দাদা, কৈলাস নামে তৎকালে একাধিক গোঁসাই ছিলেন। ইনি সম্ভবত পঞ্চমালার কৈলাস হবেন। মনু গোঁসাইয়ের গুরু বানারীপাড়া উপজেলার ইন্দেরহাওলা'র কৈলাস। তবে সম্ভবত এনরা পরষ্পর গুরুভাই ছিলেন। নাজিরপুরের জয়পুর গ্রামের বিদ্যাচাঁদ+ মানিক্যদেবীর এনরা শিষ্য ছিলেন। উভয়েই শক্তিমান গোঁসাই ছিলেন।
জয় হরিচাঁদ।
Jay horichad thakur
আমার জানা মতে শ্রীমৎ মনু গোঁসাইয়ের গুরুদেব ছিলেন কৈলাশ গোঁসাই। তাঁর বাড়ী ছিল মনু গোঁসাইয়ের বাড়ীর পাশেই। ইন্দেরহাওলা, বানারীপাড়া, বরিশাল।
দাদা, কৈলাস নামে তৎকালে একাধিক গোঁসাই ছিলেন। ইনি সম্ভবত পঞ্চমালার কৈলাস হবেন। মনু গোঁসাইয়ের গুরু বানারীপাড়া উপজেলার ইন্দেরহাওলা'র কৈলাস। তবে সম্ভবত এনরা পরষ্পর গুরুভাই ছিলেন। নাজিরপুরের জয়পুর গ্রামের বিদ্যাচাঁদ+ মানিক্যদেবীর এনরা শিষ্য ছিলেন। উভয়েই শক্তিমান গোঁসাই ছিলেন।