ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে সস্ত্রীক অভিষেক ডালমিয়া

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025
  • বাংলা তথা ভারত এবং বিশ্ব ক্রিকেটর প্রসারে প্রয়াত জগমোহন ডালমিয়ার ভূমিকা অপরিসীম। তাঁর সুযোগ্য পুত্র অভিষেক ডালমিয়া ক্রিকেটকে দেশের সর্বস্তরে , সকলের কাছে প্রসারিত করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন একনিষ্ঠ ও বিচক্ষণ কর্তা। সম্প্রতি ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে গিয়েছিলেন সস্ত্রীক অভিষেক ডালমিয়া। সঙ্গে ছিলেন সিএবির প্রাক্তন সচিব বিশ্বরূপ দে। সংশ্লিষ্ট ক্লাবের বঙ্গ ক্রিকেটে ভূমিকা অনবদ্য। সেই ক্লাবের প্রয়াত সদস্য ও কর্তাদের সংগীতের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মিসেস ডালমিয়া। শ্রদ্ধাবনতভাবে সেই রবীন্দ্র গান শুনছেন সিএবির প্রাক্তন দুই কর্তা বিশ্বরূপ ও অভিষেক।
    #sports #cricket #bantracricketclub #cab #anhishekdalmiya #bishwarupdey #mrsdalmiya #bcci #ncc #rajasthanclub

КОМЕНТАРІ •