মাটি নেই কাঠের গুঁড়ো ব্যবহার করে ছাদে বিশাল সবজি বাগান, সবজি কিনে খেতে হচ্ছে না

Поділитися
Вставка
  • Опубліковано 4 бер 2022
  • #vegetable_gardens_overview #soilless_Garden
    #rooftop_farming
    মাটি নেই কাঠের গুঁড়ো ব্যবহার করে ছাদে বিশাল সবজি বাগান সবজি কিনে খেতে হচ্ছে না। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে এই বাগান করার জন্য ভীষণ ভাবে পরিশ্রম করেন।
    ছাদে বাগান করে এত সবজি ফলানো যায় এই ভিডিওগুলি তারে উদাহরণ, আগে মানুষ এত কিছু জানতো না জানার চেষ্টাও করত না সেইভাবে তবে আপনাদের চ্যানেল সবসময় আপনাদের পাশে থেকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছে।
    পুরো সবজি বাগান টা যদি ঘুরে দেখেন তাহলে আপনাকে মুগ্ধ করবে তার কারণ এত সুন্দর বাগান খুব কম দেখা যায় সম্পূর্ণ অর্গানিক ভাবে এই সবজি চালানো হচ্ছে ছাদ বাগানে কাঠের গুঁড়ো 50 ভাগ ও ভার্মিকম্পোস্ট 50 ভাগ নিয়ে গাছগুলি বসানো হয় সেটা বীজ হোক বা বড় গাছ একই মাটি ব্যবহার করে এই বাগান করা হচ্ছে।
    এর আগে আপনারা এই বাগানের ভিডিও দেখেছেন যেখানে প্রচুর পরিমাণে জবা দেখতে পেয়েছিলেন আজ জবার পাশাপাশি বিশাল সবজি বাগান তারা তৈরি করেছেন এখানে যেমন টমেটো গাজর লঙ্কা পেঁয়াজ ফুলকপি ফুলকপি বাঁধাকপি সিম সবকিছু করার চেষ্টা চলছে।
    নতুন একটা বিষয় আমরা এ বাগান থেকে দেখতে পাবো যে বেগুন গাছের ডাল কেটে বসিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে বেগুন পাওয়া সম্ভব।
    নিখুঁতভাবে ভিডিওটি দেখুন কিছু কিছু অংশ লিখে রেখে নিজেদের মতন করে তৈরি করুন বাগান এই বাগান ছাড়া আরো আপনারা রোজ দুপুর একটায় যদি ফলো করেন আপনাদের এই চ্যানেলটি তাহলে অনেক কিছু সম্পর্কে ধারণা পাওয়া যাবে সর্বদা আপনাদের সাথে আছে চ্যানেল।

КОМЕНТАРІ • 717

  • @Ruzbihansfamilycom
    @Ruzbihansfamilycom Рік тому +18

    ভাইয়া, ৫০% কম্পোস্ট, ৫০% কাঠের গুড়ি দিতে হবে বুঝলাম। গাছ যেনো না মরে আর পোকায় না ধরে সেজন্য সাথে আর কি কি জিনিস দিতে হবে দয়া করে জানান। একটু details এ জানাবেন

  • @cutedogsandcats6677
    @cutedogsandcats6677 2 роки тому +36

    কি ভাবে মাটি তৈরি করে ওগুলো বুঝিয়ে বললে আমরা আরো বুঝতে পারতাম

  • @user-mt7fn1qo5b

    প্রক্রিয়া না দেখিয়ে বংধর দেখানো,বুঝলাম না।

  • @ahmedfarid7717
    @ahmedfarid7717 2 роки тому +18

    🇧🇩🇧🇩 ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে দেখছি। খুব ভালো লেগেছে এবং বেশ অবাক ও হয়েছি! মাটি সম্পর্কে বেস অবাক করা কথা শুনে আশ্চর্য হয়েছি। মাটিটা কিভাবে কি কি দিয়ে তৈরি করা হয় যানার খুব আগ্রহ। জানালে কৃতজ্ঞ থাকবো।

  • @purnimabiswas2788
    @purnimabiswas2788 9 годин тому +1

    কাঠের গুরো কি পচাতে হয় না। কতোদিন ভিজিয়ে রাখতে হয় কাঠের গুরো। তারপর ব্যাবহার করবো।

  • @ardhendubiswas2568
    @ardhendubiswas2568 2 роки тому +16

    সহজ এবং সরল ভাবে বাগান করেছেন। দাদা এবং দিদি যেমন সরল মনের মানুষ তেমনিভাবেই বাগান করেছেন। নাহলে কেউ এমনভাবে 'গ্রীন ফ্রেন্ডস' এর দর্শকদের জন্য ওনাদের সিক্রেট টিপস বলে দেন?

  • @user-yp4qy4tu1n

    কিভাবে বেগুনের ডাল কেটে অন্য গাছ করলেন যদি জানাতেন। আমি বাংলাদেশ থেকে।

  • @chhuratpurkait433

    বেগুন গাছের ডাল থেকে কিভাবে চারা উৎপাদন করা হয় একটু বললে ভাল হতো

  • @erfanchyshimul
    @erfanchyshimul Рік тому +3

    কাঠের গুড়া কার্বন-ডাই-অক্সাইড সমৃদ্ধ। এটাকে মাটিতে রূপান্তর করতে হলে আগে কম্পোস্ট মিশাতে হবে। কম্পোস্টে নাইট্রোজেল থাকে যা কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করবে ও ডিকম্পোজিশন করবে।

  • @ranasarkar8638
    @ranasarkar8638 2 роки тому +1

    Smordar মুখের কথা বেশ বাক্য

  • @shampadey5275
    @shampadey5275 2 роки тому +28

    সত্যিই ওনাদের 🙏🙏 জানাই, নেশা ধরানোর মতোই স্বাস্থ্য গাছেদের।❤️

  • @chhayasakar5570
    @chhayasakar5570 Рік тому +6

    বাবা কি বোলবো ভাষা খুঁজে পাচ্ছিনা অপূর্ব দাদা, দিদি তোমরা ভালো থেকো এই কামনা করি 🙏👌❤

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 Рік тому +1

    কাঠের গুঁড়ো দিয়ে অসাধারণ ছাদ বাগান দেখে খুব ভালো লাগলো প্রচুর ফলন এসেছে এই বাগানে সত্যি অসাধারণ আমিও চেষ্টা করব এরকম হবে

  • @hellobd2443
    @hellobd2443 2 роки тому +4

    পাড়ার লোকজন সবাই খায়। অর্থাৎ তিনি পাড়ার সবাই কে সবজি দেয়। কথাটা সুনে খুব ভাল লাগল। আমিও মানুষ দিতে খুব পছন্দ করি।

  • @kindergarden2191
    @kindergarden2191 2 роки тому +3

    খুব সুন্দর লাগলো সমোরদা। এই ভিডিও থেকে অনেক কিছু শিখেতে পারলাম। 👌👌👌👌👌👌👌👍👍

  • @rinaskitchen700
    @rinaskitchen700 2 роки тому +2

    অসম্ভব সুন্দর দেখলাম কত বেগুন হয়েছে। খুব সুন্দর ছাদ বাগান।

  • @sangitasil913
    @sangitasil913 2 роки тому +6

    জবা দেখে মুগ্ধ হয়েছিলাম,ওনাদের সবজি বাগান দেখে ভাষা হারিয়ে ফেলছি.....অসাধারণ

  • @gopankhan96
    @gopankhan96 2 роки тому +5

    ছাদে এত সহজে এত সুন্দর বাগান করা যায় না দেখলে বিশ্বাস করতাম না ।

  • @kanikatudusaren6966
    @kanikatudusaren6966 2 роки тому +5

    ছাদ বাগান সম্পর্কে কি বলবো বুঝতে পারছি না। এত ভালো পরিচর্যা ভাবা যায় না। তবে ছাদ বাগান করে শরীর ও মন দুটোই ভালো থাকে এটা সত্যি কথা।

  • @mitalikulavi4482
    @mitalikulavi4482 2 роки тому +5

    খুব সুন্দর চাঁদ বাগান দেখলাম দাদা