একজন আলেম হলো সেই যাঁর কাছে শরিয়তের জ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান, ভৌগোলিক জ্ঞান, দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জ্ঞান আছে। আল্লাহ আব্দুল্লাহ ভাইকে একজন বড় আলেম হিসেবে কবুল করুক, আমিন। আল্লাহ আব্দুল্লাহ ভাইকে দ্বীনের একজন সফল দ্বায়ীকে হিসেবে কবুল করুক, আমিন।
মাশাল্লাহ! এত জ্ঞানগর্ভ আলোচনা এখনো কোন আলেমের কাছে আফগানিস্তানের সমসাময়িক পরিস্থিতি নিয়ে শুনতে পাইনি। অনেক স্মার্ট একজন শায়েখ আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেযাহুল্লাহ
ফিলিস্তিন বিষয় নিয়ে আলোচনা করার পর আমি আশায় বসেছিলাম যে তথ্য ও তত্ত্ববহুল আলোচনা নিয়ে হাজির হবেন চোখের উপরে পড়ে থাকা কালো পর্দা সরাতে।আল্লহ আব্দুল্লাহ ভাইকে নেক হাইয়াত দান করুক। আমিন ইয়া রব্ব।
আমি ভিডিও দেখতে শুরু করেছি এই ভেবে যে আপনি মতিউর রহমান মাদানির মতো তালেবান এর বিপক্ষে কথা বলবেন।কিন্তু আপনার পর্যালোচনা তথ্য সমৃদ্ধ বিশ্লেসন খুবই ভালো লাগলো। জাজাকাল্লাহ খাইরান।
আল্লাহর বিধান লঙ্ঘনকারী শাসকের প্রতি কোনো অানুগত্য নেই --- ১)আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ নবী সঃ বলেছেন - যতক্ষণ আল্লাহর নাফরমানীর নির্দেশ দেয়া না হয়, ততক্ষণ পছন্দনীয় ও অপছন্দনীয় সকল বিষয়ে প্রত্যেক মুসলিমের জন্য তার মান্যতা ও আনুগত্য করা কর্তব্য। যখন নাফরমানীর নির্দেশ দেয়া হয়, তখন আর কোন মান্যতা ও আনুগত্য নেই। সহিহ বুখারী, হাদিস নং ৭১৪৪ হাদিসের মান: সহিহ হাদিস ২)আল্লাহর নাফরমানীর কাজে কোনরূপ আনুগত্য নেই। আনুগত্য করতে হয় কেবলমাত্র ন্যায়সঙ্গত কাজে। [ বুখারি ৭২৫৭, মুসলিম ১৮৪০]
আল্লাহর বিধান লঙ্ঘনকারী শাসকের প্রতি কোনো অানুগত্য নেই --- ১)আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ নবী সঃ বলেছেন - যতক্ষণ আল্লাহর নাফরমানীর নির্দেশ দেয়া না হয়, ততক্ষণ পছন্দনীয় ও অপছন্দনীয় সকল বিষয়ে প্রত্যেক মুসলিমের জন্য তার মান্যতা ও আনুগত্য করা কর্তব্য। যখন নাফরমানীর নির্দেশ দেয়া হয়, তখন আর কোন মান্যতা ও আনুগত্য নেই। সহিহ বুখারী, হাদিস নং ৭১৪৪ হাদিসের মান: সহিহ হাদিস ২)আল্লাহর নাফরমানীর কাজে কোনরূপ আনুগত্য নেই। আনুগত্য করতে হয় কেবলমাত্র ন্যায়সঙ্গত কাজে। [ বুখারি ৭২৫৭, মুসলিম ১৮৪০]
আর আমরা বসে থাকলেও শত্রুরা কিন্তু বসে নেই। তারা তাদের 'অখন্ড ভারত' প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। যেদিন ঘর থেকে মেয়ে তুলে নিয়ে যাবে, সেদিন বুঝতে পারব।
আলহামদুলিল্লাহ। হয়তো এই বিশ্লেষণটিই শুনতে চেয়েছিলাম এতদিন ধরে। নিঃশন্দেহে জ্ঞানগর্ভ, গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বিশ্লেষণ। অনেক ধন্যবাদ আপনাকে শাইখ। জাযাকাল্লাহ।
আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এত অবলিলায় অনর্গল একটি জ্ঞানগর্ভ আলোচনা করেছেন । এক আলোচনায় পুরো আফগান ইতিহাস উঠে এসেছে। সত্যিই আপনি যোগ্য বাবার যোগ্য সন্তান । দোয়া করি আপনার ইলম আরও বৃদ্ধি পাক ।
আলহামদুলিল্লাহ বক্তব্যটা শুনে খুব ভালো লাগছে পরিপূর্ণ তথ্যবহুল বক্তব্য ছিল। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এরকম একটা বক্তব্য জন্য। জাজাকাল্লাহু খায়ের ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।
আফগানিস্তান সম্পর্কে একটি বিস্তারিত ও অসাধারণ বিশ্লেষণ। একজন সেকুলার ব্যক্তি ও একজন আলেমের দৃষ্টিভঙ্গি ও উপলব্ধির পার্থক্য এই আলোচনায় পরিস্কারভাবে ফুটে উঠেছে।
আলহামদুলিল্লাহ, আপনি যা যা বললেন তা তা লিখলে একটা বই হয়ে যেতো। বইয়ের নাম দিতেন তালেবানের উত্থান। কি অসাধারণ বক্তব্য। প্রতিটা কথায় রয়েছে ইনফরমেশন। আল্লাহ আপনার জ্ঞানকে আরো উচু মাকামে পৌছে দিন আমিন
আমি প্রকৃতপক্ষে একজন হানাফি মাযহাবের (অন্ধ বিশ্বাস ব্যতীত) অনুসারী। আর আপনার মতো বাস্তব সম্মত জ্ঞানী ও নিরোপেক্ষ মতাদর্শি ব্যক্তিদের জন্যই আহলে হাদিস ভাইদের অনেক বেশি ভালোবাসি💝💝 তবে আহলে হাদিসের এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে(নাম বলছি না) যারা পুরো বিষয়ে না জেনে মন্তব্য করে বসে। তারা তালেবান বিষয়ে অনেক উল্টা পাল্টা কথা বলছে। তাদের এসকল আচরণ পরিহার করা উচিত।আল্লাহ তাওফিক দান করুক(আমিন)
আপনার জ্ঞানকে আল্লাহ্ all বিশ্বে কবুল করুক আমিন, আর সেই যোগ্যতা আপনার আছে শাইখ, আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তুমি শাইখের পরিবারকে আরো বেশি কবুল করুন আমীন
ধন্যবাদ, আব্দুল্লাহ ভাই কে, এই বিষয়ে আব্দুল্লাহ ভাই এর কাছ থেকে একটা ভিডিও মনেমনে আশাকরেছিলাম, ডাউনলোড করে পুরো টা মনযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ খাইরান জাজা, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক,...আর মহান আল্লাহর দরবারে এই ফরিয়াদ করি আল্লাহ যে আপনাকে দীর্ঘ আয়ু দান করে, আর আপনাকে দিয়ে দ্বীন এর খেদমত করিয়ে নেনে....আমিন
আলহামদুলিল্লাহ।এই প্রযুক্তির যুগে ও আল্লাহ সৃষ্টি এমন মুসলমান দরকার পৃথিবীতে।আলহামদুলিল্লাহ।এই আলোচনা শুনে।মাথানুয়ে আসছে, আমার সৃষ্টিকর্তার সমিপে।আলহাদুলিল্লাহ।
একটি সুন্দর ইতিহাস ভিত্তিক আলোচনা। আপনার উচিত দেশের টেলিভিশনের টক শো গুলোতে অংশ গ্রহন করা। কেননা, দেশের তথাকথিত বুদ্ধিজীবিদের ইতিহাস ভিত্তিক জ্ঞান এত স্বল্প যে প্রায়ই তা হাস্যকর শুনায়। আপনাকে এই সুন্দর আর জ্ঞান গর্ভ আলোচনার জন্যে ধন্যবাদ।
একজন আলেম হিসাবে এত সুন্দর আলোচনা ভৌগলিক, রাজনৈতিক ও ইসলামী শরীয়ত সম্মত ! সত্যিই প্রশংসনীয় । মাশা আল্লাহ 🌹🌹 আল্লাহ সুবহানাহু তাআলা আব্দুল্লাহ্ ভায়ের জ্ঞান বৃদ্ধি করুন ও আমারও । আমীন ইয়া রববিল আলামীন ।
পর্দা করে একদিন মার্কেটে গেছি একজন বলছে তালেবান তালেবান। আপনার কথায় আজ আমার গর্ব হচ্ছে।হে আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম বানিয়ে দাও। কারুকার্য খচিত দুনিয়ার লোভ থেকে আমাদের রক্ষা করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার মাধ্যমে ঈমানের মজবুত মনে শান্তি। দৃঢ়তার সাথে আল্লাহর পথে থাকার জন্য। গোলামী করার জন্য। ইনশাআল্লাহ।যাযা কুল্লা খয়রান।
তুই অশান্তি নিয়ে মারা যা, জাহ, শালার দালালে ভোরে যায় দালালদের কাছে। এই আব্দুল্লাহ এক মিথ্যাবাদি, ও বলেছে বৃটিশদের সাথে নাকি ওরাই মানে আহলে হাদিসরা যুদ্ধ করেছে, বাস্তব হলো আহলে হাদিস চিঠি দিয়ে লিখিত আনুগত্য জানিয়েছিল বৃটিশ শাসকের। ওর বাবা হিসেব দিয়ে বেরায় তার মাদ্রাসায় কত খরচ হয়, কিন্ত আয় বলেনা, যখন লড়াই চলে তখন আহলে হাদিসদের কাছে তারা খারেজি হয়, আর জিতলেই রাজাকারদের মত শুরু হয়ে যায় বলা যে আমরাই ছিলাম এই মুক্তির লড়াইয়ে। তোদের বিচার আল্লাহ করবেন। যেহুত তোরা মুসলিমের পোশাক পরে আসিস তাই আমরা তোদের মারতে পারিনা। তোরাই সেই মুনাফিক, কেহ বুঝে মানে সার্থে করে আর কেহ ছাগলে ৩ নাম্বার বাচ্চার মত লাফায়। মানে না বুঝেই দালালদের দালালি করে।
@@taqwaislamicdesigndawah1735 আমি হানাফি নই দালালের দালাল সাহেব, আমি মুসলিম। মাজার না, মাজার পুজা, শুনেন মিঃ , যেই অভিযোগ করেছি তার জবাব দেন, আশমান দিয়া কথা না পেচিয়ে। আব্দুল্লাহ এক মিথ্যাবাদি, কারণ সে বলেছে আমরাই ইংরেজদের সাথে লরাই করেছি, কিন্তু প্রমাণ আছে যে, আহলে হাদিসরা চিঠি দিয়ে ইংরেজদের আনুগত্য শিকার করেছে, আর আব্দুর রাজ্জাক এবং তার মাদ্রাসা নিয়ে এমনভাবে কথা বলে যেন আসমান থেকে সরাসরি সাহায্য আসে, আর এখনে যারা পরে সবাই ফ্রী পড়ে। শুধু নারায়ণগঞ্জ মাদ্রাসায় ভর্তি করাতে ২ কোটি ১০ লাখ টাকা আয় হয়, এছাড়া আরও যে খাত আছে তা বলছিনা। বেতন বাবদ পায় ২১ লাখ সেটা বলেনা, বলে শুধু ১৯ লাখ খরচ। এই ধরনের ব্যাবসায়ি হয়েও সে বুঝাতে চায় আল্লাহ জাল্লাহ সানুহুই আসমান থেকে সব পাঠায়। কারণ এইভাবে কিথা বললে মানুষ দান বেশি করে। এবং তার বাড়ি নাকি মেহমান খানা, সে এত টাকা কোথায় পায়। এগুলির খবর নিয়েছেন? মিয়া তদন্ত / তাহকিক না করেই মন্তব্য উচ্চারণ করেন "! আপনি পাঠা নাকি যে বুঝেননা? মানুষ হলে আম পয়েন্ট আকারে উত্তর দেবেন, আর পাঠা হলে লাগবেনা, শুধু ছাগলের ৩ নাম্বার বাচ্চার মত লাফাবেন। পরিশেষে, রাসুল সঃ বলেছেন, সেই বড় মিথ্যাবাদি যে সে জা শুনে তাই প্রচার করে যাচাই না করেই। ( মুসলিম মোকাদ্দমা অধ্যায়)
আলহামদুলিল্লাহ, একজন আলেম এমনই হওয়া উচিৎ। আমার ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের জ্ঞানগর্ভ ও তথ্যবহুল আলোচনা শুনে আমার আত্মার প্রশান্তি হয়েছে। মাশাআল্লাহ আল্লাহ তুমি এমন আলেমের সংখ্যা আরও বাড়িয়ে দাও। আমিন।
মাশাআল্লাহ। বারাকাল্লাহ। এরকম ত্রিমাত্রিক জ্ঞান (ঐতিহাসিক, রাজনৈতিক, ইসলামিক) বাংলাদেশের কয়জন আলেমের আছে আমার জানা নাই। আল্লাহ আব্দুল্লাহর জ্ঞানকে বাড়িয়ে দিন, আমিন।
অজানা বিষয়ে এতো কিছু জানলাম এবং বিস্মিত হলাম জ্ঞান অন্বেষণে আপনার প্রবল আগ্রহের জন্য। আল্লাহ আপনাকে কবুল করুণ এইভাবে আমাদেরকে উপকারী জ্ঞানে সমৃদ্ধ করার জন্যে।
আপনারা যদি এমন আলোচনা করেন, তাহলে সেটা হবে আমাদের দেশের যুব সমাজের জন্য একটা বিশাল পাওয়া। আপনাদের যেহেতু আল্লাহ তালা জ্ঞান দান করেছেন, আর আপনারা দায়ী। সুতরাং আপনাদের এমন আলোচনা করা দায়িত্ব বলে আমি মনে করি। আর একটা কথা আপনার সুস্থতা এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করছি। আল্লাহ তালা আপনাকে একটা বাবা দিয়েছেন যা হয়তো পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষ পেয়েছে ❤️❤️❤️আমি দোয়া করি আপনাদের জন্য 🙋♂️
একজন আলেম হলো সেই যাঁর কাছে শরিয়তের জ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান, ভৌগোলিক জ্ঞান, দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জ্ঞান আছে। আল্লাহ আব্দুল্লাহ ভাইকে একজন বড় আলেম হিসেবে কবুল করুক, আমিন। আল্লাহ আব্দুল্লাহ ভাইকে দ্বীনের একজন সফল দ্বায়ীকে হিসেবে কবুল করুক, আমিন।
আমীন
আমিন
আমীন
Ameen
সহমত প্রকাশ করলাম
"লিখলে অনেক কিছুই লিখতে হবে বক্তব্যের প্রশংসা করার জন্য তারপরও প্রশংসার ঘাটতি রয়েই যাবে!
তাই সংক্ষিপ্ত আকারে বলি
ما شاء الله 🌹😍😍😍
বারাকাল্লাহ
মাশাল্লাহ! এত জ্ঞানগর্ভ আলোচনা এখনো কোন আলেমের কাছে আফগানিস্তানের সমসাময়িক পরিস্থিতি নিয়ে শুনতে পাইনি। অনেক স্মার্ট একজন শায়েখ আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেযাহুল্লাহ
আপনার এবং আপনার বাবার কথার মধ্যে অনেক পার্থক্য আছে ধন্যবাদ আপনাকে।
ফিলিস্তিন বিষয় নিয়ে আলোচনা করার পর আমি আশায় বসেছিলাম যে তথ্য ও তত্ত্ববহুল আলোচনা নিয়ে হাজির হবেন চোখের উপরে পড়ে থাকা কালো পর্দা সরাতে।আল্লহ আব্দুল্লাহ ভাইকে নেক হাইয়াত দান করুক। আমিন ইয়া রব্ব।
আলোচনা আছে ভাই। তিন পর্বের ক্রুসেড থেকে শুরু করে সালাউদ্দিন আইয়ুবি রাহঃ ও বর্তমান ফিলিস্তান নিয়া। আলইতিসামেই পাবেন।
এত সুন্দর বিশ্লেষণ কোথাও পাইনি আলহামদুলিল্লাহ আল্লাহ্তালা আব্দুলাহ ভাইকে কবুল করেন
Aameen, Ya Raab.
আমি ভিডিও দেখতে শুরু করেছি এই ভেবে যে আপনি মতিউর রহমান মাদানির মতো তালেবান এর বিপক্ষে কথা বলবেন।কিন্তু আপনার পর্যালোচনা তথ্য সমৃদ্ধ বিশ্লেসন খুবই ভালো লাগলো। জাজাকাল্লাহ খাইরান।
Same here
মাঝখানের অল্প কিছু তথ্য ভুল হলেও সার্বিক ভাবে বিশ্লেষণটি চমৎকার হয়েছে ।
@Araf Tamim উনার আব্বা আব্দুর রাজ্জাক বলেছিল উসামা নাকি আমেরিকার তৈরি 😂
জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ প্রিয় ভাই!! আমিও এমন টা ভেবেছিলাম..?
@Araf Tamim মৌলিক মানহাযে তালিবদের মধ্যে কোনো শিরক বিদআত নেই। এগুলো একপাক্ষিক চিন্তার কারণ প্রপাগাণ্ডা তৈরি হয়।
এমন একটি তত্ত্ববহুল আলোচনা জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আল্লাহ আপনার জ্ঞানে বরকত দান করুন। আমিন ❤️❤️❤️❤️❤️
ইসলামিক স্কলারগণ এমন চতুর্মাত্রিক হোক এমনটাই প্রত্যাশা।
আলহামদুলিল্লাহ, আপনার মত জ্ঞানী মানুষ জন্মানোর মাধ্যমে আলেমদের সঙ্গার পূর্নতা পায়।
ব্যাকগ্রাউন্ডে পানির শব্দটা খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ ❤️
ব্যাকগ্রাউন্ড!!!😀😀
আরেকটু ভালো লাগত যদি নৌকায় ছড়ে ভিডিওটা বানাইতো
@UK Dot com রাজশাহী তে হতে পারে।
আল্লাহর বিধান লঙ্ঘনকারী শাসকের প্রতি কোনো অানুগত্য নেই ---
১)আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী সঃ বলেছেন - যতক্ষণ আল্লাহর নাফরমানীর নির্দেশ দেয়া না হয়, ততক্ষণ পছন্দনীয় ও অপছন্দনীয় সকল বিষয়ে প্রত্যেক মুসলিমের জন্য তার মান্যতা ও আনুগত্য করা কর্তব্য। যখন নাফরমানীর নির্দেশ দেয়া হয়, তখন আর কোন মান্যতা ও আনুগত্য নেই।
সহিহ বুখারী, হাদিস নং ৭১৪৪
হাদিসের মান: সহিহ হাদিস
২)আল্লাহর নাফরমানীর কাজে কোনরূপ আনুগত্য নেই। আনুগত্য করতে হয় কেবলমাত্র ন্যায়সঙ্গত কাজে। [ বুখারি ৭২৫৭, মুসলিম ১৮৪০]
@@Suhanas_Dreamart মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের
খুব সুন্দর উপস্থাপনা । International geopolitical তথ্য তুলে ধরার জন্য
বর্তমানে এমন একজন আলেম দরকার
যে সব দিক দিয়ে মুসলিম সমাজ k সচেতন করবে !
পুর্বের ইতিহাস অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করছেন অভিনন্দন প্রিয় শাইখ
Mashallah, nice presentation, Allah SWT aponake Nek hayat Dan korun।
Mashallah Brother. May Allah bless you.
আল্লাহর বিধান লঙ্ঘনকারী শাসকের প্রতি কোনো অানুগত্য নেই ---
১)আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী সঃ বলেছেন - যতক্ষণ আল্লাহর নাফরমানীর নির্দেশ দেয়া না হয়, ততক্ষণ পছন্দনীয় ও অপছন্দনীয় সকল বিষয়ে প্রত্যেক মুসলিমের জন্য তার মান্যতা ও আনুগত্য করা কর্তব্য। যখন নাফরমানীর নির্দেশ দেয়া হয়, তখন আর কোন মান্যতা ও আনুগত্য নেই।
সহিহ বুখারী, হাদিস নং ৭১৪৪
হাদিসের মান: সহিহ হাদিস
২)আল্লাহর নাফরমানীর কাজে কোনরূপ আনুগত্য নেই। আনুগত্য করতে হয় কেবলমাত্র ন্যায়সঙ্গত কাজে। [ বুখারি ৭২৫৭, মুসলিম ১৮৪০]
আর আমরা বসে থাকলেও শত্রুরা কিন্তু বসে নেই। তারা তাদের 'অখন্ড ভারত' প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
যেদিন ঘর থেকে মেয়ে তুলে নিয়ে যাবে, সেদিন বুঝতে পারব।
আলহামদুলিল্লাহ। হয়তো এই বিশ্লেষণটিই শুনতে চেয়েছিলাম এতদিন ধরে। নিঃশন্দেহে জ্ঞানগর্ভ, গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বিশ্লেষণ। অনেক ধন্যবাদ আপনাকে শাইখ। জাযাকাল্লাহ।
এ বিষয়ে এটাই আমার দেখা এখন পর্যন্ত একটা ভালো আলোচনা ।
অসাধারণ এত সুন্দর আলোচনা আমি কখনো আফগানিস্তান সম্পর্কে শুনেননি
Saikh Abdullah you are a excellent. Excellent your presentation . May Allsh bless you and long live . Assalamualykum.
আমি আপনার উক্ত বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে ছিলাম প্রাণের শাইখ, আল্লাহুর জন্ন আপনাকে অনেক অনেক অনেক ভালোবাসি
মোল্লা ওমার একটি স্বপ্ন আর জর্জ বুশ
ua-cam.com/video/EHdsZIAi9M8/v-deo.html
Amio
শুধু দাওয়াহর মাধ্যমে কি ফিতনা দূর হয়েছে?উপরন্তু নির্যাতন, ধর্ষন, দ্বীন অবমননা, ফাসাদ বেড়েছে। আবু বকর রঃ যেভাবে আল্লাহর সাহায্যে জি*হা*দের বরকতে ফিতনা নির্মূল করেছে, এভাবে ফাসাদ নির্মূল ও আল্লাহর বিধান প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ। " যারা আল্লাহর বিধান ছাড়া বিচার ফায়সালা করে তারাই কাফের - সূরা মায়িদা /৪৪
দাওয়াত - ইদাদ - জি হা দ এটিই নববী মানহায
শুধু দাওয়াহ নীতি নয়।
এই ছেলেটাকে আল্লাহ যেন হেফাজত করে। এত তুখোড় মেধা আল্লাহ যাকে দান করেছেন তাকে যেন আল্লাহ অনেক দূর পর্যন্ত পৌছায়
আবদুল্লাহ ভাইয়ের বক্তব্য মানেই জ্ঞানের ভান্ডার, আল্লাহ্ আরো বেশি ইলম অর্জন করার তৌফিক দান করুন আমীন
এত সত্য সুন্দর তথ্য আর কোথাও পাইনি। অসাধারন আলচনা।
আল্লাহ আপনাকে দ্বীনের একজন সফল দ্বায়ী হিসেবে কবুল করুক, আমিন।
এত সুন্দর আলোচনা করার জন্য জাযাকাল্লাহ খাইরান।
এই প্রথম কোন আহলে হাদিসের কোন আলেমের কাছ থেকে গীবত ছাড়া কথা শুনলাম। আলোচনা ভালো লেগেছে তাই পুরোটা শুনলাম
প্রকৃত আলেম গীবত করে না বস
@@md.abdullah40ঠিক বলছেন। তবে আহলে হাদিস সম্প্রদায়ের কিছু শায়েখরা অনেক গীবত করে থাকেন। এটা দেখলে খারাপ লাগে ভাই।
জাহেলের মতো কথা বলেছেন
কি যে বলেন বাই
আপনার আলোচনা মাশআল্লাহ খুবই তথ্যবহুল। আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি।
মা-শা-আল্লাহ!
অনেক সুন্দর ও নিরপেক্ষ আলোচনা।
জাঝাকুমুল্লাহ খইর
জাযাকাল্লাহু খাইরান।আল্লাহ সুবহানাহু তাআলা শায়েখকে নেক হায়াত দান করুন।আল্লাহ্ আমাকে এবং সকল মুসলিমকে সঠিক ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।।।আমিন
Jajakallah khairan
Ameen
এতো সুন্দর উপস্থাপন
জাযাকাল্লাহ খাইরান প্রিয় ভাই
আব্দুল্লাহ ।।
আলহাদুল্লিলাহ্,,,জ্ঞানদাতা আপনাকে আরো জ্ঞান দান করুক।।।
আমিন
আলহামদুলিল্লাহ।
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এত অবলিলায় অনর্গল একটি জ্ঞানগর্ভ আলোচনা করেছেন ।
এক আলোচনায় পুরো আফগান ইতিহাস উঠে এসেছে।
সত্যিই আপনি যোগ্য বাবার যোগ্য সন্তান ।
দোয়া করি আপনার ইলম আরও বৃদ্ধি পাক ।
আলহামদুলিল্লাহ
বক্তব্যটা শুনে খুব ভালো লাগছে
পরিপূর্ণ তথ্যবহুল বক্তব্য ছিল।
অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এরকম একটা বক্তব্য জন্য। জাজাকাল্লাহু খায়ের ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।
আফগানিস্তান সম্পর্কে একটি বিস্তারিত ও অসাধারণ বিশ্লেষণ। একজন সেকুলার ব্যক্তি ও একজন আলেমের দৃষ্টিভঙ্গি ও উপলব্ধির পার্থক্য এই আলোচনায় পরিস্কারভাবে ফুটে উঠেছে।
আমি মনে মনে বার বার চিন্তা করছিলাম যে
আব্দুল্লাহ ভাই কিছু বলুক এই বিষয়ে।
প্রিয় ভাই সমসাময়িক বিষয় গুলা নিয়ে এভাবে
ভিডিও দিবেন।
আজকের এই বিশ্লেষনের মাধ্যমে আমি আব্দুল্লাহ ভাইয়ের ফ্যান হয়ে গেলাম
এমন সুন্দর আলোচনার অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ্ অনেক সুন্দর বিশ্লেষণ করেছেন।
জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, এত সুন্দর, সাবলীল, তাত্ত্বিক ও তথ্যপূর্ণ এবং উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন আলোচনা পেশ করার জন্য।
আল্লাহ্, আফগানিস্তানে ইসলামি খেলাফত প্রতিষ্ঠিত রাখো, কেয়ামত পর্যন্ত। আমিন
একজন আসল আলেম ঠিক এমনই জ্ঞানী হওয়া উচিত। ❤️💕
তাহেরী, কুয়াকাটা, জিলানী, রব্বানী, এরা কেমন আলিম?
@@md.atiqurrahman2987 প্রশ্নকর্তা অপেক্ষা প্রশ্নগ্রহীতা বিশেষ অবগত নন। চিনিনা এই নামের কোন আলেম কে আসলে!
আল্লাহ তায়ালা আপনাকে সব সময় সুস্থ রাখুক ❤️❤️❤️❤️❤️ আলহামদুলিল্লাহ ❤️
❤
আমীন
আলহামদুলিল্লাহ,
আপনি যা যা বললেন তা তা লিখলে একটা বই হয়ে যেতো।
বইয়ের নাম দিতেন তালেবানের উত্থান।
কি অসাধারণ বক্তব্য। প্রতিটা কথায় রয়েছে ইনফরমেশন।
আল্লাহ আপনার জ্ঞানকে আরো উচু মাকামে পৌছে দিন আমিন
উক্ত বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে ছিলাম প্রিয় শাইখ, আল্লাহুর জন্য আপনাকে অনেক অনেক অনেক ভালোবাসি
আলহামদুলিল্লাহ ♥রাজনৈতিক /প্রযুক্তি /ভূত্বত্তক আলোচনার জন্য
জাজাকাল্লাহ খাইরান। আল্লাহ হুমামিন।
আলহামদুলিল্লাহ্ মহান আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া.....
একেবারেই বাস্তব তথ্য। জাযাকাল্লাহ
আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহু খাইরান শাইখ,আপার বক্তব্য শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করেন আমীন
কোনদিন ইউটিউবে ১০ মিনিটের ভিডিও, পুরো ১০ দেখেছি কিনা জানা নেই, অথচ আজকে দীর্ঘ একটি আলোচনা শুনলাম ভাই আপনার মুখে। খুবই সুন্দর আলোচনা শুনলাম!!
আমি প্রকৃতপক্ষে একজন হানাফি মাযহাবের (অন্ধ বিশ্বাস ব্যতীত) অনুসারী।
আর আপনার মতো বাস্তব সম্মত জ্ঞানী ও নিরোপেক্ষ মতাদর্শি ব্যক্তিদের জন্যই আহলে হাদিস ভাইদের অনেক বেশি ভালোবাসি💝💝
তবে আহলে হাদিসের এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে(নাম বলছি না) যারা পুরো বিষয়ে না জেনে মন্তব্য করে বসে।
তারা তালেবান বিষয়ে অনেক উল্টা পাল্টা কথা বলছে।
তাদের এসকল আচরণ পরিহার করা উচিত।আল্লাহ তাওফিক দান করুক(আমিন)
আমি আপনার সাথে একমত পোষণ করছি।
@@ABDULLAALJOBAYERAJজ্বাযাকাল্লাহু খইরান❣️❣️❣️
জাযাকাল্লাহ খায়রান শায়খ ভাতিজা।আল্লাহ্ তায়ালা আপনাকে পুরোপুরি হেফাজত করুন সকল প্রকার বিপদাপদ ও ফেতনা ফাসাদ থেকে।আল্লাহ্ তায়ালা আপনার ইলম আরো বাড়িয়ে দিন।আমিন
শায়েখ আজকের আলোচনা খুবই ভালো লাগলো।যেখানে আজ কোন গীবত নাই,তোহমাত নাই।শিক্ষামূলক অনেক বক্তব্য রয়েছে।
টিক
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান। অনেক তত্ত্ব বহুল আলোচনা। আললাহ আরো জ্ঞান বাড়িয়ে দিক আমিন।
সুন্দর একটি আলোচনার জন্য আব্দুলাহ ভাই কে ধন্যবাদ
খুবই তথ্যবহুল আলোচনা, এখনকার ৯০ভাগ আলেম কথিত পীর যারা আছেন তারা এর সিকি ভাগও বলতে পারবে না। আবদুল্লাহ্ ভাইকে আল্লাহ পাক দেশ ও জাতির কল্যানে কবুল করুন।
আপনার জ্ঞানকে আল্লাহ্ all বিশ্বে কবুল করুক আমিন, আর সেই যোগ্যতা আপনার আছে শাইখ, আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তুমি শাইখের পরিবারকে আরো বেশি কবুল করুন আমীন
মাশাআল্লাহ! দোয়া করি মানুষ যাতে উপকৃত হয় আপনার জ্ঞান দ্বারা! পৃথিবীর ছড়িয়ে যাক আপনার জ্ঞান মাশাল্লাহ
আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা,,,, কমেন্টগুলো পড়ে আরো ভালো লাগছে,,,জাজাকাল্লাহ 💝💝💝
Alhamdulillah sundor alochona
মাশাআল্লাহ অসাধারণ আলোচনা আল্লাহ আপনার নেক হায়াত দান করুন আমীন
মাশা আল্লাহ,
খুবই জ্ঞানগর্ভ আলোচনা এবং ১০০% সঠিক তথ্য।
ধন্যবাদ, আব্দুল্লাহ ভাই কে, এই বিষয়ে আব্দুল্লাহ ভাই এর কাছ থেকে একটা ভিডিও মনেমনে আশাকরেছিলাম, ডাউনলোড করে পুরো টা মনযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ খাইরান জাজা, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক,...আর মহান আল্লাহর দরবারে এই ফরিয়াদ করি আল্লাহ যে আপনাকে দীর্ঘ আয়ু দান করে, আর আপনাকে দিয়ে দ্বীন এর খেদমত করিয়ে নেনে....আমিন
ভাই যে সৌদির শাসকদের দালালি করে
আলহামদুলিল্লাহ খুবই তথ্যবহুল আলোচনা।
মাশাল্লাহ চমৎকার বিশ্লেষণ শায়খে আল্লাহতালা নেক হায়াত দান করুন আমীন
আলহামদুলিল্লাহ।এই প্রযুক্তির যুগে ও আল্লাহ সৃষ্টি এমন মুসলমান দরকার পৃথিবীতে।আলহামদুলিল্লাহ।এই আলোচনা শুনে।মাথানুয়ে আসছে, আমার সৃষ্টিকর্তার সমিপে।আলহাদুলিল্লাহ।
ভিডিওটার জন্য অপেক্ষা করছিলাম,,,চাইছিলাম আপনারা কিছু বলুন।।।।আলহামদুলিল্লাহ
বর্তমান সময়ের আলোচিত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা করার জন্য ধন্যবাদ, জাজাকাল্লাহু খাইরান ।।
আলহামদুলিল্লাহ। অনেক জ্ঞান গর্ভ আলোচনা।
আল্লাহ সুবহানাতায়ালা আপনি আব্দুল্লাহ ভাইএর জ্ঞান আরোও বাড়িয়ে দিন।।আমিন।
আলহামদুলিল্লাহ
অসাধারণ যুক্তি নির্ভর এবং তথ্য বহুল আলোচনা।
❤️❤️❤️
মাশাআল্লাহ অনেক জ্ঞানগর্ভ আলোচনা ছিল। অনেক কিছু জানতে পারলাম।
আর ব্যাকগ্রাউন্ড টা চমৎকার ছিল❤️
অনেক সুন্দর আলোচনা শায়েখ।
প্রিয় শাইখ, আজকের আলোচনা অসাধারণ ছিল।💖💖💖
ভাই!!! রাজনৈতিক দৃষ্টি কোণ থেকে বলেছেন কিন্তু ধর্মীয় দৃষ্টি কোণ থেকে বলেননি কিন্তু।এটা স্পষ্ট করেছেন।
ভুল বুঝলে জানাবেন।।
সময়োপযোগী আলোচনা। জাযাকাল্লাহু খাইরান।
একটি সুন্দর ইতিহাস ভিত্তিক আলোচনা। আপনার উচিত দেশের টেলিভিশনের টক শো গুলোতে অংশ গ্রহন করা। কেননা, দেশের তথাকথিত বুদ্ধিজীবিদের ইতিহাস ভিত্তিক জ্ঞান এত স্বল্প যে প্রায়ই তা হাস্যকর শুনায়। আপনাকে এই সুন্দর আর জ্ঞান গর্ভ আলোচনার জন্যে ধন্যবাদ।
একজন আলেম হিসাবে এত সুন্দর আলোচনা ভৌগলিক, রাজনৈতিক ও ইসলামী শরীয়ত সম্মত ! সত্যিই প্রশংসনীয় । মাশা আল্লাহ 🌹🌹
আল্লাহ সুবহানাহু তাআলা আব্দুল্লাহ্ ভায়ের জ্ঞান বৃদ্ধি করুন ও আমারও ।
আমীন ইয়া রববিল আলামীন ।
Alhamdulillah তথ্য বহুল আলোচনা
পর্দা করে একদিন মার্কেটে গেছি একজন বলছে তালেবান তালেবান। আপনার কথায় আজ আমার গর্ব হচ্ছে।হে আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম বানিয়ে দাও। কারুকার্য খচিত দুনিয়ার লোভ থেকে আমাদের রক্ষা করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার মাধ্যমে ঈমানের মজবুত মনে শান্তি। দৃঢ়তার সাথে আল্লাহর পথে থাকার জন্য। গোলামী করার জন্য। ইনশাআল্লাহ।যাযা কুল্লা খয়রান।
আফগানিস্তান নিয়ে যত আলোচনা শুনেছি,তার মধ্যে এই আলোচনাই সবচে উত্তম।
আপনার প্রসংশা না করলে আমি নিজেকে কখন শান্তি দিতে পারবনা। অসাধারন আলচনা।
তুই অশান্তি নিয়ে মারা যা, জাহ, শালার দালালে ভোরে যায় দালালদের কাছে। এই আব্দুল্লাহ এক মিথ্যাবাদি, ও বলেছে বৃটিশদের সাথে নাকি ওরাই মানে আহলে হাদিসরা যুদ্ধ করেছে, বাস্তব হলো আহলে হাদিস চিঠি দিয়ে লিখিত আনুগত্য জানিয়েছিল বৃটিশ শাসকের। ওর বাবা হিসেব দিয়ে বেরায় তার মাদ্রাসায় কত খরচ হয়, কিন্ত আয় বলেনা, যখন লড়াই চলে তখন আহলে হাদিসদের কাছে তারা খারেজি হয়, আর জিতলেই রাজাকারদের মত শুরু হয়ে যায় বলা যে আমরাই ছিলাম এই মুক্তির লড়াইয়ে। তোদের বিচার আল্লাহ করবেন। যেহুত তোরা মুসলিমের পোশাক পরে আসিস তাই আমরা তোদের মারতে পারিনা। তোরাই সেই মুনাফিক, কেহ বুঝে মানে সার্থে করে আর কেহ ছাগলে ৩ নাম্বার বাচ্চার মত লাফায়। মানে না বুঝেই দালালদের দালালি করে।
@@ferdousesayem8544 আপনার কথায় স্পষ্ট আপনার নামধারী হানাফি দাবী কারী বা মাজার পূজারী জঙ্গি গোষ্ঠীর সার্পোট কারীদের অন্তরে কত দুষিত বা হিংসুটে আপনারা, তাই আপনাদের আমরা হানাফী, আহলে সিন্নি, মাজার পূজারী বলি
@@taqwaislamicdesigndawah1735 আমি হানাফি নই দালালের দালাল সাহেব, আমি মুসলিম। মাজার না, মাজার পুজা, শুনেন মিঃ , যেই অভিযোগ করেছি তার জবাব দেন, আশমান দিয়া কথা না পেচিয়ে। আব্দুল্লাহ এক মিথ্যাবাদি, কারণ সে বলেছে আমরাই ইংরেজদের সাথে লরাই করেছি, কিন্তু প্রমাণ আছে যে, আহলে হাদিসরা চিঠি দিয়ে ইংরেজদের আনুগত্য শিকার করেছে, আর আব্দুর রাজ্জাক এবং তার মাদ্রাসা নিয়ে এমনভাবে কথা বলে যেন আসমান থেকে সরাসরি সাহায্য আসে, আর এখনে যারা পরে সবাই ফ্রী পড়ে। শুধু নারায়ণগঞ্জ মাদ্রাসায় ভর্তি করাতে ২ কোটি ১০ লাখ টাকা আয় হয়, এছাড়া আরও যে খাত আছে তা বলছিনা। বেতন বাবদ পায় ২১ লাখ সেটা বলেনা, বলে শুধু ১৯ লাখ খরচ। এই ধরনের ব্যাবসায়ি হয়েও সে বুঝাতে চায় আল্লাহ জাল্লাহ সানুহুই আসমান থেকে সব পাঠায়। কারণ এইভাবে কিথা বললে মানুষ দান বেশি করে। এবং তার বাড়ি নাকি মেহমান খানা, সে এত টাকা কোথায় পায়। এগুলির খবর নিয়েছেন? মিয়া তদন্ত / তাহকিক না করেই মন্তব্য উচ্চারণ করেন "! আপনি পাঠা নাকি যে বুঝেননা? মানুষ হলে আম পয়েন্ট আকারে উত্তর দেবেন, আর পাঠা হলে লাগবেনা, শুধু ছাগলের ৩ নাম্বার বাচ্চার মত লাফাবেন। পরিশেষে, রাসুল সঃ বলেছেন, সেই বড় মিথ্যাবাদি যে সে জা শুনে তাই প্রচার করে যাচাই না করেই। ( মুসলিম মোকাদ্দমা অধ্যায়)
দারুন লোকেশান চয়েস করেছেন ভাই। আল্লাহুম্মা বারিক।
আলহামদুলিল্লাহ, একজন আলেম এমনই হওয়া উচিৎ। আমার ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের জ্ঞানগর্ভ ও তথ্যবহুল আলোচনা শুনে আমার আত্মার প্রশান্তি হয়েছে। মাশাআল্লাহ আল্লাহ তুমি এমন আলেমের সংখ্যা আরও বাড়িয়ে দাও। আমিন।
মাশাআল্লাহ খুবই সুন্দর বিশ্লেষণধর্মী আলোচনা আল্লাহ আপনাকে আরো জ্ঞান দান করুন |
আমিন !
জাযাকাললাহ খাইরান,,,, আল্লাহ আপনাকে অনেক বড় সম্মান দান করুন আমিন।।।।
মাশাআল্লাহ শায়েখ, এভাবে সবসময় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে জাতিকে উপকৃত করবেন ইনশাআল্লাহ ❤️❤️❤️
এ বিষয়ে আমার দেখা সবচেয়ে ভাল ভিডিও এটি।
আল্লাহ ভাইয়ের জ্ঞান বৃদ্ধি করে দিন। ভাইকে কবুর করুন - আমিন
আপনার এই মূল্যায়ন যথেষ্ট বাস্তব এবং যৌক্তিক। অনেক ধন্যবাদ আপনাকে।
মাশাআল্লাহ। বারাকাল্লাহ।
এরকম ত্রিমাত্রিক জ্ঞান (ঐতিহাসিক, রাজনৈতিক, ইসলামিক) বাংলাদেশের কয়জন আলেমের আছে আমার জানা নাই। আল্লাহ আব্দুল্লাহর জ্ঞানকে বাড়িয়ে দিন, আমিন।
খুবই সুন্দর ও গঠনমূলক আলোচনা ছিল।
আলহামদুলিল্লাহ
প্রিয় ভাইয়ের জন্য অসংখ্য ভালোবাসা রইলো
অজানা বিষয়ে এতো কিছু জানলাম এবং বিস্মিত হলাম জ্ঞান অন্বেষণে আপনার প্রবল আগ্রহের জন্য। আল্লাহ আপনাকে কবুল করুণ এইভাবে আমাদেরকে উপকারী জ্ঞানে সমৃদ্ধ করার জন্যে।
আমি এতোদিন এটার অপেক্ষায় ছিলাম।
Khub valo laglo.vhaiya
মাশ আল্লাহ ❤️। ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেখে দেখার জন্য অপেক্ষায় ছিলাম।।
জাজাকাল্লাহু খাইরান.....
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে বারাকাহ দান করুন এবং আপনার হায়াত বৃদ্ধি করে দিন।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
আল্লাহ আপনার জ্ঞান আরো বারিয়ে দিক। আপনাকে আল্লাহর জন্য ভালবাসি।
জাজাকাল্লাহ খাইরান।
মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানগর্ভ আলোচনা। শুনে মনটা ভরে গেল।
জায়গাটা অনেক সুন্দর হয়েছে বক্তব্যের জন্য অসাধারণ লাগছে
মাশাল্লাহ্ খুব সুন্দর গবেষণামূলক সময়োপযোগী আলোচনা। যাযাকাল্লাহ্ খয়রান।
খুবই তথ্যবহুল বিশ্লেষণ।
52:10🔥অসাধারণ ম্যাসেজ আব্দুল্লাহ ভাই।
আলহামদুল্লিলাহ
এইরকম বহু জ্ঞান ভিত্তিক লেকচার প্রথম শোনলাম
মাশাআাল্লাহ। অনেক ভালো লেগেছে। পুরোটা সময় মনোযোগ দিয়ে শুনছিলাম। আল্লাহ আমাদেরকেও সর্ব বিষয়ে সম্মুখ অবগত থাকার তাওফিক দান করুন। আমীন।
আপনারা যদি এমন আলোচনা করেন, তাহলে সেটা হবে আমাদের দেশের যুব সমাজের জন্য একটা বিশাল পাওয়া। আপনাদের যেহেতু আল্লাহ তালা জ্ঞান দান করেছেন, আর আপনারা দায়ী। সুতরাং আপনাদের এমন আলোচনা করা দায়িত্ব বলে আমি মনে করি। আর একটা কথা আপনার সুস্থতা এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করছি। আল্লাহ তালা আপনাকে একটা বাবা দিয়েছেন যা হয়তো পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষ পেয়েছে ❤️❤️❤️আমি দোয়া করি আপনাদের জন্য 🙋♂️
ধন্নবাদ আব্দুল্লাহ ভাই কে এত সুন্দর করে ইতিহাসটা বোঝানোর জন্য