কাঁঠালের বিচি আমি যেভাবে ভেজে থাকি||Kathaler bichi vaji||কাঁঠালের বিচি ভাজার রেসিপি

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • কাঁঠালের বিচি আমি যেভাবে ভেজে থাকি||Kathaler bichi vaji||কাঁঠালের বিচি ভাজার রেসিপি
    #kathal #viral #yummy #food
    ‪@RBKitchen‬
    ‪@ElisasCookingRecipes‬
    হ্যালো ফ্রেন্ডস,
    Promithi's cooking kitchen সবাইকে স্বাগতম।
    কাঁঠাল আমাদের জাতীয় ফল হলেও এ ফলের প্রতি মানুষের অনীহার শেষ নেই। অনেকে আছেন, যাঁরা এটি খেতে পছন্দ করেন না। কিন্তু এর বিচি বেশির ভাগ মানুষের প্রিয় খাবার। এখন চলছে পাকা কাঁঠালের মৌসুম। ঘরে আনা এ ফল না খেলেও ঠিকই এর বিচি খাওয়া হবে। এমনকি বাজারে আলাদা কেজিদরেও কিনতে পাওয়া যাচ্ছে এটি। বর্ষাকালে তাওয়ায় সেঁকা কাঁঠালের বিচি আর চা হলে বিকেলের নাশতায় আর কিছু না হলেও চলে। এর রয়েছে বাদামের মতো টেক্সচার। এটি দিয়ে বানানো যায় অনেক মজার সব ঝাল এবং মিষ্টি পদ। এর গুণপনারও কোনো শেষ নেই। তাই শরীর সুস্থ রাখতে ডায়েটে কাঁঠালের বিচি যোগ করা যেতেই পারে।
    কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে থায়ামিন ও রিবোফ্লাভিন। উভয়ই ভিটামিন বি। এরা শরীরে শক্তি সঞ্চয়ের পাশাপাশি নার্ভস সিস্টেম, হৃদ্‌যন্ত্র, মস্তিষ্ক, অন্ত্র, মাংসপেশি ইত্যাদির রক্ষণাবেক্ষণ করে থাকে।
    এতে আছে ফাইবার ও রেজিস্ট্যান্ট স্টার্চ। এরা শরীরে সহজে হজম হয় না। কিন্তু অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়াদের খাদ্য হিসেবে কাজ করে। এ ছাড়া ফাইবার ও রেজিস্ট্যান্ট স্টার্চ মাত্রাতিরিক্ত ক্ষুধা নিবারণ করে, রক্তে শর্করার মাত্রা কমায়, হজমক্রিয়া ও ইনসুলিন সেনসিটিভির উন্নতি ঘটায়।
    অন্যান্য ট্রপিক্যাল ফলের বিচির তুলনায় কাঁঠালের বিচি অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে ভরপুর। এতে রয়েছে প্রচুর পরিমাণে স্টার্চ, প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিডেন্ট।
    গবেষণায় দেখা গিয়েছে, কাঁঠালের বিচিতে রয়েছে বেশ কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান।
    অন্যান্য ফলের বিচির মতো কাঁঠালের বিচিতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ফাইবার থাকে।
    একটি গবেষণায় এসেছে যে কাঁঠালের বিচি রক্তের খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমায় আর ভালো কোলেস্টেরল (এইচডিএল) বাড়ায়।
    চাইলেই কাঁঠালের মৌসুম শেষ হলেও এর বিচি অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। আগেকার দিনে গ্রামে বালুর নিচে চাপা দিয়ে বিচি রেখে দেওয়া হতো। কারণ, কাঁঠালের বিচি আর্দ্রতায় নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর বালু একে শুকনা রাখে। এখনো এই একই পন্থায় সংরক্ষণ করা যেতে পারে। এ জন্য সবার প্রথম কাঁঠালের বিচি পানিতে ভিজিয়ে রাখতে হবে এক ঘণ্টা। এরপর এক দিন অপেক্ষা করে, একটি জারে শুকনা বালু বা মাটি দিয়ে লেয়ারিং করে চাপা দিয়ে রাখতে হবে।
    এ ছাড়া কাঁঠালের বিচি সেদ্ধ করে ডিপ ফ্রিজে অনেক দিন রেখে দেওয়া যায়। আবার এটি চুলায় রোস্ট করে, মানে তাওয়ার ওপর ভালো করে সেঁকা দিয়ে শুকিয়ে গুঁড়া করে রাখা যায়। যেকোনো তরকারি রান্নার সময় এটি মিশিয়ে দিলে সেই খাবারের স্বাদ এবং পুষ্টিমান অনেক বেড়ে যাবে।
    তাই আপনারা অবশ্যই এভাবেই ঘরে একবার হলে ট্রাই করবেন আর খাবেন বানিয়ে। আশা করছি খুব ভালো লাগবে।
    আর আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সাথে আমার পেজটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।ধন্যবাদ।
    kathaler bichi vaja recipe
    kathaler bichi vaja
    kathaler bichi bhaja
    kathaler bichi bhaja recipe
    kathaler bichi bhaji
    kathaler bichi
    kathaler bichi recipe
    Jackfruit seeds recipe
    Jackfruit seed fry
    Jackfruit seed fry in Bengali
    Bengali style Jackfruit seed fry
    কাঁঠালের বিচি রান্নার রেসিপি
    কাঁঠালের বিচি
    কাঁঠালের বিচি রেসিপি
    কাঁঠালের বিচি ভাজা
    কাঁঠালের বিচি ভাজার রেসিপি
    কাঁঠালের বিচি ভাজার নিয়ম
    কাঁঠালের বিচি ভাজি রেসিপি
    কাঁঠালের বিচি ভাজি
    কাঁঠালের বিচি ভাজা রেসিপি
    কাঁঠালের বিচি ভাজি কিভাবে
    কাঁঠালের বিচি কিভাবে ভাজতে হয়

КОМЕНТАРІ •