কুমারী কণিকা হালদার || পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দলিত জাতির জন্য কি করলেন

Поділитися
Вставка
  • Опубліковано 31 лип 2021
  • আমাদের চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে এখনি Subscribe করে রাখুন এবং Notification বেল আইকন অন করে দিন। Subscribe: / @amimatua
    বন্দনা
    জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণদাস।
    জয় শ্রীবৈষ্ণব দাস জয় গৌরীদাস।।
    জয় শ্রীস্বরূপ দাস পঞ্চ সহোদর।
    পতিত পাবন হেতু হরি অবতার।।
    জয় জয় গুরুচাঁদ জয় হীরামন।
    জয় শ্রীগোলোকচন্দ্র জয় শ্রীলোচন।।
    জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়।
    জয় জয় মহানন্দ প্রেমানন্দময়।।
    জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ।
    নিজ দাস করি মোরে কর আত্মসাৎ।।
    অথ মঙ্গলাচরণ
    হরিচাঁদ চরিত্রসুধা প্রেমের ভাণ্ডার।
    আদি অন্ত নাহি যার কলিতে প্রচার।।
    সত্য ত্রেতা দ্বাপরের শেষ হয় কলি।
    ধন্য কলিযুগ কহে বৈষ্ণব সকলি।।
    তিন যুগ পরে কলি যুগ এ-কনিষ্ঠ।
    কনিষ্ঠ হইয়া হৈল সর্ব্বযুগ শ্রেষ্ঠ।।
    এই কলিকালে শ্রীগৌরাঙ্গ অবতার।
    বর্ত্তমান ক্ষেত্রে দারুব্রহ্মরূপ আর।।
    যে যাঁহারে ভক্তি করে সে তার ঈশ্বর।
    ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার।।
    হয়গ্রীব অবতার কপিলাবতার।
    অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার।।
    মৎস্য কুর্ম্ম বামন বরাহ নরহরি।
    ভৃগুরাম রঘুরাম রাম অবতরি।।
    ঈশ্বরের অংশকলা সব অবতার।
    প্রথম পুরুষ অবতার রঘুবর।।
    নন্দের নন্দন হ’ল গোলোকের নাথ।
    সংকর্ষণ রাম অবতার তাঁর সাথ।।
    সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখি।
    বর্ত্তমান দারুব্রহ্ম অবতার কল্কি।।
    সব অবতার হ’তে রাম দয়াময়।
    দারুব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময়।।
    পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন।
    সেই নন্দসুত হ’ল শচীর নন্দন।।
    যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণব্রহ্ম নয়।
    পূর্ণ হ’ল যেকালে পড়িল যমুনায়।।
    শচীগর্ভে জন্ম ল’য়ে না ছিলেন পূর্ণ।
    দীক্ষাপ্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য।।
    তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে।
    আটচল্লিশ বর্ষ পরে মিশিলা উৎকলে।।
    সকল হরণ করে তাঁরে বলি হরি।
    রাম হরি কৃষ্ণ হরি শ্রীগৌরাঙ্গ হরি।।
    প্রেমদাতা নিত্যানন্দ তাঁর সমিভ্যরে।
    হরিকে হরয় সেই হরিভক্ত দ্বারে।।
    নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি।
    হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি।।
    এই হরিচাঁদ লীলা সুধার সাগর।
    তারকেরে কর হরি তাহাতে মকর।।
    __________________________________
    বিদ্যা ছাড়া কথা নাই বিদ্যা কর সার ।
    বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম অন্য সব ছার ।।
    (শ্রী শ্রী গুরুচাদ চরিত)
    হরিভক্ত হয়ে বরং বাঁচে পঞ্চদিন ।
    বৃথা সে সহস্র কল্প হরিভক্তি হীন ।।
    (শ্রীশ্রী হরিলীলামৃত)
    জাতি ছিল দুঃখে-জারা বন্ধু নাহি ছিল ।
    গুরুচাদ বন্ধু হয়ে সে ঘরে আসিল ।।
    যাত্রা কালে উচ্চ কণ্ঠে বলে দয়াময় ।
    মাের শেষ বাণী যথা ধৰ্ম্ম তথা জয় ।।
    অর্থ দেয় অন্ন জল অর্থ রাখে প্রাণ ।
    অর্থের সংহতি রহে জীবের কল্যাণ ।।
    __________________________________________
    __________________________________________
    পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে দ্বাদশ বানী আমাদের দিয়েছেন মনে প্রানে পালন করলে তার আর সাধন ভজনের প্রয়জন হয়না।
    সদাসত‍্য বাক‍্য বল হয়েসচেতন।
    বাক‍্য সিদ্ধ মহাপুরুষ হওসর্বব জন।।
    পরনারী মাতৃজ্ঞানে করিবে প্রনাম।
    জাগিবে কুল কুন্ডলিনী হইবে নিস্কাম।।
    মাতা পিতার চরণ করিবে পূজন।
    মহাশক্তিমান হবে পাবে প্রেম ধন।।
    জীবেপ্রেম কর সবে শুদ্ধ রাখ মন।
    শ্রীহরিময় বিশ্বরূপ পাবে দরশন।।
    সৎচরিত্র ব‍্যক্তির নাই জাতির বিচার।
    সতীপতি চরিত্রবান সুখী সংসার।।
    কাহারও ধর্ম্ম নিন্দা কভু না করিবে।
    প্রতি গৃহে পুত্র কন‍্যা উচ্চ শিক্ষা দিবে।।
    বাহ‍্য অঙ্গ সাধু সাজ ত‍্যাগ কর সবে।
    অজপা হরিনামে সদায় ডুবে রবে।।
    শ্রীহরি মন্দির প্রতিস্ঠা কর সবে মিলে।
    বুধবার হরিসভা কর দলে দলে।।
    ষড় রিপুর নিকট সাবধান থাক ভাই।
    কাম ক্রোধ লোভ ম‍দ মোহ মাৎসর্য ঠাই।।
    হাতে কাম মুখেনাম কর সর্ব ক্ষণ।
    দূরে যাবে ত্রিতাপ জ্বালা পালাবে শমন।।
    দৈনিক প্রার্থনা কর ভেসে নয়ন জলে।
    শান্তি হরি দেখা দিবে হৃদয় কমলে।।
    শ্রীহরিকে আত্মদান কর সর্ব জন।
    ঘরে ঘরে কর সবে যুগল ভজন।।
    পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ বানী
    _________________________
    Channel: Ami Matua
    Administrator & Editing: SUNIL SARKAR
    Ami Matua Team Contact number/WhatsApp +919178415460
    বিশেষ অনুরোধ একান্ত প্রয়োজনে যোগাযোগ করবে
    ________________________
    #kanika_haldar #কুমারী_কণিকা_হালদার #ami_matua #আমি_মতুয়া
    সন্তানের জন্য চমৎকার শিক্ষামূলক উপদেশ
    বাবাকে এক ছেলের জিজ্ঞাসাঃ-“বাবা, সফল জীবন কাকে বলে?"
    বাবা:- সরাসরি উত্তর না দিয়ে বললেন আমার সাথে চলো, আজ ঘুড়ি উড়াবো । তখন বলবো ।"
    বাবা ঘুড়ি ওড়ানো শুরু করলেন । ছেলে মনযোগ দিয়ে দেখছে আকাশে ঘুড়ি বেশ কিছু ওপরে উঠার পর বাবা বললেন এই দেখো ঘুড়িটা অতো উচুতেও কেমন বাতাসে ভেসে আছে । তোমার কি মনে হয়না, এই সূতার টানের কারণে ঘুড়িটা আরোও উপরে যেতে পারছেনা ?
    ছেলে:- তা ঠিক, সূতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারতো!
    বাবা:-আলগোছে সূতোটা কেটে দিলেন ঘুড়িটা সূতার টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা উপরে উঠে গেল কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে অদৃশ্য হয়ে গেল ।এবার বাবা ছেলেকে জীবনের দর্শন শুনাচ্ছেন ...
    "শোনো, জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি; সেখান থেকে প্রায় মনে হয় ঘুড়ির সূতার মত কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দেয়। যেমন ||ঘর || মা-বাবা || পরিবার || অনুশাসন || সন্তান ইত্যাদি ||
    আর আমরাও সেইসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ঐ বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ঐ বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পসময়েই আমাদেরও পতন হবে ঐ বিনে সূতোর ঘুড়ির মতই! জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও, তবে কখনোই ঐ বন্ধন ছিঁড়বে না । সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য; তেমনি সামাজিক, পারিবারিক বন্ধনও আমাদের জীবনের উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয় । আর এটাই প্রকৃত সফল জীবন ।
  • Розваги

КОМЕНТАРІ • 41

  • @rohanbiswas7364
    @rohanbiswas7364 Рік тому +1

    একটু ভূল হল, বুদ্ধ ভগবান সংসার ত্যাগ করলেন, সন্যাসী হবার জন্য নয। সত্যের সন্ধানে । যেখানে দাসত্বের মূল কারণ । সেখানেই বুদ্ধ ভগবান ।।উদ্দেশ্য জগত কল্যাণ ।জয হরি চাঁদ, জয গুরু চাঁদ। নববুদ্ধ হরি চাঁদ যিনি ,তিনি গৌতম তিনি সনাতনী ।আমি আলো আমি জীবন রতন । অন্ধকার ভলো বেসে আলোর দোষ । সেটা অনুচিত ।আমাদের পতনের জন্য আমরা দাযী।ব্রাহ্মণ্যবাদ আত্মাবাদে আকন্ঠ ডুবে থাকতে চাই ।তই উদ্ধার নাই।

  • @NimaiBiswas-dq3np
    @NimaiBiswas-dq3np 24 дні тому

    দিদি জয় গরি বল জয় হরি চাঁদৃ ভাল লাগলো পাশে আছি

  • @ashokbiswas9219
    @ashokbiswas9219 2 роки тому +2

    জয়হরিবোল অসাধারণ আলোচনা করেছেন আপনাকে অসংখ্য প্রণাম জানাই। এভাবেই চালিয়ে যেতে হবে তাহলে যদি সমাজ থেকে কুসংস্কার ব্রাহ্মন্যবাদ চিরোতরে নিপাত যায়। আমি দেরাদুন মতুয়া সঙ্ঘের পক্ষ থেকে আপনার সঙ্গে আছি। জয়হরিবোল জয়হোক মতুয়া ধর্মের জয়হোক মানবতার সমাজ থেকে কুসংস্কার ব্রাহ্মন্যবাদ চিরোতরে নিপাত যাক

  • @vikasroy9085
    @vikasroy9085 2 роки тому +1

    সব মতুয়ার ঘরে যেন তোমার মতো মায়ের জন্ম হয়।জয় হরিবল।

  • @sujanbasu2714
    @sujanbasu2714 2 роки тому +1

    জয় হরী বোল গৌর হরী বোল

  • @user-oy7wy3ds6x
    @user-oy7wy3ds6x 3 роки тому +1

    হরি হরি হরি

  • @prasantabiswas4041
    @prasantabiswas4041 2 роки тому +3

    খুবই মূল্যবান আলোচনা, খুব ভালো লাগলো মনটা ভরে গেল। জয় হরিচাঁদ গুরুচাঁদ 🙏

  • @jayantaroy9078
    @jayantaroy9078 3 роки тому

    খুব সুন্দর আলোচনা। ধন্যবাদ

  • @bijanmondal3968
    @bijanmondal3968 2 роки тому

    Khub Valo devai 🙏🙏🙏
    Jay hori bol 🙏🙏🙏

  • @subhasbepari4647
    @subhasbepari4647 2 роки тому

    VERY VERY GOOD

  • @sarmisthahira91
    @sarmisthahira91 2 роки тому +1

    Saroj haribol bon

  • @royronet3841
    @royronet3841 Рік тому

    হরিবল

  • @parimalbiswas5778
    @parimalbiswas5778 2 роки тому

    Jay Sree Harichand.
    Jay Sree Guru Chand.
    Jay Aswini goshai.
    Jay Motuamahashanga.
    Kintu kabe Aamra hingsa bhule ek habo .Guru Chand ke Raja rupe dekhbo.se din R A jibone Aasbena

  • @gurudas1824
    @gurudas1824 3 роки тому +3

    খুব সুন্দর আলোচনা হয়েছে জয় হরিবল

  • @sarmisthahira91
    @sarmisthahira91 2 роки тому

    Saroj joy hari bol

  • @bidhanbiswas2749
    @bidhanbiswas2749 3 роки тому +1

    জয় হরিবোল তোর পা ছুইয়ে দেখবো কবে মা। তোমার বাড়ী কোথায়?

  • @sujankumarpatoyarijoyhorib187
    @sujankumarpatoyarijoyhorib187 2 роки тому +1

    JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol JoyHoribol Joyhoribol JoyHoribol

  • @sanjitgolder1269
    @sanjitgolder1269 2 роки тому

    Jay. Guruchand

  • @sarojbiswas1652
    @sarojbiswas1652 2 роки тому

    Joy harichand

  • @user-sw6vz8dq8s
    @user-sw6vz8dq8s 3 роки тому +2

    জয় হরিবোল। সুন্দর রসময় জড়িত আলোচিনা। আবারও জয় হরিবোল

  • @bidhanbiswas2749
    @bidhanbiswas2749 3 роки тому +3

    জয় হরিবোল। মারে তুমি অনেক অনেক বড়ো হও জয় হরিবোল

  • @sanjitkumarmondal9497
    @sanjitkumarmondal9497 3 роки тому +1

    জয় ‌হরি‌‌ ‌বোল‌‌, গৌর হরি বোল। খুব সুন্দর হয়েছে আলোচনা। চালিয়ে যাও। ভগবান তোমাদের মঙ্গল করুক

  • @maharajmondal3722
    @maharajmondal3722 3 роки тому +1

    সুন্দার বলছেন অনেক অনেক ধন্যবাদ

  • @shivashispandey7778
    @shivashispandey7778 3 роки тому +1

    খুব ভালো আলোচনা করেছ দিদি।

  • @sunilkumar-zq6po
    @sunilkumar-zq6po 3 роки тому +1

    Thank you., all the best. God may bless you.

  • @parimalbiswas5778
    @parimalbiswas5778 2 роки тому +1

    Tomar Barhi kothay Mago .

  • @tapastapas142
    @tapastapas142 3 роки тому

    জয় হরি চাঁদ

  • @gurudasmalakar9040
    @gurudasmalakar9040 3 роки тому +3

    মা তোমার আলোচনা শুনে মুগ্ধ হলাম। এইরূপ আরো ভিডিও নিয়মিত দেখতে চাই। পশ্চিম বঙ্গ।

  • @manikbiswas1660
    @manikbiswas1660 3 роки тому

    ହୋରି ବୋଲ ହୋରି ବୋଲ

  • @pritibiswas9685
    @pritibiswas9685 3 роки тому

    Joy baba Harichand 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @nirmalchandrabiswas2777
    @nirmalchandrabiswas2777 3 роки тому +2

    বোন টি।তোমার আলোচনা ভালো । গলায় একটা অচিয়ার মালা থাকলে থাকলে আরো ভালো হত। জয় হরিচাঁদ।

  • @dwip9377
    @dwip9377 2 роки тому

    চৈতন্যচরিতামৃতে বলা নাই।
    ওটা আছে ষড়গোস্বামীর এক গোস্বামী শ্রীজীব গোস্বামীর 'চৈতন্য ভাগবতে"

  • @sanjitmalakar4491
    @sanjitmalakar4491 3 роки тому

    Niec

    • @drprasenjitbiswas4354
      @drprasenjitbiswas4354 3 роки тому

      Matua Homoeo Society
      Very good

    • @usharjoy736
      @usharjoy736 3 роки тому

      ধন্যবাদ দিদি, এগিয়ে যান পাশে থাকবো

  • @pikumax331
    @pikumax331 3 роки тому

    Joy horibol 🙏

  • @maharajmondal3722
    @maharajmondal3722 3 роки тому +2

    জদি কেউ হিন্দিতে আলোচনা করতে পারেন তা হলে ঠাকুরের নাম দুরুতো প্রচার হতো দিকে দিকে আর কিছু বোই হিন্দিতে প্রচার করলে ভালো হোতো জয় হরি বোল

  • @indrojitbiswas7496
    @indrojitbiswas7496 2 роки тому

    আপনারা যখন কাল্পনিক চিন্তা ভাবনা ছেড়ে হরি-গুরুচাঁদের বাস্তব দর্শন প্রচার করবেন তখনই মতুয়া ধর্মকে স্বতন্ত্র ধর্ম হিসাবে প্রতিষ্ঠা সম্ভব।

  • @user-yd7yh3gu8z
    @user-yd7yh3gu8z 2 роки тому

    তোমার গলা একটা আছাড় মারা থাকলে ভাল হত

  • @jayantaroy9078
    @jayantaroy9078 3 роки тому +2

    খুব সুন্দর আলোচনা। ধন্যবাদ