Ceiling fan hook fitting সিলিং ফ্যান হুক ফিটিং Ceiling fan fastener installation
Вставка
- Опубліковано 10 лют 2025
- Ceiling fan fastener installation Ceiling fan hook fitting কিভাবে সিলিং ফ্যান হুক ফিটিং করবেন তা আজকের ভিডিওতে দেখিয়েছি।
আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে
ku electric ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত টেকনিক্যাল ভিডিও আপলোড করে আসছি। তাই নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
door closer fitting
• Easy Door Closer Fitti...
door stopper fitting • How to Setting Magneti...
কিভাবে ডোর লক সেটিং করবেন
• ডোর লক কিভাবে সেট করবে...
অফিস চেয়ার এর হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার পরিবর্তন • হাইড্রোলিক চেয়ার এর হ...
টেবিলে হোল করে ক্যাবেল বক্স ফিটিং • How to cable box on th...
লেমিনেটিং মেশিন মেইনটেন্যান্স • কিভাবে লেমিনেটিং মেশিন...
থাই গ্লাসের দরজার চাকা পরিবর্তন • How to change the whee...
অফিস চেয়ার এর বেজ পরিবর্তন • How to change office c...
How to fitting smart elevation in the wall • How to setting smart t...
পিউরিট জার্মকিল কিট পরিবর্তন • পিউরিট জার্মকিল কিট পর...
ছাদের ফাটল দিয়ে বৃষ্টির পানি ঢুকলে কিভাবে সমাধান করবেন
• ছাদের ফাটল দিয়ে বৃষ্টি...
how to open cable tie lock • How to open cable ties...
কিভাবে ওয়াইফাই রাউটার ওয়ালে সেট করবেন
• How to Stick a WiFi Ro...
#ceilingfanhookfitting
#RoyalBoltfitting
#kuelectric
ভাল
ধন্যবাদ
আচ্ছা ভাই আপনি তো চাকরি করেন বড় বড় ইন্জিনিয়ারা রয়েল বোল্টর স্থায়ীত্ব র ব্যাপারে কি বলে আসলে ফ্যান হুক গুলা লাগিয়ে খুব টেনশন লাগতাছে।
নাটগুলো হাত দিয়ে ঘুরিয়ে চেক করুন লুজ আছে কিনা যদি লুজ না থাকে ফ্যান ধরে দুই জন মিলে ঝোলাঝুলি করুন। এখন যদি না পড়ে পাঁচ বছর পরেও পড়বে না।
ভাল হুক😊
ধন্যবাদ
❤
আচ্ছা ভাই রয়েল বোল্টের নাট গুলো নাকি কয়েক মাস পরপর চেক দিতে হয় আমি তো ঘরে ফলস সিলিং করেছি এখন আমি কভাবে চেক দিব বলবেন
ফলস সিলিং খোলা যায় সাইডে সরিয়ে চেক করবেন।
আচ্ছা ভাই আপনার পতিষ্টানে সব গুল ফ্যান কি রয়েল বোল্ট দিয়ে লাগানো
১০৫ টি ফ্যানের ভিতরে ৯০ টি ফ্যান এক্সট্রা হুক রয়েল বোল্ড দিয়ে আটকানো।
আচ্ছা ভাই রয়েল বোল্টের নাট চেক করে লুজ দেখলে কি আবার এই রয়েল বোল্ট টাইট দেওয়া জাবে।
হ্যাঁ পরেও টাইট করা যাবে।
ভাই রয়েল বোল্টের নাট টাইট দেয়ার জন্য কত নাম্বার ডালি ব্যাবহার করবো?
১০ নম্বর রয়েল বোর্ডের জন্য আমি ১৭ নাম্বার স্পেনার রেঞ্জ ব্যবহার করি।
ভাই কয়েক বছর পর জদি কোন কারনে রয়েল বোল্ট খুলে জায় তাহলে পুরাতন চাদে কি আবার রয়েল বোল্ট পিটিন করা জাবে?
আবার ফিটিং করতে পারবেন আপনি ভালো মানের রয়েল বোল্ড কিনে ফিটিং করবেন। আর এ ব্যাপারে যদি আস্থা না পান তাহলে ভালো ইলেকট্রিশিয়ান ডেকে ফিটিং করে নিবেন এবং নিজে দাঁড়িয়ে চেক করবেন। রয়েল বোল্ডের সাথে ফ্যান হুক ফিটিং করার পর আপনি নিজে চেক করে দেখবেন রয়েল বোল্ড উপরে নিচে ডানে বামে নড়াচড়া করে কিনা যদি নড়াচড়া না করে শক্ত মজবুতভাবে আটকে থাকে তাহলে ইনশাআল্লাহ টেনশন করার কিছু নেই।
আচ্ছা ভাই আমার ঘরে ভূলে ফ্যান হুক দেওয়া হয় নাই রয়েল বোল্ট দিয়ে লাগিয়ে পরে জাওয়ার ভয়ে খুব টেনশনে আছি পরে গেলে ফ্যান হুক লাগানোর কি অন্য কোন সিস্টেম আছে বলবেন
দক্ষতার সাথে ভালো মানের রয়েল বোল্ড ব্যবহার করে ফ্যান হুক ফিটিং করলে পড়ে যাওয়ার ভয় থাকে না। আমার প্রতিষ্ঠানে ৯৫ টি সিলিং ফ্যান চালু থাকে একটি ও রয়েল বোর্ড খুলে পড়ে যায়নি। ফিলিং যত মজবুত হবে রয়েল বোল্ড ফিটিং ততই টেকসই হবে । আপনি নির্ভয়ে রয়েল বোল্ড ব্যবহার করে এক্সটা ফ্যান হুক ফিটিং করে দিতে পারেন হুক ফিটিং করে দুইজন ওয়েট দিয়ে দেখবেন তাতে যদি কোন সমস্যা না হয় তাহলে সিলিং ফ্যান কখনোই খুলে পড়বে না। সিলিং ফ্যান যখন ঘুরে তখন ফ্যানের ওয়েট কম থাকে।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
@Prome213 আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা ভাই বাড়ি জতদিন রয়েল বোল্ট ততদিন টিকবে তো?
এস এস রয়েল বোল্ড শক্ত করে ফিটিং করবেন ইনশাল্লাহ টিকে ।
ভাই ম্যাসেজের রিপলাই দেন
ভাই অনেকে বলে চাদের নিচ থেকে দেড় ইন্চি চাদ কেটে চাদের রডের সাথে এস হুক লাগিয়ে নাকি ফ্যান হুক দেওয়া জায়। এতে করে চাদের কি কোন খতি হবে?
ঢালাই কেটে রড বের করলে রডে জং ধরবে এত কিছু করার দরকার হয় না। যারা শক্তভাবে রয়েল বোল্ড ছাদের সাথে ফিটিং করতে পারে তাদের দিয়ে ফিটিং করাবেন সিলিং ফ্যানের খুব বেশি ওজন হয় না এস এস রয়েল বোল্ড জং ধরবেনা এবং খুলে পড়ার ভয় থাকেনা। ছাদ কাটার থেকে রয়েল বোল্ড ব্যবহার করাই ভালো। যতগুলো বিল্ডিং এ এসি লাগানো হয় তার আউটডোর রয়েল বোল্ড দিয়ে আটকানো থাকে । কখনো পড়ে যেতে শুনেছেন এ ছাড়া লিফটের গাইড রেল রয়েল বরদি আটকানো থাকে হেভি ওয়েট থাকা শর্তে গাইডরেল খুলে যায় না।
ভাই ৫৬ ইন্চি ফ্যানের জন্য কত নাম্বার রয়েল বোল্ট লাগবে
১০ নম্বর রয়েল বোল্ডই যথেষ্ট।
Apni ki akjon bangladeshi?
জি আমি বাংলাদেশি এবং খুলনার একটি বেসরকারি প্রতিষ্ঠানের ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করি। এর আগে মংলা বসুন্ধরা প্লান্টে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করতাম।
ভাই আমার জে মেস্থি ফেন হুক লাগিয়েছে সেলরেডি জুলে থেকে দেখিয়েছে এবং কি ফেন হুক নড়াচড়া ও করে না আমি ভয় পাচ্ছি ফেন চলতে চলতে এক সময় জখন চাদ পুরাতন হবে তখন জদি খুলে জায় তখন আমি কি করব এটাভেবে টেনশন করি তখন কি কোন ব্যাবস্থা নেয়া জাবে?
এ বিষয়টি এত ভয়ের নয় পুরাতন হয়ে খুলে পড়ার আগে আপনি নিজেই বুঝতে পারবেন তখনই নতুন করে আবার সেটিং করে নিতে পারবেন। আপনি ফ্যান হুক সহ কাছ থেকে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আমি আপনার ভয়ের বিষয়টি দেখি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01764858484
স্যার রয়েল বোল্ট দিয়ে লাগানো ফেন ২৪ ঘন্টা চালানো জাবে?
যাবে।
আচ্ছা ভাই রয়েল বোল্ট খুলে পড়ে জাওয়ার কি কোন রেকড আছে?
এরকম দুর্ঘটনা চোখে পড়েনি খুলে গেলেও দুটি একসাথে খুলবেনা। আমি বছরে একবার ফ্যান চেক করি রয়েল বোল্ডের নাট গুলো ঠিকই থাকে কিন্তু ফ্যান ডাউনরডের নাট লুজ হয়ে কেনপির ভিতরে পড়েছিল এমন ঘটনা আমার হাতে পড়েছে।
ভাই বলতেছি শহরে বিল্ডিং গুলাতে রয়েল বোল্ট দিয়ে ফেন হুক দেওয়া হয়নি
ছাদ ঢালার সময় ফ্যান হুক দেননি বর্তমানে দিতে হবে এই তো।
ভাই শুনেছি বাহিরের রাষ্টে নাকি আগে থেকে কোন ফ্যান হুক দেয় না চাদ দেওয়ার পরে নাকি রয়েল বোল্ট দিয়ে ফ্যান হুক দেয় কথাটা কি সত্যি?
বাংলাদেশেও এখন রয়েল বোল্ড দিয়ে এক্সট্রা ফ্যানহুক লাগায় এর কয়েকটি সুবিধা রয়েছে। রুমের পজিশন অনুযায়ী পরেও ফ্যান হুক ফিটিং করা যায়। প্রয়োজনে পরবর্তীতে সরিয়ে নেওয়া যায়।
রয়েল বোল্ট কত বছরের গ্যারান্টি ?
ভাই বাসা বাড়িতে রয়েল বোল্ট দিয়ে ফেন হুক লাগানো হয় নি
বুঝতে পারিনি ভাইজান।
ভাই আপনাকে বারে বারে বিরক্ত করার জন্য আমি দুখিত।আসলে আমি একটু টেনশন বেশি করি। ভাই ভবিষ্যতে ফেন হুক পরে গেলে আপনার জানামতে ফ্যান হুক লাগানোর জন্য স্থায়ী কোন ব্যবস্থা আছেনি থাকলে দয়া করে আমাকে বলবেন। আমি টেনশন মুক্ত হওয়ার জন্য।
কোন সমস্যা নেই আপনি আমার কাজের বিষয়ে যতবার ইচ্ছা কমেন্ট করতে পারেন এতে আমি কখনোই বিরক্ত হব না। আপনি যে বিষয় নিয়ে টেনশন করছেন এটা আপনার ক্ষেত্রে স্বাভাবিক। একটা প্রাইভেট ক্লিনিকে ওটি টপ লাইট খুলে পড়ে যায় যে লাইট ব্যবহার করে ওটি করা হয় কিছু কিছু লাইটের ওজন এত বেশি হয়ে থাকে যার এক সাইড ছাদের সাথে ফিটিং করতে চারজন উঁচু করে ধরে রাখা লাগে। ওই লাইট চারটি রয়েল বোল্ড ব্যবহার করে ছাদের সাথে ফিটিং করা হয় যারা ফিটিং করেছিল তারা এত খেয়াল করেনি বা গুরুত্ব দেয়নি সম্পূর্ণ দোষ ইঞ্জিনিয়ার এর উপর দিয়েছিল। আমি নিজে একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করি এর আগে বসুন্ধরা মংলা প্ল্যান্টের ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করতাম। আমি যখন নিজে টপ লাইট ফিটিং করি ছাদ ড্রল করে ছিদ্র করেনেই। ss এর লম্বা নাট-বোল্ট ব্যবহার করে টপ লাইট ফিটিং করি ছাদের উপর থেকে হালকা গ্রুপ কেটে বড় ওয়াসার ব্যবহার করেছি আমার যুক্তি হল ছাদ থাকলে লাইট থাকবে। এটা কিন্তু স্বাভাবিক নিয়ম নয় লম্বা সাইজের রয়েল বোল্ড কিনতে পাওয়া যায় এটা সব দোকানে পাওয়া যায় না যেখানে মেকানিক্যাল কাজ হয় সেখানে খোঁজ নিলে পাওয়া যায় ওই লম্বা রয়েল বোল্ড ব্যবহার করে ফিটিং করলেই হয়ে যায়। এরপরও আমি একটু বাড়তি টেকনিক দেখিয়েছি। কিন্তু ওই টপ লাইট ছাড়াও আরো টপ লাইট রয়েছে যা রয়েল বোল্ড ব্যবহার করে ফিটিং করা হয়েছে। স্বাভাবিকভাবে রয়েল বোল্ড খুলে যায় না আপনি চেক করলে টেনশন ফ্রি থাকবেন আর এটা চেক করারও প্রয়োজন হয় না বরং চেক করলে মানুষ বোকা ভাববে। আপনি এতোটুকু করতে পারেন রয়েল বোল্ড ধরে ডানে-বামে উপরের নিচে টানাটানি করে দেখুন নড়াচড়া করে কিনা নড়াচড়া না করলে কোন সমস্যা নেই নিশ্চিন্তে থাকুন। আমি ফ্রেন্ড হুকের সাথে দোলনা পর্যন্ত ঝুলিয়ে দিয়েছি ছেলেরা ব্যায়াম করার জন্য যে রিং তৈরি করে তাও ঝুলিয়ে দিয়েছি পড়ে যায়নি আর ফ্যান হুক এর সাথে কতগুলো যে ফ্যান ঝুলিয়েছি তার হিসাব নেই। আপনি কোন এলাকায় থাকেন আর কে রয়েল বোল্ড ফিটিং করেছে আপনার পরিচিত হলে বিষয়টি তার সাথে শেয়ার করুন সে চেক করে দিতে পারবে।
আছ্চা ভাই রয়েল বোল্ট খুলে জাবে নাতো
সঠিকভাবে ফিটিং করতে পারলে খুলবেনা
এটার দাম কত টাকা
হউকগুলো ৪০ টাকা করে নিয়েছিল
এতে কি বড় সিলিং ফ্যান টাঙ্গালে ঝুঁকি আছে?
১০ নম্বর রয়েল বোর্ড ১২ নাম্বার বিল বিট ব্যবহার করে সাদ ড্রিল করে শক্ত করে ফিটিং করলে পড়ে যাওয়ার ভয় নেই। রয়েল বোল্ড টাইট দেওয়ার সময় ছাদে রয়েল বোল্ড লক হয়ে যায় ফ্যান অন থাকা অবস্থায় ফ্যানের প্রেসার উপরের দিকে থাকে ওই পেশারে কখনো খুলে পড়ার কথা না।
অসংখ্য ধন্যবাদ ভাইজান ❤️
@@kuelectricপ
ভাই ভূলে দেওয়া হয়নি তাই তো টেনশনে আছি
টেনশনের কিছু নেই এখন অনেক জায়গায় এভাবে রয়েল বোল্ড দিয়ে হুক লাগানো হয়।
এটাকি ঝুকিপূর্ণ না?
সঠিকভাবে ফিটিং করতে পারলে কোন ঝুঁকি নেই।
একটা ফ্যান লাগানোর জন্য খরচ কত পড়বে?
হুকের দাম 35 টাকা রয়েল বোল্ড 2 টি 30 টাকা মুজুরী বিভিন্ন হতে পারে।
Bhai drill koto mm
এই হুক গুলো কোথায় পাওয়া যায়
হার্ডওয়ার দোকান এবং ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন।
এগুলো কত কেজি লোড নিতে পারে?
উন্নতমানের রয়েল বোল্ড এবং সঠিকভাবে ফিটিং করতে পারলে আরো ছাদের ঢালাই যদি মজবুত হয় এর সাথে যদি পাথরের ঢালাই হয়ে থাকে তাহলে এক টন পর্যন্ত লোড নিতে পারে। আমার প্রতিষ্ঠানের ছাদেল ঢালাই পাথরের ফলে উন্নত মানের রয়েল বোল্ড এবং মজবুত করে আমরা ফিটিং করে দিয়েছি ৮৫ টি ফ্যানের ভিতরে প্রায় ৮০ টি ফ্যান রয়েল বোল্ডের মাধ্যমে ঝুলছে ইনশাল্লাহ এখন পর্যন্ত একটিরও সমস্যা হয়নি।