পরের জমি ভাবলি নিজের, হাওয়ায় বেঁধে ঘর ধরতে যদি পারিস, অধরাকে ধর ।। আহা !!! নিঃসন্দেহে গোটা সিনেমার সেরা মুহুর্ত, গানের কথাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ দৃশ্যপট সত্যি মনে রাখার মতো।।
আহ ! কি মধুর একটা গান ❤ এমন গান এই যুগে আর কই পায়া যায়ে, বর্তমানে প্রজন্মের মধ্যে এই গান তুলে ধরার জন্য ধন্যবাদ। আশা করি আগামী প্রজন্মেও এমন ঐতিহ্যবাহী গান বেচে থাকুক।
আমি কি অদ্ভুতভাবে বেশ কিছুদিন ধরে ভাষাহীন হয়ে গেছি। গানটা শুনছি আর কাঁদছি, শুনছি আর কাঁদছি। ভাবছি এও আবার হয় নাকি। জানি কাটিয়ে উঠতে সময় লাগবে। বিগত দশ বছরে এই আবেদন, এই আকুতি আমি কোনো গানে শুনিনি। শিলাজিত বাবুর জীবনের অন্যতম বলে আমার মনে হয়। বাকি জীবনটা যদি আর কোনো গানও উনি রচনা না করেন, তাতেও হয়তো তাঁর কোনো অনুশোচোনা থাকবে না বলেই আমার মনে হয়।
Asol twist tai ekhane dekhano hoy ni ... Ota suspension rekhe diyeche ... Sibaprasad er look 😍😍.. ota jara cinema ta dekheche tarai sudhu jane ... Just outstanding 🙏🏻🙏🏻
সেই কবে থেকে এই গানটার জন্য অপেক্ষা করে আছি.... আজ পেলাম.... গানটা একদম হৃদয় ছুঁয়ে গেছে....... Thanks silajit da.. siboptisad da for this Masterpiece!❤❤❤
This is the best song of this movie. I was eagerly waiting for this song. The lyrics is extremely meaningful. What an impressive way of portrayal!! Outstabding lyrics and melody. Lovely❤extraordinary composition❤❤❤❤
এই গানটার পর শিবু দা আর আবিরদার মুখোমুখি সাক্ষাৎ, দুজনের লড়াই... তখন গায়ে কাঁটা দিচ্ছিল, মনে হলো সব ধরা পড়ে গেল, সিনেমারও এখানেই সমাপন, কিন্তু পরে বোঝা গেল যে আসল climax বাকি ছিল!!!! পুনশ্চ:- অসাধারণ গান।
এটা টিটাগড়ের অন্নপূর্ণা মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে বানিয়েছেন রাণী রাসমণির মেয়ে। অবিকল এক দেখতে। এখন টিকিট কেটে যেতে হয় আমরা প্রচুর গেছি এই মন্দিরে ভোগ খেয়েছি 🙏, তখন টিকিট কাটতে হতো না।
এই গানে একটি অসাধারণ মূহুর্ত আছে, স্থায়ী এবং অন্তরার মাঝে শুধু একটি হারমোনিয়াম দিয়ে যে কর্ড প্রোগ্রেসন করা হয়েছে, পরিস্থিতির উৎকণ্ঠাকে অসাধারণভাবে প্রকাশ করেছে... অতুলনীয়.. অনবদ্য 🙏🙏🙏
গানটি অপূর্ব। বার বার শুনতে ইচ্ছে করে। সুকন্যার গান প্রথম শুনলাম। বলিষ্ঠ কণ্ঠস্বর, সাথে সুরের দখল গানটা কে অন্য মাত্রায় নিয়ে গেছে। তবে শিলাজিত বাবুর " অধরাকে ধর " এর জায়গায় "অধড়া কে ধড়" এই উচ্চারণ টা ভালো লাগেনি।
Gatokal dekhlam...Nandita Roy r Siboproshad Mukharjee r sob kotar modhey Bohurupi best duo....hall e dakhar por gaan gulo ato valo lagche..teen bela sunchi..onek din por bangla gaan sune mon vore galo...protita gaan just mind blowing ❤❤❤❤❤
পরের জমি ভাবলি নিজের,
হাওয়ায় বেঁধে ঘর
ধরতে যদি পারিস,
অধরাকে ধর ।।
আহা !!!
নিঃসন্দেহে গোটা সিনেমার সেরা মুহুর্ত, গানের কথাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ দৃশ্যপট সত্যি মনে রাখার মতো।।
আহ ! কি মধুর একটা গান ❤ এমন গান এই যুগে আর কই পায়া যায়ে, বর্তমানে প্রজন্মের মধ্যে এই গান তুলে ধরার জন্য ধন্যবাদ। আশা করি আগামী প্রজন্মেও এমন ঐতিহ্যবাহী গান বেচে থাকুক।
এটাই সিনেমার পিক পয়েন্ট। প্রথম দেখার এক্সপিরিয়েন্স ভুলতে পারব না। একে বলে আসল বাংলা সিনেমা। আর শিবুদা 🔥🔥 আর এই গানটা আলাদা লেভেলের।
একদম ঠিক । খুব দেরি করে দেখলাম .....সিনেমা হল গিয়ে । এখনো মনে হচ্ছে আবার একবার গিয়ে দেখে আসি ।।
@@mukundakarmakar8208😊
ঠিক তাই
শিলাজিৎ দা আর তাঁর কম্পোজিশন কখনো হতাশ করেনি। এ এক লোকসংগীত পাগল মানুষ যে প্রজেক্টে হাত দেয় জমে যাবে। মনসামঙ্গল গান এভাবে কম্পোজিশন অসাধারণ এক কথায়
lord shila da...
একদমই তাই
Sei manush takei kina bangla industry byabohar e korte parlo na... Korte parle eirokom masterpiece amra aro besi sunte partam
সিনেমাটা দেখার পর থেকেই এই গান টার জন্যই অপেক্ষা করছিলাম....কিন্তু এটাই সিনেমার মূল মুখ্য মুহূর্ত হওয়ায় এতদিনে রিলিজ হলো গান টা....অসাধারণ গান ❤❤❤
Amiooi
আমি ও অনেক খুঁজছিলাম...
কিন্তু গানটায় ক্লাইম্যাক্স কিছুই দেখায় নি। এক দিকে ভালই করেছে, ওটা দেখতে হলে সিনেমা টা দেখতে হবে।
Ha
@@swarupganguly2448 thik bolechen
Thankulala সবাইকে!!!
আহা কি লিরিক্স , শিলা দা ❤
বাংলার পুরোনো লোকগীতি কে এতো সুন্দর ভাবে বাংলা সিনেমায় ফিরিয়ে আনার জন্য অসংখ্য ধন্যবাদ জানানো উচিত শিবপ্রসাদ মুখার্জী কে!!
আপনারা নন্দিনী ম্যাম কে তো কিছুই ক্রেডিট দেবেন না দেখছি
আহা যেমন গান তেমনি কথাগুলো।
দারুন শীলাজিতদা।🎉🎉 আর সুকন্যাদি।
আমি কি অদ্ভুতভাবে বেশ কিছুদিন ধরে ভাষাহীন হয়ে গেছি। গানটা শুনছি আর কাঁদছি, শুনছি আর কাঁদছি। ভাবছি এও আবার হয় নাকি।
জানি কাটিয়ে উঠতে সময় লাগবে। বিগত দশ বছরে এই আবেদন, এই আকুতি আমি কোনো গানে শুনিনি। শিলাজিত বাবুর জীবনের অন্যতম বলে আমার মনে হয়। বাকি জীবনটা যদি আর কোনো গানও উনি রচনা না করেন, তাতেও হয়তো তাঁর কোনো অনুশোচোনা থাকবে না বলেই আমার মনে হয়।
Same here ... 😢
Asol twist tai ekhane dekhano hoy ni ... Ota suspension rekhe diyeche ... Sibaprasad er look 😍😍.. ota jara cinema ta dekheche tarai sudhu jane ... Just outstanding 🙏🏻🙏🏻
Exactly
Akdmm thik ❤❤❤❤❤
Apni to bole dilen suspense ta😂😂😂
Ekdom darun legechilo
Correct
সেই কবে থেকে এই গানটার জন্য অপেক্ষা করে আছি.... আজ পেলাম.... গানটা একদম হৃদয় ছুঁয়ে গেছে.......
Thanks silajit da.. siboptisad da for this Masterpiece!❤❤❤
Same
Shilajit best geyeche alada matra dieche gaan tay
সিনেমার সব থেকে সেরা দৃশ্য যা শিলুদার কম্পোজিশনের মধ্যে দিয়ে একশো শতাংশ সফল হয়েছে ❤🎉
জয়গুরু
নিখুঁত শিল্পীর নিখুঁত সৃষ্টি আমাদের মত বাংলা শিল্প প্রিয় মানুষদের মুগ্ধ করে। এই সিনেমাটা আমদের সন্তুষ্টি দিয়েছে ।
আসল টুইস্ট তো এই গানটায় লুকিয়ে আছে🔥 অসাধারণ ছিলো এই গানটার সময় সিকোয়েন্স টা👌 শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনবদ্য ❤ গায়ে কাঁটা দিচ্ছিলো সিন গুলি।
শিলু দা জিও জিও,
গানের লিরিক্সে ও গভীরতা
অনেক।। খুব ভালো লাগলো।।
Fata fati song. Lyrics, picturization, acting, singing...all top class
শিলাজিৎ এর গান বরাবরই পছন্দের। তবে এইবারের লুকটা গুরুর সেরা। গানের কথাগুলো খুবই সুন্দর।
শিলাজিৎ প্রেমীরা লাইক দিয়ে যান।
25.10.2024
Aha ki sur ar kotha....onek din por Bangla cinema super hit. Shilajit guru ki sundar gailen. Bohurupir full team ke thousand salutes....
Too too deep...loved this song, super loved this Movie, kudos to the entire team...thanks for this awesome movie and super awesome songs
সিনেমা হল থেকে ফেরার পর অপেক্ষায় বসেছিলাম। অবশেষে গান টা পেলাম। বাংলার লোকগীতি কে এইভাবেই দেখতে চাই।❤❤❤
Finally released ❤was waiting for this masterpiece 👏🏼👏🏼
Proud for our bengali culture and cultural song😇. Movie ta jaivaba sob ta represent kora ohyacha just mind-blowing. ❤
Ohhhh........ Scintillating....... Just unforgettable
This is the best song of this movie. I was eagerly waiting for this song. The lyrics is extremely meaningful. What an impressive way of portrayal!! Outstabding lyrics and melody. Lovely❤extraordinary composition❤❤❤❤
তুই কেনে এলি!!?
জয় হো বাংলা লোকসংগীত, জয় হো ছায়াছবি বহুরূপী।
স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেও লাইক দেবে আর নোটিফিকেশন পেয়ে আমি আবারো শুনতে আসবো এই প্রিয় গান টা ২৪/১০/২০২৪
Sukanya C you are lit bhai.... so so proud of you❤..many more to come...
সুকন্যা চ্যাটার্জী কে শত কোটি প্রণাম। কি গেয়েছেন!!
অসাধারণ সিনেমা। অপেক্ষা র অবসান, অবশেষে গান টি পাওয়া গেল।।
Simple language yet it contains deep and profound philosophical aspects
এই গানটার পর শিবু দা আর আবিরদার মুখোমুখি সাক্ষাৎ, দুজনের লড়াই... তখন গায়ে কাঁটা দিচ্ছিল, মনে হলো সব ধরা পড়ে গেল, সিনেমারও এখানেই সমাপন, কিন্তু পরে বোঝা গেল যে আসল climax বাকি ছিল!!!!
পুনশ্চ:- অসাধারণ গান।
ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির🥰
অপূর্ব সুন্দর মুভি বহুরূপী💖✨
Theatre e song ta gaye kata diye uthechilo....! ❤❤❤❤ sera gan
সত্যি মুভিটা দেখার পর মনে হচ্ছে.....বাঙলা সিনেমা জগতে আবার নব যুগ শুরু হচ্ছে।
আহা !! 🖤🌸
অনেকদিন পর আজকে একটা ভালো মুভি দেখলাম ফাটিয়ে দিয়েছো বস
অন্নপুরনা মন্দির আলাদা এক শান্তির জায়গা তার মধ্যে এই গানটা যেন আলাদাই মনোরম পরিবেশ সৃষ্টি করছে
এটা দক্ষিনেশ্বর মন্দির
এটা টিটাগড়ের অন্নপূর্ণা মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে বানিয়েছেন রাণী রাসমণির মেয়ে। অবিকল এক দেখতে। এখন টিকিট কেটে যেতে হয় আমরা প্রচুর গেছি এই মন্দিরে ভোগ খেয়েছি 🙏, তখন টিকিট কাটতে হতো না।
Arnopurna mondir noi
Ata hoogly jelar dakhineswar mondir,, asadharon sampurno mondir tar look dekhiyeche darun darun ❤❤
Arnopurna mondir noi
Ata hoogly jelar dakhineswar mondir,, asadharon sampurno mondir tar look dekhiyeche darun darun ❤❤
Na eta Rani rashmoni r chhoto meye r toiri Annapurna mondir@@tanmoyghosh5634
এই গানে একটি অসাধারণ মূহুর্ত আছে, স্থায়ী এবং অন্তরার মাঝে শুধু একটি হারমোনিয়াম দিয়ে যে কর্ড প্রোগ্রেসন করা হয়েছে, পরিস্থিতির উৎকণ্ঠাকে অসাধারণভাবে প্রকাশ করেছে... অতুলনীয়.. অনবদ্য 🙏🙏🙏
এতদিন পর গান টা শুনতে পেলাম। খুব ভালো লাগলো।
Onek din bade valo bengali flim and songs sunlam dekhlam aai gan to puro...behula sundori❤❤❤
Last a ending a এইগান ta darun যোগকরা hoyeche,
Just ফাটাফাটি
গানটা শুনতে শুনতে একটা ঘোর এসে যাচ্ছে....ভীষণভাবে মন খারাপ করা একটা গান.....এককথায় অসাধারণ...❤
Outstanding 😍
Gorgeous 😍🥰
Ei gan tar jonnoi wait korchilam
Etai best song ,
Climax -timing- screenplay,
Ekdom perfect 👌
Osadharon ek kothay osadharon
শিলাজিৎ 🔥🔥🔥
বর্তমানে এটি সুন্দর একটি মাস্টারপিস তৈরি করার জন্য অনেক ধন্যবান ডিরেক্টর কে।❤❤
কতদিন ধরে গানটার জন্য অপেক্ষা করছি, সেই যেদিন থেকে সিনেমা টা দেখেছি। অবশেষে পেলাম ❤️
Same
Same
Same ❤
R eta cinema hall e jerky sound goose bumps, r shila jit jekhan e dhorlo gaan ta... Best
@@sweetyroy7777 puro gaa ta dei ne ....last ar first part tabad diacha
1:28 আহা 📈
বাংলার গান আমার এই মাটির গান 🫠
Awesome sila da darun darun
Fata fati
অসাধারণ!!! অবশেষে অপেক্ষা র অবসান হল ❤❤
অনবদ্য,অসাধারণ❤
সিনেমাটা দেখার পর এই গানের প্রেমে পড়ে গিয়েছি 😍 অসাধারণ সুন্দর 🙏🙏
Opurba Opurba...jemon boi temon gan...chhotokhato truti bichyuti esober majhe harie jay..
গানটি অপূর্ব। বার বার শুনতে ইচ্ছে করে। সুকন্যার গান প্রথম শুনলাম। বলিষ্ঠ কণ্ঠস্বর, সাথে সুরের দখল গানটা কে অন্য মাত্রায় নিয়ে গেছে।
তবে শিলাজিত বাবুর " অধরাকে ধর " এর জায়গায় "অধড়া কে ধড়" এই উচ্চারণ টা ভালো লাগেনি।
Silajit is outstanding
I agree with all the people commenting here...eagerly waited for this one :-) superb execution of a melodious work.
1st day 1st show dekhar por theke ei gaan tar jonno just pagol hoye ge6ilam... Atlast... Mind blowing ❤❤❤❤❤❤
Gatokal dekhlam...Nandita Roy r Siboproshad Mukharjee r sob kotar modhey Bohurupi best duo....hall e dakhar por gaan gulo ato valo lagche..teen bela sunchi..onek din por bangla gaan sune mon vore galo...protita gaan just mind blowing ❤❤❤❤❤
this lyrics just boom everything...........💥
Literally goosebumps 🔥
2:30 পরে ….আহা, অসাধারণ
Finally 😊😊❤❤❤
Onekdin er opekhar obosan..joy guru !!
till now eta silajit dar best output.. wait korchilam ei gaan tar..
Durdanto 😍🦢🪷🐍
Most Awaited 😌❤️
I think 🤔 এই গান টি হিন্দিতেও রিলিজ করলে খুব ভালো হবে।
বাংলার ঐতিহ্য কে তুলে ধরেছে 😊
তুই কেনে এলি সরোবরে......😊 🎶
Ei Gaan ta amar Jibon Darshan palte dilo....eto sundar gaan er Katha gulo...vishon inspire holam....
Daily ami 8-10 bar kore sunchhi gaan ta ❤❤❤
Same
Darun darun ❤
Ashadharon
wait korechilam, darun gan eta
khub bhalo hoyeche
সিনেমাটা ভারতীয় সিনামা ইতিহাস একটা মাইস্টোন।আর এই গানটা ও তার সর্বিক উপস্থাপন আমার মতে শিলাজিতের কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। 💐
সত্যিই গানগুলো এত সুন্দর , বহুরূপী movie টার অন্যতম আকর্ষণ এই গানগুলি, প্রত্যেক টা গান খুব সুন্দর ♥️♥️♥️♥️
Darun 🔥❤️
Osadharon composition, lyrics r scene ta ei somoy 🙌💯 salute
Silajit sir din din aro mugdho kore cholechhe🔥🔥🔥🔥
একটু অন্য রকম আনন্দ ❤
অসাধারণ 🖤😊🔱🕉️🌺
Excellent composition
Uff darun gan ta bhison bhalo legeche.
Shilajit again proved is the boss .❤❤
Just asadharon Gaan ❤❤❤
উফ্,শিলাজিৎ বাবু কি অসাধারণ ।
দারুন গান টা 👌👌 শিলাজিৎ কে অনেক দিন পরে নিজের মেজাজে পাওয়া গেলো ।
Osadharon ❤
Superb ❤
অসাধারণ অসাধারণ অসাধারণ , কোনো কথা হবে না .....
Gan ta masterpiece ❤❤
music selection of this movie💫💫💫
Kobe theke oppekhai chilam ei gaanta youtube e asar.....ah.....osadharon
গানটা খুব সুন্দর❤ ❤
Gaye kata die6ilo hall e dekhar somoi .. darun ❤
Ei gantar opekhhai chilam.at list . cinema hall e puro kapieche song+cinema r seen=bomb bluster💥
"ফল ধরে পোয়াতি গাছে, মেঘে ধরে জল;
জন্মিলে মরিতে হবে, তবু কোলাহল!
গায়ে কাঁটা দিচ্ছে!❤