমিষ্ট কণ্ঠে মন্ত্র মুগ্ধ হয়ে গেলাম।ভালো থাকবেন।শুভ রাত্রি 🙏 আর সুটিংটা নিশ্চই লাভাতে হয়েছে খুবই মনোরম পরিবেশ ।
খুব সুন্দর গান হয়েছে। এত সুন্দর ভাবে দেখানো হয়েছে মন ভরে গেল।💗
গানটি শুনলাম, খুব ভালো লাগলো, আমরা সমৃদ্ধ হলাম, তুমি রবীন্দ্র কন্যা, রবীন্দ্র সঙ্গীতে তোমার নিরবধি চর্চা আমাদের সংস্কৃতির এক মহত্তম উত্তরাধিকার রবীন্দ্র সঙ্গীতকে আরো আরো সমৃদ্ধ করবে,শুভেচ্ছা রইলো, অনেক বড় হও, সুরাইয়া....
Ashadharon nibedon 💞!
Hridoy sparshi nibedon a ushno hridoy prashantite shitol hoye gelo. Aaha ki apurbo poribeshon 💐🎈🎊🎉💐!
Prandhala abhinondon 💐🎉🎊🎈💐
Bhalobasha abhiram 💞💞💞💞💞
অসাধারন,
অসাধারণ গায়কী ও সাবলীল পরিবেশনা গানটি মনোমুগ্ধকর হয়েছে।
সত্যিই অসাধারণ। আপনি রবীন্দ্র সঙ্গীত কে অনেক উচ্চ মাত্রায় পৌঁছে দিয়েছেন। যখনই সুযোগ পাই আপনার গান শুনি।
ধন্যবাদ 🙏😊
অসাধারণ অসাধারণ গানটি গেয়েছেন
পাশাপাশি শুটিং করিছেন যেখানে অপূর্ব।
কিছু বলার নাই।
অসাধারণ গায়কী মধুর কন্ঠে গানটি হৃদয় ছুয়ে গেলো, শুভ কামনা রইলো।
এইভাবেই শান্তির বারি ছড়িয়ে যা। ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো বেছেছিস। অনেক অনেক বড়ো হ।
Very soothing, beautiful rendition with serene atmosphere of Sikkim!❤
অপূর্ব, মনটা ছুয়েগেল
অসাধারণ। খুব ভালো লাগলো। ভিডিও টাও খুব সুন্দর। অনেক অনেক অভিনন্দন তোমাকে। ❤️
Bishwakobir apoorba gaan chamatkar geyechhe Shirin Soraiya.
অসামান্য সুন্দর।
অসাধারণ লাগলো ❤❤❤
Khub bhalo lagchhe, abar live programme dekhte chai
Mugdho hoye sunlam !! Sattyii apni Asadharon !!💓💓💓💓💓💓
Khub sundar geyechho shirin❤love from baisali ❤
Thank you❤
So soothing .... Adobe of peace ❤
পুজা ও প্রার্থনা পর্যায়ের গানটি মোহরদি'র কণ্ঠে অনবদ্য👌
দিদিভাই তোমার গান মানেই আমার কাছে ভিন্ন এক মুগ্ধতা।
তোমার একটা গান শুনার পর, অন্য একটা গান শুনার জন্য মুখিয়ে থাকি।
সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ুক তোমার যাদুকরী কন্ঠের ছোঁয়া।
অনেক ভালো থেকো দিদিভাই।
☘️🌼🌺🍀🌺🌼☘️🌼🌺🍀
Wonderful rendition !! Video টাও দৃষ্টিনন্দন 👌👌🏽💕💕🍁✨
Thank you
সুন্দর এই প্রকৃতির সাথে অপূর্ব সুন্দর উপস্থাপনা। খুব ভালো লাগলো ❤
প্রকৃতির মাঝে এত সুন্দর উপস্থাপনা। সত্যিই অনবদ্য। অনেক অনেক শুভেচ্ছা।
চমৎকার গেয়েছেন, এই বর্ষায় গানটির রিলিজ যথোপযুক্ত। শুভ কামনা নিরন্তর।
❤🎉 Asadharan. Please keep it up. ❤🎉.
The outdoor context of the song is excellent. Commendable efforts indeed. The soothing tune brings peace in mind like rain does…
ভীষণ ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা রইলো।
Thanks Sirin, all of you have created a really excellent presentation which must be in the minds of audiences for years.
মুগ্ধতার জোয়ারে ভেসে বলতে পারি,অসাধারণ ❤❤❤❤
অপূর্ব গায়কী, অসাধারণ উপস্থাপনা। মন ভরে গেল। আপনার কন্ঠে 'এমন দিনে তারে বলা যায়....' শুনতে ইচ্ছে হয়।
হৃদয়স্পর্শী।
অসাধারণ পরিবেশনা। অত্যন্ত মনোমুগ্ধকর ❤️🌹
খুব সুন্দর।আমার প্রিয় গান, ভীষণ ভালো লাগলো।🎉
অসাধারণ ❤❤❤❤❤
খুব ভালো লাগলো!!!
আপনার কন্ঠে গান শোনা এক আলাদা অনুভুতি ।অফুরান শুভেচ্ছা নিও বোন ।
কি সুন্দর গাইলেন!
Bhalo laglo..👌👌
অনবদ্য।
সত্যিই অসাধারণ,,,ভালো থাকবেন🎉
অপূর্ব ❤
আহা দারুণ
It's a wonderful song .We really need the words of peace in such a sweet voice.Thanks
খুব ভালো লাগলো। গানের সাথে ভিডিওগ্রাফির সুন্দর মেলবন্ধন। এটি আমার খুব প্রিয় গানগুলির একটি।
ধন্যবাদ 🙏
Excellent one congratulations 🌷🙏
Khub sundor ❤❤❤❤
বন্ধু আপনার এই ভিডিও 👌🏾 খুব সুন্দর পরিবেশন
করেছেন।বরিষ ধরা মাঝে শান্তি ও বানি❤️
অসাধারণ কন্ঠে শৈল্পিক পরিচিত এক অনন্য অসাধারণ পরিবেশন করেছেন অপূর্ব সুন্দর একটা গান মনে দাগ কেটেছে আমার হ্দয জড়িয়ে ধরে রাখতে পারিনি বলার জন্য ভাষা নেই শিল্পী হিসেবে অসাধারণ কন্ঠে শৈল্পিক পরিচিত এক অনন্য অসাধারণ উদাহরণ হিসেবে গানের জগতে লিপিবদ্ধ থাকবেন অনন্ত কাল আমাদের মতো সাধারণ মানুষের মাঝে
আপনার এই কন্ঠস্বর আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ নাড়া দিয়ে যাবে বলার জন্য ভাষা নেই শিল্পী হিসেবে অসাধারণ
শিল্পী কে অশেষ ধন্যবাদ জানাই শুভ কামনা রইলো সুস্থ থাকুন পরম বন্ধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি
মনোরঞ্জন সরেন (দুবাই প্রবাসী বর্তমানে)
স্নেহলতা সরেন (দুবাই প্রবাসী বর্তমানে)
ঝাড়গ্রাম জেলা
পশ্চিম বাংলা
ভারত
দুবাই থেকে বর্তমান
Asadharon পরিবেশনা ❤❤ গানের শুট টা দারুন হয়েছে ❤ আমরা গিয়েছিলাম দার্জিলিং র এই জায়গায় টা ওঠা হয় নী এত উঁচু রাস্তার ধারে ।
অপূর্ব
অপূর্ব!
অসাধারণ কন্ঠ 🌺
কি যে শান্তির ছোঁয়া ❤️❤️❤️👌👌👌
Very nice Rabindra songeet apurbo uposthapona I love this song apurbo 🎉
Apurbo 🙏❤️
Wonderfully fascinating. Reflective of the text and mood of the lyric.
খুব ভালো লাগলো ! শুভেচ্ছা রইলো অফুরান !
খুব সুন্দর হয়েছে ভিডিও।তার সাথে গান ও সুর অসাধারণ।
অসাধারন ❤❤❤
অপূর্ব, তোমার গান, দৃশ্যায়ন সব মিলিয়ে অনবদ্য। আশির্বাদ রইলো।
সকল ধর্মের প্রাথনালয়ে প্রাথনারত চিত্রের সাথে প্রকৃতিকে video চিত্রের subject করলে অনেক বেশী significant হতো | ভাল লেগেছে, অনবদ্য তোমার পরিবেশনা শিরিন | ভালবাসা নিরন্তর
Musalman musalman e thakbi.
বাহ্ 🍃 অপূর্ব সুন্দর কণ্ঠদান 🌹🌿❣️🦜🙏
Barabar shonar mato gaan.Bartaman samayer janya khubei upayukta.
Ekti sundor poribeshe akti darun gaan upahar diley.