বর্ষায় গাছকে দিন জৈব সারের বুস্টার ডোজ | স্পেশাল মিশ্র জৈব সার l mixed organic fertilizer

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2021
  • গাছ সবথেকে বেশি বাড়ে বর্ষাকাল এ l স্বাভাবিক ভাবেই এই সময় তাদের বেশি খাবার ও দরকার পড়ে l
    তাই বর্ষাকালে গাছকে অবশ্যই খাবারের একটা স্পেসাল ডোজ দিতে হবে l Webgarden এর আজকের ব্লগ এ দেখে নেবো কিভাবে এই special খাবার বানিয়ে নেবো ও প্রয়োগ করবো ....
    বর্ষায় গাছকে দিন জৈব সারের বুস্টার ডোজ
    স্পেশাল মিশ্র জৈব সার
    mixed organic fertilizer
    বর্ষা কালে গাছের সুষম খাবার organic fertilizer organic fertilizer for plants
    সুষম জৈব সার তৈরির পদ্ধতি how to make mixed organic fertilizer
    গাছে সার প্রয়োগের নীয়ম fertilizer mixture for organic gardening
    হাড় গুড়ো সার এর উপকারিতা ও ব্যবহার benefits of horn meal
    সিং কুচি এর উপকারিতা ও ব্যবহার পদ্ধতি how to use horn meal fertilizer
    নিম খোল এর কাজ কি ও ব্যবহার পদ্ধতি benefits of neem cake fertilizer
    Vermi compost ভার্মি কম্পোস্ট এর উপকারিতা
    গোবর সারের উপকারিতা ও প্রয়োগ পদ্ধতি benefits and use of cow dung fertilizer
    সরষের খোল কিভাবে ব্যবহার করা উচিত how to use mustard cake fertilizer
    Thank you so much...................
    .............................................................................................................
    our some other videos
    fungicide • একবার লাগিয়ে বছরের পর ...
    Insecticide • কীটনাশক এর সঠিক ব্যবহা...
    • আমের মুকুল আর ঝরবে না ...
    • তরল জৈব সার | liquid m...
    Citrus flower care • লেবুর ফুল-ফল ঝরে যাওয়...
    mango flower care • মুকুল আসার পর থেকে আম ...
    lychee flower care • লিচু গাছের পরিচর্যা | ...
    blackberry in tropics • কলকাতায় ব্ল্যাকবেরি | ...
    grow mint at home • একবার লাগিয়ে বছরের পর ...
    • টবে সহজেই করুন পুদিনা ...
    soil preparation • Soil preparation for v...
    dragon fruit care • Video
    About this channel-
    friends in this channel you will find videos related to gardening such as potted plant care ,high yield hybrid and Thai variety plants, rooftop gardening ideas , grafting techniques, soil preparation,use of organic and chemical fertilizer,plant repotting, benefits of various fruit and plants,pest and disease control, use of technology in agriculture and many more in Bengali language.friends if you find this channel useful please subscribe.
    Thank you so much......................
    our social links
    therooftopgardener
    মিশ্রজৈবসার#OrganicFertilizer#webgarden

КОМЕНТАРІ • 490

  • @Nondon...
    @Nondon... 3 роки тому +38

    ভাই, তোমার সাথে গত মাসে আমার কথা হয়েছিল আমার মাল্টা এবং কমলার গাছগুলোর পাতার সমস্যার ব্যাপারে, তোমার পরামর্শ মত ব্যাবস্থা নেওয়ার পর পাতা গুলোর অনেক উন্নতি দেখতে পারছি আর তুমি এই মিশ্র সারটির কথাও বলেছিলে যা আমি জুন মাসে এবং জুলাই এর প্রথমে ব্যাবহার করেছিলাম। অবাক করার মত পার্থক্য দেখতে পারছি গত ছয় মাসে গাছের যে গ্রোথ ছিল এক মাসেই তার থেকে ভালো গ্রোথ দেখতে পারছি। আর কিছুদিন পরপরই নতুন ডালপালা ছাড়ছে এবং সেগুলো বুঝে ওঠার আগেই বড় হয়ে যাচ্ছে। নিজের ছাদবাগানকে নিজেরই চিন্তে কষ্ট হচ্ছে এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +14

      আপনি ব্যবহার করে উপকার পেয়েছেন এবং সেটা জানালেন , এটা খুব ভালো লাগলো l
      ফীডব্যাক পেলে খুব ভালো লাগে l
      সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 💚💚

    • @moumitadas5339
      @moumitadas5339 3 роки тому +2

      কি মিশ্রসার দিয়েছেন আমাদেরও জানান। তাহলে আমরাও একটু উপকৃত হই

    • @Nondon...
      @Nondon... 3 роки тому +7

      @@webgarden1858 যেটা সত্যি সেটা তো আমাকে বলতেই হবে। আর ধন্যবাদটা তোমারই প্রাপ্য। ইউটিউবে কার চ্যানেল কতটা ভালো সেটা তার ভিডিওতে তার গাছই বলে দেয়। তোমার ভিডিওগুলো একদম প্রথম থেকেই ফলো করি আমি যখন তুমি ড্রাগন আর আপেল কুলের ভিডিও আপলোড করেছিলে ঠিক তখন থেকে। তোমার কুল গাছ দেখেই বুঝে গেছিলাম যে তোমার চ্যানেল অন্যদের থেকে আলাদা। সেই তখন থেকেই তোমার সাথে আছি আর আশা করি থাকবোও কারন তোমার ফলগাছ গুলো দেখলে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে যা অন্যদের ভিডিও দেখে পাইনা। তবে হ্যাঁ, তোমার মত আর একজন ইউটিউবার আছে যার কথা না বললেই নয় তিনি হলেন "RAJ Gardens" এনার কন্টেন্টগুলোও ভালো লাগে।

    • @Nondon...
      @Nondon... 3 роки тому +2

      @@moumitadas5339 এই ভিডিওতে যা যা বলা হয়েছে সেটাই ব্যাবহার করেন। যদিও আমার আশেপাশে শিংকুচি এবং নিমখোল পাওয়া যায়না এই জন্য এই দুইটা দিতে পারিনি। যদিও নিমপাতা দিয়ে আমার পাতাপঁচা সার তৈরী করা ছিল সেটা দিয়েছিলাম। আমার গাছে প্রচুর পরিমানে পটাশিয়ামের অভাব ছিল এইজন্যে এক্সট্রা করে সালফেট অফ পটাশ দিয়েছিলাম এই মিশ্রসারের সাথে। আর সামান্য কিছু ছত্রাকনাশক।

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +5

      বছর খানেক আগে আমি অনেকটা এই রকম একটা ফার্টিলাইজার ফর্মুলা নিয়ে ভিডিও করেছিলাম , উনি সম্ভবত সেটাই ব্যবহার করে সুফল পেয়েছেন l লিঙ্ক দিলাম
      ua-cam.com/video/yobmM8wIjJw/v-deo.html
      ভিডিও টি এত পপুলার যে অনেকে সেটা কপি করে ভিডিও বানিয়েছেন l অনেক তৈরি করে বিক্রিও করতে শুরু করেছেন l

  • @Sultana2337
    @Sultana2337 3 роки тому

    nice shareing দন্নবাদ apnake

  • @DebashmanDutta
    @DebashmanDutta 3 роки тому

    Wow Very Nice and Amazing👌👌👌👌

  • @user-uc2hr2gl6i
    @user-uc2hr2gl6i 3 роки тому +1

    অসংখ্য ধন্যবাদ দাদা তোমার ভিডিও আসলেই উপকারী তোমার মত কেউ এইরকম বুঝিয়ে বলেনা আবারো ধন্যবাদ। Bangladeshi

  • @sudiptapandit87
    @sudiptapandit87 3 роки тому

    খুব সুন্দর উপস্থাপনা

  • @mdabdullah5160
    @mdabdullah5160 3 роки тому

    খুব ভালো ভিডিও

  • @Akash-ck2ml
    @Akash-ck2ml 3 роки тому

    খুব ভালো লাগলো আপনার ভিডিও দেখে,,আরো বেশি ভালো লাগে ঠিক ভিডিও ঠিক সময় উপহার দেওয়ার জন্য,,অনেক খুশি হলাম হয়েছি আমরা ধন্য,

  • @shikhahalder1293
    @shikhahalder1293 3 роки тому

    খুব সুন্দর ধন্যবাদ

  • @sikhakundu6362
    @sikhakundu6362 2 роки тому

    Valo laglo vai

  • @chinmoygupta6225
    @chinmoygupta6225 3 роки тому +1

    খুব সুন্দর একটা ভিডিও দাদা ধন্যবাদ

  • @gulshahanarashahana8525
    @gulshahanarashahana8525 2 роки тому

    দাদা আপনার মত সুন্দর ভিডিও আর কারোর নাই ধন্যবাদ।

  • @ashokghosh8809
    @ashokghosh8809 2 роки тому

    ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো

  • @linaroychowdhury2333
    @linaroychowdhury2333 3 роки тому +1

    উপকৃত হলাম ভীষণ।

  • @nayon67
    @nayon67 10 місяців тому

    Thank You Vaijan. Love from Bangladesh.

  • @fatemaakter6952
    @fatemaakter6952 3 роки тому +1

    খুব ভালো লেগেছে

  • @SuccessAgriculture
    @SuccessAgriculture 2 роки тому

    অসাধারণ উপস্থাপনা

  • @asrafulalam1025
    @asrafulalam1025 2 роки тому

    Apnar ei mulloban vdo tar jonno onek dhonnobad. Valo thakben Dada

  • @chandranathpatra6874
    @chandranathpatra6874 3 роки тому

    Helpful...

  • @zobaydakhatun1599
    @zobaydakhatun1599 3 роки тому +2

    Very informative and useful video.
    Thanks from Bangladesh.

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      Thanks you so much for your support and feedback
      Love from Webgarden 💚💚

  • @sujatasengupta7800
    @sujatasengupta7800 3 роки тому +6

    Waste decomposer নিয়ে ভিডিও করো।কি কি ক্ষতিকর দিক আছে সেটা জানতে চাই

  • @kajalshaan1423
    @kajalshaan1423 3 роки тому +2

    অনেকদিন অপেক্ষা করালেন দাদা আপনার ভিডিওর অপেক্ষায় বসে থাকি ❤️❤️🥰

  • @naturalmedia2711
    @naturalmedia2711 3 роки тому +1

    সালাম নিবেন দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি। আমার কয়েকটি আনার গাছ আছে কিন্তু আমি তেমন ভালো জানিনা কখন কি খাবার দিব কি যত্ন করবো এবং কিভাবে মাটি তৈরি করতে হয়। জদি আনার গাছ নিয়ে একটা ভিডিও করতেন আমরা উপকৃত হতাম।

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      Der mas por por channel e dekhano mishro sar din, 2 vag Mati, 2 vag gobor sar , 1 vag Bali 1 vag cocopeat diye Mati Banan
      Sateh 10 inch tober jonno 1 mutho kore har Guro, neem khol , sing Kichu ar 4 gram chun. Mati baniye vijiye 1 mash rekhe deben tar por gach boshaben. Anar niye video korar chesta korbo.

  • @samitbiswas723
    @samitbiswas723 3 роки тому

    vedio aro beshi beshi cai

  • @MdRajib-pi3cs
    @MdRajib-pi3cs 10 днів тому +1

    ভাইয়া আমি বাংলাদেশ থেকে বলছি এ-ই সার টা কি আমার ছাদ বাগানের সব ফুল ফল গাছে দেয়া যাবে, আর এ-ই টা কত দিন পড় পড় দিতে হবে। একটু জানাবেন 💖💖

  • @astech7417
    @astech7417 3 роки тому +5

    দাদা এতদিন তুমি কোথায় ছিলে
    টানা দুই সপ্তাহ ধরে অপেক্ষা করেছি তোমার নতুন ভিডিও জন্য

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +3

      খুব খুব দুঃখিত ভাই অপেক্ষা করিয়ে রাখার জন্য
      এবার থেকে রেগুলার 😍😛
      Thanks a lot for so much support

  • @pradipdebnath3289
    @pradipdebnath3289 3 роки тому

    Valodada...

  • @krishomanus5220
    @krishomanus5220 3 роки тому

    ভালো হয়েছে ভিডিও টা
    🌹🌹🌷🌷🥀🌷🌹🌹🌷🌷🌹🌹🌹🥀
    কৃষি ও মানুষ চেনেলের পখ থেকে ধন্যবাদ

  • @morgiasvlogs
    @morgiasvlogs 3 роки тому

    ভিডিও ভালো লাগলো

  • @abhijitbanerjee7374
    @abhijitbanerjee7374 3 роки тому

    Very Nice 👍✨✨✨
    🎉😊👏😁👏😃🎉
    Congratulations!

  • @amlandutta3214
    @amlandutta3214 3 роки тому

    অসাধারণ।

  • @sukumarsaha8975
    @sukumarsaha8975 2 роки тому +1

    মিশ্র সারের কেজি প্রতি দাম সমন্ধে আলোচনা করলে খুবই ভালো হতো। উত্তরের অপেক্ষায় রইলাম । ভালো থাকবেন।

  • @tonmoy24bd
    @tonmoy24bd 3 роки тому

    Love from Bangladesh ❤️❤️❤️

  • @lalonsk7935
    @lalonsk7935 3 роки тому

    দন্য বাদ ভাই

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      আপনাকেও অনেক ধন্যবাদ

  • @unknowngamingmnr1961
    @unknowngamingmnr1961 3 роки тому +2

    Love from Bangladesh 🇧🇩😍😍😍

  • @madhurimaroychowdhury7910
    @madhurimaroychowdhury7910 3 роки тому

    খুব সুন্দর video. ভালো লাগলো। আমার পেয়ারা গাছের পেয়ারা গুলো বড় হচ্ছে না অনেক দিন ধরে। কেনো জৈব উপায়ে থাকলে একটু বলবেন। খুব উপকার হয়। অগ্রিম ধন্যবাদ।

  • @rajabhowmick6493
    @rajabhowmick6493 3 роки тому +2

    দাদা পাতিলেবুর উপর একটা ফুল ভিডিও বানাও,,,,,🍋🍋🍋🍋🍋 এই নিয়ে অনেক বার অনুরোধ 🙏🏽 করে ছি তোমাকে,,, আশা করছি যে এবার হয়তো আমার অনুরোধ রাখবে,,,,🍋🍋🍋

  • @manafmallick5562
    @manafmallick5562 3 роки тому

    আম গাছের আম গুলোর update এর অপেক্ষায় আছি, সেটা নিয়ে একটা ভিডিও দাও তাড়াতাড়ি

  • @koushikburman9896
    @koushikburman9896 2 роки тому

    Great video sir ami apnar chnl notun dekchi osadharon lagche

    • @webgarden1858
      @webgarden1858  2 роки тому

      Webgarden পরিবারে আপনাকে স্বাগতম
      Much love 💚💚💚

  • @debjanipandit7023
    @debjanipandit7023 3 роки тому +1

    Sir মিষ্টি তেতুল গাছের পরিচর্যা জানালে উপকৃত হতাম ।।🌿🌱

  • @TapasDas-pl9bc
    @TapasDas-pl9bc 3 роки тому +1

    As usual great informative video.
    ভাই জয়দিপ কেমন আছো? বাড়ির সবাই ও পুচকু টা কেমন আছে? তোমার ভিডিও তে অনেক দিন পর কমেন্ট করলাম। please Vai তুমি রাগ কোরোনা। কিন্তু আমি তোমার প্রত্যেক টা ভিডিও নিয়মিত folow করেছি। একটু ব্যাস্ত ছিলাম ভাই ব্যাবসা নিয়ে।
    ভালো থেকো আর বাড়ির সবাইকে ভালো রেখো। যদি পারো কমেন্ট এর reply Dio।

  • @jayantamanna1801
    @jayantamanna1801 3 роки тому

    তুমি কখনও এই মিশ্র সার এর সাথে পটাসিয়াম হিউমেট মিশিয়ে ব্যাবহার করেছো?
    খুব ভালো লাগলো।

  • @raselahmed5760
    @raselahmed5760 3 роки тому

    good suggest Bangladesh theke big fan brother

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      Thank you so much for your support
      Love from Webgarden 💚💚

  • @imonhasan7531
    @imonhasan7531 3 роки тому

    Nice

  • @pabitrapaul4238
    @pabitrapaul4238 3 роки тому +3

    ভাই আমি তোমার ভিডিও গুলি দেখি ভালো লাগে, এখন তো বরষা চলছে দেওয়া কি যাবে মিশ্র?
    তোমার বাগানের চেহারা খুবই ভালো তাই উদ্বুদ্ধ হয়ে কাজ করার চেষ্টা তো আছেই ।

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +1

      বর্ষা দুদিন গ্যাপ দিলেই দিয়ে দেবেন l

  • @UtsavAgro.
    @UtsavAgro. 3 роки тому

    Thank you for sharing... very informative brother 👍

  • @greenlife771
    @greenlife771 3 роки тому +2

    Akhon ai shomai ki ai shar dewa jabe? Love from bangladesh 🇧🇩🇧🇩🥰❤

  • @Aslamkhan-ie4bh
    @Aslamkhan-ie4bh 3 роки тому

    খুব ভালো তথ্যপূর্ণ ভিডিও তোমার দারুন উপস্থাপন
    ছাদবাগানীদের জন্য উপকারী আসবে।
    ধন্যবাদ তোমাকে।
    🌿🌿🌿
    আমার জিজ্ঞাসা চলমান বর্ষায় কি? সার দেয়া যাবে।

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +1

      অনেক অনেক ধন্যবাদ 💚💚
      বৃষ্টি হয়ে মাটি ভেজা থাকলে দেবেন না l
      যেদিন হবে না মাটি একটু সুকোবে সেদিন দেবেন l

  • @webbanglabd
    @webbanglabd 2 роки тому

    new
    !

  • @mdforkanhossain9111
    @mdforkanhossain9111 3 роки тому +2

    দাদা আমি বাংলাদেশ থেকে আপনার নিয়মিত দর্শক 😘
    আমার একটা প্রশ্ন তা হলো টবে গাছ রোপনের কয়দিন পর সেই গাছে খাবার /সার দিতে হয়?

    • @forzamilan4089
      @forzamilan4089 3 роки тому +1

      রোপনের জন্য মাটি যদি ভাল করে তৈরি করে থাকেন, তাহলে দুই মাসের মধ্যে কোনপ্রকার সার দেয়ার প্রয়োজন হবেনা।

    • @utpalenduhutait3113
      @utpalenduhutait3113 2 роки тому

      টবে গাছ প্রথমে লাগানোর মাটি কীভাবে তৈরী করা হয় ???

  • @jayasreebhattacharyya2283
    @jayasreebhattacharyya2283 3 роки тому

    Onek din por video dekhchi sorir kharap hoyechilo ? tor videota khub upokar korlo Amar valo thakis......dida

  • @minabarikder8691
    @minabarikder8691 Рік тому

    অসখো ধন্যবাদ

  • @ChadBaganSongbad
    @ChadBaganSongbad 3 роки тому

    ❤️❤️❤️❤️❤️❤️👍

  • @amjadyeasin9372
    @amjadyeasin9372 3 роки тому

    সময় উপযোগী পরামর্শ, ধন্যবাদ ভাই
    Saaf আর imedacloprid/Sypermethrin মিক্সড করে ব্যবহার করা যাবে?

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      Thank you so much
      Han meshano jabe ei tinti product

  • @kishoredutta9411
    @kishoredutta9411 3 роки тому

    Avogado care nie vedio din pls

  • @user-bw7gw7ym7u
    @user-bw7gw7ym7u 3 роки тому

    ১.মাল্টা গাছের পরিচর্যার বিষয়ে আপনার পরামর্শ চাই।কিভাবে পাব?
    ২.ছাদ বাগানিদের পাশাপাশি ব্যবসাভিত্তিক চাষীদের জন্য কিছু ভিডিও করলে আমরা উপকৃত হৈ

  • @biplabghosh1191
    @biplabghosh1191 3 роки тому

    ভাই আশা করি খুব ভালো আছো। তোমার ভিডিওগুলো আমি ফলো করি। আমার বাগানের গাছগুলো মাটিতে বসানো।দেড় বছর মতো গাছগুলো বয়স হয়েছে। তোমার মিশ্রসার কি পরিমানে গাছগুলোকে দেব?

  • @airwater8814
    @airwater8814 3 роки тому

    Good evening bhai 🎁

  • @defenseanalysisforum4860
    @defenseanalysisforum4860 3 роки тому

    Orange plant er opor A to Z video Dao.

  • @biyasghosh3187
    @biyasghosh3187 2 роки тому

    শীঘ্র উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ, তবে আমার মনে হয় একটা গাছের ক্ষেত্রে ২৫গা্ম খোল যথেষ্ট।

  • @mithundas8938
    @mithundas8938 3 роки тому

    সঠিক পিংপং লঙগান এর চারা কোথায় পেতে পারি , please জানাবেন।আর আপনার প্রতিটি vedio আলাদা quality বহন করে। ভালো থাকুন।

  • @mehedihasson4233
    @mehedihasson4233 2 роки тому

    কাকরোল গাছে ফুল হহচ্ছে খুব কম আবার তার মধ্যে কুড়ি লাল হয়ে যাচ্ছে এখন কি সার ও কীটনাশক তার সাথে কি ভিটামিন ব্যবহার করতে হবে একটু বলবেন । আমি বাংলাদেশ থেকে বলছি

  • @abseddik234
    @abseddik234 3 роки тому +6

    মাল্টা গাছের পাতায় লিফ মাইনার খুব বেশি আক্রমন হচ্ছে।আমার গাছ ২৫০ টি।কি ব্যাবহার করলে উপকার পাবো?জানাবেন প্লিজ।

    • @user-bw7gw7ym7u
      @user-bw7gw7ym7u 3 роки тому +1

      আমারও একই সমস্যা

    • @mithundas8938
      @mithundas8938 3 роки тому +2

      লিফ মাইনরের কার্যকরী ওষুধ বলুন।profex super ভালো কাজ করছে না।

    • @abdulhalim-dr3ko
      @abdulhalim-dr3ko 3 роки тому

      @@mithundas8938 আমি টিডো+ পাউডার দিয়ে ভাল ফল পেয়েছি।

    • @surajkundu1994
      @surajkundu1994 2 роки тому

      MONOCROTOPHOS 30% ব্যবহার করুন প্রথম ২ সপ্তাহ (প্রতি ৭দিন ছাড়া একবার)। পরবর্তী কালে ১০ দিন ছাড়া, আরো ২০ দিন। তারপর গাছ সম্পূর্ণ রোগ মুক্ত হলে প্রতি মাসে দুই বার (১৫ দিন ছাড়া) ব্যবহার করুন।

  • @madhurihazra5575
    @madhurihazra5575 11 місяців тому

    আমার কুল গাছে এখন অনেকই কুঁড়ি চলে এসেছে। এখন ঐ কুঁড়ি রাখা যাবে তো? বর্ষার আগে তোমার মিশ্র জৈব সারটা দিয়েছি। এখন কুঁড়ি রাখলে আর কি যত্ন নিতে হবে যদি জানাও তো খুব ভাল হয়। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম।

  • @maksumaakter2043
    @maksumaakter2043 3 роки тому

    মালটা গাছ এর যত্ন কি ভাবে নিতে হয় তার একটি ভিডিও দিন।

  • @rajudas5912
    @rajudas5912 3 роки тому

    Onek din por khub kajer video pelam. THANK YOU. Ki Fungicide ebong kotota dilen jodi ektu janan please.

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      Thank you so much 💚
      ওটা fanguucide না microneitrient l ভিডিওর মধ্যে সব ডিটেইলস এ দেখানো ও বলা আছে l

  • @raihanmiah2222
    @raihanmiah2222 3 роки тому +1

    আমি প্রথম দেখছি😀😀😀

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      অসংখ্য ধন্যবাদ সবসময় সাথে থাকার জন্য
      লাভ ফ্রম WEBGARDEN 💚💚💚💚

  • @user-hc9cw1qv1p
    @user-hc9cw1qv1p 17 днів тому

    জবা ও অন্যান্য ফুল গাছের জন্য দেওয়া যাবে কি

  • @alifislam6304
    @alifislam6304 2 роки тому

    দাদা তুমার ভিডিওর আসায় থাকি। মাজে মাজে অনেক কিছু জানতে চাই আর তুমিও সেটা বুজিয়ে বলো। ধন্যবাদ তুমাকে।

    • @webgarden1858
      @webgarden1858  2 роки тому

      🙂🙂🙂
      ভালোবাসা নেবেন 💚💚

  • @crowsbottle
    @crowsbottle 3 роки тому

    @webgarden can i mix up sulphate of potassium with micronutrients?

  • @sangitasau6587
    @sangitasau6587 3 роки тому

    দাদা আমি আপনার বাগান দেখে আমিও ছাদে বাগান করছি

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +1

      বাহ খুব ভালো 😊

  • @rifathossain3850
    @rifathossain3850 3 роки тому

    দাদা আপনার মিষ্টি তেতুল এ ভিডিও টা কি রেডি হইছে? অনেক অপেক্ষা করতাছি।

  • @boishakhitelecom6305
    @boishakhitelecom6305 3 роки тому

    💚💚💚💚

  • @P_Choudhury
    @P_Choudhury 3 роки тому +1

    প্রথম দর্শক।

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      অসংখ্য ধন্যবাদ, সবসময় এভাবে পাশে থাকার জন্য
      Lots of love from Webgarden 💚💚💚

  • @hadiulislam9073
    @hadiulislam9073 2 роки тому

    দাদা আমি বাংলাদেশের গাজীপুর থেকে লিখলাম । আমার আনার চারার বয়স এক বছর কিন্তু ফুল ফল আসছে না। চারার সাস্থ ভাল। কি করতে পারি। বা করণিয় কি। দাদা ভাল থাকবেন।

  • @saddamkhan-sp2mq
    @saddamkhan-sp2mq 3 роки тому

    sumiprempt insecticide video বানান ভাই দয়া করে বাংলাদেশ থেকে বুলছি

  • @nurnahar5611
    @nurnahar5611 3 роки тому

    কিভাবে পাতা দেখে কাশ্মীরি আপেল কুল গাছ চিনবো তানিয়ে ভিডিও বানান

  • @arijitmanna2176
    @arijitmanna2176 3 роки тому

    Tomar video to sob somaier jonnoi valo hoi...songe tomar presentation er bahoba na dea thaka jaina....1 kothai suparb....but tumi onk din amader wait korao...☹️☹️☹️☹️

  • @dilrubaakhter2608
    @dilrubaakhter2608 3 роки тому

    Regular aquarium water dile harguror chahida puron hobe?aquariumer khabar poche je pani hoe tateoto maser flecks thake.

  • @sharmisthapramanick4723
    @sharmisthapramanick4723 3 роки тому

    Kon nursary theke gach kinbo janale khub valo hoy

  • @shakhawatsultan6230
    @shakhawatsultan6230 3 роки тому

    অনেক তথ্যবহুল ভিডিও। ধন্যবাদ বাংলাদেশ থেকে। কম্পোস্ট এর বদলে কি প্যাকেটজাত জৈবসার দেওয়া যাবে?

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      হ্যাঁ , দিতে পারেন

    • @shakhawatsultan6230
      @shakhawatsultan6230 3 роки тому

      @@webgarden1858 ধন্যবাদ দাদা।

  • @rinabarua3076
    @rinabarua3076 3 роки тому +1

    Ei sar ki sara bochor sobrakom gache mane fulgache deowa jabe ektu bolben please

  • @dilrubaakhter2608
    @dilrubaakhter2608 3 роки тому

    Vai perlite,epsom salt,potash eguli mishie dile hobe?

  • @mayerhaselcookingandvlogin4338
    @mayerhaselcookingandvlogin4338 3 роки тому

    ভাই স্কচ বোনেট পেপার ও নাগা মরিচ গাছে কি কি সার দেয়া যায়,
    বললে উপকৃত হতাম

  • @kuntalasen9446
    @kuntalasen9446 2 роки тому

    আমি অনেক দিন ধরেই তোমার দেখানো মিশ্র সার আমার সব গাছ ২মাস ছাড়া দিয়ে আসছি । বলাইবাহুল্য ফলাফল খুব ভালো । এখন একটা কথা বল , এই স্পেশাল মিশ্র সারটা জুনের প্রথম দিকে দেওয়া যাবে ।

    • @webgarden1858
      @webgarden1858  2 роки тому

      বাহ খুব ভালো লাগলো l
      হ্যাঁ জুন ভালো সময় l

    • @kuntalasen9446
      @kuntalasen9446 2 роки тому

      @@webgarden1858 ধন্যবাদ । ভালো থেকো ।

  • @neeldas3947
    @neeldas3947 3 роки тому

    Dada.. pruning kon somoy valo hoy..Amar kache sob fol gach ache.jinio

  • @tuhinislam5069
    @tuhinislam5069 2 роки тому

    দাদা সারগুলো ১৫ দিন ডি কম্পোস্ট করে ব্যবহার করবো নাকি সাথে সাথে ব্যাবহার করবো

  • @soniyabhakat8080
    @soniyabhakat8080 2 роки тому

    Ae somai mix sar dile sar poche gacher sikar khoti hote pare ?

  • @zobayerahmed7539
    @zobayerahmed7539 3 роки тому

    অনেকদিন পর ওয়েব গার্ডেন এর ভিডিও!

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +1

      অপেক্ষা করিয়ে রাখার জন্য আন্তরিক ভাবে দুঃখিত 😞
      এবার থেকে রেগুলার ☺️😁

  • @moumitasarkar9415
    @moumitasarkar9415 3 роки тому

    Mix shar r moddhe micro nutrint dile ki r patay spray krte parbo???

  • @saugatadutta8127
    @saugatadutta8127 Рік тому

    Ei sar ki6udin rekhe pochie nite habe?naki mesanor parei ga6e deoa jabe?

  • @selinapjahaan3861
    @selinapjahaan3861 11 місяців тому

    Mixed fertilizer deyar kato din por por khoil vejano pani deya jabe jodi bolten pl

  • @pritamdasroy5749
    @pritamdasroy5749 3 роки тому

    Sir amar sab jobagach. Ae mishra sar sab jobagache dite parbo.janaben pls. R sathe potas deoa jabekina.

  • @amitpodder8785
    @amitpodder8785 3 роки тому

    একটা প্রশ্ন।
    'গোল্ডেন ডর্সেট' জাতের grafting এর আপেল গাছ বাগানের মাটিতে কি করা যাবে? টবে HRMN 99 গত 4 মাস আগে বসিয়েছি। বাগানের মাটিতে যদি করা যায় তাহলে মাটি তৈরির ধরন কি হবে ?
    একটু যদি guide করেন ভাল হয় ।

  • @saikatsarker2866
    @saikatsarker2866 3 роки тому

    Bol6e vai 00.00.50, boron ar zink ak satha spray kora jabe.?

  • @amitchatterjee6726
    @amitchatterjee6726 3 роки тому +1

    *Gurudev, lebu gache borshar pore kakhon sar proyog korbo.borshar prurbe ekbar diyechi.*

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      September er middle debe , November e e bochorer Moto last dose porbe.
      Taholei agami season e gach dekhar Moto folon debe

  • @user-ty6oy8et2r
    @user-ty6oy8et2r 3 роки тому +1

    দাদা এই মিশ্রণ এর সাথে ফাঙ্গিসাইড মেশালে ভালো হতো

  • @astech7417
    @astech7417 3 роки тому +1

    দাদা আগস্ট মাসে আম গাছের প্রুনিং করলে কোন অসুবিধা হবে

  • @asishghosh6061
    @asishghosh6061 3 роки тому

    Borsha kale chade tob kivabe rakhbo Dada.. sobsomoy bistir jol dariye thakche... Ektu janaben Dada plz..

  • @susmitadutta6455
    @susmitadutta6455 3 роки тому

    Achha valo dragon fruit kinber janya kivabe choose karbo

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +1

      এখানে জাতের নাম বলতে পারবে এরকম সেলার কম l
      ভেতরে ডিপ পিঙ্ক যেটা সেটা নেবেন l
      গোড়া মোটা , একটা কি দুটো গ্রোথ নিয়েছে এরকম দেখে নেবেন l

    • @susmitadutta6455
      @susmitadutta6455 3 роки тому

      @@webgarden1858 ok

    • @susmitadutta6455
      @susmitadutta6455 3 роки тому

      @@webgarden1858 mane 2 tier growth

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      Exactly , Mota kata dekhe neben
      Suopokar Mota kata thakle seta khub young

  • @MdMahim-go1hf
    @MdMahim-go1hf 2 роки тому

    দাদা আমি গাছ রোপনের সময় শুধু গোবর আর মাটি মিশিয়ে দিয়েছিলাম আমার গাছ রোপনের বয়স হইছে শুধু মাত্র এক মাস এখন আমি কি কোন সার প্রয়োগ করতে পারি একটু বলবেন প্লিজ