ফ্যানের স্তান\হুক সরে গেলে কি করবেন | Fan Hook | ফ্যান হুক লাগানোর নিয়ম | ফ্যান হুক
Вставка
- Опубліковано 5 лют 2025
- ফ্যানের স্তান\হুক সরে গেলে কি করবেন | Fan Hook | ফ্যান হুক লাগানোর নিয়ম | ফ্যান
ইঞ্জিনিয়ারিং প্ল্যান ভুল হওয়ার কারণে ফ্যানের হুক সরে যায়। তাই ফ্যান এর হুকটি পুনরায় এখানে ছিদ্র করে এবং স্থাপন করা হলো।
এই ফ্যানের হুকের কাজ সম্পন্ন হওয়ার পরে এতটা মজবুত হবে যে রয়েল বোল্টের থেকেউ শক্তিশালী হবে। এবং দীর্ঘদিন এই ফ্যানের হুকটি থেকে যাবে। এখানে চাইলে রয়েল বোল্ট দেওয়া যেত। কিন্তু রয়েল বোল্ট ১৫ থেকে ২০ বছর পরে আর টিকে থাকতে পারবেনা।
এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সবার জীবনে নিরাপত্তার কথা ভেবে এই ভিডিওটি স্থাপন করলাম সবার মাঝে।
How to install anchor bolt
How to install rawal bolt
How to install fan hook
How to install ceiling fan
How to install wall fan
How to install fan without Fan junction
#fanhook
#electricwork
#tufanelectric
#fan
subscribe my UA-cam channel
প্রিয় ভাই, একটা পরামর্শ চাই আপনার। কোন কোম্পানির সিলিং ফ্যান ভালো হবে? বাতাস ভালো এবং ঠান্ডা হবে এইরকম
আমার পছন্দের ফ্যানঃ MEDIA supreme, BRB,MEP (56")
এই তিন ফ্যানের মধ্যে যেইটার ডিলার ভালো হবে সেইটা কিনবেন। কিন্তু কম দামের ফ্যান কিনবেন না🙏
Pagol. Batash. Thanda. Hoy. Na
কেমন সাইজের রড নিলেন ভাই
10 Mili metre
Gordhov
সম্পূর্ণ ছাদ ঢালাই না শুধু ছাদের যেইটুকি অংশ কাটা হয়েছে, ওইটুকু ঢালাই দিবে হবে?
জি, ওইটুকু ঢালাই দিলে হবে। তবে ঢালাই একটু করা আর একটু বেশি যাইগা ঢালাই দিলে সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ
Helpful
ধন্যবাদ
ভাই এভাবে লাগালে কোন সমস্যা হবে না তো।
এভাবে লাগালে সমস্যা হবে না। তবে ছাদের ঢালাই হেবি/ খুব ভালো হতে হবে
ভাই আপনি এখানে কত ইন্চি রট নিয়েছেন।
রডের সাইজ ১০ ( মিলি মিটার)
একটু খেয়াল করবেন
ছাদের নিচে লাগবে ৩ ইঞ্চি যাতে ফ্যান লাগানো যায়
ছাদ আছে ৪ থেকে ৫ ইঞ্চি
৫ ইঞ্চি ধরলাম
ছাদের উপরে লাগাবে ৭ ইঞ্চি
মোট: ১৫ ইঞ্চি। এটাকে ডাবল করতে হবে ১৫×২ = ৩০ ইঞ্চি লম্বা রড ভাজ করতে হবে। ধন্যবাদ
আচ্ছা ভাই চাদের নিচ থেকে দরে ইন্চি কেটে চাদের রডের সাথে এস হুক লাগিয়ে নাকি ফেন হুক লাগানো জায় কথাটা কি সত্যি।
জি সত্যি । কিন্ত ছাদের রডে বাতাস লাগানো যাবে না।
ভাই আপনার রড গুলা কত সুতা।
১০ মিলি মিটার
ভাই আমি চাদে জলচাদ দিয়ে পেলেছি এখন কি ফেন হুক বসাতে পারব।
জি ভাইয়া পারবেন। আর আপনার বাসা কোথায়?
কুমিল্লা
@@Prome213কুমিল্লা কোন জায়গা ভাই?
ভাই আপনি জে এভাবে ফেন হুক লাগিয়েছেন কোন বাড়ি থেকে কি কোন কমপ্লেইন আসছে।
আগে একটা ভিডিও দিয়েছি এরকমই কাজ। সেখানে ঢালাই দেয় সুযোগ ছিল না। তাই এই ভিডিওটি তৈরি করেছি এবং ঢালাই দেখানোর সুযোগ পেয়েছি। আগের কাজটি যদি খারাপ হতো তো এখন এই কাজটি করতাম না এবং ভিডিও করতাম না।
ভাই এভাবে লাগালে চাদে জতটুকু গ্রপ কাটা হয়েছে ততটুকু দিলে চলবেনি। নাকি পুরো চাদ ঢালাই দিতে হবে
যতটুকু গ্রুপ কাটতে হবে ততটুক ধারায় দিতে হবে। পুরো ছাদ ঢালায় দেয়া লাগবে না। সেখানে পানি জমে না থাকে সেভাবে ঢালাই দিতে হবে।
ভাই এভাবে লাগালে বাড়ি জত দিন ততদিন টিকবে তো খুলে পড়ে জাবে না তো
রডে যতদিন মরিচা ধরবে না ততদিন টিকবে। ৪০ থেকে ৫০ বছর টিকবে
এরকম কাজ করা যেতে পারে কিন্তু একেবারে ওপেন উপরের ছাদে না
ছাদে অবশ্যই ঢালাই দিতে হবে
ভাই পুরান চাদে দেওয়া জাবেনি
জি পারাতন ছাদে দেওয়া যাবে। ছাদের বয়স কত?
ভাই আমি আপনার আর ভিডিও দেখেছি আপনি তো এভাবে আরও ফেন হুক লাগিয়েছেন পানিডুকে জায় এরকম কোন কমপ্লেইন আসছেনি।
আগের ভিডিওতে কমপ্লেন আসলে এই ভিডিও আমি আপলোড দিতামনা বা এই ধরনের কাজও করতাম না। আগের ভিডিওতে কোন ধরনের কমপ্লেন আসেনি ভাইয়া। তাছাড়া আমি এই ধরনের কাজ অনেকগুলা করেছি।
ভাই এভাবে ফেন হুক লাগানোর ব্যাপারে ইন্জিনিয়ারের মতামত কি হয়ে থাকে আপনি কি জানেন।
না, জানি না। তবে এতে বিল্ডিং এর কোন ক্ষতি হয় না। যদি বিল্ডিং এর এক সাইট ভেঙ্গে আবার পুনরায়ন নির্মাণ করা যায়। তাহলে ১/২ ইঞ্চি চাদ কেটে ফ্যান হোক লাগানো যায় এবং ঢালাই দেওয়া যায় এতে কোন অসুবিধা হবে না।
ভাই চাদের নিচ আবার আস্তর করে দিলে কি রডে বাতাস লাগবে।
রডের জন্য আস্তর না। ঢালাই প্রযোজ্য
এটা পুরাই ভুল পদ্ধতি , বাহিরে এত বছর আছি কখনোই এমন ভুল পদ্ধতিতে কাজ করা হয়য় না , বাংলাদেশেই এসব চলে ।
@@tufanelectric
এরকম কাজের ফলে ছাদে পানি লিক করার সম্ভাবনা থাকে
এটাই ঠিক না। ছাদ দূর্বল হয়ে যাবে।
ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন
এ ছারা উপায় নেই।
ভাই চাদে পানি লিক করবে নি
ভাই কাজ শেষে অবশ্যই ঢালাই দিতে হবে
ছাদের গার মারা গেল.... নুম্বা
না বুঝে অনেক মন্তব্য করা যায়😞
Fastener ব্যাবহার করলেই তো হয়
এটা সঠিক না ছাদের নিচে কাটাতে হবে রড বাহির হলে ফোনের রড ডুকাতে হবে ।
Ata vhul
ভিডিওটি পুরো বই দেখলে বুঝতে পারবেন এটা ভুল নয়